HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC agriculture 1st Paper mcq question and answer. HSC agriculture 1st Paper mcq Questions pdf download. HSC Krishi Shikkha 1st paper mcq pdf.

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫

HSC Agriculture 1st Paper
MCQ
question and answer pdf download

১. ভাইরাসের সংক্রমণে ধানের কোন রোগটি হয়?
[ক] খোল পঁচা
✅ টুংরো
[গ] পাতা ঝলসানো
[ঘ] ব­vস্ট

২. আখ চাষের সবচেয়ে উন্নত পদ্ধতি কোনটি?
✅ রোপা
[খ] পরিখা
[গ] এসটিপি
[ঘ] এনটিপি

৩. সবজি ও সালাদ হিসেবে খাওয়া যায় নিচের কোনটি?
[ক] রসুন
[খ] আলু
✅ পিঁয়াজ
[ঘ] হলুদ

৪. কোন মাটিতে কমলা ভালো হয়?
[ক] ক্ষারীয়
[খ] লোনা
✅ অম্লীয়
[ঘ] নিরপেক্ষ

৫. পেয়ারা গাছের বংশ বিস্তারে প্রধান মাধ্যম কোনটি?
[ক] গুটি কলম
✅ জোড় কলম
[গ] কুঁড়ি সংযোজন
[ঘ] কাটিং

৬. আখের লাল পঁচা রোগের কারণ নিচের কোনটি?
[ক] ভাইরাস
[খ] ব্যাকটেরিয়া
[গ] মাইকোপ্লাজমা
✅ ছত্রাক

নিচের উদ্দীপকটি পড় এবং ৭নং প্রশ্নের উত্তর দাও:
গত বছর অমলেশ এর পেয়ারা বাগানে ফলের গায়ে ছোট বড় কালো দাগ পড়ে। এতে পেয়ারার বাজার মূল্য কমে যায়।

৭. অমলেশ এর পেয়ারা কোন রোগে আক্রান্ত হয়েছিল?
[ক] শুটিমোল্ড
[খ] ফলপচা
✅ এ্যানথ্রাফনোজ
[ঘ] পাউডারি মিলডিউ

৮. নিচের কোনটি দানা জাতীয় ফসল?
[ক] সূর্যমুখী
✅ কাউন
[গ] শনপাট
[ঘ] মেস্তা

৯. নিচের কোনটি পিঁয়াজের জাত?
[ক] মুকুন্দপুরী
✅ তাহেরপুরী
[গ] নাগপুরী
[ঘ] দিশারি

নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
মানিক একজন ধান চাষী। সম্প্রতি সে লক্ষ্য করে যে, তার ধান গাছের বাড়তি কমে গেছে এবং কুশির সংখ্যাও কম। কচি পাতার লম্বালম্বি শিরা বরাবর হালকা সবুজ ও হালকা হলদে রেখা দেখা যায়।

১০. মানিকের ধান গাছ কোন রোগে আক্রান্ত হয়েছে?
[ক] বস্নাস্ট
[খ] উফরা
✅ টুংরো
[ঘ] পাতা ঝলসানো

১১. উক্ত রোগ প্রতিকারে মানিকের গৃহীত পদক্ষেপগুলো কী হতে পারে?
i. আলোর ফাঁদ ব্যবহার করা
ii. আক্রান্ত গাছ তুলে ফেলা
iii. অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২. তেল জাতীয় ফসলের গুরুত্ব হচ্ছে-
✅ সাবান, মোম, মাখন তৈরিতে ব্যবহৃত হয়
[খ] শর্করার প্রধান উৎস
[গ] শিকপঢ় গুটি তৈরি হয়
[ঘ] উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ সহজ

১৩. নিচের কোনটি দানা জাতীয় ফসল?
[ক] ছোলা
[খ] সরিষা
[গ] চীনাবাদাম
✅ ধান

নিচের উদ্দীপকটি পড় এবং ১৪নং প্রশ্নের উত্তর দাও:
পসাহাগ একজন অভিজ্ঞ পাটচাষি। এ বছর পাট চাষ করে সে বিপাকে পড়েছে। চিন্তিত হয়ে যে কৃষি কর্মকর্তার কাছে গেলে তিনি মাঠ পরিদর্শন করে দেখেন যে, তার পাটগাছের গোড়া থেকে উপরের দিকে লালচে রং ধারণ করেছে।

১৪. সোহাগের পাটগাছ কী রোগে আক্রান্ত হয়েছে?
[ক] কালো পট্টি রোগ
[খ] ঢলেপড়া রোগ
✅ গোঢ়া পঁচা রোগ
[ঘ] শুকনো ক্ষত রোগ

১৫. নিচের কোনটি আমন মৌসুমের ধানের জাত?
✅ ব্রি ধান-৩৩
[খ] ব্রি ধান-৩৫
[গ] ব্রি ধান-৪২
[ঘ] ব্রি ধান-৫০

১৬. ভিটামিন 'সি' সমৃদ্ধ ফল-
i. কমলালেবু
ii. পেয়ারা
iii. কুল

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭. নিচের কোনটি ভেষজ গুণসম্পন্ন ফসল?
[ক] সয়াবিন
[খ] মুগ
[গ] মসুর
✅ রসুন

১৮. ভাইরাস সংক্রমণে ধানের কোন রোগ হয়?
✅ টুংরো রোগ
[খ] রাস্ট রোগ
[গ] পাতা ঝলসানো রোগ
[ঘ] খোল পঁচা রোগ

১৯. গমের বৈজ্ঞানিক নাম কী?
[ক] Oryza sativa
✅ Triticum aestivum
[গ] Secale cercale
[ঘ] Zea mays

২০. বাংলাদেশে কয় জাতের ধান দেখা যায়?
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

২১. স্থানীয় জাতের ধানের ফলন হেক্টরপ্রতি কত টন?
✅ ১. ৫-৩
[খ] ২-৩
[গ] ২-৫
[ঘ] ১-৩

২২. ধানের কান্ড পচা রোগের বৈশিষ্ট্য হলো-
i. গাছের বাইরের খোল কালচে গাঢ় হয়
ii. গাছে অনিয়মিত দাগ পড়ে
iii. গাছে সাদা দাগ দেখা যায়

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি লক্ষ কর এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
ধানের একটি বিশেষ রোগ রয়েছে যার জন্য Ustilago virens নামক ছত্রাক দায়ী।

২৩. উদ্দীপকে উল্লিখিত রোগের নাম কী?
[ক] বাঁকানি রোগ
✅ ভুয়া ঝুল রোগ
[গ] খোল পোড়া রোগ
[ঘ] লালচে রেখা রোগ

২৪. উদ্দীপকে উল্লিখিত রোগের লক্ষণ হলো-
i. বাড়ন্ত চালকে নষ্ট করে গুটিকা সৃষ্টি করে
ii. গুটিকার বহিরাবরণ সবুজ
iii. গুটিকার ভেতরের অংশ হলদে কমলা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫. মসুর ডালের গণের নাম কী?
✅ Lens
[খ] Tens
[গ] Fens
[ঘ] Sunes

২৬. মসুর ডালে প্রোটিনের পরিমাণ কত?
[ক] ১০%
[খ] ১৫%
[গ] ২০%
✅ ২৫%

২৭. মসুর ডালের উৎপত্তি স্থান কোথায়?
[ক] সিরিয়া
✅ তুরস্ক
[গ] পেরু
[ঘ] গ্রিস

২৮. মুগডালের জাত হলো-
i. বারি মুগ- ১
ii. বিনা মুগ-১
iii. বিনা মুগ- ৫

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশে এক প্রকার ডাল জাতীয় ফসল উৎপন্ন হয় যার অপর নাম আনালিকালাই।

২৯. উদ্দীপকে উল্লিখিত ফসলের উৎপত্তিস্থল কোথায়?
[ক] ইউরোপ
✅ দক্ষিণ-পূর্ব এশিয়া
[গ] আমেরিকা
[ঘ] অস্ট্রেলিয়া

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. উদ্দীপকে উল্লিখিত ফসলের উলেস্নখযোগ্য রোগ বলো-
i. পাউডারি মিলডিউ
ii. হলদে মোজাইক
iii. স্টেমফাইলিয়াম রাইট

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. বাংলাদেশের কোন অঞ্চলের চাষিদের কাছে আখ প্ৰধান অর্থকরী ফসল?
[ক] পূর্ব-পশ্চিম
✅ উত্তর-পশ্চিম
[গ] উত্তর-দক্ষিণ
[ঘ] দক্ষিণ-পূর্ব

৩২. কোন মাটিতে আখের ফলন ভালো হয় না?
[ক] এঁটেল
[খ] দোআঁশ
✅ অম্লীয়
[ঘ] ক্ষারীয়

৩৩. বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত অধিক ফলনশীল আখের জাত নিচের কোনটি?
✅ ঈশ্বরদী ২৫৪
[খ] গ্যান্ডারি
[গ] লতারিজবা
[ঘ] BSRI

৩৪. আখের লাল পচা রোগের জন্য দায়ী নিচের কোনটি?
[ক] Ustilago ecitaminea
[খ] Pyricularia oryzae
[গ] Ustilago scitaminea
✅ Colletotrichum falatum

৩৫. খরাপ্রবণ এলাকার আখচাষি জমির উদ্দিন কোন জাতের আখ চাষ করলে সফলতা পাবেন?
✅ ঈশ্বরদী ২০
[খ] গ্যান্ডারি
[গ] লতারিজবা
[ঘ] BSRI

৩৬. আখের রোগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
[ক] লাল পচা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া
[খ] স্মার্ট রোগের পাতা পচে যায়
✅ স্মার্ট রোগের জন্য দায়ী ছত্রাক
[ঘ] স্মার্ট রোগের পাতা হলুদ হয়

৩৭. আর ভালো জন্মে-
i. এঁটেল মাটিতে
ii. দোআঁশ মাটিতে
iii. সামান্য ক্ষারীয় মাটিতে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৮. আখের স্থানীয় জাত হলো-
i. গ্যান্ডারি
ii. মিশ্ৰমালা
iii. BSRI

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও:
পাবনা জেলার কৃষক হাফিজ মিয়া খরা সহিষ্ণু চিনিজাতীয় এমন একটি ফসল চাষ করল যা পোকার আক্রমণে মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হয়।

৩৯. হাফিজ মিয়া কী চাষ করল?
✅ ঈশ্বরদী ২০
[খ] গ্যান্ডারি
[গ] লতারিজবা
[ঘ] BSRI

৪০. উক্ত ফসলে আক্রমণকারী পোকা হলো-
i. মাঝরা পোকা
ii. চেলে পোকা
iii. উইপোকা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১. পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকারী তেল শস্য কোনটি?
[ক] ভিল
✅ সূর্যমুখী
[গ] চীনাবাদাম
[ঘ] সয়াবিন

৪২. নিচের কোনটি তেলজাতীয় ফসলের বৈশিষ্ট্য?
✅ এটি একবর্ষজীবী
[খ] এরা ডালপালাহীন
[গ] অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি হয়
[ঘ] বহু বর্ষজীবী

৪৩. তেলজাতীয় ফসলের জীবন কাল কতদিন?
[ক] ৫০-৭০ দিন
[খ] ৬০-৮০ দিন
[গ] ৭০-৯০ দিন
✅ ৯০-১১০ দিন

৪৪. সয়াবিন তেলে আমিষের পরিমাণ কত?
[ক] ৫০-৭০ %
[খ] ৬০-৮০ %
[গ] ৭০-৯০ %
✅ ৪০-৪৫ %

৪৫. সূর্যমুখী চাষের জন্য মাটির অম্লমান কত হওয়া উত্তম?
[ক] ৬. ৫-৯. ০
[খ] ৪. ৫-৮. ০
✅ ৬. ৫-৮. ০
[ঘ] ৬. ৫-৭. ০

৪৬. সয়াবিনের কোন জাতের বীজের সুপ্ততা ও অঙ্কুরোদগম ক্ষমতা বেশি?
[ক] সোহাগ
[খ] ব্রাগ
✅ ডেডিস
[ঘ] কিরণী

৪৭. সূর্যমুখী চাষকারী প্রধান প্রধান দেশ হলো-
i. ভারত
ii. আমেরিকা
iii. মেক্সিকো

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৮-৪৯নং প্রশ্নের উত্তর দাও:
সয়াবিনের এমন একটি রোগ হয়, যাতে আক্রান্ত চারা বা গাছ ধীরে ধীরে শুকিয়ে মারা যায়।

৪৮. উদ্দীপকের উক্ত রোগের নাম কী?
✅ কান্ড পচা
[খ] পাতা পচা
[গ] ফুল পচা
[ঘ] পাতা ঝলসানো

৪৯. কোন জীবাণু দ্বারা উক্ত রোগটি সংঘটিত হয়?
[ক] ভাইরাস
[খ] ব্যাকটেরিয়া
✅ ছত্রাক
[ঘ] প্রোটোজোয়া

৫০. বাংলাদেশে কত রকমের ফল চাষ হয়?
[ক] ২২২
✅ ৭০
[গ] ১২৪
[ঘ] ২৩১

৫১. বাংলাদেশের প্রধান আঁশজাতীয় ফসল কোনটি?
[ক] সিসামপাতা
✅ পাট
[গ] তুলা
[ঘ] রেশম

৫২. তুলাগাছের ফুটন্ত বোল থেকে যে তুলা পাওয়া যায় তাকে কী বলে?
[ক] তোষা বীজ
[খ] মেস্তা বীজ
[গ] বীজতুলা
[ঘ] টান তুলা

৫৩. সিসি-৪৫ কোন জাতের পাট?
✅ দেশি জাত
[খ] তোষা জাত
[গ] কেনাফ
[ঘ] মেস্তা

৫২. সয়াবিন চাষ করার মৌসুম কোনটি?
[ক] রবি
[খ] খরিফ-১
[গ] খরিফ-২
[ঘ] সারা বছর

৫৩. দেশে সয়াবিন তেল উৎপাদন না হওয়ার কারণ কোনটি?
✅ বীজের অভাব
[খ] মেশিন নেই
[গ] প্রযুক্তি নেই
[ঘ] তেল কম থাকে

৫৪. সূর্যমুখী চাষ করার কারণ কোনটি?
[ক] ভেষজ
✅ তেল
[গ] ফুল
[ঘ] সৌন্দর্য

৫৫. তুলার জমিতে প্রতি শতকে কত গ্রাম বীজ লাগে?
[ক] ২০ গ্রাম
[খ] ৩০ গ্রাম
[গ] ৪০ গ্রাম
✅ ৫০ গ্রাম

৫৬. তুলার সবচেয়ে ক্ষতিকর পোকা কোনটি?
[ক] জ্যাসিড
✅ বোলওয়ার্ম
[গ] জাব
[ঘ] লাল গান্ধি

৫৭. ১৬১. তলায় কেন জিনিং করা হয়?
[ক] ফলন বেশি
✅ উৎপাদন বেশি
[গ] গুণগত মান বেশি
[ঘ] দাম বেশি

৫৮. কুল চাষের জন্য উপযোগী মাটি কোনটি?
[ক] বেলে
✅ বেলে-দোআঁশ
[গ] এঁটেল
[ঘ] পলি

৫৯. কুলের চারা বছরে কত বার রোপণ করা যায়?
[ক] একবার
✅ দুইবার
[গ] তিনবার
[ঘ] চারবার

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. পেয়ারার জাত-
i. ইপসা
ii. কাঞ্চননগর
iii. মুকুন্দপুরী

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. পেয়ারা গাছের কতটি মজবুত শাখা হওয়ার পর আর প্রুনিং-ট্রেনিং করার প্রয়োজন নেই?
[ক] ১০টি
[খ] ১৫টি
✅ ১৬টি
[ঘ] ৩০টি

৬২. আমাদের দেশে কত সালে বারি কমলা-১ জাতের কমলা চাষের জন্য অনুমোদন লাভ করে?
[ক] ১৯৯০
[খ] ১৯৯২
[গ] ১৯৯৩
✅ ১৯৯৬

৬৩. কমলালেবুর ক্ষেত্রে-
i. ভালো ফলনের জন্য চাহিদা অনুযায়ী ৩-৫ বার সেচ দিতে হবে
ii. দোআঁশ, বেলে-দোআঁশ, এঁটেল ও পাহাড়ি উঁচু মাটির প্রয়োজন
iii. চারা রোপণের জন্য গর্ত করে ১০-১৫ দিন ফেলে রাখতে হবে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৪. নিচের কোনটি পেয়ারার ছত্রাকজনিত রোগ?
✅ এনথ্রাকনোজ
[খ] ক্যাঙ্কার
[গ] গ্রিনিং
[ঘ] স্যুটি মোল্ড

৬৫. নিচের কোনটিকে গরিবের আপেল বলা হয়?
[ক] মেরেন্ডা
✅ পেয়ারা
[গ] কুল
[ঘ] কমলালেবু

নিচের অনুচ্ছেদটি পড় ৬৯ ও ৬৭নং এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
বাংলাদেশের একটি উৎকৃষ্ট ফল যা দেশের সব জেলায় চাষ করা যায়। তবে নাটোরসহ আরও কয়েকটি জেলায় এই ফল বেশি উৎপাদিত হয়।

৬৬. উদ্দীপকে উল্লিখিত ফল নিচের কোনটি?
✅ কুল
[খ] পেয়ারা
[গ] কমলালেবু
[ঘ] মাল্টা

৬৭. উক্ত ফলে রয়েছে-
i. খনিজ পদার্থ
ii. ভিটামিন অ ও ই
iii. পাতা চিবালে দাঁতের ব্যথা উপশম হয়

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৮. ডালিয়ার মূল উৎপত্তি স্থল কোথায়?
[ক] বাংলাদেশ
[খ] জাপান
[গ] ভারত
✅ মেক্সিকো

৬৯. শরতের রানী বলা হয় কোন ফুলকে?
[ক] জবা
✅ ডালিয়া
[গ] চন্দ্রমল্লিকা
[ঘ] জুঁই

৭০. কোন মাটি চন্দ্রমল্লিকা চাষের জন্য উপযোগী?
[ক] এঁটেল
[খ] দোআঁশ
[গ] বেলে-দোআঁশ
✅ দোআঁশ ও পলি-দোআঁশ

৭১. স্পাইডার বা স্পুন চন্দ্রমল্লিকা কোনটি?
[ক] এনিমোন
[খ] পাম্পল
[গ] সিংগল
✅ ক্যাসকেড

৭২. ডালিয়ার বংশ বিস্তার ঘটে-
i. বীজের সাহায্যে
ii. শাখা কলমের মাধ্যমে
iii. মূলজ কন্দের মাধ্যমে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৩ ও ৭৪ নং প্রশ্নের উত্তর দাও:
জমিলা বেগম বাড়ির পাশের পতিত জমিতে শীতকালীন জনপ্রিয় একটি ফুলের চাষ করলেন। চাষকৃত ফুলের উৎপত্তিস্থল মেক্সিকো।

৭৩. জমিলা বেগমের চাষকৃত ফুলের নাম কী?
[ক] জবা
✅ ডালিয়া
[গ] চন্দ্রমল্লিকা
[ঘ] জুঁই

৭৪. জমিলা বেগমের উক্ত ফুল চাষ করার কারণ-
i. আকৃতি ও রঙে সবাইকে আকৃষ্ট করে
ii. অন্যান্য ফুলের চেয়ে দাম বেশি
iii. উৎপাদন খরচ বেশি।

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. নিচের কোনটি জিরার বৈজ্ঞানিক নাম?
✅ Cuminum cyminum
[খ] Capsicum annuum
[গ] Curcuma domestica
[ঘ] Cinnamonum zelanicum

৭৬. রসুন চাষের উপযোগী তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
[ক] ১০-১৫
✅ ১৫-২০
[গ] ১০-২৫
[ঘ] ৫-১৫

৭৭. আদার দেশ বলা হয় নিচের কোনটিকে?
[ক] তাইওয়ান
[খ] নাইজেরিয়া
✅ জ্যামাইকা
[গ] থাইল্যান্ড

৭৮. আদা চাষের জন্য মাটির ঢ়ঐ এর মান কত?
[ক] ২-৪
✅ ৫-৬. ৫
[গ] ২. ৫-৪. ৬
[ঘ] ৩. ৫-৫. ৫

৭৯. সূর্যমুখীর প্রতি হেক্টরে কী পরিমাণ বীজ লাগে?
[ক] ৩-৫ কেজি
[খ] ৫-৭ কেজি
✅ ৮-১০ কেজি
[ঘ] ১০-১২ কেজি

৮০. তুলা চাষে প্রতি হেক্টরে কী পরিমাণ ইউরিয়া লাগে?
✅ ২০০-২৫০ গ্রাম
[খ] ৩০০-৩৫০ গ্রাম
[গ] ২৫০-৩০০ গ্রাম
[ঘ] ৩৫০-৪০০ গ্রাম

৮১. প্রতি একরে সয়াবিনের ফলন কত?
✅ ১ টন
[খ] ২ টন
[গ] ৩ টন
[ঘ] ৪ টন

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮২ ও ৮৩নং প্রশ্নের উত্তর দাও:
মাজেদ মিয়া বাড়ির শস্য চারপাশে একটু উঁচু করে পিয়াজ, রসুন ও আদা চাষ করেন।

৮২. মাজেদ মিয়ার চাষকৃত ফসল কোন ধরনের?
✅ কন্দ জাতীয়
[খ] রাইজোম জাতীয়
[গ] বীজ জাতীয়
[ঘ] চারা জাতীয়

৮৩. উক্ত ফসলের ক্ষেত্রে-
i. খরচ কম, ঝুঁকি কম ও বিক্রয় মূল্য বেশি
ii. পরিচর্যার দরকার হয় না ও রোগবালাই কম
iii. প্রসাধন তৈরিতেও ব্যবহৃত হচ্ছে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৪. দানাজাতীয় ফসল কোন পরিবার বা গোত্রের অন্তর্ভুক্ত?
[ক] Tiliaceae
[খ] Malvaceae
✅ Gramineae
[ঘ] Fabaceae

৮৫. একজন মানুষের সুষম খাদ্য তালিকায় প্রতিদিন কত গ্রাম ডাল প্রয়োজন?
✅ ৪৫
[খ] ৫৫
[গ] ৬৫
[ঘ] ৭৭

৮৬. বন্যাসহিষ্ণু জাত কোনটি?
[ক] ঈশ্বরদী ২/৫৪
✅ ঈশ্বরদী ২০
[গ] ঈশ্বরদী ১৬
[ঘ] সিও-২০৮

৮৭. ধানের টুংরো রোগের লক্ষণ-
i. কচি পাতায় সবুজ ও হলুদে দাগ
ii. আক্রান্ত পাতা খাটো ও চওড়া হওয়া
iii. পাতা একটু মুচড়ে যাওয়া

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৮. আগাছা দমন না করলে যুগের ফলন শতকরা কত ভাগ কমে যেতে পারে?
[ক] ৫০-৭০ %
[খ] ৬০-৮০ %
[গ] ৭০-৯০ %
✅ ২৫-৯৫ %

৮৯. 'কিরণী' একটি কিসের জাত?
[ক] সরিষা
[খ] সয়াবিন
✅ সূর্যমুখী
[ঘ] তিল

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. সূর্যমুখী কয় ধাপে সংগ্রহ করতে হয়?
✅ এক
[খ] দুই
[গ] চার
[ঘ] পাচ

৯১. তোষা পাটের বৈজ্ঞানিক নাম কোনটি?
✅ Corchorus olitorious
[খ] Hibiscus Cannabinus
[গ] Ceiba Pentandra
[ঘ] Sebnia Cannabina

৯২. তুলাবীজ জিনিং শেষে যে তুলা পাওয়া যায় তাকে কী বলে?
[ক] ফাজ
[খ] রোলার
✅ লিন্ট
[ঘ] ডিপিটিং

৯৩. সবজি ও সালাদ হিসেবে খাওয়া যায় কোনটি?
[ক] রসুন
[খ] হলুদ
✅ পিঁয়াজ
[ঘ] হলুদ

৯৪. পিঁয়াজ চাষের জন্য মাটির pH এর মান কত থাকা দরকার?
[ক] ৪.৫-৭.৫
✅ ৬.৫-৭.৫
[গ] ৬.৫-৮.৫
[ঘ] ৫.৫-৭.৫

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯৫ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও:
জববার একজন পাটচাষি। তিনি জমি থেকে পাট কেটে ডোবার পচা পানিতে জাগ দিলেন। কয়েকদিন পর পাট পচে কালো রঙ ধারণ করল। তারপর তিনি কৃষি কর্মকর্তার কাছ থেকে এ বিষয়ে পরামর্শ চাইলেন।

৯৫. আশের কালো রঙ দূরীকরণে ব্যবহৃত হয়-
i. সাইট্রিক এসিড
ii. ল্যাকটিক এসিড
iii. লেবু বা তেঁতুলের পানি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৬. কৃষি কর্মকর্তা তাকে কী পরামর্শ দিলেন?
✅ ভালোভাবে শুকাতে
[খ] পানিতে ডুবিয়ে রাখার
[গ] কাদায় পুঁতে রাখতে
[ঘ] বৃষ্টিতে ভিজতে দিতে

৯৭. পরবর্তীতে পাট চাষ করলে জববার কোন ধরনের পানিতে পাট জাগ দিবেন?
[ক] কাদাযুক্ত পানিতে
✅ পরিষ্কার পানিতে
[গ] ঘোলা পানিতে
[ঘ] চুন দেওয়া পানিতে

৯৮. কুলের চারা রোপণের পূর্বে গর্তের আকার কেমন হবে?
✅ ১মি. x ১মি. x ১ মি.
[খ] ২ মি. x ২মি. x ২ মি.
[গ] মি. x ৩মি. x ৩ মি.
[ঘ] মি. x ৬মি. x ৬ মি.

৯৯. কোন জাতের কুল সবচেয়ে মিষ্টি?
✅ 'বাউকুল'-১
[খ] আপেল কুল
[গ] নারিকেলী কুল
[ঘ] বারিকুল-৩

১০০.কুলগাছে বেশি ফল ধারণের জন্য কোনটি করণীয়?
[ক] কলমের চারা রোপণ
[খ] সার দেওয়া
[গ] সেচ দেওয়া
✅ অঙ্গ ছাঁটাই
Share:

0 Comments:

Post a Comment