HSC কৃষিশিক্ষা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC agriculture 2nd Paper mcq question and answer. HSC agriculture 2nd Paper mcq Questions pdf download. HSC Krishi Shikkha 2nd paper mcq pdf.

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩

HSC Agriculture 2nd Paper
MCQ
question and answer pdf download

১. ২০১৬-১৭ অর্থবছরে প্রাণিসম্পদ উপখাতে প্রবৃদ্ধির হার কত শতাংশ?
[ক] ১. ৫
[খ] ১. ৫৫
[গ] ১. ৫৯
✅ ৩. ৩২

২. ২০১৬-১৭ অর্থবছর অনুযায়ী কৃষিখাতে প্রাণিসম্পদের অবদান কত?
[ক] ১৬. ৫
[খ] ১৪. ৫৫
[গ] ১০.৫৯
✅ ১৪. ৩১

৩. ২০১৬-১৭ অর্থবছরে জাতীয় আয়ের কত শতাংশ গবাদি পশুর চামড়া রপ্তানি থেকে এসেছে?
[ক] ১. ৫
[খ] ১. ৫৫
[গ] ১. ৫৯
✅ ৩. ৬

৪. দেশের বেকারদের আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মোট কত শতাংশ অবদান রাখে?
[ক] ৯৫
[খ] ৫৫
[গ] ১৯
✅ ৭০

৫. বাংলাদেশের বৃহত্তম দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান কোনটি?
✅ মিল্ক ভিটা
[খ] স্টার মিল্ক
[গ] আড়ং
[ঘ] ডেনিশ

৬. চাষাবাদে কত ভাগ পশু শক্তির ব্যবহার করা হয়?
[ক] ৯৫
[খ] ৫৫
[গ] ৭০
✅ ৫০

৭. একজোড়া বলদ দিয়ে ১ বিঘা জমি চাষ করতে কত ঘণ্টা সময় লাগবে?
[ক] ১-২
[খ] ২-৯
✅ ২-৩
[ঘ] ৪-৭

৮. গৃহস্থালী জ্বালানির কতভাগ গোবর হতে আসে?
[ক] ৯৫
[খ] ৫৫
[গ] ৭০
✅ ২৫

৯. গ্রামীণ পরিবহনে প্রাণিসম্পদের ব্যবহার কতভাগ?
[ক] ৯৫
[খ] ৫৫
[গ] ৭০
✅ ৫০

১০. পশুর টাটকা মাংসে আমিষের পরিমাণ শতকরা কতভাগ?
[ক] ২১-৬২
[খ] ২০-২৫
✅ ১৫-২০
[ঘ] ৫৪-৭৮

১১. কোনটিকে আদর্শ খাদ্য বলা হয়?
[ক] মাংস
[খ] ডিম
✅ দুধ
[ঘ] সবজি

১২. অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী দৈনিক জনপ্রতি দুধের চাহিদা কত মিলি?
[ক] ৯১৫
[খ] ৭৫৫
[গ] ৫৭০
✅ ২৫০

১৩. পশু সম্পদ ভূমিকা রাখে -
i. পুষ্টির চাহিদা পূরণে
ii. বৈদেশিক মুদ্রা অর্জনে
iii. দারিদ্র্য দূরীকরণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪. ২০১৬-১৭ অর্থবছরে প্রাণিসম্পদের-
i. জিডিপিতে অবদান ১. ৬০%
ii. জিডিপিতে প্রবৃদ্ধির হার ১. ৮%
iii. জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধির হার ৩. ৩২%

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. বাংলাদেশে চাষাবাদে যান্ত্রিক শক্তির বিকল্প হিসেবে ব্যবহার হয়-
i. গরু
ii. ছাগল
iii. মহিষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. আমাদের স্বাস্থ্য রক্ষায় পশু হতে পাই -
i. আমিষ
ii. শর্করা
iii. অ্যামাইনো এসিড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭. পশুর উপজাত দ্রব্য (শিং, ক্ষুর ও হাড়) ব্যবহার হয় -
i. পাখির খাদ্য হিসেবে
ii. জমিতে সার হিসেবে
iii. জ্বালানি হিসেবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮. পশুর রক্ত ব্যবহৃত হয়-
i. আমিষের উৎস হিসেবে
ii. পশু পাখির খাদ্য হিসেবে
iii. ভিটামিনের উৎস হিসেবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
যান্ত্রিক শক্তির অপ্রতুলতার কারণে হাশেম তার ২ বিঘা জমিতে বিকল্প হিসাবে একজোড়া বলদ ব্যবহার করে জমি চাষ দিয়ে ফসল রোপণ করুন।

১৯. হাশেমের জমি চাষ করতে কত ঘণ্টা সময় লাগবে?
[ক] ১-২
[খ] ২-৯
✅ ৪-৬
[ঘ] ৪-৭

২০. হাশেমের ব্যবহৃত বিকল্প উপায় আরো কাজে লাগে -
i. শস্য মাড়াই করতে
ii. শস্য বপন করতে
iii. শস্য পরিবহনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশের কৃষির একটি অন্যতম খাত রয়েছে, যার উপজাত বিভিন্ন উপাদান তৈরিতে ব্যবহৃত হয় এবং এগুলো রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।

২১. উদ্দীপকে কৃষির কোন খাত সম্পর্কে বলা হয়েছে?
✅ পশু
[খ] ফসল
[গ] পাখি
[ঘ] মাছ

২২. এ উপজাত বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে-
i. উত্তম শীত বস্ত্রের উপাদান হিসেবে
ii. গহনা, বোতাম, চিরুনি তৈরির উপাদান হিসেবে
iii. পশু খাদ্য হিসেবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
আমিষের অভাব দেখা যাওয়ায় ডাক্তার মনিষাকে খাদ্য হিসেবে আদর্শ খাদ্য গ্রহণ করতে বলেন।

২৩. ডাক্তার মনিষাকে কোন খাদ্যটি গ্রহণ করতে বলেছিল?
[ক] মাংস
✅ দুধ
[গ] হিমায়িত মাংস
[ঘ] সবজি বিদ্যমান

২৪. ডাক্তারের পরামর্শকৃত খাদ্যে রয়েছে-
i. ভিটামিন 'বি'
ii. খনিজ পদার্থ
iii. আমিষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. উৎপাদন ও কর্মশক্তির ভিত্তিতে গরুকে কতভাগে ভাগ করা হয়েছে?
[ক] ৯
[খ] ৫
[গ] ৭
✅ ৪

২৬. অধিক মাংস উৎপাদনের জন্য কোন জাতটি উপযুক্ত?
[ক] শাহীওয়াল
[খ] লাল সিদি
[গ] ব্রাউন সুইস
✅ ভেবন

২৭. ফলস্টেইন ফ্রিজিয়ান গরুর দুধে কত শতাংশ চর্বি থাকে?
[ক] ১. ০-২
[খ] ২. ৮-৯
✅ ৩. ৫-৪
[ঘ] ৪. ৯-৭

২৮. প্রজননের জন্য রক্ষিত প্রাপ্ত বয়স্ক ষাঁড়কে কী বলে?
[ক] বুল কাফ
[খ] বলদ
✅ স্টাড ষাঁড়
[ঘ] স্টাড।বলদ

২৯. খোঁজাকৃত প্রজনন শক্তি রহিত পুরুষ গরুকে কী বলে?
[ক] বুল কাফ
[খ] হেইফার কাফ
[গ] ষাঁড়
✅ বুলক

৩০. জমি চাষের জন্য কোন জাতের গরুটি উপযোগী?
[ক] শাহীওয়াল
[খ] হারফোর্ড
✅ অমৃত মহল
[ঘ] রেডপোল

৩১. কোন জাতের গরুর দুধ ও মাংস উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে?
[ক] দেশি
[খ] বিদেশি
✅ উন্নত সংকর
[ঘ] ভারবাহী

৩২. গায়ের রং লাল এবং নাসারন্তু গোলাপি বৈশিষ্ট্যের গরু কোন জাতের?
[ক] লাল সিন্ধি
✅ রেড চিটাগং
[গ] হরিয়ানা
[ঘ] ব্রাহ্মণ

৩৩. কোন জাতের গরুটির উৎপত্তি পাঞ্জাবস্থল প্রদেশে?
✅ শাহীওয়াল
[খ] হারফোর্ড
[গ] অমৃত মহল
[ঘ] রেডপোল

৩৪. কোনটি লাল সিন্ধি জাতের গরুর বৈশিষ্ট্য?
[ক] রং তামাটে
[খ] কুজ নেই
✅ শিং মোটা ও ভোতা
[ঘ] শিরদাঁড়া সোজা

৩৫. দেহের গঠন চৌকাকার, পা খাটো ও শিং ছোট। এটি কোন জাতের গরুর বৈশিষ্ট্য?
✅ বিফ মাস্টার
[খ] লাল সিন্ধি
[গ] হরিয়ানা
[ঘ] জার্সি

৩৬. আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদ প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে?
[ক] ৯৫
[খ] ৫৫
[গ] ৭০
✅ ২০

৩৭. একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু দৈনিক কত লিটার দুধ দিতে পারে?
[ক] ৯৫
[খ] ৫৫
[গ] ৭০
✅ ৩০

৩৮. গরুর এক বছরের কম বয়সী পুরুষ বাচ্চাকে বলা হয়-
i. বকনা বাছুর
ii. এঁড়ে বাছুর
iii. বুল কাফ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৯. গাভির ওলানে যক্ষ্মা রোগ হলে দুধের রং পরিবর্তিত হয়ে কোন রং হয়?
[ক] লালচে
[খ] নীলচে
[গ] লালচে হলুদ
✅ হলদে সবুজ

৪০. হালটানা মহিষের কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি?
[ক] গলাফোলা
[খ] ওলান প্রদাহ
✅ চূড়ার ক্ষত রোগ
[ঘ] ক্ষতরোগ

৪১. মহিষের চূড়ার ক্ষত রোগ অন্য কোন নামে পরিচিত?
✅ হাম্প সোর
[খ] নিউ সোর
[গ] এনথ্রাক্স সোর
[ঘ] বেসিলাস সোর

৪২. তারপিন তেল ব্যবহার করে কোন রোগের জন্য ভালো ফল পাওয়া যায়?
[ক] গলাফোলা
[খ] ওলান প্রদাহ
✅ চূড়ার ক্ষত রোগ
[ঘ] ক্ষতরোগ

৪৩. নবজাতক মহিষের বাচ্চা শালদুধের মাধ্যমে কোন কৃমি দ্বারা আক্রান্ত হতে পারে?
[ক] ফিতাকৃমি
[খ] গোলকৃমি
[গ] পাতাকৃমি
✅ কেঁচোকৃমি

৪৪. 'এডিমা' বলতে কী বুঝ?
[ক] গলাফুলে যাওয়া
[খ] জিহবা বের হয়ে যাওয়া
✅ শরীরে বিভিন্ন স্থানে পানি জমা
[ঘ] শরীরের বিভিন্ন স্থানে চর্বি জমা

৪৫. কেঁচোকৃমিতে আক্রান্ত মহ্যিকে কী খাওয়াতে হবে?
[ক] সালফোনোজেন
[খ] অপটিকয়টেনল
[গ] ক্যালসিয়াম গস্নুকোনেট
✅ লেভানিড

৪৬. বিফ মাস্টার জাতের গরুর-
i. প্রজনন ক্ষমতা কম
ii. দেহের গঠন চৌকাকার
iii. মাংস দেশি গরুর চেয়ে কম হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৭. হলস্টেইন ফ্রিজিয়ান গরুর -
i. কুঁজ উঁচু
ii. গায়ের রং সাদা-কালো ছাপ মেশানো
iii. দুধ দিনে ৩০ লিটারের বেশি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

HSC কৃষিশিক্ষা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

নিচের উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও।
নদী ভাঙনে গফুরের সব জমি নদীতে বিলীন হয়ে যায়। এমতাবস্থায় তার বন্ধুর পরামর্শে এনজিও থেকে কিছু টাকা ঋণ করে মাংস ও দুধ বেশি পাওয়া যায় এমন একটি জাতের গরু কেনে। কয়েক বছর যেতেই তার সংসারের অভাব দূর হয়ে সচ্ছলতা ফিরে আসে।

৪৮. গফুরের ক্রয়কৃত গরুর জাত কোনটি?
[ক] আয়ারশায়ার
[খ] ব্রাউন সুইস
✅ হারিয়ানা
[ঘ] মালতি

৪৯. গফুরের কেনা গরুটির-
i. জিহবা ও লেজ কালো
ii. গায়ের রং লাল
iii. উৎপত্তি মিসিসিপিতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও।
চট্টগ্রামের ছেলে হাসিব এবার ছুটিতে বাসায় গিয়ে দেখল তার দাদা লাল রংয়ের একটি ছোট ও চ্যাপ্টা শিংওয়ালা গরু ক্রয় করেছে। সে তার দাদার কাছে গরুটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারল।

৫০. হাসিবের দাদার ক্রয়কৃত গরুটি কোন জাতের?
[ক] লাল সিন্ধি
✅ রেড চিটাগাং
[গ] হরিয়ানা
[ঘ] হলস্টেইন ফ্রিজিয়ান

৫১. হাসিবের দাদা তাকে জানাল গরুটি-
i. চাষাবাদে ব্যবহারযোগ্য
ii. দৈনিক ১ লিটার করে উৎপাদন করে
iii. ৩. ৫-৪. ০ বছর বয়সে প্রথম বাচ্চা দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. কোনটিকে বাফেলো কাফ বলা হয়?
[ক] শুধু স্ত্রী মহিষকে
[খ] শুধু পুরুষ মহিষকে
✅ স্ত্রী ও পুরুষ উভয় মহিষের বাচ্চাকে
[ঘ] জলাভূমির মহিষকে

৫৩. আবাসস্থল এর ভিত্তিতে মহিষকে কতভাগে ভাগ করা হয়েছে?
[ক] ৯
[খ] ৫
[গ] ৭
✅ ২

৫৪. কাদাপানির মহিষের আরেক নাম কী?
[ক] নদীর মহিষ
[খ] পানির মহিষ
[গ] পুকুরের মহিষ
✅ জলাভূমির মহিষ

৫৫. জলাভূমির মহিষের শিং দেখতে কেমন?
[ক] সোজা
[খ] বাঁকানো
✅ চন্দ্রাকৃতির
[ঘ] কু-লী পাকানো

৫৬. গায়ের রং ধূসর এবং চন্দ্রাকৃতির শিং; এটা কোন জাতের মহিষের বৈশিষ্ট্য?
[ক] রাভি
✅ কাদাপানির
[গ] মুরাহ্
[ঘ] জাফরাবাদী

৫৭. পাঞ্জাব ও সিন্ধু এলাকায় পাওয়া যায় কোন জাতের মহিষ?
[ক] রাভি
[খ] কাদাপানির
✅ মুরাহ্
[ঘ] জাফরাবাদী

৫৮. পা খাটো ও মোটা এবং ওলান বড় হয় কোন জাতের মহিষের?
[ক] রাভি
[খ] কাদাপানির
✅ মুরাহ্
[ঘ] জাফরাবাদী

৫৯. কোন জাতের গাভির দুধে চর্বির পরিমাণ বেশি থাকে?
[ক] রাভি
[খ] কাদাপানির
[গ] মুরাহ্
✅ জাফরাবাদী

hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. পায়খানার সাথে দলা দলা রক্ত বের হয় এবং সঙ্গে বিজল থাকে। এটা কোন রোগের কারণে হয়?
✅ ককসিডিওসিস
[খ] বাবোসিয়োসিস
[গ] উদরাময়
[ঘ] তড়কা

৬১. মহিষের তড়কা রোগের প্রতিরোধক হিসেবে এনথ্রাক্স স্পোর ভ্যাকসিন কত বছর পরপর প্রয়োগ করতে হয়?
✅ ১
[খ] ৮
[গ] ৭
[ঘ] ৩

৬২. কত মাসের মহিষ গলাফোলা রোগে বেশি আক্রান্ত হয়?
[ক] ৩-১২
[খ] ৭-১১
[গ] ৭-২৩
✅ ৬-১৮

৬৩. মাসুদ আলীর মহিষের শরীরের তাপমাত্রা বেড়ে ১০৫-১০৭ ডিগ্রি ফারেনহাইট হলো। তার মহিষের কোন রোগ হয়েছিল?
[ক] তড়কা
✅ গলাফোলা
[গ] শক্ত জিহবা
[ঘ] যক্ষ্মা

৬৪. মহিষের শক্ত জিহবা রোগ কোন ব্যাকটেরিয়ার আক্রমণে হয়?
[ক] Bascillus antracis
[খ] Pasteurella multocida
[গ] Tuberculosis
[ঘ] Actinobacillus lignieresii

৬৫. যক্ষ্মা রোগ অন্য কোন নামে পরিচিত?
[ক] কাশি
[খ] ফুসফুস প্রদাহ
✅ ক্ষয়রোগ
[ঘ] ঠান্ডা

৬৬. রহমত মিয়া উক্ত কাজের জন্য কোন জাতের মহিষ ক্রয় করবে?
✅ ম্যারিড
[খ] মেহমানা
[গ] নিলি-রাভি
[ঘ] মুরাহ

৬৭. রহমত মিয়াকে তার প্রতিবেশি গরুর পরিবর্তে মহিষ কেনার পরামর্শ দেওয়ার কারণ-
i. গরুর চেয়ে মহিষ শক্তিশালী হওয়ায় চাষাবাদের সুবিধা বেশি
ii. গরুর চেয়ে মহিষের দেহ বড় হওয়ায় মাংস উৎপাদন বেশি
iii. গরুর চেয়ে মহিষ দামে সস্তা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৮. পৃথিবীতে কত প্রজাতির ছাগল রয়েছে?
[ক] ৯০০
[খ] ৫০৯
[গ] ৭০৯
✅ ৩০০

৬৯. নবজাতক ছাগল ছানাকে কী বলা হয়?
[ক] কাফ
[খ] স্টাড কাফ
[গ] ল্যাম্ব
✅ কিড

৭০. গোটলিং বলতে কী বোঝ?
[ক] ছাগল ছানা
[খ] অপ্রাপ্ত বয়স্ক পুরুষ ছাগল
✅ অপ্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগল
[ঘ] প্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগল

৭১. ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বছরে কয়বার বাচ্চা দেয়?
[ক] ৯
[খ] ৫
[গ] ৭
✅ ২

৭২. ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কত মাসে প্রজননের উপযুক্ত হয়?
✅ ৭-৮ মাসে
[খ] ৯-১০ মাসে
[গ] ১০-১২ মাসে
[ঘ] ৫-৬ মাসে

৭৩. কোন দুটি জাতের সংকরায়ণে এ্যাংলো নোবিয়ান জাত সৃষ্টি করা হয়েছে?
[ক] নোবিয়ান ও বিটল
✅ নোবিয়ান ও ইংলিশ
[গ] নোবিয়ান ও সানেন
[ঘ] নোবিয়ান ও যমুনাপাড়ি

৭৪. হাসিব লক্ষ করল একটি গরুর নাক, কান ও মলদ্বার দিয়ে কালো রক্তযুক্ত ফেনা বের হচ্ছে। গরুটির কোন রোগ হয়েছে?
✅ তড়কা
[খ] জলাতঙ্ক
[গ] বাদলা
[ঘ] বসন্ত

৭৫. কোনটি তড়কা রোগের লক্ষণ?
[ক] চোয়াল ঝুলে পড়ে
[খ] মুখে ঘা হয়
✅ খিচুঁনি হয়
[ঘ] ক্ষুরায় ক্ষত হয়

৭৬. নিচের কোনটির অভাবে গাভির দুধজ্বর হয়?
[ক] ম্যাগনেসিয়াম
✅ ক্যালসিয়াম
[গ] পটাশিয়াম
[ঘ] আয়োডিন

৭৭. তড়কা রোগে আক্রান্ত হলে গোয়ালঘর কী দিয়ে পরিষ্কার করতে হবে?
✅ ১০% NaOH
[খ] ৩৫% HCI
[গ] ১০% KOH
[ঘ] ৫% NHOH

৭৮. যে সকল জীব অন্য জীবের ওপর আশ্রয় নিয়ে জীবনধারণ করে তাদেরকে কী বলে?
[ক] মৃতজীবী
✅ পরজীবী
[গ] পরভোজী
[ঘ] মিথোজীবী

৭৯. বাছুরের বয়স কত মাস হলে কৃমিনাশক ওষুধ প্রদান করতে হয়?
[ক] ১
[খ] ৮
[গ] ৭
✅ ৩

৮০. অধিক ফিতা কৃমির আক্রমণে পশুর শরীরের কোথায় বিষক্রিয়ার সৃষ্টি হয়?
[ক] গলনালীতে
[খ] পাকস্থলীতে
✅ অন্ত্রনালীতে
[ঘ] মলদ্বারে

৮১. ফিতাকৃমির আক্রমণে গবাদিপশুতে কোন রোগ দেখা যেতে পারে?
[ক] ডায়রিয়া
✅ উদরাময়
[গ] বাবোসিয়োসিস
[ঘ] ককসিডিওসিস

৮২. বাবোসিয়োসিস রোগ দেখা দিলে গবাদিপশুকে কী স্প্রে করা যেতে পারে?
[ক] বেনাজল
[খ] অ্যালজল
✅ নিওসিডল
[ঘ] বেসোন

৮৩. গোয়ালঘরে প্রতিটি গাভির জন্য কত বর্গমিটার জায়গা রাখা প্রয়োজন?
[ক] ৯
[খ] ৮
[গ] ৭
✅ ৫

৮৪. ৫টি গরু নিয়ে আবিদা পারিবারিক খামার তৈরি করল। সে কী ঘর তৈরি করবে?
[ক] দ্বি-সারি বাঁধা গোশালা
✅ এক-সারি বাঁধা গোশালা
[গ] আবদ্ধ গোশালা
[ঘ] মুক্ত বাসস্থান

৮৫. দ্বি-সারি বিশিষ্ট বাঁধা গোশালা কয় ধরনের হয়?
[ক] ৯
[খ] ৮
[গ] ৭
✅ ২

৮৬. নয়ন মিয়া তার গবাদিপশুর খামারে মুখোমুখি পদ্ধতিতে দ্বিসারি ব্যবস্থায় মাঝখানে কত মিটার চওড়া রাস্তা রাখবে?
[ক] ৩
[খ] ৪
[গ] ৭
✅ ১

৮৭. পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া কোন পদ্ধতির মাধ্যমে গরু পালন করার সুপারিশ করেছে?
✅ আরডিএ পদ্ধতি
[খ] দ্বি-সারি বাঁধা পদ্ধতি
[গ] এক-সারি বাঁধা পদ্ধতি
[ঘ] খোলা ঘর পদ্ধতি

৮৮. আব্দুল পশু পালনের পাশাপাশি বায়োগ্যাস উৎপাদনের সিদ্ধান্ত নিল। সে কোন পদ্ধতিতে গরু পালন করবে?
✅ আরডিএ পদ্ধতি
[খ] দ্বি-সারি বাঁধা পদ্ধতি
[গ] এক-সারি বাঁধা পদ্ধতি
[ঘ] খোলা ঘর পদ্ধতি

৮৯. কোনটি গবাদিপশুর আঁশজাতীয় খাদ্য?
✅ খগ
[খ] লবণ
[গ] চালের গুঁড়া
[ঘ] ভূসি

৯০. খামারের ৫টি গরুর জন্য দৈনিক কত কেজি খড় সরবরাহ করতে হয়?
[ক] ৩-১২
[খ] ৪-৩৩
[গ] ৭-২৩
✅ ১০-১৫

৯১. খড়ের পুষ্টিমান বাড়ানোর জন্য এর সাথে কী মেশানো যেতে পারে?
[ক] লবণ
[খ] ইউরিয়া
[গ] ঘাস
✅ ঝোলাগুড়

৯২. গবাদি পশুর প্রধান খাদ্য কী?
[ক] খড়
[খ] ভুসি
✅ ঘাস
[ঘ] খৈল

৯৩. একটি দেশি জাতের গরুকে দৈনিক কত কেজি কাঁচা ঘাস খাওয়াতে হবে?
[ক] ৩-১২
[খ] ৭-১১
[গ] ৭-২৩
✅ ৮-১০

৯৪. আফসার উদ্দিন তার খামারে ২টি শাহীওয়াল গরু কিনলেন। তিনি দৈনিক কত কেজি কাঁচা ঘাস সরবরাহ করবেন?
[ক] ৩২-৬৫
[খ] ২৩-৩৩
[গ] ১১-২৩
✅ ২৪-৩০

hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯৫. গবাদিপশুকে কাঁচা ঘাসের বিকল্প হিসেবে কী খাওয়ানো যেতে পারে?
[ক] খড়
[খ] ভুসি
✅ সাইলেজ
[ঘ] খৈল

৯৬. ১০ কেজি দানাদার খাদ্য তৈরি করার জন্য কত কেজি খৈল মিশাতে হবে?
[ক] ৯. ৯
[খ] ৫. ৬
[গ] ১. ৫
✅ ১. ২

৯৭. ১টি দেশি দুগ্ধবতী গাভীর জন্য দৈনিক কত কেজি দানাদার খাদ্য প্রদান করতে হয়?
[ক] ১. ১-১. ২
[খ] ১. ০-১. ১
[গ] ১. ৫-২. ৩
✅ ১. ৫-২. ০

৯৮. আমাদের দেশের জন্য গবাদি পশুর উপযোগী বাসস্থান-
i. খোলা ঘর পদ্ধতি
ii. বাঁধা ঘর পদ্ধতি
iii. চারণ পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. লিয়াকত আলীর খামারে গরু পিপাসার্ত হয়েও পানি পান করতে। পারছে না। এটা কোন রোগের লক্ষণ?
[ক] তড়কা
✅ জলাতঙ্ক
[গ] বাদলা
[ঘ] বসন্ত

১০০. পশুর মুখ দিয়ে লালা ঝরে এবং অন্য পশুকে আক্রমণ করতে যায়। এটা কোন রোগের কারণে হয়ে থাকে?
[ক] তড়কা
✅ জলাতঙ্ক
[গ] বাদলা
[ঘ] বসন্ত
Share:

0 Comments:

Post a Comment