HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st paper mcq question and answer. HSC Geography 1st paper mcq questions pdf download. HSC vugol 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩

HSC Geography 1st Paper
MCQ
question and answer pdf download

১. নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি?
[ক] পার্শ্বক্ষয়ের ফলে
✅ তলদেশ ক্ষয়ের দরুন
[গ] স্রোতের বেগ কমলে
[ঘ] ঢাল হ্রাসের ফলে

২. লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণীভূত হয়?
✅ অক্সিডেশন
[খ] সলিউশন
[গ] কার্বনেশন
[ঘ] হাইড্রেশন

৩. যমুনা নদীর উৎপত্তি কোথায়?
[ক] গঙ্গোত্রী হিমবাহে
[খ] নাগা-মনিপুরে
[গ] লুসাই পাহাড়ে
✅ মানস সরোবরে

৪. বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত?
[ক] উত্তর-পূর্ব
[খ] উত্তর-পশ্চিম
[গ] দক্ষিণ-পূর্ব
✅ দক্ষিণ-পশ্চিম

৫. পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
[ক] কাসকেড
[খ] খরস্রোত
✅ জলপ্রপাত
[ঘ] গিরিখাত

৬. পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ পেস্নট দ্বারা গঠিত?
[ক] ৫
✅ ৭
[গ] ৯
[ঘ] ১১

৭. সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত?
[ক] উপকূলীয় ভূমি
[খ] বরেন্দ্র ভূমি
[গ] পস্নাবন ভূমি
✅ পাহাড়ি ভূমি

নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
আলী মিয়া তার গ্রামের বাড়িতে এবং কৃষিজমিতে প্রায়ই কিছু ছোট ছোট গর্ত দেখতে পায় এবং গর্তগুলোর চারপাশে মাটি জমানো থাকে।

৮. উদ্দীপকের প্রক্রিয়াটি-
[ক] নগ্নীভবন
✅ বিচূর্ণীভবন
[গ] ক্ষয়ীভবন
[ঘ] অপসারণ

৯. উদ্দীপকে প্রক্রিয়াটির ভূমিকা পালনকারী প্রভাবক হচ্ছে-
i. অণুজীব
ii. কীটপতঙ্গ
iii. জীবজন্তু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০. সমভূমি অঞ্চলের নদী উপত্যকা-
i. প্রশস্ত হয়
ii. গভীর হয়
iii. সংকীর্ণ হয়

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

১১. পদ্মা নদীর উৎপত্তি কোথায়?
[ক] মানস সরোবরে
[খ] লুসাই পাহাড়ে
[গ] নাগা-মনিপুরে
✅ গাঙ্গোত্রী হিমবাহে

১২. পাত-সঞ্চলন মতবাদ প্রদান করেন কে?
✅ লি পিনচন
[খ] ডাললি স্ট্যাম্প
[গ] ইরাটসথেনিস
[ঘ] রিচার্ড হার্টশোন

১৩. ফরাসি ভূবিজ্ঞানী জেভিয়ার লি পিনচন কত সালে পাত-সঞ্চালন মতবাদ প্রদান করেন?
[ক] ১৯৬১
[খ] ১৯৬৩
[গ] ১৯৬৭
✅ ১৯৬৮

১৪. ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র কে আবিষ্কার করেন?
[ক] জেভিয়ার লি পিনচন
[খ] আলেকজান্ডার হামবোল্ড
✅ রিখটার
[ঘ] হার্টশোন

১৫. রিখটার স্কেলের মাধ্যমে কী পরিমাপ করা হয়?
[ক] বারিপাত
✅ ভূমিকম্পের তীব্রতা
[গ] বায়ুপ্রবাহের গতি
[ঘ] স্রোতের তীব্রতা

১৬. নিচের কোন অঞ্চলে ভূমিকম্প বেশি হয়?
✅ ভঙ্গিল পর্বত ও আগ্নেয়গিরি
[খ] বনভূমি ও পাহাড়ি
[গ] সমভূমি ও মালভূমি
[ঘ] বনভূমি ও সমভূমি

১৭. সুনামি শব্দের অর্থ কী?
✅ ঢেউ
[খ] চোখ
[গ] ঝড়
[ঘ] বন্যা

১৮. পৃথিবীতে কতটি আগ্নেয়গিরি রয়েছে?
[ক] ৩৫০
[খ] ৫০০
[গ] ৫১৬
✅ ৫২৯

১৯. দুটি পাত স্থানচ্যুত হলে তাদের সীমামেত্ম ভূপৃষ্ঠের চাপ কেমন হয়?
✅ কমে যায়
[খ] বেড়ে যায়
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] কমতে কিংবা বাড়তে পারে

২০. পৃথিবীর ভূমিরূপ বিন্যাসে পেস্নটের কোন গতির ভূমিকা গুরুত্বপূর্ণ?
[ক] সম্প্রসারণ গতি
✅ সংকোচন গতি
[গ] পার্শ্বীয় গতি
[ঘ] উর্ধ্বগতি

২১. মহাদেশীয় পেস্নট যদি মিলানো যায় তাহলে দক্ষিণ আমেরিকার পূর্ব প্রামেত্মর সাথে মিলবে-
✅ আফ্রিকার পশ্চিম প্রান্ত
[খ] ইউরোপের পশ্চিম প্রান্ত
[গ] আফ্রিকার পূর্ব প্রান্ত
[ঘ] ইউরোপের পূর্ব প্রান্ত

২২. সৃষ্টির শুরুতে পৃথিবী কোন অবস্থায় ছিল?
[ক] কঠিন
[খ] তরল
✅ বায়বীয়
[ঘ] কঠিন ও বায়বীয়

২৩. নিচের কোনটির কারণে ভূমিরূপের আকস্মিক পরিবর্তন সংঘটিত হয়?
✅ আগ্নেয়গিরি
[খ] হিমবাহ
[গ] সমুদ্রস্রোত
[ঘ] তুহিন

২৪. নিচের কোন শক্তির প্রভাবে ভূমিরূপের ধীর পরিবর্তন হয়?
[ক] আগ্নেয়গিরি
[খ] ভূমিকম্প
[গ] ভূগর্ভের চাপ
✅ তুহিন

২৫. রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা যায় কত পর্যন্ত?
[ক] ১ থেকে ৮
[খ] ১ থেকে ৯
✅ ১ থেকে ১০
[ঘ] ১ থেকে ১২

২৬. মার্সেলির স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা যায় কত পর্যন্ত?
[ক] ১ থেকে ৮
[খ] ১ থেকে ৯
[গ] ১ থেকে ১০
✅ ১ থেকে ১২

২৭. সি.এফ রিখটার ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার করেন কত সালে?
[ক] ১৯৩০
[খ] ১৯৩১
✅ ১৯৩৫
[ঘ] ১৯৩৬

২৮. মার্সেলি ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার করেন কত সালে?
[ক] ১৯৩০
✅ ১৯৩১
[গ] ১৯৩৫
[ঘ] ১৯৩৬

২৯. পৃথিবীর শতকরা ৫০ ভাগ ভূমিকম্প সংঘটিত হয় কোন এলাকায়?
✅ ভঙ্গিল পার্বত্য এলাকা
[খ] খাড়া উপকূলীয় অঞ্চল
[গ] প্রণব ভূমি অঞ্চল
[ঘ] সমুদ্রগর্ভে

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায়?
[ক] জাপান
✅ ইতালি
[গ] চীন
[ঘ] ইন্দোনেশিয়া

৩১. জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি?
[ক] সক্রিয় বিস্ফোরক
[খ] সক্রিয় অবিরাম
[গ] সক্রিয় সবিরাম
✅ সুপ্ত আগ্নেয়গিরি

৩২. ক্রাকাতোয়া আগ্নেয়গিরি কোথায়?
✅ ইন্দোনেশিয়া
[খ] জাপান
[গ] ইতালি
[ঘ] মেক্সিকো

৩৩. যেসব আগ্নেয়গিরি হতে বহুকাল অগ্ন্যুৎপাত হয়নি এবং হবে না তাকে বলে-
[ক] সুপ্ত আগ্নেয়গিরি
✅ মৃত আগ্নেয়গিরি
[গ] শান্ত সক্রিয়
[ঘ] শান্ত মৃত

৩৪. সক্রিয় সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ-
[ক] লাসেন পিক
✅ ভিসুভিয়াস
[গ] ফুজিয়ামা
[ঘ] ম্যানোলোয়া

৩৫. পৃথিবীর সর্ববৃহৎ আগ্নেয় পর্বত মাউন্টনোয়া কোন মন্ডলে?
✅ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
[খ] ইউরোশিয়া অঞ্চল
[গ] আটলান্টিক অঞ্চল
[ঘ] ভারত মহাসাগরীয় অঞ্চল

৩৬. আগ্নেয় মেঘলা মালার মতো ঘিরে রেখেছে কোনটিকে?
[ক] আটলান্টিক মহাসাগরকে
✅ প্রশান্ত মহাসাগরকে
[গ] ইউরেশিয়া অঞ্চলকে
[ঘ] ভারত মহাসাগরকে

৩৭. ভিসুভিয়াস আগ্নেয় পর্বতমালা কোন বলয়ে?
[ক] প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
✅ ইউরেশিয়া অঞ্চল
[গ] আটলান্টিক অঞ্চল
[ঘ] ভারত মহাসাগরীয় অঞ্চল

৩৮. সমুদ্র তলদেশে ভূমিকম্প সংঘটিত হলে তাকে কী বলে?
[ক] ভূআলোড়ন
✅ সুনামি
[গ] অগ্ন্যুৎপাত
[ঘ] ভূমিকম্প

৩৯. সুনামি শব্দটি কোন দেশী শব্দ?
✅ জাপানি
[খ] দেশি
[গ] চীনা
[ঘ] ওলন্দাজ

৪০. প্লাবন সমভূমি এলাকা কোনটি?
[ক] চট্টগ্রাম
[খ] দিনাজপুর
✅ যশোর
[ঘ] ময়মনসিংহ

৪১. পদ্মা নদীর উৎপত্তিস্থল-
[ক] আসামের লুসাই পাহাড়
[খ] মিজোরামের লুসাই পাহাড়
[গ] কৈলাশ শৃঙ্গের মানস সরোবর
✅ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ

৪২. পদ্মার শাখা নদী কোনটি?
✅ মধুমতি
[খ] ধলেশ্বরী
[গ] বুড়িগঙ্গা
[ঘ] ব্রহ্মপুত্র

৪৩. যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
[ক] হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
[খ] আসামের লুসাই পাহাড়
✅ কৈলাশ শৃঙ্গের মানস সরোবর
[ঘ] তিববতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর

৪৪. বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী?
[ক] পদ্মা
[খ] মেঘনা
✅ যমুনা
[ঘ] ব্রহ্মপুত্র

৪৫. মেঘনা নদীর উপনদী কোনটি?
✅ ধলেশ্বরী
[খ] করতোয়া
[গ] তিস্তা
[ঘ] মহাগগা

৪৬. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি লাভ করে বাংলাদেশের জলসীমায় সমাপ্তি ঘটেছে কোন নদী?
[ক] গোমতি
[খ] কর্ণফুলী
[গ] ডাকাতিয়া
✅ হালদা

৪৭. নদীর সয়জাত ভূমিরূপ নয় কোনটি?
[ক] প্লাবন সমভূমি
[খ] পলল কোণ
[গ] পলল পাখা
✅ জলপ্রপাত

৪৮. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত হয়-
i. প্রবলবেগে লাভা
ii. প্রবলবেগে কাদা
iii. প্রবলবেগে বাম্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯. পেস্নটের গতির কারণ-
i. পরিচলন স্রোত
ii. ধাক্কা পদ্ধতি
iii. আকর্ষণ পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০. পৃথিবীর অভ্যন্তরীণ ক্রিয়াকলাপের ফলে ভূঅভ্যন্তরের উপরিভাগে যে ধরনের পরিবর্তন তা হলো-
i. ভূআলোড়ন
ii. ভূমিকম্প
iii. ভূমিধস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫১. অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়-
i. দ্বীপের সৃষ্টি হয়
ii. গহবরের সৃষ্টি হয়
iii. হ্রদের সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫২. সুনামির কারণ-
i. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
ii. ভূমিকম্প
iii. জোয়ারভাটার প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৩. জৈবিক বিচর্ণীভবন সংঘটিত হয়-
i. উদ্ভিদের দ্বারা
ii. জীবজন্তুর দ্বারা
iii. মানুষের দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও:
যশোর জেলার কপোতাক্ষ নদীর বর্তমানে কোনো সোত নেই। তলদেশ ভরাট হয়ে গেছে। অথচ অতীতে এ নদের জলে কৃষিকাজ হতো। বর্তমানে প্রতিবছর বন্যায় প্লাবিত হয় পার্শ্ববর্তী এলাকা।

৫৩. উদ্দীপকে উল্লিখিত নদীটি নদীর কোন পর্যায়ের অন্তর্গত?
[ক] প্রাথমিক অবস্থা
[খ] কৈশোর অবস্থা
[গ] যৌবন অবস্থা
✅ বার্ধক্য অবস্থা

৫৪. পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হওয়ার কারণ-
i. পলি সঞ্চিত হয়ে তলদেশ ভরাট
ii. গভীরতা একেবারে কমে যাওয়া
iii. বর্ষাকালে নদীর পানিধারণ ক্ষমতা হ্রাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৫. ভূমিকম্পের উৎপত্তিস্থলকে কী বলে?
[ক] উপকেন্দ্র
✅ কেন্দ্র
[গ] চ্যুতি
[ঘ] সুনামি

৫৬. সমুদ্রের কোথায় ভূমিকম্প হলে সুনামি হয়?
[ক] তটদেশীয় অঞ্চলে
[খ] ঝিনুক অঞ্চলে
✅ সমুদ্রের তলদেশে
[ঘ] তীরবর্তী অঞ্চলে

৫৭. পৃথিবীর কোন অঞ্চলে ভূমিকম্প বেশি হয়?
✅ ভঙ্গিল পর্বত ও আগ্নেয়গিরি অঞ্চলে
[খ] সমভূমি ও মালভূমি অঞ্চলে
[গ] বনভূমি ও মরুভূমি অঞ্চলে
[ঘ] সমভূমি ও বনভূমি অঞ্চলে

৫৮. পৃথিবীতে কতটি আগ্নেয়গিরির অবস্থান রয়েছে?
[ক] প্রায় ২০০টি
✅ প্রায় ৫১৬টি
[গ] প্রায় ৫০০টি
[ঘ] ৭০০টি

৫৯. পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
✅ নায়াগ্রা
[খ] ভিক্টোরিয়া
[গ] অ্যাঞ্জেল
[ঘ] হুন্ডৃু

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের সময় কী নির্গত হয়?
i. প্রবল বেগে লাভা
ii. প্রবল বেগে কাদা মিশ্রিত পানি
iii. প্রবল বেগে বাম্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. ভূপৃষ্ঠে কয়েক সেকেন্ড স্থায়ী আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে কী বলে?
[ক] আগ্নেয়গিরি
✅ ভূমিকম্প
[গ] সুনামি
[ঘ] জোয়ারভাটা

৬২. ভূঅভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কী বলে?
✅ কেন্দ্র
[খ] উপকেন্দ্র
[গ] সমকেন্দ্র
[ঘ] পরিকেন্দ্র

৬৩. সাধারণত ভূঅভ্যন্তরে কত কি.মি. গভীরে ভূমিকম্পের কেন্দ্র অবস্থান করে?
[ক] ৪-১০০
[খ] ৫-১০৫০
✅ ৫-১১০০
[ঘ] ৫-১২০০

৬৪. পৃথিবীর অধিক ভূমিকম্পপ্রবণ দেশ কোনটি?
[ক] ফিলিপাইন
✅ জাপান
[গ] রাশিয়া
[ঘ] ইতালি

৬৫. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্পপ্রবণ দেশ কোনটি?
[ক] রাশিয়া
✅ ইতালি
[গ] ফিলিপাইন
[ঘ] জাপান

৬৬. সমুদ্রের তলদেশের কোনো কোনো স্থান উচু হয়ে কীসের সৃষ্টি হয়?
[ক] পাহাড়
[খ] মালভূমি
[গ] ভঙ্গিল পর্বত
✅ দ্বীপ

৬৭. হাওয়াই দ্বীপপুঞ্জ কোন ধরনের পর্বত?
[ক] আগ্নেয়
[খ] ভঙ্গিল
[গ] ল্যাকোলিথ
[ঘ] স্ত্যূপ

৬৮. আগ্নেয়গিরির জ্বালামুখে পানি সঞ্চিত হয়ে কোন হ্রদটি তৈরি হয়েছে?
[ক] সেণক
[খ] এলিজাবেথ
[গ] বৈকাল
✅ মাউন্টকার্ট

৬৯. মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি সঞ্জিত হয়ে কী সৃষ্টি হয়?
[ক] নদী
✅ হ্রদ
[গ] সাগর
[ঘ] পুকুর

৭০. নীভবন অর্থ কী?
✅ উন্মুক্ত করা
[খ] বন্ধ করা
[গ] ক্ষয়সাধন
[ঘ] প্রসারণ

৭১. নগ্নীভবন কয় ধরনের প্রক্রিয়ায় কাজ করে?
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬

৭২. গঙ্গা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
[ক] চাঁপাইনবাবগঞ্জ
[খ] রাজশাহী
[গ] মেহেরপুর
✅ কুষ্টিয়া

৭৩. বাংলাদেশের করতোয়া ও তিস্তা কোন নদীর উপনদী?
[ক] পদ্ম
[খ] মেঘনা
✅ যমুনা
[ঘ] ব্রহ্মপুত্র

৭৪. বাংলাদেশের রংপুর ও দিনাজপুরে কোন ধরনের সমভূমি দেখা যায়?
[ক] পলিজ কোণ
[খ] নবগঠিত পলল
[গ] পলিজ পাখা
✅ পাদদেশীয় পলল

HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

৭৫. অধিক গভীর ও খাড়া ঢালবিশিষ্ট গিরিখাতগুলোকে কী বলে?
✅ ক্যানিয়ন
[খ] পার
[গ] খরস্রোত
[ঘ] উপত্যকা

৭৬. নদীবাহিত পলি, বালি, কাঁকর প্রভৃতি তলানিরূপে সঞ্চিত হয়ে নদীর মোহনায় কী সৃষ্টি করে।
[ক] ঢাল
✅ চর
[গ] মঞ্চ
[ঘ] ছিপি

৭৭. ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত কি.মি.?
✅ ২,৮৫০
[খ] ২,৯৫০
[গ] ৩,০৫০
[ঘ] ৪,০৫০

৭৮. কোন কারণে উপকূলের শিলা ভেঙে যায়?
✅ জোয়ারভাটা
[খ] সুনামি
[গ] ভূমিকম্প
[ঘ] আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

৭৯. সুনামির ঢেউ তীরের কাছে যেতে থাকলে-
i. শক্তি সঞ্চিত হয়
ii. উচ্চতা বাড়ে
iii. বেগ কমে যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. এইচ. এফ.রিড (H.F.Reid)-এর মতবাদটির নাম কী?
[ক] পাত সঞ্চালন মতবাদ
[খ] ক্ষয়চক্র মতবাদ
✅ ইলাস্টিক রিবাউন্ড মতবাদ
[ঘ] সমস্থিতি মতবাদ

৮১.লাভা বলতে কী বোঝায়?
✅ অশ্মমন্ডলের ফাটল দিয়ে বের হয়ে আসা ম্যাগমাকে
[খ] ভূঅভ্যন্তরে জমে থাকা ম্যাগমাকে
[গ] ম্যাগমা সৃষ্টির পূর্বের অবস্থাকে
[ঘ] আগ্নেয় তৎপরতার একটি ভূঅভ্যন্তরস্থ উপাদান

নিচের উদ্দীপকটি পড় এবং ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও :
সুমন দীর্ঘদিন যাবৎ জাপানে বসবাস করছেন। একরাতে তিনি আকস্মিক ভূআলোড়ন অনুভব করলেন। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে খোলামাঠে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন চারদিকে শুধু ধ্বংসস্তুপ।

৮৩. সুমনের অনুভবকৃত ঘটনার কারণ হলো-
[ক] তুষারপাতের জন্য
[খ] হিমবাহের জন্য
[গ] সৌরশক্তির জন্য
✅ অন্তঃশক্তির জন্য

৮৪. উদ্দীপকে উল্লিখিত ঘটনার ফলে ভূপৃষ্ঠে এবং ভূঅভ্যন্তরে যে ধরনের পরিবর্তন হয়-
i. ভূত্বকে ফাটল
ii. ভূপৃষ্ঠে ভাজ
iii. নদীর গতিপথ পরিবর্তন হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৫. বিচুর্ণীভবন প্রক্রিয়ায় শিলাখ- সামান্য স্থানচ্যুত হয় কেন?
✅ মাধ্যাকর্ষণ শক্তির কারণে
[খ] বায়ুপ্রবাহের কারণে
[গ] সমুদ্রস্রোতের কারণে
[ঘ] সমুদ্র ঢেউয়ের কারণে

৮৬. স্নাইডার কোন দেশের ভূবিজ্ঞানী?
[ক] জাপান
[খ] জার্মান
✅ ফ্রান্স
[ঘ] ইংল্যান্ড

৮৭. মহাদেশীয় পাতগুলো মহাসাগরীয় পাতের ওপর কোন অবস্থায় আছে?
✅ ভাসমান অবস্থায়
[খ] ডুবন্ত অবস্থায়
[গ] কঠিন অবস্থায়
[ঘ] তরল অবস্থায়

৮৮. পৃথিবীর মহাসাগরীয় পাতের নিচে কোন মন্ডল অবস্থিত?
[ক] শিলামন্ডল
[খ] অশ্বমন্ডল
✅ ক্ষুদ্রমন্ডল
[ঘ] গুরুমন্ডল

৮৯. দুটি পাশাপাশি অবস্থিত পাত যদি তাদের সীমানা বরাবর পরস্পরের বিপরীত দিকে চলতে শুরু করে তবে পাতের এ গতিকে বলে-
✅ পার্শ্বীয় গতি
[খ] সংকোচন গতি
[গ] সম্প্রসারণ গতি
[ঘ] কোনোটিই নয়

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. পাত সম্প্রসারণ গতির ফলে মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়ছে-
i. দক্ষিণ আমেরিকা
ii. আফ্রিকা
iii. এন্টার্কটিকা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. পার্শ্বীয় গতির ফলে সৃষ্টি হয়-
i. ভাঁজ
ii. ফাটল
iii. চ্যুতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯২. বায়ুপ্রবাহ, জলস্রোত, বৃষ্টিপাত এবং অন্যান্য কারণে ভূমির উপরিভাগ ক্ষয় হলে তাকে কী বলে?
✅ ভূমিক্ষয়
[খ] ভূমিকম্প
[গ] ভূমিধস
[ঘ] কোনোটিই নয়

৯৩. পানি মিশ্রিত গলিত শিলা যখন আপন ভারে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামে তখন তাকে বলে-
[ক] ভূমিকম্প
✅ ভূমিধস
[গ] ভূমিক্ষয়
[ঘ] কোনোটিই নয়

৯৪. শুল্ক ঋতুতে মাটি ক্ষয়ের প্রধান কারণ-
[ক] পানি
[খ] জুম চাষ
✅ বায়ুপ্রবাহ
[ঘ] বনোচ্ছেদ

৯৫. বাংলাদেশে কোন ঋতুতে প্রবল বৃষ্টিপাত হয়?
[ক] গ্রীষ্মকাল
✅ বর্ষাকাল
[গ] শরৎকাল
[ঘ] হেমন্তকাল

৯৬. জুম চাষ বাংলাদেশের কোন এলাকায় হয়?
[ক] সিলেটে
[খ] খুলনায়
[গ] রাজশাহীতে
✅ পার্বত্য চট্টগ্রামে

৯৭. ২০১২ সালে বাংলাদেশের কোন অঞ্চলে ভূমিধস হয়ছিল?
[ক] কিশোরগঞ্জ
[খ] মানিকগঞ্জ
✅ মুন্সীগঞ্জ
[ঘ] নারায়ণগঞ্জ

৯৮. অত্যন্ত দ্রুত গতিশীল কোনো সুনামির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় কত কি.মি.?
✅ প্রায় ৫০ কি.মি.
[খ] প্রায় ৬০০ কি.মি.
[গ] প্রায় ৭০০ কি.মি.
[ঘ] প্রায় ৮০০ কি.মি.

৯৯. জাপানের হাওয়াই দ্বীপপুঞ্জের হিলো দ্বীপে সুনামি আঘাত হেনেছিল-
[ক] ১৯৩৬ সালে
[খ] ১৯৪২ সালে
[গ] ১৯৪৫ সালে
✅ ১৯৪৬ সালে

১০০. কোনটি সুনামির অভ্যন্তরীণ কারণ?
[ক] ভূমিধস
[খ] উল্কা পিন্ডের পতন
✅ ভূমিকম্প
[ঘ] কোনোটিই নয়

১০১. পর্তুগালের রাজধানী লিসবনে কত সালে সুনামি সংঘটিত হয়েছিল?
[ক] ১৮০০ সালে
[খ] ১৮১৫ সালে
[গ] ১৭৫০ সালে
✅ ১৭৫৫ সালে

১০২. ১৭০৩ সালে সুনামি সংঘটিত হয় কোন দেশে?
[ক] বেলজিয়ামে
✅ জাপানে
[গ] পর্তুগালে
[ঘ] ভারতে
Share:

0 Comments:

Post a Comment