HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st paper mcq question and answer. HSC Geography 1st paper mcq questions pdf download. HSC vugol 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৭

HSC Geography 1st Paper
MCQ
question and answer pdf download

১. পৃথিবীপৃষ্ঠে সমুদ্রভাগের ক্ষেত্রফল কত মিলিয়ন বর্গকিলোমিটার?
[ক] ৩৪১
✅ ৩৬১
[গ] ৩৭১
[ঘ] ৩৮১

২. শৈলশিরা দেখা যায় কোথায়?
[ক] পর্বতমালায়
[খ] মালভূমিতে
[গ] উপকূলে
✅ মহাসাগরের তলে

৩. পৃথিবীর প্রায় এক-চতুর্থাংশ অঞ্চলে রয়েছে কোনটি?
✅ মহীসোপান
[খ] আগ্নেয় দ্বীপ
[গ] মহীঢাল
[ঘ] শৈলশিরা

নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ভূগোল ক্লাসে শিক্ষক বললেন একটি মহাসাগরের দুইপাশে চারটি মহাদেশ রয়েছে।

৪. উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ মহাসাগর কোনটি?
[ক] প্রশান্ত
[খ] ভারত
✅ আটলান্টিক
[ঘ] সুমেরু

৫. উদ্দীপকে উল্লিখিত মহাসাগরের তলদেশের বিশেষ ভূপ্রকৃতির আকৃতি কীরূপ?
✅ ইংরেজি S অক্ষরের মতো
[খ] ইংরেজি W অক্ষরের মতো
[গ] ইংরেজি H অক্ষরের মতো
[ঘ] ইংরেজি N অক্ষরের মতো

৬. বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কোনটি?
✅ সোয়াচ অব নো গ্রাউন্ড
[খ] নিকোবার ফ্যান
[গ] বেঙ্গল ডিপ সি ফ্যান
[ঘ] বার্মা ট্রেন্স

৭. জন্মগত পানি কোনটি?
✅ পাললিক শিলার পানি
[খ] ভূপৃষ্ঠের পানি
[গ] সামুদ্রিক পানি
[ঘ] হিমবাহ গলা পানি

৮. ভূগর্ভে অবস্থানের ওপর ভিত্তি করে পানিকে কত ভাগে ভাগ করা যায়?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

৯. আয়তন অনুসারে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
✅ প্রশান্ত
[খ] আটলান্টিক
[গ] ভারত
[ঘ] উত্তর মহাসাগর

১০. কাস্পিয়ান মহাসাগর নিচের কোন মহাদেশে অবস্থিত?
✅ এশিয়া
[খ] আফ্রিকা
[গ] উত্তর আমেরিকা
[ঘ] দক্ষিণ আমেরিকা

১১. এশিয়া ও আমেরিকার মধ্যবর্তী স্থানে অবস্থিত মহাসাগরটির নাম কী?
[ক] আটলান্টিক
✅ প্রশান্ত
[গ] উত্তর মহাসাগর
[ঘ] দক্ষিণ মহাসাগর

১২. মহীঢালের পরবর্তী অংশ কোনটি?
[ক] মহীসোপান
[খ] তটদেশীয় অঞ্চল
✅ গভীর সমুদ্রের সমভূমি
[ঘ] গভীর সমুদ্রখাত

১৩. পৃথিবীর গভীরতম খাত কোনটি?
✅ মারিয়ানা
[খ] এমডেন
[গ] টোঙ্গা
[ঘ] মানসুউ

১৪. নিচের কোন মহাসাগরটির আকৃতি গোলাকার?
[ক] প্রশান্ত মহাসাগর
[খ] ভারত মহাসাগর
✅ সুমেরু মহাসাগর
[ঘ] আটলান্টিক মহাসাগর

১৫. নিচের কোন মহাসাগরের নাম প্যাসিফিক?
[ক] আটলান্টিক মহাসাগর
✅ প্রশান্ত মহাসাগর
[গ] ভারত মহাসাগর
[ঘ] দক্ষিণ মহাসাগর

১৬. ভারত মহাসাগরের আকৃতি ইংরেজি কোন অক্ষরের মতো?
[ক] S
[খ] V
[গ] W
✅ M

১৭. ভিক্টোরিডা হ্রদের অবস্থান কোথাড?
[ক] এশিডা
[খ] উত্তর আমেরিকা
✅ আফ্রিকা
[ঘ] দক্ষিণ আমেরিকা

১৮. বৈকাল হ্রদের অবস্থান কোথায়?
[ক] উত্তর আমেরিকা
[খ] দক্ষিণ আমেরিকা
✅ এশিয়া
[ঘ] আফ্রিকা

১৯. আয়তনে বৃহত্তম হ্রদ কোনটি?
✅ ভিক্টোরিয়া
[খ] হিউরন
[গ] মিসিগান
[ঘ] বৈকাল

২০. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
[ক] আটলান্টিক মহাসাগর
✅ প্রশান্ত মহাসাগর
[গ] ভারত মহাসাগর
[ঘ] উত্তর মহাসাগর

২১. ভূপৃষ্ঠের সমগ্র জলভাগের কত শতাংশ প্রশান্ত মহাসাগর?
[ক] ৩০%
[খ] ৪০%
✅ ৪৫%
[ঘ] ৫০%

২২. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি?
[ক] প্রশান্ত মহাসাগর
✅ আটলান্টিক মহাসাগর
[গ] ভারত মহাসাগর
[ঘ] উত্তর মহাসাগর

২৩. আটলান্টিক মহাসাগরের পূর্বদিকে কোনটি অবস্থিত?
✅ ইউরোপ ও আফ্রিকা মহাদেশ
[খ] উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ
[গ] এশিয়া ও আফ্রিকা মহাদেশ
[ঘ] ইউরোপ ও ওসেনিয়া মহাদেশ

২৪. ‘ব্রিটিশ দ্বীপপুঞ্জ’ কোন মহাসাগরে অবস্থিত?
[ক] ভারত
✅ আটলান্টিক
[গ] প্রশান্ত
[ঘ] দক্ষিণ আফ্রিকা

২৫. ‘লাক্ষাদ্বীপ’ কোন মহাসাগরে?
✅ ভারত
[খ] প্রশান্ত
[গ] আটলান্টিক
[ঘ] উত্তর মহাসাগর

২৬. পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি?
[ক] সুমেরু মহাসাগর
✅ কুমেরু মহাসাগর
[গ] ভারত মহাসাগর
[ঘ] প্রশান্ত মহাসাগর

২৭.মহীসোপানের সর্বোচ্চ গভীরতা কত?
[ক] ১২০ মিটার
[খ] ১৫০ মিটার
[গ] ১৬০ মিটার
✅ ১৮০ মিটার

২৮. মৎস্যচারণ ক্ষেত্র কোনটি?
✅ মহীসোপান
[খ] মহীপাল
[গ] গভীর সমুদ্রের সমভূমি
[ঘ] সমুদ্রের গভীর খাত

২৯. মধ্য আটলান্টিক শৈলশিরা কোন মহাসাগরে?
[ক] ভারত মহাসাগরে
[খ] প্রশান্ত মহাসাগরে
[গ] উত্তর মহাসাগরে
✅ আটলান্টিক মহাসাগরে

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. ডলফিন ও চ্যালেঞ্জার শৈলশিরার মধ্যে অবস্থিত খাত কোনটি?
✅ রোমানসে খাত
[খ] জাপান খাত
[গ] কারমাডেক খাত
[ঘ] দক্ষিণ স্যান্ডউইচ খাত

৩১. দক্ষিণ স্যান্ডউইচ খাতটি কোন মহাসাগরে?
[ক] ভারত মহাসাগরে
✅ আটলান্টিক মহাসাগরে
[গ] প্রশান্ত মহাসাগরে
[ঘ] দক্ষিণ মহাসাগরে

৩২. টেলিগ্রাফ মালভূমির উচ্চতা কত?
[ক] ২০০০ ফুটের অধিক
[খ] ২৫০০ ফুটের অধিক
✅ ৩০০০ ফুটের অধিক
[ঘ] ৩৫০০ ফুটের অধিক

৩৩. পৃথিবীর শতকরা কত ভাগ পানি সমুদ্র ধারণ করে?
[ক] ৯০ ভাগ
[খ] ৯৫ ভাগ
✅ ৯৭ ভাগ
[ঘ] ৯৯ ভাগ

৩৪. বাষ্পীভবনের প্রধান নিয়ামক কোনটি?
✅ সৌরশক্তি
[খ] বায়ুর চাপ
[গ] বারিপাত
[ঘ] ঘনীভবন

৩৫. জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার পর কীসে পরিণত হয়?
[ক] বরফে পরিণত হয়
✅ পানি বিন্দুতে পরিণত হয়
[গ] তুষারে পরিণত হয়
[ঘ] মেঘে পরিণত হয়

৩৬. প্রস্বেদন প্রক্রিয়ায় নিচের কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ?
✅ সূর্যের
[খ] চন্দ্রের
[গ] বৃষ্টিপাতের
[ঘ] জলীয়বাষ্পের

৩৭. প্রস্বেদন প্রক্রিয়ার শতকরা কত ভাগ দিবাভাগে সংঘটিত হয়?
[ক] ৮০ ভাগ
[খ] ৮৫ ভাগ
[গ] ৯০ ভাগ
✅ ৯৫ ভাগ

৩৮. পরিচলন এর ইংরেজি শব্দ কী?
[ক] Transpiration
✅ Convection
[গ] Infiltation
[ঘ] Evaporation

৩৯. অসংখ্য পানি কণার মিলনে কী তৈরি হয়?
[ক] বরফ
[খ] বৃষ্টিপাত
✅ মেঘ
[ঘ] তুষার

৪০. এশিয়ার পূর্ব উপকূলের সাগর হলো-
i. দক্ষিণ চীন সাগর
ii. জাপান সাগর
iii. বেরিং সাগর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪১. কোনটি এশিয়ার পূর্ব উপকূলের সাগর-
i. জাপান সাগর
ii. ওখটস্ক সাগর
iii. বেরিং সাগর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২. কোন মহাসাগর ভূপৃষ্ঠের প্রায় এক-তৃতীয়াংশ স্থান জুড়ে আছে?
[ক] আটলান্টিক
✅ প্রশান্ত
[গ] ভারত
[ঘ] উত্তর মহাসাগর

৪৩. সমুদ্রে মহীঢ়লের গভীরতা-
[ক] ০-১৮০ মিটার
✅ ১৮০-৩৬০০ মিটার
[গ] ১৮০-৫০০ মিটার
[ঘ] ৩০০-৬০০ মিটার

৪৪.গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা-
[ক] ১ কিমি. - ২ কিমি.
[খ] ২ কিমি. - ৪ কিমি.
✅ ৩ কিমি. - ৫ কিমি.
[ঘ] ৩ কিমি. - ১০ কিমি.

৪৫. কোন মহাসাগর আয়তনে প্রশান্ত মহাসাগরের প্রায় অর্ধেক?
[ক] ভারত
✅ আটলান্টিক
[গ] উত্তর মহাসাগর
[ঘ] দক্ষিণ মহাসাগর

৪৬. সমুদ্রতলদেশের কোন অংশ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভা-ার?
[ক] মহীসোপান
[খ] মহীঢাল
✅ গভীর সমুদ্রের সমভূমি
[ঘ] গভীর সমুদ্র খাত

৪৭. আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত কোনটি?
[ক] ম্যারিয়ানা খাত
[খ] এমডেন খাত
[গ] মিন্ডানাও খাত
✅ পর্টোরিকো খাত

৪৮. মহাসাগর থেকে সাগর আংশিকভাবে বিচ্ছিন্ন থাকে কোনটি দ্বারা?
[ক] জলপ্রপাত
[খ] পানি বিভাজিকা
✅ প্রাকৃতিক ভূপ্রকৃতি
[ঘ] হ্রদ

৪৯. আর্কটিক সাগরের শতকরা কত ভাগ অঞ্চল সারাবছরই বরফে আবৃত থাকে?
ক ৩০
[খ] ৫০
✅ ৭০
[ঘ] ৮০

৫০. আমাজান ও কঙ্গো নদীর প্রবাহিত পানি কোন সাগরে পতিত হয়ে আটলান্টিক মহাসাগরে মিলিত হয়েছে?
✅ আর্কটিক
[খ] মেক্সিকো
[গ] ক্যারিবিয়ান
[ঘ] বাল্টিক

৫১. পৃথিবীর কঠিন ভূত্বকের উপর লবণাক্ত পানিপূর্ণ খাত কোনটি?
[ক] হিমসাগর
✅ মহাসাগর
[গ] মহীসোপান
[ঘ] মহীঢাল

৫২. প্রশান্ত মহাসাগরের আকৃতি কিসের মতো?
✅ বৃহদাকার ত্রিভুজ
[খ] ক্ষুদ্রাকার ত্রিভুজ
[গ] ইংরেজি অক্ষর
[ঘ] আঁকাবাঁকা সাপ

৫৩. পৃথিবীর গভীরতম গিরিখাত মারিয়ানা-এর গভীরতা কত কি.মি,?
[ক] ৯.৮
[খ] ১০.৫
✅ ১১.০
[ঘ] ১১.২

৫৪. প্রশান্ত মহাসাগরের বড় দ্বীপগুলো কীসের ফলে সৃষ্টি হয়েছে?
[ক] ভূমিকম্প
✅ অগ্ন্যুৎপাত
[গ] সমুদ্রস্রোত
[ঘ] জোয়ার-ভাটার

৫৫. কোন মহাসাগরের মহীসোপান বৃহত্তম?
[ক] প্রশান্ত
[খ] ভারত
[গ] দক্ষিণ
✅ আটলান্টিক

৫৬. বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে কোন মহাসাগর অবস্থিত?
[ক] প্রশান্ত
✅ ভারত
[গ] আটলান্টিক
[ঘ] উত্তর

৫৭. মারিয়ানা খাত কোন মহাসাগরে?
✅ প্রশান্ত মহাসাগর
[খ] আটলান্টিক মহাসাগর
[গ] এন্টার্টিক মহাসাগর
[ঘ] আর্কটিক মহাসাগর

৫৮. পারস্য সাগর কোথায় অবস্থিত?
✅ ভারত মহাসাগরে
[খ] প্রশান্ত মহাসাগরে
[গ] উত্তর মহাসাগরে
[ঘ] দক্ষিণ মহাসাগরে

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নৌ সেনা সাদিদ পশ্চিম আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে কর্মরত। বাংলাদেশে থাকতে যুদ্ধ জাহাজ যত্রতত্র নোঙর করতে পারলেও মিশনে গিয়ে আর সেটি সম্ভব হয়নি।

৫৯. সাদিদের অবস্থানের সঙ্গতিপূর্ণ কোনটি?
[ক] ভারত মহাসাগর
[খ] ভূমধ্যসাগর
✅ আটলান্টিক মহাসাগর
[ঘ] লোহিত সাগর

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. মিশনে সাদিদের নোঙর সমস্যার যৌক্তিক কারণ কী?
[ক] ঢালু মহীসোপান
[খ] পর্বতের অসিত্মত্ব
[গ] সরু মহীসোপান
✅ জোয়ার-ভাটা হয় না

৬১. Cliff দেখা যায়-
[ক] দেশের অভ্যন্তরে
✅ সমুদ্র উপকূলে
[গ] পল্যায়নে
[ঘ] ম্যাসিফে

৬২. সমুদ্রভাগের কোন অংশের গভীরতা সবচেয়ে বেশি?
[ক] মহীসোপান
[খ] মহীঢ়ল
[গ] মহীচড়াই
✅ সমুদ্র খাত

৬৩. আইসল্যান্ড দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
✅ আটলান্টিক
[খ] ভারত
[গ] প্রশান্ত
[ঘ] কুমেরু

৬৪. সমুদ্র তলদেশের কোন অংশে মৎস্যের ব্যাপক সমাবেশ ঘটে?
✅ মহীসোপানে
[খ] মহীঢালে
[গ] গভীর সমুদ্রের সমভূমিতে
[ঘ] গভীর সমুদ্র খাতে

৬৫. Romanche Trench কোন মহাসাগরের সাথে সম্পর্কিত?
[ক] উত্তর মহাসাগর
[খ] ভারত মহাসাগর
✅ আটলান্টিক মহাসাগরণ
[ঘ] প্রশান্ত মহাসাগর

৬৬. প্রশান্ত মহাসাগর ২য় গভীরতম কোনটি?
[ক] মহীসোপান
[খ] গভীর সমভূমি
✅ মহীঢাল
[ঘ] সমুদ্র খাত

৬৭. মধ্য আটলান্টিক শৈলশিরার অংশ হলো-
i. ডলফিন
ii. অ্যালবাট্রস
iii. চ্যালেঞ্জার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৮. সোয়াচ অব নো গ্রাউন্ড কোন মহাসাগরে অবস্থিত?
✅ ভারত
[খ] আটলান্টিক
[গ] প্রশান্ত
[ঘ] উত্তর

৬৯. পৃথিবীতে পানির প্রধান আধার কোনটি?
[ক] পৃষ্টিপাত
✅ সাগর মহাসাগর
[গ] ভূগর্ভস্থ পানি
[ঘ] বরফগলা পানি

৭০. বঙ্গোপসাগরের যৌক্তিক গুরুত্ব হচ্ছে-
i. মৎস্য সম্পদের আধার
ii. জীববৈচিত্রে্য ভরপুর
iii. খনিজ সম্পদের প্রাচুর্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭১. অগ্ন্যুৎপাতের সময় খনিজ মিশ্রিত সামান্য উত্তপ্ত পানি মিশ্রিত হলে একে কী বলে?
[ক] জন্মগত পানি
✅ ম্যাগমা জাতীয় পানি
[গ] লবণ জাতীয় পানি
[ঘ] ফুটন্ত পানি

৭২. বায়ুমন্ডলের প্রধান উপাদান কী?
[ক] অক্সিজেন
[খ] নাইট্রোজেন
✅ পানি
[ঘ] বায়ু

৭৩. পৃথিবী পৃষ্ঠে প্রায় কত অংশ পানি?
[ক] অংশ
[খ] অংশ
[গ] অংশ
✅ অংশ

৭৪. ভূপৃষ্ঠের মোট পানির কত ভাগ স্বাদু পানি?
✅ ৩ ভাগ
[খ] ৪ ভাগ
[গ] ৫ ভাগ
[ঘ] ৬ ভাগ

৭৫. ভূপৃষ্ঠে সৃষ্ট পানির অধিকাংশই নদীবাহিত হয়ে কোথায় গিয়ে পতিত হয়?
[ক] হ্রদে
✅ সমুদ্রে
[গ] পুকুরে
[ঘ] বিলে

৭৬. বায়ুমন্ডল গঠনকারী গৌণ উপাদানগুলোর মধ্যে অন্যতম উপাদান কোনটি?
✅ পানি
[খ] নাইট্রোজেন
[গ] অক্সিজেন
[ঘ] মিথেন

৭৭. ভূগর্ভে অবস্থানের ওপর ভিত্তি করে পানিকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
✅ ৫ ভাগে

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৮ ও ৭৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সাগরআয়তন
(বর্গ কিমি.)গড়
গভীরতামিটারে
মেক্সিকো উপসাগর??

৭৮. মেক্সিকো উপসাগরের আয়তন কত?
✅ ১৫,০৭,৬০০ বর্গ কিমি.
[খ] ১৫,০৯,৫০০ বর্গ কিমি.
[গ] ১৫,০৯,৭০০ বর্গ কিমি.
[ঘ] ১৫,০৯,৯০০ বর্গ কিমি.

৭৯. মেক্সিকো উপসাগরের গড় গভীরতা কত?
[ক] ১৬০৫ মিটার
[খ] ১৬৯০ মিটার
✅ ১৬১৫ মিটার
[ঘ] ১৬২০ মিটার

নিচের উদ্দীপকটি পড় এবং ৮০ ও ৮১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রিফাত ও সিফাত দুই ভাই Discovery Chenel এ আটলান্টিক মহাসাগর সম্পর্কে একটি প্রতিবেদন দেখছিল। প্রতিবেদনটি দেখে তারা বুঝতে পারল যে, আয়তনের দিক দিয়ে দ্বিতীয় হলেও অর্থনৈতিকভাবে আটলান্টিক মহাসাগর খুবই গুরুত্বপূর্ণ।

৮০. উদ্দীপকে উল্লিখিত মহাসাগরের আয়তন কত?
[ক] ৮ কোটি ৪৫ লক্ষ বর্গ কিমি.
[খ] ৮ কোটি ৫৫ লক্ষ বর্গ কিমি.
✅ ৮ কোটি ৬৫ লক্ষ বর্গ কিমি.
[ঘ] ৮ কোটি ৭৫ লক্ষ বর্গ কিমি.

৮১. উক্ত মহাসাগরের-
i. পূর্বে ইউরোপ
ii. পূর্বে আফ্রিকা
iii. পশ্চিমে আমেরিকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮২. গোলাকৃতির লেখচিত্রকে সাধারণত কী বলে?
✅ পাই লেখচিত্র
[খ] চতুর্ভুজ লেখচিত্র
[গ] বহুভুজ লেখচিত্র
[ঘ] ত্রিভুজ লেখচিত্র

৮৩. পৃথিবীর মহাসাগরগুলোর মোট আয়তন কত?
[ক] ৩৫ কোটি ৫৬ লক্ষ বর্গ কিমি.
[খ] ৩৫ কোটি ৭৬ লক্ষ বর্গ কিমি.
[গ] ৩৫ কোটি ৮৬ লক্ষ বর্গ কিমি.
✅ ৩৫ কোটি ৯৬ লক্ষ বর্গ কিমি.

HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

৮৪. প্রশান্ত মহাসাগর পাই লেখচিত্রে কত ডিগ্রি স্থান দখল করেছে?
[ক] ১৬৬.৩৫°
[খ] ১৬৬.৩৮°
✅ ১৬৬.৩৯°
[ঘ] ১৬৬.৪৪°

৮৫. দক্ষিণ মহাসাগরের আয়তন ডিগ্রিতে প্রকাশ করলে কত হবে?
[ক] ২০.৩০°
✅ ২০.৩২°
[গ] ২০.৩৫°
[ঘ] ২০.৩৮°

৮৬. একটি বৃত্ত সমান কত ডিগ্রি?
[ক] ৩২০°
[খ] ৩৪০°
[গ] ৩৫০°
✅ ৩৬০°

৮৭. সমুদ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল কোনটি?
[ক] মহীঢাল
✅ মহীসোপান
[গ] মহীস্ফীতি
[ঘ] মহীপ্রান্ত

নিচের উদ্দীপকটি পড় এবং ৮৮ ও ৮৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বঙ্গোপসাগরের তলদেশ অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধ এখানে আছে বিভিন্ন প্রকার মাছ, তেল, গ্যাস প্রভৃতি।

৮৮. বঙ্গোপসাগরের মৎস্য সম্পদের মধ্যে রয়েছে-
i. কোরাল
ii. হাঙড়
iii. চিংড়ি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৯. উপকূলীয় মহীসোপানের মধ্য ভাগের এক বিশাল অংশের গভীরতা কত?
✅ ২০০ - ২০০০ মিটার
[খ] ৩০০ - ৩০০০ মিটার
[গ] ৪০০ - ৪০০০ মিটার
[ঘ] ৫০০ - ৫০০০ মিটার

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. সমগ্র পানিরাশির কত শতাংশ প্রশান্ত মহাসাগর অবস্থিত?
[ক] ৩৫ শতাংশ
✅ ৪৫ শতাংশ
[গ] ৫৫ শতাংশ
[ঘ] ৬৫ শতাংশ

৯১. সমগ্র ভূপৃষ্ঠের ৩৫ শতাংশ কোন মহাসাগরে অবস্থিত?
[ক] প্রশান্ত মহাসাগর
✅ আটলান্টিক মহাসাগর
[গ] ভারত মহাসাগর
[ঘ] উত্তর মহাসাগর

৯২. প্রশান্ত মহাসাগর সর্বাধিক প্রশস্ত কোথায়?
[ক] মেরু রেখায়
✅ নিরক্ষরেখায়
[গ] অক্ষ রেখায়
[ঘ] দ্রাঘিমা রেখায়

৯৩. উত্তর দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দৈর্ঘ্য কত?
[ক] প্রায় ১২,৯৫২ কিমি.
✅ প্রায় ১৪,৯৬২ কিমি.
[গ] প্রায় ১৫,৯৭৫ কিমি.
[ঘ] প্রায় ১৬,৯৯২ কিমি.

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৪ ও ৯৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মহাসাগর। রাকিবুল এ মহাসাগর নিয়ে গবেষণা করার জন্য, যুক্তরাষ্ট্রের মেইন ইউনিভারসিটি যান। তার গবেষণায় তুলে ধরা হয় যে, আয়তনের দ্বিতীয় হলেও অর্থনৈতিকভাবে এ মহাসাগর খুবই সমৃদ্ধ।

৯৪. আটলান্টিক মহাসাগরের আয়তন সমস্ত ভূভাগের কত শতাংশ?
[ক] ১৫ শতাংশ
✅ ১৬ শতাংশ
[গ] ১৭ শতাংশ
[ঘ] ১৮ শতাংশ

৯৫. এ মহাসাগরের উত্তরাংশে যে দ্বীপ দিয়ে পরিবেষ্টিত তা হলো-
i. গ্রিনল্যান্ড
ii. কিউরাইল
iii. আইসলান্ড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৬ ও ৯৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ভারত মহাসাগরের তলদেশ প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের মতো এত বৈচিত্র্যপূর্ণ নয়। এর অধিকাংশ অঞ্চল গভীর সমুদ্রের সমভূীম দিয়ে গঠিত।

৯৬. ভারত মহাসাগরের তলদেশের গড় গভীরতা কত?
[ক] প্রায় ৩,৭৪০ মিটার
[খ] প্রায় ৩,৮৫০ মিটার
✅ প্রায় ৩,৮৩৯ মিটার
[ঘ] প্রায় ৩,৮৭৯ মিটার

৯৭. ভারত মহাসাগরে অবস্থিত শৈলশিরা-
i. চ্যাগস শৈলশিরা
ii. সিচিলিস শৈলশিরা
iii. মাদাগাস্কার শৈলশিরা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৮. পানিচক্রের অপর নাম কী?
[ক] অক্সিজেন চক্র
✅ হাইড্রোলেজিক চক্র
[গ] নাইট্রোজেন চক্র
[ঘ] কার্বন চক্র

৯৯. দৈনিক কত ঘন কিমি. হারে পানি সাগর হতে পানি বাষ্পীভূত হয়?
✅ ৮৭৫ ঘন কিমি.
[খ] ৮৮৫ ঘন কিমি.
[গ] ৮৯২ ঘন কিমি.
[ঘ] ৮৯৯ ঘন কিমি.

১০০. বাষ্পীভবনের প্রধান নিয়ামক কোনটি?
[ক] চন্দ্রাকর্ষণ
✅ সৌরশক্তি
[গ] বায়ু
[ঘ] কেন্দ্রাতিক শক্তি

১০১. কিসের তারতম্যের ফলে পানি রূপান্তর হয়?
[ক] তাপের
✅ জলবায়ুর
[গ] বায়ুর প্রবাহ
[ঘ] বায়ুর চাপ

১০২. বায়ুমন্ডলে জলীয়বাষ্প সরবরাহের কত ভাগ সমুদ্র থেকে আসে?
[ক] ৮০ ভাগ
[খ] ৮২ ভাগ
✅ ৮৪ ভাগ
[ঘ] ৮৬ ভাগ
Share:

0 Comments:

Post a Comment