HSC কৃষিশিক্ষা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC agriculture 2nd Paper mcq question and answer. HSC agriculture 2nd Paper mcq Questions pdf download. HSC Krishi Shikkha 2nd paper mcq pdf.

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫

HSC Agriculture 2nd Paper
MCQ
question and answer pdf download

১. ‘অর্থনীতি হলো এমন এক বিজ্ঞান যা সম্পদ সৃষ্টি, বণ্টন ও সমস্যা নিয়ে আলোচনা করে'-উক্তিটি কার?
[ক] এল. সি. গ্রে
[খ] কোহেন
✅ এ্যাডাম স্মিথ
[ঘ] হাবার্ড

২. পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার সব বৈশিষ্ট্য দেখা যায় কোন খামারে?
[ক] ফসল খামার
✅ বাণিজ্যিক খামার
[গ] যৌথ খামার
[ঘ] সরকারি খামার

৩. ২০১৬ সালের অর্থনেতিক সমীক্ষা অনুসারে জিডিপি-তে কৃষিখাতের অবদান শতকরা কত ভাগ?
[ক] ১০.১৩
✅ ১৫. ৩৫
[গ] ১৬. ১৩
[ঘ] ১৬. ৩৩

৪. বাংলাদেশের উন্নয়নের মেরুদন্ড কোনটি?
✅ কৃষি
[খ] অবকাঠামোগত উন্নয়ন
[গ] শিল্প
[ঘ] আইন শৃঙ্খলার উন্নয়ন

৫. এ্যাডাম স্মিথের মতানুসারে, অর্থনীতির আলোচ্য বিষয় বহির্ভূত কাজ কোনটি?
[ক] সম্পদ সৃষ্টি
[খ] সম্পদ সম্পর্কিত সমস্যা
✅ সম্পদ ভোগ
[ঘ] সম্পদ বণ্টন

৬. কৃষি শিল্পের নিজস্ব বৈশিষ্ট্যের আলোকে অর্থনীতির সাধারণ সূত্রসমূহ প্রয়োগ করা হয় কোনটিতে?
[ক] কৃষি বিজ্ঞানে
✅ কৃষি অর্থনীতিতে
[গ] কৃষি খামার ব্যবস্থাপনায়
[ঘ] কৃষি ব্যাংক পরিচালনায়

৭. পারিবারিক খামারে কৃষক সাধারণত কতটি হাঁস-মুরগি পালন করে?
✅ ৫-১৫
[খ] ২০-৩০
[গ] ৫৫-৭৭
[ঘ] ৬০-৭০

৮. পারিবারিক খামারে কৃষক সাধারণত কতটি গরু পালন করে?
✅ ২-৫
[খ] ২০-৩০
[গ] ৫৫-৭৭
[ঘ] ৬০-৭০

৯. খামার হলো -
i. উৎপাদন ব্যবস্থার একক
ii. বাজারজাতকরণের একক
iii. ভোগের একক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০. কৃষি অর্থনীতির আলোচ্য বিষয় -
i. কৃষি ঋণ
ii. কৃষিপণ্য উৎপাদন
iii. কৃষিপণ্য বিপণন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১. খামারকরণের প্রাকৃতিক উৎসমূহের মধ্যে রয়েছে -
i. মূলধন
ii. শ্রমিক
iii. ভূমি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
পারিবারিক খামারে ব্যবহারের জন্য মাহিন তার বন্ধু শাহীনের হ্যাচারি থেকে কিছু পণ্য সংগ্রহ করে।

১২. মাহিনের সংগৃহিত পণ্য কোনটি?
[ক] ডিমওয়ালা মাছ
[খ] গাছের চারা
[গ] উন্নত জাতের বীজ
✅ মাছের পোনা

১৩. শাহীনের হ্যাচারির জন্য প্রয়োজন -
i. অধিক জায়গা
ii. অধিক মূলধন
iii. প্রযুক্তির ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪. প্রতি বছর আন্তর্জাতিক পারিবারিক খামার দিবস পালিত হয় কখন?
[ক] মে-জুন
[খ] জানুয়ারি-ফেব্রুয়ারি
[গ] আগস্ট-সেপ্টেম্বর
✅ সেপ্টেম্বর-অক্টোবর

১৫. কোন সালকে 'আন্তর্জাতিক পারিবারিক খামার বছর' ঘোষণা করা হয়েছিল?
✅ ২০১৪
[খ] ২০১৬
[গ] ২০১১
[ঘ] ২০১৫

১৬. সমবায় গঠনের মাধ্যমে কৃষিকাজ পরিচালনা করা হয় কোন ধরনের খামারে?
[ক] পারিবারিক খামারে
✅ যৌথ খামারে
[গ] বাণিজ্যিক খামারে
[ঘ] রাষ্ট্রীয় খামারে

১৭. রাষ্ট্রের নিয়ন্ত্রণে ও মালিকানায় কোন ধরনের খামার পরিচালিত হয়?
[ক] পারিবারিক খামার
[খ] যৌথ খামার
[গ] বাণিজ্যিক খামার
✅ রাষ্ট্রীয় খামার

১৮. কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারটি কোন শ্রেণিভুক্ত?
[ক] পারিবারিক খামার
[খ] যৌথ খামার
[গ] বাণিজ্যিক খামার
✅ রাষ্ট্রীয় খামার

১৯. 'গ্রামীণ খামার' কোন ধরনের খামার?
[ক] পারিবারিক খামার
✅ যৌথ মালিকানা খামার
[গ] বাণিজ্যিক খামার
[ঘ] রাষ্ট্রীয় খামার

২৯. আয়তনের দিক থেকে খামার কত ধরনের?
✅ ২
[খ] ৫
[গ] ৮
[ঘ] ৯

২১. সর্বোচ্চ লাভের লক্ষ্যে নির্মিত খামার কোনটি?
[ক] পারিবারিক খামার
✅ বৃহৎ খামার
[গ] বাণিজ্যিক খামার
[ঘ] রাষ্ট্রীয় খামার

২২. বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের খামারটি কোন ধরনের?
[ক] বাণিজ্যিক
[খ] বৃহৎ
✅ রাষ্ট্রীয়
[ঘ] বিশেষায়িত

২৩. বিশেষভাবে পরিকল্পিত মিশ্র খামারকে অন্য কী নামে অভিহিত করা হয়?
[ক] বিশেষায়িত খামার
✅ সমন্বিত খামার
[গ] বাণিজ্যিক খামার
[ঘ] রাষ্ট্রীয় খামার

২৪. মালিকানার ভিত্তিতে খামার কত প্রকার?
✅ ৩
[খ] ৫
[গ] ৮
[ঘ] ৯

২৫. যৌথ খামারের ক্ষেত্রে -
i. কৃষকদের জমি ও মূলধন একত্র করা হয়
ii. সমবায় ভিত্তিতে পরিচালিত হয়
iii. জমির মালিকানা সমবায় প্রতিষ্ঠানের হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬. রাষ্ট্রীয় খামার পরিচালনায় -
i. বিভিন্ন কর্মকর্তা নিয়োগ করা হয়
ii. উৎপাদন খরচ কর্মকর্তা বহন করে
iii. উৎপাদিত ফসল রাষ্ট্র গ্রহণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭. একক পণ্য খামারের ক্ষেত্রে-
i. একই ধরনের পণ্য উৎপাদন করা হয়
ii. এর অপর নাম বিশেষায়িত খামার
iii. সমবায়ের ভিত্তিতে পরিচালিত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. মিশ্র খামারকে বলা হয়-
i. বিশেষায়িত খামার
ii. সমন্বিত খামার
iii. বহুমুখী খামার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।


নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
সরকারের 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের প্রচারণায় অনুপ্রাণিত হয়ে আসাদ একটি খামার গড়ে তোলে। এ খামারের মাধ্যমে সে পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত ফসল বিক্রি করে লাভবান হয়।

২৯. আসাদের খামারটি কোন ধরনের?
[ক] বিশেষায়িত খামার
✅ পারিবারিক খামার
[গ] বাণিজ্যিক খামার
[ঘ] রাষ্ট্রীয় খামার

৩০. আসাদের গড়ে তোলা খামারটি-
i. অতি প্রাচীন
ii. শ্রম ভাড়া করে পরিচালিত হয়
iii. অতি আধুনিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:
রাববানী সাহেব তার গ্রামে আধুনিক দুগ্ধ উৎপাদন খামার নির্মাণ করেন। এখানে তিনি ব্যবসায়িক ভিত্তিতে শ্রম ভাড়া করে বিশুদ্ধ দুগ্ধ উৎপাদন করেন।

৩১. রাববানী সাহেবের নির্মিত খামারটি কোন ধরনের?
[ক] বিশেষায়িত খামার
✅ বৃহৎ খামার
[গ] বাণিজ্যিক খামার
[ঘ] রাষ্ট্রীয় খামার

৩২. রাববানী সাহেব তার খামারটি নির্মাণে-
i. পারিবারিক সদস্যর শ্রম ব্যবহার করেন
ii. অধিক পরিমাণ মূলধন বিনিয়োগ করেন
iii. বেশি মাত্রার ঝুঁকি গ্রহণ করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩. উৎপাদনের লাভ-লোকসান নির্ধারণে কোন নীতি ব্যবহার করা হয়?
[ক] ক্রম হ্রাসমান আয়
[খ] প্রতিস্থাপন
✅ ব্যয়
[ঘ] সুযোগ ব্যয়

৩৪. উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন নিশ্চিত করাকে কী বলে?
✅ খামার ব্যবস্থাপনা
[খ] খামার সংগঠন
[গ] খামার পরিকল্পনা
[ঘ] শস্য উৎপাদন

৩৫. ব্যয় নীতি অনুসারে মোট উৎপাদন আয় ও পরিবর্তনশীল বায় সমান না হওয়া পর্যন্ত কোনটি ঘটতে পারবে?
[ক] লাভ বৃদ্ধি
[খ] মূলধন ব্যবহার বৃদ্ধি
[গ] লাভ হ্রাস
[ঘ] মূলধন ব্যবহার হ্রাস

৩৬. উৎপাদিত পণ্যের পরিমাণ ও খরচ দ্বারা পণ্য নির্ধারণ করা হয় কোন নীতি দ্বারা?
[ক] ক্রমহ্রাসমান আয়
[খ] ব্যয়
✅ প্রতিস্থাপন
[ঘ] সুযোগ ব্যয়

৩৭. সীমিত সম্পদের সঠিক ব্যবহার করতে খামার ব্যবস্থাপনায় কোন নীতি অনুসরণ করা হয়?
[ক] ক্রমহ্রাসমান আয়
[খ] ব্যয়
[গ] প্রতিস্থাপন
✅ সুযোগ ব্যয়

৩৮. উঁচু ও সুনিষ্কাশিত ভূমি কোন ধরনের ফসলের খামারের জন্য অপরিহার্য?
[ক] মাঠ
[খ] দানা
✅ উদ্যান
[ঘ] তেলবীজ

৩৯. কীসের ওপর নির্ভর করে সেচ ও নিষ্কাশন ব্যবস্থা তৈরি করতে হয়?
[ক] পানির প্রাপ্যতা
✅ ভূমির প্রকৃতি
[গ] জলবায়ু
[ঘ] বৃষ্টিপাতের

৪০. শস্য উৎপাদনে কোন বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ?
[ক] ফসলের বাজারদর
[খ] ফসলের ধরন
✅ মাটির গুণাগুণ
[ঘ] সেচ ব্যবস্থা

৪১. ধান উৎপাদনে কোন মাটি অধিক উপযোগী?
[ক] দোঁআশ
[খ] বালি
✅ পলি দোঁআশ
[ঘ] পলি

৪২. একটি দেশি লাঙল দিয়ে দিনে কত বিঘা জমি চাষ করা যায়?
✅ ১-২
[খ] ২-৩
[গ] ৫-৭
[ঘ] ৬-৭

৪৩. ৪৭ হর্সপাওয়ারের একটি ট্রাক্টর দিয়ে দিনে কত বিঘা জমি চাষ করা যায়?
✅ ২০
[খ] ৫০
[গ] ৮০
[ঘ] ৯০

৪৪. অবস্থার প্রেক্ষাপটে খামারের পণ্য উৎপাদন পরিবর্তনের নীতিকে কোন নীতি বলা হয়?
[ক] ক্রমহ্রাসমান আয়
[খ] ব্যয়
✅ প্রতিস্থাপন
[ঘ] সুযোগ ব্যয়

৪৫. খামার ব্যবস্থাপনার মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে-
i. ক্রমহ্রাসমান আয় নীতি
ii. পরিপুরক নীতি
iii. প্রতিস্থাপন নীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. খামার নির্বাচনে অবকাঠামোগত দিক হিসেবে বিবেচনা করতে হয় -
i. আবহাওয়া ও জলবায়ু
ii. ফসলের ধর
iii. মাটির উর্বরতার মান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৭. খামার নির্বাচনের আর্থ-সামাজিক দিক হলো -
i. মাটির উর্বরতা
ii. মাটির উৎপাদনশীলতা
iii. ফসলের ধরন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮. খামার সংগঠকের কাজ হলো -
i. সুষ্ঠুভাবে খামার পরিচালনা
ii. খামারের লোকসানের ঝুঁকি হ্রাস
iii. সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও:
অভিজ্ঞ কৃষক সুজন ক্রমহ্রাসমান আয় নীতি অনুসরণ করে তার জমিতে সার ব্যবহারের পরিমাণ নির্ধারণ করেন।

৪৯. সুজনের ব্যবহৃত নীতির অপর নাম কী?
[ক] বিনিময় বিধি
✅ উৎপাদন বিধি
[গ] সুযোগ ব্যয় বিধি
[ঘ] প্রতিস্থাপন বিধি

৫০. এই নীতি অনুসারে-
i. সারের পরিমাণ বাড়ালে প্রথমে উৎপাদন বাড়বে
ii. নির্দিষ্ট মাত্রায় সার প্রয়োগে উৎপাদন সর্বাধিক হবে
iii. নির্দিষ্ট মাত্রায় সার বৃদ্ধির পর গড় উৎপাদন হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫১. প্রতিকূল আবহাওয়ায় বিকল্প ফসল চাষের সিদ্ধান্ত নিতে সাহায্য করে কোনটি?
✅ শস্য পঞ্জিকা
[খ] ফসলের বিন্যাস
[গ] খামার ব্যবস্থাপনা
[ঘ] খামার ডিজাইন

৫২. সারণিমূলক শস্য পঞ্জিকা কত প্রকার?
✅ ২
[খ] ৭
[গ] ৮
[ঘ] ৯

৫৩. বছরে ১২টি কার্যশিট করা হয় কোন শস্য পঞ্জিকায়?
[ক] বর্ণনামূলক
✅ মাসিক কাজভিত্তিক
[গ] রেখাচিত্রমূলক
[ঘ] ছবি সংবলিত

৫৪. অশিক্ষিত কৃষকদের জন্য উপযোগী শস্য পঞ্জিকা কোনটি?
[ক] বর্ণনামূলক
[খ] মাসিক কাজভিত্তিক
[গ] রেখাচিত্রমূলক
✅ ছবি সংবলিত

৫৫. শস্য পঞ্জিকা হলো-
i. কর্ম পরিকল্পনার ছক বিশেষ
ii. শস্য চাষের যাবতীয় কর্মসূচি
iii. সুবিন্যস্তখামার ব্যবস্থাপনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৬. সারণিমূলক শস্য প্রঞ্জিকাতে উপস্থাপন করা হয়-
i. ফসলের পরিচয়
ii. ফসলের জাত
iii. উৎপাদন কৌশল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৭. শস্য পঞ্জিকা সাহায্য করে -
i. ফসলের জীবনকাল জানতে
ii. শ্রমের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে
iii. খামারের কাজে শৃঙ্খলা বজায় রাখতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও:
কাশেম চৌধুরী বৈশাখ মাসের জন্য একটি শস্য পঞ্জিকা তৈরি করলেন। সে অনুসারে তিনি জমি প্রস্তুত ও পরিপক্ক ফসল কর্তনের সিদ্ধান্ত দেন।

৫৮. কাশেম চৌধুরী কোন পঞ্জিকা তৈরি করেছিলেন?
[ক] বর্ণনামূলক
✅ মাসিক কাজভিত্তিক
[গ] রেখাচিত্রমূলক
[ঘ] ছবি সংবলিত

৫৯. তার গৃহীত সিদ্ধান্তগুলো হতে পারে-
i. আমন ধান চাষের বীজতলা প্রস্তুত
ii. বোরো ধান কর্তন
ii. পাট চাষের মূল জমি প্রস্তুত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬০. একই জমিতে বিভিন্ন বছর ভিন্ন ভিন্ন ফসল চাষ করাকে কী বলে?
[ক] শস্য পঞ্জিকা
[খ] ফসল বিন্যাস
✅ শস্য পর্যায়
[ঘ] শস্য নির্বাচন

৬১. শস্য পর্যায়ে আচ্ছাদনকারী ফসল নির্বাচন করা হয় কেন?
✅ ভূমিক্ষয় রোধে
[খ] অঙ্কুরোদগম বাড়াতে
[গ] বাষ্পীভবন কমাতে
[ঘ] সবুজ সার তৈরিতে

৬২. কোনটি অনুসরণ করলে শস্যে রোগ ও পোকার আক্রমণ কম হয়?
[ক] শস্য পঞ্জিকা
[খ] ফসল বিন্যাস
✅ শস্য পর্যায়
[ঘ] শস্য নির্বাচন

৬৩. নিচু জমিতে শস্যচক্র অবলম্বন করা যায় না কেন?
[ক] সেচের অভাবে
✅ বন্যার কারণে
[গ] জমি অনুর্বর বলে
[ঘ] ফলন কম বলে

৬৪. কোনো এলাকায় ফসল জন্মানোর জন্য বার্ষিক যে পর্যায়ক্রম অনুসরণ করা হয় তাকে কী বলে?
[ক] শস্য পঞ্জিকা
✅ ফসল বিন্যাস
[গ] শস্য পর্যায়
[ঘ] শস্য নির্বাচন

৬৫. কোনো জমিতে বছরে যে কয়টি ফসল চাষ করা হয় তার শতকরা হারকে কী বলে?
[ক] শস্য পঞ্জিকা
✅ ফসল বিন্যাসের নিবিড়তা
[গ] শস্য পর্যায়
[ঘ] শস্য নির্বাচন

৬৬. সর্বোত্তম শস্য পর্যায়ের ব্যপ্তিকাল কত বছর?
✅ ৩-৫
[খ] ২-৩
[গ] ৫-৭
[ঘ] ৬-৭

৬৭. বাংলাদেশের ফসল বিন্যাসে কোন ফসলটির প্রাধান্য বিদ্যমান?
[ক] পাট
✅ ধান
[গ] সবজি
[ঘ] আলু

৬৮. বাংলাদেশের কত শতাংশ জমিতে ধান চাষ করা হয়?
✅ ৭৬
[খ] ৭৪
[গ] ৮৮
[ঘ] ৯৬

৬৯. কোনো ফসলের পরিপক্কতা নিকটবর্তী হলে অন্য কোন ফসল ঐ জমিতে চাষ করলে ২য় ফসলকে কী বলে?
✅ অনু ফসল
[খ] সহ ফসল
[গ] সাথী ফসল
[ঘ] আন্তঃশস্য

৭০. ফসলের প্রজাতির পরিবর্তনে কোনটির পরিবর্তন হয়?
[ক] শস্য পঞ্জিকা
[খ] ফসল বিন্যাস
✅ শস্য পর্যায়
[ঘ] শস্য নির্বাচন

৭১. শস্য পর্যায়ের নীতিমালা হলো -
i. অগভীরমূলি ফসলের পর গভীরমূলি ফসল উৎপাদন
ii. মাটির আর্দ্রতা সংরক্ষণে আচ্ছাদনকারী ফসল নির্বাচন
iii. স্থানীয় জলবায়ু বিবেচনা করে ফসল নির্বাচন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭২. শস্য পর্যায়ের ফলে -
i. মৃত্তিকার পুষ্টি উপাদানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়
ii. ভূমিক্ষয় রোধ হয়
iii. মাটির উর্বরতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC কৃষিশিক্ষা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

৭৩. ফসল বিন্যাসের বৈশিষ্ট্য হলো-
i. ২-৪ বছর মেয়াদি হয়
ii. জাতের পরিবর্তনে পরিবর্তিত
iii. ফসল বিন্যাস ঋতু ভিত্তিক হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৪. ফসল বিন্যাস অনুসরণ করলে-
i. শ্রমিক, মূলধন ও জমির সর্বোচ্চ ব্যবহার করা যায়
ii. শস্য উৎপাদন খরচ কমে যায়
iii. মিশ্র শস্য, আন্তঃশস্য ও অনু শস্য চাষ করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তর দাও:
রায়হান একটি ফসলের খামার তৈরি করে। সে এ খামারের জমিতে। ৩-৪ বছর ধরে একই ফসল চাষ না করে ধারাবাহিকভাবে ফসল উৎপন্ন করে। এতে সে উপকৃত হয়।

৭৫. রায়হানের অনুসরণকৃত পদ্ধতিটি কী?
[ক] শস্য পঞ্জিকা
[খ] ফসল বিন্যাস
✅ শস্য পর্যায়
[ঘ] শস্য নির্বাচন

৭৬. রায়হানের প্রাপ্ত সুবিধাসমূহ হলো-
i. শস্য চাষ খরচ কম হয়
ii. শস্যে রোগ ও পোকার আক্রমণ কম হয়
iii. মাটির উর্বরতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. কৃষি পণ্য বাজারজাতকরণ, পরিবহন ও সংরক্ষণে কোনটি প্রয়োজন?
✅ কৃষিঋণ
[খ] শিক্ষাঋণ
[গ] মূলধন
[ঘ] ক্ষুদ্রঋণ

৭৮. উৎপাদনের অন্যতম প্রধান উপাদান কোনটি?
[ক] কৃষিঋণ
[খ] শিক্ষাঋণ
✅ মূলধন
[ঘ] সার

৭৯. গ্রামীণ অর্থনৈতিক কাজের জন্য স্বল্প পরিমাণে প্ৰদত্ত ঋণকে কী বলে?
[ক] কৃষিঋণ
[খ] শিক্ষাঋণ
[গ] মূলধন
✅ ক্ষুদ্রঋণ

৮০. বাংলাদেশে ক্ষুদ্র ঋণের প্রবক্তা কোন প্রতিষ্ঠানটি?
[ক] ব্র্যাক
[খ] আশা
✅ গ্রামীণ ব্যাংক
[ঘ] বাংলাদেশ ব্যাংক

৮১. বাংলাদেশে ক্ষুদ্র ঋণ আদায়ের হার কত?
✅ ৯৮%
[খ] ৭৪%
[গ] ৮৮%
[ঘ] ৯৬%

৮২. বাংলাদেশে ক্ষুদ্র ঋণের উপকারভোগীর সংখ্যা প্রায় কত কোটি?
✅ ১. ১
[খ] ২. ৪
[গ] ৮. ১
[ঘ] ২. ৬

৮৩. ‘‘কৃষির জন্য ঋণ অত্যাবশ্যক’’ - উক্তিটি কার?
[ক] ড. মুহাম্মদ ইউনুস
[খ] অমর্ত্য সেন
[গ] এ্যাডাম স্মিথ
✅ ফ্রেডারিক নিকলসন

৮৪. কৃষিকাজ পরিচালনা করার জন্য কৃষক কত ধরনের ঋণ গ্রহণ করে?
✅ ৩
[খ] ৭
[গ] ৮
[ঘ] ৯

৮৫. স্বল্পমেয়াদী ঋণের সময়কাল কত?
✅ ৬-১২
[খ] ২-৩৮
[গ] ৫৬-৭৯
[ঘ] ৬৩-৭৯

৮৬. বীজ, সার, কীটনাশক ক্রয়ে কৃষক কোন ধরনের ঋণ গ্রহণ করে?
✅ স্বল্পমেয়াদী ঋণ
[খ] শিক্ষা ঋণ
[গ] মধ্যমেয়াদী ঋণ
[ঘ] দীর্ঘমেয়াদী ঋণ

৮৭. দীর্ঘমেয়াদী ঋণ কত বছরের জন্য গৃহীত হয়?
✅ ৫-২০
[খ] ২-৩৮
[গ] ৫৬-৭৯
[ঘ] ৬৩-৭৯

৮৮. কৃষি খামারের গড় বেনিফিট কষ্ট অনুপাত কত?
✅ ৩ঃ১
[খ] ৭ঃ৩
[গ] ৮ঃ৬
[ঘ] ৯ঃ৬

৮৯. কৃষক স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে-
i. ৬-১২ মাসের জন্য
ii. দৈনন্দিন কৃষি ব্যয় নির্বাহের জন্য
iii. বীজ, সার ও কীটনাশক ক্রয় করতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯০. মধ্যমেয়াদী ঋণের মাধ্যমে কৃষক-
i. হালের বলদ ক্রয় করে
ii. জমি সমতল করে
iii. কূপ খনন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণের ক্ষেত্র-
i. পাম্প, ট্রাক্টর ক্রয়
ii. হালের বলদ ক্রয়
iii. গুদামঘর নির্মাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও:
রসুলপুর গ্রামে প্রশিকা নামক এনজিও এর কার্যক্রম শুরু হয়েছে। গ্রামের দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তারা ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে।

৯২. বিশ্বে অনেক দেশ উক্ত কার্যক্রমে কোন প্রতিষ্ঠানকে অণুকরণ করছে?
[ক] ব্র্যাক
[খ] আশা
✅ গ্রামীণ ব্যাংক
[ঘ] বাংলাদেশ ব্যাংক

৯৩. উক্ত কার্যক্রমের উদ্দেশ্য হলো-
i. দুঃস্থ ও বেকার জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি
ii. উচ্চ সুদে ঋণ দান
iii. সহজ শর্তে ও কিসিত্মতে ঋণ শোধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii I iii

৯৪. কৃষি ঋণ প্রদানের প্রাতিষ্ঠানিক উৎসসমূহ কোন ব্যাংকের বিধি ও নিয়ম অনুযায়ী পরিচালিত হয়?
[ক] বাংলাদেশ কৃষি ব্যাংক
[খ] বাংলাদেশ সমবায় ব্যাংক
[গ] রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক

৯৫. বাংলাদেশ ব্যাংকের নিকট থেকে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রচলিত ব্যাংক হার অপেক্ষা শতকরা কত ভাগ পর্যন্ত কম সুন হারে ঋণ পায়?
✅ ২
[খ] ৭
[গ] ৮
[ঘ] ৯

৯৬. মোট প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের অর্ধেকের বেশি কোন ব্যাংক প্রদান করে?
✅ বাংলাদেশ কৃষি ব্যাংক
[খ] বাংলাদেশ সমবায় ব্যাংক
[গ] রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
[ঘ] বাংলাদেশ ব্যাংক

৯৭. মোট প্রাতিষ্ঠানিক ঋণের শতকরা কত ভাগ বাংলাদেশ কৃষি ব্যাংক প্রদান করে থাকে?
✅ ৫২
[খ] ৭৫
[গ] ৮২
[ঘ] ৯৪

৯৮. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৫১
[খ] ১৯৬১
[গ] ১৯৭১
✅ ১৯৮৭

৯৯. ভূমি বন্ধকী ব্যাংক কোন জিনিসটি বন্ধকের বিনিময়ে ঋণ প্রদান করে?
✅ জমি
[খ] জামানত
[গ] আসবাবপত্র
[ঘ] কৃষি যন্ত্রপাতি

১০০. কৃষি যন্ত্রপাতি ও উপকরণ ক্রয় করতে কোন ব্যাংক ঋণ প্রদান করে?
✅ বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ড
[খ] বাংলাদেশ সমবায় ব্যাংক
[গ] রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
[ঘ] বাংলাদেশ ব্যাংক
Share:

0 Comments:

Post a Comment