HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 2nd Paper mcq question and answer. HSC Geography 2nd Paper mcq questions pdf download. HSC vugol 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-২

HSC Geography 2nd Paper
MCQ
question and answer pdf download

১. জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে কততম?
[ক] ৬ষ্ঠ
[খ] ৭ম
✅ ৮ম
[ঘ] ৯ম

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
জনমিতিক ট্রানজিশনাল মডেলের ‘ক’ ধাপ যেখানে খাদ্য ও চিকিৎসার অভাব, যুদ্ধ ইত্যাদি বিদ্যমান। মায়ানমার এই ধাপের একটি দেশ। আবার বাংলাদেশ এই মডেলের ‘খ’ ধাপে রয়েছে যেখানে জনস্বাস্থ্যের উন্নয়ন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন দেখা যায়।

২. উদ্দীপকের ‘ক’ ধাপে রয়েছে নিচের কোন দেশ?
✅ ভুটান
[খ] ভারত
[গ] মিশর
[ঘ] নাইজেরিয়া

৩. উদ্দীপকের উভয় ধাপেরই মিল রয়েছে-
i. উচ্চ জন্মহার
ii. উচ্চ মৃত্যুহার
iii. জীবনযাত্রার নিমণমান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. জাতিসংঘের মতে অভিগমনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল কত?
[ক] ৬ মাস
[খ] ৮ মাস
[গ] ১০ মাস
✅ ১২ মাস

৫. ঢাকা ও খাগড়াছড়ির জনসংখ্যার তারতম্যের কারণ-
i. ভূপ্রকৃতির ভিন্নতা
ii. কর্মসংস্থানের সুবিধা
iii. খনিজ সম্পদের প্রাপ্যতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান হচ্ছে
[ক] নৃ-গোষ্ঠী
✅ বয়স কাঠামো
[গ] ভাষাগত বৈশিষ্ট্য
[ঘ] পেশাগত বৈশিষ্ট্য

৭. জনসংখ্যার ঘনত্ব বলতে বোঝায়-
[ক] মোট জনসংখ্যা
[খ] নারী-পুরুষ অনুপাত
✅ জনবসতির নিবিড়তা
[ঘ] জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি

৮. অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটি?
[ক] জনসংখ্যা বৃদ্ধি
[খ] অর্থনৈতিক মন্দা
[গ] প্রাকৃতিক দুর্যোগ
✅ সামাজিক নিরাপত্তা

৯. কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তনে ভূমিকা রাখে-
i. জন্মহারা
ii. মৃত্যুহার
iii. অভিগমন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০. অভ্যন্তরীণ অভিগমনের কারণ হলো-
[ক] সংস্কৃতির ভিন্নতা
✅ জনসংখ্যার চাপ
[গ] জলবায়ু পরিবর্তন
[ঘ] ধর্মীয় কারণ

১১. ১০০০
উপরের সূত্রটি দ্বারা নির্ণয় করা যায়-
[ক] স্থূল প্রজনন হার
[খ] নিট প্রজনন হার
[গ] মোট জন্মহার
✅ স্থূল জন্মহার

১২. মানচিত্রে জনসংখ্যার বণ্টন দেখানোর জন্য উপযুক্ত পদ্ধতি হলো-
i. স্তম্ভলেখ
ii. ছায়াপাত
iii. বিন্দু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩. অভিগমন নির্ভর করে-
i. সরকারের নীতি
ii. নিজের চাহিদা
iii. পরিবারের সুযোগ-সুবিধা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪. জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়?
ক ১৯০৯
[খ] ১৯১৯
✅ ১৯২৯
[ঘ] ১৯৩৯

নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
লিনজু নেত্রকোনার একটি গ্রামের কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে সাভারের একটি গার্মেন্টসে চাকরি নিয়েছে। সেখানেই সে বসতি গড়েছে।

১৫. উদ্দীপকে উল্লিখিত অভিগমনের ধরন কোনটি?
[ক] পল্লি থেকে পল্লি
✅ পল্লি থেকে নগর
[গ] নগর থেকে পল্লি
[ঘ] নগর থেকে নগর

১৬. লিনজুর অভিগমন হচ্ছে-
i. অভ্যন্তরীণ
ii. আকর্ষণজনিত
iii. বিকর্ষণজনিত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭. বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
[ক] ২০০১
[খ] ২০০৭
✅ ২০১১
[ঘ] ২০১৫

১৮. কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তন নিচের কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?
i. জন্মহার
ii. মৃত্যুহার
iii. অভিগমন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯. পৃথিবীর জনসংখ্যা ৩ বিলিয়ন ছিল কত সালে?
[ক] ১৮০০
[খ] ১৯০০
✅ ১৯৬০
[ঘ] ১৯৮০

২০. সবচেয়ে বেশি জনসংখ্যার অবস্থান কোন মহাদেশে?
[খ] আফ্রিকা
✅ এশিয়া
[গ] ইউরোপ
[ঘ] ওশেনিয়া

২১. UN Data-২০১৯ এর হিসেবে বর্তমান পৃথিবীর জনসংখ্যা কত?
[ক] ৭.১ বিলিয়ন
[খ] ৭.২ বিলিয়ন
[গ] ৭.৩ বিলিয়ন
✅ ৭.৫ বিলিয়ন

২২. UN Data-২০১৯ এর হিসেবে চীনের জনসংখ্যা কত?
[ক] ১.৩৫৭ বিলিয়ন
✅ ১.৪৩৫ বিলিয়ন
[গ] ১.৬৭৫ বিলিয়ন
[ঘ] ১.৮০৫ বিলিয়ন

২৩. জনসংখ্যার বয়সভিত্তিক পরিমাপ করার জন্য কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
[ক] ৪টি
✅ ৩টি
[গ] ২টি
[ঘ] ৫টি

২৪. কোন ধরনের পরিবর্তনের জন্য মানুষ অভিবাসনে আগ্রহী হয়?
✅ অর্থনৈতিক
[খ] সামাজিক
[গ] রাজনৈতিক
[ঘ] জনবৈশিষ্ট্যগত

২৫. জনমিতিক ট্রানজিশনাল মডেলে কী ব্যাখ্যা করা হয়?
[ক] জন্মহার
[খ] মৃত্যুহার
[গ] জনসংখ্যা বৃদ্ধি
✅ জন্মহার ও মৃত্যুহার

২৬. ১৯৯০ সালে সমগ্র পৃথিবীর মোট জনসংখ্যা কত ছিল?
[ক] ৫১২২ মিলিয়ন
[খ] ৫২৪৫ মিলিয়ন
✅ ৫২৫৫ মিলিয়ন
[ঘ] ৫১৩২ মিলিয়ন

২৭. লিঙ্গানুপাতের সূত্র কোনটি?
✅ ১০০
[খ] ১০০
[গ] ১০০০
[ঘ] ১০০০

২৮. কত বছর বয়স থেকে বৃদ্ধ জীবন শুরু হয়?
✅ ৬০ বছর
[খ] ৫৫ বছর
[গ] ৫০ বছর
[ঘ] ৪৫ বছর

২৯. যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের মৃত্যুহার কত বেশি?
[ক] ৬.০০ জন
✅ ৬.২ জন
[গ] ৬.৪ জন
[ঘ] ৬.৬ জন

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. জনসংখ্যার ঘনত্বকে প্রভাবিত করে-
i. সমতল ভূমি
ii. উর্বর মাটি
iii. চিকিৎসা সেবা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. জনসংখ্যায় লিঙ্গভিত্তিক গঠন নির্ভর করে-
i. মৃত্যুহার
ii. জন্মহার
iii. অভিগমন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২. মৃত্যুহারের ওপর প্রভাববিস্তারকারী উপাদান হলো-
i. মহামারী
ii. যোগাযোগ ব্যবস্থা
iii. চিকিৎসা ও সেবা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩. ‘‘মৃত্যুহারের তুলনায় কম জন্মহার’’ এই ধরনের অবস্থা পরিলক্ষিত হয়-
i. অস্ট্রেলিয়া
ii. নিউজিল্যান্ড
iii. সুইডেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪ ও ৩৫নং প্রশ্নের উত্তর দাও:
জনাব কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিষয়ে অধ্যয়ন করছেন । তিনি বিভিন্ন দেশের মৃত্যুহার নিয়ে গবেষণা করার সময় দেখলেন যে, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের মৃত্যুহার অনেক বেশি। তবে ভারতের চেয়ে সামান্য কম। বেশ কিছু উপাদান এর জন্য প্রভাববিস্তার করে।

৩৪. যুক্তরাষ্ট্রের মৃত্যুহার কত?
✅ ১০.৮ জন
[খ] ১১.৮ জন
[গ] ১১.৯ জন
[ঘ] ১২.০০ জন

৩৫. বাংলাদেশের মৃত্যুহার কত?
[ক] ১৭.৮ জন
[খ] ১৭.৬ জন
[গ] ১৭.৪ জন
✅ ১৭.০০ জন

৩৬. ল্যাটিন শব্দ Migrati-এর অর্থ কী?
✅ বাসস্থান পরিবর্তন
[খ] অভ্যাস পরিবর্তন
[গ] স্থান পরিবর্তন
[ঘ] জনসংখ্যা পরিবর্তন

৩৭. Migration শব্দটি কোন শব্দ?
[ক] জাপানি
[খ] ফারসি
✅ ইংরেজি
[ঘ] ল্যাটিন

৩৮. বাংলাদেশে ১৯৮১ সালে মৃত্যুহার কত ছিল?
[ক] ১০.৫
✅ ১১.৫
[গ] ১২.৫
[ঘ] ১৩.৫

৩৯. আন্তর্জাতিক অভিগমন প্রধানত কয়টি কারণে হয়?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৪০. ধরন অনুযায়ী অভিগমনকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
[ক] ৫ ভাগে
[খ] ৪ ভাগে
[গ] ৩ ভাগে
✅ ২ ভাগে

৪১. আন্তর্জাতিক অভিগমনকে কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৪২. অভিগমনের ফলে মানুষের শারীরিক পরিবর্তনের জন্য দায়ী কোনটি?
[ক] আর্থিক পরিবর্তন
✅ আবহাওয়ার পরিবর্তন
[গ] জনসংখ্যার পরিবর্তন
[ঘ] আচরণগত পরিবর্তন

৪৩. নারী-পুরুষের অসামঞ্জস্যতার জন্য অভিগমনের কোন দিকটি দায়ী?
✅ নারীর তুলনায় পুরুষ অভিগমনে অধিক আগ্রহী
[খ] পুরুষের তুলনায় নারী অভিগমনে অধিক আগ্রহী
[গ] নারী-পুরুষ সমানভাবে অভিগমনে আগ্রহী
[ঘ] নারী-পুরুষ অভিগমনে আগ্রহী নয়

৪৪. অভিগমনের জনবৈজ্ঞানিক কারণ হলো-
i. জন্মহার
ii. মৃত্যুহার
iii. নারী-পুরুষভেদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. অভিগমনের অর্থনৈতিক কারণ হলো-
i. সরকারি খাস জমি প্রদান
ii. কৃষি জমি হ্রাস
iii. পর্যাপ্ত নিয়োগ সুবিধা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. ২০২১ সালে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
[ক] ১৬,৫০,০০,০০০ জন
[খ] ১৬,৬২,০০,০০০ জন
✅ ১৬,৮২,০০,০০০ জন
[ঘ] ১৬,৯৫,০০,০০০ জন

৪৭. জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য কোনটি?
[ক] বসতবাড়ি তৈরি
✅ অভিগমন
[গ] অর্থ উপার্জন
[ঘ] স্কুলে যাওয়া

৪৮. বাংলাদেশে কত সালে জনসংখ্যা বৃদ্ধির হার ২.৩১% ছিল?
[ক] ১৯৭২ সালে
✅ ১৯৮১ সালে
[গ] ১৯৯১ সালে
[ঘ] ২০০১ সালে

৪৯. ২০২০ সালের হিসাব অনুযায়ী পেশাজীবী প্রবাসী বাংলাদেশির সংখ্যা কত?
✅ ৩৭৮ জন
[খ] ৩১০ জন
[গ] ৩০৮ জন
[ঘ] ৩০৫ জন

৫০. ২০২০ সালের হিসাব অনুযায়ী দক্ষ প্রবাসী বাংলাদেশির সংখ্যা কত?
✅ ৬১,৭১৯ জন
[খ] ৬০,৪৫৫ জন
[গ] ৬০,৪৮৫ জন
[ঘ] ৫৯,৫১৫ জন

৫১. বাংলাদেশের যে জেলায় জনসংখ্যার ঘনত্ব কম তা হল-
i. রাঙামাটি
ii. বান্দরবান
iii. খাগড়াছড়ি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫২. বাংলাদেশে জনসংখ্যা পরিবর্তনে প্রভাববিস্তারকারী উপাদান হলো-
i. জন্মহার
ii. আয় বৃদ্ধি
iii. অভিগমন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৫৩ থেকে ৫৪নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ থেকে প্রতিবছর কিছু না কিছু লোক বিদেশে গমন করছে। এতে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। ২০১৬ - ২০২০ সাল পর্যন্ত হিসাবে দেখা যায় বিভিন্ন পেশায় বিদেশ গমনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

৫৩. ২০২০ সালে মোট প্রবাসী বাংলাদেশির সংখ্যা কত?
✅ ৭,৫৭,৭৩১ জন
[খ] ৮,৭৫,০৫০ জন
[গ] ৮,৭৫,৯৪৫ জন
[ঘ] ৮,৭৫,০৪০ জন

৫৪. ২০২০ সালে মোট প্রবাসী বাংলাদেশির সংখ্যা কত?
[ক] ২,০৭,৭০৭ জন
[খ] ২,০৭,৭১৫ জন
[গ] ২,০৭,৭৩৫ জন
✅ ২,১৭,৬৬৯ জন

৫৫. প্রতিবছর বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি করে-
i. পেশাজীবী
ii. দক্ষ
iii. আধা-দক্ষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৬. কত শতাব্দীর পর হতে জনমিতিক ট্রানজিশনাল মডেলে বিশ্বের জন্মহার ও মৃত্যুহার পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায়?
[ক] পঞ্চদশ শতাব্দীর পর
[খ] সপ্তদশ শতাব্দীর পর
✅ অষ্টাদশ শতাব্দীর পর
[ঘ] বিংশ শতাব্দীর পর

৫৭. Demographic Transitional Model কে প্রদান করেন?
✅ T-S Thompson
[খ] Frank Notestien
[গ] F-S. Lee
[ঘ] W. Peterson

৫৮. কে সর্বপ্রথম Demographic Transitional Model-এর বিশদ ব্যাখ্যা দেন?
[ক] T-S Thompson
[খ] W. Peterson
✅ Frank Notestien
[ঘ] E.S. Lee

৫৯. জনসংখ্যার পরিবর্তনের চারটি ধাপের মধ্যে কয়টি ধাপ নিয়ে জনসংখ্যার অবস্থান্তর তত্ত্ব গঠিত?
[ক] ৪টি
✅ ৩টি
[গ] ২টি
[ঘ] ১টি

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. জনসংখ্যার অবস্থান্তর তত্ত্বের প্রথম স্তর কোনটি?
✅ উচ্চ সম্ভাবনার স্তর
[খ] অবস্থান্তর স্তর
[গ] প্রাথমিক পতন স্তর
[ঘ] চূড়ান্ত পতন স্তর

৬১. উচ্চ সম্ভাবনাময় স্তরে জন্মহার ও মৃত্যুহার কেমন থাকে?
✅ জন্মহার ও মৃত্যুহার উচ্চ থাকে
[খ] জন্মহার ও মৃত্যুহার কম থাকে
[গ] জন্মহার কম এবং মৃত্যুহার বেশি থাকে
[ঘ] জন্মহার বেশি এবং মৃত্যুহার কম থাকে

৬২. জনসংখ্যা বৃদ্ধির তৃতীয় স্তরের বৈশিষ্ট্য কোনটি?
✅ জন্মহার ও মৃত্যুহার উভয় নিমণমুখী
[খ] উচ্চ জন্মহার ও নিমণ মৃত্যুহার
[গ] উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার
[ঘ] মৃত্যুহার নিমণ কিন্তু জন্মহারের তুলনায় বেশি

৬৩. জনসংখ্যা বৃদ্ধির কোন স্তরে জন্মহার ও মৃত্যুহারের মধ্যে সমতা বিরাজ করে?
[ক] প্রথম স্তর
[খ] দ্বিতীয় স্তর
✅ তৃতীয় স্তর
[ঘ] চতুর্থ স্তর

৬৪. উন্নত বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির কোন স্তরের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
[ক] চতুর্থ স্তর
✅ তৃতীয় স্তর
[গ] দ্বিতীয় স্তর
[ঘ] প্রথম স্তর

নিচের চিত্রটি লÿ কর এবং ৬৫ ও ৬৬নং প্রশ্নের উত্তর দাও:

৬৫. উদ্দীপকের পিরামিডটি কোন ধরনের দেশের জনসংখ্যার প্রতীক?
[ক] উন্নত দেশের
✅ উন্নয়নশীল দেশের
[গ] অনুন্নত দেশের
[ঘ] স্বল্পোন্নত দেশের

৬৬. উক্ত জনসংখ্যা পিরামিডের দেশে নির্ভরশীলতার হার বাংলাদেশের তুলনায়-
[ক] কম
[খ] বেশি
✅ সমান
[ঘ] কোনো নির্ভরশীল জনসংখ্যা নেই

নিচের তালিকাটি দেখ এবং ৬৭ থেকে ৬৮নং প্রশ্নের উত্তর দাও:
সাল - জন্মহার (CBR) - মৃত্যুহার (CDR)
১৯৭৫ - ? - ২৮.১
১৯৯০ - ৩৯ - ?

৬৭. ১৯৭৫ সালে বাংলাদেশের জন্মহার কত ছিল?
[ক] ৪৫%
[খ] ৪৫.৫%
[গ] ৪৯%
✅ ৪৯.৫%

৬৮. ১৯৯০ সালে বাংলাদেশের মৃত্যুহার কত ছিল?
[ক] ১২%
[খ] ১৩%
✅ ১৪%
[ঘ] ১৫%

৬৯. ১৯৯০ সালে বাংলাদেশে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য কত ছিল?
✅ ২৫%
[খ] ৩০%
[গ] ৩৫%
[ঘ] ৩৬%

৭০. কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?
✅ ঢাকা
[খ] পাবনা
[গ] ফেনী
[ঘ] লক্ষ্মীপুর

৭১. 'ঢাকা জেলায় জনসংখ্যার ঘনত্ব কত?
[ক] ৮,৫৩৫ জন
[খ] ৮,৪২৯ জন
[গ] ৮,৩২৫ জন
✅ ৮,২২৯ জন

৭২. কত সালের রিপোর্ট অনুযায়ী ঢাকার জনসংখ্যার ঘনত্ব ৮২২৯ জন?
[ক] ২০১০ সাল
✅ ২০১১ সাল
[গ] ২০১২ সাল
[ঘ] ২০১৩ সাল

৭৩. ঢাকা বিভাগের আয়তন কত?
[ক] ৩০,১৭৮০.৭৫
[খ] ৩০১৭৭.৭৫
✅ ৩১,১৭৭.৭৪
[ঘ] ৩১,১৭৮৫.৬০

৭৪. রংপুর বিভাগের প্রতি বর্গ কিমি.এ জনসংখ্যার ঘনত্ব কত?
[ক] ৯৭০ জন
✅ ৯৭৫ জন
[গ] ৯৮০ জন
[ঘ] ৯৯০ জন

৭৫. ঘনত্বের পার্থক্য অনুযায়ী বাংলাদেশের জনবসতিকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ৫ ভাগে
✅ ৪ ভাগে
[গ] ৩ ভাগে
[ঘ] ২ ভাগে

৭৬. প্রতি বর্গ কিমি.তে কত জনের বেশি লোক থাকলে তাকে নিবিড় বসতি অঞ্চল বলে?
[ক] ৫০০ জনের বেশি
[খ] ৭০০ জনের বেশি
✅ ১০০০ জনের বেশি
[ঘ] ৯০০ জনের বেশি

৭৭. নিবিড় জনবসতি অঞ্চলকে কয় ভাগে ভাগ কর যায়?
✅ ৩ ভাগে
[খ] ৪ ভাগে
[গ] ৫ ভাগে
[ঘ] ৬ ভাগে

৭৮. বিরল জনবসতি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৭৯. জনসংখ্যার ঘনত্বের নিয়ামককে কত ভাগে ভাগ করা হয়েছে?
[ক] ৬ ভাগে
[খ] ৫ ভাগে
[গ] ৪ ভাগে
✅ ২ ভাগে

৮০. প্রতিবর্গ কিমি.তে কতজনের কম লোক থাকলে সে অঞ্চলকে বিরল জনবসতিযুক্ত এলাকা বলে?
[ক] ২০০০ জনের কম
[খ] ১৭০০০ জনের কম
[গ] ১৫০০ জনের কম
✅ ১০০০ জনের কম

৮১. একটি অঞ্চলে জনসংখ্যা কত হলে তাকে নাতি বিরল জনবসতি অঞ্চল বলা যায়?
[ক] ৩০০১ - ৫০০ জন
[খ] ৪০১ - ৮০০ জন
✅ ৫০১ - ১০০০ জন
[ঘ] ৬০১ - ১২০০ জন

৮২. একটি অঞ্চলের জনসংখ্যা (১৫০১ - ২০০০ জন) হলে তাকে কোন ধরনের জনবসতি অঞ্চল বলা হয়?
✅ নিবিড়
[খ] নাতি নিবিড়
[গ] নাতি বিরল
[ঘ] অতিনিবিড়

নিচের উদ্দীপকটি পড়ে ৮৩ থেকে ৮৩নং প্রশ্নের উত্তর দাও:
কোনো অঞ্চলের জনবসতি ঐ অঞ্চলের কিছু নিয়ামকের ওপর নির্ভর করে। একটি অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু, খনিজ পদার্থ প্রভৃতি জনবসতি স্থাপনে প্রভাববিস্তার করে। তেমনি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ও প্রভাববিস্তার করে।

৮৩. নারায়ণগঞ্জ ও টঙ্গী শিল্পাঞ্চলে জনবসতি স্থাপন উদ্দীপকের কোন নিয়ামক দ্বারা প্রভাবিত?
[ক] ভূপ্রকৃতি
[খ] জলবায়ু
✅ অর্থনৈতিক
[ঘ] সাংস্কৃতিক

৮৪. কোনটি প্রাকৃতিক নিয়ামক?
[ক] সাংস্কৃতিক
[খ] অর্থনৈতিক
✅ জলবায়ু
[ঘ] সামাজিক

৮৫. জনবসতি স্থাপনের অপ্রাকৃতিক নিয়ামক হলো-
i. ভূপ্রকৃতি
ii. অর্থনৈতিক
iii. সামাজিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. যেসব মানচিত্রে প্রশাসনিক বিভাগ বা জেলা অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব দেখানোর জন্য বিভিন্ন প্রকার রেখা ছায়াপাত ব্যবহার করানো হয় তাকে কী বলে?
[ক] ডট পদ্ধতি
✅ ছায়াপাত পদ্ধতি
[গ] বর্গলেখ পদ্ধতি
[ঘ] বৃত্তলেখ পদ্ধতি

৮৭. ২০১০ সালে ভোলা জেলায় জনসংখ্যার ঘনত্ব কত ছিল?
✅ ৫২২ জন
[খ] ৫১৫ জন
[গ] ৫০৭ জন
[ঘ] ৫০০ জন

৮৮. ২০১০ সালে গাজীপুর জেলায় জনসংখ্যার ঘনত্ব কত ছিল?
[ক] ১৮৫৪ জন
[খ] ১৮৬৪ জন
[গ] ১৮৭৪ জন
✅ ১৮৮৪ জন

৮৯. ২০১০ সালে সিলেট বিভাগে জনসংখ্যার ঘনত্ব কত ছিল?
✅ ৭৮৪ জন
[খ] ৭৭১ জন
[গ] ৭৫৫ জন
[ঘ] ৭৪২ জন

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. ২০১০ সালে ঢাকা বিভাগে জনসংখ্যার ঘনত্ব কত ছিল?
[ক] ১৫১২ জন
✅ ১৫২১ জন
[গ] ১৫৪১ জন
[ঘ] ১৫৫৮ জন

৯১. মানচিত্রে জনসংখ্যা বস্নন্টন প্রদর্শনের পদ্ধতিসমূহ হলো-
i. ছায়াপাত পদ্ধতি
ii. ডট পদ্ধতি
iii. বর্গলেখ পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯২. কোন এলাকার আবাসগৃহ অধিক নিমণমানের?
[ক] শহর এলাকার
[খ] বন্দর এলাকার
✅ গ্রামীণ এলাকার
[ঘ] শিল্প এলাকার

৯৩. পৃথিবীর খাওয়ার উপযোগী পানির মধ্যে বরফের পরিমাণ কত?
[ক] ১ ভাগের বেশি
✅ ২ ভাগের বেশি
[গ] ২.৫ ভাগের বেশি
[ঘ] ২.৭ ভাগের বেশি

HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

৯৪. কাম্য দেশের সার্বিক উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন?
✅ কাম্য জনসংখ্যা
[খ] অতিরিক্ত জনসংখ্যা
[গ] অল্প জনসংখ্যা
[ঘ] অতি অল্প জনসংখ্যা

৯৫. কাম্য জনসংখ্যা থেকে কম জনসংখ্যার দেশ কোনটি?
[ক] বাংলাদেশ
[খ] ভারত
[গ] মায়ানমার
✅ কানাডা

৯৬. কাম্য জনসংখ্যা থেকে অধিক জনসংখ্যার দেশ কোনটি?
[ক] কাতার
[খ] কুয়েত
✅ বাংলাদেশ
[ঘ] সৌদি আরব

৯৭. পৃথিবীর মোট পানিরাশির শতকরা কতভাগ পানি খাওয়ার উপযোগী?
[ক] ২ ভাগ
✅ ৩ ভাগ
[গ] ৪ ভাগ
[ঘ] ৫ ভাগ

৯৮. শিশু বয়োঃগোষ্ঠী নিচের কোন গ্রুপের অন্তর্গত-
[ক] ১০-১২
[খ] ০-১০
[গ] ২-১৮
✅ ০-১৪

৯৯. বান্দরবান জেলার জনসংখ্যার ঘনত্ব কত?
[ক] ৮০ জন
[খ] ৮৫ জন
✅ ৮৭ জন
[ঘ] ৮৯ জন

১০০. নিবিড় জনবসতি অঞ্চলকে কয় ভাগে ভাগ কর যায়?
✅ ৩ ভাগে
[খ] ৪ ভাগে
[গ] ৫ ভাগে
[ঘ] ৬ ভাগে
Share:

0 Comments:

Post a Comment