HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 2nd Paper mcq question and answer. HSC Geography 2nd Paper mcq questions pdf download. HSC vugol 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Geography 2nd Paper
MCQ
question and answer pdf download

১. শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা প্রভৃতি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
[ক] নগর ভূগোল
[খ] বসতি ভূগোল
[গ] রাজনৈতিক ভূগোল
✅ সাংস্কৃতিক ভূগোল

২. প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি?
✅ নিমিত্তবাদ
[খ] সম্ভবনাবাদ
[গ] পরিবেশবাদ
[ঘ] নব্য সম্ভবনাবাদ

৩. সমুদ্রবেষ্টিত দেশ কোনটি?
✅ জাপান
[খ] ভারত
[গ] উত্তর কোরিয়া
[ঘ] দক্ষিণ কোরিয়া

৪. ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
[ক] ফ্রান্স
[খ] স্পেন
✅ পর্তুগাল
[ঘ] গ্রেট ব্রিটেন

৫. বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের
[ক] আসাম ও ত্রিপুরা
[খ] মেঘালয় ও ত্রিপুরা
✅ মেঘালয় ও আসাম
[ঘ] আসাম ও মনিপুর

৬. বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা-
✅ ৮৮° পূর্ব
[খ] ৯০° পূর্ব
[গ] ৮৮° পূর্ব
[ঘ] ৯০° পূর্ব

৭. বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি?
[ক] ৫
[খ] ৬
[গ] ৭
✅ ৮

৮. নিচের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি?
✅ ইউরোপ
[খ] এন্টার্কটিকা
[গ] উত্তর আমেরিকা
[ঘ] দক্ষিণ আমেরিকা

৯. মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি?
ক খনিজ
✅ জলবায়ু
[গ] ভূমিরূপ
[ঘ] হিমবাহ

১০. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
[খ] আফ্রিকা
✅ এশিয়া
[গ] ইউরোপ
[ঘ] অস্ট্রেলিয়া

১১. ভাষা, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভুগোলের যে শাখা আলোচনা করে তার নাম-
[ক] নগর ভূগোল
✅ সাংস্কৃতিক ভূগোল
[গ] জনসংখ্যা ভূগোল
[ঘ] গ্রামীণ ভূগোল

১২. ভূগোলের প্রধান অংশ কয়টি?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

১৩. মানব ভূগোল পঠন-পাঠনের প্রণালিবদ্ধ রোডম্যাপ প্রস্তুত করেন কে?
✅ ফ্রেডরিক র্যাটজেল
[খ] ইলেন চার্চিল ম্যাম্পেল
[গ] ভিদাল ডি লা বস্নাশ
[ঘ] জীন ব্রুনেস

১৪. ইলেন চার্চিল ম্যাম্পেলের শিক্ষক কে ছিলেন?
[ক] পল ভিদাল ডি লা বস্নাশ
[খ] জীন ব্রুনেস
[গ] কার্ল রিটার
✅ ফ্রেডরিক র্যাটজেল

১৫. পল ভিদাল ডি লা বস্নাশ কোন দেশের নাগরিক?
✅ ফ্রান্স
[খ] নেদারল্যান্ড
[গ] রাশিয়া
[ঘ] জাপান

১৬. মানব ভূগোলে মানুষ ও প্রকৃতির আন্তঃসম্পর্ক উদঘাটন করেন কে?
[ক] কার্ল রিটার
[খ] ফ্রেডরিক র্যাটজেল
[গ] জীন ব্রুনেস
✅ ইলেন চার্চিল ম্যাম্পেল

১৭. বনজ সম্পদ সংগ্রহ ভূগোলের কোন ধরনের বিষয়বস্তু?
[ক] উৎপাদনমূলক বিষয়বস্তু
[খ] নির্মাণমূলক বিষয়বস্তু
[গ] পরিসেবামূলক বিষয়বস্তু
✅ সম্পদগত বিষয়বস্তু

১৮. কোনটি মানব ভূগোলের শাখা?
[ক] অর্থনৈতিক ভূগোল
[খ] জনসংখ্যা ভূগোল
[গ] পরিবহন ভূগোল
✅ সবগুলো

১৯. মানুষের অর্থনৈতিক কর্মকা- কীভাবে পরিচালিত হচ্ছে তা কোন ভূগোলের আলোচ্য বিষয়?
[ক] জনসংখ্যা ভূগোল
✅ অর্থনৈতিক ভূগোল
[গ] কৃষি ভূগোল
[ঘ] বসতি ভূগোল

২০. কোনটি জনসংখ্যাবিষয়ক ভূগোলের অন্তর্ভুক্ত?
✅ জনসংখ্যা তত্ত্ব
[খ] নগরায়ণের ধারা
[গ] মানুষের গঠন
[ঘ] পরিবেশ সংরক্ষণ

২১. কৃষি উপকরণের উৎপাদন ও বণ্টনবিষয়ক আলোচনা ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?
[ক] নৃ-ভূগোল
✅ কৃষি ভূগোল
[গ] সম্পদ ভূগোল
[ঘ] অর্থনৈতিক ভূগোল

২২. সমুদ্রবন্দর গড়ে তোলা ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
✅ পরিবহন ভূগোল
[খ] পরিবেশগত ভূগোল
[গ] নৃ-ভূগোল
[ঘ] নগর ভূগোল

২৩. দেশের স্বাধীনতা, আইনকানুন প্রভৃতি দেশের আয়তন, ক্রমবিকাশ প্রভৃতি আলোচনা করা কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
[ক] সাংস্কৃতিক ভূগোল
[খ] আঞ্চলিক ভূগোল
[গ] শিল্প ভূগোল
✅ রাজনৈতিক ভূগোল

২৪. একটি অঞ্চলের নগর সভ্যতার উৎপত্তি নিয়ে আলোচনা করা ভূগোলের কোন শাখার কাজ?
[ক] শিল্প ভূগোল
[খ] আঞ্চলিক ভূগোল
✅ নগর ভূগোল
[ঘ] কৃষি ভূগোল

২৫. শিল্পের কাঁচামাল, শক্তিসম্পদের প্রাচুর্যতা ইত্যাদি কোন ভূগোলের আলোচ্য বিষয়?
✅ শিল্প ভূগোল
[খ] অর্থনৈতিক ভূগোল
[গ] রাজনৈতিক ভূগোল
[ঘ] নগর ভূগোল

২৬. মানব ভূগোলকে ভূদৃশ্য পরিবর্তনে মানুষের সৃজনশীলতার আলোকে বিবেচনা করেন-
i. ইলেন চার্চিল ম্যাম্পেল
ii. জীন ব্রুনেস
iii. পল ভিদালডি লা বস্নাশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭. উত্তোলনবিষয়ক কর্মকান্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. মাটি খনন
ii. পাথর উত্তোলন
iii. খনিজ উত্তোলন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮. পরিসেবামূলক কর্মকান্ডের অন্তর্ভুক্ত নয়-
i. ব্যাংকিং ব্যবস্থা
ii. কৃষিকাজ
iii. ভবন নির্মাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
মি. জলিল ঢাকার বাড্ডায় এলাকায় একটি বাসায় দুই বছর যাবৎ বসবাস করছেন। সে একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি নোয়াখালী। দুই বছর আগে নদীভাঙনে তার বসত ভিটা বিলীন হয়ে যাওয়ায় সে ঢাকায় এসে বসবাস শুরু করে।

২৯. মি. জলিল ঢাকায় বসবাস ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
[ক] নৃ-ভূগোল
[খ] পরিবহন ভূগোল
✅ বসতি ভূগোল
[ঘ] নগর ভূগোল

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি ভূগোলের যে শাখাটিকে প্রভাবিত করেছে তা হলো-
i. বসতি ভূগোল
ii. পরিবেশ ভূগোল
iii. অর্থনৈতিক ভূগোল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১. কোন ভূগোল পাঠের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভাষা, জাতি, বর্ণ প্রভৃতি সম্বন্ধে সম্যক জ্ঞানলাভ করা যায়?
[ক] আঞ্চলিক ভূগোল
[খ] সাংস্কৃতিক ভূগোল
[গ] অর্থনৈতিক ভূগোল
✅ নৃ-ভূগোল

৩২. অর্থনৈতিক ভূগোল পাঠের মাধ্যমে কোনটি সম্পর্কে ধারণা লাভ করা যায়?
✅ খনিজ সম্পদ
[খ] সাংস্কৃতিক কর্মকা-
[গ] দেশের আয়তন
[ঘ] ভৌগোলিক তথ্য

৩৩. কোন ভূগোল বিভিন্ন দেশের জনসংখ্যা বন্টন ধারা ও অধিবাসীদের অর্থনৈতিক কর্মকান্ড সম্পর্কে ধারণা দেয়?
[ক] জনসংখ্যা ভূগোল
✅ অর্থনৈতিক ভূগোল
[গ] বসতি ভূগোল
[ঘ] আঞ্চলিক ভূগোল

৩৪. পর্যাপ্ত কাঁচামাল ও সস্তা শ্রমিকের কারণে অধিক পরিমাণ পোশাক শিল্প গড়ে উঠেছে-
i. চীন
ii. রাশিয়া
iii. বাংলাদেশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫. দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশ হলো-
i. ভারত
ii. বাংলাদেশ
iii. চীন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৬. পৃথিবীর জনসংখ্যার মোট কত অংশ এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত?
✅ অংশ
[খ] অংশ
[গ] অংশ
[ঘ] অংশ

৩৭. মধ্যপ্রাচ্যের দেশ কোনটি?
✅ কাতার
[খ] লাওস
[গ] ভুটান
[ঘ] নেপাল

৩৮. কোনটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত নয়?
[ক] সিঙ্গাপুর
[খ] ভিয়েতনাম
[গ] ব্রুনাই
✅ কুয়েত

৩৯. ইউরেশিয়ার পশ্চিমে কোন মহাদেশ অবস্থিত?
[ক] এশিয়া
✅ ইউরোপ
[গ] আফ্রিকা
[ঘ] অস্ট্রেলিয়া

৪০. প্রতি বর্গ কি.মি. এ ইউরোপ মহাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
[ক] ৭০.৫ জন
[খ] ৭১ জন
[গ] ৭১.৫ জন
✅ ৭২.৯ জন

৪১. আফ্রিকা মহাদেশের মোট আয়তন কত?
[ক] ৩ কোটি ৪ লক্ষ ৭০ হাজার ৫০০ বর্গ কি.মি.
✅ ৩ কোটি ২ লক্ষ ২১ হাজার ৫৩২ বর্গ কি.মি.
[গ] ৩ কোটি ৫ লক্ষ ৭৫ হাজার ৪৪৪ বর্গ কি.মি.
[ঘ] ৩ কোটি ৬ লক্ষ ৭৫ হাজার ৪৪৮ বর্গ কি.মি.

৪২. বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ আফ্রিকা মহাদেশে রয়েছে?
[ক] ১০ শতাংশ
✅ ১৪ শতাংশ
[গ] ১৫ শতাংশ
[ঘ] ১৭ শতাংশ

৪৩. মোট স্থলভাগের ২০.৪ ভাগ জুড়ে কোন মহাদেশ অবস্থিত?
[ক] ইউরোপ
[খ] অস্ট্রেলিয়া
✅ আফ্রিকা
[ঘ] এশিয়া

৪৪. উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত স্বাধীন দেশ কয়টি?
[ক] ২০টি
[খ] ২২টি
✅ ৩৩টি
[ঘ] ২৭টি

৪৫. দক্ষিণ আমেরিকা মহাদেশ কোথায় অবস্থিত?
[ক] অস্ট্রেলিয়ার পূর্বে
✅ উত্তর আমেরিকার দক্ষিণ-পূর্বে
[গ] এশিয়ার উত্তর-পূর্বে
[ঘ] এন্টার্কটিকার দক্ষিণে

৪৬. দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ কয়টি?
[ক] ১০টি
✅ ১৪টি
[গ] ১৫টি
[ঘ] ১৭টি

৪৭. নিউজিল্যান্ড কোন মহাসাগরের দ্বীপ।
[ক] আটলান্টিক মহাসাগর
[খ] ভারত মহাসাগর
✅ প্রশান্ত মহাসাগর
[ঘ] উত্তর মহাসাগর

৪৮. বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
✅ অস্ট্রেলিয়া
[খ] এশিয়া
[গ] ইউরোপ
[ঘ] আফ্রিকা

৪৯. এন্টার্কটিকা মহাদেশটিকে পৃথিবীর কয়টি দেশ তাদের টেরিটোরিয়াল দেশ মনে করে?
[ক] ১০টি
[খ] ১২টি
✅ ১৪টি
[ঘ] ১৬টি

৫০. ভারতের রাষ্ট্রীয় নাম কী?
[ক] গণপ্রজাতন্ত্রী ভারত
✅ রিপাবলিক অব ইন্ডিয়া
[গ] ইউনাইটেড কিংডম অব ইন্ডিয়া
[ঘ] ইউনাইটেড স্টেটস অব ইন্ডিয়া

৫১. ভারতের মোট আয়তন কত?
[ক] ৩০,৮৫,২৬০ বর্গ কি.মি.
[খ] ৩২,৭৫,৫২৭ বর্গ কি.মি.
✅ ৩২,৮৭,২৬৩ বর্গ কি.মি.
[ঘ] ৩৫,৭২,৫৫৩ বর্গ কি.মি.

৫২. ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
✅ ৫ ভাগে
[খ] ৬ ভাগে
[গ] ৭ ভাগে
[ঘ] ৮ ভাগে

৫৩. সর্বদক্ষিণে শিবালিক পর্বতশ্রেণির উচ্চতা কত?
[ক] ৩০০ - ৫০০ মিটার
[খ] ৪০০ - ১,০০০ মিটার
[গ] ৩০০ - ১,০০০ মিটার
✅ ৩০০ - ১,৫০০ মিটার

৫৪. হিমালয়ের ৮,৪৮০ মিটার উচ্চতাবিশিষ্ট পর্বত-শৃঙ্গের নাম কী?
[ক] এভারেস্ট
✅ কাঞ্চনজঙ্ঘা
[গ] নন্দনদেবী
[ঘ] ধবলগিরি

৫৫.হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
✅ এভারেস্ট
[খ] নন্দনদেবী
[গ] ধবলগিরি
[ঘ] কাঞ্চনজঙ্ঘা

৫৬. কাশ্মিরের উত্তর-পূর্বাংশ এবং তিববত মালভূমির একাংশ কোন অঞ্চলের অন্তর্গত?
✅ লাডাক অঞ্চল
[খ] পূর্ব হিমালয় অঞ্চল
[গ] পশ্চিম হিমালয়
[ঘ] মধ্য হিমালয় অঞ্চল

৫৭. শরৎ-হেমন্তকালে ভারতের বৃষ্টিপাত হয়-
i. পশ্চিমবঙ্গ
ii. তামিলনাড়ু
iii. কেরালা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৮. ভারতের খাদ্যশস্য হলো-
i. তুলা
ii. চা
iii. তামাক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. ভারতের বাণিজ্যিক শস্য হলো-
i. পাট
ii. বাশ
iii. ভুট্টা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. ভারতের পাতব শিল্প হলো-
i. লৌহ ও ইস্পাত
ii. তামা
iii. অ্যালুমিনিয়াম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. ভারতের বয়ন শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত হলো-
i. বস্ত্রবয়ন
ii. পাট
iii. সিমেন্ট

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. ভারতের প্রধান শিল্পাঞ্চল-
i. হুগলি শিল্পাঞ্চল
ii. মাদ্রাজ শিল্পাঞ্চল
iii. মুম্বাই পুনে শিল্পাঞ্চল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. ভারতের হুগলি অঞ্চলের শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত হলো-
i. রাবার
ii. মেশিন টুলস
iii. কার্পাস বয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৪. ধাতব খনিজ পদার্থ হলো-
i. ম্যাঙ্গানিজ
ii. বক্সাইট
iii. ক্রোমাইট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৫ থেকে ৬৬ নং প্রশ্নের উত্তর দাও:
মহাদেশীয় অঞ্চল দেশসমূহ
ক বাংলাদেশ, ভারত, পাকিস্তান
দূরপ্রাচ্য খ
মধ্যপ্রাচ্য ইরান, কাতার, ওমান

৬৫. উপরের তালিকায় উল্লিখিত মহাদেশীয় অঞ্চলসমূহ কোন মহাদেশের অন্তর্ভুক্ত?
✅ এশিয়া
[খ] অস্ট্রেলিয়া
[গ] ইউরোপ
[ঘ] আমেরিকা

৬৬. উপরের তালিকায় ‘ক’ চিহ্নিত স্থানে কোন মহাদেশীয় অঞ্চল বসবে?
[ক] দক্ষিণ-পূর্ব এশিয়া
[খ] দূরপ্রাচ্য
[গ] মধ্য এশিয়া
✅ দক্ষিণ এশিয়া

৬৭. দূরপ্রাচ্য অঞ্চলের দেশ-
i. জাপান
ii. লাওস
iii. চীন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৬৮ ও ৬৯ নং প্রশ্নের উত্তর দাও:
জন ব্রেটলি ভেনিজুয়েলার নাগরিক। বর্তমানে তিনি উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে অবস্থান করছেন।

৬৮. নিউজিল্যান্ড কোন মহাদেশের অন্তর্ভুক্ত।
✅ অস্ট্রেলিয়া
[খ] এশিয়া
[গ] উত্তর আমেরিকা
[ঘ] দক্ষিণ আমেরিকা

৬৯. জন ব্রেটলি যে দেশের নাগরিক তা কোন মহাদেশের অন্তর্ভুক্ত?
[ক] উত্তর আমেরিকা
✅ দক্ষিণ আমেরিকা
[গ] এশিয়া
[ঘ] ইউরোপ

নিচের উদ্দীপকটি পড়ে ৭০ থেকে ৭১ নং প্রশ্নের উত্তর দাও:
মহাদেশ আয়তন সর্বোচ্চ শৃঙ্গের নাম সর্বনিম্ন তাপমাত্রা
ক ১,৪০,০০,০০০ বর্গ কি.মি.ভিনসন ম্যাসিফ- ৮৯°

৭০. তালিকায় উল্লিখিত মহাদেশটির নাম কী?
✅ এন্টার্কটিকা
[খ] অস্ট্রেলিয়া
[গ] এশিয়া
[ঘ] আফ্রিকা

৭১. তালিকায় উল্লিখিত শৃঙ্গ ভিনসন ম্যাসিকের উচ্চতা কত?
[ক] ৪,২৫০ মিটার
[খ] ৪,১২০ মিটার
[গ] ৪,৭৯০ মিটার
✅ ৪,৮৯৮ মিটার

৭২. এন্টার্কটিকা মহাদেশের জীবজন্তুর মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. পেঙ্গুইন
ii. তিমি
iii. হরিণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৩ ও ৭৪ নং প্রশ্নের উত্তর দাও:
রোকেয়া খানম ৫ বছর আগে সপরিবারে যুক্তরাষ্ট্র যান। বর্তমানে তিনি ঐ দেশের রাজধানীতে স্থায়িভাবে বসবাস করেন।

৭৩. উদ্দীপকে উল্লিখিত যুক্তরাষ্ট্র কোন মহাদেশে অবস্থিত?
✅ উত্তর আমেরিকা
[খ] দক্ষিণ আমেরিকা
[গ] ইউরোপ
[ঘ] আফ্রিকা

৭৪.যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কী?
✅ ওয়াশিংটন ডি. সি
[খ] নিউইয়র্ক
[গ] আলাবামা
[ঘ] বোস্টন

৭৫.বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত?
✅ এশিয়া
[খ] আফ্রিকা
[গ] ইউরোপ
[ঘ] উত্তর আমেরিকা

৭৬. বাংলাদেশের মাঝামাঝি অঞ্চল দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
[ক] বিষুবরেখা
✅ কর্কটক্রান্তি
[গ] মকরক্রান্তি
[ঘ] দ্রাঘিমা রেখা

৭৭. ভারত বাংলাদেশের কয় দিকে অবস্থিত?
[ক] ৪ দিকে
✅ ৩ দিকে
[গ] ২ দিকে
[ঘ] ১ দিকে

৭৮. বঙ্গোপসাগর বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
[ক] উত্তর দিকে
✅ দক্ষিণ দিকে
[গ] পূর্ব দিকে
[ঘ] পশ্চিম দিকে

৭৯. বাংলাদেশের সর্বমোট সীমারেখা কত?
[ক] ৪,৭১০.২০ কি.মি.
[খ] ৪,৭০৮.১২ কি.মি.
✅ ৪,৭১১.১৮ কি.মি.
[ঘ] ৪,৭১১.২২ কি মি

৮০. বাংলাদেশ ও মায়ানমার সীমারেখার দৈর্ঘ্য কত?
[ক] ২৪০ কি.মি.
[খ] ২৫০ কি.মি.
[গ] ২৭০ কি.মি.
✅ ২৮০ কি.মি.

৮১. বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত?
[ক] ৭১০ কি.মি.
✅ ৭১৬ কি.মি.
[গ] ৭২০ কি.মি.
[ঘ] ৭২২ কি.মি.

৮২. বাংলাদেশে পুরুষ ও নারীর অনুপাত কত?
[ক] ১০০,৭ঃ ১০০
[খ] ১০০.৫ঃ ১০০
✅ ১০০.৩ঃ ১০০
[ঘ] ১০০.২ঃ ১০০

৮৩. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
[ক] ১.২৭%
✅ ১.৩৭%
[গ] ১.৪৭%
[ঘ] ১.৫৭%

৮৪. বর্তমানে বাংলাদেশে কতটি জেলা রয়েছে?
[ক] ৬০টি
[খ] ৬১টি
[গ] ৬২টি
✅ ৬৪টি

৮৫. ঢাকা বিভাগে কতটি জেলা আছে?
[ক] ১৪টি
[খ] ১৫টি
✅ ১৩টি
[ঘ] ১৮টি

৮৬.সবচেয়ে কম জেলা রয়েছে কোন বিভাগে?
✅ সিলেট
[খ] বরিশাল
[গ] রংপুর
[ঘ] খুলনা

৮৭. সবচেয়ে বেশি জেলা রয়েছে কোন বিভাগে?
[ক] সিলেট
[খ] রাজশাহী
✅ ঢাকা
[ঘ] চট্টগ্রাম

৮৮. বাংলাদেশের পূর্বে অবস্থিত-
i. আসাম
ii. পশ্চিমবঙ্গ
iii. ত্রিপুরা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. বাংলাদেশের বিভাগগুলো হলো-
i. ঢাকা
ii. চট্টগ্রাম
iii. খুলনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলা হলো-
i. পঞ্চগড়
ii. ভোলা
iii. গাইবান্ধা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. ঢাকা বিভাগের বর্তমান জেলা-
i. কিশোরগঞ্জ
ii. নেত্রকোনা
iii. রাজবাড়ি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও:
বিভাগ জেলা
ক ফেনী, কুমিল্লা, চাঁদপুর
ঢাকা খ
গ কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও

৯২. তালিকায় ‘ক’ চিহ্নিত স্থানে কোনটি বসবে?
[ক] ঢাকা
✅ চট্টগ্রাম
[গ] সিলেট
[ঘ] খুলনা

৯৩. ‘খ’ চিহ্নিত স্থানের অন্তর্ভুক্ত জেলা হলো-
i. জামালপুর
ii. টাঙ্গাইল
iii. পাবনা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৪. পৃথিবীর সব দেশের সীমানা উল্লেখ করে যে মানচিত্র অঙ্কন করা হয় তাকে কী বলে?
[ক] আঞ্চলিক মানচিত্র
✅ বিশ্বমানচিত্র
[গ] বাণিজ্যিক মানচিত্র
[ঘ] সাংস্কৃতিক মানচিত্র

৯৫. কোন মানচিত্র বিদেশি পর্যটককে পথনির্দেশনা দেয়?
✅ পথনির্দেশক মানচিত্র
[খ] নির্দেশক মানচিত্র
[গ] বিশ্বমানচিত্র
[ঘ] আঞ্চলিক মানচিত্র

HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৯৬. বাংলাদেশের মানচিত্রের দৈর্ঘ্য প্রস্থের কয়গুণ?
[ক] ১.২ গুণ
[খ] ১.৩ গুণ
✅ ১.৪ গুণ
[ঘ] ১.৫ গুণ

৯৭. ভারতের মানচিত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কতগুণ?
[ক] ৬৫ গুণ
✅ ৭৫ গুণ
[গ] ৮৫ গুণ
[ঘ] ৯৬ গুণ

৯৮. মানচিত্রে বিভিনণ অঞ্চলের নাম লেখার ক্ষেত্রে বাধা হয়ে দাড়ায়-
i. সমোন্নতি রেখা
ii. সীমারেখা
iii. নদীর উপকূলরেখা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. মানব ভূগোলের ক্ষেত্র কয়টি উপাদানে গঠিত?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১০০. মানব ভূগোলের বিষয়বস্তু কয়টি উপাদানে গঠিত?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১০১. মানব ভূগোলের সর্বমোট শাখা কয়টি?
✅ ৪
[খ] ৯
[গ] ১০
[ঘ] ১১

১০২. পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
[খ] আফ্রিকা ও ওশেনিয়া
[খ] এশিয়া ও দক্ষিণ আমেরিকা
✅ এশিয়া ও ওশেনিয়া
[ঘ] ইউরোপ ও ওশেনিয়া

১০৩. কোনটি মহাদেশ?
✅ ওশেনিয়া
[খ] দক্ষিণ আফ্রিকা
[গ] অস্ট্রেলিয়া
[ঘ] নিউজিল্যান্ড

১০৪. মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
[ক] ড্যাডলি স্ট্যাম্প
[খ] হান্টিংটন
✅ ভিদাল দ্যা লা বস্নাশ
[ঘ] আলেকজান্ডার ভন হামবোল্ট
Share:

0 Comments:

Post a Comment