HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 2nd paper mcq question and answer. HSC economic 2nd paper mcq question pdf download. hsc economics 2nd paper guide pdf.

উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৮

HSC Economics 2nd Paper
MCQ
question and answer pdf download.

১. বাণিজ্যের ধারণার উদ্ভব হয়-
[ক] বিনিময় প্রথা থেকে
[খ] দাস প্রথা থেকে
✅ বাণিজ্যবাদীদের চিন্তা থেকে
[ঘ] শিল্প বিপ্লব থেকে

২. কীপের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের সূত্রপাত ঘটে?
[ক] আঞ্চলিক শ্রম বিভাগ
✅ দাস বিক্রি
[গ] শিল্প বিপ্লব
[ঘ] সংরক্ষিত বাণিজ্য

৩. কোনটি আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি?
[ক] বিশ্বশান্তি
[খ] মানবজাতির কল্যাণ
✅ ভৌগোলিক বিশেষীকরণ
[ঘ] দুইটি দেশ

৪. দুই বা ততোধিক দেশের মধ্যে সংঘটিত বাণিজ্যকে কী বলে?
[ক] অবাধ বাণিজ্য
✅ আন্তর্জাতিক বাণিজ্য
[গ] সংরক্ষিত বাণিজ্য
[ঘ] রপ্তানি বাণিজ্য

৫. আন্তর্জাতিক বাণিজ্যের কয়টি দিক রয়েছে?
[ক] ৩টি
✅ ২টি
[গ] ৫টি
[ঘ] ৬টি

৬. কখন আন্তর্জাতিক বাণিজ্যের গতি বৃদ্ধি পায়?
[ক] দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
✅ শিল্প বিপ্লবের পর
[গ] প্রথম বিশ্বযুদ্ধের পর
[ঘ] বাণিজ্যবাদের পর

৭. কোনটি বাণিজ্যের প্রসারিত রূপ?
[ক] অবাধ বাণিজ্য
✅ আন্তর্জাতিক বাণিজ্য
[গ] সংরক্ষিত বাণিজ্য
[ঘ] রপ্তানি বাণিজ্য

৮. বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি করে। আবার ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। এতে করে কোন বাণিজ্য সংগঠিত হবে?
[ক] অবাধ বাণিজ্য
✅ আন্তর্জাতিক বাণিজ্য
[গ] সংরক্ষিত বাণিজ্য
[ঘ] রপ্তানি বাণিজ্য

৯. বাণিজ্যের ক্ষেত্রে যখন কোনো দেশ অন্য দেশ থেকে দ্রব্যসামগ্রী ক্রয় করে তখন তাকে কোন বাণিজ্য বলা হবে?
[ক] অভ্যন্তরীণ বাণিজ্য
[খ] অবাধ বাণিজ্য
[গ] রপ্তানি বাণিজ্য
✅ আমদানি বাণিজ্য

১০. বাংলাদেশ থাইল্যান্ড ও মায়ানমার থেকে চাল ক্রয় করে। এর ফলে কোন বাণিজ্য সংগঠিত হবে?
[ক] অবাধ বাণিজ্য
✅ আন্তর্জাতিক বাণিজ্য
[গ] সংরক্ষিত বাণিজ্য
[ঘ] রপ্তানি বাণিজ্য

১১. দুইটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হলে তাকে কোন বাণিজ্য বলে?
✅ দ্বিপাক্ষিক বাণিজ্য
[খ] বহুপাক্ষিক বাণিজ্য
[গ] বৈদেশিক বাণিজ্য
[ঘ] আন্তঃবাণিজ্য

১২. কোন বাণিজ্যের ক্ষেত্রে কোটা ও শুল্ক আরোপিত হয়?
✅ সংরক্ষিত বাণিজ্য
[খ] অবাধ বাণিজ্য
[গ] আমদানি বাণিজ্য
[ঘ] রপ্তানি বাণিজ্য

১৩. সর্বপ্রথম মুক্ত আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে মত দেন কোন অর্থনীতিবিদ?
[ক] পল স্যামুয়েলসন
✅ ডেভিড রিকার্ডো
[গ] আলফ্রেড মার্শাল
[ঘ] কিন্ডেল বার্জার

১৪. রাজশাহীর সিল্ক শাড়ি ঢাকায় আনা এবং ঢাকার জামদানি শাড়ি রাজশাহীতে বিক্রি হলে কোন ধরনের বাণিজ্য সংঘটিত হয়?
✅ অভ্যন্তরীণ বাণিজ্য
[খ] আন্তর্জাতিক বাণিজ্য
[গ] মুক্ত বাণিজ্য
[ঘ] সংরক্ষিত বাণিজ্য

১৫. যে বাণিজ্যে কোনো রূপ বিধি-নিষেধ, কোটা ও শুল্ক আরোপ করা হয় না, তাকে কী বলে?
✅ অবাধ বাণিজ্য
[খ] আন্তর্জাতিক বাণিজ্য
[গ] মুক্ত বাণিজ্য
[ঘ] সংরক্ষিত বাণিজ্য

১৬. আন্তর্জাতিক বাণিজ্যের দুইটি দিক হলো-
i. অভ্যন্তরীণ বাণিজ্য
ii. আমদানি বাণিজ্য
iii. রপ্তানি বাণিজ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও ররর

১৭. আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দুই বা ততোধিক দেশের মধ্যে সংগঠিত হয়-
i. আমদানি বাণিজ্য
ii. রপ্তানি বাণিজ্য
iii. অভ্যন্তরীণ বাণিজ্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮. আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়-
i. আমদানি বাণিজ্যে
ii. অবাধ বাণিজ্যে
iii. সংরক্ষিত বাণিজ্যে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
মিসেস রানু বেগম নিজ উদ্যোগে পাটের সিকা, দোলনা, ব্যাগ, মাদুর বিভিন্ন জিনিস তৈরি করেন। পরবর্তীতে তিনি এসব পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করেন।

১৯. মিসেস রানু বেগম কী ধরনের বাণিজ্যের সাথে জড়িত?
[ক] অভ্যন্তরীণ বাণিজ্য
✅ আন্তর্জাতিক বাণিজ্য
[গ] মুক্ত বাণিজ্য
[ঘ] সংরক্ষিত বাণিজ্য

২০. উক্ত বাণিজ্যের গুরুত্ব হলো-
i. বিদেশি পুঁজি লাভ
ii. বৈদেশিক মুদ্রা অর্জন
iii. দেশি বাজারের প্রসার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১. কোন অর্থনীতিবিদ সর্বপ্রথম আন্তর্জাতিক বাণিজ্যের কারণ বিশ্লেষণ করেন?
✅ অ্যাডাম স্মিথ
[খ] মার্শাল
[গ] ডেভিড রিকার্ডো
[ঘ] হেকসার ওলিন

২২. নিচের কোন দেশের রপ্তানি আয় অপেক্ষা আমদানি ব্যয় বেশি হয়?
[ক] যুক্তরাষ্ট্র
✅ বাংলাদেশ
[গ] ইংল্যান্ড
[ঘ] জাপান

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

২৩. বাংলাদেশ প্রতি বছর গড়ে কী পরিমাণ খাদ্য আমদানি করে?
[ক] ১০-২০ লক্ষ টন
✅ ২৫-৩০ লক্ষ টন
[গ] ২০-২৫ লক্ষ টন
[ঘ] ৩০-৪০ লক্ষ টন

২৪. বাংলাদেশের বহির্বাণিজ্যের অধিকাংশই কোন পথে পরিচালিত হয়?
[ক] স্থলপথে
✅ নৌপথে
[গ] বিমানপথে
[ঘ] রেলপথে

২৫. ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ কোন ধরনের বাণিজ্যের প্রবক্তা?
[ক] অভ্যন্তরীণ বাণিজ্য
[খ] বৈদেশিক বাণিজ্য
[গ] সংরক্ষণ বাণিজ্য
✅ মুক্ত বাণিজ্য

২৬. চরম সুবিধা (Absolute Advantage) তত্ত্বের প্রবক্তা কে?
✅ অ্যাডাম স্মিথ
[খ] ডেভিড রিকার্ডো
[গ] জে. এস. মিল
[ঘ] পল স্যামুয়েলস

২৭. সৌদি আরবে পাট উৎপাদন হয় না আবার বাংলাদেশে তেল উৎপাদন হয় না। এর ফলে কোনটি সংঘটিত হতে পারে?
[ক] অভ্যন্তরীণ বাণিজ্য
[খ] বৈদেশিক বাণিজ্য
[গ] সংরক্ষণ বাণিজ্য
✅ আন্তর্জাতিক বাণিজ্য

২৮. তুলনামূলক খরচ তত্ত্বের প্রবক্তা কে?
[ক] অ্যাডাম স্মিথ
✅ ডেভিড রিকার্ডো
[গ] জে. এস. মিল
[ঘ] পল স্যামুয়েলস

২৯. কোন সালে ডেভিড রিকার্ডো তুলনামূলক খরচ তত্ত্বের ব্যাখ্যা করেন?
[ক] ১৭২১
[খ] ১৮৮১
[গ] ১৯২১
✅ ১৮২১

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. ভোক্তার চাহিদার পার্থক্য লক্ষ করা যায় কোন বাণিজ্যে?
[ক] অভ্যন্তরীণ বাণিজ্য
[খ] বৈদেশিক বাণিজ্য
[গ] সংরক্ষণ বাণিজ্য
✅ আন্তর্জাতিক বাণিজ্যে

৩১. অভ্যন্তরীণ বাণিজ্যে দ্রব্যের ওপর কোন শুল্ক আরোপ করা হয়?
[ক] আবগারি শুল্ক
[খ] আমদানি শুল্ক
[গ] রপ্তানি শুল্ক
✅ বাণিজ্য শুল্ক

৩২. আন্তর্জাতিক বাণিজ্যে ক্ষেত্রে দ্রব্যের ওপর কোন শুল্ক আরোপ করা হয়?
[ক] আবগারি শুল্ক
[খ] আমদানি শুল্ক
[গ] রপ্তানি শুল্ক
✅ বাণিজ্য শুল্ক

৩৩. আন্তর্জাতিক বাণিজ্যে অনুসরণ করা হয়-
i. অবাধ বাণিজ্য নীতি
ii. সংরক্ষণ বাণিজ্য নীতি
iii. উদ্বৃত্ত বাণিজ্য নীতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪. বাংলাদেশের সাথে স্থলপথে বৈদেশিক বাণিজ্য চলে-
i. নেপালের সাথে
ii. ভুটানের সাথে
iii. শ্রীলংকার সাথে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের আমদানি-রপ্তানি সংঘটিত হয়ে থাকে-
i. চট্টগ্রাম বন্দরের মাধ্যমে
ii. মংলা বন্দরের মাধ্যমে
iii. চাদপুর বন্দরের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬. কোন দশকের শুরু থেকেই বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ধারা সূচিত হয়?
[ক] সত্তরের দশক
✅ নববইয়ের দশক
[গ] ষাটের দশক
[ঘ] আশির দশক

৩৭. সত্তর-এর দশকে বাংলাদেশের রপ্তানি আয় কত ছিল?
[ক] ৪৮০ মি. মার্কিন ডলার
[খ] ৫৮২ মি. মার্কিন ডলার
✅ ৩৪৮ মি. মার্কিন ডলার
[ঘ] ৫১৭২ মি. মার্কিন ডলার

৩৮. কোন সাল থেকে ওয়েজ আর্নার স্কিম চালু হয়েছে?
[ক] ১৯৭৪
✅ ১৯৭৫
[গ] ১৯৭৮
[ঘ] ১৯৮৩

৩৯. বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন কোন দেশে?
[ক] যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স
✅ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি
[গ] জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য
[ঘ] যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি

৪০. বর্তমানে শিল্পজাত পণ্য রপ্তানি করে মোট রপ্তানি আয়ের কত ভাগ অর্জিত হচ্ছে?
[ক] ৫০%
✅ ৯০%
[গ] ৬৯%
[ঘ] ৬০%

৪১. পূর্বে বাংলাদেশ কোন ধরনের দ্রব্য রপ্তানি করত?
[ক] ভোগ্যপণ্য
[খ] মূলধনী পণ্য
[গ] হস্তশিল্পপণ্য
✅ কাঁচামাল

৪২. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশি পণ্যের দ্বিতীয় গন্তব্যস্থল হিসেবে কোন দেশ রয়েছে?
[ক] শ্রীলংকা
✅ পাকিস্তান
[গ] আফগানিস্তান
[ঘ] নেপাল

৪৩. বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বর্তমানে কোন খাতের নিরঙ্কুশ প্রাধান্য রয়েছে?
[ক] সরকারি খাতে
[খ] বস্ত্র খাতে
✅ বেসরকারি খাতে
[ঘ] ব্যক্তি খাতে

৪৪. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে কোন দেশ থেকে?
✅ ভারত
[খ] পাকিস্তান
[গ] শ্রীলংকা
[ঘ] নেপাল

৪৫. বাংলাদেশের রপ্তানিযোগ্য প্রধান প্রাথমিক পণ্য হলো-
i. চা
ii. চামড়া
iii. হিমায়িত খাদ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. অতীতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য গঠিত ছিল-
i. পাট, চা, চামড়া নিয়ে
ii. কতিপয় কৃষিপণ্য নিয়ে
iii. ঔষুধি উদ্ভিদ, শাকসবজি ও হস্তশিল্প নিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৭. বাংলাদেশ সরকারের আমদানি হ্রাসের উল্লেখযোগ্য দিক হলো-
i. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন
ii. বিলাস দ্রব্য আমদানি নিষেধ
iii. অপ্রয়োজনীয় আমদানির ওপর অধিক শুল্ক ধার্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানিকৃত পণ্যের একটি আইটেম রপ্তানি করে রপ্তানি আয়ের ৭৮.৫০% আয় করে।

৪৮. রপ্তানিকৃত আইটেমটি নাম কী?
✅ তৈরি পোশাক
[খ] চা
[গ] পাট
[ঘ] চামড়া

৪৯. একটি দেশের রপ্তানির পরিমাণ বাড়লে-
i. বাজার সম্প্রসারণ হয়
ii. জীবনযাত্রার মান বাড়ে
iii. উৎপাদন বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০. যে প্রক্রিয়ায় একটি দেশ অন্য দেশের পণ্য ও সেবা ক্রয় করে তাকে কী বলে?
[ক] আমদানি
[খ] রপ্তানি
✅ আমদানি বাণিজ্য
[ঘ] রপ্তানি বাণিজ্য

৫১. কোনটি আমদানিকৃত শিল্প পণ্য?
[ক] লৌহ
[খ] কলকব্জা
✅ স্টেপেল ফাইবার
[ঘ] ইস্পাত

৫২. ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ চাল আমদানিতে ব্যয় করে-
✅ ৩১ মি. মার্কিন ডলার
[খ] ৫০ মি. মার্কিন ডলার
[গ] ৩৬ মি. মার্কিন ডলার
[ঘ] ৪৮ মি. মার্কিন ডলার

৫৩. বাংলাদেশের আমদানি পণ্যসমূহকে প্রধানত কয় শ্রেণিতে ভাগ করা যায়?
[ক] ২ শ্রেণি
[খ] ৩ শ্রেণি
✅ ৪ শ্রেণি
[ঘ] ৫ শ্রেণি

৫৪. নিচের কোনটি আমদানিকৃত প্রাথমিক পণ্য?
[ক] কৃষি যন্ত্রপাতি
[খ] সুতা
✅ অপরিশোধিত পেট্রোলিয়াম
[ঘ] কাপড়

৫৫. ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ গম আমদানিতে কত ব্যয় করে?
[ক] ২১০ মি. মার্কিন ডলার
[খ] ৫৭০ মি. মার্কিন ডলার
[গ] ৩০০ মি. মার্কিন ডলার
✅ ৮১০ মি. মার্কিন ডলার

৫৬. ২০১৬-১৭ অর্থবছরে অপরিশোধিত পেট্রোলিয়াম আমদানিতে কত ব্যয় হয়েছিল?
[ক] ২১০ মি. মার্কিন ডলার
[খ] ৫৭০ মি. মার্কিন ডলার
[গ] ৩০০ মি. মার্কিন ডলার
✅ ৩১৬ মি. মার্কিন ডলার

৫৭. সাধারণত প্রাথমিক পণ্য বলতে কোনটি বোঝায়?
[ক] খাদ্যশস্যকে
✅ কৃষিপণ্যকে
[গ] ভোগ্যপণ্যকে
[ঘ] শিল্প পণ্যকে

৫৮. বাংলাদেশে আমদানিকৃত ক্লিংকার কোন শিল্পে ব্যবহার করা হয়?
✅ সিমেন্ট
[খ] সার
[গ] পরিবহণ
[ঘ] বস্ত্র

৫৯. বাংলাদেশ সরকার বিলাস দ্রব্যের আমদানি রোধের উদ্দেশ্যে কোন শুল্কের হার বাড়িয়ে দিয়েছে?
[ক] আবগারি শুল্ক
✅ আমদানি শুল্ক
[গ] মূল্য সংযোজন কর
[ঘ] বাণিজ্য শুল্ক

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. সাকিব এন্টারপ্রাইজ সারা বছর ধরে সয়াবিন তেল পাইকারি বিক্রি করে। এজন্য সরকার কোনটি আমদানি করে?
[ক] তৈলবীজ
[খ] পেট্রোলিয়াম সামগ্রি
[গ] স্টেপল ফাইবার
✅ ভোজ্য তেল

৬১. Globalization শব্দটির পৃথিবীতে প্রথম শুরু হয় কোন দশকে?
[ক] পঞ্চাশের দশকে
✅ ষাটের দশকে
[গ] সত্তরের দশকে
[ঘ] আশির দশকে

৬২. কোন সালে রোনাল্ড রবার্টসন বিশ্বায়নের ওপর প্রথম প্রবন্ধ রচনা করেন?
[ক] ১৯৬০ সালে
[খ] ১৯৭০ সালে
[গ] ১৯৮০ সালে
✅ ১৯৮৫ সালে

৬৩. 'বিশ্বায়ন হলো বিশ্বের সঙ্কোচন এবং পরস্পর নির্ভরশীলতা' কে বলেছেন?
[ক] এন্থনি গিভেন্স
[খ] ডেভিড রিকার্ডো
✅ রোনাল্ড রবার্টসন
[ঘ] মাটিন আলব্রো

৬৪. কোন সালে 'Globalization' শব্দটি প্রথম ব্যবহৃত হয়?
[ক] ১৪৪১
[খ] ১৫৫০
✅ ১৭৭৬
[ঘ] ১৮৫১

৬৫. অতীতে বিশ্বায়ন বলতে কোনটিকে বোঝানো হতো?
[ক] পণ্যের অবাধ প্রবাহকে
[খ] শ্রমের অবাধ প্রবাহকে
✅ ঔপনিবেশিক সাম্রাজ্যকে
[ঘ] দাস ব্যবসাকে

৬৬. কাঁচাপাট উৎপাদন ও রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের কত তম দেশ?
[ক] প্রথম
✅ দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৬৭. বাংলাদেশ বিশ্ববাজারে যে সকল পণ্য দীর্ঘকাল ধরে রপ্তানি করে আসছে সেগুলোকে কোন ধরনের পণ্য বলে?
[ক] প্রাথমিক পণ্য
[খ] অপ্রচলিত পণ্য
✅ প্রচলিত পণ্য
[ঘ] রপ্তানি পণ্য

৬৮. যে সকল পণ্য কিছুকাল পূর্বেও রপ্তানি করা হতো না কিন্তু সাম্প্রতিক কালে রপ্তানি করা হয় সেগুলোকে কোন ধরনের পণ্য বলে?
[ক] প্রাথমিক পণ্য
✅ অপ্রচলিত পণ্য
[গ] প্রচলিত পণ্য
[ঘ] রপ্তানি পণ্য

৬৯. অপ্রচলিত পণ্যের মধ্যে কোন আইটেমটি বর্তমানে রপ্তানি বাণিজ্যে শীর্ষস্থান দখল করেছে?
[ক] কাঁচাপাট ও পাটজাতদ্রব্য
✅ তৈরি পোশাক
[গ] হস্তশিল্প পণ্য
[ঘ] নিটওয়্যার

৭০. কোনটি বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার?
✅ যুক্তরাষ্ট্র
[খ] যুক্তরাজ্য
[গ] জার্মানি
[ঘ] ফ্রান্স

৭১. কোনটির সাথে সম্পর্কিত দ্রব্যগুলোকে সাধারণত প্রাথমিক পণ্য বলা হয়?
[ক] শিল্পের
✅ কৃষির
[গ] উৎপাদনের
[ঘ] ভোগের

৭২. বাংলাদেশের পোশাক শিল্প কোন উপাদানটি ব্যবহার করে বিশ্বে পরিচিত হয়ে উঠেছে?
[ক] সস্তা তুলা
[খ] সস্তা সুতা
[গ] সস্তা কাপড়
✅ সস্তা শ্রমিক

৭৩. আতিক এন্টারপ্রাইজ প্রতি বছর ২ কোটি টাকার গেঞ্জি, মোজা রপ্তানি করে থাকে। এগুলো কোন ধরনের অপ্রচলিত রপ্তানি পণ্য?
✅ নিটওয়্যার
[খ] তৈরি পোশাক
[গ] হস্তশিল্পজাত দ্রব্য
[ঘ] খুচরা গার্মেন্টস

৭৪. ২০১০ সালের ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার তথ্য অনুযায়ী নিবন্ধিত কতটি তৈরি পোশাক কারখানা নিয়ে পোশাক শিল্প গঠিত?
[ক] ৪৫০০টি
[খ] ৫২০০টি
✅ ৫০০০টি
[ঘ] ৫৫০০টি

৭৫. কোনটি বাংলাদেশের আদি শিল্প?
[ক] কাগজ শিল্প
[খ] চামড়া শিল্প
✅ হস্তশিল্প
[ঘ] পাট শিল্প

৭৬. 'White Gold' নিচের কোনটি?
[ক] কাঁচা পাট
✅ হিমায়িত চিংড়ি
[গ] হস্তশিল্প পণ্য
[ঘ] হোসিয়ারি পণ্য

৭৭. বাংলাদেশের সর্ববৃহৎ মাছ প্রক্রিয়াকরণ কারখানা কোথায় অবস্থিত?
[ক] সিলেট
[খ] খুলনা
✅ চট্টগ্রাম
[ঘ] রাজশাহী

৭৮. কোনটি বাংলাদেশি রপ্তানি পণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার?
[ক] যুক্তরাজ্য
✅ জার্মানি
[গ] ফ্রান্স
[ঘ] বেলজিয়াম

৭৯. HR গ্রুপ প্রতি বছর শার্টের কাপড়, প্যান্টের কাপড়, বিছানার চাদর, লিঙ্গ প্রভৃতি রপ্তানি করে। এগুলো কোন ধরনের অপ্রচলিত পণ্য?
[ক] নিটওয়্যার
✅ হোম টেক্সটাইল
[গ] তৈরি পোশাক
[ঘ] হোসিয়ারি পণ্য

৮০. নিচের কোনগুলো নতুন অপ্রচলিত পণ্য?
✅ দিয়াশলাই, পারটেক্স, রেয়ন
[খ] রেয়ন, মশলা, ব্যাঙের পা
[গ] লোনামাছ, বইপুস্তক ও সাময়িকী
[ঘ] ন্যাপথা, ফার্নেস অয়েল ও বিটুমিন

৮১. সনাতন পদ্ধতি অনুসারে রপ্তানি দ্রব্যসমূহকে ভাগ করা যায়-
i. শিল্পজাত রপ্তানি দ্রব্য
ii. প্রচলিত রপ্তানি পণ্য
iii. অপ্রচলিত রপ্তানি পণ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দাও:
আমেরিকার বিশিষ্ট অর্থনীতিবিদ রিকি রিচার্ডস সম্প্রতি বাংলাদেশে এসে বেশ কয়েকটি দ্রব্যসামগ্রী উৎপাদনের ব্যাপারে সরকারকে আরও যত্নশীল হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি যেসব দ্রব্যসামগ্রীর কথা বলেছেন তার মধ্যে অন্যতম রয়েছে-কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চা, চামড়া, হিমায়িত খাদ্য ইত্যাদি।

৮২. রিকি রিচার্ডস এর বক্তব্যে বাংলাদেশের কোন ধরনের পণ্যের গুরুত্ব প্রকাশিত হয়েছে?
[ক] অপ্রচলিত পণ্য
[খ] বিলাসদ্রব্য
[গ] আমদানি পণ্য
✅ রপ্তানি পণ্য

৮৩. উক্ত পণ্য সম্প্রসারণের জন্য প্রয়োজন-
i. শুল্ক রেয়াত
ii. আমদানি নীতি উদারিকরণ
iii. ট্যাক্স হলিডে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৪. কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়?
[ক] ১৪৪১
[খ] ১৫৫০
✅ ১৯৯৫
[ঘ] ১৮৫১

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৫-৮৭ নং প্রশ্নের উত্তর দাও:
ড. কাইয়ুম প্রাচীন বাংলার অর্থনীতি নিয়ে গবেষণা করছেন। বস্ত্র, পান, সুপারি, তুলা প্রভৃতি রপ্তানি হতো। তখনকার বিদেশি বণিকেরা এদেশের হস্তশিল্পজাত পণ্যের ভূয়সী প্রশংসা করত।

৮৫. ড. কাইয়ুমের তথ্য মতে, আগে যেসব পণ্য রপ্তানি করা হতো সেগুলো থেকে বর্তমানে কোনটি সবচেয়ে বেশি আমদানি করা হয়?
[ক] চাল
[খ] সুতি বস্ত্র
✅ তুলা
[ঘ] পানসুপারি

৮৬. উদ্দীপকের তথ্য মতে, কোন পণ্যটি বর্তমানে অপ্রচলিত রপ্তানি পণ্য?
[ক] চাল
[খ] বস্তা
[গ] তুলা
✅ হস্তশিল্পজাত দ্রব্য

৮৭. বিদেশি বণিকেরা যে পণ্যটির প্রশংসা করত সেটির উল্লেখযোগ্য দ্রব্য হলো-
i. বাঁশ ও বেতের তৈরি জিনিস
ii. কার্পেট ও ত্রিপল
iii. কাঠ, মাটি, বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে তৈরি জিনিস

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতিত্ব কে করেন?
[ক] মাননীয় রাষ্ট্রপতি
[খ] মাননীয় অর্থমন্ত্রী
✅ মাননীয় প্রধানমন্ত্রী
[ঘ] মহাসচিব

৮৯. বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকার কোন সংস্থাটি গঠন করেছে?
[ক] রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল
✅ রপ্তানি উন্নয়ন ব্যুরো
[গ] ট্রেডিং কর্পোরেশন
[ঘ] রপ্তানি উন্নয়ন স্কিম

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. রপ্তানি মেলার ফলে দেশীয় পণ্য কোন বাজার দখল করে?
[ক] দেশীয় বাজার
✅ বিদেশের বাজার
[গ] স্থানীয় বাজার
[ঘ] দ্রব্য বাজার

৯১. কোনটির মাধ্যমে বাংলাদেশি পণ্য সম্পর্কে বিদেশিরা জানতে পারবে এর রপ্তানির পরিমাণ বাড়বে?
[ক] বাণিজ্য চুক্তি স্থাপনের মাধ্যমে
✅ মেলায় অংশগ্রহণের মাধ্যমে
[গ] বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর মাধ্যমে
[ঘ] প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে

৯২. কার উদ্যোগে সরকার প্রতিবছর জাতীয় রপ্তানি মেলার আয়োজন করে থাকে?
✅ রপ্তানি উন্নয়ন ব্যুরো
[খ] বাণিজ্য মন্ত্রণালয়
[গ] শিল্প মন্ত্রণালয়
[ঘ] রপ্তানি নিশ্চিতকরণ স্কিম

৯৩. শ্রেষ্ঠ রপ্তানিকারকদের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার কোনটি?
[ক] প্রধানমন্ত্রী ট্রফি
[খ] বাণিজ্য ট্রফি
✅ রাষ্ট্রপতি ট্রফি
[ঘ] গোল্ড মেডেল

৯৪. কার উদ্যোগে সরকার প্রতিবছর জাতীয় রপ্তানি মেলার আয়োজন করে থাকে?
✅ রপ্তানি উন্নয়ন ব্যুরো
[খ] বাণিজ্য মন্ত্রণালয়
[গ] শিল্প মন্ত্রণালয়
[ঘ] রপ্তানি নিশ্চিতকরণ স্কিম

৯৫. কোন ধরনের পণ্যের রপ্তানি বাড়ানোর জন্য সরকার আয়কর রিবেট সুবিধা প্রদান করে?
✅ অপ্রচলিত পণ্য
[খ] প্রচলিত পণ্য
[গ] কৃষিজাত পণ্য
[ঘ] শিল্পজাত পণ্য

৯৬. রপ্তানি শিল্পের দ্রুত বিকাশের জন্য উদ্যোক্তাকে কী সুবিধা দেওয়া হয়?
✅ ট্যাক্স হলিডে
[খ] কোটা নির্ধারণ
[গ] ভ্যাট আরোপ
[ঘ] ভর্তুকি

৯৭. বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির জন্য কোনটি প্রতিরোধ করা দরকার?
✅ চোরাচালান ও দুর্নীতি
[খ] কোটা নির্ধারণ
[গ] ভ্যাট আরোপ
[ঘ] ভর্তুকি

৯৮. বাংলাদেশের রপ্তানি নীতির লক্ষ্য হলো-
i. পণ্যের বহুমুখীকরণ
ii. ই-কমার্সের ব্যবহার কৌশল গ্রহণ করা
iii. কাঁচামাল সহজলভ্য করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. রপ্তানি উন্নয়ন ব্যুরোর মুখ্য উদ্দেশ্য-
i. ব্যাপক প্রচার
ii. বাজার অনুসন্ধান
iii. পণ্যের মান উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০.বিশ্বায়ন সম্পর্কে 'Introduction to Globalization' গ্রন্থটি কে লিখেছেন?
[ক] এন্থনি গিভেন্স
[খ] স্যাক
[গ] রোনাল্ড রবার্টসন
✅ মাটিন আলব্রো
Share:

0 Comments:

Post a Comment