এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 1st paper mcq question and answer. HSC economic 1st paper mcq question pdf download. hsc economics 1st paper guide pdf.
উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১০
HSC Economics 1st Paper
MCQ
question and answer pdf download.
১. 'The State Theory of Money' গ্রন্থটির লেখক কে?
[ক] Sayers
✅ G. F. Knapp
[গ] Walker
[ঘ] Cole
২. দ্রব্য বিনিময়ের অসুবিধা দূর করেছে কোনটি?
[ক] স্বর্ণ
[খ] রৌপ্য
[গ] তাম্র
✅ মুদ্রা
৩. ধরা যাক, কোন ব্যক্তি পাঁচ টাকা দামে একটি কলম ক্রয় করল। এক্ষেত্রে পাঁচ টাকা কী?
[ক] দ্রব্যের দাম
[খ] দ্রব্যের অর্থমূল্য
[গ] বিনিময়ের মাধ্যম
✅ দ্রব্যের মূল্যের পরিমাপক
৪. স্থগিত লেনদেন বলতে কোনটি নির্দেশ করা হয়েছে?
✅ ভবিষ্যৎ দেনা-পাওনাকে
[খ] ঋণ গ্রহণ করাকে
[গ] মূল্য স্থানান্তরকে
[ঘ] তারল্যের মানকে
৫. বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত ও সর্বোৎকৃষ্ট মাধ্যম কোনটি?
[ক] স্বর্ণ
[খ] রৌপ্য
[গ] তাম্র
✅ মুদ্রা
৬. 'মূল্য সংরক্ষণ এবং বিনিময়ের মাধ্যমই হলো অর্থ' সংজ্ঞাটির উৎস কোনটি?
[ক] Economics জার্নাল
✅ Oxford Dictionary of Economics
[গ] Principle of Economics
[ঘ] Modern Micro Economics
৭. 'যা বিনিময়ের মাধ্যমে সবার কাছে গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্জয়ের বাহন হিসেবে কাজ করে তাই মুদ্রা'। সংজ্ঞাটি দিয়েছেন কোন অর্থনীতিবিদ?
[ক] কোল
[খ] কেন্ট
✅ ক্রাউথার
[ঘ] কুর্নট
৮. রাকিব তার উপার্জন থেকে ১,০০০ টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা রাখে। এখানে অর্থ কী হিসেবে কাজ করছে?
[ক] মূল্যের পরিমাপক হিসেবে
[খ] বিনিময়ের মাধ্যম হিসেবে
✅ সঞ্চয়ের বাহন হিসেবে
[ঘ] মূল্য স্থানান্তরের বাহন
৯. মুদ্রা এমন একটি বস্তু যা সকলেই দেনা-পাওনা মেটাতে ও ঋণ পরিশোধে ব্যবহার করে'। উক্তিটি কার?
✅ জিডিএইচ কোল
[খ] আরপি কেট
[গ] আলফ্রেড মার্শাল
[ঘ] ফ্রেশার
১০. দ্রব্যের দাম ও ব্যবসাগত কার্যকলাপের পাওনা হিসেবে অর্থকে সংজ্ঞায়িত করেন কোন অর্থনীতিবিদ?
✅ ডি. এইচ. রোবার্টসন
[খ] আরপি কেট
[গ] আলফ্রেড মার্শাল
[ঘ] ফ্রেশার
১১. কোনটিকে ঋণের ভিত্তি হিসেবে গণ্য করা হয়?
✅ অর্থ
[খ] জায়গা-জমি
[গ] সঞ্চয়পত্র
[ঘ] শেয়ার
১২. আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসেবে কোনটির গ্রহণ সর্বজন স্বীকৃত?
✅ অর্থ
[খ] জায়গা-জমি
[গ] সঞ্চয়পত্র
[ঘ] শেয়ার
১৩. কীভাবে বিনিময় ব্যবস্থা সহজ ও গতিশীল হয়েছে?
[ক] ব্যাংক ব্যবস্থার দ্বারা
[খ] লেনদেনের দ্বারা
✅ অর্থের দ্বারা
[ঘ] ঋণের দ্বারা
১৪. কোনটির প্রচলনের ফলে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ করা সহজ হয়েছে?
✅ অর্থ
[খ] জায়গা-জমি
[গ] সঞ্চয়পত্র
[ঘ] শেয়ার
১৫. মুদ্রার কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা হয়?
[ক] দুই ভাগে
[খ] চার ভাগে
✅ তিন ভাগে
[ঘ] ছয় ভাগে
১৬. অর্থ প্রধান চারটি কাজ ছাড়াও আরও কিছু কাজ করে। সেগুলো হলো-
i. তারল্যের মান
ii. স্থগিত লেনদেনের মান
iii. সামাজিক মর্যাদার প্রতীক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭. অজিত চৌধুরী তার গ্রামের পাঁচ বিঘা জমি বিক্রি করে ঢাকায় পাঁচ কাঠা জমি ক্রয় করেন। এখানে অর্থ কাজ করে-
i. ঋণের ভিত্তি হিসেবে
ii. মূল্য স্থানান্তর হিসেবে
iii. সঞ্চয়ের বাহন হিসেবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii
[ঘ] i, ii ও iii
১৮. মূল্য স্থানান্তরের বাহন হিসেবে মুদ্রা সাহায্য করে-
i. আর্থিক লেনদেনে
ii. দেনা পরিশোধে
ii. সম্পদ ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯. বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী?
[ক] বিনিয়োগ বৃদ্ধি
✅ মুনাফা অর্জন
[গ] অর্থনৈতিক উন্নয়ন
[ঘ] সঞ্চয় বৃদ্ধি
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
জামানকে তার বাবা ৫০০ টাকা দিল। জামান সে টাকা থেকে ৩০০ টাকা দিয়ে বই কিনল। বাকি টাকা সে তার মাটির ব্যাংকে জমা রাখল।
২০. জামানের ৩০০ টাকা দিয়ে বই ক্রয় করায় কী প্রকাশ পায়?
✅ মূল্যের পরিমাপক
[খ] সঞ্চয়ের বাহন
[গ] ঋণের ভিত্তি
[ঘ] স্থগিত লেনদেনে মান
২১. জামানের জমাকৃত অর্থকে বলা যায়-
i. সঞ্চয়ের বাহন
ii. সামাজিক মর্যাদার প্রতীক
iii. মূল্য স্থানান্তরের বাহন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২. মুদ্রা কী?
[ক] তরল সম্পদ
[খ] টাকা পয়সা
✅ বিনিময়ের মাধ্যম
[ঘ] প্রাচুর্য
২৩. 'Money is what money does'- সংজ্ঞাটি কার?
[ক] সেয়ার্স
✅ ওয়াকার
[গ] রবার্টসন
[ঘ] ক্লাউথার
২৪. মুদ্রার প্রধান কাজ কোনটি?
[ক] সামাজিক মর্যাদা রক্ষা
[খ] মনস্তাত্ত্বিক কাজ
✅ বাণিজ্যিক কাজ
[ঘ] সামাজিক সম্পর্ক রক্ষা
২৫. মুদ্রার প্রধান কাজ কোনটি?
[ক] মূল্যের পরিমাপক
[খ] সঞ্চয়ের বাহক
[গ] ঋণের ভিত্তি
✅ বিনিময় মাধ্যম
২৬. কোনো বাণিজ্যিক ব্যাংকের আমানত ও ঋণের সুদের হারের পার্থক্যই হলো-
[ক] আয়
✅ মুনাফা
[গ] মূলধন
[ঘ] সঞ্চয়
২৭. স্থগিত লেনদেন বলতে কাকে বোঝায়?
✅ ভবিষ্যৎ দেনা-পাওনাকে
[খ] মূল্য স্থানান্তরকে
[গ] তারল্যের মানকে
[ঘ] ঋণ গ্রহণ করাকে
২৮. বিনিময়কে সহজ করতে ভূমিকা রেখেছে কোনটি?
[ক] শিক্ষার বিকাশ
[খ] শিল্পের উত্তরণ
✅ অর্থের বিকাশ
[ঘ] উৎপাদিত দ্রব্যের সুষম বণ্টন
২৯. বিহিত মুদ্রাকে কয়ভাগে ভাগ করা যায়?
✅ দুই
[খ] চার
[গ] তিন
[ঘ] পাঁচ
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহারের ক্ষেত্রে আইনগত স্বীকৃতি ও বাধ্যবাধকতা আছে কোনটির?
[ক] ট্রেজারি বিল
[খ] বন্ড
[গ] বৈদেশিক মুদ্রা
✅ বিহিত মুদ্রা
৩১. বিহিত মুদ্রা কী?
✅ সরকার কর্তৃক স্বীকৃত মুদ্রা
[খ] জনগণের গচ্ছিত অর্থ
[গ] বিদেশ থেকে আগত অর্থ
[ঘ] ঋণ পরিশোধের টাকা
৩২. কোনটির তারল্যমান অসীম?
[ক] ঐচ্ছিক মুদ্রা
[খ] ঋণপত্র
[গ] মেয়াদি আমানত
✅ বিহিত মুদ্রা
৩৩. ব্যবসায়িক লেনদেন কয়ভাবে সম্পন্ন হয়?
✅ দুই ভাবে
[খ] চার ভাবে
[গ] তিন ভাবে
[ঘ] পাঁচ ভাবে
৩৪. কোন মুদ্রা দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায়?
[ক] ট্রেজারি বিল
[খ] বন্ড
[গ] বৈদেশিক মুদ্রা
✅ সসীম বিহিত মুদ্রা
৩৫. বাংলাদেশের একশ টাকার নোট কোন ধরনের মুদ্রা?
[ক] ট্রেজারি বিল
[খ] বন্ড
[গ] বৈদেশিক মুদ্রা
✅ অসীম বিহিত মুদ্রা
৩৬. বাংলাদেশে কোন ধরনের মুদ্রাকে প্রতিনিধিত্বমূলক মুদ্রা বলা হয়?
[ক] প্রামাণিক
[খ] মুদ্রা
[গ] ধাতব
✅ কাগজি
৩৭. কোন মুদ্রা দ্বারা যেকোনো পরিমাণ লেনদেন করা যায়?
[ক] ট্রেজারি বিল
[খ] বন্ড
[গ] বৈদেশিক মুদ্রা
✅ অসীম বিহিত মুদ্রা
৩৮. রহিম করিমের কাছে ১০ হাজার টাকা পাবে। করিম তাকে ২৫ পয়সা, ৫০ পয়সা, ১ টাকা ও ৫ টাকার ধাতব মুদ্রা দিয়ে মোট টাকা দিলো। কিন্তু রহিম তা প্রত্যাখ্যান করলো। করিমের প্রদত্ত মুদ্রাটি কোন মুদ্রা?
[ক] ঐচ্ছিক মুদ্রা
[খ] ঋণপত্র
[গ] মেয়াদি আমানত
✅ সসীম বিহিত
৩৯.বিশ্বের প্রায় সকল দেশে কোন ধরনের মুদ্রা প্রচলিত আছে?
[ক] প্রামাণিক
[খ] মুদ্রা
[গ] ধাতব
✅ কাগজি মুদ্রা
৪০. ফিশারের বিনিময় সমীকরণে PT দ্বারা কী বোঝানো হয়?
[ক] দামস্তর
[খ] মুদ্রার যোগানের পরিমাণ
[গ] সঞ্চিত মুদ্রার পরিমাণ
✅ মুদ্রার চাহিদা
৪১. অর্থের যোগানকে প্রভাবিত করে না কোনটি?
[ক] বিহিত মুদ্রার যোগান
[খ] বাণিজ্যিক ব্যাংকের সুদ
✅ ব্যাংক সুদের হার
[ঘ] ব্যাংক ড্রাফট
৪২. 'বাংলাদেশ ব্যাংক' কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কখন থেকে কার্যক্রম শুরু করে?
[ক] ২৬ শে মার্চ, ১৯৭১
✅ ১৬ই ডিসেম্বর, ১৯৭১
[গ] ১৬ই এপ্রিল, ১৯৭১
[ঘ] ৩১ শে ডিসেম্বর ১৯৭২
৪৩. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
[ক] দি ব্যাংক অব বাংলাদেশ
[খ] স্টেট ব্যাংক অব বাংলাদেশ
✅ বাংলাদেশ ব্যাংক
[ঘ] দি ন্যাশনাল ব্যাংক অব বাংলাদেশ
৪৪. মুদ্রাবাজারের অভিভাবক কোনটি?
[ক] বাণিজ্যিক ব্যাংক
[খ] সোনালী ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] গ্রামীণ ব্যাংক
৪৫. নিকাশঘর হিসেবে কাজ করে কোনটি?
[ক] বাণিজ্যিক ব্যাংক
[খ] সোনালী ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] গ্রামীণ ব্যাংক
৪৬. আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
[ক] বাংলাদেশ ব্যাংক
[খ] স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
✅ ফেডারেল রিজার্ভ সিস্টেম
[ঘ] ব্যাংক অব ইংল্যান্ড
৪৭. ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
[ক] দি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
[খ] ফেডারেল রিজার্ভ সিস্টেম
✅ ব্যাংক অব ইংল্যান্ড
[ঘ] বাংলাদেশ ব্যাংক
৪৮. বাংলাদেশ ব্যাংকের গভর্নর কত বছরের জন্যে নিযুক্ত হন?
✅ ৩ বছর
[খ] ৪ বছর
[গ] ৫ বছর
[ঘ] ৬ বছর
৪৯. বাংলাদেশে এক টাকার নোট ইস্যু করে কে?
[ক] মহাব্যবস্থাপক
[খ] গভর্নর
✅ অর্থ সচিব
[ঘ] অর্থমন্ত্রী
৫০. মি. জামশেদ সৌদি আরবে চাকরি করেন। ঐ দেশের 'X' ব্যাংক সকল নোট প্রচলন করে। 'X' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?
[ক] সমবায়
✅ কেন্দ্রীয়
[গ] বাণিজ্যিক
[ঘ] বেসরকারি
৫১. 'কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের সর্বশেষ আশ্রয়স্থল' - প্রামাণ্য সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদের?
✅ অধ্যাপক হট্টে
[খ] আর.পি. কেন্ট
[গ] অধ্যাপক সেয়ার্স
[ঘ] কেয়ার্নক্রস
৫২. দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান কোনটি?
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] বাংলাদেশ কৃষি ব্যাংক
[গ] সোনালী ব্যাংক
[ঘ] সমবায় ব্যাংক
৫৩. দেশের মুদ্রা ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের দায়িত্ব যে ব্যাংকের ওপর ন্যস্ত করা হয় তাকে কী বলে?
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] বাংলাদেশ কৃষি ব্যাংক
[গ] সোনালী ব্যাংক
[ঘ] সমবায় ব্যাংক
৫৪. কোনটি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক নোট নয়?
[ক] একশত টাকা
[খ] দশ টাকা
[গ] পাঁচ টাকা
✅ এক টাকা
৫৫. বাংলাদেশে প্রচলিত ব্যাংক নোট কয়টি?
[ক] ৫টি
[খ] ৬টি
✅ ৭টি
[ঘ] ৮টি
৫৬. সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে কোন ব্যাংক?
✅ কেন্দ্রীয়
[খ] শিল্প
[গ] বাণিজ্যিক
[ঘ] গ্রামীণ
৫৭. বাংলাদেশ ব্যাংকে নোটের মূল্যের শতকরা কত ভাগ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করা হয়?
[ক] ২০ ভাগ
✅ ৩০ ভাগ
[গ] ৪০ ভাগ
[ঘ] ৫০ ভাগ
৫৮. আয় ও মুদ্রার চাহিদার মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান?
[ক] ঋণাত্মক
✅ ধনাত্মক
[গ] নিরপেক্ষ
[ঘ] বিপরীতমুখী
৫৯. মুদ্রার আয় বাড়লে ও কমলে সতর্কতামূলক চাহিদা কী হয়?
✅ যথাক্রমে বাড়ে ও কমে
[খ] অপরিবর্তনশীল থাকে
[গ] যথাক্রমে কমে ও বাড়ে
[ঘ] স্থিতিস্থাপক থাকে
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. অর্থনৈতিক নীতির তথ্য সংগ্রহ করে গবেষণা ও রিপোর্ট তৈরি করে কোন ব্যাংক?
✅ কেন্দ্রীয়
[খ] শিল্প
[গ] বাণিজ্যিক
[ঘ] গ্রামীণ
৬১. দামস্তর বেড়ে গেলে অর্থের চাহিদার কীরূপ পরিবর্তন ঘটে?
[ক] হ্রাস পায়
✅ বৃদ্ধি পায়
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] স্থিতিস্থাপক থাকে
৬২. প্রান্তিক ভোগ প্রবণতা বেশি হলে অর্থের চাহিদার কীরূপ পরিবর্তন হয়?
✅ বাড়ে
[খ] কমে
[গ] স্থির থাকে
[ঘ] দ্বিগুণ হয়
৬৩. মুদ্রার ফটকা চাহিদা কীসের ওপর নির্ভর করে?
[ক] মুদ্রার যোগান
[খ] আয়
✅ বাজার সুদের হার
[ঘ] মুদ্রার বিনিময় হার
৬৪. মুদ্রার ফটকা চাহিদা রেখাটি কেমন?
✅ বামদিক থেকে ডানদিকে নিম্নগামী
[খ] বামদিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী
[গ] বামদিক থেকে ডানদিকে সমান্তরাল
[ঘ] ভূমি অক্ষের সমান্তরাল
৬৫. বাজার সুদের হারের সাথে মুদ্রার ফটকা চাহিদার সম্পর্ক কী?
[ক] ধনাত্মক
[খ] ঋণাত্মক
✅ বিপরীতমুখী
[ঘ] সমমুখী
৬৬. জনসাধারণ হাতে নগদ মুদ্রা ধরে রাখতে চায় কারণ মুদ্রা দ্বারা-
i. আর্থিক সংকট মোকাবিলা করা যায়
ii. প্রয়োজনে কাজে লাগানোর জন্য সঞ্চয় করা যায়
iii. ফটকা কারবার করা যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৭. মুদ্রার লেনদেন চাহিদা নির্ভর করে-
i. আয়
ii. মুদ্রার সরবরাহ
iii. সুদের হার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের রেখাচিত্রটি ব্যবহার করে ৬৮ ও ৬৯ নং প্রশ্নের উত্তর দাও:
৬৮. উপরের চিত্র অনুসারে নিচের কোনটি সঠিক?
✅ আয় বাড়লে মুদ্রার লেনদেন চাহিদা বাড়ে
[খ] আয় বাড়লে মুদ্রার লেনদেন চাহিদা কমে
[গ] আয় কমলে মুদ্রার লেনদেন চাহিদা বাড়ে
[ঘ] আয় ও মুদ্রার লেনদেন চাহিদার মধ্যে কোন সম্পর্ক নেই
৬৯. চিত্রের OC রেখাকে কী বলা যায়?
✅ মুদ্রার লেনদেন চাহিদা রেখা
[খ] মুদ্রার চাহিদা যোগান রেখা
[গ] মুদ্রার সতর্কতামূলক চাহিদা রেখা
[ঘ] মুদ্রার ফটকা চাহিদা রেখা
৭০. কোনটি মুদ্রার চাহিদা সৃষ্টিকারী উপাদান?
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] বিমা কোম্পানি
[গ] বাণিজ্যিক ব্যাংক
[ঘ] বিশেষায়িত ব্যাংক
৭১. অর্থ সরবরাহ থেকে কোন উপাদানটি বাদ দিলে চাহিদা আমানত পাওয়া যায়?
[ক] জনগণের হাতের মুদ্রা
[খ] মেয়াদি আমানত
✅ জগণের হাতের মুদ্রা ও মেয়াদি আমানত
[ঘ] কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে রক্ষিত মুদ্রা
৭২. মুদ্রার যোগান সৃষ্টি হয় কয়টি উপাদানের সমন্বয়ে?
✅ ৩টি
[খ] ৫টি
[গ] ৪টি
[ঘ] ৬টি
৭৩. মুদ্রার যোগান ধারণাটি ব্যবহৃত হয় কয়টি অর্থে?
✅ ২টি
[খ] ৫টি
[গ] ৪টি
[ঘ] ৬টি
৭৪. কোনটি মেয়াদি আমানতের সূত্র?
[ক] DD = MS - (CU + TD)
[খ] TD = MS - (CU + DD)
[গ] CU = MS - (CC + CB)
[ঘ] MS = CU + DD + TD
৭৫. মুদ্রার যোগান থেকে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত মুদ্রা ও বাণিজ্যিক ব্যাংকের ভল্টে রক্ষিত মুদ্রা বাদ দিলে কী পাওয়া যায়?
✅ জনগণের হাতে মুদ্রা
[খ] চাহিদা আমানত
[গ] মেয়াদি আমানত
[ঘ] ঋণপত্র
৭৬. একটি দেশের জনগণের হাতের মুদ্রা ও ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে কী বলে?
[ক] মুদ্রার মজুত
[খ] মুদ্রার চাহিদা
✅ মুদ্রার যোগান
[ঘ] মুদ্রার লেনদেন চাহিদা
৭৭. কোন ধরনের আমানত ব্যাংক চাহিবামাত্র পরিশোধ করতে বাধ্য থাকে?
✅ চাহিদা আমানত
[খ] মেয়াদি আমানত
[গ] সঞ্চয়ী আমানত
[ঘ] চলতি আমানত
৭৮. কোনটি স্বল্পমেয়াদি ঋণদানকারী ব্যাংক?
[ক] গ্রামীণ
[খ] কৃষি
✅ বাণিজ্যিক
[ঘ] কেন্দ্রীয়
৭৯. কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক কাজ?
✅ আমানত গ্রহণ
[খ] ঋণ নিয়ন্ত্রণ
[গ] নোট ইস্যু
[ঘ] অর্থ বাজারের প্রতিনিধিত্বকরণ
৮০. মুদ্রার যোগানের উপাদান নয় কোনটি?
[ক] জনগণের হাতের মুদ্রা
[খ] চাহিদা আমানত
[গ] মেয়াদি আমানত
✅ ঋণপত্র
৮১. কোনো আর্থিক প্রতিষ্ঠানের গচ্ছিত যে মুদ্রা নির্দিষ্ট সময়ের পূর্বে সুদসহ উত্তোলন করা যায় না তাকে কী বলে?
[ক] গচ্ছিত আমানত
[খ] চলতি আমানত
✅ মেয়াদি আমানত
[ঘ] চাহিদা আমানত
৮২. জনগণের হাতে কোনটি পৌঁছায় না-
i. বাণিজ্যিক ব্যাংকের ভল্টে রক্ষিত নোট
ii. কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত মুদ্রা
iii. বৈদেশিক মুদ্রা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৩. চাহিদা আমানতের বৈশিষ্ট্য হলো-
i. যেকোনো সময় নগদ অর্থে রূপান্তর করা যায়
ii. লেনদেনের কাজে ব্যবহার করা যায়
iii. এর বিপরীতে ঋণ নেওয়া যায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৪. মুদ্রার যোগান হ্রাস পেলে কী ঘটে?
[ক] দামস্তর বৃদ্ধি পায়
[খ] অর্থের মূল্য হ্রাস পায় পায়
[গ] অর্থের চাহিদা হ্রাস পায়
[ঘ] অর্থের মূল্য বৃদ্ধি পায়
৮৫. অর্থ সরবরাহ থেকে কোন উপাদান বাদ দিয়ে চাহিদা আমানত পাওয়া যায়?
[ক] জনগণের হাতের মুদ্রা
[খ] মেয়াদি আমানত
✅ জনগণের হাতের মুদ্রা ও মেয়াদি আমানত
[ঘ] কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে রক্ষিত মুদ্রা
৮৬. মুদ্রার যোগান বৃদ্ধি পেলে―
[ক] মূল্য স্তর হ্রাস পায়
✅ অর্থের মূল্য হ্রাস পায়
[গ] অর্থের মূল্য বৃদ্ধি পায়
[ঘ] অর্থের চাহিদা হ্রাস পায়
৮৭. অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. দামস্তর দ্বিগুণ হবে
ii. দামস্তর চারগুণ হবে
iii. অর্থের মূল্য অর্ধেক হবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৮. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কয়টি?
✅ দুটি
[খ] চারটি
[গ] তিনটি
[ঘ] পাঁচটি
৮৯. যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ গ্রহণ করে তাকে কী বলে?
✅ ব্যাংক হার
[খ] জমার হার
[গ] মুদ্রাস্ফীতি হার
[ঘ] ঋণের হার
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. সর্বপ্রথম কোন সালে ব্যাংক হার নীতির প্রয়োগ ঘটে?
[ক] ১৮৩৬
✅ ১৮৩৯
[গ] ১৯৩৬
[ঘ] ১৯৩৯
৯১. কোন ব্যাংক খোলাবাজার নীতি উদ্ভাবন করে?
[ক] ব্যাংক অব থাইল্যান্ড
[খ] ব্যাংক অব ফ্রান্স
[গ] ব্যাংক অব কানাডা
✅ ব্যাংক অব ইংল্যান্ড
৯২. সর্বপ্রথম কোন দেশে খোলাবাজার নীতির প্রয়োগ ঘটে?
[ক] ফ্রান্স
✅ ইংল্যান্ড
[গ] জাপান
[ঘ] নেদারল্যান্ড
৯৩. ব্যাংক হার হ্রাস পেলে কী প্রভাব পড়ে?
[ক] বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বৃদ্ধি পায়
✅ গ্রাহকদের ঋণ গ্রহণে উৎসাহ সৃষ্টি হয়
[গ] বাজারে বন্ড ও সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় বাড়ে
[ঘ] গ্রাহকদের ঋণ গ্রহণে আগ্রহ হ্রাস পায়
৯৪. নগদ জমা ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির সাথে সম্পর্কিত?
[ক] ব্যাংক হার নীতি
[খ] খোলা বাজার নীতি
✅ জমার হার পরিবর্তন নীতি
ঘ গুণগত ঋণ নিয়ন্ত্রণ নীতি
৯৫. কোনটি বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বাড়ায়?
[ক] জমার হার বৃদ্ধি পেলে
[খ] ব্যাংক হার বৃদ্ধি পেলে
[গ] খোলাবাজারে সিকিউরিটিজ বিক্রয় করলে
✅ খোলাবাজারে সিকিউরিটিজ ক্রয় করলে
৯৬. 'Quantity Theory of Money' তত্ত্বটি কে দিয়েছেন?
[ক] অ্যাডাম স্মিথ
✅ আরভিং ফিসার
[গ] পল. স্যামুয়েলসন
[ঘ] সাইমন নিউকম্ব
৯৭. অর্থের যোগানের সাথে অর্থমূল্যের সম্পর্ক কী?
[ক] সরাসরি
✅ ব্যস্তানুপাতিক
[গ] সমানুপাতিক
[ঘ] আড়াআড়ি
৯৮. 'Principles of Political Economy' নামক বইটি কোন অর্থনীতিবিদের লেখা?
[ক] অ্যাডাম স্মিথ
[খ] আরভিং ফিসার
[গ] পল. স্যামুয়েলসন
✅ সাইমন নিউকম্ব
৯৯. ফিশারের তত্ত্বের অনুমিত শর্ত নয় কোনটি?
[ক] শুধু লেনদেনের জন্য অর্থের চাহিদা হয়
[খ] দ্রব্যের দামস্তরের কোনো ভূমিকা নেই
✅ দীর্ঘকালে দ্রব্যসামগ্রীর উৎপাদন ও লেনদেন স্থির থাকে
[ঘ] অর্থের চাহিদা ও যোগান সমান থাকে
১০০. সাইমন নিউকম্ব অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে মৌলিক বক্তব্য রাখেন কোন সালে?
[ক] ১৯১১
[খ] ১৮৮৫
✅ ১৮৮৬
[ঘ] ১৯৩০
0 Comments:
Post a Comment