HSC কৃষিশিক্ষা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC agriculture 2nd Paper mcq question and answer. HSC agriculture 2nd Paper mcq Questions pdf download. HSC Krishi Shikkha 2nd paper mcq pdf.

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-২

HSC Agriculture 2nd Paper
MCQ
question and answer pdf download

১. পৃথিবীতে পাখির প্রজাতির সংখ্যা কত?
[ক] ৭ হাজার
✅ ৯ হাজার
[গ] ৮ হাজার
[ঘ] ১০ হাজার

২. এক বছরের কম বয়সের বাড়ন্ত বয়সের মোরগকে কী বলে?
[ক] বেবি চিক
✅ ককরেল
[গ] পুলেট
[ঘ] কেপন

৩. এক বছরের কম বয়সের হাঁসকে কী বলে?
[ক] গোটলিং
[খ] বাকলিং
[গ] ডোলিং
✅ ডাকলিং

৪. অস্ত্রোপচারের মাধ্যমে খাসি করা মোরগকে কী বলে?
[ক] বেবি চিক
[খ] ককরেল
[গ] পুলেট
✅ কেপন

৫. এক বছরের কম বয়সের (স্ত্রী) মুরগিকে কী বলে?
[ক] বেবি চিক
[খ] ককরেল
✅ পুলেট
[ঘ] কেপন

৬. পোল্ট্রি বলতে পাখির ঐ সমস্তগৃহপালিত প্রজাতিকে বোঝায় যারা-
i. ডিম উৎপাদন করে
ii. মাংস উৎপাদন করে
iii. মানুষের তত্ত্বাবধানে ধীরে বংশবৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭. ব্রয়লার মুরগি -
i. অল্প সময়ে উৎপাদন যোগ্য
ii. শক্ত মাংস সমৃদ্ধ
iii. ৬-৮ সপ্তাহ বয়সের হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
সাজু গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে এক ধরনের পাখির খামার দেখলো । তার চাচা বললো এরা মাংস উৎপাদন করে যা ৬-৮ সপ্তাহে বিক্রয় উপযোগী হয় মানুষ এই পাখিগুলো পালন করে তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে।

৮. সাজুর গ্রামের খামারটি কোন প্রকারের?
[ক] লেয়ার মুরগির
[খ] কোয়েল পাখির
✅ ব্রয়লার মুরগির
[ঘ] কবুতরের

৯. উদ্দীপকে উল্লিখিত খামারের ক্ষেত্রে-
i. কারিগরি ব্যবস্থাপনার দরকার হয় না
ii. প্রজাতিভেদে ব্যবস্থাপনা করতে হয়
iii. উৎপাদিত পণ্যভেদে ব্যবস্থাপনা প্রয়োজন হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও ররর

১০. ২০১৬-১৭ অর্থবছরে উৎপাদিত মোট ডিমের পরিমাণ কত মিলিয়ন ছিল?
[ক] ৮৬৯ টি
[খ] ৮৭২ টি
✅ ১৪৯৩৩. ১০ টি
[ঘ] ৮৮৯ টি

১১. ২০১৬-১৭ অর্থবছরে পোল্ট্রি খাতে খ-কালীন কর্মসংস্থান হয় কত শতাংশ লোকের?
[ক] ৪৫
✅ ৫০
[গ] ৫৫
[ঘ] ৬৫

১২. পোল্ট্রিখাত থেকে ২০১৬-১৭ অর্থবছরে কত মিলিয়ন মেট্রিক টন মাংস উৎপাদিত হয়?
[ক] ৪. ৫৭৫
✅ ৭. ১৫৪
[গ] ৫. ৫৭৬
[ঘ] ৬. ৫৩৫

১৩. লেয়ার মুরগি ডিম দেওয়া শুরু করে কত মাস বয়সে?
[ক] ৪
✅ ৫
[গ] ২
[ঘ] ৬

১৪. ব্রয়লার মুরগি বিক্রয়ের উপযোগী হয় কয় সপ্তাহে?
[ক] ৪-৫
✅ ৬-৮
[গ] ৫-৫
[ঘ] ৬-৯

১৫. শোভাবর্ধনকারী পাখি হলো -
i. তিতির
ii. রাজহাঁস
iii. মাস্কোভি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬. বিগত ৬ বছরে পোল্ট্রির ক্ষেত্রে মাংস ও ডিমের গড় উৎপাদন বৃদ্ধির হার খুব বেশি না হওয়ার কারণ -
i. পোল্ট্রি খাদ্যের মূল্য বৃদ্ধি
ii. পোল্ট্রির রোগ কমে যাওয়া
iii. ডিমের দাম কমে যাওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
ঝন্টুদের কৃষি শিক্ষক তাদের ক্লাসে বললেন গৃহপালিত পাখি আমাদের পরিবেশের উচ্ছিষ্ট খাদ্য খেয়ে পরিবেশের উন্নয়ন করে। এছাড়া উক্ত পাখির পচানো বিষ্ঠা এক ধরনের সার হিসেবে ব্যবহৃত হয় যা গোবর সারের তুলনায় প্রায় ৩ গুণ বেশি নাইট্রোজেন সরবরাহ করে।

১৭. ঝন্টুদের কৃষি শিক্ষক কোন সারের কথা বলেন?
[ক] রাসায়নিক সার
[খ] অজৈব সার
✅ জৈব সার
[ঘ] ইউরিয়া সার

১৮. উদ্দীপকে উল্লিখিত পাখি-
i. খাদ্য ও পুষ্টির উৎস
ii. থেকে মাছের খাদ্য পাওয়া যায় না
iii. শিল্প উন্নয়নের উৎস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯. দেশে বর্তমানে পোল্ট্রি খামারের সংখ্যা কত হাজার?
[ক] ৪৭-৫৯
✅ ৭৫-৮০
[গ] ৫৫-৫৯
[ঘ] ৬০-৮৮

২০. দেশে সরকারি ও বেসরকারি খামারে বছরে প্রায় কত কোটি হাঁস-মুরগির বাচ্চা উৎপাদিত হয়?
[ক] ৪
✅ ১
[গ] ২
[ঘ] ৬

২১. প্রতিবছর এদেশে আমদানিকৃত প্যারেন্ট স্টকের সংখ্যা কত?
[ক] ৪-৫
✅ ৭-৮
[গ] ৫-৯
[ঘ] ৬-৮

২২. হাঁস-মুরগির খামারে খাদ্য বাবদ ঘরের শতকরা হার কত?
[ক] ৪৭-৫৯
✅ ৬৫-৭০
[গ] ৫৫-৫৯
[ঘ] ৬০-৮৮

২৩. বাংলাদেশে পোল্ট্রি শিল্প উন্নয়নের প্রধান সমস্যা হলো-
i. উন্নত জাতের অভাব
ii. সুষম খাদ্যের অভাব
iii. পোল্ট্রি আইনের অসম্পূর্ণতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪. পোল্ট্রির ক্ষেত্রে অসম্পূর্ণতা রয়েছে-
i. পশু রোগ আইনে
ii. পশু সংগনিরোধ আইনে
iii. পশু মান নিয়ন্ত্রণ আইনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
বিপ্লব কৃষি বিষয়ক প্রশিক্ষণে বাংলাদেশে হাঁস-মুরগি পালনের বাধাসমূহ সম্পর্কে জানতে পারল। সে আরো জানলো মোট ব্যয়ের একটি বড় অংশ ব্যয় হয় এদের খাদ্যে।

২৫. উদ্দীপকে উল্লিখিত শিল্পে মোট খরচের শতকরা কত ভাগ খাদ্যের জন্য ব্যয় হয়?
[ক] ৪৭-৫৯
✅ ৬৫-৭০
[গ] ৫৫-৫৯
[ঘ] ৬০-৮৮

২৬. বিপ্লবের জানা অন্যান্য বাধাসমূহ হলো -
i. টিকা বীজের অভাব
ii. বিদেশি জাতের মুরগির মাংস গ্রহণে বেশি আগ্রহ
iii. উন্নত জাতের অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭. পোল্ট্রিকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণা করা হয় কবে?
[ক] ১৯৯২
✅ ১৯৯৪
[গ] ১৯৯৬
[ঘ] ১৯৯৯

২৮. মানুষের দৈনিক মাথাপিছু কত গ্রাম মাংসের প্রয়োজন?
[ক] ১৯২
✅ ১২০
[গ] ১৯৯
[ঘ] ১০৯

২৯. দেশি মুরগি বছরে কতটি ডিম দেয়?
[ক] ৪৭-৫৯
✅ ৪০-৫০
[গ] ৫৫-৫৯
[ঘ] ৬০-৮৮

hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. হ্যাচারিসহ কেন্দ্রীয় মুরগির খামার ঢাকার কোথায় অবস্থিত?
✅ মিরপুর
[খ] মতিঝিল
[গ] রামপুরা
[ঘ] গাবতলী

৩১. সরকারি কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার কোথায় অবস্থিত?
✅ নারায়ণগঞ্জে
[খ] সিলেটে
[গ] দিনাজপুরে
[ঘ] খুলনায়

৩২. পোল্ট্রির উন্নত জাতের অভাব দূরীকরণে প্রয়োজন -
i. নিজস্ব জাত উদ্ভাবন করা
ii. উন্নত জাত আমদানি করা
iii. পোল্ট্রিকে অধিক খাবার প্রদান করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩. পোল্ট্রির প্রশিক্ষণ দেওয়া যাবে-
i. যুব প্রশিক্ষণ কেন্দ্রে
ii. শিশু বিষয়ক মন্ত্রণালয়ে
iii. মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:
শফিক উদ্দিন একটি মুরগির খামার তৈরি করলেন। কিন্তু রোগের প্রাদুর্ভাবে অধিকাংশ মুরগি মরে গেল এবং তিনি ব্যাপক ক্ষতিগ্রস্তহলেন।

৩৪. শফিক উদ্দিন মুরগিগুলোকে কীভাবে রোগ থেকে রক্ষা করতে পারতেন?
✅ টিকা দিয়ে
[খ] কুঁড়া প্রদান করে
[গ] আদর্শ ঘরে রেখে
[ঘ] পর্যাপ্ত আলো-বাতাসে রেখে

৩৫. শফিকউদ্দিনের সমস্যা সমাধানে প্রয়োজন -
i. সুষম খাবার ব্যবস্থা
ii. রোগ প্রতিরোধ ব্যবস্থা
iii. হাইব্রিড জাত ব্যবহার না করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬. উৎপত্তিস্থানের ওপর ভিত্তি করে মুরগির জাতকে কত ভাগে ভাগ করা হয়?
✅ ৪
[খ] ১
[গ] ২
[ঘ] ৬

৩৭. বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে প্রজননকারী কর্তৃক ন্যূনতম ৫টি বংশ পরম্পরায় আন্তঃপ্রজননের মাধ্যমে সৃষ্ট বিশেষ নামধারী মুরগিগুলোকে কী বলা হয়?
[ক] শ্রেণি
[খ] জাত
✅ স্ট্রেইন
[ঘ] উপজাত

৩৮. উদ্দেশ্যের ওপর ভিত্তি করে মুরগির জাতকে কয় ভাগে ভাগ করা হয়?
✅ ৩
[খ] ১
[গ] ২
[ঘ] ৬

৩৯. কোন প্রজাতির মুরগির পালকের রং লাল?
[ক] নিউ হ্যাম্পশায়ার
✅ রোড আইল্যান্ড রেড
[গ] প্লাইমাউথ রক
[ঘ] লেগহর্ন

৪০. প্লাউমাউথ রক জাতের কয়টি উপজাত রয়েছে?
✅ ৭
[খ] ৮
[গ] ৯
[ঘ] ৬

৪১. ফাউমি জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি?
[ক] ইতালি
✅ মিশর
[গ] কুয়েত
[ঘ] ইরান

৪২. মিনকা জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি?
[ক] ইতালি
✅ স্পেন
[গ] কুয়েত
[ঘ] ইরান

৪৩. ফাউমি জাতের মুরগি বছরে কয়টি ডিম দেয়?
[ক] ৪৭০-৫৯০
✅ ১৮০-২০০
[গ] ৫০৫-৫৯০
[ঘ] ৬০০-৮৮৮

৪৪. মিনকা জাতের মুরগি বছরে কয়টি ডিম দেয়?
[ক] প্রায় ১০০
✅ প্রায় ২০০
[গ] প্রায় ৪০০
[ঘ] প্রায় ৩০০

৪৫. অ্যানকোনা জাতের মুরগি বছরে প্রায় কয়টি ডিম দেয়?
✅ ২০০
[খ] ১০০
[গ] ২৬৬
[ঘ] ৬৫৫

৪৬. অস্ট্রালপ জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি?
✅ গ্রেট ব্রিটেন
[খ] ইতালি
[গ] স্পেন
[ঘ] মিশর

৪৭. কর্নিশ জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি?
✅ ইংল্যান্ড
[খ] ইতালি
[গ] স্পেন
[ঘ] মিশর

৪৮. কর্নিশ জাতের মুরগির আসল নাম কী?
✅ ইন্ডিয়ান গেম
[খ] চীনা
[গ] গ্রে চিটাগং
[ঘ] ইন্ডিয়ান রেস

৪৯. সাসেক্স জাতের মুরগি কোন শ্রেণিভুক্ত?
[ক] এশীয়
[খ] ভূমধ্যসাগরীয়
[গ] আমেরিকান
✅ ইংলিশ

৫০. কোন জাতের মুরগির পায়ের নালায় পালক থাকে?
✅ ব্রাহমা
[খ] অ্যানকোনা
[গ] মিনকা
[ঘ] লেগহর্ন

৫১. কোচিন জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি?
✅ চীন
[খ] ইতালি
[গ] স্পেন
[ঘ] মিশর

৫২. কোন জাতের মুরগি সাংহাই মুরগি নামে পরিচিত?
✅ কোচিন
[খ] অ্যানকোনা
[গ] মিনকা
[ঘ] লেগহর্ন

৫৩. প্রদর্শনীর জন্য কদর বেশি কোন জাতের মুরগির?
[ক] নিউ হ্যাম্পশায়ার
[খ] মিনা
[গ] প্লাইমাউথ রক
✅ আসিল

৫৪. মোরগ লড়াইয়ের জন্য বিখ্যাত জাত নিচের কোনটি?
[ক] নিউ হ্যাম্পশায়ার
[খ] মিনা
[গ] প্লাইমাউথ রক
✅ আসিল

৫৫. ডিম উৎপাদনকারী মুরগির জাত হলো -
i. লেগহর্ন
ii. সাসেক্স
iii. ফাউমি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. মাংস উৎপাদনকারী মুরগির জাত হলো -
i. ব্রাহমা
ii. স্টারবো
iii. লেগহর্ন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৭. মুরগির বাচ্চা ছাড়ার সময় শীতকালে বুডারের তাপমাত্রা কত ডিগ্রি সে. থাকতে হবে?
[ক] ৪৪
✅ ৩৫
[গ] ২৬
[ঘ] ৬৩

৫৮. বাড়ন্ত লেয়ার মুরগি পালনে ডিম পাড়া মুরগির ক্ষেত্রে কত ঘণ্টা আলো প্রয়োজন?
[ক] ২৪-৯৫
✅ ১৪-১৬
[গ] ২৫-৯৪
[ঘ] ১৬-২২

৫৯. বাড়ন্ত লেয়ার মুরগি পালনে কত ঘণ্টা অন্ধকার প্রয়োজন?
[ক] ২-৯
✅ ৮-১০
[গ] ৫-৯
[ঘ] ৬-২২

hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. প্রতিদিন প্রতি পূর্ণবয়স্ক লেয়ার মুরগির কত গ্রাম খাদ্য প্রয়োজন?
[ক] ২০-৯০
✅ ১১০-১২০
[গ] ৫০-৯০
[ঘ] ৬৫-২২৯

৬১. প্রতিদিন প্রতি পূর্ণবয়স্ক লেয়ার মুরগির কত মিলি বিশুদ্ধ পানি প্রয়োজন?
[ক] ২০০-৯০০
✅ ৩০০-৫০০
[গ] ৫০০-৯৯৯
[ঘ] ৬৬-২২০

৬২. দিনে কত বার লেয়ার মুরগির ডিম সংগ্রহ করতে হয়?
[ক] ২-৯
✅ ২-৩
[গ] ৫-৯
[ঘ] ৬-২২

৬৩. কত দিন বয়স থেকে বিক্রির পূর্ব পর্যন্ত মুরগিকে বাড়ন্ত ব্রয়লার বলে?
[ক] ৪১
✅ ২২
[গ] ২৬
[ঘ] ৬২

৬৪. বাড়ন্ত ব্রয়লার মুরগির ঘরে প্রতিদিন কত ঘণ্টা আলো সরবরাহ করা প্রয়োজন?
[ক] ৪১
✅ ২৩
[গ] ২৬
[ঘ] ৬২

৬৫. লিটারে পালন করলে প্রতি বর্গমিটারে কতটি ব্রয়লার মুরগি রাখা যাবে?
[ক] ২১-২৩
✅ ১০-১২
[গ] ৫১-৯০
[ঘ] ৬৩-২২

৬৬. খাঁচায় পালন করলে প্রতি বর্গমিটারে কতটি ব্রয়লার মুরগি রাখা যাবে?
[ক] ৪১
✅ ১৫
[গ] ২৬
[ঘ] ৬২

৬৭. ব্রয়লারের বয়স কত সপ্তাহ হলেই খাওয়ার উপযোগী হয়?
[ক] ৪
✅ ৫
[গ] ২
[ঘ] ৬

৬৮. ব্রয়লার মুরগি কত সপ্তাহের বেশি খামারে রাখা ঠিক নয়?
[ক] ৪
✅ ৮
[গ] ২
[ঘ] ৬

HSC কৃষিশিক্ষা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ৬৯ ও ৭০ নং প্রশ্নের উত্তর দাও:
চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেশি দেখা যায় এক জাতের মোরগ। এরা লড়াইয়ের জন্য বিখ্যাত। এদের ২টি উপজাত আছে।

৬৯. উদ্দীপকে উল্লিখিত মোরগের জাতের নাম কী?
[ক] নিউ হ্যাম্পশায়ার
[খ] মিনা
[গ] প্লাইমাউথ রক
✅ আসিল

৭০.উক্ত জাতের মুরগি -
i. আমেরিকান শ্রেণিভুক্ত
ii. পরিশ্রমী ও কষ্টসহিষ্ণু
iii. কালো বা মিশ্র রঙের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ৭১ ও ৭২ নং প্রশ্নের উত্তর দাও:
রাশিদা বাজার থেকে দুটি মুরগি কিনে। এদের মধ্যে একটির আসল নাম ইন্ডিয়ান গেম। অপরটির উৎপত্তি ইতালির অ্যানকোনা অঞ্চলে।

৭১. রাশিদার কেনা ১ম মুরগিটির জাতের নাম কী?
[ক] নিউ হ্যাম্পশায়ার
✅ কার্নিশ
[গ] প্লাইমাউথ রক
[ঘ] আসিল

৭২. রাশিদার কেনা ২য় মুরগির ক্ষেত্রে সঠিক -
i. ডিম উৎপাদনকারী জাত
ii. গুচ্ছ ঝুঁটি বিদ্যমান
iii. কানের লতি সাদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. বাংলাদেশে পালিত মোট হাঁসের শতকরা কত ভাগ দেশি হাঁস?
✅ ৯৫
[খ] ১৫
[গ] ২৮
[ঘ] ৬৩

৭৪. বুনো হাঁস কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত?
✅ ম্যালার্ড
[খ] শিপার্ড
[গ] অ্যানার্ড
[ঘ] ক্যালাড

৭৫. দেশি হাঁস বছরে কতটি ডিম দেয়?
[ক] ৭০-৯০
✅ ৮০-১৫০
[গ] ৫৫-৯০
[ঘ] ৬০-৮৮

৭৬. কোনটি বেইজিং হাঁস নামে পরিচিত?
[ক] ইন্ডিয়ান রানার
[খ] রোয়েন
✅ পেকিন
[ঘ] জিনডিং

৭৭. ইন্ডিয়ান রানারের উৎপত্তিস্থল কোথায়?
✅ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
[খ] ইংল্যান্ড ও জাপান
[গ] ফ্রান্স ও রাশিয়া
[ঘ] চীন ও বাংলাদেশ

৭৮. খাকী ক্যাম্বেলের উৎপত্তিস্থল কোথায়?
✅ ইংল্যান্ড
[খ] মালয়েশিয়া
[গ] ভিয়েতনাম
[ঘ] চীন

৭৯. খাঁকী ক্যাম্বেলের গায়ের রং কী?
[ক] ধূসর
[খ] কালো
[গ] সবুজাভ
✅ খাকী

৮০. জিনডিং হাঁসের উৎপত্তিস্থল কোথায়?
[ক] ইংল্যান্ড
[খ] মালয়েশিয়া
[গ] ভিয়েতনাম
✅ চীন

৮১. ডিম উৎপাদনের জন্য বিখ্যাত জাত কোনটি?
[ক] ইন্ডিয়ান রানার
[খ] রোয়েন
[গ] পেকিন
✅ জিনডিং

৮২. রাজহাঁসের একটি হাঁসীর ওজন কত কেজি?
[ক] ৭-৯
✅ ৫-৬
[গ] ৫-৯
[ঘ] ৬-৮

৮৩. রাজহাঁসের একটি হাঁসার ওজন কত কেজি?
[ক] ৭-৯
✅ ৮-১০
[গ] ৫-৯
[ঘ] ৬-৮

৮৪. টলুউস রাজহাঁস এর উৎপত্তি কোথার?
[ক] ইংল্যান্ডে
[খ] মালয়েশিয়াতে
[গ] ভিয়েতনামে
✅ ফ্রান্সে

৮৫. অ্যামডেন রাজহাঁসের উৎপত্তি কোথায়?
[ক] ইংল্যান্ডে
[খ] মালয়েশিয়াতে
[গ] ভিয়েতনামে
✅ জার্মানিতে

৮৬. আফ্রিকান রাজহাঁসের উৎপত্তিস্থল কোথায়?
[ক] ইংল্যান্ড
[খ] মালয়েশিয়া
[গ] ভিয়েতনাম
✅ আফ্রিকা

৮৭. চীনা রাজহাঁসের উৎপত্তিস্থল কোথায়?
[ক] ইংল্যান্ডে
[খ] মালয়েশিয়াতে
[গ] ভিয়েতনামে
✅ চীনে

৮৮. চীনা রাজহাঁসের পূর্ণবয়স্ক হাঁসীর ওজন কত কেজি?
✅ ৪
[খ] ১
[গ] ২
[ঘ] ৬

৮৯. আমেরিকান ধূসর রাজহাঁসের ঘাড় থেকে লেজ পর্যন্ত পালক কী আকৃতির?
[ক] চাবুক
✅ ধনুক
[গ] গোলাকার
[ঘ] ডিম্বাকার

৯০. ধূসর ব্রেকন রাজহাঁসের উৎপত্তিস্থল কোথায়?
[ক] ইংল্যান্ড
[খ] মালয়েশিয়া
[গ] ভিয়েতনাম
✅ ব্রিটেন

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও:
সোহেল সাহেব মুরগির খামার স্থাপনের পর খামারে সকল খরচের দুটি তালিকা তৈরি করলেন। প্রথম তালিকায় তিনি জমির মূল্য, গুদাম, শ্রমিক ঘর ও ডিম সংরক্ষণাগার বাবদ খরচ লেখেন। দ্বিতীয় তালিকায় তিনি বিজ্ঞাপন ব্যয়, ডিপ্রেসিয়েশন খরচ ইত্যাদি অন্তর্ভুক্ত করেন।

৯১. সোহেল সাহেবের প্রথম তালিকাটি কোন ধরনের খরচের অন্তর্ভুক্ত?
✅ স্থায়ী খরচ
[খ] আবর্তক খরচ
[গ] চলমান খরচ
[ঘ] প্রকৃত খরচ

৯২. দ্বিতীয় তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে -
i. মুরগি বা বাচ্চা ক্রয় বাবদ খরচ
ii. মুরগির বাসস্থান বাবদ খরচ
iii. টিকা ও ওষুধের মূল্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৩. মুরগির সুস্বাস্থ্য ও নিরাপত্তার পূর্বশর্ত কোনটি?
✅ আদর্শ ঘর
[খ] ব্রুডার হাউজ
[গ] বাচ্চা ব্যবস্থাপনা
[ঘ] রোগ প্রতিরোধ ব্যবস্থা

৯৪. একটি লেয়ার মুরগির জন্য কত বর্গফুট জায়গা প্রয়োজন?
[ক] ৪
✅ ১
[গ] ২
[ঘ] ৬

hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯৫. মুরগির বাচ্চাকে তাপ দেওয়ার ঘরকে কী বলে?
[ক] চিকেন হাউস
[খ] লাইট হাউস
✅ ব্রুডার হাউস
[ঘ] ব্রিডার হাউস

৯৬. ১ মিটার ব্যাসের ব্রুডারের নিচে কতটি বাচ্চা রাখা যায়?
[ক] ১০০-২০০
✅ ২০০-২৫০
[গ] ৩৯৯-৯০০
[ঘ] ৬০০-৮০০

৯৭. মুরগির লিটারের গুরুত্ব কত ইঞ্চি হয়ে থাকে?
[ক] ৭-৯
✅ ১. ৫-২
[গ] ৫-৯
[ঘ] ৬-৮

৯৮. মুরগির লিটারের আর্দ্রতা কত শতাংশ হওয়া ভালো?
[ক] ৭০-৯০
✅ ২০-২৫
[গ] ৫০-৯০
[ঘ] ৬০-৮০

৯৯. কত দিন পর্যন্ত বাচ্চাকে তাপ দেওয়াকে বুডিং বলে?
[ক] ২-৯
✅ ১-২১
[গ] ৫-৯
[ঘ] ৬-২২

১০০. নিচের কোনটি হাইব্রিড লেয়ারের জাত?
✅ স্টারক্রস ৫৭৯
[খ] মারশাল
[গ] মিনিরো
[ঘ] কবরি
Share:

0 Comments:

Post a Comment