HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st paper mcq question and answer. HSC Geography 1st paper mcq questions pdf download. HSC vugol 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-২

HSC Geography 1st Paper
MCQ
question and answer pdf download

১. ভূপৃষ্ঠের কঠিন আবরণ কী নামে পরিচিত?
[ক] শিলা
✅ ভূত্বক
[গ] মৃত্তিকা
[ঘ] প্রস্তর

২. হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক?
[ক] আগ্নেয় শিলায় গঠিত
[খ] চ্যুতি-স্তূপ শ্রেণি
[গ] জীবশ্ম পাওয়া যায় না
✅ ভাঁজবিশিষ্ট

৩. বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণির ভূমিরূপের অন্তর্গত?
[ক] পঞ্চগড়
✅ নওগাঁ
[গ] বরগুনা
[ঘ] রাঙামাটি

৪. সিয়াল (SIAL) স্তর কোনটি?
[ক] কেন্দ্রমন্ডল
[খ] গুরুমন্ডল
✅ অশ্মমন্ডল
[ঘ] বারিমন্ডল

৫. ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণির?
[ক] ক্ষয়জাত
✅ আগ্নেয়জাত
[গ] পর্বত-মধ্যবর্তী
[ঘ] মহাদেশীয় শিল্ডস

৬. হাওয়াই দ্বীপের মনালোয়া কোন ধরনের পর্বত?
✅ আগ্নেয়
[খ] জঙ্গিল
[গ] গম্বুজ
[ঘ] ক্ষয়জাত

৭. স্রোতজ সমভূমি কোনটি?
[ক] মেঘনা অববাহিকা
[খ] যমুনার চরাঞ্চল
[গ] ফরিদপুর অঞ্চল
✅ সুন্দরবন অঞ্চল

৮. পামীর মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
[ক] অস্ট্রেলিয়া
[খ] আফ্রিকা
[গ] ইউরোপ
✅ এশিয়া

৯. জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত?
[ক] জঙ্গিল
[খ] ক্ষয়জাত
✅ সঞ্চয়জাত
[ঘ] ল্যাকোলিথ

১০. বাংলাদেশের গারো পাহাড় অবস্থিত-
i. রাঙ্গামাটিতে
ii. ময়মনসিংহে
iii. শেরপুরে-

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১. অশ-ল ও গুরুমন্ডল বিচ্ছেদকারী তাকে কী বলে?
[ক] কনরাড বিযুক্তি
✅ মোহা বিযুক্তি
[গ] উইচার্ট বিযুক্তি
[ঘ] গুটেনবার্গ বিযুক্তি

১২. হিমালয় কোন ধরনের পর্বত?
✅ ভঙ্গিল
[খ] আগ্নেয়
[গ] চ্যুতি-স্তূপ
[ঘ] ক্ষয়জাত

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
রায়াদের বাড়ী বাংলাদেশের মধ্যাঞ্চলে যা আনুমানিক এক লক্ষ বছর পূর্ব গঠিত সোপান ভূমি। এখানে আনারস, কলা ও কাঁঠাল অধিক উৎপন্ন হয়।

১৩. রায়াদের বাড়ি কোন যুগে গঠিত?
✅ প্লাইস্টোসিন
[খ] ওলিগোসিন
[গ] মায়োসিন
[ঘ] ইয়োসিন

১৪. উদ্দীপকে ইঙ্গিতকৃত অঞ্চলের মূল বৈশিষ্ট্য হচ্ছে-
i. প্লাবন ভূমি
ii. মৃত্তিকা লালচে বর্ণের
iii. গজারি বন দ্বারা আবৃত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. কোনটি ইউরোপের পর্বতমালা?
✅ আল্পস্
[খ] আন্দিজ
[গ] রকি
[ঘ] হিমালয়

১৬. লালমাই পাহাড়ের আয়তন কত বর্গকিলোমিটার?
[ক] ১৪
[খ] ২৪
✅ ৩৪
[ঘ] ৪৪

১৭. মোচাকৃতি পর্বত কোনটি?
[ক] ভঙ্গিল পর্বত
✅ আগ্নেয় পর্বত
[গ] পর্বত
[ঘ] ল্যাকোলিত পর্বত

১৮. ভূত্বকের শিলাস্তর কত প্রকার?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৯. সৌরজগতের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি?
[ক] বুধ
[খ] শুক্র
✅ পৃথিবী
[ঘ] মঙ্গল

২০. পৃথিবীর কেন্দ্রের উত্তাপ কত ডিগ্রি সেন্টিগ্রেড?
[ক] ২৫০০°
[খ] ৩০০০°
[গ] ৪৫০০°
✅ ৬০০০°

২১. মোহোররাভিসিক বিযুক্তিরেখা কখন আবিষ্কৃত হয়?
[ক] ১৯২১
✅ ১৯০৯
[গ] ১৯১২
[ঘ] ১৯১৫

২২. বলিভিয়া কোন জাতীয় মালভূমি?
✅ পর্বতবেষ্টিত
[খ] পাদদেশীয়
[গ] মহাদেশীয়
[ঘ] ক্ষয়প্রাপ্ত

২৩. কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান কোনটি?
✅ নিকেল ও লোহা
[খ] সিলিকন ও ম্যাগনেসিয়াম
[গ] অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
[ঘ] অ্যালুমিনিয়াম ও সিলিকন

২৪. পর্বত সাধারণত কত মিটারের বেশি উঁচু হয়?
[ক] ৫০০
[খ] ৬০০
[গ] ৭০০
✅ ১০০০

২৫. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?
ক অস্ট্রেলিয়া
✅ বাংলাদেশ
[গ] ফিনল্যা-
[ঘ] মালদ্বীপ

২৬. কিলিমানজারো পর্বতের শীর্ষদেশ বরফাবৃত্ত কেন?
[ক] অক্ষাংশের জন্য
[খ] ভূমির ঢালের জন্য
✅ উচ্চতার কারণে
[ঘ] সমুদ্র থেকে দূরত্বের কারণে

২৭. কোন জাতীয় পর্বতের চ্যুতিরেখা দেখা যায়?
✅ ভঙ্গিল পর্বত
[খ] আগ্নেয় পর্বত
[গ] স্কুপ পর্বত
[ঘ] ল্যাকোলিথ পর্বত

২৮. হেনরি ও বস্ন্যাক হিলস কোন জাতীয় পর্বত?
[ক] ভাজ পর্বত
[খ] সঞ্চয়জাত পর্বত
[গ] স্কুপ পর্বত
✅ ল্যাকোলিথ পর্বত

২৯. পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চ্যুতিকূপ পর্বত দেখা যায়-
[ক] উত্তর আফ্রিকায়
✅ পূর্ব আফ্রিকায়
[গ] উত্তর আমেরিকায়
[ঘ] দক্ষিণ আমেরিকায়

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. দুটি চ্যুতির মধ্যবর্তী উন্নত ভূভাগকে বলে-
[ক] ভাজ পর্বত
✅ চ্যুতি-স্তূপ পর্বত
[গ] সঞ্চয়জাত পর্বত
[ঘ] ল্যাকোলিথ পর্বত

৩১. কোনটি লাভা গঠিত মালভূমি?
[ক] ফিজে-
[খ] তিববত
[গ] কলোরাডো
✅ কলম্বিয়া

৩২. কলম্বিয়া মালভূমি কোথায়?
[ক] উত্তর আমেরিকা
✅ দক্ষিণ আমেরিকা
[গ] ভারত
[ঘ] পশ্চিম আফ্রিকা

৩৩. সমভূমি উন্নীত মালভূমি-
✅ তিববত মালভূমি
[খ] কলম্বিয়া মালভূমি
[গ] সাহারা মালভূমি
[ঘ] ফিজে- মালভূমি

৩৪. কলোরাডো মালভূমি কোথায়?
✅ উত্তর আমেরিকা
[খ] দক্ষিণ আমেরিকা
[গ] আফ্রিকা
[ঘ] ভারত

৩৫.তিববত মালভূমির আয়তন কত?
[ক] ৬ লক্ষ বর্গ মাইল
[খ] ৭ লক্ষ বর্গ মাইল
✅ ৮ লক্ষ বর্গ মাইল
[ঘ] ৯ লক্ষ বর্গ মাইল

৩৬. ভূত্বকের বহির্ভূত উপাদান হলো-
i. অক্সিজেন
ii. সিলিকন
iii. কার্বন ডাইঅক্সাইড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৭. ল্যাকোলিথ পর্বতের বৈশিষ্ট্য-
i. গম্বুজাকৃতির
ii. শৃঙ্গ থাকে না
iii. ঢাল খাড়া হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৮. আগ্নের পর্বতের বৈশিষ্ট্য-
i. মোচাকৃতি
ii. ঢাল মাঝারি
iii. চ্যুতি রেখা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৯. মালভূমি সৃষ্টির কারণ-
i. ভূআন্দোলন
ii. ভূপৃষ্ঠের ক্ষয়সাধন
iii. ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪০. মহাদেশীয় মালভূমি হলো-
i. স্পেন
ii. অস্ট্রেলিয়া
iii. গ্রিনল্যা-

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪১. ক্ষয়জাত সমভূমির বৈশিষ্ট্য হলো-
i. মৃত্তিকার আবরণ বেশি পুরু হয় না
ii. কৃষি কাজের জন্য উপযোগী নয়
iii. বিশাল এলাকা জুড়ে বিস্তৃত থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২. পলি সঞ্চিত সমভূমি-
i. মিসিসিপি অববাহিকা
ii. নীল নদের অববাহিকা
iii. হোয়াংহো অববাহিকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৩. প্লাবন সমভূমির উদাহরণ-
i. সিন্ধু
ii. গঙ্গা
iii. হোয়াংহো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৪. ভূত্বক কোন দুটি স্তরে বিভক্ত?
✅ সিয়াল ও সিমা
[খ] সিমা ও ক্রোফেসিয়া
[গ] সিমা ও নিফেসিয়া
[ঘ] ক্রোফেসিয়া ও নিফেসিয়া

৪৫. কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান কী কী?
✅ নিকেল ও লোহা
[খ] সিলিকন ও অ্যালুমিনিয়াম
[গ] সিলিকন ও ম্যাগনেসিয়াম
[ঘ] অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম

৪৬. গুরুমন্ডলীয় স্তরটি কত কিলোমিটার পুরু?
[ক] ২২৭০ কিমি.
[খ] ১২১৬ কিমি.
✅ ২৮৮৫ কিমি,
[ঘ] ৩৪৮৬ কিমি.

৪৭. কেন্দ্রমন্ডলের পুরুত্ব বা ব্যাসার্ধ কত?
[ক] ২২৭০ কিমি.
[খ] ২২০০ কিমি.
[গ] ২৮৮৫ কিমি.
✅ ৩৪৮৬ কিমি.

৪৮. সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে কী বলে?
[ক] পর্বত
✅ মালভূমি
[গ] সমভূমি
[ঘ] ল্যাকোলিথ পর্বত

৪৯. কোন ধরনের পর্বত স্তর ও জীবাশ্মবিশিষ্ট?
✅ ভঙ্গিল পর্বত
[খ] ক্ষয়জাত পর্বত
[গ] ল্যাকোলিথ পর্বত
[ঘ] আগ্নেয় পর্বত

৫০. সমোন্নতি রেখা সমান দূরত্বে অবস্থান করলে কীরূপ ঢাল হয়?
[ক] উত্তল
[খ] অবতল
✅ সুসম ঢাল
[ঘ] তরঙ্গিত ঢাল

৫১. ভূত্বক কী কী উপাদানে গঠিত?
i. সিলিকন ও ম্যাগনেসিয়াম
ii. সিলিকন ও অ্যালুমিনিয়াম
iii. অক্সিজেন ও নাইট্রোজেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর উপরিভাগে কঠিন পাতলা আবরণের সৃষ্টি হয়েছে?
[ক] পরিবহন
[খ] পরিচলন
✅ বিকিরণ
[ঘ] উৎক্রম

৫৩. ভূত্বক যে সমস্ত উপাদানে গঠিত তাকে কী বলে?
[ক] খনিজ
✅ শিলা
[গ] সিয়াল
[ঘ] সিমা

৫৪. শিলা গঠনকারী মুখ্য ৮টি উপাদানের মধ্যে আয়রনের শতকরা পরিমাণ কত?
[ক] ২.১
[খ] ২.৮
[গ] ৩.৭
✅ ৫.১

৫৫. ভূত্বকের উপরের অংশে কোনটির পরিমাণ বেশি?
✅ গ্রানাইট
[খ] কেওলিন
[গ] নিস
[ঘ] ক্লে

৫৬. পার্বত্য অঞ্চলে ভূত্বক কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে?
[ক] ১২
[খ] ২৪
✅ ৩০
[ঘ] ৩২

৫৭. ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণের আলোকে মহাদেশীয় ভূত্বক কোন কোন শিলাস্তর দ্বারা গঠিত?
✅ সিয়াল ও সিমা
[খ] ফেলসিক ও মেফিক
[গ] গ্রানাইট ও ব্যাসল্ট
[ঘ] গ্রানাইট ও অলিভিন

৫৮. মহাদেশীয় ভূভাগ জুড়ে বহিরাবরণ হিসেবে ভূপৃষ্ঠের কোন স্তর বিদ্যমান?
[ক] সিমা
✅ সিয়াল
[গ] অলিভিন
[ঘ] ফেলসিক

৫৯. মহাদেশীয় ভূত্বকের তলদেশে গড়ে ৩৫ কি.মি. পুরু স্তরকে কী বলে?
✅ সিয়াল
[খ] সিমা
[গ] ব্যাসল্ট
[ঘ] গ্রানাইট

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. লালমাই পাহাড়ের মাটির রং কীরূপ?
✅ লাল
[খ] লালচে হলুদ
[গ] হালকা খয়েরি
[ঘ] ধূসর

৬১. কোন নদীতে পলি জমা হয়ে পাদদেশীয় পলল সমভূমি গঠিত হয়েছে?
[ক] মেঘনা
[খ] মহানন্দা
✅ আত্রাই
[ঘ] নাফ

৬২. হাইল হাওড় কোন এলাকায় অবস্থিত?
[ক] ছাতক
[খ] জগন্নাথপুর
[গ] ফেঞ্চুগঞ্জ
✅ শ্রীমঙ্গল

৬৩. সক্রিয় বদ্বীপ কোন কোন এলাকা জুড়ে বিস্তৃত?
✅ বরিশাল ও ফরিদপুর
[খ] যশোর ও কুষ্টিয়া
[গ] ভোলা ও ঝালকাঠি
[ঘ] সাতক্ষীরা ও পটুয়াখালী

৬৪. নাতি উচ্চভূমিকে কী বলে?
[ক] শাঙ্কব আকৃতির পাহাড়
[খ] প্রণবভূমি
[গ] দুই শৃঙ্গবিশিষ্ট পাহাড়
✅ শৈলশিরা

৬৫. গিরিপথের উস্কৃষ্ট উদাহরণ কোনটি?
[ক] ভারতের বিন্ধ্য
✅ পাকিস্তানের খাইবার
[গ] ইতালির ভিসুভিয়াস
[ঘ] হাওয়াই দ্বীপের মৌনালোয়া

৬৬. যখন কোনো ভূমির পার্শ্ব দিকে উঁচু ও মধ্যবর্তী অংশ নিচু হয় তখন এ প্রকার ভূমিরূপকে কী বলে?
[ক] উপত্যকা
✅ অববাহিকা
[গ] অভিক্ষিপ্ত উচ্চভূমি
[ঘ] পল্যয়ন

৬৭. উপত্যকার সমোন্নতি রেখা উন্নত ভূমির দিকে বেঁকে যায়। এ জাতীয় ভূমিরূপে কী দেখা যায়?
[ক] ফাটল
[খ] চ্যুতি
✅ নদী
[ঘ] হ্রদ

৬৮. হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকার পরিবর্তে নদী দ্বারা সৃষ্ট উপত্যকাগুলো নিমজ্জিত হয়ে কী ধরনের উপকূল সৃষ্টি করে।
[ক] ভৃগু
[খ] বালিয়াড়ি
✅ রিয়া
[ঘ] ফিয়র্ড

৬৯. পৃথিবীর উপরিভাগে একটি কঠিন পাতলা আবরণের সৃষ্টি হয়েছে-
i. তাপ বিকিরণের ফলে
ii. জমাট বেঁধে
iii. উপরিভাগের চাপে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭০. মহাদেশীয় ভূত্বক গঠনকারী শিলাস্তর-
i. ফেলসিক
ii. মোহোবিচ্ছেদ
iii. মেফিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭১. ফেলসিক স্তরের গঠন উপাদান-
i. ম্যাগনেসিয়াম
ii. সিলিকন
iii. অ্যালুমিনিয়াম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭২. মেফিক স্তরের অবস্থান রয়েছে-
i. সমুদ্র তলদেশে
ii. মহাদেশের গ্রানাইট স্তরের নিচে
iii. পার্বত্য ভূমিরূপের নিচে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. কেন্দ্রমন্ডলের বাইরের উপাদানগুলো স্থিতিস্থাপক ও চটচটে অবস্থায় রয়েছে
i. তাপের প্রভাবে
ii. চাপের প্রভাবে
iii. গঠনগত কারণে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৪. ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে-
i. অভ্যন্তরীণ চাপ
ii. অভ্যন্তরীণ তাপ
iii. পার্শ্ববর্তী অঞ্চলের চাপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. মালভূমির বৈশিষ্ট্য-
i. বিস্তীর্ণ উচ্চভূমি
ii. উপরিভাগ প্রায় সমতল
iii. খাড়াভাবে নিচের দিকে বিস্তৃত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও:
সুমনাদের বাসা কুমিল্লা জেলার লালমাই পাহাড়ি এলাকায়। তাদের এলাকার মাটির রং লাল। এই এলাকায় আলু, তরমুজ ইত্যাদি চাষ হয়।

৭৬. সুমনাদের এলাকাটি কোন যুগে গঠিত ভূপ্রকৃতির অন্তর্গত?
[ক] টারশিয়ারি
✅ প্লাইস্টোসিন
[গ] সাম্প্রতিক
[ঘ] নবীন

৭৭. সুমনাদের এলাকার বৈশিষ্ট্য-
i. লালমাই পাহাড়
ii. চত্বর ভূমি
iii. গরান বৃক্ষ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দাও:
হিমবাহ দ্বারা প্রভাবিত 'U' আকৃতির উপত্যকাগুলোর মধ্যে সমুদ্রের পানি প্রবেশ করলে ‘ক’ উপত্যকার সৃষ্টি হয়। এক্ষেত্রে সমোন্নতি রেখাগুলোকে যথেষ্ট কাছাকাছিভাবে অঙ্কন করতে হয়।

৭৮. উদ্দীপকের ‘ক’ উপত্যকাকে কী বলে?
[ক] বালিয়াড়ি
✅ ফিয়র্ড উপকূল
[গ] রিয়া উপকূল
[ঘ] গ্রাবরেখা

৭৯. উদ্দীপকের ভূমিরূপটিতে-
i. নিমজ্জিত শিলাময় দ্বীপ থাকে
ii. আয়তক্ষেত্রাকার দ্বীপ থাকে
iii. সমোন্নতি রেখাগুলো উন্নত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. পৃথিবীর ব্যাসার্ধ প্রায়-
[ক] ৩৩০০ কিলোমিটার
[খ] ৫৪০০ কিলোমিটার
✅ ৬৪০০ কিলোমিটার
[ঘ] ১০৪০০ কিলোমিটার

নিচের উদ্দীপকটি পড়ে ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও:
করিম শিক্ষাসফরে বান্দরবানে গেল। তার মনে হলো বান্দরবানের পাহাড়গুলোর ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। বেশিরভাগ পাহাড় কর্দম ও নুড়িপাথর দ্বারা গঠিত।

৮১. করিমের দেখা পাহাড়গুলো কোন পর্বত শ্রেণির অন্তর্ভুক্ত?
[ক] আগ্নেয়
[খ] চুতি-স্তূপ
✅ ভঙ্গিল
[ঘ] ল্যাকোলিথ

৮২. উদ্দীপকে উল্লিখিত ভূমিরূপ অঙ্গগুলো হলো-
i. ময়মনসিংহ অঞ্চল
ii. উত্তর-পূর্বাঞ্চল
iii. দক্ষিণ-পূর্বাঞ্চল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. মহাদেশীয় ভূত্বক যে দুই ধরনের শিলাস্তরে গঠিত-
✅ সিলিকন ও ম্যাগনেসিয়াম
[খ] লৌহ ও সিলিকন
[গ] মেফিক ও ফেলসিক
[ঘ] ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম

৮৪. খনিজ উপাদানের মিশ্রণকে বলে-
✅ শিলা
[খ] অণু
[গ] মৌল
[ঘ] পরমাণু

৮৫. কোন পর্বত গম্বুজাকৃতির হয়?
[ক] ভঙ্গিল পর্বত
[খ] চ্যুতি-স্তূপ পর্বত
[গ] আগ্নেয় পর্বত
✅ ল্যাকোলিথ পর্বত

৮৬. বাংলাদেশের সবচেয়ে উচু সমভূমি অঞ্চল কোনটি?
[ক] কুমিল্লার সমভূমি
[খ] উপকূলীয় সমভমি
✅ পাদদেশীয় পলল সমভূমি
[ঘ] ব-দ্বীপ অঞ্চলীয় সমভমি

৮৭. উৎপত্তি অনুসারে টারশিয়ারি যুগের পাহাড়সমূহের সমগোত্রীয় কোনটি?
[ক] ভারতের বিন্ধ্য
[খ] আসামের লুসাই
[গ] জাপানের ফুজিয়ামা
✅ ইটালির ভিসুভিয়াস

৮৮. অনুচ্ছেদে উল্লিখিত ভূমিরূপের সৃষ্টির প্রক্রিয়ার ক্ষেত্রে যৌক্তিক
i. ভূআলোড়ন
ii. ক্ষয়ক্রিয়া
iii. আগ্নেয়গিরির লাভা সঞ্চয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৯. বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরভাগকে কয়ভাগে বিভক্ত করেন?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. পৃথিবীর উপরিভাগ কীভাবে গঠিত?
✅ কঠিন পদার্থ দ্বারা
[খ] বরফ দ্বারা
[গ] গ্যাসীয় পদার্থ দ্বারা
[ঘ] তরল দ্বারা

৯১. পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন?
[ক] পৃথবীর পৃষ্ঠে অবস্থিত বলে
[খ] সমুদ্র সমতলে অবস্থিত বলে
✅ পৃথিবীর ছাদের ন্যায় দেখতে বলে
[ঘ] সবচেয়ে বড় মালভূমি বলে

৯২. নভোমন্ডলে সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় একে সিমা বলা হয়। উক্ত নভোমন্ডলের সাথে কোন মন্ডলের মিল রয়েছে?
✅ অশ্মমন্ডল
[খ] গুরুমন্ডল
[গ] বায়ুমন্ডল
[ঘ] কেন্দ্রমন্ডল

৯৩. রাজিব সখিপুরে ভূ-আন্দোলনের ফলে ধীরে ধীরে উখিত উপকূলবর্তী এলাকায় সৃষ্ট সামুদ্রিক সমভূমি দেখল। উক্ত সমভূমির সাথে কোন সমভূমির সাদৃশ্য পাওয়া যায়?
[ক] হ্রদ সমভূমি
✅ সৈকত সমভূমি
[গ] নদী সমভূমি
[ঘ] প্লাবিত সমভূমি

৯৪. মহাদেশগুলো উঁচু ও সমুদ্র তলদেশ নিচু হওয়ার যৌক্তিক কারণ কোনটি?
✅ ভূত্বক সর্বত্র একই উপাদানে গঠিত নয়
[খ] ভূত্বক মাটি ও বালি নিয়ে গঠিত
[গ] আবহাওয়ার তারতম্যের জন্য
[ঘ] পলল গঠিত মাটির জন্য

HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

৯৫. বাংলাদেশের উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। এর যথার্থ কারণ-
[ক] উচ্চতা ২০ থেকে ৯০ মিটার
[খ] উচ্চতা ১১ থেকে ৯১ মিটার
[গ] উচ্চতা ৬০ থেকে ৯০ মিটার
✅ উচ্চতা ৬১ থেকে ৯১ টাকা

৯৬. গুরুমন্ডল গঠিত হয় যে উপাদানে-
i. সিলিকন উপাদানে
ii. ম্যাগনেসিয়াম উপাদানে
iii. কার্বন উপাদানে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i ও ii

৯৭. লালমাই পাহাড়ে যে ধরনের মাটি দেখা যায়
i. লালচে
ii. নুড়ি ও কংকর মিশ্রিত
iii. বালি ও কংকর মিশ্রিত

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও ii

৯৮. কন্দ্রমন্ডলের বহিঃকেন্দ্র পর্যবেক্ষণ করলে যা পরিলক্ষিত হয়-
i. বহিঃকেন্দ্র তরল প্রকৃতির
ii. বহিঃকেন্দ্র লোহা দ্বারা গঠিত
iii. বহিঃকেন্দ্র নিকেল দ্বারা গঠিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. কোনটি ইউরোপের পর্বতমালা?
[ক] আন্দিজ
✅ ইউরাল
[গ] কিলিমানজারো
[ঘ] অ্যাটলাস

১০০. আদিতে পৃথিবী কী রকম ছিল?
[ক] বরফাচ্ছন্ন
[খ] উত্তপ্ত গ্যাসপিন্ড
[গ] বালুকাময়
✅ বাষ্পপিন্ড
Share:

0 Comments:

Post a Comment