HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 2nd paper mcq question and answer. HSC economic 2nd paper mcq question pdf download. hsc economics 2nd paper guide pdf.

উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪

HSC Economics 2nd Paper
MCQ
question and answer pdf download.

১. স্বাধীনতার পর বাংলাদেশে সর্বপ্রথম কোন সালে আদমশুমারি। পরিচালিত হয়েছিল?
[ক] ১৯৭২
✅ ১৯৭৪
[গ] ১৯৭৩
[ঘ] ১৯৭৫

২. কত বছর পরপর আদমশুমারি পরিচালিত হয়?
[ক] ৫ বছর
[খ] ৭ বছর
✅ ১০ বছর
[ঘ] ১৫ বছর

৩. কোনো ভৌগোলিক স্থানে বসবাসকারী লোকসংখ্যার সমষ্টিকে কী বলে?
[ক] সমাজ
[খ] পরিবেশ
✅ জনসংখ্যা
[ঘ] ভোটার

৪. কোনটির মাধ্যমে জনসংখ্যা পরিমাপ করা যায়?
✅ আদমশুমারি
[খ] বয়স কাঠামো
[গ] জন্মহার
[ঘ] মোট আয়তন

৫. বাংলাদেশের আয়তন কত বর্গকিলোমিটার?
✅ ১,৪৭,৫৭০
[খ] ১,৪৬,৫৭০
[গ] ১,৪৮,৫৭০
[ঘ] ১,৪৯,৫৭০

৬. আধুনিক পদ্ধতিতে কোন সালে প্রথম আদমশুমারি পরিচালিত হয়?
[ক] ১৫৪০ সালে
[খ] ১৬০০ সালে
✅ ১৬৬৫ সালে
[ঘ] ১৬৮৫ সালে

৭. বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
[ক] ১.১৭%,
[খ] ১.২৭%
✅ ১.৩৭%
[ঘ] ১.৫৭%

৮. ভূমি ও জনসংখ্যার অনুপাতকে কী বলে?
[ক] শিক্ষার হার
[খ] জনসংখ্যার হার
[গ] জনসংখ্যার তত্ত্ব
✅ জনসংখ্যার ঘনত্ব

৯. কোনটি দ্বারা ভূমির ওপর জনসংখ্যার চাপের তীব্রতা প্রকাশ করা হয়?
[ক] শিক্ষার হার
[খ] জনসংখ্যার হার
[গ] জনসংখ্যার তত্ত্ব
✅ জনসংখ্যার ঘনত্ত্ব

১০. জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝায়?
✅ প্রতি বর্গকিলোমিটারে কত লোক বাস করে
[খ] দেশে মোট কত লোক বাস করে
[গ] প্রতি জেলায় কত লোক বাস করে
[ঘ] জনসংখ্যা বৃদ্ধির হারকে

১১. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
[ক] ১০ কোটি ৫০ লাখ
[খ] ১২ কোটি ৬৮ লাখ
✅ ১৫ কোটি ৮৯ লাখ
[ঘ] ১৬ কোটি ৯০ লাখ

১২. 'ক' দেশের আয়তন ২ লক্ষ বর্গকিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৮০০ জন। 'ক' দেশটির জনসংখ্যা কত?
[ক] ১০ কোটি
[খ] ১২ কোটি
✅ ১৬ কোটি
[ঘ] ১৮ কোটি

১৩. জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সরল সূত্রটি হলো DP=TP/TA. এখানে DP বলতে কী বোঝায়?
[ক] শিক্ষার হার
[খ] জনসংখ্যার হার
[গ] জনসংখ্যার তত্ত্ব
✅ জনসংখ্যার ঘনত্ব

১৪. আধুনিক পদ্ধতিতে ১৬৬৫ সালে সর্বপ্রথম কোন দেশে আদমশুমারি পরিচালিত হয়?
[ক] ইতালিতে
✅ আইসল্যান্ডে
[গ] ভ্যাটিকান সিটিতে
[ঘ] ঘানায়

১৫. বাংলাদেশের জনসংখ্যা নীতিতে কোনটিকে উৎসাহিত করা হয়?
✅ বহির্গমনকে
[খ] বহিরাগমনকে
[গ] দেশান্তরকে
[ঘ] স্থানান্তরকে

১৬. কোনো দেশে জনসংখ্যা পরিমাপে কয়টি পদ্ধতি ব্যবহার করা হয়?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৬টি
✅ ৪টি

১৭. আদমশুমারির জনমিতিক চলক হলো-
i. শিক্ষার হার
ii. বয়স কাঠামো
iii. নারী-পুরুষের অনুপাত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮. কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হলে জানতে হবে-
i. মোট জনসংখ্যা
ii. মোট ভূমির আয়তন
iii. মাথাপিছু আয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
'ক' একটি উন্নয়নশীল দেশ যেখানে প্রতি বর্গকিলোমিটারে ১,০১৫ জন লোক বাস করে। দেশটির একজন দরিদ্র কৃষক হচ্ছে রহিম তার পরিবারের সদস্য সংখ্যা ১১ জন। সে গ্রামে কৃষিকাজ করে। জীবিকা নির্বাহ করে।

১৯. 'ক' দেশের সাথে কোন দেশের সাদৃশ্য পাওয়া যায়?
✅ বাংলাদেশ
[খ] ভারত
[গ] চীন
[ঘ] শ্রীলঙ্কা

২০. রহিমের পরিবারে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ হলো-
i. মাটির উর্বরতা
ii. জীবনযাত্রার পদ্ধতি
iii. জলবায়ু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১. নিচের কোনটি জনসংখ্যার গুরুত্বপূর্ণ নির্ধারক?
[ক] জন্মহার
[খ] নিট অভিবাসন
[গ] মৃত্যুহার
✅ সবগুলো

২২. নির্দিষ্ট সময়ে প্রতি হাজারে মোট যত জন জীবিত শিশু জন্মগ্রহণ করে, তাকে কী বলে?
[ক] মৃত্যুহার
[খ] জনসংখ্যা বৃদ্ধির হার
✅ জন্মহার
[ঘ] শিশু মৃত্যুহার

২৩. জন্মহার কী পরিবর্তনের মাপকাঠি?
[ক] উন্নয়ন
✅ জনসংখ্য
[গ] সামাজিক
[ঘ] অভিবাসন

২৪. স্থূল জন্মহার পদ্ধতিটি কীসে প্রকাশ করা হয়?
[ক] শতকে
[খ] দশকে
✅ হাজারে
[ঘ] লাখে

২৫. অশোধিত জন্মহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
[ক] CDR
✅ CBR
[গ] CRR
[ঘ] CRB

২৬. অশোধিত মৃত্যুহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
✅ CDR
[খ] CBR
[গ] CRR
[ঘ] CRB

২৭. জনমিতিক উপাদান নিচের কোনটি?
✅ শিশু মৃত্যুহার
[খ] পরিবার পরিকল্পনা
[গ] প্রতিবেশি
[ঘ] পরিসংখ্যান ব্যুরো

২৮. মরণশীলতা পরিমাপের বহুল প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি?
[ক] মৃত্যুহার
[খ] জন্মহার
✅ স্থূল মৃত্যুহার
[ঘ] স্থূল জন্মহার

২৯. কোনটি জন্মহার পরিমাপের বহুল প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি?
[ক] মৃত্যুহার
[খ] জন্মহার
[গ] স্থূল মৃত্যুহার
✅ স্থূল জন্মহার

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. জন্মহার, বন্ধ্যাত্ব, জন্মনিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলোকে কী বলা হয়?
✅ প্রজননশীলতা
[খ] মরণশীলতা
[গ] লিঙ্গানুপাত
[ঘ] উর্বরতা

৩১. জনসংখ্যার কাঠামো অনুসারে সর্বাধিক সংখ্যক মানুষ বাস করে কোন মহাদেশে?
[ক] আফ্রিকা
✅ এশিয়া
[গ] ইউরোপ
[ঘ] আমেরিকা

৩২. অভিবাসন কয়টি আকারে হয়ে থাকে?
✅ ২টি
[খ] ৪টি
[গ] ৩টি
[ঘ] ৫টি

৩৩. একটি দেশের জনসংখ্যা কখন স্থিতিশীল থাকে?
[ক] জনগণ শিক্ষিত হলে
[খ] জীবনযাত্রার মান উন্নত হলে
✅ জন্মহার ও মৃত্যুহার সমান হলে
[ঘ] প্রজননশীলতা হ্রাস পেলে

৩৪. স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে একস্থান থেকে অন্যস্থানে চলে যাওয়াকে কী বলে?
✅ অভিবাসন
[খ] বহির্গমন
[গ] নিট অভিবাসন
[ঘ] নিট বহির্গমন

৩৫. জনসংখ্যার পরিবর্তন পরিমাপ করার সময় অভিবাসনকে কোনটির সাথে যোগ করতে হয়?
✅ জন্মহারের
[খ] মৃত্যুহারের
[গ] বহির্গমনের
[ঘ] বহিরাগমনের

৩৬. জনসংখ্যার পরিবর্তন পরিমাপ করার সময় বহির্গমনকে কোনটির সাথে যোগ করতে হয়?
[ক] জন্মহার
✅ মৃত্যুহার
[গ] বহির্গমন
[ঘ] বহিরাগমন

৩৭. জন্মগ্রহণ ছাড়াও দেশের মোট জনসংখ্যা কীভাবে বৃদ্ধি পায়?
[ক] অভ্যন্তরীণ স্থানান্তরে
[খ] বহির্গমন ঘটলে
✅ বহিরাগমন ঘটলে
[ঘ] মৃত্যু ঘটলে

৩৮. আন্তর্জাতিক অভিবাসন কত প্রকার?
✅ ২
[খ] ৪
[গ] ৩
[ঘ] ৬

৩৯. মোট আগমন ও নির্গমনের পার্থক্যকে কী বলে?
✅ নিট অভিবাসন
[খ] নিউ বহির্গমন
[গ] মোট অভিবাসন
[ঘ] মোট বহিরাগমন

৪০. শফিক বগুড়া জেলা থেকে রাঙামাটি জেলায় বসবাসের জন্য গেল। এর ফলে কোন ধারার অভিগমন ঘটল?
[ক] আন্তর্জাতিক অভিগমন
[খ] বিদেশি অভিগমন
[গ] অধিক দূরতেব অভিগমন
✅ অভ্যন্তরীণ অভিগমন

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

৪১. বাংলাদেশ থেকে মরিয়ম ও জাহাঙ্গীর ২০০৮ সালে ডিভি লটারি পেয়ে আমেরিকা চলে গেলেন। মরিয়ম ও জাহাঙ্গীর কোন ধরনের অভিগমনের আওতায় পড়েন?
✅ আন্তর্জাতিক অভিগমন
[খ] বিদেশি অভিগমন
[গ] অধিক দূরত্বে অভিগমন
[ঘ] অভ্যন্তরীণ অভিগমন

৪২. প্রজননশীলতা প্রভাবিত হয়-
i. আর্থ-সামাজিক উপাদান দ্বারা
ii. মনস্তাত্ত্বিক উপাদান দ্বারা
iii. জনসংখ্যা নীতি দ্বারা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৩. মরণশীলতা বিশ্লেষণে অবশ্যই বিবেচনা করতে হয়-
i. বয়সভিত্তিক মৃত্যু
ii. প্রত্যাশিত আয়ুষ্কাল
iii. মৃত্যুর প্রবণতা


নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৪. অভিবাসনের তথ্য পাওয়া যায়-
i. আদমশুমারি থেকে
ii. শ্রম মন্ত্রণালয় থেকে
iii. জনসংখ্যা নিবন্ধন থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৫. মানুষের অভিগমনের কারণ হলো-
i. যুদ্ধ-বিগ্রহ
ii. দুর্ভিক্ষ
iii. মহামারি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও:
রাজুর ইচ্ছা সে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাবে। পরবর্তীতে সে সেখানেই থাকবে।

৪৬. আলোচ্য অংশে রাজু কোন ধরনের অভিগমন করবে?
✅ আন্তর্জাতিক অভিগমন
[খ] বিদেশি অভিগমন
[গ] অধিক দূরত্বে অভিগমন
[ঘ] অভ্যন্তরীণ অভিগমন

৪৭. উক্ত অভিগমন ঘটার কারণ হলো-
i. কর্মসংস্থানের সুযোগ
ii. অধিক জনসংখ্যা
iii. রাজনৈতিক অবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও:
সজল সাহেব একজন বিশিষ্ট রাজনীতিবিদ। একটি সেমিনারে অংশগ্রহণ করতে তিনি জার্মানি যান। দেশটির অর্থনৈতিক অবস্থা এবং সুযোগ-সুবিধা দেখে সজল সাহেব বিস্মিত হলেন এবং পরে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন।

৪৮. সজল সাহেবের অভিগমন কোন ধরনের?
✅ স্থায়ী অভিবাসন
[খ] নিউ বহির্গমন
[গ] মোট অভিবাসন
[ঘ] মোট বহিরাগমন

৪৯. সজল সাহেব যে কারণে জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন-
i. কর্মসংস্থানের কারণে
ii. উন্নত জীবনযাপনের জন্য
iii. অর্থনৈতিক কারণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০. জাতীয় উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
[ক] সম্পদ
✅ জনগণ
[গ] বাণিজ্য
[ঘ] সরকার

৫১. অর্থনৈতিক বিকাশের পথে সমস্যা কোনটি?
[ক] পরিমিত শ্রমশক্তি
[খ] কম জনসংখ্যা
✅ জনসংখ্যার আধিক্য
[ঘ] জনসংখ্যার বণ্টন

৫২. জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব কোনটি?
[ক] কর্মসংস্থান বৃদ্ধি
✅ মাথাপিছু আয় হ্রাস
[গ] কৃষি জমির উপর চাপ বৃদ্ধি
[ঘ] বাণিজ্য উদ্বৃত্ত

৫৩. জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশে ভোগ ব্যয় কী হয়?
✅ বাড়ে
[খ] স্থির থাকে
[গ] কমে
[ঘ] বাধাপ্রাপ্ত হয়

৫৪. কোনটি বাংলাদেশের এক নম্বর জাতীয় সমস্যা?
[ক] খাদ্য ঘাটতি
[খ] আর্সেনিক
✅ জনসংখ্যা
[ঘ] যৌতুক প্রথা

৫৫. জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি কীসের ওপর সরাসরি প্রভাব ফেলে?
[ক] কৃষি ভূমির উপর
✅ ভূমির উপর
[গ] পানির উপর
[ঘ] পরিবেশের উপর

৫৬. জনসংখ্যার ঘনত্ব কোন অঞ্চলে অনেক বেশি?
[ক] পাহাড়ি অঞ্চলে
[খ] মেরু অঞ্চলে
✅ সমতল ভূমিতে
[ঘ] বরেন্দ্র ভূমিতে

৫৭. জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক কারণ কোনটি?
[ক] চিত্তবিনোদনের অভাব
[খ] উচ্চ শিশু মৃত্যুহার
✅ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির অভাব
[ঘ] উচ্চ শিক্ষার অভাব

৫৮. বাংলাদেশে বর্তমানে প্রতি ২০৩৯ জনে ডাক্তারের সংখ্যা কত জন?
✅ ১
[খ] ৪
[গ] ৩
[ঘ] ৬

৫৯. কোনটি জনসংখ্যা বৃদ্ধির সামাজিক কারণ?
[ক] নির্ভরশীলতা
✅ শিক্ষার অভাব
[গ] কৃষিপ্রধান অর্থনীতি
[ঘ] জীবনযাত্রার নিম্নমান

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনসংখ্যার হার কত?
[ক] ২০ শতাংশ
✅ ২৩.৫ শতাংশ
[গ] ৪০ শতাংশ
[ঘ] ৫১ শতাংশ

৬১. জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব হলো-
i. মূলধন গঠন হ্রাস
ii. উৎপাদন হ্রাস
iii. বাসস্থান সমস্যা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. বাংলাদেশে কোন সালে জাতীয় জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিষদ গঠিত হয়?
[ক] ১৬৯৮
✅ ১৯৭৫
[গ] ১৮৯৮
[ঘ] ১৯৯৮

৬৩. কোন সালে জাতীয় নারী উন্নয়ন নীতি অনুমোদিত হয়েছে?
[ক] ১৯৯৯
✅ ২০১১
[গ] ১৮৯৮
[ঘ] ১৯৯৮

৬৪. বাংলাদেশ সরকার প্রতিটি পঞ্চবার্ষিক পরিকল্পনায় কোনটি নিয়ন্ত্রণের বিভিন্ন নীতি ও কৌশল গ্রহণ করেছে?
[ক] দারিদ্র্য
✅ জনসংখ্যা
[গ] মুদ্রাস্ফীতি
[ঘ] শিক্ষা

৬৫. সরকারের কোন বিভাগের অধীনে 'মাদার্স ক্লাব' গঠনের মাধ্যমে জনসংখ্যা বিষয়ক শিক্ষা ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে?
✅ সমাজকল্যাণ মন্ত্রণালয়
[খ] মহিলাবিষয়ক বিভাগ
[গ] স্বাস্থ্য বিভাগ
[ঘ] নারী শিক্ষা বিভাগ

৬৬. জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
[খ] ৪ ভাগে
✅ ৩ ভাগে
[ঘ] ৫ ভাগে

৬৭. কোনটি জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি দেশীয় সংস্থা?
[ক] কেয়ার বাংলাদেশ
✅ সোস্যাল মার্কেটিং কোম্পানি
[গ] NIPORT
[ঘ] UNFPA

৬৮. সর্বোচ্চ ধনাত্মক নিট অভিবাসন-এর দেশ কোনটি?
[ক] কানাডা
[খ] যুক্তরাজ্য
✅ যুক্তরাষ্ট্র
[ঘ] নরওয়ে

৬৯. জনসংখ্যা সম্পর্কিত কয়টি প্রচলিত তত্ত্ব রয়েছে?
✅ ২
[খ] ৪
[গ] ৩
[ঘ] ৬

৭০. 'An Essay on the Principle of Population' গ্রন্থটি কোন সালে প্রকাশিত হয়?
[ক] ১৬৯৮
✅ ১৭৯৮
[গ] ১৮৯৮
[ঘ] ১৯৯৮

৭১. কোনটি থমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের অনুমিত শর্ত?
✅ কৃষিই একমাত্র উৎপাদন ব্যবস্থা
[খ] পূর্ণ নিয়োগ বর্তমান
[গ] পর্যাপ্ত জনশক্তির কর্ম স্পৃহা
[ঘ] উন্নত জীবনযাত্রার মান

৭২. ম্যালথাসের মতে, খাদ্য উৎপাদন বাড়ে কোন প্রগতিতে?
[ক] স্বাভাবিক গতিতে
[খ] জনসংখ্যার চেয়ে অধিক হারে
✅ গাণিতিক প্রগতিতে
[ঘ] জ্যামিতিক প্রগতিতে

৭৩. ম্যালথাসের মতে, জনসংখ্যা বাড‡় কোন গতিতে?
[ক] স্বাভাবিক গতিতে
[খ] অস্বাভাবিক গতিতে
✅ জ্যামিতিক গতিতে
[ঘ] গাণিতিক গতিতে

৭৪. কোনটি জ্যামিতিক হার?
[ক] ১, ২, ৩, ৪
✅ ১, ২, ৪, ৮, ১৬
[গ] ১, ২, ৫, ৭, ৮
[ঘ] ২, ৬, ১২, ২৪

৭৫. কোনটি গাণিতিক পদ্ধতি?
[ক] ১, ২, ৩, ৪
✅ ১, ২, ৪, ৮, ১৬
[গ] ১, ২, ৩, ৪, ৫
[ঘ] ২, ৬, ১২, ২৪

৭৬. ম্যালথাস জনসংখ্যা রোধকল্পে কয়টি উপায়ের কথা বলেছেন?
✅ ২
[খ] ৪
[গ] ৩
[ঘ] ৬

৭৭. কাম্য জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যার-
i. সংখ্যাগত দিক বিবেচনা করা হয়েছে
ii. গুণগত দিক বিবেচনা করা হয়েছে
iii. পরিমাণগত দিক বিবেচনা করা হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৮. কোন ব্যাংকের বাস্তবায়নে 'ঘরে ফেরা' কর্মসূচি গ্রহণ করা হয়েছে?
[ক] বাংলাদেশ ব্যাংক
[খ] গ্রামীণ ব্যাংক
✅ বাংলাদেশ কৃষি ব্যাংক
[ঘ] সমবায় ব্যাংক

৭৯. মানবসম্পদ উন্নয়নে আটটি উপাদানের কথা কে বলেছেন?
[ক] আলফ্রেড মার্শাল
✅ গুনার মিরড্যাল
[গ] জোয়ান রবিন্স
[ঘ] কার স্যান্ডার্স

৮০. হতদরিদ্র মহিলা শ্রমিকদের আবাসনের জন্য কার তত্ত্বাবধানে সাভারে একটি মহিলা হোস্টেল নির্মিত হচ্ছে?
[ক] প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের
✅ মহিলাবিষয়ক অধিদপ্তরের
[গ] মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের
[ঘ] সমাজকল্যাণ মন্ত্রণালয়ের

৮১. কোন সালে 'জাতীয় শিশু নীতিমালা' গৃহীত হয়েছে?
[ক] ১৬৯৮
✅ ২০১১
[গ] ২০০৮
[ঘ] ১৯৯৮

৮২. কোন সাল হতে ১০০% নতুন বই জানুয়ারি প্রথম সপ্তাহে সারা দেশে বিতরণ করছে?
[ক] ২০১৪
✅ ২০১০
[গ] ২০০৮
[ঘ] ১৯৯৮

৮৩. নারী উন্নয়নের ক্ষেত্রে সর্বপ্রথম কোন দিক দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলা প্রয়োজন?
[ক] সামাজিক
✅ অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] শিক্ষা ও প্রশিক্ষণ

৮৪. নারী উন্নয়ন ঘটাতে হলে যত দ্রুত সম্ভব কোনটি করা প্রয়োজন?
[ক] নারী নির্যাতন প্রতিরোধ
[খ] নারীর অধিকার প্রতিষ্ঠা
[গ] নারীর বৈষম্য দূর
✅ নারীর দারিদ্র্যমুক্ত

৮৫. প্রাথমিক পর্যায়ে দরিদ্র পরিবারের একটি সন্তানকে বিদ্যালয়ে প্রেরণের জন্য কত টাকা মাসিক উপবৃত্তি প্রদান করা হচ্ছে?
[ক] ১০০ টাকা
[খ] ১২৫ টাকা
✅ ২০০ টাকা
[ঘ] ২৫০ টাকা

৮৬. বর্তমানে নারী উন্নয়ন নীতিতে কোনটি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে?
[ক] নারীর বৈষম্য হ্রাস
[খ] নারীর রাজনৈতিক ক্ষমতায়ন
✅ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন
[ঘ] নারীর শিক্ষা

৮৭.একটি দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায় কখন?
[ক] দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে
[খ] মৃত্যুহার বৃদ্ধি পেলে
✅ মানবসম্পদের উন্নয়ন হলে
[ঘ] বহির্গমন বৃদ্ধি পেলে

৮৮. কোন সালে সরকারিভাবে জনসংখ্যা বৃদ্ধিকে এক নম্বর সমস্যা হিসেবে ঘোষণা করা হয়?
[ক] ১৯৯৮
✅ ১৯৭৬
[গ] ২০০৮
[ঘ] ১৯৯৮

৮৯. পরিবারের আয়তন সীমিত রাখার কার্যক্রমকে কী বলে?
[ক] জন্মনিয়ন্ত্রণ
✅ পরিবার পরিকল্পনা
[গ] জনসংখ্যা নিয়ন্ত্রণ
[ঘ] জনসংখ্যা রোধ

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কাম্য জনসংখ্যার কল্যাণভিত্তিক সংজ্ঞা দিয়েছেন কে?
✅ কার স্যান্ডার্স
[খ] নিউ ডাল্টন
[গ] কে.ই. বোল্ডিং
[ঘ] লিওনেল রবিন্স

৯১. মানুষ ও ভূমির অনুপাতে ভারসাম্য থাকলে কী হয়?
✅ কাম্য জনসংখ্যা
[খ] ভারসাম্যপূর্ণ জনসংখ্যা
[গ] স্বাভাবিক জনসংখ্যা
[ঘ] জনসংখ্যা

৯২. কাম্য জনসংখ্যার আয়ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন কে?
[ক] কার স্যান্ডার্স
✅ ডাল্টন
[গ] কে.ই. বোল্ডিং
[ঘ] লিওনেল রবিন্স

৯৩. কাম্য জনসংখ্যার উৎপাদনভিত্তিক সংজ্ঞা দিয়েছেন কে?
[ক] কার স্যান্ডার্স
[খ] নিউ ডাল্টন
[গ] কে.ই. বোল্ডিং
✅ রবিন্স

৯৪. কাম্য জনসংখ্যা তত্ত্ব বলতে কার তত্ত্বকে বোঝায়?
✅ কার স্যান্ডার্স
[খ] নিউ ডাল্টন
[গ] কে.ই. বোল্ডিং
[ঘ] লিওনেল রবিন্স

৯৫. কাম্য জনসংখ্যা তত্ত্বটি কোন সালে অধিক জনপ্রিয়তা লাভ করে?
[ক] ১৬৯৮
✅ ১৯২৩
[গ] ১৮৯৮
[ঘ] ১৯৯৮

৯৬. কোন তত্ত্বে বলা হয়েছে অতিরিক্ত জনসংখ্যা যেমন সমস্যা, তেমনি নিম্ন জনসংখ্যাও সমস্যা?
✅ কাম্য জনসংখ্যা তত্ত্বে
[খ] ভারসাম্যপূর্ণ জনসংখ্যা তত্ত্বে
[গ] স্বাভাবিক জনসংখ্যা তত্ত্বে
[ঘ] জনসংখ্যা তত্ত্বে

৯৭. কাম্য জনসংখ্যার M=(A-O)/O সূত্রটির প্রবন্তা কে?
[ক] কার স্যান্ডার্স
✅ ডাল্টন
[গ] কে.ই. বোল্ডিং
[ঘ] লিওনেল রবিন্স

৯৮. ডাল্টনের সূত্র অনুসারে, গ-এর মান ধনাত্মক হলে একটি দেশের জনসংখ্যা কোন প্রকৃতি নির্দেশ করে?
✅ জনবহুল
[খ] কম জনসংখ্যা
[গ] শূন্য জনসংখ্যা
[ঘ] কাম্য জনসংখ্যা

৯৯. ডাল্টনের সূত্র অনুসারে, গ-এর মান ঋণাত্মক হলে একটি দেশের জনসংখ্যা কোন প্রকৃতি নির্দেশ করে?
[ক] জনবহুল
✅ কম জনসংখ্যা
[গ] শূন্য জনসংখ্যা
[ঘ] কাম্য জনসংখ্যা

১০০. খ্যা তত্ত্বে জনসংখ্যা সমস্যা বিচার করা হয়-
i. মাথাপিছু আয়ের ভিত্তিতে
ii. খাদ্য উৎপাদনের ভিত্তিতে
iii. জাতীয় আয়ের ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment