HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC agriculture 1st Paper mcq question and answer. HSC agriculture 1st Paper mcq Questions pdf download. HSC Krishi Shikkha 1st paper mcq pdf.

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩

HSC Agriculture 1st Paper
MCQ
question and answer pdf download

১. শিম জাতীয় শস্য চাষ করলে কোনটি সংযোজন হয়?
[ক] অক্সিজেন
[খ] হাইড্রোজেন
✅ নাইট্রোজেন
[ঘ] পটাশিয়াম

২. রেশম পোকার প্রধান খাদ্য কোন গাছের পাতা?
[ক] তুলা
[খ] তুত
✅ তেতুল
[ঘ] নিম

৩. রেশম চাষকে কী বলে?
[ক] এপিকালচার
✅ সেরিকালচার
[গ] হর্টিকালচার
[ঘ] পিসিকালচার

৪. নিচের কোনটি ট্রাইকোডার্মা?
✅ মিথোজীবী ছত্রাক
[খ] অমিথোজীবী ছত্রাক
[গ] মিথোজীবী শৈবাল
[ঘ] অমিথোজীবী শৈবাল

৫. কোনটি ব্যাকটেরিয়া?
[ক] ট্রাইকোডার্মা
✅ রাইজোবিয়াম
[গ] কোলেট্রোটিকাম
[ঘ] অ্যাজোলা

উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
শামীম পিঁয়াজ ও সরিষার বীজ উৎপাদনের জন্য পরামর্শ নেওয়ার লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তার নিকট যান। কৃষি কর্মকর্তা তাকে বীজ শোধন এবং কিছু আন্তঃপরিচর্যার পরামর্শ দেন। সে মোতাবেক চাষ করে শামীম সফল হন।

৬. বীজ শোধনে শামীম নিচের কোনটি ব্যবহার করবেন?
[ক] ফুরাডান
[খ] ডায়াজিনন
✅ ক্যাপটান
[ঘ] ডাইমেক্রন

৭. কৃষি কর্মকর্তার পরামর্শে শামীম যে বিশেষ পরিচর্যা করেন তা হলো-
i. কীটনাশক প্রয়োগ করা
ii. পৃথকীকরণ দূরত্ব বজায় রাখা
iii. সময়মত রোগিং করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮. মৌমাছির চাষকে কী বলে?
✅ এপিকালচার
[খ] সেরিকালচার
[গ] হর্টিকালচার
[ঘ] পিসিকালচার

৯. অণুজীব সার মাটির-
i. অণুজীবের কার্যাবলি বাড়vয়
ii. ক্ষতিকর জীবাণু ধ্বংস করে
iii. স্বাস্থ্য উন্নত করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০. সঠিকভাবে বীজ সংরক্ষণের ক্ষেত্রে উপর্যুক্ত আর্দ্রতা কত হওয়া উচিত?
[ক] ৪-৮%
[খ] ৬-১০%
✅ ৮-১২%
[ঘ] ১০-১৪%

১১. অ্যাজোলা কোন ফসলের জন্য উপযোগী?
[ক] মসুর
[খ] তুলা
✅ ধান
[ঘ] আখ

১২. বাংলাদেশ বীজবিধি ১৯৯০ অনুসারে বীজকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
✅ ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬

১৩. বীজ উৎপাদনে ক্ষতিকারক জাব পোকার আশ্রয়দানকারী ফসল কোনটি?
[ক] সূর্যমুখী
[খ] সয়াবিন
[গ] মসুর
✅ সরিষা

উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
ফসলের আশানুরূপ ফলন না পাওয়ায় কৃষি কর্মকর্তার পরামর্শে ছকু মিয়া তার জমির মাটি পরীক্ষা করে জানলো যে, অম্লমান ৮. ৫। পরবর্তীতে উক্ত কৃষি কর্মকর্তার পরামর্শে তার জমিতে মসুরের বীজের সাথে একটি বিশেষ উপাদান মিশিয়ে চাষ করে বেশ লাভবান হয়।

১৪. ছক্কু মিয়া মসুরের বীজের সাথে কী মিশিয়ে ছিলেন?
✅ অণুজীব সার
[খ] মিশ্র সার
[গ] সবুজ সার
[ঘ] জৈব সার

১৫. উদ্দীপকে উল্লিখিত উপাদান ব্যবহার করে ছক্কু মিয়ার জমির-
[ক] ভৌত গঠন উন্নত হয়
✅ মাটির উর্বরতা বৃদ্ধি পায়
[গ] রোগের আক্রমণ হ্রাস পায়
[ঘ] পোকামাকড‡়র আক্রমণ হ্রাস পায়

১৬. সাধারণত নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক কে কী বলে?
✅ বীজ
[খ] ফুল
[গ] ক্যাপটান
[ঘ] হোমাই

১৭. বর্তমানে বীজকে বাংলাদেশ বীজবিধি ১৯৯০ অনুসারে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

১৮. বীজ সংরক্ষণের জন্য উপযোগী আর্দ্রতা কত থাকা ভালো?
[ক] ৫-৮%
[খ] ৫-৬%
✅ ৮-১২%
[ঘ] ১০-১৫%

১৯. উদ্ভিদতাত্ত্বিক বীজ নয়-
i. ধান
ii. আখের কাড
iii. কলার সাকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
ভালো গুণাগুণসম্পন্ন বীজ ফসল উৎপাদনে ব্যবহার করলে অধিক ফসলের মাধ্যমে কৃষক লাভবান হবেন।

২০. উদ্দীপকে ভালো বীজ বলতে কী বোঝানো হয়েছে?
✅ পুষ্ট বীজ
[খ] কাকরযুক্ত বীজ
[গ] মিশ্র জাতের বীজ
[ঘ] রোগমুক্ত বীজ

২১. উদ্দীপকের বীজের গুরুত্ব-
i. বংশধারা রক্ষায়
ii. রোগ-পোকার আক্রমণ কমিয়ে দেয়
iii. উৎপাদনের মৌলিক উপাদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২. যেসব সার কৃত্রিম উপায়ে কলকারখানায় অজৈব উপাদান দ্বারা তৈরি করা হয় তাকে কী বলে?
[ক] জৈব সার
✅ রাসায়নিক সার
[গ] অণুজীব সার
[ঘ] অ্যাজোলা

২৩. ডক্টরস ফাংগাস বলা হয় নিচের কোনটিকে?
[ক] অ্যাজোলাকে
[খ] রাইজোবিয়ামকে
[গ] এগারিকাসকে
✅ ট্রাইকোডার্মাকে

২৪. বায়ুম-ল থেকে অণুজীবের মাধ্যমে কোনটি মাটিতে আবদ্ধ হয়?
✅ নাইট্রোজেন
[খ] সালফার
[গ] ক্লোরিন
[ঘ] জিংক

২৫. নাইট্রোজেন বন্ধন প্রক্রিয়া-
i. মিথোজীবী
ii. অমিথোজীবী
iii. অ্যাসোসিয়েটিভ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি লক্ষ কর এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:
গত কয়েক বছর ধরে মজিদ মিয়া জমিতে আশানুরূপ ফসল না পাওয়ায় এবার তিনি জমিতে গোবর, ছাই ও খৈল প্রয়োগ করলেন।

২৬. মজিদ মিয়ার প্রয়োগকৃত উপাদানগুলো কোন সারের অন্তর্ভুক্ত?
✅ জৈব সারের
[খ] অজৈব সারের
[গ] মিশ্র সারের
[ঘ] অণুজীব সারের

২৭. উক্ত সার প্রয়োগে মজিদ মিয়ার-
i. জমির হারানো উর্বরতা ফিরে পাবেন।
ii. মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক উন্নয়ন ঘটবে
iii. ফসলের পুষ্টি উপাদানের অভাব পূরণ হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮. ক্যাশ ক্রপ কোনটি?
[ক] ধান
✅ পাট
[গ] গম
[ঘ] পিঁয়াজ

২৯. পাটের ছাল পচানোর জন্য প্রতি ১ হাজার কেজি কাঁচা ছালের জন্য কত গ্রাম ইউরিয়া প্রয়োজন?
✅ ১০০ গ্রাম
[খ] ২০০ গ্রাম
[গ] ৩০০ গ্রাম
[ঘ] ৫০০ গ্রাম

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. পাটের ছাল কী জাতীয় পদার্থ?
[ক] রাইজোয়েড
✅ লিগনো সেলুলোজ
[গ] কন্দ
[ঘ] টিউবার

৩১. পাট পচন ক্রিয়ার সাথে সম্পৃক্ত-
i. ব্যাসিলাস
ii. মাইক্রোককাস
iii. সিউডোমোনাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি লক্ষ কর এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
ফরিদ আলী পাট কাটার পর বাঁশের হুক বানিয়ে লোহার সিঙ্গেল ও ডাবল রোলার রিবনায়ের সাহায্যে সহজেই কাঁচা পাটগাছ থেকে ছাল ছড়ালেন।

৩২. ফরিদ আলী কোন পদ্ধতি ব্যবহার করলেন?
[ক] প্রচলিত
✅ রিবন রেটিং
[গ] জিবনিং
[ঘ] কাটিং

৩৩. ফরিদ আলী যে সুবিধা পেলেন-
i. কাঙি্ক্ষত মানের আঁশ পেলেন
ii. সময় ও শ্রমিক কম লাগল
iii. আঁশের মূল্যও বেশি পেলেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. কোন দেশে সর্বপ্রথম রেশমগুটির চাষ করা হয়?
[ক] জাপানে
✅ চীনে
[গ] ভারতে
[ঘ] বাংলাদেশে

৩৫. রেশম চাষকে ইংরেজিতে কী বলে?
[ক] এপিকালচার
✅ সেরিকালচার
[গ] প্রন কালচার
[ঘ] পিসি কালচার

৩৬. নিচের কোনটি তুঁত রেশম মথ?
✅ Morus indica
[খ] Antheraca mylitta
[গ] Antheraca assamenssn
[ঘ] Philasomia ricini

৩৭. বেশি রেশম চাষ হয়-
i. চাপাইনবাবগঞ্জে
ii. নাটোরে
iii. রাঙামাটিতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও:
১৯৭৭ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশে সেরিকালচার বোর্ড প্রতিষ্ঠিত হয়।

৩৮. উদ্দীপকের মূল বিষয়বস্তু কোনটি?
[ক] মৌমাছি চাষ
✅ রেশম চাষ
[গ] লাক্ষা চাষ
[ঘ] চিংড়ি চাষ

৩৯. উক্ত বোর্ডের অবদান-
i. রেশম শিল্পের উন্নয়ন
ii. রেশম চাষের গবেষণা করা
iii. রেশমি সুতা দ্বারা জামদানি শাড়ি তৈরি করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০. ব্যাঙের ছাতাকে ইংরেজিতে কী বলে?
[ক] মস
✅ মাশরুম
[গ] অ্যাজোলা
[ঘ] ট্রাইকোডার্মা

৪১. মাশরুম ঘরের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রাখা উচিত?
[ক] ১০-২০
✅ ২৮-৩৬
[গ] ৩৩-৪৫
[ঘ] ২৪-৬৫

৪২. ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার কোনটি?
[ক] আলু
[খ] গাজর
✅ মাশরুম
[ঘ] মিষ্টি

৪৩. মাশরুমের ক্ষতি সাধন করে-
i. মাছি
ii. পিঁপড়া
iii. উইভিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নং প্রশ্নের উত্তর দাও:
ফেরদৌসি বেগম মাশরুম রোদে ও ডিহাইড্রেশন পদ্ধতিতে শুকিয়ে বায়ুরোধী প্যাকেটে ৫-৬ মাস রাখার পর খেলেন।

৪৪. ফেরদৌসি বেগম মাশরুম কী করলেন?
[ক] পচালেন
✅ সংরক্ষণ করলেন
[গ] তাজা রাখলেন
[ঘ] স্যুপ করলেন

৪৫. ফেরদৌসি বেগমের প্রক্রিয়া ছাড়াও মাশরুম দীর্ঘ দিন রাখা যায়-
i. বেস্নন্ডার মেশিনে পাউডার করে
ii. আচার তৈরি করে
iii. সস, বিস্কুট ও কেক তৈরি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৬. মৌমাছি পালনের আধুনিক ব্যবস্থা কোনটি?
[ক] ঝুড়ি
✅ মৌ-বাক্স
[গ] গাছের ডাল
[ঘ] মাটির গর্ত

৪৭. একটি পূর্ণাঙ্গ মৌ-কলোনিতে কয় ধরনের মৌমাছি থাকে?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৪৮. মোমগ্রন্থি কোন ধরনের মৌমাছির তলপেটে থাকে?
[ক] রানী
[খ] পুরুষ
✅ শ্রমিক
[ঘ] ডোরা কাটা রানী

৪৯. মৌমাছির শত্রু-
i. মাকড়সা
ii. ভিমরুল
ii. পিঁপড়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও।
নানাবিধ পাখি, তেলাপোকা, মোমপোকা ইত্যাদি মৌমাছির শত্রু।

৫০. উদ্দীপকের কোনটি মৌচাকের মধু চুরি করে খায়?
[ক] তেলাপোকা
[খ] মোমপোকা
✅ পিঁপড়া
[ঘ] পাখি

৫১. উদ্দীপকের শত্রু থেকে মৌচাক রক্ষার্থে করণীয়-
i. কলোনির আশপাশে পাখি আসতে দেওয়া
ii. কলোনির আশপাশ পরিষ্কার রাখা
iii. কলোনিতে খাদ্য ও পোলেন সরবরাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. কৃত্রিম প্রজননের জন্য কোন জাতের গাভী নির্বাচন করতে হবে?
[ক] বিদেশি
✅ দেশি
[গ] সংকর
[ঘ] ফ্রিজিয়ান

৫৩. কয়টি মূলনীতির উপর ভিত্তি করে কৃত্রিম প্রজননের জন্য বীর্য সংগ্রহ করা হয়?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৫৪. ষাঁড় থেকে সংগৃহীত বীর্য তরলকৃত নাইট্রোজেন - ১৯৬° সে. তাপমাত্রায় কত বছর সংরক্ষণ করা যায়?
[ক] ১৫
[খ] ১০
✅ ২৫
[ঘ] ৩০

৫৫. কৃত্রিম প্রজনন ফলপ্রসূ না হওয়ার কারণ-
i. ত্রুটিপূর্ণ স্ত্রী বা ভায়াল পরিবহন
ii. হিমায়িত বীজ ত্রুটিপূর্ণভাবে গলানো
iii. সঠিকভাবে সিমেন ক্যান থেকে স্ট্র বের করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. ট্রাইকোডার্মা কোন শ্রেণির?
✅ ছত্রাক
[খ] ব্যাকটেরিয়া
[গ] ভাইরাস
[ঘ] মাইকোরাইজা

৫৭. অ্যাজোলা দিয়ে সার কোথায় তৈরি করে?
[ক] পরীক্ষাগারে
[খ] কারখানায়
[গ] বাড়িতে
✅ ফসলের জমিতে

৫৮. উদ্ভিদ জন্মানোর বাহক কী?
✅ বীজ
[খ] মূল
[গ] ডাল
[ঘ] পাতা

৫৯. আলুর বীজ ফসলের জমির পৃথকীকরণ দূরত্ব কত?
✅ ১০ মিটার
[খ] ৭০ মিটার
[গ] ৩০ মিটার
[ঘ] ৪ মিটার

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. বীজ সংরক্ষণের পদ্ধতিগুলো হলো-
i. তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ না করে বীজ সংরক্ষণ
ii. আর্দ্রতা নিয়ন্ত্রণ করে স্বাভাবিক তাপমাত্রায় বীজ সংরক্ষণ
iii. আর্দ্রতা নিয়ন্ত্রণ করে হিমাগারে বীজ সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. সরিষা বীজ উৎপাদনের ক্ষেত্রে জমি তৈরির জন্য কতবার চাষ দেওয়া হয়?
[ক] ২-৩ বার
[খ] ৩-৪ বার
[গ] ১-২ বার
✅ ৪-৫ বার

৬২. বীজশোধন করা হয় কেন?
[ক] আগাছা দমনের জন্য
[খ] ধুলাবালি ও ময়লা দূর করার জন্য
✅ জীবাণু দূরীকরণের জন্য
[ঘ] অন্য জাতের বীজ দূরীকরণের জন্য

৬৩. বাংলাদেশ কোন কোন শস্যের অণুজীব সার উৎপাদনে সাফল্য অর্জন করেছে?
✅ ডাল ও তেল জাতীয় শস্য
[খ] দানা ও তেল জাতীয় শস্য
[গ] দানা ও ডাল জাতীয় শস্য
[ঘ] আঁশ ও তেল জাতীয় শস্য

৬৪. অণুজীব সারের শ্রেণিবিভাগের আওতাভুক্ত হলো-
i. ব্যাকটেরিয়া অণুজীব সার
ii. ভাইরাস অণুজীব সার
iii. ছত্রাক অণুজীব সার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

৬৫. ট্রাইকোডার্মা কী?
✅ মিথোজীবী ছত্রাক
[খ] মিথোজীবী শৈবাল
[গ] অমিথোজীবী ছত্রাক
[ঘ] অমিথোজীবী শৈবাল

৬৬. রিবন রেটিং পদ্ধতি কোন প্রতিষ্ঠান উদ্ভাবন করে?
[ক] বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
✅ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
[গ] কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
[ঘ] বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল

৬৭. রিবন রেটিং পদ্ধতি আবিষ্কারের পেছনে মূল কারণ কোনটি?
[ক] দ্রুত পাট পড়ে
[খ] উন্নত প্রযুক্তি
✅ পানির অভাব
[ঘ] উন্নতমানের পাট উৎপাদন

৬৮. দ্রুত পাট পচানোর জন্য কোনটি দিতে হয়?
[ক] টিএসপি সার
[খ] জৈব সার
[গ] এমওপি সার
✅ ইউরিয়া সার

৬৯. দ্রুত রিবনিং করা যায়-
i. সিঙ্গেল রোলার দিয়ে
ii. ডাবল রোলার দিয়ে
iii. বাঁশের হুক দিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭০. রেশম কেন চাষ করা হয়?
[ক] পোকা পালনের জন্য
✅ সুতা উৎপাদনের জন্য
[গ] সৌখিন কাজের জন্য
[ঘ] সামাজিক বনায়নের জন্য

৭১. রেশম পোকার ভূতগাছের কোন অংশ খেয়ে জীবন ধারণ করে?
[ক] ডাল
✅ পাতা
[গ] শিকড়
[ঘ] বাকল

৭২. রেশমের চাষের জন্য কী ধরনের তাপমাত্রা ও আর্দ্রতা প্রয়োজন?
[ক] ৩০ক্ক সে. তাপমাত্রা এবং ৭০% আর্দ্রতা
[খ] ২৫ক্ক সে. তাপমাত্রা এবং ৮০% আর্দ্রতা
✅ ২০ক্ক সে. তাপমাত্রা এবং ৯০% আর্দ্রতা
[ঘ] ১৫ক্ক সে. তাপমাত্রা এবং ৪০% আর্দ্রতা

৭৩. কোন ধরনের পাতা রেশম পোকাকে খেতে দেওয়া উচিত নয়?
[ক] রোদে পোড়া
[খ] শুকনা
[গ] মাটিতে পড়া
✅ বৃষ্টিতে ভেজা

৭৪. রেশমের পলু কত বার খোলস বদলায়?
[ক] একবার
[খ] দুইবার
[গ] তিনবার
✅ চারবার

৭৫. রেশম গুটি থেকে সুতা বের করার জন্য কী ব্যবহার করা হয়?
✅ ফুটন্ত পানি
[খ] অ্যালকোহল
[গ] হালকা এসিড
[ঘ] ঠা-া পানি

৭৬. মাশরুম কী?
[ক] এক ধরনের ব্যাকটেরিয়া
[খ] এক ধরনের শৈবাল
[গ] এক ধরনের প্রাণী
✅ এক ধরনের ছত্রাক

৭৭. কত দিনের মধ্যে মাশরুমের ফলন পাওয়া যায়?
[ক] ৭-১০ দিন
[খ] ১১-৫৪ দিন
✅ ১০-১৫ দিন
[ঘ] ২২-২৫ দিন

৭৮. বাংলাদেশে চাষকৃত খাবার উপযোগী মাশরুমগুলো হলো-
i. স্ট্র মাশরুম
ii. ওয়েস্টার মাশরুম
iii. শিতাকে মাশরুম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৯. মাশরুম চাষের জন্য উপযোগী স্থান কোনটি?
[ক] খোলা জায়গায়
[খ] নদীর পাড়ে
[গ] পরীক্ষাগারে
✅ যেকোনো ঘরে

৮০. মাশরুম চাষ করা হয়-
i. গ্রীষ্মকালে
ii. বর্ষাকালে
iii. শীতকালে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. মৌমাছি পালনের মূল উদ্দেশ্য কী?
✅ মধু সংগ্রহ
[খ] মোম সংগ্রহ
[গ] মৌ-বিষ সংগ্রহ
[ঘ] জেলি সংগ্রহ

৮২. মধু থেকে আমরা পাই-
i. শর্করা
ii. ভিটামিন
iii. খনিজ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৩. সাভারে দেশের সর্ববৃহৎ গো-প্রজনন স্টেশন চালু করা হয় কত সালে?
[ক] ১৯৫৮
[খ] ১৯৭৫
✅ ১৯৭৮
[ঘ] ১৯৮৫

৮৪. কোন সার দোকানে বিক্রি করা যায় না?
✅ অ্যাজোলা
[খ] রাইজোবিয়াম জীবাণুসার
[গ] জৈব সার
[ঘ] ট্রাইকোডার্মা সার

৮৫. কৃত্রিম প্রজননের জন্য নির্বাচিত ষাঁড় হলো-
i. হলস্টেইন-ফ্রিজিয়ান
ii. লালসিন্ধি
iii. শাহীওয়াল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৮৬ ও ৮৭ নং প্রশ্নের উত্তর দাও:
বেকার যুবক রাজু রেশম চাষ শুরু করার জন্য স্থানীয় কৃষি কর্মকর্তার কাছে পরামর্শের জন্য গেলেন। কৃষি কর্মকর্তা তাকে বললেন অনুকূল আবহাওয়া ও উর্বর মাটির জন্য এই অঞ্চলে সবচেয়ে বেশি রেশম চাষ হয়।

৮৬. রাজু কোন জেলায় বসবাস করে?
[ক] বরিশাল
[খ] চাদপুর
✅ চাঁপাইনবাবগঞ্জ
[ঘ] ঢাকা

৮৭. রেশম চাষের জন্য-
i. উপযোগী তাপমাত্রা ২১°-২৯° সে.
ii. উপযোগী তাপমাত্রা ২৯-৩৯° সে.
iii. উপযোগী আর্দ্রতা ৯০° সে.

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও:
গণি মিয়ার জমির পাটগাছ পচনের উপযুক্ত সময় হয়ে গেছে। কিন্তু তার এলাকায় পাট পচনের জন্য পানি নেই।

৮৮. গণি মিয়া এখন কোন পদ্ধতিতে পাটের আঁশ ছাড়াবেন?
[ক] সনাতন
[খ] আধুনিক
[গ] শুকানো
✅ রিবনিং

৮৯. এ পদ্ধতির জন্য গণি মিয়ার প্রয়োজন-
i. বরাক বাঁশের হুক
ii. সিঙ্গেল রোলার রিবনার
iii. ডাবল রোলার রিবনার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. পিঁয়াজের ভিত্তি বীজ ফসলের জমির পৃথকীকরণ দূরত্ব কত?
[ক] ৭০ মিটার
✅ ৭৫ মিটার
[গ] ৮০ মিটার
[ঘ] ৯২ মিটার

৯১. কয়টি পর্যায়ে রোগিং করা হয়?
[ক] এক
[খ] দুই
✅ তিন
[ঘ] চার

৯২. বীজের বস্তায় জৈবিক উপায় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য মেশানো হয়-
i. নিশিন্দা
ii. বিষকাটালী iii প্রোডেক্স ২০০

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৩. আলুর বীজ কোথায় সংরক্ষণ করা হয়?
[ক] বস্তায়
✅ হিমাগারে
[গ] মাটির ঘরে
[ঘ] বায়ুরোধক পাত্রে

৯৪. দানাজাতীয় বীজ সংরক্ষণের জন্য বীজের আর্দ্রতা কত?
[ক] ৮-১০%
[খ] ১০-১২%
✅ ১২-১৪%
[ঘ] ১৪-১৬%

৯৫. ফসলের জাতের বিশুদ্ধতা করা হয় কোনটি দিয়ে?
[ক] বীজ শোধন
✅ রোগিং
[গ] প্রোভেক্স
[ঘ] রোগবালাই দমন

৯৬. কোনটি ব্যাকটেরিয়া?
✅ রাইজোবিয়াম
[খ] অ্যাজোলা
[গ] ট্রাইকোডার্মা
[ঘ] মাইকোরাইজা

৯৭. পশুর প্রজননের সময়কাল গাভী ডাক আসার সময়-
[ক] ১৭-২২ ঘণ্টা
[খ] ২২-৩৬ ঘণ্টা
✅ ১২-১৮ ঘণ্টা
[ঘ] ১৮-২৪ ঘণ্টা

নিচের উদ্দীপকটি পড়ে ৯৮ ও ৯৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রহিম মিয়া বারি পিঁয়াজ-২ জাতের বীজ উৎপাদনের জন্য পিঁয়াজ চাষাবাদ করল। জমি থেকে বীজ সংগ্রহের পর দেখল অন্য জাতের পিঁয়াজের বীজের মিশ্রণ রয়েছে।

৯৮. রহিম মিয়া বীজ উৎপাদনে কোথায় ভুল করেছে?
✅ বীজের বিশুদ্ধতা রক্ষা
[খ] রোগবালাই দমন
[গ] বীজ শোধন
[ঘ] পরিচর্যা

৯৯. বীজে অন্য জাতের মিশ্রণের কারণ কী?
i. বীজ শোধন করে নাই
ii. বীজ ফসলের পৃথকীকরণ দূরত্ব বজায় রাখে নাই
iii. রোগিং করে নাই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০০.অ্যাজোলা কোনটি?
[ক] সার
✅ উদ্ভিদ
[গ] প্রাণী
[ঘ] অণুজীব
Share:

0 Comments:

Post a Comment