HSC কৃষিশিক্ষা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC agriculture 2nd Paper mcq question and answer. HSC agriculture 2nd Paper mcq Questions pdf download. HSC Krishi Shikkha 2nd paper mcq pdf.

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Agriculture 2nd Paper
MCQ
question and answer pdf download

১. মাছের শ্বসন অঙ্গ কোনটি?
[ক] ফুসফুস
✅ ফুলকা
[গ] অ্যালভিওলাস
[ঘ] বায়ুথলি

২. পৃথিবীতে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির মাছের মোট কত ভাগ স্বাদু পানির?
✅ ৪০
[খ] ৫৯
[গ] ৫০
[ঘ] ৪৪

৩. বাংলাদেশে মৎস্য সম্পদের উৎস কয়টি?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৫টি
✅ ৪টি

৪. বাৎসরিক মৎস্য উৎপাদনের প্রায় কত ভাগ অভ্যন্তরীণ উৎস হতে পাওয়া যায়?
[ক] ৫০ ভাগ
[খ] ৬০ ভাগ
✅ ৭০ ভাগ
[ঘ] ৮০ ভাগ

৫. বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের শতকরা কত ভাগ মুক্ত জলাশয়ের আওতাভুক্ত?
[ক] ৬৮. ৪৫%
[খ] ৭৮. ৪৫%
✅ ৮৩%
[ঘ] ৯৮. ৪৫%

৬. বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের শতকরা কত ভাগ বদ্ধ জলাশয়ের অন্তর্ভুক্ত?
✅ ১৭%
[খ] ১৩. ৫৫%
[গ] ১৫. ৫৫%
[ঘ] ১৭. ৫৫%

৭. অভ্যন্তরীণ জলাশয়ের মাছের মধ্যে কত প্রজাতির মাছ অতি বিপন্নাবস্থায় রয়েছে?
[ক] ২৩
[খ] ৩৩
[গ] ৫৪
✅ ১২

৮. বাংলাদেশের মুক্ত জলাশয়ের আয়তন প্রায় কত লক্ষ হেক্টর?
[ক] ২৩
[খ] ৩৩
[গ] ৫৪
✅ ৪০

৯. মুক্ত জলাশয়ের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?
[ক] নদী ও মোহনা
[খ] বিল-হাওর
[গ] লেক
✅ প্লাবনভূমি

১০. মুক্ত জলাশয়ের মধ্যে কাপ্তাই লেকের আয়তন শতকরা কত ভাগ?
✅ ১. ৫%
[খ] ১. ৫৫%
[গ] ৫. ৫৫%
[ঘ] ১. ৫৫%

১১. মুক্ত জলাশয়ের মধ্যে প্লাবনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?
✅ ৫৮%
[খ] ৫৫%
[গ] ৫. ৫৫%
[ঘ] ১৫%

১২. বদ্ধ জলাশয়ের মধ্যে চিংডw় খামারের আয়তন শতকরা কত ভাগ?
✅ ৩৪%
[খ] ৫৫%
[গ] ৫. ৫৫%
[ঘ] ১৫%

১৩. সামুদ্রিক জলাশয়ের আয়তন প্রায় কত বর্গ কিমি?
✅ ১১৮৮১৩
[খ] ১১৮৮১২
[গ] ১১৮৮৮৩
[ঘ] ১১৮৮৪৩

১৪. সামুদ্রিক জলাশয় থেকে উৎপাদিত মৎস্যের পরিমাণ কত মেট্রিক টন?
✅ ৫,৮৮,৯৮৮
[খ] ৫,৭৮,৯৮৮
[গ] ৫,৯৮,৯৮৮
[ঘ] ৫,৯৯,৯৮৮

১৫. ১ নটিক্যাল মাইল সমান কত মাইল?
✅ ১. ১১৫
[খ] ১. ১১৮
[গ] ১. ১১২
[ঘ] ১. ১১৩

১৬. সমুদ্রে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকা কত নটিক্যাল মাইল?
✅ ২০০
[খ] ১১২
[গ] ৮৮৩
[ঘ] ১১৩

১৭. বাংলাদেশে মৌসুমি জলাশয়ের পরিমাণ শতকরা কত ভাগ?
✅ ১৭%
[খ] ৫৫%
[গ] ৫. ৫৫%
[ঘ] ১৫%

১৮. স্থান ও আবাসভেদে মাছ চাষ পদ্ধতি কত প্রকার?
[ক] ১
[খ] ৩
[গ] ৪
✅ ২

১৯. নিবিড়তা ভেদে মাছ চাষ পদ্ধতি কত প্রকার?
[ক] ১
✅ ৩
[গ] ৪
[ঘ] ২

২০. দেশের প্রায় কতটি নদন্ডনদীর অববাহিকা ৭০ ভাগ মাছের উৎস?
[ক] ৯৩
[খ] ৩৫
[গ] ৪৬
✅ ৫০

২১. মাছে খাদ্য উপাদান হিসেবে থাকে -
i. আমিষ
ii. শর্করা
iii. ভিটামিন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২. মলাস্কা শ্রেণির অন্তর্ভুক্ত -
i. শামুক
ii. ঝিনুক
iii. কাঁকড়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩. মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন -
i. পরিচর্যা
ii. নিয়ন্ত্রিত আহর
iii. অভয়াশ্রম সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪. অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ের অন্তর্ভুক্ত -
i. পুকুর-দিঘি
ii. খাল-বিল
iii. উপকূলীয় চিংড়ি খামার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. দেশি প্রজাতির মাছ হলো-
i. মৃগেল
ii. তেলাপিয়া
iii. রুই

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬. শীতের প্রারম্ভে পুকুরে ডলোচুন ও লবণ দিলে কোন রোগের থেকে রক্ষা পাওয়া যায়?
[ক] ফুলকা পচা রোগ
✅ ক্ষতরোগ
[গ] পাখনা পচা রোগ
[ঘ] চোখ ফোলা রোগ

২৭. নাইলোটিকা চাষের সঙ্গে শতকরা কত ভাগ মৎস্য চাষি জড়িত?
✅ ৬০
[খ] ১৫
[গ] ৪২
[ঘ] ২৪

২৮. বাংলাদেশের কতটি হ্যাচারিতে নাইলোটিকার পোনা পাওয়া যায়?
✅ ১০২৯
[খ] ১৫৫৫
[গ] ৪২৮৬
[ঘ] ২৪৩৭

২৯. বাংলাদেশে বদ্ধ জলাশয়ের অন্তর্ভুক্ত হলো-
i. বিল
ii. চিংড়ি ঘের
iii. পুকুর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও:
আমাদের দেশে এক প্রকার জলাশয় রয়েছে যা অন্য জলাশয়ের সাথে যুক্ত নয়। দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৩৯ ভাগ আসে এ প্রকার জলাশয় হতে।

৩০. উদ্দীপকে কোন জলাশয়ের কথা বলা হয়েছে?
[ক] অভ্যন্তরীণ মুক্ত জলাশয়
[খ] অভ্যন্তরীণ যুক্ত জলাশয়
✅ অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়
[ঘ] সামুদ্রিক উন্মুক্ত জলাশয়

৩১. এ প্রকার জলাশয়ের অন্তর্ভুক্ত -
i. উপকূলীয় চিংড়ি খামার
ii. পুকুর-দিঘি
iii. খাল-বিল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
এক সময় এদেশের জলাশয়গুলোতে প্রচুর মাছ দেখা যেত। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও প্রতিকূল পরিবেশের দরুন মৎস্য সম্পদের অনেক প্রজাতি আজ বিলুপ্ত হয়েছে।

৩২. উল্লিখিত সম্পদের অনেক প্রজাতি বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ কী?
[ক] সনাতন পদ্ধতিতে চাষাবাদ
✅ বিল ডোবা-পুকুর ভরাট করে চাষাবাদ
[গ] সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ
[ঘ] বিদেশে রপ্তানি

৩৩. এ সমস্যা নিরসনে প্রয়োজন-
i. আধুনিক প্রযুক্তি ও কৌশলের ব্যবহার
ii. নিবিড় চাষ ব্যবস্থাপনা
iii. নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] র ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪. কোনটি থাই সরপুঁটি নামে পরিচিত?
[ক] তেলাপিয়া
✅ রাজপুঁটি
[গ] টেংরা
[ঘ] পাবদা

৩৫. কত মাস বয়সে রাজপুঁটি মাছ বিক্রয়যোগ্য হয়?
[ক] ৯
✅ ৬
[গ] ৪
[ঘ] ২

৩৬. রাজপুঁটির ওজন ৬ মাসে কত গ্রাম হয়?
[ক] ৫০-৬৬
[খ] ৯০-১০০
✅ ১০০-১৫০
[ঘ] ৩০-১০০

৩৭ কোন মাটির পুকুর রাজপুঁটি চাষের জন্য উপযোগী?
✅ দোআঁশ ও পলি দোআঁশ
[খ] বেলে দোআঁশ
[গ] এঁটেল
[ঘ] বেলে

৩৮. রাজপুঁটি চাষের পুকুরের ১০০ গ্রাম মাটিতে কত মিলিগ্রাম নাইট্রোজেন থাকা দরকার?
[ক] ৫-৬
[খ] ৯-১০
✅ ৮-১০
[ঘ] ৩-৭

৩৯. পানির কোন বর্ণ পুকুরে রাজপুঁটি চাষের অধিক উৎপাদনশীলতা নির্দেশ করে?
[ক] হালকা বাদামী
[খ] সবুজ
✅ হালকা সবুজ
[ঘ] গাঢ় সবুজ

৪০. রাজপুটি চাষের পুকুরের আয়তন কত শতক হওয়া উত্তম?
[ক] ৫০-৭৬
[খ] ৯৫-১০০
✅ ২৫-১০০
[ঘ] ৩০-৭০

৪১. রাক্ষুসে মাছ দমনে প্রতি শতকে কত গ্রাম রোটেনন প্রয়োগ করতে হবে?
[ক] ৫০-৭৬
[খ] ৯৫-১০০
✅ ২০-৩০
[ঘ] ৩০-৭০

৪২. রাজপুঁটি চাষের ক্ষেত্রে পুকুরের ঢ়ঐ কত এর বেশি হলে চুল প্রয়োগের প্রয়োজন হয় না?
[ক] ৯. ৭
✅ ৮. ৫
[গ] ৪. ৭
[ঘ] ২. ৫

৪৩. রাজপুঁটি মাছের পুকুরে প্রতি শতকে কত কেজি চুন প্রয়োগ করতে হয়?
[ক] ৫-৭
[খ] ৯-১০
✅ ১-২
[ঘ] ৩-৭

৪৪. রাজপুঁটির পুকুরে প্রতি শতকে কত গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে হয়?
[ক] ৫০-৭৬
[খ] ৯৫-১০০
✅ ১০০-১৫০
[ঘ] ৩০-৭০

৪৫. রাজপুঁটির পুকুরে প্রতি শতকে কত গ্রাম টিএসপি প্রয়োগ করতে হয়?
[ক] ৫০-৭৬
[খ] ৯৫-১০০
✅ ৮০-১০০
[ঘ] ৩০-৭০

৪৬. সার প্রয়োগের কত দিনের মধ্যে রাজপুঁটি মাছের পোনা মজুদ করতে হয়?
[ক] ৯
✅ ৭
[গ] ৪
[ঘ] ২

৪৭. পুকুরে ছাড়ার জন্য রাজপুঁটির পোনার আকার কত সেমি হতে হয়?
[ক] ৯-১০
✅ ৫-৭
[গ] ৪-৭
[ঘ] ২-৮

৪৮. রাজপুঁটির দৈহিক ওজনের ভিত্তিতে শতকরা কত হারে সম্পূরক খাদ্য দিতে হয়?
[ক] ৯-১০
✅ ৪-৬
[গ] ৪-৭
[ঘ] ২-৮

৪৯. রাজপুঁটি মাছের হেক্টর প্রতি ফলন কত টন?
[ক] ৯-১০
✅ ১. ৫-২
[গ] ৪. ৭-৬. ৭
[ঘ] ২. ৬-৮. ৯

৫০. রাজপুঁটির পুকুরে রাক্ষুসে মাছ দমনে প্রতি শতকে প্রয়োগ করতে হয়-
i. ১০-২০ গ্রাম অ্যাঙ্গালোমাইসিন
ii. ২০-৩০ গ্রাম রোটেনন
iii. ৪টি ফসটক্সিন ট্যাবলেট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫১. রাজপুঁটি মাছের প্রধান প্রাকৃতিক খাদ্য হলো -
i. শেওলা
ii. ছোট মাছ
iii. জুপ্লাংকটন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. রাজপুঁটি মাছের সম্পূরক খাদ্য তৈরির মূল উপাদান হলো-
i. চালের কুঁড়া
ii. গমের ভুসি
iii. সরিষার খৈল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও:
আমাদের দেশে দ্রুত বর্ধনশীল ও সুম্বাদু এক প্রকার মাছ চাষ করা হয়, যা থাইল্যান্ড থেকে ১৯৭৭ সালে আমদানি করা হয়।

৫৩. মাছটির নাম কী?
[ক] নাইলোটিকা
[খ] তেলাপিয়া
✅ রাজপুঁটি
[ঘ] সিলভারকার্প

৫৪. মাছটির বৈশিষ্ট্য-
i. গায়ের রঙ উজ্জ্বল রূপালি বর্ণের
ii. কম অক্সিজেনে টিকে থাকতে পারে
iii. গম ক্ষেতেও চাষ করা যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. রাজপুঁটির ফুলকা পচা রোগের জীবাণু কোনটি?
✅ ছত্রাক
[খ] ভাইরাস
[গ] ব্যাকটেরিয়া
[ঘ] পরজীবী

৫৬. Aeromonas নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে রাজপুঁটির কোন রোগ হয়?
[ক] ক্ষতরোগ
[খ] পাখনা পচা রোগ
✅ আঁইশ খসা রোগ
[ঘ] সাদা দাগ রোগ

৫৭. ফুলকা পচা রোগে আক্রান্ত রাজপুঁটিকে শতকরা কত ভাগ লবণ পানিতে গোসল করাতে হয়?
[ক] ৯. ৯
✅ ২. ৫
[গ] ৪. ৫
[ঘ] ২. ৮

৫৮. রাজপুঁটি মাছের ক্ষতস্থান থেকে আঠালো পদার্থ বের হয় কোন রোগে?
[ক] ফুলকা পচা রোগে
[খ] ক্ষতরোগে
[গ] পাখনা পচা রোগে
✅ সাদা দাগ রোগে

৫৯. রাজপুঁটি মাছের ব্যাকটেরিয়াঘটিত রোগ কোনটি?
[ক] ফুলকা পচা রোগ
✅ ক্ষতরোগ
[গ] পাখনা পচা রোগ
[ঘ] সাদা দাগ রোগ

hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. রাজপুঁটি মাছের পরজীবীঘটিত রোগ কোনটি?
[ক] ফুলকা পচা রোগ
[খ] ক্ষতরোগ
[গ] পাখনা পচা রোগ
✅ সাদা দাগ রোগ

৬১. রাজপুঁটি মাছের ব্যাকটেরিয়াঘটিত রোগ হলো-
i. ক্ষতরোগ
ii. আঁইশ খসা রোগ
iii. সাদা দাগ রোগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. মাছের লেজ ও পাখনা পচা রোগে -
i. দেহের পিচ্ছিল পদার্থ কমে যায়
ii. মাছের স্বাভাবিক রং নষ্ট হয়
iii. লেজ ও পাখনা খসে পড়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৩ ও ৬৪ নং প্রশ্নের উত্তর দাও:
ফরিদা বেগম ২০ শতক আয়তনের পুকুরে রাজপুঁটির চাষ করেন। পুকুরে কিছু মাছ Ichthyophthirius multitilits নামক পরজীবী দ্বারা সংক্রমিত হলে রোগ দমনের জন্য ২-৩% কিউরিন দ্রবণে মাছকে গোসল করান।

৬৩. ফরিদা বেগমের পুকুরের মাছ কোন রোগে আক্রান্ত হয়?
[ক] ফুলকা পচা রোগ
[খ] ক্ষতরোগ
[গ] পাখনা পচা রোগ
✅ সাদা দাগ রোগ

৬৪. উক্ত পরজীবী সংক্রমণে মাছের-
i. গায়ে সাদা সাদা দাগ পড়ে
ii. ফুলকা ফুলে যায়
iii. ক্ষতস্থান থেকে আঠালো পদার্থ বের হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৫. নাইলোটিকা মাছ বছরে কতবার ডিম পাড়ে?
[ক] ৫-৬
[খ] ৯-১০
✅ ৩-৪
[ঘ] ৩-৭

৬৬. কত মাস বয়সে নাইলোটিকা মাছ প্রজননক্ষম হয়?
[ক] ১
✅ ৩
[গ] ৪
[ঘ] ২

৬৭. কত মাস বয়সে নাইলোটিকা মাছ খাওয়ার উপযোগী হয়?
[ক] ৯
✅ ২
[গ] ৪
[ঘ] ৮

৬৮. নাইলোটিকার প্রজনন হাপা স্থাপনের জন্য পুকুরের আয়তন কত শতক হলে উত্তম হয়?
[ক] ৫৫-৬৭
[খ] ৯০-১০০
✅ ৫০-৬০
[ঘ] ৩৬-৭৯

৬৯. নাইলোটিকার পোনা উৎপাদনে বড় পুকুরে প্রতি শতকে কতটি ব্রুড মজুদ করা হয়?
[ক] ৫৫-৬৭
[খ] ৯০-১০০
✅ ৭০-৮০
[ঘ] ৩৬-৭৯

৭০. নাইলোটিকা মাছের ডিম কোথায় থাকে?
[ক] পুরুষ মাছের পেটে
[খ] স্ত্রী মাছের পেটে
[গ] পুরুষ মাছের মুখে
✅ স্ত্রী মাছের মুখে

৭১. নাইলোটিকা রেণুর প্রথম সপ্তাহে দেহের ওজনের শতকরা কতভাগ খাদ্য প্রয়োগ করা হয়?
[ক] ১০
✅ ৫০
[গ] ৪০
[ঘ] ২৯

৭২. নাইলোটিকা রেণুর তৃতীয় সপ্তাহে দেহের ওজনের শতকরা কত ভাগ খাদ্য প্রয়োগ করা হয়?
[ক] ১০
✅ ২০
[গ] ৪০
[ঘ] ২৯

৭৩. নাইলোটিকার রেণুকে প্রতিদিন কতবার খাদ্য প্রয়োগ করা হয়?
[ক] ৫-৬
[খ] ৯-১০
✅ ৪-৫
[ঘ] ৩-৭

৭৪. হাঁপায় নাইলোটিকার মজুদের পর কতদিন অন্তর ডিম সংগ্রহ করতে হয়?
[ক] ৯
✅ ৭
[গ] ৪
[ঘ] ৮

৭৫. নাইলোটিকা মাছের উলেস্নখযোগ্য বৈশিষ্ট্য হলো -
i. দ্রুত বর্ধনশীল
ii. দেখতে দেশি সরপুঁটির মতো
iii. সারা বছর পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. নাইলোটিকার প্রজাতি হলো-
i. তেলাপিয়া নাইলোটিকা
ii. তেলাপিয়া মোজাম্বিকা
iii. থাই তেলাপিয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৭ ও ৭৮ নং প্রশ্নের উত্তর দাও:
লিমনের পুকুরে বছরে ৫-৬ মাস পানি থাকে। তাই সে পুকুরে সব জাতের মাছ চাষ করতে পারে না। মৎস্য কর্মকর্তাকে এ বিষয়টি জানালে তিনি লিমনকে একটি দ্রুত বর্ধনশীল জাতের মাছ চাষের পরামর্শ দিলেন। এটি দুইমাস বয়সেই খাওয়ার উপযোগী হয়।

৭৭. লিমনের পুকুরে চাষোপযোগী মাছ কোনটি?
[ক] মৃগেল
✅ নাইলোটিকা
[গ] রাঁজপুটি
[ঘ] কাতলা

৭৮. উক্ত মাছের ক্ষেত্রে প্রযোজ্য-
i. এরা অগভীর জলাশয়ে বাস করে
ii. সারা বছর চাষ করা যায়
iii. তিন মাস বয়সে প্রজননক্ষম হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৯. নাইলোটিকা চাষে পুকুরের পানির গভীরতা কত মিটার হওয়া উত্তম?
[ক] ৫. ৬-৬. ৭
[খ] ৯-১০
✅ ১-১. ৫
[ঘ] ৩. ৭-৭. ৭

৮০. কীটপতঙ্গ ও আগাছা দমনে প্রতি শতকে কত গ্রাম ডিপটারেক্স দ্রবণ ছিটানো হয়?
[ক] ১০
✅ ২০
[গ] ৪০
[ঘ] ২৯

৮১. বিষ প্রয়োগের কত দিন পর পোনা মজুদ করা হয়?
[ক] ১
✅ ৭
[গ] ৪
[ঘ] ২

৮২. নাইলোটিকা চাষে পুকুরে প্রতি শতকে কত কেজি চুন প্রয়োগ করা আবশ্যক?
✅ ১
[খ] ৭
[গ] ৪
[ঘ] ২

৮৩. নাইলোটিকা চাষে পুকুরে প্রতি শতকে কত কেজি গোবর সার প্রয়োগ করা হয়?
[ক] ৫-৬
[খ] ৯-১০
✅ ৮-১০
[ঘ] ৩-৭

৮৪. নাইলোটিকার পুকুরে প্রতি শতকে কতটি পোনা মজুদ করা হয়?
[ক] ১৪০
✅ ২৫০
[গ] ৪৫০
[ঘ] ২৪০

৮৫. নাইলোটিকা পোনা মজুদের পর শতকরা কত প্রোটিন সমৃদ্ধ খাদ্য পুকুরে প্রয়োগ করা হয়?
✅ ১২
[খ] ২৫
[গ] ৪৬
[ঘ] ২৮

৮৬. কতদিন অন্তর জাল টেনে নাইলোটিকা মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করা হয়?
✅ ১৪
[খ] ১৫
[গ] ৪২
[ঘ] ২৪

৮৭. নাইলোটিকা মাছের ওজনের শতকরা কত ভাগ হারে সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয়?
✅ ৫-৬
[খ] ৯-১০
[গ] ৮-১০
[ঘ] ৩-৭

৮৮. প্রতি ৬ মাসে নাইলোটিকার একর প্রতি ফলন কত টন?
[ক] ৫. ৯-৭. ৬
[খ] ৯. ৮-১০
✅ ১. ২-১. ৫
[ঘ] ৩. ৫-৭. ৮

৮৯. কোন রোগে নাইলোটিকার পাখনা মুড়িয়ে যায়?
[ক] ফুলকা পচা রোগ
[খ] ক্ষতরোগ
[গ] পাখনা পচা রোগ
✅ সাদা দাগ রোগ

৯০. কোন রোগে নাইলোটিকার পেট ফুলে যায়
[ক] ফুলকা পচা রোগ
[খ] ক্ষতরোগ
[গ] পাখনা পচা রোগ
✅ শোঁথ রোগ

৯১. Streptococcus নামক ব্যাকটেরিয়ার আক্রমণে মাছের কোন রোগ হয়?
[ক] ফুলকা পচা রোগ
[খ] ক্ষতরোগ
[গ] পাখনা পচা রোগ
✅ চোখ ফোলা রোগ

৯২. নাইলোটিকা মাছ ভারসাম্যহীনভাবে চলাফেরা করে কোন রোগে?
[ক] ফুলকা পচা রোগ
✅ ক্ষতরোগ
[গ] পাখনা পচা রোগ
[ঘ] চোখ ফোলা রোগ

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও:
রহিমা ২০ শতক আয়তনের পুকুরে নাইলোটিকার চাষ করেন। মাছের পর্যাপ্ত বৃদ্ধির জন্য পুকুরে প্রয়োজনীয় মাত্রায় চুন ও সার প্রয়োগ করেন।

৯৩. রহিমা পুকুরে কত কেজি চুন প্রয়োগ করেন?
✅ ২০
[খ] ১৫
[গ] ৪২
[ঘ] ২৪

৯৪. রহিমা পুকুরে উত্ত উপাদান প্রয়োগ করে-
i. পুকুরকে পোনা ছাড়ার উপযোগী করতে
ii. পুকুরের কীটপতলা ও আগাছা দূর করতে
iii. পুকুরে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ বৃদ্ধি করতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯৫. নাইলোটিকার রোগ প্রতিরোধে কোনটি কার্যকরী?
✅ চুন
[খ] বিপাকীয় বর্জ্য
[গ] উচ্চ মজুদ ঘনত্ব
[ঘ] পরিত্যক্ত খাবার

HSC কৃষিশিক্ষা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৯৬. কোনটি নাইলোটিকার দেহের রক্ত চুষে খায়?
[ক] ব্যাকটেরিয়া
[খ] ভাইরাস
[গ] ছত্রাক
✅ উকুন

৯৭. নাইলোটিকা মাছের ব্যাকটেরিয়াজনিত রোগ কোনটি?
[ক] ফুলকা পচা রোগ
[খ] ক্ষতরোগ
✅ পাখনা পচা রোগ
[ঘ] সাদা দাগ রোগ

৯৮. নাইলোটিকা মাছের ছত্রাকজনিত রোগ কোনটি?
[ক] ফুলকা পচা রোগ
[খ] ক্ষতরোগ
[গ] পাখনা পচা রোগ
✅ সাদা দাগ রোগ

৯৯. Argulas নামক বহিঃপরজীবী দ্বারা মাছের কোন রোগটি হয়?
[ক] ফুলকা পচা রোগ
[খ] ক্ষতরোগ
[গ] পাখনা পচা রোগ
✅ সাদা দাগ রোগ

১০০. উঁকুন আক্রমণে নাইলোটিকা মাছের পুকুরের ১০ শতকে কত কেজি চুন দেওয়া হয়?
✅ ১০
[খ] ১৫
[গ] ৪২
[ঘ] ২৪
Share:

0 Comments:

Post a Comment