HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st paper mcq question and answer. HSC Geography 1st paper mcq questions pdf download. HSC vugol 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৮

HSC Geography 1st Paper
MCQ
question and answer pdf download

১. উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত-
i. বেগুয়েলা স্রোত
ii. উপসাগরীয় স্রোত
iii. সুমেরু স্রোত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২. কোন স্থানে মুখ্য জোয়ার শুরু হওয়ার কত সময় পরে পুনরায় সেখানে মুখ্য জোয়ার শুরু হবে?
[ক] ৬ ঘ. ১৩ মি.
[খ] ১২ ঘ. ২৬ মি.
[গ] ১৬ ঘ. ৩৯ মি.
✅ ২৪ ঘ. ৫২ মি.

৩. মুখ্য জোয়ার সংঘটিত হয় পৃথিবীর কোন অবস্থানের দিকে?
[ক] সূর্য যে পার্শ্বে থাকে
[খ] সূর্যের বিপরীত পার্শ্বে
✅ চন্দ্র যে পার্শ্বে থাকে
[ঘ] চন্দ্রের বিপরীত পার্শ্বে

৪. তেজকটাল সংঘটিত হয়-
i. অমাবস্যায়
ii. পূর্ণিমায়
iii. অষ্টমী তিথীতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫. জোয়ার ভাটা সংঘটনের প্রধান কারণ-
[ক] মহাকর্ষ শক্তি
[খ] কেন্দ্রাতিক শক্তি
[গ] সূযের্র আকর্ষণ
✅ চন্দ্রের আকর্ষণ

৬. উষ্ণ যোত কোনটি?
[ক] কুমেরু স্রোত
[খ] পশ্চিম গ্রীনল্যান্ড স্রোত
[গ] ল্যাব্রাডার স্রোত
✅ গিনি স্রোত

৭. সমুদ্রস্রোতের প্রধান কারণ কোনটি?
✅ বায়ুপ্রবাহ
[খ] পৃথিবীর আবর্তন গতি
[গ] উষ্ণতার তারতম্য
[ঘ] স্থলভাগের অবস্থান

৮. অষ্টমী তিথিতে কোন জোয়ার দেখা যায়?
[ক] মুখ্য জোয়ার
[খ] গৌণ জোয়ার
✅ মরা কটাল
[ঘ] তেজকটাল

৯. চন্দ্র ও সূর্যের জোয়ার উৎপাদন করার ক্ষমতার অনুপাত কত?
[ক] ১১ঃ ৪
✅ ১১ঃ ৫
[গ] ১১ঃ ৬
[ঘ] ১১ঃ ৭

১০. ভারত মহাসাগরীয় স্রোত কোনটি?
[ক] ক্যানারী
[খ] ইরমিনজার
[গ] বাহামা
✅ আগুলহাস

১১. কোন কারণে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়?
i. পৃথিবীর আবর্তন
ii. বায়ুপ্রবাহ
iii. উষ্ণতার তারতম্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২. কোনটি উষ্ণ স্রোত?
[ক] পশ্চিম গ্রীনল্যান্ড স্রোত
[খ] পূর্ব গ্রীনল্যান্ড স্রোত
[গ] ল্যাব্রাডর স্রোত
✅ উপসাগরীয় স্রোত

১৩. একটি মূল স্রোত থেকে আরেকটি স্রোতের সৃষ্টি কী কারণে হয়?
✅ ভূভাগের অবস্থান
[খ] সমুদ্রের লবণাক্ততা
[গ] বাষ্পীভবনের তারতম্য
[ঘ] বায়ু চাপ

১৪. দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত কোনটি?
[ক] ক্যানারি স্রোত
[খ] উপসাগরীয় স্রোত
[গ] ল্যাব্রাডর স্রোত
✅ কুমেরু স্রোত

১৫. উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত কোনটি?
[ক] কুমেরু স্রোত
[খ] বেগুয়েলা স্রোত
[গ] ব্রাজিল স্রোত
✅ ক্যানারি স্রোত

১৬. দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত কোনটি?
✅ মোজাম্বিক স্রোত
[খ] সোমালি স্রোত
[গ] মৌসুমি স্রোত
[ঘ] শীতকালীন মৌসুমি স্রোত

১৭. উত্তর ভারত মহাসাগরীয় স্রোত কোনটি?
[ক] কুমেরু স্রোত
[খ] মাদাগাস্কার স্রোত
[গ] মোজাম্বিক স্রোত
✅ সোমালি স্রোত

১৮. সূর্য চন্দ্র অপেক্ষা বড়-
[ক] এক কোটি ষাট লক্ষ গুণ
✅ দুই কোটি ষাট লক্ষ গুণ
[গ] তিন কোটি ষাট লক্ষ গুণ
[ঘ] তিন কোটি আশি লক্ষ গুণ

১৯. পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর কোনটি?
[ক] আটলান্টিক মহাসাগর
✅ ভারত মহাসাগর
[গ] প্রশান্ত মহাসাগর
[ঘ] দক্ষিণ মহাসাগর

২০. প্রত্যয়ন বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত প্রবাহিত হয়-
[ক] পূর্ব হতে পশ্চিমে
✅ পশ্চিম হতে পূর্বে
[গ] উত্তর হতে দক্ষিণে
[ঘ] পূর্ব হতে দক্ষিণে

২১. নিরক্ষীয় অঞ্চলের পানিরাশি অধিক উষ্ণ হওয়ার কারণ-
✅ সূর্য লম্বভাবে কিরণ দেয়
[খ] সূর্য তীর্যকভাবে কিরণ দেয়
[গ] সমুদ্রস্রোত প্রবাহিত হয়
[ঘ] লবণাক্ততার তারতম্যের জন্য

২২. স্কটল্যান্ড ও গ্রিনল্যান্ডের সংযোগকারী শৈলশিরা কোনটি?
✅ ওরেভীল থমসন
[খ] চ্যাগস
[গ] ডলফিন
[ঘ] চ্যালেঞ্জার

২৩. উপসাগরীয় স্রোতের উদ্ভব কোনটি থেকে?
[ক] পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত থেকে
✅ দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে
[গ] ক্যানারি স্রোত থেকে
[ঘ] সুমেরু স্রোত থেকে

২৪. উষ্ণ উপসাগরীয় স্রোত কয়টি শাখায় বিভক্ত?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

২৫. নিচের কোনটি উষ্ণ উপসাগরীয় স্রোতের শাখা?
✅ ক্যানারি স্রোত
[খ] সুমেরু স্রোত
[গ] ল্যাব্রাডর স্রোত
[ঘ] গিনি স্রোত

২৬. ব্রাজিল স্রোতটি নিচের কোন স্রোতের শাখা?
✅ দক্ষিণ নিরক্ষীয়
[খ] কুমেরু স্রোত
[গ] বেগুয়েলা স্রোত
[ঘ] ফকল্যান্ড স্রোত

২৭. সোমালি স্রোতটি কোন মহাসাগরের?
✅ উত্তর ভারত মহাসাগরীয়
[খ] দক্ষিণ ভারত মহাসাগরীয়
[গ] উত্তর আটলান্টিক মহাসাগরীয়
[ঘ] দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয়

২৮. কত সময় পরপর সমুদ্রের পানি নিয়মিতভাবে হ্রাস বৃদ্ধি ঘটে?
[ক] প্রতি ৬ ঘন্টায়
[খ] প্রতি সাড়ে ছয় ঘণ্টায়
[গ] প্রতি ১২ ঘণ্টায়
✅ প্রতি সাড়ে বারো ঘন্টায়

২৯. চন্দ্রের আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চন্দ্রের সবচেয়ে নিকটবর্তী হয় সেখানে কী হয়?
✅ চন্দ্রের আকর্ষণ বেশি
[খ] চন্দ্রের আকর্ষণ কম
[গ] সূর্যের আকর্ষণ বেশি
[ঘ] সূর্যের আকর্ষণ কম

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. অমাবস্যা তিথিতে একই সরল রেখায় অবস্থান করে কোনটি?
[ক] চন্দ্র-সূর্য
✅ চন্দ্র, সূর্য ও পৃথিবী
[গ] চন্দ্র ও পৃথিবী
[ঘ] সূর্য ও পৃথিবী

৩১. চন্দ্র তার নিজের কক্ষপথে কত দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে?
[ক] ২৭ দিনে
[খ] ২৭ দিনে
[গ] ২৯ দিনে
✅ ২৯ দিনে

৩২. নিচের কোনটি উপকূলবর্তী জেলা?
✅ বরগুনা
[খ] রংপুর
[গ] রাজশাহী
[ঘ] পঞ্চগড়

৩৩. জোয়ারের পানি খাড়ি ও মোহনা দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে কী বলে?
[ক] স্রোত
[খ] বন্যা
[গ] সুনামি
✅ জোয়ারের বান

৩৪. নিরক্ষীয় বিপরীত স্রোতটি প্রবেশ করেছে-
[ক] ক্যারিবিয়ান সাগরে
✅ গিনি উপসাগরে
[গ] ভারত মহাসাগরে
[ঘ] মেক্সিকো উপসাগরে

৩৫. ফকল্যান্ড স্রোতটি উত্তর দিকে প্রবাহিত হয়ে কোন স্রোতের সাথে মিশে যায়?
[ক] বেগুয়েলা স্রোত
[খ] কুমেরু স্রোত
✅ ব্রাজিল স্রোত
[ঘ] দক্ষিণ নিরক্ষীয় স্রোত

৩৬. পৃথিবীর কেন্দ্র ও পানির উপরিভাগের ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তির তারতম্যের কারণে কোনটি সংঘটিত হয়?
[ক] ভূমিকম্প
[খ] সুনামি
[গ] জলোচ্ছ্বাস
✅ জোয়ারভাটা

৩৭. পৃথিবীর একবার আবর্তনের সময় চন্দ্র নিজ কক্ষে অগ্রসর হয়-
✅ ১৩° পথ
[খ] ১৫° পথ
[গ] ১৯° পথ
[ঘ] ২৩° পথ

৩৮. সোমবার ১২ টায় মুখ্য জোয়ার হলে, একই স্থানে মঙ্গলবার মুখ্য জোয়ার হবে-
[ক] ১২.০০ টায়
[খ] ১২.০৬ মি.
[গ] ১২.৩০ মি.
✅ ১২.৫২ মি.

৩৯. বাংলাদেশের উপকূল রেখার দৈর্ঘ্য কত?
[ক] ১৫৫ কি.মি.
✅ ৭১২ কি.মি.
[গ] ৩৭১৫ কি.মি.
[ঘ] ৪৭১৯ কি.মি.

৪০. সমুদ্রে মূলস্রোত সৃষ্টিতে প্রত্যক্ষভাবে প্রভাববিস্তার করে না-
[ক] লবণাক্ততার তারতম্য
[খ] বাষ্পীভবনের তারতম্য
[গ] সমুদ্রের গভীরতা
✅ শৈলশিরায় অবস্থান

৪১. জোয়ারভাটার ফলে-
i. নদীর পানি নির্মল থাকে
ii. বদ্বীপ গঠনে বাধা পড়ে
iii. নদীখাত গভীর হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২. উষ্ণ পানি আয়তনে বৃদ্ধি পেয়ে-
i. হালকা হয়
ii. ঘনত্ব কমে
iii. লবণাক্ত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৩. অধিক লবণাক্ত পানি কম লবণাক্ত পানি অপেক্ষা
i. ঘন
ii. ভারী
iii. চাপ বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৪. উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত-
i. সুমেরু স্রোত
ii. ল্যাব্রাডর স্রোত
iii. গিনি স্রোত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত-
i. কুমেরু স্রোত
ii. বেগুয়েলা স্রোত
iii. গিনি স্রোত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত-
i. মাদাগাস্কার
ii. মোজাম্বিক
iii. আগুলহাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও:
সাগর পশুর নদী দিয়ে সুন্দরবনের করমজল যাওয়ার পর বনের ভেতরে ছোট ছোট নদীতে দেখল কোনো পানি নেই। দুপুরের পর দেখল নদী পানিতে ভরে গেছে।

৪৭. দুপুরের পর নদী পানিতে ভরে যাওয়ার কারণ-
[ক] জলোচ্ছাস
✅ জোয়ার
[গ] ভাটা
[ঘ] সুনামি

৪৮. উক্ত ঘটনার প্রভাবে-
i. নদীর পানি নির্মল হয়
ii. নদী নৌ চলাচলের যোগ্য থাকে
iii. উপকূলীয় অঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও:
হাফিজ তার বোনের বাড়ি পটুয়াখালী বেড়াতে গিয়ে দেখল সেখানে বিশেষ পদ্ধতিতে পানি আটকিয়ে একটি চাষ হচ্ছে। সে তার দুলাভাইয়ের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বললেন এ ধরনের চাষের জন্য লোনা পানি দরকার।

৪৯. উদ্দীপকে কোন চাষের কথা বলা হয়েছে?
✅ লবণ চাষ
[খ] মাছ চাষ
[গ] কাঁকড়া চাষ
[ঘ] কুমির চাষ

৫০. উদ্দীপকে উল্লিখিত চাষটির জন্য প্রয়োজন-
i. লোনা পানি
ii. জোয়ারভাটা
iii. সুলভ শ্রমিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫১. দুটি অসম বৈশিষ্ট্যযুক্ত সমুদ্রস্রোতের সীমারেখাকে বলে-
✅ হিমপ্রাচীর
[খ] হিমশৈল
[গ] ক্যানারি
[ঘ] ল্যাব্রাডর স্রোত

৫২. সাহারা মরুভূমির সৃষ্টিতে কোন স্রোতের প্রভাব রয়েছে?
[ক] বেগুয়েলা
[খ] গিনি স্রোত
✅ ক্যানারি
[ঘ] নিরক্ষীয় বিপরীত

৫৩. কোন স্রোতের প্রভাবে আফ্রিকার দক্ষিণ-পশ্চিম অঞ্চল বারো মাস বৃষ্টিহীন থাকে?
✅ বেগুয়েলা
[খ] দক্ষিণ নিরক্ষীয় স্রোত
[গ] গিনি স্রোত
[ঘ] ব্রাজিল স্রোত

৫৪. কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকালীন মৌসুমি স্রোতের সৃষ্টি হয়?
[ক] অয়ন বায়ু
[খ] পশ্চিমা বায়ু
✅ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
[ঘ] উত্তর-পূর্ব মৌসুমি বায়ু

৫৫. কার আকর্ষণশক্তি জোয়ারের জন্য কার্যকরী?
✅ চন্দ্রের
[খ] সূর্যের
[গ] সমুদ্র বায়ুর
[ঘ] সমুদ্রস্রোতের

৫৬. পৃথিবীর প্রতিটি অংশে ২৪ ঘণ্টায় জোয়ার হয়-
[ক] ১ বার
✅ ২ বার
[গ] ৩ বার
[ঘ] ৪ বার

৫৭. প্রতিটি জোয়ারভাটার স্থিতিকাল হলো-
[ক] ৪ ঘণ্টা
[খ] ৫ ঘন্টা
✅ ৬ ঘন্টা
[ঘ] ৮ ঘণ্টা

৫৮. সমুদ্রস্রোত কোন বায়ুর গতিপথ অনুসরণ করে?
[ক] নিয়ত
✅ মৌসুমি
[গ] প্রত্যয়ন
[ঘ] অয়ন

৫৯. কোন মহাসাগরে কোনো শীতল স্রোত নেই?
✅ উত্তর ভারত
[খ] উত্তর আটলান্টিক
[গ] দক্ষিণ ভারত
[ঘ] দক্ষিণ প্রশান্ত

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. সমুদ্রের জলরাশি প্রতিদিনই কোনো একটি সময় ধীরে ধীরে ফুলে ওঠে, একে কী বলে?
[ক] সমুদ্রস্রোত
[খ] জোয়ারভাটা
✅ জোয়ার
[ঘ] ভাটা

৬১. জোয়ার কয় প্রকার?
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

৬২. কোনটি শীতল স্রোত?
✅ দক্ষিণ নিরক্ষীয়
[খ] উত্তর আটলান্টিক
[গ] ফকল্যান্ড
[ঘ] গিনি

নিচের উদ্দীপকটি পড় এবং ৬৩ ও ৬৪ নং প্রশ্নের উত্তর দাও:
মি, জাবেদ একজন নাবিক। সমুদ্রপথে ভ্রমণের সময় তিনি লক্ষ করলেন, একেক অঞ্চলে একেক রকমের স্রোত প্রবাহিত হচ্ছে। তিনি x স্রোতটি সম্পর্কে বলেন যে, ক্রান্তীয় অঞ্চলে উপনীত হলে স্রোতটি ক্রমশ উষ্ণ হতে থাকে।

৬৩. উদ্দীপকে x কোন স্রোতকে নির্দেশ করে?
[ক] কুমেরু
[খ] আগুলহাস
✅ পশ্চিম অস্ট্রেলীয়
[ঘ] নিরক্ষীয়

৬৪. উদ্দীপকে x স্রোতটি পর্যবেক্ষণ করলে যে বিষয়টি পরিলক্ষিত হবে-
i. শীতল স্রোত
ii. উষ্ণ স্রোত
iii. বেগুয়েলা স্রোতের অনুরুপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৫. কোনটির আকর্ষণে প্রবল জোয়ারের সৃষ্টি হয়?
✅ সূর্য ও চাদ
[খ] পৃথিবী ও সূর্য
[গ] সূর্য ও নক্ষত্র
[ঘ] চাঁদ ও পৃথিবী

৬৬. কোন তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে?
[ক] পঞ্চমী
[খ] ষষ্ঠী
[গ] সপ্তমী
✅ অষ্টমী

৬৭. কোন স্রোতের জন্য কানাডার পশ্চিম উপকূল বরফমুক্ত থাকে?
[ক] কুমেরু
[খ] সুমেরু
[গ] আগুলহাস
✅ করোশিও

৬৮. সমুদ্রের পানির সময়ান্তরে পতনকে কী বলে?
[ক] জোয়ার
✅ ভাটা
[গ] স্রোত
[ঘ] বেগ

৬৯. এন্টার্কটিকা স্রোত প্রবাহিত হচ্ছে-
[ক] উত্তর থেকে দক্ষিণে
[খ] পূর্ব থেকে পশ্চিমে
✅ পশ্চিম থেকে পূর্বে
[ঘ] দক্ষিণ থেকে উত্তরে

৭০. বেঙ্গগুয়েলা স্রোত হলো-
[ক] উষ্ণ
✅ শীতল
[গ] ভারত মহাসাগরীয়
[ঘ] মৌসুমি

৭১. আগুলহাস স্রোত কোন স্রোতের মিলিত ফল-
[ক] মোজাম্বিক ও ভারত মহাসাগরীয়
✅ মালাগাস্কার ও মোজাম্বিক
[গ] ভারত ও আটলান্টিক মহাসাগরীয়
[ঘ] সুমেরু ও কুমেরু

৭২. সমুদ্রস্রোত প্রবাহিত হয়-
i. নির্দিষ্ট দিকে
ii. নির্দিষ্ট ও দীর্ঘসময় ধরে
iii. ক্ষুদ্র অলব্যাপী

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. লি-উইন অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত?
[ক] এশিয়া
[খ] দক্ষিণ আমেরিকা
✅ অস্ট্রেলিয়া
[ঘ] আফ্রিকা

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও:
শৈবাল 'X' অঞ্চলে বাস করে। সে প্রতিদিন সাগরের দিকে তাকিয়ে দেখে পানি এক সময় উপকূলের কাছাকাছি আসে আবার নিচে নেমে যায়।

৭৪. শৈবালের দেখা ঘটনাটি নিচের কোনটিকে নির্দেশ করে?
✅ জোয়ার-ভাটা
[খ] সমুদ্রস্রোত
[গ] সমুদ্র তরঙ্গ
[ঘ] সামুদ্রিক ঝয়

৭৫. শৈবালের দেখা ঘটনাটি সৃষ্টিতে নিচের কোন শক্তি কাজ করে?
[ক] কেন্দ্রাভিগ
✅ কেন্দ্রাতিগ
[গ] ঘর্ষণ
[ঘ] কোরিওলিস

৭৬. সমুদ্রের একস্থান থেকে অন্যস্থানে পানির নির্দিষ্ট প্রবাহকে কী বলে?
[ক] বায়ুপ্রবাহ
[খ] সমুদ্রের বেগ
[গ] পানির চাপ
✅ সমুদ্রস্রোত

৭৭. ভারত মহাসাগরীয় স্রোতগুলো কোন দিকে প্রবাহিত হয়?
[ক] উত্তর-দক্ষিণ
[খ] দক্ষিণ-পূর্ব
[গ] উত্তর-পশ্চিম
✅ দক্ষিণ-পশ্চিম

৭৮. মহাকর্ষ শক্তি কয়টি নিয়ামকের ওপর নির্ভর করে?
[ক] ১টি
✅ ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি

৭৯. কয়টি কারণে নদীতে বান দেখা যায়?
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

৮০. সমুদ্রের পানির অগ্রগতি হয় না কেন?
[ক] এটি অত্যন্ত লবণাক্ত বলে
[খ] পানি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় বলে
[গ] পানি পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় বলে
✅ একই স্থান থেকে প্রবাহিত হয় বলে

৮১. সমুদ্রস্রোত কয় প্রকার?
✅ ২ প্রকার
[খ] ৩ প্রকার
[গ] ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৮২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৮২. চিত্রটি যে বিষয় নির্দিষ্ট করে-
i. অষ্টমি তিথি
ii. ৬ষ্ঠ তিথি
iii. মরাকটাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. দক্ষিণ গোলার্ধে ব্রাজিল স্রোত কোন বায়ু প্রবাহজনিত কারণে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে?
[ক] অয়ন বায়ু
[খ] নিয়ত বায়ু
✅ পশ্চিমা বায়ু
[ঘ] মৌসুমি বায়ু

৮৪. সাধারণত সমুদ্রস্রোত কয়টি কারণে দেখা যায়?
[ক] ৭টি
✅ ৮টি
[গ] ৯টি
[ঘ] ১০টি

৮৫. ফেরেলের সূত্র মতে সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে কোন দিকে প্রবাহিত হয়?
[ক] পশ্চিম দিকে
[খ] দক্ষিণ দিকে
[গ] বাম দিকে
✅ ডান দিকে

৮৬. নিরক্ষীয় অঞ্চলে শূন্যতা সৃষ্টি হওয়ার কারণ কী?
✅ অধিক বাষ্পীভবন
[খ] অধিক লবণাক্ততা
[গ] অধিক ঠান্ডা
[ঘ] অধিক মরুকরণ

৮৭. মেরু প্রদেশের পান শীতল থাকে কেন?
[ক] অধিক বায়ুপ্রবাহ হয়
✅ সূযর্রশ্মি তির্যকভাবে পড়ে
[গ] সূযর্রশ্মি লম্বভাবে পড়ে
[ঘ] প্রচুর বরফ থাকে

৮৮. সমুদ্রের পানি কেমন?
[ক] মিঠা
[খ] তেতো
[গ] টক
✅ লবণাক্ত

৮৯. নিচের কোন মহাসাগরের স্রোতটি একটু ভিন্ন ধরনের?
[ক] আটলান্টিক মহাসাগর
[খ] প্রশান্ত মহাসাগর
[গ] দক্ষিণ ভারত মহাসাগর
✅ উত্তর ভারত মহাসাগর

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কোনটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত?
[ক] উপসাগরীয় স্রোত
[খ] ক্যানারি স্রোত
[গ] সুমেরু স্রোত
✅ কমেরু স্রোত

৯১. মৌসুমি স্রোত কিসের ওপর প্রভাব বিস্তার করে?
[ক] সামাজিক পরিবেশ
✅ সামুদ্রিক পরিবেশ
[গ] অর্থনৈতিক পরিবেশ
[ঘ] রাজনৈতিক পরিবেশ

৯২. উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে কী বলে?
[ক] শৈল প্রাচীর
✅ হিমপ্রাচীর
[গ] লৌহ প্রাচীর
[ঘ] লবণাক্ত প্রাচীর

৯৩. ভারত মহাসাগরীয় বিপরীত স্রোতকে কী বলা হয়?
✅ নিরক্ষীয় বিপরীত স্রোত
[খ] সোমালি স্রোত
[গ] গিনি স্রোত
[ঘ] মৌসুমি স্রোত

৯৪. কোন ঋতুতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে শীতকালে মৌসুমি স্রোতের সাথে নিরক্ষীয় বিপরীত স্রোত অন্তর্হিত হয়?
✅ গ্রীষ্মকালে
[খ] বর্ষাকালে
[গ] শীতকালে
[ঘ] হেমন্তকালে

৯৫. নিউইয়র্ক লন্ডনের কোন দিকে অবস্থিত?
[ক] উত্তর দিকে
✅ দক্ষিণ দিকে
[গ] পূর্ব দিকে
[ঘ] পশ্চিম দিকে

৯৬. উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে কী সৃষ্টি হয়?
[ক] হিমপ্রাচীর
[খ] প্রবাল
✅ মগ্নচড়া
[ঘ] চোরাবালি

৯৭. সমুদ্রের পানিতে লবণাক্ততার তারতম্য হওয়ার কারণ-
i. বাষ্পীভবন
ii. বৃষ্টিপাত
iii. বায়ুপ্রবাহ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

৯৮. সুমেরু স্রোতের উৎপত্তির কারণ-
i. মেরুদেশীয় বায়ুর প্রভাব
ii. আটলান্টিকের লবণাক্ততা
iii. ভারত মহাসাগরের লবণাক্ততা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. উপসাগরীয় স্রোতের শাখা স্রোত হলো-
i. ক্যানারি স্রোত
ii. ব্রাজিল স্রোত
iii. উত্তর আটলান্টিক স্রোত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০০. সমুদ্রের একই স্থানে কয়বার জোয়ার হয়?
[ক] ১ বার
✅ ২ বার
[গ] ৩ বার
[ঘ] ৪ বার
Share:

0 Comments:

Post a Comment