HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st paper mcq question and answer. HSC Geography 1st paper mcq questions pdf download. HSC vugol 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫

HSC Geography 1st Paper
MCQ
question and answer pdf download

১. সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ কোনটি?
[ক] স্তর
✅ পালক
[গ] স্তূপ
[ঘ] পুঞ্জ

২. বিভিন্ন স্থানের জলবায়ুর ভিন্নতার কারণ-
i. অক্ষাংশগত অবস্থান
ii. প্রাণিকুলের আধিক্য
iii. উচ্চতার প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩. বায়ুতে কীসের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে?
✅ জলীয়বাষ্প
[খ] কুয়াশা
[গ] মেঘ
[ঘ] তুষার

৪. কোনটি আবহাওয়ার উপাদান নয়?
[ক] বায়ুর তাপ
[খ] আর্দ্রতা
✅ অক্ষাংশ
[ঘ] বৃষ্টিপাত

৫. আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কী বলে?
✅ জলবায়ু
[খ] বায়ুর তাপ
[গ] বায়ুর চাপ
[ঘ] বায়ুর আর্দ্রতা

উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও

৬. ‘ক’ অঞ্চলের বায়ুপ্রবাহের নাম
✅ অয়ন বায়ু
[খ] মৌসুমি বায়ু
[গ] মেরু বায়ু
[ঘ] পশ্চিমা বায়ু

৭.‘ক’ অঞ্চলের বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য-
i. উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়
ii. দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়
iii. বাণিজ্য বায়ু বলা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮. বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকে কী বলে?
[ক] বৃষ্টিপাত
[খ] ঘনীভবন
✅ বায়ুর আর্দ্রতা
[ঘ] বায়ুর চাপ

৯. নিয়ত বায়ুপ্রবাহকে কত ভাগে ভাগ করা যায়?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১০. দক্ষিণ-পশ্চিম দিক থেকে জলীয়বাষ্পপূর্ণ আগত মৌসুমি বায়ু হিমালয় পাহাড়ে বাধা পাওয়ার ফলে-
✅ বৃষ্টিপাত সংঘটিত হয়
[খ] বৃষ্টিপাত সংঘটিত হতে পারে না
[গ] শীত অনুভূত হয়
[ঘ] গরম অনুভূত হয়

১১. নরওয়ের উপকূলে বছরের কোনো সময় বরফ না জমার কারণ কী?
✅ উষ্ণ উপসাগরীয় স্রোত
[খ] শীতল স্রোতের প্রভাব
[গ] লাব্রাডর স্রোতের প্রভাব
[ঘ] উষ্ণ ও শীতল উভয় স্রোতের প্রভাব

১২. নিরক্ষরেখার উভয় পাশে ৫° থেকে ১০° অক্ষাংশের মধ্যে কোন চাপবলয় অবশ্বিত?
[ক] উপক্রান্তীয় উচ্চচাপ
[খ] উপক্রান্তীয় নিমণচাপ
✅ নিরক্ষীয় নিমণচাপ
[ঘ] মেরুদেশীয় উচ্চচাপ

১৩. কর্কটীয় উচ্চচাপ বলয় হতে যে বায়ু নিরক্ষীয় প্রদেশের দিকে প্রবাহিত হয় তাকে বলে-
✅ উত্তর-পূর্ব অয়ন
[খ] দক্ষিণ-পূর্ব অয়ন
[গ] পশ্চিমা
[ঘ] মেরুদেশীয়

১৪. ভূমির বন্ধুরতার কারণে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে কী বলে?
[ক] পরিচলন
✅ শৈলোৎক্ষেপ
[গ] ঘূর্ণিবাত
[ঘ] সংঘর্ষ

১৫. কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত প্রসারিত অঞ্চলকে কী বলে?
[ক] উত্তর নাতিশীতোষ্ণমন্ডল
[খ] দক্ষিণ নাতিশীতোষ্ণমন্ডল
[গ] উত্তর হিমমন্ডল
✅ দক্ষিণ হিমমন্ডল

১৬. চাপ বলয়কে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৭. দুটি চাপ বলয়ের উপর ভিত্তি করে পৃথিবীকে কতটি চাপ বলয়ে ভাগ করা হয়েছে?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
✅ ৭

১৮. নিরক্ষরেখার উভয় পাশে ৫°-১০° অক্ষাংশের মধ্যে কোন চাপ বলয় অবস্থিত?
✅ নিরক্ষীয় নিমণচাপ
[খ] মেরুবৃত্তের নিমণচাপ
[গ] কর্কটীয় উচ্চচাপ
[ঘ] মকরীয় উচ্চচাপ

১৯. কোনটি নিরক্ষীয় শান্ত বলয়?
✅ নিরক্ষীয় নিমণচাপ বলয়
[খ] মেরুবৃত্তের নিমণচাপ বলয়
[গ] কর্কটীয় উচ্চচাপ বলয়
[ঘ] মকরীয় উচ্চচাপ বলয়

২০. উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের অক্ষাংশীয় অবস্থান কোথায়?
✅ ২৫° উত্তর ও ২৫° দক্ষিণ অক্ষাংশের মধ্যে
[খ] ৬০° থেকে ৬৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
[গ] ৯০° উত্তর ও ৯০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে
[ঘ] ২৫° হতে ৩৫° উত্তর অক্ষাংশের মধ্যে

২১. উত্তর মেরুর উচ্চচাপ অঞ্চলকে কী বলে?
✅ সুমেরু উচ্চচাপ বলয়
[খ] কুমেরু উচ্চচাপ বলয়
[গ] মেরুবৃত্তের নিমণচাপ বলয়
[ঘ] মকরীয় উচ্চচাপ বলয়

২২. কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের উষ্ণ ও শুষ্ক বায়ুকে বলে-
[ক] ফন্
✅ চিনুক
[গ] খামসীন
[ঘ] সাইমুম

২৩. শীতকালে ফ্রান্সের কোন নদীর উপত্যকা দিয়ে যে বায়ু দক্ষিণের সমভূমি অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে
[ক] বোরা
✅ মিস্ট্রাল
[গ] সাইমুম
[ঘ] খামসীন

২৪. হারমাটন কোন দেশের বায়ু?
[ক] ফ্রান্স
✅ আফ্রিকা
[গ] ইটালি
[ঘ] কানাডা

২৫. সাহারা ও আরব মরুভূমিতে প্রবাহিত বায়ু কোনটি?
[ক] ফন্
✅ সাইমুম
[গ] খামসীন
[ঘ] চিনুক

২৬. খামসীন কোন দেশের স্থানীয় বায়?
[ক] আরব
[খ] কানাডা
[গ] ইটালি
✅ মিশর

২৭. খামসীন বায়ু কখন প্রবাহিত হয়?
[ক] জানুয়ারি হতে মার্চ
✅ এপ্রিল হতে জুন
[গ] জুলাই হতে সেপ্টেম্বর
[ঘ] অক্টোবর হতে ডিসেম্বর

২৮. ‘খামসীন’ শব্দের অর্থ কী?
✅ পাঞ্চাশ
[খ] শুষ্ক
[গ] উষ্ণ
[ঘ] ত্রিশ

২৯. নিমণ আকাশের মেঘ কোনটি?
[ক] সিরোস্ট্যাটাস
[খ] অল্টোকিউমুলাস
[গ] অল্টোস্ট্যাটাস
✅ নিম্বস্ট্রাটাস

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. উচ্চ আকাশের মেঘ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ভেসে বেড়ায়?
[ক] ২০০০ মিটার উচ্চতার মধ্যে
[খ] ২০০০ মিটার থেকে ৬০০০ মিটারের মধ্যে
[গ] ৫০০০ থেকে ৭০০০ মিটারের বেশি
✅ ৬০০০ থেকে ১০০০০ মিটারের মধ্যে

৩১. নিরক্ষীয় অঞ্চলে ৫°-১০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়?
✅ পরিচলন
[খ] শৈলোৎক্ষেপ
[গ] ঘূর্ণিবৃষ্টি
[ঘ] সংঘর্ষ বৃষ্টি

৩২. ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়?
[ক] পরিচলন
[খ] শৈলোৎক্ষেপ
✅ ঘূর্ণিবৃষ্টি
[ঘ] সংঘর্ষ বৃষ্টি

৩৩. কালবৈশাখী ঝড়ের উৎপত্তি হয় কোন দিকে?
[ক] দক্ষিণ-পশ্চিম দিক হতে
✅ উত্তর-পশ্চিম দিক হতে
[গ] পূর্ব-পশ্চিম দিক হতে
[ঘ] উত্তর-পূর্ব দিক হতে

৩৪. নিচের কোন এলাকায় সাইক্লোন সংঘটিত হয়?
✅ ভারত মহাসাগরে
[খ] চীন ও জাপান উপকূলে
[গ] ফিলিপাইন উপকূলে
[ঘ] অস্ট্রেলিয়ার উপকূলে

৩৫. ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মেক্সিকো উপসাগর অঞ্চলে কোনটি সংঘটিত হয়-
[ক] সাইক্লোন
[খ] টাইফুন
[গ] বাগুইও
✅ হ্যারিকেন

৩৬. সমুদ্র হতে আগত জলীয়বাষ্পপূর্ণ বায়ু যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সে অঞ্চলে-
i. বৃষ্টিপাত সংঘটিত হয়
ii. তাপমাত্রা হ্রাস পায়
iii. বায়ু উষ্ণ হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৭. পর্বত কোনো দেশ বা অঞ্চলের নিয়ন্ত্রণ করে
i. বায়ুর গতি
ii. উষ্ণতা
iii. বৃষ্টিপাত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও:
জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধাপ্রাপ্ত হয়ে এক ধরনের বৃষ্টিপাত ঘটায়।

৩৮. উদ্দীপকে কোন বৃষ্টিপাতের কথা বলা হয়েছে?
[ক] পরিচলন
✅ শৈলোৎক্ষেপ
[গ] ঘূর্ণি বৃষ্টি
[ঘ] সংঘর্ষ বৃষ্টি

৩৯. বাংলাদেশের কোন অঞ্চলে উক্ত বৃষ্টিপাত সংঘটিত হয়?
✅ রাঙামাটি
[খ] রাজশাহী
[গ] দিনাজপুর
[ঘ] ময়মনসিংহ

৪০. জলবায়ুর উপাদান হলো-
[ক] উচ্চতা
[খ] অক্ষাংশ
✅ তাপমাত্রা
[ঘ] বনভূমি

৪১. উত্তর গোলার্ধে অয়ন বায়ু প্রবাহিত হয়-
✅ উত্তর-পূর্ব দিক হতে
[খ] পশ্চিম দিক হতে
[গ] দক্ষিণ-পশ্চিম দিক থেকে
[ঘ] দক্ষিণ-পূর্ব দিক থেকে

৪২. দক্ষিণ গোলার্ধে অয়ন বায়ু প্রবাহিত হয়-
✅ দক্ষিণ-পূর্ব দিক থেকে
[খ] দক্ষিণ-পশ্চিম দিক থেকে
[গ] সোজা পশ্চিম দিক থেকে
[ঘ] উত্তর-পূর্ব দিক থেকে

৪৩. উভয় গোলার্ধে (বা মধ্য অক্ষাংশে) পশ্চিমা বায়ু কত হতে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়?
[ক] ০°-১০°
✅ ২৫°-৩৫°
[গ] ৩৫°-৬০°
[ঘ] ৫০°-৭০°

৪৪. পৃথিবীর অধিকাংশ মরুভূমি মহাদেশের পশ্চিমাংশে অবস্থিত কেন?
[ক] অয়ন বায়ুর জন্য
✅ পশ্চিমা বায়ুর জন্য
[গ] মেরু বায়ুর জন্য
[ঘ] সমুদ্র বায়ুর জন্য

৪৫. জলবায়ু বলতে সাধারণত কয় বছরের আবহাওয়ার উপাদানগুলোর গড় অবস্থাকে বোঝায়?
[ক] ১০-১৫
[খ] ১৫-২০
[গ] ২৫-৩০
✅ ৩০-৩৫

৪৬. অতীতকালে স্বাভাবিক জলবায়ুর অবস্থা কীরূপ ছিল?
[ক] চরমভাবাপন্ন
✅ মৃদুভাবাপন্ন
[গ] সমভাবাপন্ন
[ঘ] আর্দুভাবাপন্ন

৪৭. বায়ুমন্ডলে সূর্যতাপের তারতম্য ঘটে কী কারণে?
[ক] কর্কটক্রান্তি ও মকরক্রান্তি
[খ] আহ্নিক গতি
[গ] বার্ষিক গতি
✅ সূর্যের অবস্থান ও অক্ষাংশভেদে

৪৮. বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত?
✅ ক্রান্তীয় মৌসুমি
[খ] ক্রান্তীয় মেরুদেশীয়
[গ] নিরক্ষীয় মৌসুমি
[ঘ] নিরক্ষীয় মেরুদেশীয়

৪৯. কোন এলাকায় রাতে প্রচন্ড শীত অথচ দিনে খুব গরম?
[ক] মালভূমি
[খ] পার্বত্য
✅ মরুভূমি
[ঘ] সমভূমি

৫০. পৃথিবীর আহ্নিক গতির ফল কোনটি?
[ক] ঋতু পরিবর্তন
[খ] সূর্যতাপের তারতম্য
[গ] মৌসুমি বায়ুপ্রবাহ
✅ দিবারাত্রি সংঘটন

৫১. ক্রান্তীয় শান্তবলয় (Doldrum) নামে পরিচিত কোন বলয়?
✅ কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ
[খ] নিরক্ষীয় নিমণচাপ
[গ] মেরুবৃত্ত প্রদেশীয় নিমণচাপ
[ঘ] মেরুদেশীয় উচ্চচাপ

৫২. যেসব বৈশিষ্টের ওপর ভিত্তি করে জলবায়ু গঠিত হয় তাকে কী বলে?
[ক] জলবায়ুর কারণ
[খ] জলবায়ুর নিয়ামক
✅ জলবায়ুর উপাদান
[ঘ] জলবায়ুর প্রভাব

৫৩. বায়ুর উষ্ণ ও শীতল অবস্থাকে কী বলে?
✅ বায়ুর তাপ
[খ] বায়ুর চাপ
[গ] বায়ুর প্রবাহ
[ঘ] বায়ুর আর্দ্রতা

৫৪. বায়ুর আর্দ্রতা বলতে কোনটিকে বোঝায়?
[ক] বায়ুতে জলীয়বাষ্পের অনুপস্থিতি
✅ বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতি
[গ] বায়ুতে তাপমাত্রা বৃদ্ধি
[ঘ] বায়ুতে তাপমাত্রা হ্রাস

৫৫. বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কী?
[ক] হাইগ্রোমিটার
✅ ব্যারোমিটার
[গ] ফ্যাদোমিটার
[ঘ] থার্মোমিটার

৫৬. জলবায়ুর নিয়ামকগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হলো-
i. অক্ষাংশ
ii. উচ্চতা
iii. তাপমাত্রা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৭. কোনো দেশে পর্বতের অবস্থান নিয়ন্ত্রণ করে
i. বায়ুর গতি
ii. উষ্ণতা
iii. বৃষ্টিপাত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে এবং ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও:
নাজমুল সিকদারের ছোট ভাই পারভেজ সিকদার উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়ায় গেলে সে বুঝতে যে ঐ অঞ্চলে গরম একটু বেশি। কিছুদিন কষ্ট হলেও আসেত্ম আসেত্ম সে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হয়।

৫৮. উদ্দীপকে পারভেজ সিকদারের গমণকৃত দেশে কোন ধরনের জলবায়ু বিরাজ করে?
[ক] মৌসুমি জলবায়ু
✅ নিরক্ষীয় জলবায়ু
[গ] ভূমধ্যসাগরীয় জলবায়ু
[ঘ] শুষ্ক জলবায়ু

৫৯. ঐ অঞ্চলের সাভাবিক বৈশিষ্ট্য হলো-
i. গড় তাপমাত্রা ২৭° সেলসিয়াস
ii. প্রচুর বৃষ্টিপাত হয়
iii. শীতল আবহাওয়া বিরাজ করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. তাপের উৎস কোনটি?
✅ সূর্য
[খ] চর্ন্দ্র
[গ] মঙ্গর্ল
[ঘ] নেপচুন

৬১. কোরিওলিস শক্তির সূত্রটি কত সালে আবিষ্কৃত হয়?
[ক] ১৮১২ সালে
[খ] ১৮১৮ সালে
[গ] ১৮২৫ সালে
✅ ১৮৩৫ সালে

৬২. ভূপৃষ্ঠের উচ্চচাপ বলয় থেকে নিমণচাপ বলয়ের দিকে যে বায় সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে কী বায়ু বলে?
[ক] সাময়িক বায়ু
✅ নিয়ত বায়ু
[গ] স্থানীয় বায়ু
[ঘ] চিনুক বায়ু

৬৩. পশ্চিমা বায়ু কোন বায়ুর অন্তর্গত?
[ক] সাময়িক বায়ু
[খ] স্থানীয় বায়ু
✅ নিয়ত বায়ু
[ঘ] চিনুক বায়ু

৬৪. উত্তর-পূর্ব অয়ন বায়ু ঘন্টায় কত কিমি. বেগে প্রবাহিত হয়?
[ক] ১২ কিমি.
[খ] ১৪ কিমি.
[গ] ১৫ কিমি.
✅ ১৬ কিমি.

৬৫. কোন বায়ুকে বিপরীত বাণিজ্য বায়ু বলে?
[ক] অয়ন বায়ু
✅ পশ্চিমা বায়ু
[গ] মেরুদেশীয় বায়ু
[ঘ] সমুদ্র বায়ু

৬৬. কোনো নির্দিষ্ট সময়ে বা ঋতুতে যে বায়ুপ্রবাহ জলভাগ ও স্থলভাগের তাপের তারতম্যের জন্য সৃষ্টি হয় তাকে কী বলে?
✅ সাময়িক বায়ু
[খ] নিয়ত বায়ু
[গ] পশ্চিমা বায়ু
[ঘ] সমুদ্র বায়ু

৬৭. গ্রীষ্মকালে সমুদ্র বায়ুর গতিবেগ ঘণ্টায় কত কিমি. পর্যন্ত হয়?
[ক] ৩০-৪০ কিমি.
[খ] ৩২-৪২ কিমি.
[গ] ৩৫-৪০ কিমি.
✅ ৩২-৪০ কিমি.

৬৮. মৌসুম কোন ভাষার শব্দ?
[ক] ফারসি
✅ আরবি
[গ] পর্তুগিজ
[ঘ] ইংরেজি

৬৯. নিয়ত বায়ুর অন্তর্ভুক্ত বায়ু হলো-
i. অয়ন বায়ু
ii. সমুদ্র বায়ু
iii. মেরুদেশীয় বায়ু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭০. পৃথিবীর বিভিন্ন স্থানের তাপের পার্থক্য হওয়ার কারণ কোনটি?
✅ অক্ষাংশ
[খ] দ্রাঘিমাংশ
[গ] পর্বতের অবস্থান
[ঘ] সমুদ্রের অবস্থান

৭১. সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় কোন রেখা বরাবর?
[ক] অক্ষরেখা
[খ] দ্রাঘিমারেখা
[গ] কর্কটক্রান্তি রেখা
✅ নিরক্ষরেখা

৭২. পৃথিবীর উত্তর গোলার্ধে (৬৬.৫° উ. থেকে ৯০° উ. অক্ষাংশ) পর্যন্ত প্রসারিত অঞ্চলকে কী বলে?
[ক] উত্তর নাতিশীতোষ্ণমন্ডল
[খ] দক্ষিণ নাতিশীতোষ্ণমন্ডল
✅ উত্তর হিমমন্ডল
[ঘ] দক্ষিণ হিমমন্ডল

৭৩. পৃথিবীর তাপবলয়গুলো হলো-
i. উষ্ণমন্ডল
ii. হিমমন্ডল
iii. নাতিশীতোষ্ণমন্ডল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৪. যে অঞ্চলে বায়ুর চাপ বেশি সে অঞ্চলকে কী বলে?
✅ উচ্চচাপ বলয়
[খ] নিমণচাপ বলয়
[গ] কর্কটক্রান্তি রেখা
[ঘ] মকরকান্তি রেখা

৭৫. নিরক্ষীয় নিমণচাপ বলয় কত অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত?
✅ ৫°-১০°
[খ] ১০°-১৫°
[গ] ১৫°-২০°
[ঘ] ২০°-২৫°

৭৬. আটলান্টিক মহাসাগরের ওপর কর্কটীয় শান্ত বলয়কে কী বলে?
[ক] নিরক্ষীয় অক্ষাংশ
[খ] অবসাদ অঞ্চল
✅ অশ্ব অক্ষাংশ
[ঘ] নিমণচাপ বলয়

৭৭. সাধারণত প্রায় ৩০০ মিটার উচ্চতায় কত মিলিবার চাপ হ্রাস পায়?
[ক] ২৫ মিলিবার
[খ] ২৭ মিলিবার
✅ ৩০ মিলিবার
[ঘ] ৩৫ মিলিবার

৭৮. কোন বায়ুতে অধিক পরিমাণ নাইড্রোজেন ও অক্সিজেন থাকে?
[ক] উষ্ণ বায়ু
✅ আর্দ্র বায়ু
[গ] শুষ্ক বায়ু
[ঘ] কোনোটিই নয়

৭৯. বায়ু চাপের পার্থক্যের কারণ হলো-
i. উচ্চতা
ii. উষ্ণতা
iii. বায়ুর গভীরতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে এবং ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও:
পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ভৌগোলিক কারণে এক ধরনের বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। যেমন, উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্বপার্শ্বে এক ধরনের উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় যাকে স্থানীয় রেড ইন্ডিয়ানগণ তুষার খাদক বলে।

৮০. উদ্দীপকে উল্লিখিত বায়ুটি কোন বায়ু?
✅ চিনুক
[খ] ফন
[গ] মিস্ট্রাল
[ঘ] সিরোক্কো

৮১. চিনুক বায়ু শীত ও বসন্তকালে নিচে নামলে হঠাৎ এর তাপমাত্রা বৃদ্ধি পায়-
[ক] ১০°-১৫°
[খ] ১৫°-২০°
✅ ২০°-৩০°
[ঘ] ৩০°-৪০°

৮২. পার্বত্য উপত্যকার মধ্যে দিয়ে নিচের দিকে প্রবাহিত উষ্ণ বায়ুকে ক্যালিফোর্নিয়ায় কী বলে?
[ক] পাম্পেয়া
✅ সান্টানা
[গ] সামুন
[ঘ] কোনোটিই নয়

৮৩. বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকে কী বলে?
✅ বায়ুর আর্দ্রতা
[খ] বায়ুর পরিপক্কতা
[গ] বায়ুর শুষ্কতা
[ঘ] শুষ্কতা

৮৪. যে বায়ুতে জলীয়বাষ্প থাকে না তাকে কী বলে?
[ক] আর্দ্র বায়ু
✅ শুষ্ক বায়ু
[গ] উষ্ণ বায়ু
[ঘ] শীতল বায়ু

৮৫. বায়ুর তুলনামূলক সিক্ততাকে কী বলে?
[ক] পরম আর্দ্রতা
[খ] শুষ্ক আর্দ্রতা
✅ আপেক্ষিক আর্দ্রতা
[ঘ] কোনোটিই নয়

৮৬. বায়ুর বাম্প ধারণক্ষমতা কিসের ওপর নির্ভরশীল?
✅ উষ্ণতা
[খ] শুষ্কতা
[গ] আর্দ্রতা
[ঘ] কোনোটিই নয়

৮৭. বায়ুর আর্দ্রতা কত প্রকার?
✅ ২ প্রকার
[খ] ৩ প্রকার
[গ] ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

৮৮. উচ্চতা অনুযায়ী মেঘকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৮৯. কিউমুলাস মেঘ দেখতে কেমন?
[ক] আঁশের মতো
✅ পেঁজা তুলার স্কুপের মতো
[গ] গাছের মতো
[ঘ] কোনোটিই নয়

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০.স্তরে স্তরে সজ্জিত মেঘকে কী বলে?
[ক] কিউমুলাস
✅ স্ট্যাটাস
[গ] সিরাস
[ঘ] নিম্বাস

৯১. বায়ুতে ভাসমান অসংখ্য পানিকণা ও বরফকণার সমষ্টিকে কী বলে?
[ক] বৃষ্টি
[খ] শিশির
✅ মেঘ
[ঘ] তুষার

৯২. একসাথে বহু জলকণার ভূপৃষ্ঠে পতনকে কী বলে?
✅ বৃষ্টি
[খ] মেঘ
[গ] তুষার
[ঘ] কোনোটিই নয়

৯৩. নিরক্ষীয় অঞ্চলে গড়ে বার্ষিক পরিচলন বৃষ্টির পরিমাণ কত?
[ক] ৫০০ সেমি.
[খ] ৪০০ সেমি.
[গ] ৩০০ সেমি.
✅ ২০০ সেমি.

৯৪. মেঘের শ্রেণিবিন্যাসের মধ্যে অন্তর্ভুক্ত হলো-
i. সিরাস
ii. স্ট্যাটাস
iii. কিউমুলাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৫. পরিচলন বৃষ্টি হয়।
i. আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকায়
ii. দক্ষিণ আমেরিকার আমাজান নদীর অববাহিকায়
iii. মিশরের নীল নদের অববাহিকায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

৯৬. উৎপত্তির কারণ ও স্থানভেদে ঘূর্ণিঝড়কে কয়টি ভাগে ভাগ করা হয়?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৯৭. কোনটি ক্রান্তীয় নিমণচাপজনিত ঘূর্ণিঝড় নামে পরিচিত?
[ক] নাতিশীতোষ্ণমন্ডলীয় ঘূর্ণিঝড়
✅ উষ্ণমন্ডলীয় ঘূর্ণিঝড়
[গ] হিমমন্ডলীয় ঘূর্ণিঝড়
[ঘ] কোনোটিই নয়

৯৮. উষ্ণমন্ডলীয় ঘূর্ণিঝড় ভারতীয় দ্বীপপুঞ্জে কী নামে পরিচিত?
✅ হ্যারিকেন
[খ] টর্নেডো
[গ] টাইফুন
[ঘ] কোনোটিই নয়

৯৯. পর্বতারোহীদের জন্য বিপদজ্জনক মেঘ কোনটি?
[ক] পালক
[খ] পুঞ্জ
✅ স্তর
[ঘ] ঝড়োপুঞ্জ

১০০. বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি?
✅ হাইগ্রোমিটার
[খ] ব্যারোমিটার
[গ] ন্যানোমিটার
[ঘ] হাইড্রোমিটার
Share:

0 Comments:

Post a Comment