HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১০

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 2nd Paper mcq question and answer. HSC Geography 2nd Paper mcq questions pdf download. HSC vugol 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১০

HSC Geography 2nd Paper
MCQ
question and answer pdf download

১. পৃথিবীর আকৃতি কেমন?
✅ গোলাকার
[খ] আয়তাকার
[গ] ত্রিভুজাকার
[ঘ] বহুভূজাকার

২. বেলনাকার অভিক্ষেপকে অন্য কী নামে ডাকা হয়?
[ক] শঙ্কব অভিক্ষেপ
[খ] মেরুদেশীয় অভিক্ষেপ
[গ] সাধারণ অভিক্ষেপ
✅ নলাকার অভিক্ষেপ

৩. যথন আলোকরশ্মি ভূগোলকের কেন্দ্রে অবস্থান করে তখন তাকে কী বলে?
✅ নমোনিক অভিক্ষেপ
[খ] স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ
[গ] অর্থোগ্রাফিক অভিক্ষেপ
[ঘ] গলের অভিক্ষেপ

৪. আলোকরশ্মির অবস্থানের প্রেক্ষিতে মেরুদেশীয় অভিক্ষেপকে কত ভাগে ভাগ করা যায়?
✅ ৩ ভাগে
[খ] ৪ ভাগে
[গ] ৫ ভাগে
[ঘ] ৬ ভাগে

৫. নিচের কোনটি নলাকার অভিক্ষেপ?
✅ যে অভিক্ষেপ কাগজের নলের মধ্যে স্থাপন করা হয়
[খ] যে অভিক্ষেপ শাঙ্কবের মধ্যে স্থাপন করা হয়
[গ] যে অভিক্ষেপ সমতল কাগজে স্থাপন করা হয়
[ঘ] যে অভিক্ষেপ বাক্সের মধ্যে স্থাপন করা হয়

৬. অভিক্ষেপ অঙ্কনের জন্য স্কেলে সাধারণত কোন অনুপাত ব্যবহার করা হয়?
[ক] রিকটার স্কেল অনুপাত
✅ প্রতিভূ অনুপাত
[গ] নটিক্যাল মাইল অনুপাত
[ঘ] বর্গমাইল অনুপাত

৭. পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত?
✅ ৩৯৫০ মাইল
[খ] ৩৯৫০ মাইল
[গ] ৩৯৪০ মাইল
[ঘ] ৩৯৩০ মাইল

৮. অঙ্কনের তারতম্য অনুসারে বেনাকার অভিক্ষেপ কত প্রকার?
[ক] ৩ প্রকার
[খ] ৪ প্রকার
✅ ৫ প্রকার
[ঘ] ৬ প্রকার

৯. আলোকরশ্মির ছায়ার ওপর ভিত্তি করে যে নলাকার অভিন্সে তৈরি হয় তাকে কী বলে?
[ক] গলের অভিক্ষেপ
✅ দৃশ্যানুগ বেলনাকার অভিক্ষেপ
[গ] মার্কেটরস অভিক্ষেপ
[ঘ] প্রকৃত বেলনাকার অভিক্ষেপ

১০. কোন ধরনের বেলনাকার অভিক্ষেপের দ্রাঘিমারেখা ও অক্ষরেখাগুলো পরস্পর সমান দূরত্বে অবস্থান করে?
[ক] প্রকৃত বেলনাকার অভিক্ষেপ
✅ সরল বেলনাকার অভিক্ষেপ
[গ] সমআয়তনিক বেলনাকার অভিক্ষেপ
[ঘ] মার্কেটরস অভিক্ষেপ

১১. যখন শাঙ্কবে ভূগোলকের একটিমাত্র অক্ষরেখায় স্পর্শ করিয়ে অভিক্ষেপ অঙ্কন করা হয় তখন তাকে কী বলে?
[ক] সরল বেলনাকার অভিক্ষেপ
[খ] মেরুদেশীয় অভিক্ষেপ
[গ] নমোনিক অভিক্ষেপ
✅ সরল শাঙ্কব অভিক্ষেপ

১২. পৃথিবীর ব্যাসার্ধের সূত্র কোনটি?
✅ π=
[খ] π=
[গ] π= × ১০০
[ঘ] π= × ১০০

১৩. অভিক্ষেপে অক্ষরেখাগুলোর পরম্পর দূরত্ব নির্ণয়ের সূত্র কোনটি?
[ক]
[খ] × ১০০
[ঘ] × ১০০

১৪. সরল শাঙ্ক অভিক্ষেপে দুটি অক্ষরেখাকে কয়টি পৃথক পরিমিত অক্ষরেখা হিসেবে গণ্য করা হয়?
✅ ২টট
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

১৫. সরল শাঙ্ক অভিক্ষেপ কয়টি অক্ষরেখা স্পর্শ করে ভূগোলকের ওপর অবস্থান করে?
✅ ১টি
[খ] ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি

১৬. মানচিত্র অভিক্ষেপ বলতে কোনো সমতলের উপর সৃষ্ট গ্র্যাটিকুলকেই বোঝায় এ গ্র্যাটিকুল কী?
✅ কতকগুলো হুক (Grid)-এর সমষ্টি
[খ] কতিপয় ত্রিভুজের সমষ্টি
[গ] কতিপয় রেখার সমষ্টি
[ঘ] কতকগুলো চতুর্ভুজের সমন্বয়

১৭. মানচিত্র অভিক্ষেপ কত প্রকার?
[ক] তিন
✅ চার
[গ] পাঁচ
[ঘ] ছয়

১৮. মানচিত্র অভিক্ষেপের উস্তাবক বলা হয় কাকে?
[ক] ডেমোক্রিটাসকে
[খ] টলেমীকে
[গ] স্ট্রাবোকে
✅ ইরাটোসথেনিসকে

১৯. মানচিত্র অভিক্ষেপের বৈশিষ্ট্য কয়টি?
✅ ৩টি
[খ] ৪টি
[গ] ৫টি
[ঘ] ৬টি

২০. ভূগোলকটিকে কোনো কাগজের শাঙ্কবের ভিতর স্থাপন করে অভিক্ষেপ অঙ্কন করলে তাকে বলা হয়-
[ক] সরল বেলন অভিক্ষেপ
✅ সরল শাঙ্কব অভিক্ষেপ
[গ] মেরুদেশীয় অভিক্ষেপ
[ঘ] এর কোনোটাই সঠিক নয়

২১. সাধারণত ৫০° থেকে ৯০° অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলের মানচিত্র অঙ্গনে কোন অভিক্ষেপ শ্রেয়?
[ক] সরল বেলন
[খ] সরল শাঙ্কব
✅ মেরুদেশীয়
[ঘ] কোনোটিই নয়

২২. ভূগোলকে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা দ্বারা সৃষ্ট জালের ন্যায় বিন্যস্ত ছককে কী বলে?
[ক] গ্রাটিচিউড
✅ গ্র্যাটিকুল
[গ] গ্রানলার
[ঘ] গ্র্যাটিফাইড

২৩. সর্বপ্রথম মার্কেটরস অভিক্ষেপের পরিকল্পনা করেন কে?
[ক] Galilio
✅ Gerhard Kramer Flemish
[গ] Adam Smith
[ঘ] Widro Wilson

২৪. অভিক্ষেপ অঙ্কনের জন্য স্কেল বা মাপনী কোন অনুপাতে দেওয়া হয়?
✅ প্রতিভূ অনুপাত
[খ] অসম অনুপাত
[গ] সমানুপাত
[ঘ] চিত্রানুপাত

HSC ভূগোল ২য় পত্র (Srijonshil) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১০

২৫. পৃথিবীর স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের জন্য কোন ধরনের অভিক্ষেপ ব্যবহৃত হয়?
[ক] শীর্ষদেশীয়
✅ আন্তর্জাতিক
[গ] বহুশাঙ্কব
[ঘ] বোন এর

২৬. সাধারণত ৫০° থেকে ৯০° অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে মানচিত্র অঙ্কনে কোন অভিক্ষেপ ব্যবহৃত হয়?
[ক] শাকব
[খ] মার্কেটরস
[গ] সরল বেলনাকার
✅ শীর্ষদেশীয়

২৭. যেকোনো মানচিত্র বা ইমেজকে জ্যামিতিক আকৃতিতে পরিবর্তন করতে সাহায্য করে কোনটি?
[ক] র‌্যার্স্টার
✅ ভেক্টর
[গ] পিক্সেল
[ঘ] অটোক্যাড

২৮. কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে GIS ল্যাব চালু করে?
[ক] ১৯৯১
[খ] ১৯৯২
✅ ১৯৯৩
[ঘ] ১৯৯৪

২৯. রাস্টার স্কেল কীভাবে বিভক্ত?
[ক] বড় বড় পিক্সেল-এ
✅ ছোট ছোট পিক্সেল-এ
[গ] ছোট বড় পিক্সেল-এ
[ঘ] মাঝারি পিক্সেল-এ

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. মানচিত্র অভিক্ষেপে কোন বিষয়টি আবশ্যক?
✅ সমতল কাগজ
[খ] আয়তনের সঠিকতা
[গ] আকারের সঠিকতা
[ঘ] সঠিক বিয়ারিং

৩১. মানচিত্রের অভিক্ষেপ North line দেখানোর প্রয়োজন হয় না কেন?
[ক] অক্ষরগুলো Tree direction নির্দেশ করে
[খ] দরকার হয় না
[গ] অক্ষরেখা ও দ্রাঘিমারেখা ছক থাকে বলে
✅ কোনো নির্দিষ্ট দেশ বা পৃথিবীর সীমানা থাকে না বলে

৩২. GIS-এর পূর্ণরূপ কী?
✅ Geographic Information System
[খ] Geobal Information System
[গ] Geological Information System
[ঘ] Geography & Information Service

৩৩. "GIS is a computer szstem that can hold and use date describing places on the earth's surface." কে বলেছেন?
[ক] Han and Kim
✅ D.W. Rhind
[গ] P.A. Burrough
[ঘ] Gerhard Flemish

৩৪. সারা বিশ্বে GIS ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে কত সাল থেকে?
[ক] ১৯৮৫
✅ ১৯৮০
[গ] ১৯৭৮
[ঘ] ১৯৬৩

৩৫. ISPAN (Irrigation Support Project for Asia and the Near Fast) সর্বপ্রথম কোন প্রকল্পে বাংলাদেশে জিআইএস ব্যবহার করে-
[ক] ফ্লাড অ্যাকসন প্লান-১৭
[খ] ফ্লাড অ্যাকসন প্লান-১৮
✅ ফ্লাড অ্যাকসন প্লান-১৯
[ঘ] ফ্লাড অ্যাকসন প্লান-২০

৩৬. বাংলাদেশ ও এর আশপাশের এলাকা দেখানোর জন্য কোন অভিক্ষেপ অধিক উপযোগী?
[ক] D:M
✅ BTM
[গ] CTM
[ঘ] ATM

৩৭. কোন প্রযুক্তির অন্যতম উপাদান হলো মানুষ?
[ক] GCS
✅ GIS
[গ] LCC
[ঘ] BTM

৩৮. আকৃতির তারতম্য অনুসারে অভিক্ষেপ কত প্রকার?
[ক] দুই প্রকার
✅ তিন প্রকার
[গ] চার প্রকার
[ঘ] পাঁচ প্রকার

৩৯. কত সালে জিআইএস-এর সূচনা হয়?
[ক] ১৭৮৪ সালে
✅ ১৮৫৪ সালে
[গ] ১৯৬০ সালে
[ঘ] ২০০১ সালে

৪০. CGIS কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৬০ সালে
✅ ১৯৬৩ সালে
[গ] ১৯৬৫ সালে
[ঘ] ১৯৬৮ সালে

৪১. কাকে GIS জনক বলা হয়?
[ক] Otto SchmiD;
[খ] Kuiper
[গ] Rossgun
✅ Roger Tomlinson

৪২. GIS-এর প্রয়োজনীয়তাকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
✅ ৫ ভাগে
[গ] ৭ ভাগে
[ঘ] ৯ ভাগে

৪৩. DAP-এর পূর্ণরূপ কোনটি?
[ক] Dhaka Area Plan
[খ] Dhaka Area Plot
✅ Detailed Area Plan
[ঘ] Detailed Arina Plan

৪৪. CAD-এর পূর্ণরূপ কী?
✅ Computer Aided Desing
[খ] Complete Aided Desing
[গ] Computer Aria Desing
[ঘ] Complete Aria Desing

৪৫. কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে তার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি নির্ণয়ে কার্যকরী পদ্ধতি কোনটি?
[ক] GPS
✅ GIS
[গ] DBMS
[ঘ] CAD

৪৬. ভূমি জরিপ ক্ষেত্রে কোন প্রযুক্তি অধিক কার্যকর?
✅ GIS
[খ] GPS
[গ] DBMS
[ঘ] CAS

৪৭. GIS কীসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে?
[ক] CAD
✅ Computer
[গ] GPS
[ঘ] Remote Semino

৪৮. কোনো দেশের অল্প স্থানের মানচিত্র অঙ্গনের ক্ষেত্রে অনুপযোগী অভিক্ষেপ-
i. বেলন অভিক্ষেপ
ii. শাংকব অভিক্ষেপ
iii. মেরুদেশীয় অভিক্ষেপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯. জিআইএস ব্যবহার করে মানচিত্রের উপযোগিতা বৃদ্ধি করা হয়-
i. মানচিত্রে উপাত্তের উপস্থাপন ঘটিয়ে
ii. মানচিত্রের উপাত্তগুলোর বিশ্লেষণ করে
iii. মানচিত্রে সংকেত ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫০. GIS এর সফটওয়্যারসমূহ
i. ARC-info
ii. GIS
iii. ARC-View

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫১. সারাবিশ্বে জিআইএস ব্যবহৃত হচ্ছে-
i. ব্যবস্থাপনায়
ii. পরিকল্পনায়
iii. উন্নয়নে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫২. নিশিতা জিআইএস সম্পর্কে খুব ভালোভাবে অবগত হয়েছে তাই সে জানে জিআইএস পদ্ধতির যে উপাত্ত ছাড়া কোনোকিছু করা সম্ভব নয়-
i. ভূমি জরিপ
ii. স্থানিক উপাত্ত
iii. অস্থানিক উপাত্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৩. BTM যে এলাকার মানচিত্র অঙ্কনের জন্য উপযোগী-
i. বাংলাদেশ
ii. ভারত
iii. বাংলাদেশের আশপাশের এলাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৪. বাণিজ্যিকভাবে প্রাপ্য GIS সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. CAD
ii. DBMS
iii. MS Word

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. বাংলাদেশে GIS প্রযুক্তি ব্যবহৃত প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. রাজউক
ii. ওয়াসা
iii. এল.জি.ই.ডি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৬ ও ৫৭নং প্রশ্নের উত্তর দাও:
সমন অনেকদিন ধরে অভিবাসী হিসেবে আছেন। তিনি অভিবাসী হিসেবে পৃথিবীর যে দেশে বাস করছে তা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত।

৫৬. সুমন যে দেশে বাস করছে তার মানচিত্র অঙ্কনের জন্য কোন অভিক্ষেপ অধিক উপযোগী?
✅ সরল বেলনাকার
[খ] সরল শাংকব
[গ] মেরুদেশীয়
[ঘ] সম-আয়তনিক বেলনাকার

৫৭. উল্লিখিত অভিক্ষেপের বৈশিষ্ট্যগুলো হলো-
i. অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলো পরস্পর সমান দূরত্বে থাকে
ii. অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলো পরস্পরকে সমকোণে ছেদ করে
iii. সৃষ্ট জালের মতো ছকগুলো কতিপয় বর্গক্ষেত্রের সমষ্টিতে
পরিণত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৫৮ ও ৫৯নং প্রশ্নের উত্তর দাও:
যুক্তরাষ্ট্রের উপকূল অঙ্কন করার জন্য একটি অভিক্ষেপ ব্যবহার করা হয়, যাতে কল্পনা করা হয় কতিপয় শাঙ্ক একটি গোলকের উপর স্থাপন করা হয়েছে।

৫৮. অভিক্ষেপটি কী ধরনের অভিক্ষেপ।
[ক] সরল শাঙ্কব
[খ] ছেদক শাঙ্কব
[গ] বোনের শাঙ্কব
✅ বহু শাঙ্কব

৫৯. উক্ত অভিক্ষেপের
i. প্রত্যেকটি বৃত্তের স্বতন্ত্র কেন্দ্র আছে
ii. বৃত্তগুলোর সমকেন্দ্রিক
iii. অক্ষরেখাগুলো বৃত্তের ব্যাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬০ ও ৬১নং প্রশ্নের উত্তর দাও:
সমুদ্রপথে জাহাজ চলাচলের জন্য এক ধরনের অভিক্ষেপ ব্যবহৃত হয়। উনবিংশ শতাব্দীতে গ্রেট ব্রিটেন পৃথিবীর শ্রেষ্ঠ নৌশক্তি থাকায় ইংরেজরা এই অভিক্ষেপ ব্যবহার করে।

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. উক্ত অভিক্ষেপের নাম কী?
[ক] বোন
✅ মার্কেটরস
[গ] শাঙ্কব
[ঘ] ছেদক শাঙ্কব

৬১. উদ্দীপকের অভিক্ষেপটি জনপ্রিয়তা পাওয়ার কারণ-
i. নির্ভুল দিক নির্ণয়
ii. বৃহৎ বৃত্তের সাহায্যে সমুদ্রপথ নির্দেশ
iii. সমগ্র পৃথিবীর মানচিত্র এতে দেখানো যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩নং প্রশ্নের উত্তর দাও:
শাহীনকে কলেজ থেকে নিউজিল্যান্ডের মানচিত্র নির্ভুলভাবে অঙ্কন করার জন্য বলা হয়েছে। কলেজ থেকে দেওয়া কাজটি করতে পেরে সে আনন্দিত।

৬২. শাহীন নিউজিল্যান্ডের মানচিত্র অঙ্কনে কোন অভিক্ষেপ প্রয়োগ করেছে?
[ক] সরল বেলন অভিক্ষেপ
✅ সরল শাঙ্কব অভিক্ষেপ
[গ] প্রকৃত বেলন অভিক্ষেপ
[ঘ] প্রকৃত শাঙ্কব অভিক্ষেপ

৬৩. নিউজিল্যান্ডের মানচিত্র অঙ্কনে উক্ত অভিক্ষেপ বিশেষ উপযোগী। এর যথার্থ কারণ কোনটি?
✅ নিউজিল্যান্ড ক্ষুদ্রাকার দেশ
[খ] নিউজিল্যান্ড বড় দেশ
[গ] নিউজিল্যান্ডের মানচিত্র অঙ্কন সহজ
[ঘ] নিউজিল্যান্ড নিরক্ষীয় দেশ

নিচের উদ্দীপকটি পড়ে ৬৪ ও ৬৫নং প্রশ্নের উত্তর দাও:
সাবিবর একাদশ শ্রেণিতে পড়ে। একদিন সে পৃথিবীর মানচিত্র অঙ্কনের জন্য ভূগোলকের সাথে একটি কাগজ সমতলভাবে স্থাপন করে একটি অভিক্ষেপ অঙ্কন করে।

৬৪. সাবিবরের অঙ্কনকৃত অভিক্ষেপটি কোন ধরনের অভিক্ষেপ?
[ক] শাঙ্কব অভিক্ষেপ
[খ] নলাকার অভিক্ষেপ
✅ মেরুদেশীয় অভিক্ষেপ
[ঘ] গলের অভিক্ষেপ

৬৫. উক্ত অভিক্ষেপের শ্রেণিবিভাগের মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. তির্যক অভিক্ষেপ
ii. নিরক্ষীয় অভিক্ষেপ
iii. গলের অভিক্ষেপ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের ছকটি পড়ে ৬৬ ও ৬৭নং প্রশ্নের উত্তর দাও:
প্র. অ.অক্ষ ও দ্রাঘিমারেখার ব্যবধান ১: ১৬৭,০০০০০০১৫°

৬৬. উপরের তথ্যানুযায়ী ভূগোলকের ব্যাসার্ধ কত হবে?
✅ ১.৫" (প্রায়)
[খ] ১.৭" (প্রায়)
[গ] ১.৮" (প্রায়)
[ঘ] ১.৯" (প্রায়)

৬৭. নিরক্ষরেখার দৈর্ঘ্য কত?
[ক] ৯.২৩" (প্রায়)
[খ] ৯.৩৩'' (প্রায়)
✅ ৯,৪৩" (প্রায়)
[ঘ] ৯.৪৮" (প্রায়)

৬৮. ভূগোলকটিকে কোনো কাগজের শাঙ্কবের ভিতর স্বপন করে অভিক্ষেপ অঙ্কন করলে তাকে বলা হয়-
[ক] সরল বেলন অভিক্ষেপ
✅ সরল শাঙ্কব অভিক্ষেপ
[গ] মেরুদেশীয় অভিক্ষেপ
[ঘ] এর কোনোটাই সঠিক নয়

৬৯. কোন অভিক্ষেপ দ্বারা ক্ষুদ্রাকৃতি দেশের মানচিত্র নির্ভুলভাবে অঙ্কন করা যায়?
[ক] সরল বেলন
[খ] সরল শাঙ্কব
[গ] মেরুদেশীয়
✅ কোনোটাই সঠিক নয়

৭০. সাধারণত ৫০° থেকে ৯০° অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলের মানচিত্র অঙ্কনে কোন অভিক্ষেপ শ্রেয়?
[ক] সরল বেলন
[খ] সরল শাঙ্কব
✅ মেরুদেশীয়
[ঘ] কোনোটিই নয়

৭১. জিআইএস ব্যবহার করে মানচিত্রের উপযোগিতা বৃদ্ধি করা হয়-
i. মানচিত্রে উপাত্তের উপস্থাপন ঘটিয়ে
ii. মানচিত্রের উপাত্তগুলোর বিশ্লেষণ করে
iii. মানচিত্রে সংকেত ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭২. পৃথিবীর অবিকল আকৃতি বোঝানো হয় কোনটি দ্বারা?
[ক] মহাবৃত্ত
[খ] অক্ষরেখা
[গ] দ্রাঘিমারেখা
✅ ভূগোলক

৭৩. পৃথিবীর সমস্ত বৈশিষ্ট্য যথাযথভাবে বিদ্যমান কোনটিতে?
[ক] মানচিত্রে
✅ ভূগোলকে
[গ] অ্যাটলাসে
[ঘ] বিশ্বকোষে

৭৪. ক্রান্তীয় অঞ্চলের ফসল চাষের বণ্টন নির্ভুলভাবে দেখানো যায় কোন অভিক্ষেপের সাহায্যে?
[ক] প্রকৃত বেলনাকার
[খ] সরল বেলনাকার
✅ সম-আয়তনিক বেলন
[ঘ] শাঙ্কব

৭৫. কোন অভিক্ষেপে সকল অক্ষাংশে দ্রাঘিমারেখাগুলো সমদূরবর্তী?
✅ প্রকৃত বেলন
[খ] মার্কেটরের
[গ] বেলনাকার
[ঘ] শাঙ্কব

৭৬. অভিক্ষেপ অঙ্কনের জন্য স্কেল বা মাপনী কোন অনুপাতে দেওয়া হয়?
✅ প্রতিভূ অনুপাত
[খ] অসম অনুপাত
[গ] সমানুপাত
[ঘ] চিত্রানুপাত

৭৭. কোন অভিক্ষেপের অক্ষরেখাগুলো সমকেন্দ্রিক বৃত্তচাপ?
✅ সরল শাঙ্কব
[খ] মার্কেটরস
[গ] প্রকৃত বেলন
[ঘ] গলের

৭৮. একটি নির্দিষ্ট অক্ষরেখাকে আদর্শ ধরে যে অভিক্ষেপ অঙ্কন করা হয় তাকে কী বলে?
✅ সরল শাঙ্কব
[খ] মার্কেটরস
[গ] গলের
[ঘ] শীর্ষদেশীয়

৭৯. সমুদ্রপথে জাহাজ চলাচলের জন্য কোন অভিক্ষেপটি অধিক ব্যবহৃত হয়?
✅ মার্কেটরের
[খ] বোন এর
[গ] শাঙ্কব
[ঘ] সম-আয়তনিক বেলন

৮০. Prof. Ferdinand Hassler মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূল অঙ্কন করার জন্য কোন অভিক্ষেপ ব্যবহার করেন?
[ক] ছেদক শাঙ্কব
[খ] সরল শাঙ্কব
✅ বহু শান্ধব
[ঘ] শাঙ্কব

৮১. কোন অভিক্ষেপে শীর্ষদেশীয় তলটি যেকোনো মেরুবিন্দুতে স্পর্শকরূপে অবস্থান করে?
[ক] নিরক্ষীয়
[খ] তির্যক
✅ মেরুদেশীয়
[ঘ] অর্থোগ্রাফিক

৮২. সাধারণত ৫০° থেকে ৯০° অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে মানচিত্র অঙ্কনে কোন অভিক্ষেপ ব্যবহৃত হয়?
[ক] শাঙ্কব
[খ] মার্কেটরস
[গ] সরল বেলনাকার
✅ শীর্ষদেশীয়

৮৩. মূলমধ্যরেখা কোন শহরের উপর দিয়ে অক্রিম করেছে?
[ক] রোম
[খ] কায়রো
✅ লন্ডন
[ঘ] ঢাকা

নিচের উদ্দীপকটি পড়ে ৮৪ ও ৮৫নং প্রশ্নের উত্তর দাও:
সমুদ্রপথে জাহাজ চলাচলের জন্য এক ধরনের অভিক্ষেপ ব্যবহৃত হয়। ঊনবিংশ শতাব্দীতে গ্রেট ব্রিটেন পৃথিবীর শ্রেষ্ঠ নৌশক্তি থাকায় ইংরেজরা এই অভিক্ষেপ ব্যবহার করে।

৮৪. উক্ত অভিক্ষেপের নাম কী?
[ক] বোন
✅ মার্কেটরস
[গ] শান্ধব
[ঘ] ছেদক শাঙ্কব

৮৫. উদ্দীপকের অভিক্ষেপটি জনপ্রিয়তা পাওয়ার কারণ-
i. নির্ভুল দিক নির্ণয়
ii. বৃহৎ বৃত্তের সাহায্যে সমুদ্রপথ নির্দেশ
iii. সমগ্র পৃথিবীর মানচিত্র এতে দেখানো যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. ভূগোল কোনো মানচিত্র অভিক্ষেপ অনুসারে তৈরি নয়, এর কারণ কোনটি?
[ক] এর পৃষ্ঠদেশ বক্র
[খ] এর নিরক্ষীয় অংশ স্ফীত
[গ] এর মেরুদেশ চাপা
✅ এর অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলো বক্র

৮৭. মানচিত্র অভিক্ষেপের প্রয়োজনীয়তা কোনটি?
[ক] বৃষ্টিপাতের স্তন্ডলেখ অঙ্কনের জন্য
✅ ভূগোলক অঙ্কনের জন্য দিন
[গ] মানচিত্র অঙ্কনের জন্য
[ঘ] কোনো কেন্দ্রের উত্তাপ বিন্যাস দেখাবার জন্য

৮৮. অভিযাত্রীদের মেরু অঞ্চল অভিযানের পথ দেখাবার জন্য মানচিত্র অভিক্ষেপ কোনটি উপযোগী?
✅ মেরুস্থানীয় শীর্ষদেশীয় সমদূরবর্তী
[খ] শাঙ্কব
[গ] সম-আয়তনিক বেলন
[ঘ] বেলনাকার সমদূরবর্তী

৮৯. কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে GIS ল্যাব চালু করে?
[ক] ১৯৯১
[খ] ১৯৯২
✅ ১৯৯৩
[ঘ] ১৯৯৪

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. জিআইএস (GIS) কাজ করে-
i. স্থানিক ও পারিসরিক সমস্যা চিহ্নিতকরণে
ii. মানচিত্রায়নে
iii. ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯১. জিআইএস (GIS) হার্ডওয়্যারের মধ্যে রয়েছে-
i. কম্পিউটার
ii. ডিজিটাইজার
iii. পস্নটার ও প্রিন্টার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯২. জিআইএস (GIS) এ ব্যবহৃত অভিক্ষেপ হলো-
i. GCS
ii. BTM
iii. LCC

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৩. অভিক্ষেপের অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ছককে কী বলে?
[ক] ঝালি
[খ] ব্যবচ্ছেদ
✅ গ্র্যাটিকুল
[ঘ] সংকোচন-প্রসারণ

৯৪. বাংলাদেশ ও এর আশপাশের এলাকা দেখানোর জন্য কোন অভিক্ষেপ অধিক উপযোগী?
[ক] D:M
✅ BTM
[গ] CTM
[ঘ] ATM

৯৫. কোন প্রযুক্তির অন্যতম উপাদান হলো মানুষ?
[ক] GCS
✅ GIS
[গ] LCC
[ঘ] BTM

৯৬. পৃথিবীর আকার কেমন?
✅ গোলাকার
[খ] ত্রিকোণাকার
[গ] আয়তাকার
[ঘ] ডিম্বাকার

৯৭. কম্পিউটারের হার্ডওয়্যার কেন ব্যবহৃত হয়?
[ক] অভ্যন্তরীণ রূপ গঠনের জন্য
✅ বাহ্যিক রূপ গঠনের জন্য
[গ] প্রসেসরকে সচল রাখার জন্য
[ঘ] হিসাব-নিকাশ করার জন্য

৯৮. রাস্টার স্কেল কীভাবে বিভক্ত?
[ক] বড় বড় পিক্সেল-এ
✅ ছোট ছোট পিক্সেল-এ
[গ] ছোট বড় পিক্সেল-এ
[ঘ] মাঝারি পিক্সেল-এ

৯৯. যুক্তরাজ্যের মানচিত্রের জন্য কোন অভিক্ষেপ প্রয়োজন?
✅ বেলন
[খ] শাঙ্কব
[গ] শীর্ষদেশীয়
[ঘ] ব্যবহারসিদ্ধ

১০০. সারা বিশ্বে GIS ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে কত সালে থেকে?
[ক] ১৯৮৫
✅ ১৯৮০
[গ] ১৯৭৮
[ঘ] ১৯৬৩
Share:

0 Comments:

Post a Comment