HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 2nd paper mcq question and answer. HSC economic 2nd paper mcq question pdf download. hsc economics 2nd paper guide pdf.

উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৭

HSC Economics 2nd Paper
MCQ
question and answer pdf download.

১. প্রাচীনপন্থী অর্থনীতিবিদরা কীসের ভিত্তিতে মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিয়েছেন?
✅ অর্থের পরিমাণ
[খ] চাহিদার পরিমাণ
[গ] উৎপাদনের পরিমাণ
[ঘ] বাজার প্রতিযোগিতা

২. কোনটি মুদ্রাস্ফীতির হ্রাসের জন্য দায়ী?
✅ অর্থ সরবরাহ হ্রাস
[খ] উৎপাদন হ্রাস
[গ] সরকারি ব্যয় বৃদ্ধি
[ঘ] মজুরি বৃদ্ধি

৩. 'অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে' - উক্তিটি কার?
✅ হট্টের
[খ] পিগুর
[গ] বিনস
[ঘ] মার্শাল

৪. আধুনিক অর্থনীতিবিদরা মুদ্রাস্ফীতির সংজ্ঞা ও প্রকৃতি নির্ণয়ে কোনটি ব্যবহার করেন?
[ক] জাতীয় উৎপাদন
✅ জাতীয় আয়সূচক
[গ] জাতীয় বাজেট
[ঘ] দ্রব্যমূল্য বৃদ্ধি

৫. অর্থের যোগান বৃদ্ধির সাথে সাথে কোনটি বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হবে না?
✅ দ্রব্যসামগ্রীর যোগান
[খ] সম্পদের সুষম বণ্টন
[গ] ভোগ প্রবণতা
[ঘ] কার্যকর চাহিদা

৬. কোনটি মুদ্রাস্ফীতির অন্যতম বৈশিষ্ট্য?
[ক] দামস্তর হ্রাস
[খ] যোগান বৃদ্ধি
✅ ক্রয়ক্ষমতা হ্রাস
[ঘ] চাহিদা হ্রাস

৭. মুদ্রাস্ফীতি মূলত কী নির্দেশ করে?
[ক] দাম বৃদ্ধির হার
[খ] যোগান স্বল্পতা
✅ দাম বৃদ্ধির প্রক্রিয়া
[ঘ] আয় বৃদ্ধির প্রক্রিয়া

৮. অর্থের যোগান স্থির থেকে উৎপাদন কমে গেলে কোনটি দেখা দেয়?
[ক] আয় হ্রাস
[খ] দাম হ্রাস
✅ মুদ্রাস্ফীতিঘ চাহিদা হ্রাস

৯. জামাল সাহেব আগে অল্প টাকা দিয়েই প্রয়োজনীয় বাজার করতে পারতেন। কিন্তু বর্তমানে ব্যাগ ভর্তি টাকা দিয়েও পকেট ভর্তি বাজার হয় না। অর্থনীতিতে এ ধরনের সমস্যাকে কী বলে?
[ক] আয় হ্রাস
[খ] দাম হ্রাস
✅ মুদ্রাস্ফীতিঘ চাহিদা হ্রাস

১০. মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে অর্থের মূল্য কী হয়?
[ক] বৃদ্ধি পায়
✅ হ্রাস পায়
[গ] স্থির থাকে
[ঘ] ক্রমে বৃদ্ধি পায়

১১. কোনটি মুদ্রাস্ফীতির কারণ?
[ক] উৎপাদন ব্যয় হ্রাস
[খ] উপকরণের দাম হ্রাস
✅ মুদ্রার অবমূল্যায়ন
[ঘ] পরিবহন ব্যয় হ্রাস

১২. একটি দেশে মুদ্রাস্ফীতি ঘটলে-
i. দ্রব্যের দাম ক্রমেই বাড়ে
ii. কার্যকর চাহিদা দ্রুত বাড়ে
iii. অর্থের মূল্য ক্রমাগত কমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩. একটি দেশে মুদ্রাস্ফীতি ঘটলে কমে যায়-
i. অর্থের ক্রয়ক্ষমতা
ii. অর্থের তুলনায় দ্রব্যের যোগান
iii. মানুষের আয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
মি. রাকিব একটি দেশ ভ্রমণে গিয়ে দেখল যে, ঐ দেশে ২০১৬ সালে সার্বিক দামস্তর ছিল ৫৬০ এবং ২০১৭ সালে সার্বিক দামস্তর হচ্ছে ৬১০, দেশটিতে মুদ্রার যোগান ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় দামস্তর ক্রমাগত বাড়ছে। ফলে মুদ্রাস্ফীতির হার ক্রমাগত বাড়ছে।

১৪. মি. রাকিবের ভ্রমণকৃত দেশটিতে ২০১৭ তে মুদ্রাস্ফীতির হার কত?
✅ ৮.৯৩%
[খ] ৯.৪৫%
[গ] ৯.৯৩%
[ঘ] ১০.১১%

১৫. উক্ত হার পরিমাপে বিবেচনা করতে হয়-
i. চলতি বছরের দামস্তর
ii. ভিত্তি বছরের দামস্তর
iii. চলতি বছরের আয়স্তর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. উদ্ভবের কারণের ভিত্তিতে মুদ্রাস্ফীতি কত প্রকার?
✅ ২
[খ] ৫
[গ] ৭
[ঘ] ৯

১৭. দেশে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে কোন মুদ্রাস্ফীতি দেখা দেয়?
✅ চাহিদা প্ররোচিত
[খ] ব্যয় প্ররোচিত
[গ] আয় প্ররোচিত
[ঘ] যোগান প্ররোচিত

১৮. দ্রব্যমূল্য দ্রুত গতিতে বাড়লে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
[ক] ধীর মুদ্রাস্ফীতি
✅ উলস্নম্ফন মুদ্রাস্ফীতি
[গ] অতি উচ্চ মুদ্রাস্ফীতি
[ঘ] চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি

১৯. অর্থনৈতিক কর্মকান্ডকে উজ্জীবিত করে কোন ধরনের মুদ্রাস্ফীতি?
[ক] ধীর মুদ্রাস্ফীতি
✅ মৃদু মুদ্রাস্ফীতি
[গ] অতি উচ্চ মুদ্রাস্ফীতি
[ঘ] চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি

২০. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দাম নিয়ন্ত্রণ, রেশনিং, প্রভৃতি সরকারি ব্যবস্থা গ্রহণ করা হলে কোন ধরনের মুদ্রাস্ফীতি ঘটে?
[ক] ধীর মুদ্রাস্ফীতি
[খ] মৃদু মুদ্রাস্ফীতি
✅ দমিত মুদ্রাস্ফীতি
[ঘ] চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি

২১. সরকার কর্তৃক প্রচলিত অর্থের পরিমাণ বৃদ্ধির ফলে দামস্তর বাড়লে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায়?
✅ মুদ্রা বৃদ্ধিজনিত
[খ] ঋণ বৃদ্ধিজনিত
[গ] চাহিদা বৃদ্ধিজনিত
[ঘ] উৎপাদন ব্যয়জনিত

২২. দামস্তর ধীরে ধীরে এবং ক্রমশ বৃদ্ধি পেয়ে তা সহনীয় পর্যায়ে থাকলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
[ক] ধীর মুদ্রাস্ফীতি
✅ মৃদু মুদ্রাস্ফীতি
[গ] অতি উচ্চ মুদ্রাস্ফীতি
[ঘ] চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি

২৩. আর্থিক ব্যয় বৃদ্ধির ফলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
✅ প্রকৃত মুদ্রাস্ফীতি
[খ] মৃদু মুদ্রাস্ফীতি
[গ] অতি উচ্চ মুদ্রাস্ফীতি
[ঘ] চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি

২৪. উৎপাদন উপকরণের দাম বৃদ্ধির ফলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়?
✅ ব্যয় প্ররোচিত
[খ] চাহিদা প্ররোচিত
[গ] অয় প্ররোচিত
[ঘ] যোগান প্ররোচিত

২৫. কোন ধরনের মুদ্রাস্ফীতিতে বাহ্যিক উপাদান তথা বহির্বিশ্বে প্রভাব ফেলে?
✅ খরচ বৃদ্ধিজনিত
[খ] চাহিদা বৃদ্ধিজনিত
[গ] ধীর মুদ্রাস্ফীতি
[ঘ] ঋণ বৃদ্ধিজনিত

২৬. কোন ধরনের মুদ্রাস্ফীতির স্থায়িত্ব স্বল্পকাল?
✅ খরচ বৃদ্ধিজনিত
[খ] চাহিদা বৃদ্ধিজনিত
[গ] ধীর মুদ্রাস্ফীতি
[ঘ] ঋণ বৃদ্ধিজনিত

২৭. কোন ধরনের মুদ্রাস্ফীতিতে অর্থ প্রায় মূল্যহীন হয়ে পড়ে?
[ক] পদসঞ্চারী মুদ্রাস্ফীতি
[খ] মৃদু মুদ্রানীতি
✅ অতি মুদ্রাস্ফীতি
[ঘ] দমিত মুদ্রাস্ফীতি

২৮. কীসের মাধ্যমে সমাজে মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মাত্রা বোঝা যায়?
✅ মুদ্রাস্ফীতি পরিমাপ
[খ] আয় পরিমাপ
[গ] মূল্য পরিমাপ
[ঘ] ব্যয় পরিমাপ

২৯. কারণ অনুসারে মুদ্রাস্ফীতি হলো-
i. মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
ii. ধাবমান মুদ্রাস্ফীতি
iii. ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. দাম বৃদ্ধির গতিবেগ অনুসারে মুদ্রাস্ফীতির প্রকারভেদ হলো-
i. ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
ii. মৃদু বা সহনীয় মুদ্রাস্ফীতি
iii. ধাবমান বা অতি মুদ্রাস্ফীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. মুদ্রাস্ফীতির সময় কর ও মুনাফা বৃদ্ধি পেলে কার আয় বাড়ে?
✅ সরকার
[খ] কৃষক
[গ] উৎপাদক
[ঘ] উৎপাদনকারী

৩২. ব্যাংক হার বাড়লে বাণিজ্যিক ব্যাংকের সুদের হারে কী পরিবর্তন হয়?
✅ বাড়ে
[খ] কমে
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] উৎপাদন বন্ধ করে

৩৩. কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয় তাকে কী বলে?
[ক] সুদের হার
[খ] মুদ্রাস্ফীতি
✅ ব্যাংক হার
[ঘ] কলমানি

৩৪. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা বেশি কার্যকর?
✅ আর্থিক ব্যবস্থা
[খ] প্রত্যক্ষ নিয়ন্ত্রণ
[গ] রাজস্বনীতি
[ঘ] ঋণ নিয়ন্ত্রণ

৩৫. মুদ্রাস্ফীতির প্রতিকারের উপায় কোনটি?
[ক] ব্যাংক হার হ্রাস
✅ খোলা বাজারে বন্ড বিক্রয়
[গ] নগদ রিজার্ভ অনুপাত হ্রাস
[ঘ] সম্প্রসারণমূলক ঋণনীতি গ্রহণ

৩৬. জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা বাড়ানোর উপায় কোনটি?
[ক] আমানতের সুদ হার হ্রাস
✅ আমানতের সুদ হার বৃদ্ধি
[গ] বেতন বৃদ্ধি
[ঘ] বেতন হ্রাস

৩৭. নিচের কোনটি দ্রব্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণের প্রত্যক্ষ উপায় নয়?
[ক] মূল্য বেঁধে দেওয়া
[খ] সরবরাহ নিয়ন্ত্রণ
✅ সুদ হার নিয়ন্ত্রণ
[ঘ] রেশনিং ব্যবস্থা

৩৮. মুদ্রাস্ফীতি পরিমাপে কয় ধরনের সূচকের ব্যবহার করা হয়?
[ক] দুই ধরনের
✅ তিন ধরনের
[গ] চার ধরনের
[ঘ] পাঁচ ধরনের

৩৯. উৎপাদকের মূল্য সূচক পদ্ধতিটি কত সাল থেকে ব্যবহৃত হচ্ছে?
[ক] ১৯৯০
[খ] ১৭৯৮
[গ] ১৮৯৯
✅ ১৮৯০

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

৪০. উৎপাদকের মূল্যসূচক পরিমাপের কয়টি সূত্র রয়েছে?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৪১. বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব বেশি?
[ক] ধনী কৃষক ও শিল্প উদ্যোক্তাদের ক্ষেত্রে
[খ] সেবা উৎপাদন ক্ষেত্রে
✅ স্বল্প আয়ের ব্যক্তিবর্গ এবং সঞ্চয় ও পুঁজি গঠন ক্ষেত্রে
[ঘ] ব্যবসায়ীদের ক্ষেত্রে

৪২. কোনটি পাইকারি মূল্যসূচক?
✅ উৎপাদকের দাম সূচক
[খ] ভোক্তার দাম সূচক
[গ] GNP মূল্য সূচক
[ঘ] GNP Deflator

৪৩. ভোক্তার মূল্যসূচক শতকরা যে হারে বৃদ্ধি পায় তাকে কী বলে?
✅ মুদ্রাস্ফীতির হার
[খ] মূল্যসূচকের হার
[গ] উৎপাদকের মূল্যসূচক
[ঘ] অব্যক্ত অবমূল্যায়ন সূচক

৪৪. উৎপাদনে ব্যবহৃত উপকরণসমূহের ব্যয় পরিমাপ করে কোনটি নির্ণয় করা যায়?
[ক] মুদ্রাস্ফীতিজনিত ফাঁক
✅ উৎপাদকের মূল্যসূচক
[গ] ভোক্তার মূল্যসূচক
[ঘ] অব্যক্ত অবমূল্যায়ন সূচক

৪৫. সাধারণত মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয় কোন ভিত্তিতে?
✅ পয়েন্ট টু পয়েন্ট
[খ] দশক ওয়ারি
[গ] দামস্তর টু দামস্তর
[ঘ] বছর টু বছর

৪৬. কোনো দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নির্ণয়ের জন্য কোন পদ্ধতি শ্রেয়?
[ক] মুদ্রাস্ফীতিজনিত ফাঁক
[খ] উৎপাদকের মূল্যসূচক
[গ] ভোক্তার মূল্যসূচক
✅ অবমূল্যায়ন সূচক

৪৭. পূর্ববর্তী বছরের সাথে যে বছরের দামস্তর তুলনা করা হয় তাকে কী বলে?
[ক] হিসাবি বছর
[খ] তুল্য বছর
[গ] ভিত্তি বছর
[ঘ] নির্ধারক বছর

৪৮. বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যে দাম বিবেচনা করা হয়, সেই দামের ভিত্তিতে কী নির্ণয় করা হয়?
[ক] CPI
[খ] EPI
✅ PPI
[ঘ] GNP Deflator

৪৯. পণ্য সরবরাহের থেকে সম্ভাব্য ব্যয় ভিত্তি বছরের চেয়ে বেশি হলে সেই বাড়তি ব্যয়কে কী বলে?
[ক] অব্যক্ত অবমূল্যায়ন
[খ] উৎপাদকের মূল্যসূচক
✅ মুদ্রাস্ফীতিজনিত ফাঁক
[ঘ] ভোক্তার মূল্যসূচক

৫০. সূচক সংখ্যা বৃদ্ধি পেলে কোনটি বৃদ্ধি পায়?
✅ মুদ্রাস্ফীতি
[খ] যোগান
[গ] অর্থমূল্য
[ঘ] চাহিদা

৫১. উৎপাদকের মূল্যসূচকে কোন ধরনের দ্রব্যের ব্যয় বিবেচনা করা হয়?
[ক] চূড়ান্ত দ্রব্য
[খ] প্যাকেটজাত দ্রব্য
✅ মাধ্যমিক দ্রব্য
[ঘ] বিলাসজাত দ্রব্য

৫২. ভোক্তার মূল্যসূচক মুদ্রাস্ফীতির হার কত ভাবে বিবেচনা করা যায়?
[ক] ২ ভাবে
✅ ৩ ভাবে
[গ] ৪ ভাবে
[ঘ] ৫ ভাবে

৫৩. সূচকের সাহায্যে মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতিগুলো হলো-
i. ভোক্তার মূল্যসূচক
ii. উৎপাদকের মূল্যসূচক
iii. অব্যক্ত অবমূল্যায়ন সূচক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৪. দ্রব্যসামগ্রীর গড় দাম নির্ণয়ে কোন পদ্ধতি ব্যবহৃত হবে তা নির্ভর করে-
i. ভিত্তি বছরের ওপর
ii. সূচক তৈরির উদ্দেশ্যের উপর
iii. দ্রব্যের প্রকৃতির উপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. সম্ভাব্য ব্যয় নির্ধারিত হয়-
i. ভোগের প্রেক্ষিতে
ii. সঞ্চয়ের প্রেক্ষিতে
iii. কর কাঠামোর মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও:
২০১০ সালে চালের দাম ছিল প্রতি কেজি ৪০ টাকা এবং ডালের দাম ছিল প্রতি কেজি ১০০ টাকা। ২০১১ সালে চালের দাম বেড়ে প্রতি কেজি হলো ৫০ টাকা এবং ডালের দাম বেড়ে প্রতি কেজি হলো ১২০ টাকা।

৫৬. অনুচ্ছেদ থেকে কোন পদ্ধতিতে মুদ্রাস্ফীতি পরিমাপ করা যাবে?
[ক] অব্যক্ত অবমূল্যায়ন সূচক
[খ] উৎপাদকের মূল্যসূচক
[গ] মুদ্রাস্ফীতিজনিত ফাঁক
✅ ভোক্তার মূল্যসূচক

৫৭. অনুচ্ছেদটি বিশ্লেষণে বোঝা যায়-
i. মূল্যসূচক ১২১.৪২%
ii. মুদ্রাক্ষীতির হার ২১.৪২%
iii. উৎপাদক মূল্যসূচক ২১.৪২%

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. মুদ্রাস্ফীতির কারণ কোনটি?
✅ অর্থের চাহিদা বৃদ্ধি
[খ] ব্যাংক ঋণের সংকোচন
[গ] অর্থের যোগান বৃদ্ধি
[ঘ] উৎপাদন বৃদ্ধি

৫৯. কখন মানুষের ক্রয়ক্ষমতা ও চাহিদা বৃদ্ধি পায়?
[ক] উৎপাদন বৃদ্ধিতে
✅ ব্যয়যোগ্য আয় বৃদ্ধিতে
[গ] যোগান বৃদ্ধিতে
[ঘ] জনসংখ্যা বৃদ্ধিতে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. দ্রব্যের উৎপাদন হ্রাসের কারণ কোনটি?
[ক] অর্থের যোগান বৃদ্ধি
[খ] বেতন বৃদ্ধি
[গ] চাহিদা বৃদ্ধি
✅ মূলধনসামগ্রীর অভাব

৬১. আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হলে কোন ধরনের মুদ্রাস্ফীতি হয়?
✅ বাণিজ্যের উদ্বৃত্ত
[খ] লেনদেনের ভারসাম্যহীনতা
[গ] ঘাটতি বায়
[ঘ] ভোগ বৃদ্ধি

৬২. উৎপাদন, যোগান ও আয় অপরিবর্তিত থাকলেও কোন কারণে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে?
[ক] মুদ্রা চালু
[খ] শুল্ক বৃদ্ধি
[গ] ভর্তুকি প্রদান
✅ জনসংখ্যা বৃদ্ধি

৬৩. অর্থের যোগান অপরিবর্তিত থেকে উৎপাদন কমে গেলে কী ঘটে?
✅ মুদ্রাস্ফীতি
[খ] মুদ্রাসংকোচন
[গ] দাম হ্রাস
[ঘ] চাহিদা হ্রাস

৬৪. বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হলে কী ঘটে?
✅ মুদ্রাস্ফীতি
[খ] মুদ্রাসংকোচন
[গ] দাম হ্রাস
[ঘ] চাহিদা হ্রাস

৬৫. ভোগ ও বিনিয়োগ বৃদ্ধি সত্ত্বেও কোনটি বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দেবে না?
[ক] অর্থপ্রবাহ চাহিদা
✅ উৎপাদন
[গ] খণপ্রবাহ
[ঘ] মুদ্রাস্ফীতি

৬৬. কোন ধরনের করের হার বৃদ্ধি করলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়?
[ক] প্রত্যক্ষ কর
[খ] আমদানি শুল্ক
✅ পরোক্ষ কর
[ঘ] রপ্তানি শুল্ক

৬৭. পরোক্ষ কর বৃদ্ধি করলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ক্ষেত্রে মূল্যস্তর কী হয়?
[ক] কমে যায়
✅ বৃদ্ধি পায়
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] অর্ধেক হয়

৬৮. বাংলাদেশে জ্বালানি তেলের ওপর থেকে ভর্তুকি হ্রাসের প্রভাবে কী ঘটেছে?
✅ মূল্য বৃদ্ধি
[খ] মূল্য হ্রাস
[গ] মুদ্রা সংকোচন
[ঘ] যোগান হ্রাস

৬৯. উন্নয়নমূলক কাজের জন্য সরকারি ব্যয় যে হারে বাড়ে সেই হারে কী বাড়লে মুদ্রাস্ফীতি হবে না?
[ক] অর্থ প্রবাহ
✅ উৎপাদন
[গ] চাহিদা
[ঘ] ভোগ প্রবণতা

৭০. ব্যাংকের সুলভ ও উদার ঋণনীতির ফলে দেশের অর্থনীতিতে কী ঘটে?
[ক] দ্রব্যমূল্য হ্রাস
[খ] চাহিদা হ্রাস
[গ] অর্থের যোগান হ্রাস
✅ অর্থের যোগান বৃদ্ধি

৭১. অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার অনেক সময় কী করে?
[ক] ব্যয় অপেক্ষা বেশি আয়
✅ আয় অপেক্ষা অধিক ব্যয়
[গ] সমপরিমাণ আয় ব্যয়
[ঘ] ব্যয় অপেক্ষা দ্বিগুণ আয়

৭২. সরকার জনসাধারণের ওপর থেকে কর হ্রাস করলে কী প্রভাব পড়ে?
✅ ব্যয়যোগ্য আয় বাড়ে
[খ] ব্যয়যোগ্য আয় কমে
[গ] উৎপাদন বৃদ্ধি পায়
[ঘ] উৎপাদন হ্রাস পায়

৭৩. বৈদেশিক ঋণ ও অনুদান কোন খাতে বেশি ব্যবহৃত হলে মুদ্রাস্ফীতি ঘটে?
[ক] উৎপাদনশীল খাতে
[খ] বিনিয়োগে
[গ] কল-কারখানা স্থাপনে
✅ অনুৎপাদনশীল খাতে

৭৪. শ্রমিক সংঘের যেসব কার্যক্রম মুদ্রাস্ফীতির কারণ-
i. শ্রমিক আন্দোলন
ii. শ্রমিক ধর্মঘট
iii. শ্রমিক অসমেত্মাষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৫. দ্রব্যের উৎপাদন হ্রাসের কারণ হলো-
i. উপকরণ স্বল্পতা
ii. যুদ্ধের ব্যয়
iii. প্রাকৃতিক দুর্যোগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৬. অনুৎপাদনশীল খাতে সরকারি ব্যয়ের উদাহরণ হলো-
i. স্টেডিয়াম নির্মাণ
ii. শিশু পার্ক নির্মাণ
iii. শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৭. ২০১৮-১৯ অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কত শতাংশ?
[ক] ৫.১
[খ] ৫.২
[গ] ৫.৩
✅ ৫.৬

৭৮. বাংলাদেশে কোন ধরনের মুদ্রাস্ফীতি রয়েছে?
[ক] মৃদু
✅ পদসঞ্চারী
[গ] ধাবমান
[ঘ] উলস্নম্ফন

৭৯. টাকার অবমূল্যায়ন করা হলে আমদানিকৃত দ্রব্যসামগ্রীর দাম কী হয়?
✅ বৃদ্ধি পায়
[খ] হ্রাস পায়
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] অর্ধেকে নেমে আসে

৮০. বাংলাদেশে কোন ধরনের নিয়োগ অবস্থা বিরাজমান?
[ক] পূর্ণ নিয়োগ
[খ] সম্পূর্ণ নিয়োগ
✅ অপূর্ণ নিয়োগ
[ঘ] আংশিক নিয়োগ

৮১. কোনটি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ?
[ক] নতুন নোট ছাপানো
[খ] দ্রব্যের উৎপাদন হ্রাস
[গ] বাণিজ্যিক ব্যাংকের ঋণ বৃদ্ধি
✅ শ্রমিকের মজুরি বৃদ্ধি

৮২. দেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে কোন মুদ্রাস্ফীতি দেখা দেয়?
[ক] উৎপাদন বৃদ্ধিজনিত
[খ] যোগান বৃদ্ধিজনিত
✅ চাহিদা বৃদ্ধিজনিত
[ঘ] চাহিদা কমজনিত

৮৩. মুদ্রাস্ফীতির ফলে উদ্যোক্তার প্রত্যাশা কী হয়?
✅ বাড়ে
[খ] কমে
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] উৎপাদন বন্ধ করে

৮৪. দামস্তর যখন হ্রাস পায় অর্থের মূল্য তখন কী হয়?
[ক] হ্রাস পায়
[খ] স্থির থাকে
✅ বৃদ্ধি পায়
[ঘ]অস্থিতিশীল হয়

৮৫. মুদ্রাস্ফীতি দ্বারা কে লাভবান হয়?
✅ করদাতা
[খ] ভোক্তা
[গ] দরিদ্র জনগণ
[ঘ] সরকার

৮৬. মুদ্রাস্ফীতিতে কোন ধরনের পণ্যের দাম বেশি বাড়ে?
[ক] আমদানিকৃত পণ্য
[খ] বিদেশি পণ্য
[গ] প্যাকেটজাত পণ্য
✅ দেশি পণ্য

৮৭. মুদ্রাস্ফীতির ফলে কোন শ্রেণির মানুষ লাভবান হয়?
[ক] সঞ্চয়কারী
✅ ধনী কৃষক
[গ] শ্রমিক
[ঘ] সাধারণ ভোক্তা

৮৮. রপ্তানি বাণিজ্যে মুদ্রাস্ফীতি কী প্রভাব ফেলে?
[ক] রপ্তানি বাড়ে
[খ] অপরিবর্তিত থাকে
✅ রপ্তানি কমে
[ঘ] আমদানি কমে

৮৯. আমদানি বাণিজ্যে মুদ্রাস্ফীতির প্রভাবে কী ঘটে?
[ক] রপ্তানি বাড়ে
[খ] অপরিবর্তিত থাকে
✅ আমদানি বাড়ে
[ঘ] আমদানি কমে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কখন গরিবের কাছ থেকে ধনী শ্রেণির হাতে সম্পদ পাচার হয়?
[ক] মুদ্রা সংকোচনে
✅ মুদ্রাস্ফীতিতে
[গ] দাম হ্রাসে
[ঘ] আমদানি বৃদ্ধিতে

৯১. মুদ্রাস্ফীতি দেখা দিলে কে ক্ষতিগ্রস্ত হয়?
✅ ঋণদাতা
[খ] কৃষক
[গ] উৎপাদনকারী
[ঘ] বিক্রেতা

৯২. হাসনাত একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক। মুদ্রাস্ফীতির কারণে তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় ও দাম বৃদ্ধি পাচ্ছে। উক্ত মুদ্রাস্ফীতি হাসনাতের বৈদেশিক বাণিজ্যে কী ধরনের পরিবর্তন আনবে?
[ক] রপ্তানি বৃদ্ধি পাবে
✅ রপ্তানি হ্রাস পাবে
[গ] আমদানি হ্রাস পাবে
[ঘ] পণ্যের চাহিদা বেড়ে যাবে

৯৩. কখন লেনদেন ঘাটতি দেখা দেয়?
✅ মুদ্রাস্ফীতির সময়
[খ] দেশীয় মুদ্রার বিনিময় হার বৃদ্ধি পেলে
[গ] রপ্তানি বৃদ্ধির ফলে
[ঘ] আমদানি হ্রাস পেলে

৯৪. মুদ্রাস্ফীতির ফলে-
i. রপ্তানি কমে
ii. আমদানি বাড়ে
iii. আন্তর্জাতিক বাণিজ্য প্রতিকূল হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৫. মুদ্রাস্ফীতির ফলে আয়ের অধিকাংশ জমা হয়-
i. বিনিয়োগকারীদের নিকট
ii. ব্যবসায়ীদের নিকট
iii. শ্রমিক ও চাকরিজীবীদের নিকট

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৬. মুদ্রাস্ফীতির ফলে শেয়ারে বিনিয়োগকারীরা-
i. লাভবান হন
ii. শেয়ারের মূল্য বাড়ে
iii. ক্ষতিগ্রস্ত হন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. মুদ্রাস্ফীতিতে বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হয়-
i. জুয়েলারি ব্যবসায়
ii. রিয়েল এস্টেট ব্যবসায়
iii. অনুৎপাদনশীল খাতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও:
মি. পল মরিনহো কেনিয়ার নাগরিক। তিনি দেখলেন, আফ্রিকার অধিকাংশ দেশে মুদ্রাস্ফীতি ঘটে, দ্রব্যমূল্য বৃদ্ধির দরুন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। জনসাধারণ অধিক অর্থ ব্যয় করেও তাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী হাতের নাগালে পাচ্ছে না।

৯৮. আফ্রিকার দেশগুলোতে মুদ্রাস্ফীতি ঘটায় কোন শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে?
[ক] অধিক আয়ের মানুষ
✅ নির্দিষ্ট আয়ের মানুষ
[গ] ধনী ব্যক্তি
[ঘ] উৎপাদক শ্রেণি

৯৯. উক্ত সমস্যার কারণে নির্দিষ্ট আয়ের মানুষের-
i. প্রকৃত আয় কমবে
ii. কম দ্রব্যসামগ্রী ক্রয় করবে
iii. জীবনযাত্রার মান হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০. ২০১৫-১৬ অর্থবছরে বার্ষিক গড় মুদ্রাস্ফীতি ছিল কত শতাংশ?
✅ ৫.৯২
[খ] ৫.৯৩
[গ] ৫.৭৭
[ঘ] ৫.৮৭
Share:

0 Comments:

Post a Comment