HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st paper mcq question and answer. HSC Geography 1st paper mcq questions pdf download. HSC vugol 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪

HSC Geography 1st Paper
MCQ
question and answer pdf download

১. ট্রপোমন্ডলের বৈশিষ্ট্য কোনটি?
[ক] বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি
[খ] বেতার তরঙ্গের প্রতিফলন
[গ] অতি বেগুনি রশ্মি শোষণ
✅ উচ্চতা বৃদ্ধির সাথে তাপের হ্রাস

২. সৌরপর্দা বলা হয় কোন স্তরকে?
✅ ওজোন
[খ] নাইট্রোজেন
[গ] হিলিয়াম
[ঘ] হাইড্রোজেন

৩. বায়ুদূষণের কারণ হলো-
i. গাছপালা আগুনে পোড়ানো
ii. তেজস্ক্রিয় পদার্থ নির্গমন
iii. প্রাকৃতিক গ্যাস উত্তোলন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত?
[ক] ১৫
[খ] ১৭
[গ] ১৯
✅ ২১

৫. বায়ুদূষণ প্রতিরোধে কার্যকরী হলো-
i. বনায়ন কার্যক্রম জোরদার করা
ii. জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা
iii. যানবাহন নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. বায়ুমন্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি?
✅ ট্রপোস্ফিয়ার
[খ] স্ট্রাটোস্ফিয়ার
[গ] থার্মোস্ফিয়ার
[ঘ] এক্সোস্ফিয়ার

৭. কোনটি বায়ুদূষণের স্থির উৎস নয়?
[ক] রেফ্রিজারেটর শিল্প
[খ] তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
[গ] শিল্প প্রক্রিয়াকরণ
✅ পরিবহন স্থল, জল ও আকাশপথে

৮. বায়ুমন্ডলের রাসায়নিক গঠন ও বিভিন্ন গ্যাসের অনুপাত যেখানে প্রায় সমান থাকে তাকে কী বলে?
✅ সমমন্ডল
[খ] বিষমমন্ডল
[গ] ওজোননাস্ফিয়ার
[ঘ] মেসোস্ফিয়ার

৯. উদ্ভিদ ও জীবজগতের জন্য বায়ুমন্ডলের কোন স্তরটি উত্তম?
✅ ট্রপোস্ফিয়ার
[খ] স্ট্রাটোস্ফিয়ার
[গ] থার্মোস্ফিয়ার
[ঘ] এক্সোস্ফিয়ার

১০. কোন দুটি গ্যাস বায়ুমন্ডলের ৯৯ ভাগ স্থান দখল করে আছে?
[ক] অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
✅ নাইট্রোজেন ও অক্সিজেন
[গ] নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
[ঘ] অক্সিজেন ও আরগন

১১. বায়ুমন্ডলে বিষমমন্ডলের অবস্থান কোথায়?
[ক] ৬০-৬৫ কি. মি. ঊর্ধ্বে
[খ] ৭০-৭৫ কি. মি. ঊর্ধ্বে
[গ] ৮০-৮৫ কি. মি. ঊর্ধ্বে
✅ ৮৫-৯০ কি. মি. ঊর্ধ্বে

১২. ভূপৃষ্ঠ থেকে কত কি. মি. পর্যন্ত বায়ুমন্ডলের গঠনকারী গ্যাসের অনুপাত প্রায় সমান থাকে?
[ক] ৭০ কি. মি. উর্ধ্বে
[খ] ৭৫ কি. মি. ঊর্ধ্বের্
[গ] ৮০ কি. মি. ঊর্ধ্বে
✅ ৯০ কি. মি. ঊর্ধ্বে

১৩. তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমন্ডলকে কত ভাগে ভাগ করা যায়?
[ক] ২
[খ] ৩
✅ ৫
[ঘ] ৬

১৪. কোনটি বায়ুমন্ডলের দ্বিতীয় স্তর?
[ক] ট্রপোস্ফিয়ার
✅ স্ট্রাটোস্ফিয়ার
[গ] থার্মোস্ফিয়ার
[ঘ] এক্সোস্ফিয়ার

১৫. কোনটি নিস্ক্রিয় গ্যাস?
[ক] নাইট্রোজেন
[খ] অক্সিজেন
[গ] কার্বন ডাইঅক্সাইড
✅ আর্গন

১৬. বায়ুমন্ডলের কোন স্তরের কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আসতে পারে না?
✅ ওজোনোস্ফিয়ার
[খ] মেসোস্ফিয়ার
[গ] থার্মোস্ফিয়ার
[ঘ] এক্সোস্ফিয়ার

১৭. বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরের কারণে?
[ক] ওজোনোস্ফিয়ার
[খ] মেসোস্ফিয়ার
[গ] থার্মোস্ফিয়ার
✅ আয়নোস্ফিয়ার

১৮. অণু-পরমাণুগুলো সবসময় ঊধর্ব দিকে উখিত হয় বলে ঝরনা স্তর বলে-
[ক] ম্যাগনেটোস্ফিয়ারকে
✅ এক্সোস্ফিয়ারকে
[গ] ওজোনোস্ফিয়াকে
[ঘ] মেসোস্ফিয়ারকে

১৯.ইলেকট্রন ও প্রোটন আয়নগুলো বলয়াকারে অবস্থান করে-
ক স্টাটোস্ফিয়ার স্তরে
[খ] থার্মোস্ফিয়ার স্তরে
[গ] এক্সোস্ফিয়ার স্তরে
✅ ম্যাগনেটোস্ফিয়ার স্তরে

২০. মৃত্তিকা দূষিত হয় কোন দূষক দ্বারা?
✅ ধূলিকণা ও ভাইরাস
[খ] মিথাইল আয়োডাইড
[গ] কার্বন মনোঅক্সাইড
[ঘ] নাইট্রোজেন অক্সাইড

২১. নাইট্রোজেন অক্সাইড-এর সংকেত কোনটি?
[ক] CO
✅ NO2
[গ] SO2
[ঘ] NO

২২. এমফাইসিমার প্রধান কারণ কোনটি?
✅ ধূমপান
[খ] অতিরিক্ত পরিশ্রম
[গ] ওজন গ্যাস
[ঘ] সালফার অক্সাইড

২৩. জীবাশ্ম জ্বালানি কোনটি?
[ক] সৌরশক্তি
[খ] বায়ুশক্তি
✅ প্রাকৃতিক গ্যাস
[ঘ] জৈব গ্যাস

২৪. বায়ুমন্ডলের মূল উপাদান কয়টি?
✅ ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬

২৫. পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর জন্য দায়ী কোনটি?
[ক] অশ্মমন্ডল
[খ] বারিমন্ডল
✅ বায়ুমন্ডল
[ঘ] জীবমন্ডল

২৬. বায়ুমন্ডলে CO2 গ্যাসের পরিমাণ কত শতাংশ?
[ক] ০.০৯%
✅ ০.০৩%
[গ] ০.০৫%
[ঘ] ০.০৪%

২৭. ওজোন গ্যাসের সংকেত কোনটি?
[ক] N2
[খ] O2
✅ O3
[ঘ] CO2

২৮. স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কী বলা হয়?
[ক] ঐপোসীমা
✅ স্ট্রাটোসীমা
[গ] মেসোপজ
[ঘ] ট্রলোপজ

২৯. মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো কোন স্তরে এসে ভস্মীভূত হয়?
[ক] স্ট্রটোস্ফিয়ার
✅ মেসোস্ফিয়ার
[গ] থার্মোস্ফিয়ার
[ঘ] এক্সোস্ফিয়ার

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. বায়ুমন্ডলে কোন স্তরটিতে চার্জিত কণিকার উপস্থিতি রয়েছে?
[ক] ট্রপোস্ফিয়ার
[খ] ওজোন স্তর
[গ] মেসোস্ফিয়ার
✅ অক্সিজেন স্তর

৩১. বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় বলে আয়নোস্কিয়ারকে কী বলা হয়?
✅ থার্মোস্ফিয়ার
[খ] ম্যাগনেটোস্ফিয়ার
[গ] মেসোস্ফিয়ার
[ঘ] এক্সোস্ফিয়ার

৩২. গেস্নাবাল ওয়ার্মিং-এ মুখ্য ভূমিকা পালন করছে কোন গ্যাস?
[ক] O2
[খ] CO
[গ] O3
✅ CO2

৩৩. সালোকসংশ্লেষণে কোনটি প্রয়োজন হয়?
[ক] অক্সিজেন
[খ] নাইট্রোজেন
✅ কার্বন ডাইঅক্সাইড
[ঘ] পানি

৩৪. কিছু কিছু ব্যাকটেরিয়া বায়ু থেকে কোন উপাদান সংগ্রহ করে?
[ক] NO2
[খ] CO2
✅ N2
[ঘ] O2

৩৫. কোন গ্যাসটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?
[ক] কার্বন মনোঅক্সাইড
✅ আর্গন
[গ] কার্বন ডাইঅক্সাইড
[ঘ] ফসফরাস

৩৬. জলীয়বাম্পের পরিমাণ স্থান ও ঋতুভেদে কত পরিবর্তিত হয়?
[ক] ৫-১২%
[খ] ১০-১৫%
[গ] ১৪-২০%
✅ ০-৫%

৩৭. কোন গ্যাস বায়ুর আয়তন বৃদ্ধি ও অক্সিজেনকে পাতলা করতে সহায়তা করে?
✅ নাইট্রোজেন
[খ] কার্বন ডাইঅক্সাইড
[গ] ওজোন
[ঘ] অক্সিজেন

৩৮. বায়ুমন্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন ও অক্সিজেন-
[ক] ৯২
✅ ৯৯
[গ] ৭৮
[ঘ] ২৫

৩৯. বায়ুমন্ডলের নিমণস্তরে অবস্থান করে-
[ক] লবণ কণিকা
[খ] ধূলিকণা
✅ জলীয়বাষ্প
[ঘ] জৈব ও অজৈব কণিকা

৪০. তাপমাত্রা বেশি হলে জলীয়বাষ্পের পরিমাণ কীরূপ হবে?
[ক] বাড়ে
✅ কমে
[গ] পরিবর্তন হয়
[ঘ] একই থাকে

৪১. কোনটির উপস্থিতে বায়ুমন্ডলের ঘনীভবন প্রক্রিয়া চলে?
[ক] লবণ কণিকার
[খ] জৈব ও অজৈব কণিকার
✅ জলীয়বাষ্পের
[ঘ] ধূলিকণার

৪২. বায়ুমন্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো-
✅ জলীয়বাষ্প
[খ] অক্সিজেন
[গ] নাইট্রোজেন
[ঘ] কার্বন ডাইঅক্সাইড

৪৩. ঊর্ধ্ব বায়ুস্তরে O3 (ওজোন) গ্যাসের অবস্থান কোথায়?
[ক] ৮০-১২০ কিমি. এর মধ্যে
[খ] ৩০-৫০ কিমি এর মধ্যে
✅ ৩০-৬০ কিমি. এর মধ্যে
[ঘ] ৭০-৮০ কিমি. এর মধ্যে

৪৪.কাঠ, কয়লা, খনিজ তেল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করায় বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ
[ক] স্থির থাকে
✅ বেড়ে যায়
[গ] কমে যায়
[ঘ] স্বাভাবিক থাকে

৪৫. বায়ুমন্ডলের মূল উপাদান
[ক] ৭টি
[খ] ৫টি
✅ ৩টি
[ঘ] ৮টি

৪৬. সমমন্ডল ভূপৃষ্ঠ থেকে উপরে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
✅ ৯০ কিমি.
[খ] ৮০ কিমি.
[গ] ৭০ কিমি
[ঘ] ৬০ কিমি.

৪৭. ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে কত হতে কত কিমি. পর্যন্ত স্ট্রাটোস্ফিয়ার বিস্তৃত?
[ক] ১৮-৯০
✅ ১৮-৮০
[গ] ১৮-৭০
[ঘ] ১৮-৬০

৪৮. সকল গ্যাসের পরিমাণ সমান থাকে-
[ক] ওজোনমন্ডলে
[খ] আয়নমন্ডলে
[গ] বিষমমন্ডলে
✅ সমমন্ডলে

৪৯. কোন অঞ্চলে বিমান চলাচল করে?
✅ সমোষ্ণ অঙুলে
[খ] স্ট্রাটোপজ অলে
[গ] উষ্ণ অঞ্চলে
[ঘ] ট্রপোপজ অঞ্চলে

৫০. বায়ু স্থির থাকে কোন অংশে?
[ক] ম্যাগনেটোস্ফিয়ারে
✅ ট্রলোপজে
[গ] মেসোপজে
[ঘ] স্ট্রাটোসীমায়

৫১. স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কী বলা হয়?
[ক] ঐপোসীমা
[খ] মেসোপজ
✅ স্ট্রাটোসীমা
[ঘ] ট্রলোপজ

৫২. নিস্ক্রিয় এবং দুষ্প্রাপ্য গ্যাসসমূহ বায়ুমন্ডলে কত ভাগ?
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

৫৩. কত কিমি. এর মধ্যে গভীর ওজোন স্তর বিদ্যমান?
[ক] ১২-১৫ কিমি.
[খ] ১৩-১৫ কিমি.
✅ ১৫-১৬ কিমি.
[ঘ] ১৮-২০ কিমি.

৫৪. বায়ুমন্ডলের পাঁচটি স্তরের কয়টি সমমন্ডলের অন্তর্গত?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৫৫. বায়ুমন্ডলের পাঁচটি স্তরের কয়টি বিষমমন্ডলের আওতাধীন?
✅ ২টি
[খ] ৫টি
[গ] ৪টি
[ঘ] ৩টি

৫৬. মেসোস্ফিয়ারের অপর একটি নাম কী?
[ক] থার্মোস্ফিয়ার
[খ] আয়নোস্ফিয়ার
✅ ওজোননাস্ফিয়ার
[ঘ] এক্সোস্ফিয়ার

৫৭. আয়রনের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায় কোন স্তরে?
[ক] মেসোস্ফিয়ারে
[খ] থার্মোস্ফিয়ারে
✅ এক্সোস্ফিয়ারে
[ঘ] স্টাটোস্ফিয়ারে

৫৮. মেসোস্ফিয়ার স্তরে কী হারে তাপমাত্রা বাড়তে থাকে?
ক ৪°C/KM.
✅ ৫°C/KM.
[গ] ৬°C/KM.
[ঘ] ৭°C/KM.

৫৯. বায়ুমন্ডলে কত কিমি. পর্যন্ত বিস্তৃত স্তরকে এক্সোস্ফিয়ার বলে?
[ক] ৩০০-৪০০ কিমি.
[খ] ৫০০-৬০০ কিমি.
[গ] ৭০০-৯০০ কিমি.
✅ ৪০০-১০০০ কিমি.

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. বিষমমন্ডলের স্তর কয়টি?
✅ ৪টি
[খ] ৫টি
[গ] ৬টি
[ঘ] ৭টি

৬১. বায়ুমন্ডলের জৈব ও অজৈব কণিকাগুলোর কাজ হলো-
[ক] তাপ গ্রহণ
[খ] তাপ বর্জন
✅ তাপ শোষণ
[ঘ] তাপ বহন

৬২. বায়ুর উষ্ণতা দ্রুত বেড়ে যায় কোন স্তরে?
[ক] ওজোন স্তরে
[খ] মেসোস্ফিয়ারে
✅ আয়নোস্ফিয়ারে
[ঘ] ট্রলোপজে

৬৩. জীবমন্ডলের বায়ুস্তরের জন্য কোন স্তর অতীব গুরুত্বপূর্ণ?
✅ ট্রপোস্ফিয়ার
[খ] মেসোস্ফিয়ার
[গ] ওজোনোস্ফিয়ার
[ঘ] স্ট্রাটোস্ফিয়ার

৬৪. ট্রপোস্কিয়ারের ওপর কত কিমি. পুরু অংশকে ট্রলোপজ বলা হয়?
[ক] ১.২ কিমি.
✅ ১.৫ কিমি.
[গ] ১.৮ কিমি.
[ঘ] ২.৮ কিমি.

৬৫. কোন স্তরের ওপর থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে দ্রুত হারে উষ্ণতা বৃদ্ধি পায়?
[ক] মেসোপজ
[খ] ট্রলোপজ
✅ স্টাটোপজ
[ঘ] ম্যাগনেটোস্ফিয়ার

৬৬. আয়নোস্ফিয়ারে ব্যাপ্তি কত কিমি. উচ্চতা পর্যন্ত?
✅ ৬০-৫০০ কিমি.
[খ] ৩০০-৬০০ কিমি.
[গ] ৫০০-৮০০ কিমি.
[ঘ] ৭০০-৯০০ কিমি.

৬৭. বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় বলে আয়নোস্ফিয়ারকে কী বলা হয়?
[ক] ম্যাগনোস্ফিয়ার
✅ থার্মোস্ফিয়ার
[গ] মেসোস্ফিয়ার
[ঘ] এস্কোস্ফিয়ার

৬৮. মেসোপজ সীমানা থেকে কোন স্তরের সীমানা শুরু হয়?
[ক] স্ট্রাটোস্ফিয়ার
[খ] মেসোস্ফিয়ার
[গ] এক্সোস্ফিয়ার
✅ আয়নোস্ফিয়ার

৬৯. কোন স্তরে নিচ থেকে উপরের দিকে ঝুর তাপমাত্রা দ্রুত হারে হ্রাস পায়?
✅ মেসোস্ফিয়ার
[খ] থার্মোস্ফিয়ার
[গ] স্ট্রাটোস্ফিয়ার
[ঘ] ট্রপোস্ফিয়ার

৭০. অক্সিজেন অণুগুলো ভেঙে বিদ্যুৎ কণায় পরিণত হয় কোন স্তরে?
[ক] ট্রপোস্ফিয়ারে
[খ] স্ট্রাটোস্ফিয়ারে
✅ থার্মোস্ফিয়ারে
[ঘ] মেসোস্ফিয়ারে

৭১. বায়ুমন্ডলের কার্বন-ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে
i. বন উজাড় করার কারণে
ii. জীবাশ্ম জ্বালানি ব্যবহারের জন্য
iii. অতিমাত্রায় কাঠ পোড়ানোর জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭২. জলীয়বাম্পের বৈশিষ্ট্য হলো-
i. বায়ুকে উত্তপ্ত করতে সাহায্য করা
ii. সৌরতাপ শোষণ করা
iii. ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না-
i. হিলিয়াম
ii. লিথিয়াম
iii. জেনন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৪. জলীয়বাষ্পের পরিমাণ পরিবর্তিত হয়-
i. কালভেদে
ii. স্থানভেদে
iii. ঋতুভেদে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার পর বর্ষণ ঘটায়-
i. ধোয়া ও কয়লার আবরণকে আশ্রয় করে
ii. ধূলিকণাকে আশ্রয় করে
iii. উল্কা ভস্মকে আশ্রয় করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৬. নাইট্রোজেন গ্যাস-
i. বায়ুর আয়তন বৃদ্ধি করে
ii. অক্সিজেনকে পাতলা করে
iii. অক্সিজেনকে ঘনত্ব করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. অক্সিজেন সাহায্য করে-
i. প্রাণীর শ্বাস গ্রহণে
ii. প্রাণিদেহের শক্তি বৃদ্ধিতে
iii. প্রাণিদেহের উত্তাপ বৃদ্ধিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৮. ওজোন গ্যাস কোনটি?
[ক] O2
✅ O3
[গ] N2
[ঘ] CO2

৭৯. কোনটি ইগজস্ট গ্যাস?
✅ হাইড্রোজেন সালফাইট
[খ] কার্বন ডাইঅক্সাইড
[গ] সালফার নাইট্রেড
[ঘ] নাইট্রোজেন সালফাইট

৮০. কার্বন ডাইঅক্সাইড কী ধরনের গ্যাস?
[ক] অস্থায়ী
[খ] স্থায়ী
✅ অদৃশ্যমান
[ঘ] উদ্বায়ী

৮১. বায়ুমন্ডলের ওজন স্তরকে ধ্বংস করে কোন গ্যাস?
✅ CFC
[খ] CH4
[গ] CO2
[ঘ] N2O2

৮২. বাংলাদেশে বায়ুদূষণ কী প্রাকৃতিক বিপর্যয়?
[ক] কলকারখানার ধোয়া
[খ] যানবাহনের ধোয়া
✅ মনুষ্যসৃষ্ট
[ঘ] জলবায়ুসৃষ্ট

৮৩. ক্লোরো-ফ্লুরো কার্বন নির্গত হয়।
✅ রেফ্রিজারেটর থেকে
[খ] মোটর সাইকেল কারখানা থেকে
[গ] পারফিউম এর বোতল থেকে
[ঘ] যানবাহন থেকে

৮৪. বাংলাদেশে বায়ুদূষণের প্রধান উৎস হচ্ছে-
i. কলকারখানার ধোঁয়া ও বর্জ
ii. অপরিকল্পিত নগরায়ণ
iii. যানবাহনের ধোয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. বায়ুদূষণ হয়ে থাকে-
i. ডিজেলচালিত যানবাহনের জন্য
ii. সিএনজিচালিত যানবাহনের জন্য
iii. পেট্রোলচালিত যানবাহনের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. বায়ু দূষিত হয়-
i. ধূলিকণার ভাগ বৃদ্ধি পেলে
ii. গ্যাসের ঘনত্বের পরিবর্তন হলে
iii. তাপমাত্রা বৃদ্ধি পেলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. ধোয়া সৃষ্টি হওয়ার কারণ হলো-
i. বাতাসে ভাসমান কলয়ড়াল কণা দ্বারা
ii. বাষ্পীভবন বা দহনো
iii. বাষ্পীভবন বা দহনোত গ্যাস দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৮. বাংলাদেশে সর্বপ্রথম সি.এন.জি গ্যাস ব্যবহৃত হয় কত সালে?
[ক] ১৯৮৯-১৯৯০ সালে
✅ ১৯৮৫-১৯৮৬ সালে
[গ] ১৯৯০-১৯৯১ সালে
[ঘ] ১৯৮৮-১৯৮৯ সালে

৮৯. পরিবেশ সংরক্ষণ নীতি কত সালে পাস হয়?
[ক] ১৯৯০ সালে
[খ] ১৯৯৫ সালে
[গ] ১৯৯২ সালে
✅ ১৯৯৭ সালে

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. বায়ুদূষণের ফলে পশুপাখি ক্ষতিগ্রস্ত হয় কয় প্রক্রিয়ায়?
[ক] ৪
[খ] ৭
✅ ২
[ঘ] ৫

৯১. কোনটি পাতার ছিদ্র দিয়ে প্রবেশ করে পানির সাথে মশে সালফিউরিক এসিড উৎপন্ন করে?
[ক] নাইট্রোজেন অক্সাইড
✅ সালফার ডাইঅক্সাইড
[গ] কার্বন ডাইঅক্সাইড
[ঘ] কার্বন মনোক্সাইড

৯২. শ্বাসকষ্ট, মাথাধরা, গা বমি বমি ভাব হয় কোনটির কারণে?
✅ সালফার ডাইঅক্সাইড
[খ] কার্বন ডাইঅক্সাইড
[গ] অক্সিজেন
[ঘ] কার্বন মনোক্সাইড

৯৩. ফসল উৎপাদন হ্রাস করে-
i. নাইট্রোজেন অক্সাইড
ii. ক্লোরাইড
iii. সালফার ডাইঅক্সাইড

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৪. সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়-
i. নাইট্রোজেন অক্সাইডের ফলে
ii. জ্বালানি তেল দহনের ফলে
iii. কয়লা দহনের ফলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. কোন উপাদানের চেয়ে সিএনজিতে বায়ুদূষণের পরিমাণ কম?
[ক] পেট্রোল
[খ] অকটেন
[গ] ডিজেল
✅ গ্যাসোলিন

HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও:
স্বাভাবিক বায়ুমন্ডলে যদি এমন কোনো অনুপ্রবেশ ঘটে যার ফলে উদ্ভিদ, প্রাণী, মানুষ বা শিল্পকলা স্থাপত্যের ক্ষতি হয় বা ক্ষতির সম্ভাবনা দেখা দেয় তখন তাকে বায়ুদূষণ বলা হয়। বায়ুদূষণ বিভিন্নভাবে হয়ে থাকে।

৯৬. উদ্দীপকে উল্লিখিত বায়ুদূষণের উৎস কয়টি?
[ক] ১টি
[খ] ৩টি
✅ ২টি
[ঘ] ৫টি

৯৭. বায়ুদূষণের প্রাকৃতিক কারণ হলো-
i. নাইট্রোজেন অক্সাইড
ii. সালফাইড
iii. কার্বন মনোক্সাইড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও:
ফরিদ একাদশ শ্রেণিতে পড়ে। তার ভূগোলের স্যার দূষণ প্রতিরোধ সম্পর্কে ক্লাসে পড়াতে গিয়ে বললেন বায়ুদূষণের ফলে আমাদের দেহের মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তাই এই দূষণ প্রতিরোধ করতে। চাইলে সকলের এগিয়ে আসতে হবে এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে হলে বনভূমি রক্ষা এবং নতুন নতুন বৃক্ষরোপণ করতে হবে।

৯৮. উক্ত দূষণ প্রতিরোধক হিসেবে কোনটি ব্যবহার করতে হবে?
[ক] ডিজেল
✅ সি.এন.জি
[গ] কয়লা
[ঘ] পেট্রোল

৯৯. বনভূমি বৃদ্ধির ফলে-
i. অক্সিজেনের ভারসাম্য ঠিক থাকবে
ii. কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য ঠিক থাকবে
iii. নাইট্রোজেনের ভারসাম্য ঠিক থাকবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০০. বায়ুমন্ডলের উপাদানসমূহকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
✅ ৫ ভাগে
Share:

0 Comments:

Post a Comment