HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৯

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 2nd paper mcq question and answer. HSC economic 2nd paper mcq question pdf download. hsc economics 2nd paper guide pdf.

উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৯

HSC Economics 2nd Paper
MCQ
question and answer pdf download.

১. সরকারের আয়-ব্যয় সংক্রান্ত যাবতীয় বিষয়াদির আলোচনাকে কী বলে?
[ক] সরকারি আয়
[খ] সরকারি ব্যয়
[গ] বাজেট
✅ সরকারি অর্থব্যবস্থা

২. দেশের ভেতরে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সরকারের যে ব্যয় হয় তাকে কী বলে?
✅ রাজস্ব ব্যয়
[খ] মূলধনী ব্যয়
[গ] কেন্দ্রীয় ব্যয়
[ঘ] স্থানীয় ব্যয়

৩. সরকারি ব্যয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৪. সরকারি অর্থব্যবস্থা মূলত কয়টি বিষয় নিয়ে আলোচনা করে?
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি

৫. উদ্দেশ্যের দিক থেকে সরকারি ব্যয় কত প্রকার?
✅ ২ প্রকার
[খ] ৩ প্রকার
[গ] ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

৬. উৎপাদনের ভিত্তিতে সরকারি ব্যয় কত প্রকার?
✅ ২ প্রকার
[খ] ৩ প্রকার
[গ] ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

৭. ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে সরকারি ব্যয় কত প্রকার?
✅ ২ প্রকার
[খ] ৩ প্রকার
[গ] ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

৮. প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সরকারি ব্যয় কত প্রকার?
[ক] ২ প্রকার
✅ ৩ প্রকার
[গ] ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

৯. সরকারি ঋণের ওপর সুদ প্রদান কোন ধরনের ব্যয়?
✅ রাজস্ব ব্যয়
[খ] মূলধনী ব্যয়
[গ] কেন্দ্রীয় ব্যয়
[ঘ] স্থানীয় ব্যয়

১০. দেশের অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে সরকার কোন ধরনের ব্যয় করে?
[ক] রাজস্ব ব্যয়
✅ মূলধনী ব্যয়
[গ] কেন্দ্রীয় ব্যয়
[ঘ] স্থানীয় ব্যয়

১১. সরকারের রাজস্ব ব্যয়ের খাতগুলো-
i. প্রতিরক্ষা ব্যয়
ii. শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপন
iii. মানবসম্পদ উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২. সরকারের মূলধনী ব্যয়ের খাত হলো-
i. বিদ্যুৎ কেন্দ্র স্থাপন
ii. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
iii. কৃষি খাতে উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩. দেশের অভ্যন্তরে জনপ্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনার ব্যয়কে বলা হয়-
i. রাজস্ব ব্যয়
ii. মূলধনী ব্যয়
iii. অনুন্নয়নমূলক ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪. সম্পদ সৃষ্টি কিংবা বিদ্যমান সম্পদের সাথে অতিরিক্ত সম্পদের সংযোজন কাজের ব্যয়কে বলা হয়-
i. রাজস্ব ব্যয়
ii. উন্নয়নমূলক ব্যয়
iii. মূলধনী ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
আবেদ দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রাক-বাজেট পর্যালোচনায় দেখল যে সরকার প্রধানত দুইটি গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করে। এর একটিতে ছিল বেসামরিক প্রশাসনিক ব্যয় অন্যটিতে অবকাঠামো ব্যয়।

১৫. আবেদের দেখা সরকারের ব্যয়ের প্রধান খাত দুটি কী কী?
[ক] কেন্দ্রীয় ব্যয় ও স্থানীয় ব্যয়
✅ রাজস্ব ব্যয় ও মূলধনী ব্যয়
[গ] প্রকৃত ব্যয় ও উন্নয়নমূলক ব্যয়
[ঘ] ঘাটতি ব্যয় ও হস্তান্তর ব্যয়

১৬. আবেদের দেখা প্রথম ব্যয়টির উদ্দেশ্য হলো-
i. অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষা
ii. সামাজিক নিরাপত্তা
iii. অর্থনৈতিক উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭. ঊনবিংশ শতাব্দীতে রাষ্ট্রকে কোন ধরনের রাষ্ট্র বলা হতো?
[ক] পুলিশি রাষ্ট্র
✅ কল্যাণমূলক রাষ্ট্র
[গ] আঞ্চলিক রাষ্ট্র
[ঘ] নগর রাষ্ট্র

১৮. ব্যক্তি উদ্যোগে বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হলে কোনটির ব্যবহার নিশ্চিত হয় না?
✅ সম্পদের কাম্য ব্যবহার
[খ] আয়ের সুষম বণ্টন
[গ] সামাজিক নিরাপত্তা
[ঘ] সুষম উন্নয়ন

১৯. সরকারি ব্যয়ের মূল উদ্দেশ্য কী?
[ক] রাষ্ট্রীয় দায়িত্ব
[খ] নির্বাচনি অঙ্গীকার
✅ জনকল্যাণ সাধন
[গ] দারিদ্র্য বিমোচন

২০. অব্যাহতভাবে ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের ভেতরে কোনটি বজায় রাখা উচিত?
[ক] পূর্ণ কর্মসংস্থান
[খ] সামাজিক নিরাপত্তা স্থিতিশীল
✅ অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা
ঘ দ্রব্যমূল্য

২১. সরকারি আয়ের প্রধান উৎস কয়টি?
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

২২. কে প্রত্যক্ষ করের ভার বহন করে?
[ক] ভোক্তা
[খ] বিক্রেতা
[গ] কর গ্রহীতা
✅ করদাতা

২৩. সরকার জনগণকে বিশেষ সেবা প্রদানের জন্য কী আদায় করে?
[ক] জরিমানা
[খ] কর
[গ] শুল্ক
✅ ফি

২৪. আয়কর সাধারণত কত প্রকার?
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

২৫. কর্মোদ্যম ও সায় স্পৃহা হ্রাস করে কোন কর?
[ক] ভ্যাট
✅ প্রত্যক্ষ কর
[গ] পরোক্ষ কর
[ঘ] বিক্রয় কর

২৬. কোন উৎস হতে বেশি কর রাজস্ব আসে?
[ক] প্রত্যক্ষ কর
✅ পরোক্ষ কর
[গ] আয় কর
[ঘ] আমদানি কর

২৭. বাংলাদেশে ভ্যাট চালু হওয়ার পর নিচের কোন কর আদায় করা হয় না?
[ক] আয়কর
✅ বিক্রয় কর
[গ] আবগারি শুল্ক
[ঘ] রপ্তানি কর

২৮. সরকারি ব্যয়ের উদ্দেশ্য হলো-
i. ভর্তুকি প্ৰদান
ii. কর্মসংস্থান বৃদ্ধি
iii. আঞ্চলিক বৈষম্য দূরীকরণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯. আধুনিক কল্যাণকামী রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত-
i. সামগ্রিক উন্নয়নের স্বার্থে ব্যয়
ii. অনুন্নয়নমূলক খাতে ব্যয় হ্রাস
iii. উন্নয়নমূলক খাতে ব্যয় বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে সরকার ব্যয় কর-
i. নগদ অর্থ সহায়তা প্রদানে
ii. শিক্ষাবৃত্তি প্রদানে
iii. কাবিখা কার্যক্রমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১. সরকারি ব্যয়ের অর্থসংস্থানের প্রধানত কয়টি উৎস রয়েছে?
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

৩২. করের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

৩৩. নিচের কোনটি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আদায় হয়ে থাকে?
[ক] ভূমি রাজস্ব
[খ] স্ট্যাম্প বিক্রয়
✅ আবগারি শুল্ক
[ঘ] মাদক শুল্ক

৩৪. কোনো দেশের সরকার তার ব্যয় নির্বাহের জন্য মূলত কোন উৎসের ওপর নির্ভর করে?
✅ অভ্যন্তরীণ উৎস
[খ] বৈদেশিক উৎস
[গ] বাহ্যিক উৎস
[ঘ] নতুন অর্থ সৃষ্টি

৩৫. কোনটি জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর আদায়কারী প্রতিষ্ঠান?
[ক] NBR
✅ BRTA
[গ] DFI
[ঘ] Custom

৩৬. কোনটির মাধ্যমে সরকার ব্যয় করলে উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নে প্রভাব পড়বে?
[ক] কর বহির্ভূত রাজস্বের দ্বারা
[খ] কর রাজস্ব দ্বারা
✅ ঘাটতি অর্থসংস্থান দ্বারা
[ঘ] বৈদেশিক বাণিজ্য দ্বারা

৩৭. কোন করের বোঝা অন্যের ওপর চাপানো যায় না?
[ক] ভ্যাট
✅ প্রত্যক্ষ কর
[গ] পরোক্ষ কর
[ঘ] বিক্রয় কর

৩৮. কোন করের বোঝা অন্যের ওপর চাপানো যায়?
[ক] ভ্যাট
[খ] প্রত্যক্ষ কর
✅ পরোক্ষ কর
[ঘ] বিক্রয় কর

৩৯. কোন করের বিনিময়ে সরাসরি কোনো সুবিধা পাওয়া যায় না?
[ক] ভ্যাট
✅ প্রত্যক্ষ কর
[গ] পরোক্ষ কর
[ঘ] বিক্রয় কর

৪০. জনস্বার্থে কোনো দ্রব্যের উৎপাদন খরচের যে অংশ সরকার বহন করে তাকে কী বলে?
[ক] উৎপাদন ব্যয়
[খ] অপ্রত্যাশিত ব্যয়
✅ ভর্তুকি
[ঘ] রিলিফ

৪১. অনুদান ও দান কী ধরনের রাজস্ব?
[ক] কর রাজস্ব
✅ কর বহির্ভূত রাজস্ব
[গ] বিশেষ ধরনের আদায়
[ঘ] বিবিধ আয়

৪২. 'মুসক' কী?
[ক] NBR
✅ VAT
[গ] বিক্রয় কর
[ঘ] আয়কর

৪৩. সরকার রসুলপুর নামক গ্রামের গরিব-দুঃখীদের জন্যে একটি গৃহায়ণ তহবিল গঠন করলো। গৃহায়ণ তহবিল গঠন ব্যয়টি কোন খাতের অন্তর্ভুক্ত?
[ক] ভর্তুকি ব্যয়
[খ] অপ্রত্যাশিত বায়
✅ সামাজিক নিরাপত্তা
[ঘ] জনকল্যাণমূলক ব্যয়

৪৪. জাতীয় রাজস্ব বোর্ড আদায় করে
i. আমদানি শুল্ক
ii. VAT
iii. আয়কর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. উন্নয়নশীল দেশ ঘাটতি ব্যয়ের অর্থসংস্থানের জন্য ঋণ গ্রহণ করে-
i. কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে
ii. বাণিজ্যিক ব্যাংকের নিকট থেকে
iii. জনগণের নিকট থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৬. স্বাভাবিক অবস্থায় সরকারি ব্যয়ের অর্থসংস্থানের উত্তম পদ্ধতি হলো-
i. নতুন মুদ্রা সৃষ্টি
ii. কর আরোপ
iii. ঋণ গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও:
সরকার দেশের একটি গুরুত্বপূর্ণ সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। অভ্যন্তরীণ উৎস হতে অর্থ সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে সরকার রাজস্ব আয় এবং রাজস্ব বহির্ভূত আয়ের আওতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

৪৭. উদ্দীপকে উলিস্নখিত রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি?
[ক] ভ্যাট
[খ] প্রত্যক্ষ কর
✅ পরোক্ষ কর
[ঘ] বিক্রয় কর

৪৮. উদ্দীপকে উলিস্নখিত রাজস্ব বহির্ভূত আয় হচ্ছেত
i. সরকারি ঋণ
ii. দান ও অনুদান
iii. ফি ও জরিমানা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯. কর রাজস্বের কত শতাংশ আসে পরোক্ষ কর হতে?
[ক] ৬০%
[খ] ৭০%
✅ ৮০%
[ঘ] ৯০%

৫০. কর প্রধানত কয় প্রকার?
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

৫১. কোনটি সরকারের বাণিজ্যিক আয়?
✅ রেলওয়ে
[খ] কোর্ট ফি
[গ] জরিমানা
[ঘ] বাজেয়াপ্ত

৫২. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আদায়কৃত শুল্কের মধ্যে কোনটির অবদান তুলনামূলকভাবে কম?
[ক] আবগারি শুল্ক
✅ রপ্তানি শুল্ক
[গ] আমদানি শুল্ক
[ঘ] সম্পূরক শুল্ক

৫৩. সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের বদলে তার কাছ থেকে কোনটি আদায় করে?
✅ প্রশাসনিক ফি
[খ] কর
[গ] বাণিজ্যিক আয়
[ঘ] ভূমি রাজস্ব

৫৪. পদ্মা সেতু নির্মাণের ফলে এর আশপাশের জমির মূল্য দ্বিগুণ বেড়ে যায়। এর ফলে এলাকাবাসীরা সরকারকে কোন কর দিবে?
[ক] ভ্যাট
[খ] প্রত্যক্ষ কর
✅ বিশেষ কর
[ঘ] বিক্রয় কর

৫৫. মি. রেজা সাহেব বিদেশ থেকে বিলাসজাত দ্রব্য আমদানি করে থাকেন। এজন্য তিনি কোন কর দিবেন?
[ক] বাণিজ্য শুল্ক
[খ] আবগারি শুল্ক
[গ] মূল্য সংযোজন কর
✅ আমদানি শুল্ক

৫৬. আমদানি শুল্ক বা ভ্যাট আরোপের পরেও অতিরিক্ত শুল্ক ধার্য করা হয় কীসে?
[ক] বাণিজ্য শুল্ক
[খ] আবগারি শুল্ক
[গ] মূল্য সংযোজন কর
✅ সম্পূরক শুল্ক

৫৭. দেশে পণ্যসামগ্রীর উৎপাদন থেকে ভোগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সংযোজিত মূল্যের ভিত্তিতে ধার্যকৃত করকে কী বলে?
[ক] বাণিজ্য শুল্ক
[খ] আবগারি শুল্ক
✅ মূল্য সংযোজন কর
[ঘ] আমদানি শুল্ক

৫৮. জনাব সিরাজ ভারত থেকে মোটরপার্টস আমদানি করেন বিধায়, সরকারকে কর দিতে হয়। জনাব সিরাজের দেওয়া করটি কোন ধরনের কর?
[ক] বাণিজ্য শুল্ক
[খ] আবগারি শুল্ক
[গ] মূল্য সংযোজন কর
✅ আমদানি শুল্ক

৫৯. ট্যারিফ কী?
✅ বাণিজ্য শুল্ক
[খ] আবগারি শুল্ক
[গ] মূল্য সংযোজন কর
[ঘ] আমদানি শুল্ক

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. Excise Duties অর্থ কী?
[ক] সম্পূরক শুল্ক
✅ আবগারি শুল্ক
[গ] মাদক শুল্ক
[ঘ] সম্পূরক শুল্ক

৬১. কোনটি আদায়ের মাধ্যমে সামাজিক কল্যাণ বৃদ্ধি পায়?
[ক] VAT
[খ] আয়কর
✅ মাদক শুল্ক
[ঘ] আবগারি শুল্ক

৬২. Excise Duties এর অর্থ কী?
[ক] বাণিজ্য শুল্ক
✅ আবগারি শুল্ক
[গ] মূল্য সংযোজন কর
[ঘ] আমদানি শুল্ক

৬৩. কোন কর মুদ্রাস্ফীতি রোধে সহায়ক ভূমিকা পালন করে?
[ক] VAT
✅ আয়কর
[গ] মাদক শুল্ক
[ঘ] আবগারি শুল্ক

৬৪. বাংলাদেশ সরকারের আয় বৃদ্ধির উপায় হলো-
i. অনুৎপাদনশীল ক্ষেত্রে ব্যয় পরিহার
ii. শর্তযুক্ত ঋণ গ্রহণ
iii. মেধার ভিত্তিতে নিয়োগ দান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৫. কর রাজস্ব খাত গঠিত হয়-
i. প্রত্যক্ষ কর নিয়ে
ii. প্রশাসনিক কর নিয়ে
iii. পরোক্ষ কর নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. পণ্য করের সুবিধা হলো-
i. পণ্য কর অস্থিতিস্থাপক
ii. ফাঁকির অসুবিধা
iii. করভার সামান্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৭. অর্থনীতিতে রপ্তানি শুল্কের গুরুত্ব হলো-
i. রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করে
ii. বাণিজ্য ঘাটতি কমিয়ে আনে
iii. দেশজ উৎপাদন বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৮. সরকারি রাজস্বের অন্যতম প্রধান উৎস আয়কর। এ করের গুরুত্ব হলো-
i. সমাজে ন্যয়বিচার প্রতিষ্ঠায় সহায়ক
ii. নাগরিক সচেতনতা বৃদ্ধি
iii. আয় বৈষম্য হ্রাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৯. কোনটি পরোক্ষ কর?
✅ মূল্য সংযোজন কর
[খ] রেজিস্ট্রেশন ফি
[গ] ভূমি রাজস্ব
[ঘ] আয়কর

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৯

৭০. যে করের আপাতভার ও চূড়ান্ত ভার ভিন্ন ভিন্ন ব্যক্তি বহন করে। তাকে কী বলে?
[ক] প্রত্যক্ষ কর
✅ পরোক্ষ কর
[গ] মূল্যসংযোজন কর
[ঘ] বিশেষ কর

৭১. নিচের কোনটি সরকারের রাজস্ব ব্যয়?
[ক] সেতু নির্মাণ
✅ মন্ত্রণালয় খাতে ব্যয়
[গ] রাস্তাঘাট তৈরি
[ঘ] কৃষি উন্নয়ন

৭২. জনাব রায়হান ভারত থেকে মোটর পার্টস আমদানি করেন বিধায় সরকারকে কর দিতে হয়। জনাব রায়হান কোন ধরনের কর প্রদান করেন?
[ক] আয়কর
✅ বাণিজ্য শুল্ক
[গ] আবগারি শুল্ক
[ঘ] মূল্য সংযোজন কর

৭৩. প্রকৃতপক্ষে কোন করকে পণ্য কর বলা হয়?
[ক] প্রত্যক্ষ করকে
✅ পরোক্ষ করকে
[গ] মূল্যসংযোজন করকে
[ঘ] বিশেষ করকে

৭৪. Custom Duties অর্থ কী?
[ক] সম্পূরক শুল্ক
✅ আমদানি শুল্ক
[গ] মূল্যসংযোজন কর
[ঘ] বিশেষ কর

৭৫. কোন কর ফাঁকি দেওয়া সহজ?
[ক] ভ্যাট
✅ প্রত্যক্ষ কর
[গ] বিশেষ কর
[ঘ] বিক্রয় কর

৭৬.কোন কর ফাঁকি দেওয়া কঠিন?
[ক] ভ্যাট
[খ] প্রত্যক্ষ কর
✅ পরোক্ষ কর
[ঘ] বিক্রয় কর

৭৭. দ্রব্য ও সেবার পরিমাণ বা মূল্য বিবেচনা করে কোন কর ধার্য করা হয়?
[ক] ভ্যাট
[খ] প্রত্যক্ষ কর
✅ পরোক্ষ কর
[ঘ] বিক্রয় কর

৭৮. জনগণ কর্তৃক সরকারকে বাধ্যতামূলক প্রদেয় অর্থকে কী বলে?
[ক] ভ্যাট
[খ] ফি
✅ কর
[ঘ] বিক্রয় কর

৭৯. মূল্য সংযোজন কর কোন ধরনের কর?
[ক] ভ্যাট
[খ] প্রত্যক্ষ কর
✅ পরোক্ষ কর
[ঘ] বিক্রয় কর

৮০. ব্যক্তির আয় ও সম্পত্তি বিবেচনায় কোন ধরনের কর ধার্য করা হয়?
[ক] ভ্যাট
✅ প্রত্যক্ষ কর
[গ] পরোক্ষ কর
[ঘ] বিক্রয় কর

৮১. কত ধরনের কর ভার দেখা যায়?
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

৮২. কর ধার্যের ফলে সৃষ্ট চাপকে কী বলে?
✅ করঘাত
[খ] করপাত
[গ] করচাপ
[ঘ] চূড়ান্ত কর

৮৩. নাগরিক চেতনা বৃদ্ধি কোন করের একটি গুণাবলি?
[ক] ভ্যাট
✅ প্রত্যক্ষ কর
[গ] পরোক্ষ কর
[ঘ] বিক্রয় কর

৮৪. পরোক্ষ করের গুণাবলি কোনটি?
✅ জনপ্রিয়তা
[খ] স্বজনপ্রিয়তা
[গ] করভার অস্থানান্তরযোগ্য
[ঘ] করভার স্থানান্তরযোগ্য

৮৫. শফিক সাহেব একটি বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। তার বার্ষিক আয় প্রায় ১৫,০০,০০০ টাকা। তিনি প্রতি বছর সরকারকে কোন কর প্রদান করেন?
[ক] মূল্য সংযোজন কর
✅ আয়কর
[গ] পণ্য কর
[ঘ] মুনাফা কর

৮৬. করের বৈশিষ্ট্য হলো-
i. করদাতা কর প্রদানে আইনত বাধ্য
ii. যেকোনো সুবিধার দাবিদার
iii. সরকার কর্তৃক আদায় হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. নিচের কোনটি মৃতভার সরকারি ঋণ?
[ক] নিষি্ক্রয় ঋণ
[খ] এনজিও ঋণ
✅ যুদ্ধ ঋণ
[ঘ] সক্রিয় ঋণ

৮৮. জামানের দেশের সরকার ঋণ গ্রহণ করার ফলে ঋণের ভার এক শ্রেণির হাত থেকে অন্য শ্রেণির নিকট স্থানান্তরিত হলো। জামানের দেশের সরকার কোন উৎস থেকে ঋণ নিয়েছিল?
[ক] আন্তর্জাতিক উৎস
[খ] বৈদেশিক উৎস
✅ অভ্যন্তরীণ উৎস
[ঘ] বাহ্যিক উৎস

৮৯. জনগণ সরকারকে কিসের ওপর ভিত্তি করে দলিলপত্র রেজিস্ট্রি করার সময় রেজিস্ট্রেশন ফি প্রদান করে থাকে?
✅ সম্পত্তির মূল্যের ওপর
[খ] এলাকার উন্নয়নের ওপর
[গ] ব্যক্তির আয়ের ওপর
[ঘ] স্ট্যাম্প ও দলিলের ওপর

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের বিনিময়ে তার কাছ থেকে কোনটি আদায় করে?
[ক] কর
[খ] বাণিজ্যিক আয়
✅ প্রশাসনিক ফি
[ঘ] বিশেষ কর

৯১. সরকারের অপ্রত্যাশিত ব্যয় কোনটি?
[ক] বিদ্যালয় স্থাপন
✅ বন্যায় ক্ষতিপূরণ
[গ] স্টেডিয়াম নির্মাণ
[ঘ] পার্ক স্থাপন

৯২. কোন ধরনের সরকারি ঋণ দ্বারা প্রত্যক্ষ আয় সৃষ্টি হয় না, তবে কল্যাণ সৃষ্টি হয়?
✅ নিষি্ক্রয় ঋণ
[খ] এনজিও ঋণ
[গ] মৃতভার ঋণ
[ঘ] সক্রিয় ঋণ

৯৩. কোন ধরনের সরকারি ঋণ দ্বারা দেশের আয়, উৎপাদন, নিয়োগ বা কল্যাণ কিছুই বৃদ্ধি পায় না?
[ক] নিষি্ক্রয় ঋণ
[খ] এনজিও ঋণ
✅ মৃতভার ঋণ
[ঘ] সক্রিয় ঋণ

৯৪. সরকার কয়টি উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারে?
✅ ২টি
[খ] ৪টি
[গ] ৩টি
[ঘ] ৫টি

৯৫. কোন ঋণ অনেক সময় মওকুফ করা হয়?
[ক] নিষি্ক্রয় ঋণ
[খ] এনজিও ঋণ
✅ বৈদেশিক ঋণ
[ঘ] সক্রিয় ঋণ

৯৬.কোন ঋণ মওকুফ করা হয় না?
[ক] নিষি্ক্রয় ঋণ
[খ] এনজিও ঋণ
✅ অভ্যন্তরীণ ঋণ
[ঘ] সক্রিয় ঋণ

৯৭. অভ্যন্তরীণ ঋণের ভার কয় প্রকার?
✅ ২ প্রকার
[খ] ৪ প্রকার
[গ] ৩ প্রকার
[ঘ] ৫ প্রকার

৯৮. সরকারের গৃহীত ঋণকে উৎসের দৃষ্টিকোণ থেকে কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৯৯. কোনটি সরকারি ঋণের অন্যতম প্রধান উদ্দেশ্য?
[ক] সামাজিক কল্যাণ
[খ] স্টেডিয়াম নির্মাণ
✅ জরুরি অবস্থা মোকাবিলা
[ঘ] উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন

১০০. কোন ঋণ সব সময় দীর্ঘমেয়াদি হয়?
[ক] নিষি্ক্রয় ঋণ
[খ] এনজিও ঋণ
✅ বৈদেশিক ঋণ
[ঘ] সক্রিয় ঋণ
Share:

0 Comments:

Post a Comment