HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st paper mcq question and answer. HSC Geography 1st paper mcq questions pdf download. HSC vugol 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬

HSC Geography 1st Paper
MCQ
question and answer pdf download

১. ভ্লাদিমির কোপেন সর্বপ্রথম কত সালে জলবায়ুর শ্রেণিবিভাগ প্রকাশ করেন?
✅ ১৯০১
[খ] ১৯১৮
[গ] ১৯৩১
[ঘ] ১৯৩৬

২. ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে কী বলে?
[ক] বাণিজ্যিক
[খ] সাময়িক
[গ] স্থানীয়
✅ মৌসুমি

৩. ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো কোনটি?
✅ বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল
[খ] বৃষ্টিবহুল গ্রীষ্মকাল এবং বৃষ্টিহীন শীতকাল
[গ] নিরক্ষীয় নিমণচাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত
[ঘ] ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর গতি পরিবর্তিত হয়

৪. নিচের কোনটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
✅ দক্ষিণ আমেরিকার আমাজান নদীর অববাহিকা
[খ] বলকান উপদ্বীপ যুগোশস্নাভিয়ার পশ্চিম ও দক্ষিণাংশ
[গ] দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কেপটাউন
[ঘ] মাদাগাস্কার দ্বীপ পূর্ব আফ্রিকার উপকূল অঞ্চল

৫. মৌসুমি জলবায়ু কোন অঞ্চলে দেখা যায়?
[ক] ৫° থেকে ১০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
✅ ১৫° থেকে ৩০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
[গ] ৩০° থেকে ৪০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
[ঘ] ২৩° থেকে ৬৬° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে

৬. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ভৌগোলিক অবস্থান কোথায়?
✅ ৫° থেকে ১০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
[খ] ১৫° থেকে ৩০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
[গ] ৩০° থেকে ৪০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
[ঘ] ২৩° থেকে ৬৬° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে

৭. আবহাওয়ার কত দিনের গড় অবস্থাকে জলবায়ু বলে?
[ক] ১০ থেকে ২০ বছরের
[খ] ১৫ থেকে ২৫ বছরের
[গ] ২০ থেকে ৩০ বছরের
✅ ৩০ থেকে ৪০ বছরের

৮. নিরক্ষীয় অঞ্চলে শীত কখন অনুভূত হয়?
[ক] সকালে
[খ] দিনের মধ্যভাগে
[গ] সন্ধ্যায়
✅ রাতে

৯. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আকাশ মেঘে ছেয়ে যায় কখন?
[ক] দিনের শুরুতে
[খ] দিনের শেষ ভাগে
✅ দুপুরের পর
[ঘ] মধ্যরাতে

১০. নিরক্ষীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাত সংঘটিত হয় কখন?
[ক] মার্চ মাসে
[খ] মে মাসে
✅ জুন মাসে
[ঘ] সেপ্টেম্বর মাসে

১১. সেল্ভা বনভূমি কোথায় দেখা যায়?
✅ আমাজান নদীর অববাহিকায়
[খ] কঙ্গো নদীর অববাহিকায়
[গ] ব্রাজিলের উত্তরাংশে
[ঘ] গায়নার উপকূলভাগে

১২. নিচের কোন দেশটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত?
[ক] থাইল্যান্ড
[খ] ভিয়েতনাম
✅ ফ্রান্স
[ঘ] মালয়েশিয়া

১৩. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্জলে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন মাসে?
✅ জানুয়ারি
[খ] ফেব্রুয়ারি
[গ] জুন
[ঘ] জুলাই

১৪. মৌসুমি জলবায়ু অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয় কোন মাসে?
[ক] জানুয়ারি
[খ] জুন
✅ জুলাই
[ঘ] অক্টোবর

১৫. মৌসুমি জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
[ক] ২৫ থেকে ৭৫ সেমি.
✅ ১২৫ থেকে ২০৩ সেমি.
[গ] ১৫০ থেকে ২০০ সেমি.
[ঘ] ১৫০ থেকে ৩০০ সেমি.

১৬. সরলবর্গীয় বৃক্ষের বনভূমি দেখা যায় কোন অঞ্চলে?
[ক] নিরক্ষীয়
[খ] ভূমধ্যসাগরীয়
✅ মৌসুমি
[ঘ] নাতিশীতোষ্ণ

১৭. বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
[ক] নিরক্ষীয়
[খ] ভূমধ্যসাগরীয়
[গ] নাতিশীতোষ্ণ
✅ ক্রান্তীয় মৌসুমি

১৮. বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য?
[ক] ত্রিপুরা
[খ] মিজোরাম
[গ] মিয়ানমার
✅ আসাম

১৯.বাংলাদেশে কোন মাস সবচেয়ে শীতলতম?
[ক] ডিসেম্বর
✅ জানুয়ারি
[গ] ফেব্রুয়ারি
[ঘ] মার্চ

২০. বাংলাদেশের তাপমাত্রার গড় হিসেবে উষ্ণতম মাস কোনটি?
[ক] মার্চ
✅ এপ্রিল
[গ] মে
[ঘ] জুন

২১. বাংলাদেশের মোট বৃষ্টিপাতের শতকরা কত ভাগ বর্ষাকালে সংঘটিত হয়?
[ক] ৭০ ভাগ
[খ] ৭৫ ভাগ
✅ ৮০ ভাগ
[ঘ] ৮৫ ভাগ

২২. নাইট্রাস অক্সাইড এর সংকেত কোনটি?
[ক] NO
✅ N2O
[গ] NO2
[ঘ] CO2

২৩. একই উচ্চতাবিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দ্বারা সংযুক্ত করা তাকে বলে-
✅ সমতাপ রেখা
[খ] সমচাপ রেখা
[গ] সমবর্ষণ রেখা
[ঘ] প্রধান উষ্ণ রেখা

২৪. নিচের কোন জেলায় বৃষ্টিপাত বেশি হয়?
[ক] খুলনা
[খ] রাজশাহী
[গ] রংপুর
✅ মৌলভীবাজার

২৫. বায়ুপ্রবাহ নির্ণয়ের যন্ত্র কোনটি?
[ক] হাইগ্রোমিটার
✅ বাতপতাকা
[গ] অ্যামিটার
[ঘ] ব্যারোমিটার

২৬.নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত-
i. আমাজান নদীর অববাহিকা
ii. কঙ্গো নদীর অববাহিকা
iii. গিনি উপকুল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭. নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য-
i. নিরক্ষীয় নিমণচাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত
ii. ঋতু পরিবর্তন দেখা যায় না
iii. দিন-রাত্রির দৈর্ঘ্য সমান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে মাটির বৈশিষ্ট্য-
i. উর্বর নয়
ii. ক্ষয়ের মাত্রা বেশি
iii. মৃত্তিকার রং লাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯. নিরক্ষরেখার সন্নিকটবর্তী দেশগুলোতে কী ধরনের জলবায়ু পরিলক্ষিত হয়?
✅ নিরক্ষীয়
[খ] ক্রান্তীয়
[গ] মৌসুমি
[ঘ] ভূমধ্যসাগরীয়

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. মহাদেশসমূহের পূর্ব প্রামেত্ম ৩০°-৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে কোন জলবায়ু পরিলক্ষিত হয়?
[ক] ভূমধ্যসাগীয় উষ্ণ ও আর্দ্র
✅ উপক্রান্তীয় পূর্ব ও উপকূলীয় আর্দ্র
[গ] নিরক্ষীয় উষ্ণ ও বৃষ্টিবহুল
[ঘ] মহাদেশীয় শীতল ও শুষ্ক

৩১. সাধারণত কত ডিগ্রি অক্ষাংশে মৌসুমি জলবায়ু পরিলক্ষিত হয়?
[ক] ১২-১৫
✅ ১৫-৩০
[গ] ২৫-৬০
[ঘ] ৫৫-৭০

৩২. কোন জলবায়ুকে সুদানি জলবায়ু বলা হয়?
[ক] মৌসুমি
[খ] ক্রান্তীয় সমুদ্র উপকূলীয়
✅ ক্রান্তীয় মহাদেশীয়
[ঘ] ক্রান্তীয় মরুদেশীয়

৩৩. মেরুদেশীয় তুষারাবৃত জলবায়ুর বৈশিষ্ট্য কোন অঞ্চলে দেখা যায়?
[ক] মেরুবৃত্তীয়
✅ উচ্চভূমি
[গ] নিমণভূমি
[ঘ] সমভূমি

৩৪. নাতিশীতোষ্ণ অঞ্চলের আর্দ্র জলবায়ুতে পর্বতের প্রতিবাত পার্শ্বে কোন ধরনের বৃষ্টিপাত হয়?
[ক] ঘূর্ণি
[খ] সংঘর্ষ
✅ শৈলোৎক্ষেপ
[ঘ] পরিচলন

৩৫. নিরক্ষীয় শান্তবলয়ের দিকে বায়ুর গতিবেগ কেমন থাকে?
✅ বৃদ্ধি পায়
[খ] ক্রমশ কমে
[গ] হ্রাস পায়
[ঘ] ধীরে ধীরে বাড়ে

৩৬. নিরক্ষীয় অঞ্চলে সারাবছর কোন ঋতু থাকে?
[ক] শরৎ
[খ] শীত
✅ গ্রীষ্ম
[ঘ] বসন্ত

৩৭. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত?
[ক] ২২°-৪২°
[খ] ৩৬°-৪৫°
✅ ৩০°-৪০°
[ঘ] ৩৫°-৫০°

৩৮. কোন জলবায়ুতে আঙুর, আপেল, কমলালেবু, আখরোট ও খুরানী প্রচুর জন্মে?
✅ ভূমধ্যসাগরীয়
[খ] মহাদেশীয়
[গ] মেরুদেশীয়
[ঘ] মৌসুমি

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
পৃথিবীর একটি জলবায়ু অঞ্চলে সারাবছর অধিক তাপমাত্রা ও প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়। দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান।

৩৯. উদ্দীপকে কোন জলবায়ুর ইঙ্গিত দেওয়া হয়েছে?
✅ নিরক্ষীয়
[খ] ভূমধ্যসাগরীয়
[গ] মৌসুমি
[ঘ] ক্রান্তীয় মৌসুমি

৪০. উদ্দীপকে উল্লিখিত জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য-
i. সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয়
ii. বায়ুর ঊধ্বমুখী প্রবাহ
iii. শীতকালে বৃষ্টিপাত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৪১ ও ৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মি. জাফর একটি দেশে ভ্রমণে গিয়ে দেখলেন শীতকালে বৃষ্টিপাত হয়। এলাকাটি বৃষ্টিপ্রধান। খনিজ সম্পদে মোটামুটি সমৃদ্ধশালী।

৪১. মি. জাফরের ভ্রমণকৃত দেশটি কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
[ক] নিরক্ষীয়
✅ ভূমধ্যসাগরীয়
[গ] মৌসুমি
[ঘ] নাতিশীতোষ্ণ

৪২. মি. জাফরের ভ্রমণকৃত দেশটি যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত তার বৈশিষ্ট্য-
i. তৃণভূমির পরিমাণ কম
ii. কয়লা পাওয়া যায় না
iii. বৃহৎ কোনো যন্ত্রশিল্প কারখানা নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৩. সারাবছর অধিক তাপ ও বৃষ্টিপাত কোন জলবায়ুর বৈশিষ্ট্য?
✅ নিরক্ষীয়
[খ] ভূমধ্যসাগরীয়
[গ] মৌসুমি
[ঘ] মেরুদেশীয়

৪৪. বাংলাদেশে বর্ষাকালের সূচনা হয় কোন বায়ুপ্রবাহ দ্বারা?
✅ মৌসুমি
[খ] মেরু
[গ] ক্রান্তীয়
[ঘ] অয়ন

৪৫. মেঘ থেকে জলকণার ভূপৃষ্ঠে পতনকে কী বলে?
[ক] তুষারপাত
[খ] তুহিনপাত
[গ] শিশিরপাত
✅ বৃষ্টিপাত

৪৬. বেলনাকার পাত্র ও ফানেলের ব্যাস সমান হয় কোন বৃষ্টিমাপক যন্ত্রে?
✅ সাইমন
[খ] অ্যাডাম
[গ] আব্রাহাম
[ঘ] লিংকন

৪৭. বায়ুর আর্দ্রতাকে ইংরেজিতে কী দ্বারা প্রকাশ করা হয়?
[ক] Transpiration
[খ] Evapotranspiration
✅ Humidity
[ঘ] Osmosis

৪৮. বায়ুর আর্দ্রতা সাধারণত কোন এককে মাপা হয়?
[ক] ডিগ্রি
[খ] সেলসিয়াস
[গ] সেন্টিগ্রেড
✅ গ্রেইন

৪৯. বায়ু যতই উষ্ণ হয় ততই কী ধারণ করতে পারে?
[ক] ধূলিকণা
✅ জলীয়বাষ্প
[গ] গ্যাসীয় কণা
[ঘ] জৈব কণিকা

৫০. হাইগ্রোমিটার-এর সাহায্যে বায়ুর কোন উপাদানগত অবস্থা মাপা হয়?
✅ আর্দ্রতা
[খ] তাপমাত্রা
[গ] চাপ
[ঘ] বায়ুপ্রবাহ

৫১. অ্যানিমোমিটার এর দ-ায়মান শলাকার মাথায় সরু দ--র প্রান্তভাগে কী থাকে?
[ক] গামলা
[খ] চামচ
✅ বাটি
[ঘ] তীর

৫২. জলবায়ুর পরিবর্তনে দেশের উত্তর-পশ্চিমাংশে কোন ভূমিরূপের বিকাশ ঘটার সম্ভাবনা রয়েছে?
[ক] মালভূমি
[খ] সমভূমি
[গ] বদ্বীপ
✅ মরু

৫৩. শীতপ্রধান দেশে কীভাবে গ্রিনহাউস তৈরি করা হয়?
[ক] কাচ দিয়ে ঘর তৈরি করে
[খ] বেশি করে গাছপালা লাগিয়ে
✅ আলো জ্বালিয়ে তাপ সৃষ্টি করে
[ঘ] কৃত্রিমভাবে বৃষ্টির ব্যবস্থা করে

৫৪. গ্রিনহাউস প্রতিক্রিয়ার জন্য প্রধানত কোনটি দায়ী?
[ক] CH4
✅ CO2
[গ] N2O
[ঘ] CFC

৫৫. জীব সম্প্রদায় নিশ্বাসের সাথে কোন গ্যাস ত্যাগ করে?
[ক] অক্সিজেন
[খ] মিথেন
[গ] নাইট্রোজেন
✅ কার্বন ডাইঅক্সাইড

৫৬. সূর্যরশ্মি পৃথিবীতে তরঙ্গ আকারে আসে এ তরঙ্গ কীরুপ?
[ক] বৃহৎ
✅ ÿুদ্র
[গ] উচ্চ
[ঘ] নিমণ

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৭ ও ৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে দিন দিন বেড়েই চলেছে। কী কারণে এ ঘটনাটি ঘটছে তার পেছনে রয়েছে নানা কারণ। দিন যত যাচ্ছে এ পরিবর্তন তত বেশি আতঙ্কের কারণ হয়ে দাড়াচ্ছে।

৫৭. উদ্দীপকে উল্লিখিত প্রভাবে কোনটি হয়?
[ক] তাপমাত্রা হ্রাস
✅ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
[গ] বৃষ্টিপাত বৃদ্ধি
[ঘ] অন্তঃক্ষেপন

৫৮. উদ্দীপকে উল্লিখিত তাপমাত্রা বৃদ্ধির কারণ হলো-
i. নগরায়ন
ii. শিল্পায়ন
iii. যুদ্ধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৯. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কোন ধরনের ফল চাষের জন্য বিখ্যাত?
[ক] আম, জাম, কাঁঠাল ও লিচু
[খ] জলপাই, কমলা, আঙুর ও আপেল
[গ] আনারস, কলা, আপেল ও পেয়ারা
✅ তরমুজ, পিচ, এভভাকেডো ও পিয়ারস

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো-
✅ গ্রিনহাউজ গ্যাস
[খ] অতিবৃষ্টি
[গ] অনাবৃষ্টি
[ঘ] বনভূমির পরিমাণ হ্রাস

৬১. জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ-
✅ বনভূমি হ্রাস
[খ] অ্যাসিড বৃষ্টি
[গ] হিমবাহের গলন
[ঘ] বৃক্ষরোপণ

৬২. আরবি ‘মওসুম’ শব্দের অর্থ কী?
✅ ঋতু
[খ] সময়
[গ] দিন
[ঘ] বছর

৬৩. আবহাওয়া বিজ্ঞানী ডবিস্নউ কোপেন কোন দেশের নাগরিক?
[ক] কানাডা
[খ] আমেরিকা
[গ] চীন
✅ জার্মান

৬৪. ডবিস্নউ কোপেন পৃথিবীর বিভিন্ন স্থানের তাপমাত্রার তারতম্য অনুসারে পৃথিবীকে কয়টি তাপমন্ডলে বিভক্ত করেছেন?
[ক] ৩টি
✅ ৪টি
[গ] ৫টি
[ঘ] ৬টি

৬৫. তাপমাত্রা, বৃষ্টিপাত, মৌসুমভিত্তিক এবং প্রাকৃতিক গাছপালা প্রভাব অনুযায়ী কোপেন জলবায়ুকে কয়টি শ্রেণিতে বিভক্ত করা যায়?
[ক] ৯টি
[খ] ১০টি
✅ ১১টি
[ঘ] ১২টি

৬৬. নিরক্ষরেখার উভয় পাশে ৫° অক্ষাংশের মধ্যে কোন অঞ্চল অবস্থিত?
[ক] মৌসুমি অঞ্চল
✅ নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
[গ] ক্রান্তীয় সমুদ্র উপকূল অঞ্চল
[ঘ] মহাদেশীয় অঞ্চল

৬৭. পৃথিবীর জলবায়ু অঞ্চলকে প্রধান কয়টি অঞ্চলে ভাগ করা যায়?
✅ ৬টি
[খ] ৮টি
[গ] ১০টি
[ঘ] ১২টি

৬৮. পার্বত্য জলবায়ু কত প্রকার?
✅ ২ প্রকার
[খ] ৩ প্রকার
[গ] ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

৬৯. নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর বার্ষিক গড় তাপমাত্রা কত?
[ক] ১২০ - ২০০ সে.মি.
[খ] ১৫০ - ২২০ সে.মি.
✅ ১৭০ - ২৫০ সে.মি.
[ঘ] ২০০ - ২৮০ সে.মি.

৭০. মৌসুমি জলবায়ুর অপর নাম কী?
[ক] মরুদেশীয় জলবায়ু
[খ] মহাদেশীয় জলবায়ু
[গ] ক্রান্তীয় মহাদেশীয় জলবায়ু
✅ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু

৭১. নিরক্ষরেখার উত্তরে ৫° - ১৫° অক্ষাংশে কোন জলবায়ু অঞ্চল অবস্থিত?
✅ ক্রান্তীয় মহাদেশীয় জলবায়ু অঞ্চল
[খ] মৌসুমি জলবায়ু অঞ্চল
[গ] নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
[ঘ] ক্রান্তীয় মরুদেশীয় জলবায়ু অঞ্চল

৭২. ক্রান্তীয় মরু অঞ্চলে গড় তাপমাত্রা কত?
[ক] প্রায় ২৫° সেলসিয়াস
[খ] প্রায় ৩০° সেলসিয়াস
✅ প্রায় ৩৫° সেলসিয়াস
[ঘ] প্রায় ৪০° সেলসিয়াস

৭৩. যুক্তরাষ্ট্রের পূর্ব-উপকূলে বছরে কয় মাস বৃষ্টি হয়?
[ক] প্রায় ৬ মাস
[খ] প্রায় ৮ মাস
[গ] প্রায় ১২ মাস
✅ প্রায় ১৫ মাস

৭৪. নাতিশীতোষ্ণ মরুদেশীয় জলবায়ু অঞ্চলে শীতকালীন তাপমাত্রা কত?
[ক] ১০° সে. এর বেশি
✅ ১০° সে. এর কম
[গ] ৮° সে. এর বেশি
[ঘ] ৮° সে. এর কম

৭৫. ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালীন তাপমাত্রা কত?
✅ ২১° - ২৭° সেলসিয়াস
[খ] ২২° - ২৫° সেলসিয়াস
[গ] ২৫° - ৩০° সেলসিয়াস
[ঘ] ২৪° - ৩২° সেলসিয়াস

৭৬. শীতপ্রধান নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু গ্রীষ্মকালে কেমন অনুভূত হয়?
[ক] ঠা-া
[খ] অতিরিক্ত গরম
[গ] নাতিশীতোষ্ণ
✅ বেশ গরম

৭৭. মৌসুমি শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
[ক] মাউন
[খ] মাকনুন
✅ মনসুন
[ঘ] জাবালুন

৭৮. ‘মৌসুমি’ শব্দটি ব্যবহার করেন কোন দেশের ভূগোলবিদ?
[ক] ভারতীয়
[খ] জাপানি
✅ ইংল্যান্ডের
[ঘ] আফ্রিকার

৭৯. মৌসুমি অঞ্চল উষ্ণমন্ডলে কত ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত?
[ক] ১০° - ১৫°
✅ ১৫° - ৩০°
[গ] ২০° - ৪৫°
[ঘ] ৫° - ১০°

৮০. মৌসুমি জলবায়ুর শীতকালে গড় তাপমাত্রা কত?
[ক] ৫-৭°C
[খ] ৭-১০°C
✅ ১১-২২°C
[ঘ] ১৪-২৮°C

৮১. মৌসুমি অঞ্চলে অধিকাংশ বৃষ্টিপাত হয় কোন সময়?
✅ গ্রীষ্মকালে
[খ] বর্ষাকালে
[গ] বসন্তকালে
[ঘ] শীতকালে

৮২. উচ্চচাপ অঞ্চলের বায়ু যখন উত্তর-পূর্ব দিক থেকে আসে তখন তাকে কী বলে?
[ক] দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু
[খ] দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
✅ উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
[ঘ] উওর-পশ্চিম মৌসুমি বায়ু

৮৩. ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান উত্তর গোলার্ধের কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত?
[ক] ১০-২০°
[খ] ২০-৩০°
✅ ৩০-৪০°
[ঘ] ৪০-৫০°

৮৪. ভূমধ্যসাগরীয় অঞ্চলের শীতকালীন তাপমাত্রা কত?
[ক] ৩-৫°C
✅ ৫-১০°C
[গ] ৭-১৫°C
[ঘ] ৯-১৮°C

৮৫. ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে গড় তাপমাত্রা হিসাবের কত ডিগ্রি উপরে থাকে?
[ক] ২-৪°C
[খ] ৩-৫°C
✅ ৬-৮°C
[ঘ] ৭-১২°C

৮৬. ভূমধ্যসাগরীয় অঞ্চলের বার্ষিক গড় তাপমাত্রা কত?
[ক] ১০-১৫°C
✅ ১৪-১৭°C
[গ] ১৮-২°C
[ঘ] ২৩-২৮°C

৮৭. ভূমধ্যসাগরীয় অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
[ক] ৪০-৪৫ সেমি.
[খ] ৪০-৪৭ সেমি.
✅ ৪০-৯০ সেমি.
[ঘ] ৪০-১৮৫সেমি.

৮৮. বাংলাদেশে নভেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কে কী বলা হয়?
[ক] বর্ষাকাল
✅ শীতকাল
[গ] শরকাল
[ঘ] হেমন্তকাল

৮৯. বাংলাদেশে এক এক ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন কয়টি ঋতু দেখা যায়?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
[ক] মকরক্রান্তি রেখা
✅ কর্কটক্রান্তি রেখা
[গ] মেরুরেখা
[ঘ] নিরক্ষরেখা

৯১. বাংলাদেশে শীতকালে গড় তাপমাত্রা কত?
[ক] ১৫° সে.
✅ ১৭.৭° সে.
[গ] ১৮° সে.
[ঘ] ১৮.৮° সে.

৯২. বাংলাদেশে শীতকালে স্থলভাগে বায়ুর আর্দ্রতা কত?
✅ সর্বোচ্চ ৩৬%
[খ] সর্বোচ্চ ৪০%
[গ] সর্বোচ্চ ৪২%
[ঘ] সর্বোচ্চ ৪৪%

৯৩. বাংলাদেশে শীতকালে সূর্যরশ্মি কীভাবে পতিত হয়?
✅ তির্যকভাবে
[খ] লম্বভাবে
[গ] আনুভূমিকভাবে
[ঘ] সমান্তরালভাবে

HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

৯৪. বাংলাদেশে কোন মাস সবচেয়ে শীতলতম?
[ক] নভেম্বর
[খ] ডিসেম্বর
✅ জানুয়ারি
[ঘ] ফেব্রুয়ারি

গ্রিনহাউজের প্রভাবে উন্নয়নশীল দেশ বেশি ক্ষতিগ্রস্ত হবে। আবার কোনো কোনো দেশে সফলতা বয়ে আনবে। সর্বোপরি এর ফলে সার্বিক ক্ষতিই বেশি হবে।

৯৫. গ্রিনহাউজের প্রভাবে কোন দেশে সফলতা বয়ে আনবে?
[ক] চীন
[খ] ভারত
✅ কানাডা
[ঘ] বাংলাদেশ

৯৬. গ্রিনহাউজের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের নাম
i. ইন্দোনেশিয়া
ii. কানাডা
iii. মালয়েশিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. ভূবিদরা বাংলাদেশের কোন অংশে মরুময়তার সন্ধান পেয়েছেন?
✅ উত্তর-পশ্চিমাঞ্চল
[খ] দক্ষিণ-পূর্বাঞ্চল
[গ] দক্ষিণ-পশ্চিমাঞল
[ঘ] উত্তর-পূর্বাঞ্চল

৯৮. ৫০ বছরে বাংলাদেশে সমুদ্রপৃষ্ঠের উচচতা কত ফুট বৃদ্ধি পেলে একটি অংশ পস্নাবিত হবে?
[ক] ২ ফুট
✅ ৩ ফুট
[গ] ৪ ফুট
[ঘ] ৫ ফুট

৯৯. ২০৫০ সালে জলবায়ু পরিবর্তনে কত কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে?
[ক] ৫০ কোটি
[খ] ৭৫ কোটি
✅ ১০০ কোটি
[ঘ] ১৫০ কোটি

১০০. গ্রিনহাউজে সূর্যালোক কী কাজ করে?
[ক] আর্দ্রতা ধরে রাখে
[খ] আলো ধরে রাখে
✅ তাপ ধরে রাখে
[ঘ] জলীয়বাষ্প ধরে রাখে
Share:

0 Comments:

Post a Comment