HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC agriculture 1st Paper mcq question and answer. HSC agriculture 1st Paper mcq Questions pdf download. HSC Krishi Shikkha 1st paper mcq pdf.

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-২

HSC Agriculture 1st Paper
MCQ
question and answer pdf download

উদ্দীপকের আলোকে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:
ফরহাদের গ্রামের এলাকার মাটি খুব শক্ত তবে একটু বৃষ্টি হলেই কাদা হয়। তাই তারা শীতকালীন সবজি উৎপাদন ভালোভাবে করতে পারে না।

১. উদ্দীপকের মাটির ধরন নিচের কোনটি?
✅ এঁটেল
[খ] পলি
[গ] দোআঁশ
[ঘ] বেলে

২. উদ্দীপকের মাটির বৈশিষ্ট্য—
i. এই মাটির পানি ধারণক্ষমতা বেশি
ii. গ্রীষ্মকালীন সময়ে মাটি ফাটল ধরে
iii. মিষ্টি আলু খুব ভালো জন্মে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
নন্দবাবু কোনো একটি এনজিও থেকে জৈব সারের মাধ্যমে সবজি উৎপাদন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি জানতে পারেন, গাছের গোড়ায় লতাপাতা দিয়ে ঢেকে দিলে ফলন ভালো হয়।

৩. নন্দবাবুর গাছের গোড়া ঢেকে দেওয়ার পদ্ধতিকে কী বলে?
[ক] রোগিং
✅ মালচিং
[গ] প্রুনিং
[ঘ] ট্রেনিং

৪. এই পদ্ধতি অবলম্বন করার কারণ-
i. মাটির ক্ষয়রোধ করার জন্য
ii. আর্দ্রতা সংরক্ষণের জন্য
iii. তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
বিজয়ের জমিতে ফসলের কাঙি্ক্ষত ফলন হয় না। সে তার জমির মাটি পরীক্ষা করে দেখলো যে, অম্লমান ৮। পরবর্তীতে সে কৃষি কর্মকর্তার পরামর্শে উক্ত জমিতে ফসল উৎপাদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সফল হয়।

৫. উদ্দীপকে উল্লিখিত অম্লমান কোন উদ্ভিদ ভালো জনেম?
✅ কাঁঠাল
[খ] লেবু
[গ] কফি
[ঘ] নারিকেল

৬. কাঙি্ক্ষত ফসল উৎপাদনে বিজয়ের করণীয় পদক্ষেপ-
i. কাঠের ছাই প্রয়োগ করে
ii. লবণ দূরীভূত করে
iii. জিপসাম প্রয়োগ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
মাহমুদ আকতার তার জমিতে সবসময়ই রাসায়নিক সার ব্যবহার করে থাকে। ইদানীং তার জমির ফসলের উৎপাদন তুলনামূলকভাবে কমে। গেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা তার জমির পরিদর্শন করে তাকে বিশেষ একধরনের শস্য চাষ করে সবুজ অবস্থায় মাটির সাথে মিশিয়ে দেয়ার পরামর্শ দেন। সে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে বেশ উপকৃত হয়।

৭. মাহমুদ আকতার নিচের কোন শস্যটির চাষ করে?
[ক] ভুট্টা
✅ শণপাট
[গ] সরাবিন
[ঘ] চীনাবাদাম

৮. উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে মাহমুদ আকতারের সাফল্যের কারণ হলো, উক্ত শস্য মৃক্তিকার-
i. উর্বরতা বাড়িয়ে দেয়
ii. অম্লতব কমিয়ে দেয়
iii. জৈব পদার্থ বাড়িয়ে দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯. মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা কিসের উপর নির্ভর করে?
✅ মাটির উর্বরতা
[খ] মাটির ক্ষারত্বের তীব্রতা
[গ] মাটির অম্লতেবর তীব্রতা
[ঘ] মাটির উৎপাদন ক্ষমতা

১০. অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়?
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

১১. মাটির আর্দ্রতা সংরক্ষণের কৃত্রিম পদ্ধতিকে কী বলা হয়?
[ক] সেচ
[খ] নিকাশ
✅ মালচিং
[ঘ] মৃত্তিকা সংরক্ষণ

১২. যদি কোনো মাটিতে প্রায় ৫০% বালি এবং ৫০% পলি ও কর্দম কণা থাকে, তবে তাকে কী মাটি বলে?
[ক] দোআঁশ-বেলে
✅ দোআঁশ
[গ] বেলে-এঁটেল
[ঘ] পপি এঁটে

১৩. কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
[ক] দোআঁশ-বেলে
✅ এঁটেল
[গ] বেলে-এঁটেল
[ঘ] পপি এঁটে

১৪. সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায়-
[ক] দিনে দুইবার সেচ দিয়ে
✅ সময়মতো সেচ দিয়ে
[গ] আগাছা দমন করে
[ঘ] সকালবেলা সেচ দিয়ে

উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
শিমুল মধুপুরে মামার বাড়িতে গিয়ে আনারস বাগান দেখে মহাখুশি। বাড়িতে ফিরে এসে সে আনারস বাগান করবে বলে সিদ্ধান্ত নেয়। তার জমির মাটি পরীক্ষা করে জানতে পারে, মাটির অম্লমান ৮. ০। কৃষি কর্মকর্তা তার জমি উক্ত ফসল চাষের অনুপযোগী বলে জানিয়ে দেন। তবে উক্ত ফসল চাষের জন্য কৃষি কর্মকর্তা শিমুলের জমির মাটি সংশোধনের পরামর্শ দেন।

১৫. শিমুলের জমি কোন ফসল চাষের উপযোগী?
✅ নারকেল
[খ] বরবটি
[গ] গম
[ঘ] আলু

১৬. উদ্দীপকে উল্লিখিত জমিতে উক্ত ফসল চাষ করতে চাইলে শিমুলকে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে?
i. সালফার প্রয়োগ করতে হবে
ii. জৈব সার ব্যবহার করতে হবে
iii. চুন প্রয়োগ করতে হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
রাতুলের তিন একর জমির মধ্যে এক একর উঁচু জমিতে একটি আমের বাগান আর বাকি জমিতে প্রতি বছর ধান চাষ করে থাকে। ইদানীং তার আম ও ফসলের উৎপাদন বেশ হ্রাস পায়। চিন্তিত হয়ে সে উপজেলা কৃষি কর্মকর্তাকে তার জমি পরিদর্শন করায়। কৃষি কর্মকর্তা তাকে আমবাগানে সার ও সেচ প্রদানের এবং ফসলি জমিতে ভিন্ন ফসল চাষের পরামর্শ দেন। সে যথারীতি তা পালন করল এবং আম ও জমির ফসলের ফলন বৃদ্ধি পেল।

১৭. রাতুল তার জমিতে যে পদ্ধতিতে সেচ দিবে-
i. বেসিন সেচ
ii. প্রাবন সেচ
iii. আইল সেচ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮. রাতুলের ফসলি জমির ফলন বৃদ্ধির কারণ কী?
[ক] সোপান চাষ অনুসরণ
[খ] শস্য পঞ্জিকা অনুসরণ
✅ শস্য পর্যায় অবলম্বন
[ঘ] ফালিবন্ধ চাষ অনুসরণ

১৯. জৈব পদার্থ পচনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়?
[ক] CO
✅ CO₂
[গ] SO₂
[ঘ] SiO₂

২০. কোন এসিড বিয়োজিত হয়ে বাইকার্বনেট ও হাইড্রোজেন আয়ন সৃষ্টি হয়?
[ক] সালফিউরিক
✅ কার্বনিক
[গ] নাইট্রিক
[ঘ] কার্বন ডাইঅক্সাইড

২১. pH স্কেলের মান কত?
✅ ০-১৪
[খ] ১-১৭
[গ] ১-১২
[ঘ] ০-১২

২২. ট্রাইকোডার্মা কী?
[ক] উপকারী ভাইরাস
✅ উপকারী ছত্রাক
[গ] উপকারী ব্যাকটেরিয়া
[ঘ] শৈবাল

২৩. এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করতে বালু, পলি ও কদম কণার অনুপাত কত?
✅ ২ ঃ ১ ঃ ১
[খ] ২ ঃ ২ ঃ ১
[গ] ২ ঃ ৩ ঃ ১
[ঘ] ১ ঃ ১ ঃ ১

২৪. উদ্ভিদের মোট পুষ্টি উপাদান কয়টি?
[ক] ১২
✅ ১৭
[গ] ২১
[ঘ] ২২

২৫. মাটির লবণাক্ততা দূরীকরণে কোনটি দিতে হবে?
[ক] চুন
✅ সেচ
[গ] সার
[ঘ] ব্লিচিং পাউডার

২৬. জমির আন্তঃপরিচর্যার সুফল-
i. মাটির উর্বরতা বৃদ্ধি
ii. মাটি সংরক্ষণ করা
iii. উৎপাদন ক্ষমতা হ্রাস করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭. প্রাকৃতিক ভূমিক্ষয় হয়-
i. বৃষ্টিপাত দ্বারা
ii. মানুষের দৈনন্দিন কার্যাবলির দ্বারা
iii. প্রবল বায়ুপ্রবাহ দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. মৃত্তিকার অম্লতব ও ক্ষারতব পরিমাপের পদ্ধতিসমূহ-
i. লিটমাস পেপারের সাহায্যে
ii. pH মিটারের সাহায্যে
iii. মৃত্তিকা পরীক্ষা কিটের সাহায্যে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯. অগ্নীয় মৃত্তিকা সংশোধনে ব্যবহৃত হয়-
i. Cao
ii. Ca(OH)₂
iii. CaCO₂

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩০ ও ৩১নং প্রশ্নের উত্তর দাও:
জৈব পদার্থ পচনের ফলে প্রচুর পরিমাণে যে গ্যাস তৈরি হয় তা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড তৈরি করে।

৩০. উদ্দীপকের তৈরি গ্যাসটির নাম কী?
[ক] CO
✅ CO₂
[গ] SO₂
[ঘ] SiO₂

৩১. উদ্দীপকের প্রক্রিয়াটি হলো-
i. অজৈব পদার্থের পচন ক্রিয়া
ii. জৈব পদার্থের পচন ক্রিয়া
iii. পচন ক্রিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
গফুর মিয়া শীতের পর তার বাগানের গাছের গোড়ায় ধানের খড়, লতাপাতা, কচুরিপানা দ্বারা ঢেকে দেন।

৩২. গফুর মিয়ার গাছের গোড়া ঢেকে দেওয়ার পদ্ধতির নাম কী?
[ক] ভেজলিং
[খ] ডিবলিং
✅ মালচিং
[ঘ] প্রুনিং

৩৩. উদ্দীপকের পদ্ধতিটির উপকারিতা-
i. মাটিক্ষয় হ্রাস ও তাপমাত্রা নিয়ন্ত্রণ
ii. পচনের মাধ্যমে মাটিতে পুষ্টি যোগ
iii. গাছের শিকড় পচে যাওয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৪-৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
মাটিতে রসের পরিমাণ কম থাকলে পানি দ্বারা এই ঘাটতি পূরণ করা হয়। এই পানি সাধারণত ভূ-পৃষ্ঠস্থ ও ভূ-গর্ভস্থ থেকে আমরা পেয়ে থাকি। উদ্ভিদের পুষ্টি উপাদান বিনিময় বা গ্রহণে গাছে পানি দেওয়া হয়

৩৪. মাটিতে পানির ঘাটতি মিটানোর জন্য মাটিতে পানি প্রয়োগ করাকে কী বলে?
[ক] মালচিং
✅ সেচ
[গ] সার
[ঘ] ডিবলিং

৩৫. উদ্দীপকে পানির কয়টি উৎসের কথা বলা হয়েছে?
✅ ২টি
[খ] ৪টি
[গ] ১টি
[ঘ] ৩টি

৩৬. উদ্ভিদের পুষ্টি উপাদান—
i. মোট ১৭টি
ii. দুটি মুখ্য ও গৌণ
iii. মুখ্য উপাদান ১১টি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৭. মাটির কোন কণা সবচেয়ে ছোট?
[ক] বেলে
[খ] দোআঁশ
[গ] পলি
✅ এঁটেল

৩৮. মাটির অম্লতব বাড়ে কোনটির জন্য?
✅ হাইড্রোজেন
[খ] হাইড্রোক্সিল
[গ] নাইট্রোজেন
[ঘ] গন্ধক

৩৯. মাটি সংশোধনের কারণ-
i. উর্বরতা বাড়ে
ii. জীবাণু ধ্বংস হয়
iii. ভূমি সংরক্ষণ হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বন্যার পরে রহিম মিয়ার জমিতে প্রায় দুই ফুট উঁচু বেলে মাটির স্তর পড়ে। এতে রহিম মিয়া খুব চিন্তায় পড়েন। সে কৃষি কর্মকর্তাকে জানালে বেলে মাটি পরিবর্তনের পরামর্শ দেন।

৪০. বেলে মাটির উঁচু স্তর সমস্যা কেন?
✅ অনুর্বর
[খ] জমি উঁচু হয়েছে
[গ] কণা বড়
[ঘ] আইল ঢেকে গেছে

৪১. রহিম মিয়া বেলে মাটি পরিবর্তন করবে কীভাবে?
i. জৈব সার প্রয়োগ করে
ii. এঁটেল মাটি প্রয়োগ করে
iii. ড্রেজার মেশিন দিয়ে বালু সরিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪২. প্রশম মাটির অম্লমান কোনটি?
[ক] ৭ এর কম
✅ ৭
[গ] ৭ এর বেশি
[ঘ] ৩-১০

৪৩. মৃত্তিকা দ্রবণে নীল লিটমাস কাগজ লাল হলে মাটি-
✅ অম্লীয়
[খ] প্রথশম
[গ] নিরপেক্ষ
[ঘ] ক্ষারীয়

৪৪. অম্লীয় মাটি সংশোধনের সবচেয়ে সহজ ও দ্রুত উপায় কোনটি?
✅ চুন প্রয়োগ
[খ] জৈব সার প্রয়োগ
[গ] সবুজ সার প্ৰয়োগ
[ঘ] অণুজীব সার প্রয়োগ

৪৫. মৃত্তিকা বুনট কত রকম?
✅ ১২
[খ] ১৩
[গ] ১৫
[ঘ] ১৭

৪৬. কোনটি প্রাকৃতিক ভূমিক্ষয়ের কারণ?
[ক] ভূমি কর্ষণ
[খ] নিকাশ
[গ] পাহাড় কাটা
✅ পানি প্রবাহ

৪৭. ভূমি ক্ষয়রোধের সবচেয়ে স্থায়ী ও গুরুত্বপূর্ণ উপায় কোনটি?
✅ বৃক্ষরোপণ
[খ] ভূমি ব্যবস্থাপনা
[গ] জাবড়া প্রয়োগ
[ঘ] বন্যা নিয়ন্ত্রণ

৪৮. মাটির উর্বরতা সংরক্ষণের স্থায়ী উপায় কোনটি?
[ক] লিগিউম শস্যের চাষ
✅ জৈব পদার্থ প্রয়োগ
[গ] রাসায়নিক সার প্রয়োগ
[ঘ] জীবাণু সার প্রয়োগ

৪৯. সেচের পানির প্রধান উৎস কোনটি?
✅ ভূগর্ভ
[খ] নদী
[গ] সমুদ্র
[ঘ] বৃষ্টিপাত

৫০.কোন জলাধারে সবচেয়ে বেশি পানি সহজে সংরক্ষণ করা যায়?
✅ বিল
[খ] খাল
[গ] নালা
[ঘ] ডোবা

৫১. শিম জাতীয় শস্য চাষ করলে কোনটি সংযোজন হয়?
[ক] অক্সিজেন
[খ] হাইড্রোজেন
✅ নাইট্রোজেন
[ঘ] কার্বন ডাইঅক্সাইড

৫২. জাবড়া প্রয়োগ করলে-
i. ইউরিয়ার অপচয় রোধ হয়
ii. জৈব সারের অপচয় রোধ হয়
iii. পানির অপচয় রোধ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৩. মাটিতে চুন প্রয়োগ করার কারণ কোনটি?
[ক] উর্বরতা বৃদ্ধি
[খ] উৎপাদন ক্ষমতা বৃদ্ধি
✅ ক্ষারত্ব বৃদ্ধি
[ঘ] অম্লতব বৃদ্ধি

৫৪. সেচের চাহিদা কোন ফসলের সবচেয়ে বেশি?
[ক] আলু
[খ] গম
[গ] সরিষা
✅ ভুট্টা

৫৫. ধানক্ষেতে সেচের পানির অপচয় রোধের সবচেয়ে ভালো উপায় কোনটি?
[ক] এডব্লিউডি
✅ হুজ পাইপ
[গ] ঢেঁকি কল
[ঘ] সঠিক সেচ পদ্ধতি

৫৬. আর্দ্রতা সংরক্ষণের উপায় কোনটি?
[ক] চুন প্রয়োগ করা প্রয়োগ করা
[খ] রাসায়নিক সার প্রয়োগ করা
[গ] গন্ধক প্রয়োগ করা
✅ জৈব সার প্রয়োগ করা

৫৭. পানি নিকাশ করা যায় কয়টি পদ্ধতিতে?
[ক] ১টি
✅ ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি

৫৮. সেচের পানি সংরক্ষণ করা যায় কোথায়?
i. ডোবায়
ii. পুকুরে
iii. নালায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
উপজেলা কৃষি কর্মকর্তা এসআরতাই পদ্ধতির ওপর কৃষকদের প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণের জ্ঞান দিয়ে অনেকেই এসআরআই পদ্ধতিতে চাষ করে দেখেনত বীজ কম লেগেছে, ধানের উৎপাদন খরচ কমেছে ও ফলন বেশি হয়েছে।

৫৯. কৃষকদের ধানের উৎপাদন খরচ হ্রাসের কারণ-
i. শ্রমিক কম লেগেছে
ii. সেচের পানি কম লেগেছে
iii. সার কম লেগেছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. এসআরআই পদ্ধতিতে ফলন বেশি হওয়ার কারণ কোনটি?
[ক] আগাছা দমন করা
[খ] প্রতি গুছিতে চারা বেশি রোপণ করে
[গ] কৃষি উপকরণ বেশি দেওয়া
✅ রোপণ দূরত্ব বেশি দেওয়া হয়

৬১. আনারস ভালো হয় কোন মাটিতে?
✅ অম্লীয়
[খ] নিরপেক্ষ
[গ] সকল মাটি
[ঘ] ক্ষারীয়

৬২. মাটিতে কোন উপাদান বেশি থাকলে মাটি ক্ষারীয় হয়?
[ক] হাইড্রোজেন
[খ] নাইট্রোজেন
[গ] পটাশিয়াম
✅ সোডিয়াম

৬৩. মাটি অম্ল হওয়ার প্রধান কারণ কোনটি?
✅ অম্লীয় শিলা
[খ] অস্ট্রীয় সার প্রয়োগ
[গ] চুন প্রয়োগ
[ঘ] অম্লবৃষ্টি

৬৪. মাটির কণা প্রধানত কত প্রকার?
[ক] এক
[খ] দুই
✅ তিন
[ঘ] চার

৬৫. মাটির কোন কণা সবচেয়ে বড়?
✅ বেলে
[খ] দোআঁশ
[গ] এঁটেল
[ঘ] পলি

৬৬. ফসলের জন্য সবচেয়ে কোন মাটি ভালো?
[ক] বেলে
✅ দোআঁশ
[গ] এঁটেল
[ঘ] পলি

৬৭. সবুজ সার তৈরি করা হয় কোনটি দিয়ে?
[ক] ধান
✅ ধাইঞ্চা
[গ] সবুজ ফসল
[ঘ] পাট

৬৮. কেঁচো সার কী?
[ক] জীবাণু সার
[খ] রাসায়নিক সার
✅ জৈব সার
[ঘ] কম্পোস্ট সার

৬৯. হিউমাস শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পৃক্ত?
[ক] জীবাণু সার
[খ] রাসায়নিক সার
✅ জৈব সার
[ঘ] কম্পোস্ট সার

৭০. লিগিউমিনাস শস্য কোনটি?
[ক] ধান
✅ মসুর
[গ] গম
[ঘ] গম

৭১. বোরো ধানে কতবার পানি নিকাশ করতে হয়?
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

৭২. পানি সেচের সবচেয়ে স্থায়ী ও সহজ পদ্ধতি কোনটি?
✅ AWD
[খ] নালা
[গ] ঢেঁকিকল
[ঘ] ফিতাপাইপ

৭৩. ধানের জমি থেকে কোন গ্যাস নির্গত হয়?
✅ মিথেন
[খ] মাইট্রোক্সেন
[গ] হাইড্রোজেন
[ঘ] অক্সিজেন

৭৪. AWD পদ্ধতিতে মাটির নিচে কতটুকু পাইপ দিতে হয়?
[ক] ৫ সে.মি.
[খ] ১০ সে.মি.
✅ ২০ সে.মি.
[ঘ] ৩০ সে.মি.

৭৫. এসআরআই পদ্ধতিতে প্রতি গুছিতে কয়টি চারা রোপণ করতে হয়?
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

৭৬. এসআরআই পদ্ধতি কোন ফসলে প্রয়োগ করা হয়?
[ক] তুলা
✅ ধান
[গ] সয়াবিন
[ঘ] প্লাবন

৭৭. আলুর জন্য কোন সেচ পদ্ধতি উপযোগী?
[ক] প্লাবন
✅ নালা
[গ] বৃত্তাকার
[ঘ] আইল

নিচের উদ্দীপকটি পড়ে ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দাও:
এনায়েতপুর গ্রামে শীত মৌসুমে প্রতি বছর সেচ সংকট হয়। এই গ্রামের বিলের সাথে নদীর সংযোগ আছে। কৃষি কর্মকর্তা জলাধারে পানি সংরক্ষণ করে রাখতে বললেন। সংরক্ষিত পানি দিয়ে সেচ দেওয়ার পরামর্শ দিলেন।

৭৮. এনায়েতপুর গ্রামে কোথায় পানি সংরক্ষণ করা যাবে?
i. নদী
ii. খাল
iii. বিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৯. এনায়েতপুর গ্রামবাসী কোন ফসলে সেচ দিতে পারবে?
✅ বোরো ধান
[খ] পাট
[গ] আউশ ধান
[ঘ] আমন ধান

৮০. রাইজোবিয়াম জীবাণু সার দিলে কোন সার দিতে হয় না?
[ক] টিএসপি
[খ] জৈবসার
✅ ইউরিয়া
[ঘ] এমওপি

৮১. খামারজাত সার কী?
[ক] জীবাণু সার
[খ] রাসায়নিক সার
✅ জৈব সার
[ঘ] কম্পোস্ট সার

৮২. ক্ষারীয় মাটিতে কোনটি বেশি থাকে?
[ক] হাইড্রোজেন
✅ হাইড্রোক্সিল
[গ] ফসফরাস
[ঘ] বোরন

৮৩. মাটির অম্লতব-ক্ষারতব জানার প্রয়োজন কেন?
✅ ফসল নির্বাচন
[খ] সার প্রয়োগ
[গ] সেচ দেওয়া
[ঘ] চুন প্রয়োগ

৮৪. মাটি সংশোধনের কারণ-
i. উর্বরতা বৃদ্ধি করা
ii. উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা
iii. অল্পমান নিয়ন্ত্রণ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৫. ভূমিক্ষয় রোধের প্রধান কারণ
✅ মাটি সংরক্ষণ
[খ] ফসল সংরক্ষণ
[গ] পানি সংরক্ষ
[ঘ] পুষ্টি সংরক্ষণ

৮৬. জাবড়া প্রয়োগ হচ্ছে-
✅ মাটিকে ঢেকে রাখা
[খ] মাটি উন্মুক্ত করা
[গ] জৈব সার প্রয়োগ করা
[ঘ] পুষ্টি সংরক্ষণ করা

৮৭. বোরো ধানের জন্য কোন সেচ উপযোগী?
[ক] প্লাবন
[খ] নালা
[গ] বৃত্তাকার
✅ আইল

৮৮. একজন কৃষিবিদ মাটিকে কী হিসেবে বিবেচনা করেন?
[ক] খনিজের ধারক
[খ] নির্মাণের ভিত্তি
✅ ফসল উৎপাদনের মাধ্যম
[ঘ] জ্বালানির উৎস

৮৯. লোনা মাটিতে পানির সাথে কী প্রয়োগ করলে লবণাক্ততা কমে যায়?
[ক] বেসিক প্লাগ
[খ] কলিচুন
✅ ক্যালসিয়াম সালফেট
[ঘ] চুনাপাথর

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. মাটির pH কত থাকলে গাছ সহজেই পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে?
[ক] ২-৪
[খ] ৩-৫
✅ ৬-৮
[ঘ] ৫-৭

৯১. কোনটি মাটির রাসায়নিক গুণাবলি?
[ক] বুনট
[খ] তাপমাত্রা
✅ বাফার ক্ষমতা
[ঘ] কণার দৃঢ়তা

৯২. মাটিতে অম্লতব মাত্রা বৃদ্ধি পেলে কোনটির প্রাপ্যতা কমে?
[ক] মলিবডেনাম
[খ] আয়রন
[গ] ম্যাঙ্গানিজ
✅ নাইট্রোজেন

৯৩. অম্লীয় মাটিতে কোন অণুজীবের কার্য বলি হ্রাস পায়?
[ক] ছত্রাক
[খ] ভাইরাস
✅ ব্যাকটেরিয়া
[ঘ] মাইকোপ্লাজমা

৯৪. অম্লীয় মাটিতে কোন ফসলটি ভালো হয়?
[ক] ধান
✅ চা
[গ] গম
[ঘ] নারিকেল

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

৯৫. ক্ষারীয় মাটি প্রধানত কয় ধরনের হয়?
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

৯৬. ক্ষারীয় মাটিতে বিনিময়যোগ্য সোডিয়ামের পরিমাণ কত থাকে?
[ক] ৫%
✅ ১৫%
[গ] ৩৩%
[ঘ] ২২%

৯৭. ক্ষারীয় মাটিতে কোন ফসল ভালো জন্মায়?
[ক] ধান
[খ] চা
[গ] গম
✅ নারিকেল

৯৮. মাটির অম্লমান কমানোর জন্য মাটিতে কোন পদার্থটি প্রয়োগ করতে হয়?
[ক] সার
[খ] নাইট্রোজেন
✅ চুন
[ঘ] লৌহ

৯৯. মাটি সংশোধনে ব্যবহৃত জৈব বালাইনাশক কোনটি?
[ক] ক্লোরোপিকরিন
[খ] ফরমালিন
[গ] মিথাইল ব্রোমাইড
✅ নিম তেল

১০০. ধইঞ্চা গাছে কোন পুষ্টি উপাদানটি বেশি পরিমাণে থাকে?
✅ নাইট্রোজেন
[খ] ফসফরাস
[গ] ম্যাগনেসিয়াম
[ঘ] পটাশ
Share:

0 Comments:

Post a Comment