HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১০

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 2nd paper mcq question and answer. HSC economic 2nd paper mcq question pdf download. hsc economics 2nd paper guide pdf.

উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১০

HSC Economics 2nd Paper
MCQ
question and answer pdf download.

১. কোন দেশে অর্থনৈতিক পরিকল্পনার প্রথম সূত্রপাত ঘটে?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] জাপান
[গ] যুক্তরাজ্য
✅ রাশিয়া

২. পঞ্চবার্ষিক পরিকল্পনা সর্বপ্রথম শুরু হয় কবে?
[ক] ১৯২১
[খ] ১৯২৩
✅ ১৯২৮
[ঘ] ১৯৬০

৩. উন্নয়ন পরিকল্পনা সাধারণত কত বছর মেয়াদি হয়ে থাকে?
[ক] ২ বছর
[খ] ৩ বছর
[গ] ৪ বছর
✅ ৫ বছর

৪. 'কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক সুচিন্তিত ও সুবিবেচিত অগ্রাধিকার সমূহের নির্বাচনকে অর্থনৈতিক পরিকল্পনা বলে' কার অভিমত?
[ক] ডাল্টন
[খ] রবিন্স
[গ] হায়েক
✅ বারবারা উটন

৫. 'কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক উৎপাদনশীল কার্যাবলির দিক নির্দেশনাই হলো পরিকল্পনা'- কে বলেছেন?
[ক] ডাল্টন
[খ] রবিন্স
✅ হায়েক
[ঘ] বারবারা উটন

৬. যে পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন লক্ষ্য অর্জন করা হয় তাকে কী বলে?
✅ উন্নয়ন পরিকল্পনা
[খ] অর্থনৈতিক পরিকল্পনা
[গ] উৎপাদন পরিকল্পনা
[ঘ] সম্পদ পরিকল্পনা

৭. উন্নয়ন পরিকল্পনা ধারণাটি কখন বিশ্বব্যাপী সমর্থন লাভ করেছে?
✅ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
[খ] প্রথম বিশ্বযুদ্ধের পর
[গ] সত্তরের দশকে
[ঘ] আশির দশকে

৮. উন্নয়ন পরিকল্পনা কে প্রণয়ন করে?
[ক] বেসরকারি কর্তৃপক্ষ
[খ] বিশ্বব্যাংক কর্তৃপক্ষ
[গ] এনজিও কর্তৃপক্ষ
✅ সরকারি কর্তৃপক্ষ

৯. বাংলাদেশ সরকার প্রতিবছর বিভিন্ন ধরনের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে থাকে। উক্ত পরিকল্পনায় সরকার কীসের সর্বোত্তম ব্যবহার পাওয়ার পরিকল্পনা করে?
[ক] সম্পদের অসম বণ্টন
✅ সম্পদের সুষ্ঠু ব্যবহার
[গ] পুঁজিপতিদের ঋণ
[ঘ] আর্থিক সাহায্য

১০. পরিকল্পনা প্রণয়নের প্রথম ধাপ কোনটি?
✅ উদ্দেশ্য
[খ] অর্থায়ন
[গ] প্রকল্প নির্বাচন
[ঘ] সময় নির্ধারণ

১১. উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
[ক] সিদ্ধান্ত গ্রহণ
[খ] কৃষি উন্নয়ন
[গ] উৎপাদন কৌশল
✅ মিতব্যয়িতা

১২. পরিকল্পনা প্রণয়নে কোনটি নির্বাচন করতে হয়?
[ক] উৎপাদন ব্যবস্থা
[খ] বাজার ব্যবস্থা
[গ] বৈদেশিক সাহায্য
✅ প্রকল্প

১৩. সময়ের দিক বিবেচনায় উন্নয়ন পরিকল্পনাকে কয়ভাগে ভাগ করা হয়?
[ক] ২ ভাগে
✅ ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

১৪. রবিন্সের মতে, পরিকল্পনার অর্থ হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে-
i. সম্পদ বণ্টন করা
ii. কাজ করা
iii. পছন্দ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. উন্নয়নশীল দেশগুলো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে-
i. মাথাপিছু আয় বৃদ্ধির জন্য
ii. জীবনযাত্রার মান উন্নয়নের জন্য
iii. অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
মিশুর একটি প্রাইভেট ফার্মে চাকরি হওয়ার সুবাধে একটি বাণিজ্যিক ব্যাংকে ডিপিএস খুলে অর্থ জমা করতে থাকে। ব্যাংকটি পাঁচ বছরে দ্বিগুণ লাভ দিবে। ফলে সে সেখানে অর্থ জমা দিতে আগ্রহী হয়।

১৬. মিশু কোন পরিকল্পনার ইঙ্গিত করেছে?
[ক] দ্বিবার্ষিক পরিকল্পনা
[খ] ত্রিবার্ষিক পরিকল্পনা
✅ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা
[ঘ] ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা

১৭. উক্ত পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য-
i. গড় বার্ষিক জিডিপি বৃদ্ধি
ii. কৃষি উন্নয়ন বৃদ্ধি
iii. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যোগান বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮. সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[গ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

১৯. কোন ধরনের পরিকল্পনায় সমাজের সকলের মতামতের প্রতিফলন ঘটে?
[ক] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ বিকেন্দ্রীয় পরিকল্পনা
[গ] আর্থিক পরিকল্পনা
[ঘ] আংশিক পরিকল্পনা

২০. রাশিয়া একটি সমাজতান্ত্রিক দেশ। দেশটি তার উন্নয়ন পরিকল্পনায় কোন পরিকল্পনা গ্রহণ করবে?
✅ কেন্দ্রীয় পরিকল্পনা
[গ] বিকেন্দ্রীয় পরিকল্পনা
[গ] আর্থিক পরিকল্পনা
[ঘ] আংশিক পরিকল্পনা

২১. কোন ধরনের পরিকল্পনার ক্ষেত্রে অর্থনীতির প্রতিটি খাতের জন্য প্রয়োজন অনুযায়ী পৃথক পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়?
[ক] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ বিকেন্দ্রীয় পরিকল্পনা
[গ] আর্থিক পরিকল্পনা
[ঘ] আংশিক পরিকল্পনা

২২. সাধারণত কোন ধরনের অর্থনীতিতে বিকেন্দ্রীয় পরিকল্পনা গ্রহণ করা হয়?
✅ গণতান্ত্রিক
[খ] ইসলামিক
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] স্বৈরতান্ত্রিক

২৩. কেন্দ্রীয় পরিকল্পনা গ্রহণ করা হয় কোন ধরনের অর্থব্যবস্থায়?
[ক] পুঁজিবাদী অর্থব্যবস্থা
✅ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা
[গ] মিশ্র অর্থব্যবস্থা
[ঘ] ইসলামী অর্থব্যবস্থা

২৪. কতকগুলো সুনির্দিষ্ট আর্থ-সমাজিক লক্ষ্য সামনে রেখে স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য পরিকল্পনাকে কী বলা হয়?
[ক] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ স্বল্পমেয়াদি পরিকল্পনা
[গ] আর্থিক পরিকল্পনা
[ঘ] আংশিক পরিকল্পনা

২৫. আর্থ-সামাজিক দিক থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য ও কর্মসূচির দ্রুত বাস্তবায়ন কোন ধরনের প্রধান পরিকল্পনার লক্ষ্য?
[ক] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ স্বল্পমেয়াদি পরিকল্পনা
[গ] আর্থিক পরিকল্পনা
[ঘ] আংশিক পরিকল্পনা

২৬. কোন ধরনের পরিকল্পনায় উন্নয়ন কর্মসূচিসমূহের সাফল্য মূল্যায়নপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়?
[ক] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ স্বল্পমেয়াদি পরিকল্পনা
[গ] আর্থিক পরিকল্পনা
[ঘ] আংশিক পরিকল্পনা

২৭. বাংলাদেশের অর্থনীতিবিদগণ পঞ্চ-বার্ষিক পরিকল্পনাকে কী হিসেবে দেখিয়েছেন?
[ক] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ মধ্যমেয়াদি পরিকল্পনা
[গ] আর্থিক পরিকল্পনা
[ঘ] আংশিক পরিকল্পনা

২৮. কোন ধরনের পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনের সাথে মিল রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কৌশলে পরিবর্তন আনা যায়?
[ক] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ মধ্যমেয়াদি পরিকল্পনা
[গ] আর্থিক পরিকল্পনা
[ঘ] আংশিক পরিকল্পনা

২৯. এক বছরের বেশি অথচ পাঁচ বছর পর্যন্ত সময়সীমার পরিকল্পনাকে কোন ধরনের পরিকল্পনা বলে?
[ক] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ মধ্যমেয়াদি পরিকল্পনা
[গ] আর্থিক পরিকল্পনা
[ঘ] আংশিক পরিকল্পনা

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. কোন সালে বাংলাদেশে ২০ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছিল?
[ক] ১৯২১
[খ] ১৯৮০
✅ ১৯২৮
[ঘ] ১৯৬০

৩১. ১৯৮০ সালে বাংলাদেশের গ্রহণকৃত ২০ বছর মেয়াদি পরিকল্পনা কতটি পণ-বার্ষিক পরিকল্পনা দ্বারা বাস্তবায়নের প্রচেষ্টা গ্রহণ করা হয়?
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি

৩২. প্রেক্ষিত পরিকল্পনার সফলতা নির্ভর করে কীসের সাফল্যের ওপর?
✅ পঞ্চ-বার্ষিক পরিকল্পনার
[খ] বার্ষিক পরিকল্পনার
[গ] স্বল্পমেয়াদি পরিকল্পনার
[ঘ] বস্তুগত পরিকল্পনার

৩৩. বাংলাদেশে ভিশন-২০২১ কে লক্ষ্য রেখে কত বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
✅ ১০ বছর
[খ] ৬ বছর
[গ] ২০ বছর
[ঘ] ১৫ বছর

৩৪. দীর্ঘমেয়াদি পরিকল্পনা অন্য কী নামে পরিচিত?
[ক] বার্ষিক পরিকল্পনা
[খ] পঞ্চ-বার্ষিক পরিকল্পনা
✅ প্রেক্ষিত পরিকল্পনা
[ঘ] শাখা পরিকল্পনা

৩৫. সুশাসন বৃদ্ধি ও দুর্নীতি হ্রাস কোন ধরনের পরিকল্পনার উদ্দেশ্য?
[ক] স্বল্পমেয়াদি
✅ বার্ষিক
[গ] মধ্যমেয়াদি
[ঘ] প্রেক্ষিত

৩৬. বস্তুগত পরিকল্পনা কী নির্দেশ করে?
✅ সম্পদের বণ্টন
[খ] আয় বণ্টন
[গ] টাকার অঙ্ক
[ঘ] মূল্যব্যবস্থা

৩৭. 'খ' একটি কৃষিপ্রধান দেশ। দেশটি কৃষিতে উন্নত হওয়ায় সরকার তার উন্নয়ন পরিকল্পনায় কৃষিকে কেন্দ্র করে প্রণয়ন করে। দেশটি কোন পরিকল্পনা গ্রহণ করবে?
[ক] সার্বিক পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ আংশিক পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৩৮. কোন পরিকল্পনায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ও উপকরণের বণ্টন টাকার অঙ্কে নির্ধারণ করা হয়?
[ক] সার্বিক পরিকল্পনায়
[খ] কেন্দ্রীয় পরিকল্পনায়
✅ আর্থিক পরিকল্পনায়
[ঘ] স্থানীয় পরিকল্পনায়

৩৯. দেশের কতিপয় নির্ধারিত খাতের পরিকল্পনা গ্রহণ করা হলে তাকে কী ধরনের পরিকল্পনা বলে?
[ক] সার্বিক পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ আংশিক পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১০

৪০. দেশের অর্থনৈতিক কাঠামো অপরিবর্তিত রেখে নির্দিষ্ট সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে কী বলে?
[ক] সার্বিক পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ কার্যগত পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৪১. কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করলে দেশের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়?
[ক] কার্যগত পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ কাঠামোগত পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৪২. সিরাজ একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি তার প্রতিষ্ঠানের উন্নতির জন্য চার বছরমেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করলেন। উক্ত পরিকল্পনাকে কোন পরিকল্পনা বলে?
[ক] স্বল্পমেয়াদি
[খ] অতি-দীর্ঘমেয়াদি
✅ মধ্যমেয়াদি
[ঘ] দীর্ঘমেয়াদি

৪৩. চীন দেশের জনসংখ্যা অধিক হওয়ায় সেখানকার সরকার এক শিশু নীতি গ্রহণ করেছে। উক্ত নীতিটি কোন পরিকল্পনাকে ইঙ্গিত করে?
[ক] স্বল্পমেয়াদি
[খ] অতি-দীর্ঘমেয়াদি
[গ] মধ্যমেয়াদি
✅ দীর্ঘমেয়াদি

৪৪. দেশের অভ্যন্তরে নির্দিষ্ট অঞ্চলের উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কি বলে?
[ক] কার্যগত পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ আঞ্চলিক পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৪৫. কোনো দেশের সামগ্রিক উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে?
[ক] কার্যগত পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ জাতীয় পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৪৬. একাধিক দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে সম্মিলিত পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে?
[ক] কার্যগত পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ আন্তর্জাতিক পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৪৭. বাণিজ্য চক্রজনিত মন্দাভাব দূর করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে?
[ক] কার্যগত পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ বাণিজ্য চক্রবিরোধী পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৪৮. বাণিজ্য চক্রবিরোধী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী?
[ক] প্রবৃদ্ধি অর্জন
[খ] অর্থনৈতিক উন্নয়ন
✅ অর্থনৈতিক স্থিতিশীলতা
[ঘ] আঞ্চলিক উন্নয়ন

৪৯. বাণিজ্য চক্রবিরোধী 'নিউডিল' কর্মসূচি মার্কিন যুক্তরাষ্ট্রে কোন সালে গৃহীত হয়?
[ক] ১৯২১
[খ] ১৯৮০
✅ ১৯৩৩
[ঘ] ১৯৬০

৫০. যখন কোনো পরিকল্পনা বস্তুগত সম্পদের মাধ্যমে প্রস্তুত করা হয় এবং লক্ষ্যমাত্রা সেভাবে স্থির করা হয় তাকে কী বলে?
[ক] আর্থিক পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ বস্তুগত পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৫১. দেশের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং এককসমূহের সাথে আলোচনার ভিত্তিতে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে কোন ধরনের পরিকল্পনা বলে?
[ক] আর্থিক পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ বিকেন্দ্রীয় পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৫২. কোনো দেশ যদি ১০ লক্ষ মেট্রিকটন চা উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং তা উৎপাদনে উপকরণের পরিমাণ নির্ধারণ করে তবে তা কোন ধরনের পরিকল্পনাকে নির্দেশ করে?
[ক] আর্থিক পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ বস্তুগত পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৫৩. কোন টেক্সটাইল মিল যদি ১০০ কোটি টাকা মূল্যের কাপড় তৈরির পরিকল্পনা করে তবে তা কোন ধরনের পরিকল্পনা হবে?
✅ আর্থিক পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
[গ] বস্তুগত পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৫৪. ঘূর্ণায়মান পরিকল্পনার প্রবক্তা কে?
[ক] এল রবিন্স
[খ] বারবারা উটন
✅ গুনার মিরডাল
[ঘ] হায়েক

৫৫. স্বল্পমেয়াদি পরিকল্পনার উদাহরণ হলো-
i. দ্বিবার্ষিক পরিকল্পনা
ii. ২০ বছর মেয়াদি পরিকল্পনা
iii. পঞ্চ-বার্ষিক পরিকল্পনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬.স্বল্পমেয়াদি পরিকল্পনার উদ্দেশ্য হলো-
i. বৈদেশিক সাহায্যের যথাযথ ব্যবহার
ii. দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন
iii. উন্নয়ন কর্মসূচির সফলতা মূল্যায়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৭. মধ্যমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দূর করা যায়-
i. স্বল্পমেয়াদি পরিকল্পনার ত্রুটি
ii. দীর্ঘমেয়াদি পরিকল্পনার ত্রুটি
iii. পূর্বে পরিকল্পনায় বাদ পড়া সমস্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও:
চীন পৃথিবীর সবচেয়ে জনসংখ্যাবহুল দেশ। দেশটির জনসংখ্যা অধিক হওয়ায় সম্পদের সুষম বণ্টন এবং উন্নয়ন পরিকল্পনা তুরান্বিত হয় না তাই দেশটির সরকার একশিশু নীতি প্রণয়ন করে জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে।

৫৮. চীনের নীতিটি কোন পরিকল্পনাকে নির্দেশ করে?
✅ দীর্ঘমেয়াদি পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
[গ] স্বল্পমেয়াদি পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৫৯. উক্ত পরিকল্পনার উদ্দেশ্য হলো-
i. টেকসই মানবসম্পদ উন্নয়ন
ii. জনসংখ্যা নিয়ন্ত্রণ করা
iii. খাদ্য নিরাপত্তা অর্জন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. ADP এর পূর্ণরূপ কোনটি?
[ক] Annual Devet Plan
[খ] Annual Department Plan
✅ Annual Development Plan
[ঘ] Annual Development Planning

৫১. পঞ্চ-বার্ষিক পরিকল্পনার সাফল্য নির্ভর করে কীসের সাফল্যের ওপর?
✅ বার্ষিক পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
[গ] স্বল্পমেয়াদি পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৫২. যে স্বল্পমেয়াদি পরিকল্পনা বাৎসরিক বাজেট প্রণয়নকালে সরকার জনসম্মুখে অর্থনৈতিক উন্নয়নে পরিকল্পনা পেশ করে তাকে কী বলে?
✅ বার্ষিক উন্নয়ন পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
[গ] স্বল্পমেয়াদি পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৬৩. সরকার এডিপির মাধ্যমে কী করে থাকে?
[ক] বাজেট
[খ] রাজস্ব
✅ বিনিয়োগ
[ঘ] বৈদেশিক সাহায্য

৬৪. বাংলাদেশ সরকারের পক্ষে পরিকল্পনা কমিশন কীসের আলোকে ADP তৈরি থাকে?
✅ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
[গ] স্বল্পমেয়াদি পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৬৫. ADP তৈরি করার সময় কোন ধরনের প্রকল্পে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়?
✅ অভ্যন্তরীণ উৎসের ওপর
[খ] বৈদেশিক সাহায্যের ওপর
[গ] অবকাঠামো উন্নয়ন নির্ভর
[ঘ] রাজস্ব আয় নির্ভর

৬৬. বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কোনটিকে মূল টার্গেট ধরে প্রণয়ন করা হয়?
✅ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
[গ] স্বল্পমেয়াদি পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৬৭. সরকারের স্বল্পমেয়াদি উন্নয়ন পরিকল্পনা কোনটি?
✅ বার্ষিক পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
[গ] স্বল্পমেয়াদি পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৬৮. মধ্যমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হয় কীসের মাধ্যমে?
✅ ADP বাস্তবায়নে
[খ] সার্বিক উন্নয়নে
[গ] মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে
[ঘ] সম্পদের সুষ্ঠু ব্যবহারে

৬৯. মধ্যমেয়াদি পরিকল্পনার সময়কাল কত বছর?
✅ ৫-১০
[খ] ৫-১৫
[গ] ৫-২৫
[ঘ] ৫-৬৬

৭০. ২০২১ সালের মধ্যে দারিদ্র্য নিরসন কোন ধরনের পরিকল্পনা?
✅ দীর্ঘমেয়াদি পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
[গ] স্বল্পমেয়াদি পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৭১. যে পরিকল্পনার মেয়াদ ১০, ১৫ বা ২০ বছর সময়ের জন্য প্রণয়ন করা হয় তা কোন ধরনের পরিকল্পনা?
[ক] স্বল্পমেয়াদি
[খ] মধ্যম মেয়াদি
[গ] কাঠামোগত
✅ প্রেক্ষিত

৭২. দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে অন্য কী নামে অভিহিত করা যায়?
✅ প্রেক্ষিত পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
[গ] স্বল্পমেয়াদি পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৭৩. উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কোনটি ঘটে?
✅ সম্পদের সুষ্ঠু ব্যবহার
[খ] খাদ্য ঘাটতি
[গ] বেকারত্ব বৃদ্ধি
[ঘ] পরনির্ভরশীলতা

৭৪. বার্ষিক পরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমে কোন পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব?
✅ দীর্ঘমেয়াদি পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
[গ] স্বল্পমেয়াদি পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৭৫. কোন পরিকল্পনা নিতান্তই লক্ষ্যমাত্রাভিত্তিক হয়?
[ক] দীর্ঘমেয়াদি পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ স্বল্পমেয়াদি পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৭৬. ADP এর প্রকল্পসমূহে অর্থায়ন করা হয়-
i. অভ্যন্তরীণ উৎস থেকে
ii. বাহ্যিক উৎস থেকে
iii. কর ধার্য করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. সরকারের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার বৈদেশিক উৎস হলো-
i. বৈদেশিক সাহায্য
ii. বেসরকারি সঞ্চয়
iii. ঋণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৮. বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকে-
i. জাতীয় উৎপাদন
ii. কৃষি সংক্রান্ত কার্যাবলি
iii. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও:
শুভ বন্ধুদের সাথে আড্ডার এক ফাঁকে বলে, তোমরা কি জানো বাংলাদেশ সরকার নির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জনে একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে। যা দারিদ্র্য বিমোচন, বাণিজ্যের প্রসার, প্রবৃদ্ধি অর্জনের সাথে বৈদেশিক সাহায্য ও অনুদানের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।

৭৯. শুভ কোন পরিকল্পনার কথা বলেছে?
✅ বার্ষিক উন্নয়ন পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
[গ] স্বল্পমেয়াদি পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৮০. অর্থনীতিতে উক্ত পরিকল্পনার উদ্দেশ্য হলো-
i. মাথাপিছু আয় বৃদ্ধি
ii. জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস
iii. মূলধনের নিখুঁত ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. আধুনিক যুগে কোনটি ছাড়া উন্নয়ন অসম্ভব?
[ক] ভারী শিল্প
✅ পরিকল্পনা
[গ] বিনিয়োগ
[ঘ] অবকাঠামো নির্মাণ

৮২. লর্ড কিনসের মতে উন্নয়নশীল দেশে বেকারত্বের কারণ কী?
✅ বিনিয়োগ কম
[খ] সঞ্চয় কম
[গ] মূলধন কম
[ঘ] ভোগ কম

৮৩. উন্নয়নশীল দেশের অর্থনীতি সাধারণত কীসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে?
[ক] শিল্প
✅ কৃষি
[গ] প্রাকৃতিক সম্পদ
[ঘ] মানবসম্পদ

৮৪. দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন?
✅ দক্ষ জনশক্তি
[খ] ব্যাপক কর্মসংস্থান
[গ] আয়-বৈষম্য বৃদ্ধি
[ঘ] উৎপাদনশীলতা বৃদ্ধি

৮৫. 'ক' একটি দেশ যার মাথাপিছু আয় ১৭৫২ মার্কিন ডলার। দেশটি কোন ধরনের?
[ক] উন্নত
[খ] অনুন্নত
✅ উন্নয়নশীল
[ঘ] অনুন্নয়নশীল

৮৬. উন্নয়নশীল দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা কী?
✅ দারিদ্র্যতা
[খ] নিরক্ষরতা
[গ] আত্মনির্ভরশীলতা
[ঘ] পরিবহন ব্যবস্থা

৮৭. দেশের সকল নাগরিকের কল্যাণ নিশ্চিত করার জন্য কোন ধরনের উন্নয়ন বেশি দরকার?
[ক] অবকাঠামোগত উন্নয়ন
[খ] অর্থনৈতিক উন্নয়ন
[গ] আঞ্চলিক উন্নয়ন
✅ সুষম উন্নয়ন

৮৮. জনসংখ্যা সমস্যা সমাধানে যে পরিবার পরিকল্পনা ব্যবস্থা গৃহীত হয় তা কীসের অংশ বিশেষ?
[ক] দীর্ঘমেয়াদি পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ সার্বিক উন্নয়ন পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৮৯. পরিকল্পনা ছাড়া উন্নয়নের জন্য গ্রেট ব্রিটেনের কত সময় লেগেছিল?
[ক] ৬০ বছর
[খ] ৮০ বছর
[গ] ৯০ বছর
✅ ১০০ বছর

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. উন্নয়নশীল দেশের অর্থনীতি সাধারণত কোন ধরনের হয়?
[ক] পুঁজিবাদী
[খ] সমাজতান্ত্রিক
✅ মিশ্র
[ঘ] গণতান্ত্রিক

৯১. একটি দেশের সামগ্রিক সমস্যা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সমাধান সম্ভব। কোন ধরনের দেশে উক্ত পরিকল্পনা সামগ্রিক সমস্যা সমাধান করে?
[ক] উন্নত দেশে
✅ উন্নয়নশীল দেশে
[গ] অনুন্নত দেশে
[ঘ] অতি উন্নত দেশে

৯২. বাংলাদেশে স্বাধীনতার পরে কতকগুলো পূর্ণাঙ্গ পঞ্চ-বার্ষিক উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়েছিল?
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৭টি
[ঘ] ৯টি

৯৩. অপরিকল্পিত অর্থনীতিতে কোন ধরনের কারবার দ্রুত গড়ে ওঠে?
✅ একচেটিয়া
[খ] প্রতিযোগিতামূলক
[গ] আংশিক প্রতিযোগিতামূলক
[ঘ] ভোক্তা বান্ধব

৯৪. পরিকল্পনা প্রণয়নে প্রথমে কোনটি নির্ণয় করতে হয়?
✅ উদ্দেশ্যাবলি
[খ] লক্ষ্যমাত্রা
[গ] উন্নয়নের হার
[ঘ] বিনিয়োগের হার

৯৫. অনুন্নত দেশে জাতীয় আয়ের কত শতাংশ বিনিয়োগ হওয়া উচিত?
ক ১০%
✅ ১৫%
[গ] ৪৪%
[ঘ] ২৫%

৯৬. কোনো দেশের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবৃদ্ধির সম্ভাবনা নির্ণয় করাকে কী বলে?
[ক] উদ্দেশ্যাবলি
✅ উন্নয়নের হার
[ঘ] বিনিয়োগের হারঘ লক্ষ্যমাত্রা

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও:
নগেন থাপা নেপালের নাগরিক। কিছুদিন আগে তার দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অনেক মানুষের জীবনহানি, শিল্প খাত, কৃষি খাত এবং মানুষের জীবনযাত্রায় বিপর্যয় নেমে এসেছে। তিনি দেখলেন যে, উক্ত সমস্যা সমাধানের জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিচ্ছে।

৯৭. নগেন থাপার দেশের সরকার কোন পরিকল্পনা হাতে নিতে পারে?
[ক] বার্ষিক উন্নয়ন পরিকল্পনা
[খ] কেন্দ্রীয় পরিকল্পনা
✅ স্বল্পমেয়াদি পরিকল্পনা
[ঘ] স্থানীয় পরিকল্পনা

৯৮. উক্ত পরিকল্পনার উদ্দেশ্য হলো-
i. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা
ii. অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা
iii. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. পরিকল্পনার সমতা কত প্রকার?
[ক] ২ প্রকার
✅ ৩ প্রকার
[গ] ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

১০০. মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ও বিদ্যমান সম্পদের সমতাকে কী বলে?
✅ খাতভিত্তিক
[খ] পশ্চাৎমুখী
[গ] আর্থিক
[ঘ] কাঠামোগত
Share:

0 Comments:

Post a Comment