HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st paper mcq question and answer. HSC Geography 1st paper mcq questions pdf download. HSC vugol 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Geography 1st Paper
MCQ
question and answer pdf download

১. প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য নিয়ে বর্ণনা রয়েছে?
[ক] জলবায়ুবিদ্যা
✅ ভূমিরূপবিদ্যা
[গ] বারিমন্ডল
[ঘ] জীবমন্ডল

২. প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ-নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়?
[ক] পানিবিদ্যা
[খ] জলবায়ুবিদ্যা
[গ] সমুদ্র বিদ্যা
✅ ভূমিরূপবিদ্যা

৩. প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত কোনটি?
[ক] জনসংখ্যা ভূগোল
[খ] বসতি ভূগোল
[গ] কৃষি ভূগোল
✅ সমুদ্র ভূগোল

৪. প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কোনটি?
[ক] মৃত্তিকা বিশ্লেষণ
[খ] মহাকাশ গবেষণা
[গ] জীবের উৎপত্তি
✅ বায়ুমন্ডলীয় তাৎপর্য

৫. ভূমিধসের বিষয় আলোচনা করা হয়-
[ক] বাস্তুবিদ্যায়
✅ ভূমিরূপবিদ্যায়
[গ] সমুদ্রবিদ্যায়
[ঘ] জলবায়ুবিদ্যায়

৬. প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি?
✅ পানিচক্র
[খ] বসতি
[গ] নগরায়ন
[ঘ] শিল্পায়ন

৭. 'Geo' শব্দের অর্থ কী?
✅ পৃথিবী
[খ] বর্ণনা
[গ] ভূগোল
[ঘ] বায়ুমন্ডল

৮. Geography শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
[ক] রিচার্ড হার্টশোন
[খ] ই.এ ম্যাকনি
✅ ইরাটসথেনিস
[ঘ] ডাডলি স্ট্যাম্প

৯. প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য হলো কোনটি?
✅ পরিবর্তনশীলতা
[খ] অপরিবর্তনশীলতা
[গ] প্রাণী সম্পর্কে আলোচনা করা
[ঘ] বৈজ্ঞানিক অনুসন্ধান

১০. প্রাকৃতিক ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয় হলো পৃথিবীর-
[ক] নগর ও বসতি সম্পর্কে জানা
[খ] প্রাকৃতিক অবয়ব অধ্যয়ন করা
[গ] জনসংখ্যা ও বয়স কাঠামো জানা
✅ প্রাকৃতিক অবয়ব গঠন ও পরিবর্তন প্রক্রিয়া জানা

১১. নিচের কোনটি অশ্মমন্ডলের অন্তর্ভুক্ত?
✅ শিলা ও খনিজ
[খ] বায়ুর উপাদান
[গ]সমুদ্রস্রোত
[ঘ] মহীসোপান

১২. প্রাকৃতিক ভূগোলকে বিজ্ঞানের কোন শাখা হিসেবে বিবেচনা করা হয়?
[ক] পদার্থবিজ্ঞান
[খ] জীববিজ্ঞান
[গ] রসায়ন বিজ্ঞান
✅ ভূবিজ্ঞান

১৩. বারিমন্ডলে আলোচ্য বিষয় কোনটি?
[ক] মৃত্তিকা
[খ] খনিজ
✅ সমুদ্রস্রোত
[ঘ] প্রাণিজগৎ

১৪. মৃত্তিকার গঠন নিয়ে আলোচনা করে কোন ভূগোল?
[ক] ভূমিরূপবিদ্যা
[খ] সমুদ্রবিদ্যা
[গ] জলবায়ুবিদ্যা
✅ মৃত্তিকা ভূগোল

১৫. সাগরতলের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করা হয় কোন ভূগোল?
[ক] ভূমিরূপবিদ্যা
[খ] জলবায়ুবিদ্যা
✅ সমুদ্রবিদ্যা
[ঘ] মৃত্তিকা ভূগোল

১৬. যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?
✅ বায়ুমন্ডল
[খ] বারিমন্ডল
[গ] অশ্মমন্ডল
[ঘ] জীবমন্ডল

১৭. বায়ুমন্ডলের গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
[ক] নদনদী
✅ জলবায়ু
[গ] ভূমিকম্প
[ঘ] ভূআলোড়ন

১৮. গাঙ্গেয় সমভূমির মৃত্তিকা কীরূপ?
[ক] এঁটেল
✅ পলি
[গ] বালি
[ঘ] দোআঁশ

১৯. গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অধিকাংশ অধিবাসীদের পেশা কী?
✅ কৃষিজীবী
[খ] মৎস্যজীবী
[গ] চাকরিজীবী
[ঘ] ব্যবসায়ী

২০. আগ্নেয়গিরি বিচূর্ণীভবন, নগ্নীভবন, ক্ষয়ীভবন কোন ভূগোলের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত?
✅ প্রাকৃতিক ভূগোল
[খ] অর্থনৈতিক ভূগোল
[গ] সামাজিক ভূগোল
[ঘ] জীবভূগোল

২১. পৃথিবীর পরিবেশ মোট কয়টি উপাদান দ্বারা গঠিত?
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি

২২. পৃথিবীর বায়ুমন্ডলের আনুমানিক বয়স কত?
[ক] ২০ কোটি বছর
[খ] ২৫ কোটি বছর
[গ] ৩০ কোটি বছর
✅ ৩৫ কোটি বছর

২৩. অশ্মমন্ডল, বারিমন্ডল ও বায়ুমন্ডল কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
✅ প্রাকৃতিক ভূগোল
[খ] বাণিজ্যিক ভূগোল
[গ] অর্থনৈতিক ভূগোল
[ঘ] কোনোটি নয়

২৪. পৃথিবীর গতি কয়টি?
[ক] ৮টি
[খ] ৬টি
[গ] ৪টি
✅ ২টি

২৫. আধুনিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কী?
✅ খনিজ পদার্থ
[খ] জৈব পদার্থ
[গ] রাসায়নিক পদার্থ
[ঘ] অজৈব পদার্থ

২৬. প্রাণিজগৎ কীসের উৎস?
✅ খাদ্যের উৎস
[খ] শিক্ষার উৎস
[গ] চিকিৎসার উৎস
[ঘ] সম্পদের উৎস

২৭. জীবমন্ডল গঠিত হয়েছে ------- নিয়ে।
i. উদ্ভিদ
ii. মৃত্তিকা
iii. প্রাণী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮. প্রাকৃতিক ভূগোলের আওতাভুক্ত-
i. অশুমন্ডল
ii. গুরুমন্ডল
iii. বারিমন্ডল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯. প্রাকৃতিক ভূগোলের উপাদান-
i. নদনদী
ii. মৃত্তিকা
iii. জলবায়ু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. জলবায়ুবিদ্যার আলোচ্য বিষয়-
i. বায়ুর উপাদান
ii. হিমবাহের কার্য
iii. বৃষ্টিপাত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. জীবভূগোলে আলোচনা করা হয়-
i. উদ্ভিদের উৎপত্তি
ii. উদ্ভিদের ক্রমবিকাশ
iii. উদ্ভিদের বিন্যাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
সুমনের ভাই পৃথিবীর জলবায়ু সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন পৃথিবীর জলবায়ু সম্পর্কে জানতে হলে প্রাকৃতিক ভূগোলের একটি শাখা অধ্যয়নের প্রয়োজন।

৩২. উদ্দীপকে সুমনের ভাই প্রাকৃতিক ভূগোলের কোন শাখার কথা বলেছেন?
[ক] ভূমিরূপবিদ্যা
✅ জলবায়ুবিদ্যা
[গ] সমুদ্রবিদ্যা
[ঘ] জীব ভূগোল

৩৩. উক্ত শাখা অধ্যয়নে জানা যায়-
i. বায়ুমন্ডলের গভীরতা
ii. বায়ুপ্রবাহের কারণ
iii. বায়ুর শ্রেণিবিভাগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:
উদ্ভিদের উৎপত্তি, ক্রমবিকাশ, পরিবেশের ওপর উদ্ভিদের প্রভাব, কোথায় কোন ধরনের উদ্ভিদ ভালো জন্মে ইত্যাদি বিষয় প্রাকৃতিক ভূগোলের নির্দিষ্ট একটি শাখায় আলোচনা করা হয়।

৩৪. উদ্দীপকে প্রাকৃতিক ভূগোলের কোন শাখার কথা বলা হয়েছে?
✅ জীবভূগোল
[খ] মৃত্তিকা ভূগোল
[গ] ভূমিরূপবিদ্যা
[ঘ] পরিবেশ ভূগোল

৩৫. ভূপৃষ্ঠের সাত ভাগের কত ভাগ পানিরাশি দ্বারা আবৃত্ত?
[ক]৩ ভাগ
[খ] ৪ ভাগ
✅ ৫ ভাগ
[ঘ] ৭ ভাগ

নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও:
বারিতত্ত্বে পানির উৎস ও বন্টন সম্পর্কে বর্ণনা করা হয়। পৃথিবীর সাগর ও মহাসাগরে মোট পানির অধিকাংশ পানিই বিরাজ করছে। বারিতত্ত্বে পৃথিবীর সম্পূর্ণ পানি নিয়ে যে পানিচক্র তা আলোচনা করা হয়।

৩৬. পৃথিবীপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি?
[ক] ৭৯
✅ ৭১
[গ] ৬৮
[ঘ] ৫০

৩৭. পানিচক্র বলতে কী বোঝায়?
✅ পানির রূপান্তরের মাধ্যমে স্থানান্তর
[খ] খনিজ গঠন প্রক্রিয়া।
[গ] সঞ্চয়জাত সমভূমি
[ঘ] পর্বতের অবস্থান

৩৮. ভূপৃষ্ঠের পরিবর্তনের বিভিন্ন শক্তিসমূহের কার্যক্রম হলো-
i. ভূমিকম্প
ii. আগ্নেয়গিরি ও বিচূর্ণীভবন
iii. জলবায়ু

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৯. কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত?
[ক] জনসংখ্যা
[খ] পরিবার
✅ বায়ুপ্রবাহ
[ঘ]পাট শিল্প

৪০. সমুদ্রবিদ্যার উপাদান নয় কোনটি?
[ক] মহাসাগর
[খ] মহীসোপান
✅ ভূমিকম্প
[ঘ] সমুদ্রস্রোত

৪১. প্রাকৃতিক ভূগোল মূলত কয়টি শাখায় বিভক্ত?
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি

৪২. প্রাকৃতিক ভূগোলের পরিসরভুক্ত হলো-
i. পৃথিবীর কেন্দ্র হতে ভূত্বক পর্যন্ত
ii. ভূত্বক হতে উর্ধ্বে বায়ুমন্ডলের শেষ সীমা পর্যন্ত
iii. ভূমিরূপ ও ঘূর্ণিঝড়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৩. কোন ভূগোলবিদ মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণে প্রাকৃতিক ভূগোলের ভূমিকার ওপর অধিক গুরুত্ব দেন?
[ক] ইমানুয়েল কান্ট
[খ] কার্ল রিটার
✅ র‌্যাটজেল এবং সেম্পল
[ঘ] রিচার্ড হার্টশোন

৪৪. কোন ভূগোলকে ভূবিজ্ঞানের একটি শাখা হিসেবে বিবেচনা করা হয়?
[ক] অর্থনৈতিক
✅ প্রাকৃতিক
[গ] মানব
[ঘ] রাজনৈতিক

৪৫. প্রাকৃতিক উপাদানসমূহের আঞ্চলিক তারতম্য বিশ্লেষণকে কী বলে?
[ক] গাণিতিক ভূগোল
✅ প্রাকৃতিক ভূগোল
[গ] মানব ভূগোল
[ঘ] অর্থনৈতিক ভূগোল

৪৬. ভূতত্ত্বে কোনটি অধ্যয়ন করা হয়?
✅ ভূপৃষ্ঠ
[খ] সমুদ্র তলদেশ
[গ] তাপমাত্রা
[ঘ] বার্ষিক গতি

HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৪৭. সোহানদের ভূগোল ক্লাসে আজ আলোচনার বিষয়বস্তু ছিল জোয়ারভাটা। এ বিষয়টি প্রাকৃতিক ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?
[ক] জলবায়ুবিদ্যা
[খ] মৃত্তিকাবিজ্ঞান
✅ সমুদ্রবিজ্ঞান
[ঘ] ভূমিরূপবিদ্যা

৪৮. ভূগোলবিদগণ প্রাকৃতিক বিষয়গুলোকে প্রকাশ করার জন্য পৃথক শাখা হিসেবে কোন ভূগোলের আত্মপ্রকাশ ঘটান?
[ক] গাণিতিক
[খ] আঞ্চলিক
[গ] মানব
✅ প্রাকৃতিক

৪৯. প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের প্রধান প্রতিপাদ্য বিষয় কী?
✅ পৃথিবীর প্রাকৃতিক অবয়ব
[খ] নগর সম্পর্কিত
[গ] অর্থনীতি বিষয়ক
[ঘ] মানব বসতি

৫০. ভূগোলের কোন অংশে ভূতবকের ইতিহাস ও গঠন অনুসন্ধান করা হয়?
[ক] জীবভূগোলে
[খ] পরিবেশবিদ্যায়
✅ ভূমিরূপতত্ত্বে
[ঘ] জলবায়ুবিদ্যায়

৫১. ভূগোলের কোন অংশে পানি নিয়ে আলোচনা করা হয়?
✅ বারিতত্ত্বে
[খ] হিমবাহতত্ত্বে
[গ] জলবায়ুতত্ত্বে
[ঘ] ভূমিরূপতত্ত্বে

৫২. পানি কীভাবে বায়ুমন্ডলে প্রবেশ করে?
[ক] ঘনীভূত হয়ে
✅ বাষ্পীভূত হয়ে
[গ] মেঘ হিসেবে
[ঘ] বরফকণা আকারে

৫৩. বায়ুমন্ডলের স্বল্পকালীন অবস্থা সম্পর্কে বর্ণনা করা হয় ভূগোলের কোন শাখায়?
[ক] বারিমন্ডল
[খ] জলবায়ুবিদ্যা
✅ আবহাওয়াবিদ্যা
[ঘ] সমুদ্রবিদ্যা

৫৪. তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা কীসের উপাদান?
[ক] বারিমন্ডল
✅ জলবায়ু
[গ] বায়ুমন্ডল
[ঘ] ঘূর্ণিঝড়

৫৫. জীবসমূহ বারিমন্ডল থেকে কী গ্রহণ করে?
[ক] খনিজ
[খ] বায়ু
✅ পানি
[ঘ] অক্সিজেন

৫৬. সমুদ্রতত্ত্বের বিষয়বস্তুকে আলোচনার সুবিধার্থে কয়টি ভাগে ভাগ করা হয়?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৫৭. সমুদ্র এবং ভূমির মধ্যে যে গতিশীল আন্তঃসম্পর্ক বিদ্যমান তা কোন ভূগোলের আলোচিত বিষয়?
[ক] সমুদ্র
✅ উপকূলীয়
[গ] ভূমিরূপ
[ঘ] পরিবেশ

৫৮. ভূগোলের কোন শাখায় পৃথিবীর জনম ও খনিজের অবদান সম্পর্কে জানা যায়?
[ক] অর্থনৈতিক
[খ] কৃষি
✅ প্রাকৃতিক
[ঘ] জীব

৫৯. পৃথিবীর উপরিভাগ যে কঠিন পদার্থ দ্বারা আবৃত তাকে কী বলে?
[ক] কেন্দ্রমন্ডল
[খ] গুরুমন্ডল
[গ] বায়ুমন্ডল
✅ অশ্মমন্ডল

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় ফলকে কী বলে?
✅ জলবায়ু
[খ] বৃষ্টিপাত
[গ] তাপমাত্রা
[ঘ] বায়ুপ্রবাহ

৬১. পৃথিবীর চারপাশে গ্যাসীয় যে আবরণ বেষ্টন করে আছে তাকে কী বলে?
✅ বায়ুমন্ডল
[খ] জীবমন্ডল
[গ] বারিমন্ডল
[ঘ] অশ্মমন্ডল

৬২. বায়ুমন্ডল উর্ধ্বাকাশে প্রায় কত কি.মি. পর্যন্ত বিস্তৃত?
[ক] ৮,০০০
[খ] ৯,০০০
✅ ১০,০০০
[ঘ] ১২,০০০

৬৩. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কোনটির ঘনত্ব হ্রাস পায়?
[ক] বারিমন্ডলের
✅ বায়ুমন্ডলের
[গ] কেন্দ্রমন্ডলের
[ঘ] অশ্মমন্ডলের

৬৪. প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তু হচ্ছে পৃথিবী নামক গ্রহ যা-
i. জীবনের উৎস
ii. সম্পদের উৎস
iii. বাস্তুতন্ত্রের উৎস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৫. প্রাকৃতিক ভূগোল স্থানিকভাবে প্রাকৃতিক উপাদান -
i. পরীক্ষা করে
ii. অনুসন্ধান করে
iii. গবেষণা করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজন-
i. জৈব উপাদান
ii. অজৈব উপাদান
iii. নির্জীব উপাদান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৭ ও ৬৮ নং প্রশ্নের উত্তর দাও:
গ্রীষ্মের প্রচন্ড গরমে সিয়াম ও তার বন্ধুরা ঢাকা থেকে কুয়াকাটা বেড়াতে যায়। কিন্তু এখানে রাতের বেলা তারা ঢাকা শহরের তুলনায় হালকা শীত অনুভব করে।

৬৭. উদ্দীপকের ঘটনাটি দ্বারা প্রাকৃতিক ভূগোলের কোন শাখাটি ফুটে উঠেছে?
[ক] সমুদ্রবিদ্যা
[খ] উপকূলীয়বিদ্যা
✅ জলবায়ুবিদ্যা
[ঘ] পরিবেশবিদ্যা

৬৮. স্থান দুটিতে জলবায়ু ভিন্ন হওয়ার কারণ
i. ভূমিরূপ
ii. বায়ুপ্রবাহ
iii. সমুদ্র থেকে দূরত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নং প্রশ্নের উত্তর দাও:
রিয়া তার বাড়ির পাশের পুকুরে খেয়াল করল পুকুরের পানিতে মাছ আছে ব্যাঙও আছে। আবার স্বচ্ছ পানির ভেতর দিয়ে কিছু জলজ উদ্ভিদ ও গুল্ম লতা দেখা যাচ্ছে। একই পুকুরে এত কিছুর সন্নিবেশ সে আগে লক্ষ করেনি।

৬৯. উদ্দীপকটির পুকুরের এই পরিবেশকে কী বলে?
[ক] কার্বন চক্র
✅ ইকোসিস্টেম
[গ] পানি চক্র
[ঘ] নাইট্রোজেন চক্র

৭০. উদ্দীপকের বিষয়গুলো আলোচনা করা হয়-
i. ভূমিরূপতত্ত্বে
ii. জীবতত্ত্বে
iii. সমুদ্রতত্ত্বে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭১. ভূগোল চর্চা কয়টি মূল ধারায় বিভক্ত?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৭২. প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য হলো-
i. পৃথিবীর অভ্যন্তর ও শিলামন্ডল
ii. সৌরজগতের উৎপত্তি ও বিকাশ
iii. শক্তির উৎস ও সৌরশক্তির বিন্যাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৩. প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত কোনটি?
[ক] নগর
[খ] জনসংখ্যা
[গ] বসতি
✅ জীব

৭৪. ভূগোল বিষয়টি হলো-
[ক] বাণিজ্যধর্মী
✅ সংশ্লেষাত্মক
[গ] গাণিতিক
[ঘ] যুক্তিনির্ভর

৭৫. প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
[ক] নগর
[খ] জনসংখ্যা
[গ] বসতি
✅ জীব

৭৬. বারিমন্ডল ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?
[ক] মানব
[খ] নগর
[গ] আঞ্চলিক
✅ প্রাকৃতিক

৭৭. ‘স্বানিক’ শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
[ক] Spasial
✅ Spatial
[গ] Space
[ঘ] Spacies

৭৮. প্রাকৃতিক ভূগোলের পরিসর হলো-
i. ভূমিরূপবিদ্যা
ii. জলবায়ুবিদ্যা
iii. বসতি ভূগোল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৯. পৃথিবীর আবর্তন গতিকে কী বলে?
[ক] বার্ষিক গতি
[খ] প্রান্তিক গতি
✅ আহ্নিক গতি
[ঘ] ঘূর্ণন গতি

৮০. পৃথিবীতে নানা প্রকার ভূমিরূপের সৃষ্টি হয় কেন?
[ক] জলোচ্ছ্বাসের ফলে
✅ ভূ-আলোড়নের ফলে
[গ] বন্যার ফলে
[ঘ] পাহাড় ধসের ফলে

৮১. কীভাবে আবহাওয়ার বিভিন্ন উপাদান সম্পর্কে জানা যায়?
✅ আবহাওয়া বিদ্যার মাধ্যমে
[খ] পরিবেশ পর্যবেক্ষণ করে
[গ] সূর্যাস্ত দেখে
[ঘ] বাতাসের গতিবেগ থেকে

৮২. উদ্ভিদের বাস্তুবিদ্যা বিষয়টি কোনটি নির্দেশ করে?
[ক] জলবায়ুবিদ্যাকে
[খ] মৃত্তিকা ভূগোলকে
[গ] সমুদ্র ভূগোলকে
✅ জীব ভূগোলকে

৮৩. প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তু বিশ্লেষণ করলে কোনটি পরিলক্ষিত
✅ পৃথিবী
[খ] মহাকাশ
[গ] সমুদ্র
[ঘ] বনভূমি

৮৪. পৃথিবীর সবচেয়ে বাইরের স্তরটিতে কোনটি পরিলক্ষিত হয়?
✅ অশ্মমন্ডল
[খ] বায়ুমন্ডল
[গ] বারিমন্ডল
[ঘ] জলাধার

৮৫. পৃথিবীর পরিবেশ যে উপাদানের সমন্বয়ে গঠিত-
i. বায়ুমন্ডল
ii. বারিমন্ডল
iii. অশ্মমন্ডল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৬. মৃদুল প্রাকৃতিক ভূগোলের পরিসর উল্লেখ করে। তার যে বিষয়টি এক্ষেত্রে গ্রহণযোগ্য-
i. ভূমিরূপবিদ্যা
ii. জলবায়ুবিদ্যা
iii. সমুদ্র ভূগোল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৭. পৃথিবীর পরিবেশের জড় উপাদানগুলো বিশ্লেষণ করলে সেটি পাওয়া যায়-
i. বায়ুমন্ডল
ii. বারিমন্ডল
iii. অশ্মমন্ডল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৮. প্রাকৃতিক প্রপঞ্চসমূহের স্থানিক ও কালিক বিশ্লেষণ কী বলে?
[ক] গাণিতিক ভূগোল
✅ প্রাকৃতিক ভূগোল
[গ] অর্থনৈতিক ভূগোল
[ঘ] বাণিজ্যিক ভূগোল

৮৯. প্রাকৃতিক ভূগোলের আওতাভুক্ত-
[ক] জীবজন্তু ও প্রকৃতির মিথস্ক্রিয়া
[খ] মানুষ ও জীবজন্তুর মিথস্ক্রিয়া
✅ মানুষ ও প্রকৃতির মিথস্ক্রিয়া
[ঘ] জড়বস্তুর ও প্রকৃতির মিথস্ক্রিয়া

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কার্ল রিটারের মতে প্রাকৃতিক ভূগোল হচ্ছে-
✅ বিজ্ঞানের শাখা
[খ] ভূগোলের শাখা
[গ] বাণিজ্যিক শাখা
[ঘ] অর্থনৈতিক শাখা

৯১. ‘‘ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক সুবিন্যস্ত ও যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা সরবরাহ করা প্রাকৃতিক ভূগোলের কাজ।’’- উক্তিটি কার?
[ক] কার্ল রিটারের
[খ] ইরাটোসথেনিস
[গ] নিউটন
✅ রিচার্ড হার্টশোন

৯২. প্রাকৃতিক ভিত্তি হিসেবে ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয় হলো-
[ক] আকাশপথের নির্দেশনা
✅ সমুদ্রপথের নির্দেশনা
[গ] স্থলপথের নির্দেশনা
[ঘ] রেলপথের নির্দেশনা

৯৩. প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তু হচ্ছে-
[ক] বুধ গ্রহ
[খ] শুক্র গ্রহ
[গ] মঙ্গল গ্রহ
✅ পৃথিবী গ্রহ

৯৪. এ পৃথিবী নামক গ্রহ কীসের উৎস?
✅ জীবন, সম্পদ ও বাস্তুতন্ত্রের
[খ] জড়, সম্পদ ও বাস্তুতন্ত্রের
[গ] জীবন, সমাজ ও বাস্তুতন্ত্রের
[ঘ] জীবন, সভ্যতা ও বাস্তুতন্ত্রের

৯৫. পৃথিবীর পরিবেশে জড় উপাদান কয়টি?
✅ ৩টি
[খ] ৪টি
[গ] ৫টি
[ঘ] ৬টি

৯৬. প্রাকৃতিক ভূগোলের পরিসর সাধারণভাবে প্রকৃতির স্থানিক বিশ্লেষণ অপেক্ষা অনেক-
[ক] ক্ষুদ্রতর হয়ে পড়েছে
[খ] মধ্যবর্তী হয়ে পড়েছে
✅ বৃহত্তর হয়ে পড়েছে
[ঘ] কোনোটিই নয়

৯৭. মহাসাগর, সাগর, উপসাগর, হ্রদ সম্বন্ধে কোন মন্ডল গঠিত?
[ক] অশ্মমন্ডল
[খ] বায়ুমন্ডল
✅ বারিমন্ডল
[ঘ] জীবমন্ডল

৯৮. পানি সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে কোথায় প্রবেশ করে?
[ক] জীবমন্ডলে
[খ] অশ্মমন্ডলে
[গ] বারিমন্ডলে
✅ বায়ুমন্ডলে

৯৯. বায়ুমন্ডল সমুদ্র সমতলে সবচেয়ে ঘন এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এর ঘনত্ব-
✅ হ্রাস পায়
[খ] বৃদ্ধি পায়
[গ] স্থির থাকে
[ঘ] কোনোটি নয়

১০০. সমুদ্রপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় জীবের সন্ধান পাওয়া গেছে?
[ক] ৫ কি.মি.
✅ ৬ কি.মি.
[গ] ৭ কি.মি.
[ঘ] ৮ কি.মি.

১০১. জীবমন্ডলের অন্তর্ভুক্ত গোলাকার সবুজ স্তর কত কি.মি. পুরু?
[ক] ১৫ কি.মি.
[খ] ১২ কি.মি.
✅ ১৩ কি.মি.
[ঘ] ১৬ কি.মি.

১০২. প্রাকৃতিক ভূগোল মূলত কী নিয়ে অনুশীলন করে থাকে?
[ক] মানুষের অর্থনৈতিক অবস্থা
[খ] মানুষের মূল্যবোধ
[গ] মানুষের সামাজিক অবস্থা
✅ মানুষের পারিপার্শ্বিক অবস্থা

১০৩. ভূগঠনকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
[ক] ৩টি
✅ ৪টি
[গ] ৫টি
[ঘ] ৬টি

১০৪. অভ্যন্তরীণ পানির প্রধান উৎস কী?
[ক] পুকুর
✅ নদী
[গ] সাগর
[ঘ] হ্রদ

১০৫. মালভূমির অধিবাসীরা কীসের ওপর নির্ভর করে না?
[ক] ব্যবসায়ের
✅ কৃষির
[গ] চাকরি
[ঘ] কোনোটিই নয়

১০৬. আমাদের বর্তমান পৃথিবী কীসের সমন্বয়ে গড়ে উঠেছে?
[ক] জীবজন্তু, প্রকৃতি ও মানুষ
[খ] যন্ত্রপাতি, মানুষ ও সম্পদ
✅ প্রকৃতি, মানুষ ও সম্পদ
[ঘ] প্রকৃতি, মানুষ, শিক্ষা

১০৭. কী অধ্যয়নের ফলে সৌরজগতের গ্রহ সম্পর্কে জানা যায়?
[ক] অর্থনৈতিক ভূগোল
✅ প্রাকৃতিক ভূগোল
[গ] বাণিজ্যিক ভূগোল
[ঘ] গাণিতিক ভূগোল

১০৮. প্রাকৃতিক পরিবেশের সাথে মানবিক ও অর্থনৈতিক কার্যকলাপ যুক্ত হয়ে গড়ে উঠেছে-
[ক] প্রাচীন জগৎ
[খ] বর্তমান জগৎ
✅ নতুন জগৎ
[ঘ] কোনোটিই নয়
Share:

0 Comments:

Post a Comment