HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 2nd paper mcq question and answer. HSC economic 2nd paper mcq question pdf download. hsc economics 2nd paper guide pdf.

উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Economics 2nd Paper
MCQ
question and answer pdf download.

১. কোন যুগে সর্বপ্রথম বাংলার সকল জনপদ একত্রে বাঙ্গালা নামে পরিচিতি লাভ করে?
✅ মুসলিম
[খ] হিন্দু
[গ] আদি প্রাচীন
[ঘ] ইংরেজ

২. আদিকালে কাদের আগমনে বাংলায় নতুনভাবে উপনিবেশ গড়ে উঠে?
✅ আর্যদের
[খ] অনার্যদের
[গ] হিন্দুদের
[ঘ] বৌদ্ধদের

৩. বাংলার অর্থনৈতিক ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায়?
[ক] তিনটি
[খ] চারটি
✅ পাঁচটি
[ঘ] সাতটি

৪. কোনটি প্রাচীন ও হিন্দু যুগের অর্থনীতির সময়কাল?
[ক] আদি থেকে ৬০০ সাল পর্যন্ত
✅ আদি থেকে ১২০০ সাল পর্যন্ত
[গ] ৬০০-১২০০ সাল পর্যন্ত
[ঘ] ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত

৫. কোনটি মুসলিম যুগের অর্থনীতির সময়কাল?
[ক] আদি থেকে ৬০০ সাল পর্যন্ত
[খ] আদি থেকে ১২০০ সাল পর্যন্ত
[গ] ৬০০-১২০০ সাল পর্যন্ত
✅ ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত

৬. কোনটি ইংরেজ যুগের অর্থনীতির সময়কাল?
[ক] আদি থেকে ৬০০ সাল পর্যন্ত
✅ ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত
[গ] ৬০০-১২০০ সাল পর্যন্ত
[ঘ] ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত

৭. কোনটি পাকিস্তান যুগের অর্থনীতির সময়কাল?
✅ ১৯৪৭-১৯৭১ সাল পর্যন্ত
[খ] ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত
[গ] ৬০০-১২০০ সাল পর্যন্ত
[ঘ] ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত

৮. প্রাচীন বাংলার বিখ্যাত অর্থশাস্ত্রবিদ কে ছিলেন?
✅ কৌটিল্য
[খ] চন্দ্রগুপ্ত
[গ] সুলেয়মান
[ঘ] নীহাররঞ্জন রায়

৯. কোন যুগে আর্যরা উন্নত সভ্যতা গড়ে তুলেছিল?
✅ প্রাচীন
[খ] পাকিস্তান
[গ] ব্রিটিশ
[ঘ] মুসলিম

১০. আর্যদের আগমনের সময় এদেশের সমাজব্যবস্থায় কোন প্ৰথা বিদ্যমান ছিল?
[ক] দাস
[খ] ভূস্বামী
✅ সামন্ত
[ঘ] জমিদারী

১১. কৌটিল্যের লিখিত অর্থশাস্ত্রে কোন শিল্পের কথা উল্লেখ পাওয়া যায়?
[ক] মৃৎ
[খ] কাসা
✅ ক্রিমিজাম
[ঘ] কড়ি

১২. আদিকালে কারা বিভিন্ন ধরনের শিল্পকর্মে পারদর্শী ছিল?
[ক] অনার্যরা
[খ] বৌদ্ধরা
✅ আর্যরা
[ঘ] মুসলিমরা

১৩. প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থ থেকে?
[ক] ময়মনসিংহ গীতিকা
✅ কৌটিল্যের অর্থশাস্ত্র
[গ] জমিদার দর্পণ
[ঘ] শূন্যপুরাণ

১৪. কোন যুগে দাসপ্রথা বিরাজমান ছিল?
[ক] মুসলিম
[খ] ইংরেজ
✅ আদি হিন্দু
[ঘ] পাকিস্তান

১৫. প্রাচীন ও হিন্দু যুগে কোন শিল্প বেশ উন্নত ছিল?
✅ বস্ত্র
[খ] চিনি
[গ] চা
[ঘ] পাট

১৬. আদি ও হিন্দু যুগে বিনিময় ক্ষেত্রে কোনটির প্রচলন ছিল?
✅ দ্রব্য
[খ] রৌপ্য
[গ] স্বর্ণ
[ঘ] গবাদিপশু

১৭. প্রাচীন বাংলার বিখ্যাত অর্থশাস্ত্রবিদ কৌটিল্য কোথাকার প--ত ছিলেন?
[ক] তাম্রলিপ্তি
✅ তক্ষশিলা
[গ] গৌড়
[ঘ] সিন্ধু

১৮. আর্যদের আগমনের সময় লেনদেন ক্ষেত্রে কোন প্রথা বিদ্যমান ছিল?
✅ বিনিময় প্রথা
[খ] ঋণ প্রথা
[গ] কডw় প্ৰথা
[ঘ] ধার প্রথা

১৯. কার ভ্রমণকাহিনিতে উল্লেখ আছে, 'বাংলাদেশের মসলিন বস্ত্ৰ এত সূক্ষ্ম ছিল যে মসলিনের তৈরি পোশাক অনায়াসে আংটির ভেতর দিয়ে বের করা যেত'?
✅ বার্নিয়ার
[খ] ইবনে বতুতা
[গ] বণিক সুলেয়মান
[ঘ] হিউয়েন সাঙ

২০. কোন যুগে কাঠখোদাই, পাথর শিল্প, ধাতু শিল্প ও মৃৎ শিল্পের বিকাশ ঘটে?
[ক] মুসলিম
[খ] ইংরেজ
✅ আদি হিন্দু
[ঘ] পাকিস্তান

২১. বাংলাদেশের টেরিটোরিয়াল সীমানা কত নটিক্যাল মাইল?
[ক] ১৪
[খ] ৪৩
✅ ১২
[ঘ] ২৩

২২. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.?
[ক] ৩,৪১৫
[খ] ৩,৬১৫
✅ ৩,৭১৫
[ঘ] ৩,৮১৫

২৩. মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.?
[ক] ৩৪১
[খ] ৩৬১
✅ ২৮০
[ঘ] ৩৮১

২৪. বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের কত কি.মি. উপকূল রেখা রয়েছে?
[ক] ৭৪১
[খ] ৩৬১
✅ ৭১৬
[ঘ] ৩৮১

২৫. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
[ক] ৩৪
[খ] ৩৬
✅ ১২
[ঘ] ৮১

২৬. বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল সমুদ্র তটরেখা থেকে গভীর সমুদ্র পর্যন্ত প্রায় কত কি.মি.?
[ক] ৩৪১
[খ] ৩৬১
✅ ৩৬৭
[ঘ] ৩৮১

২৭. দক্ষিণ বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের কত মাইল উপকূল রয়েছে?
[ক] ৩৪১
[খ] ৩৬১
✅ ৪৫০
[ঘ] ৩৮১

২৮. 'Periplus of the Erythraean Sea' -গ্রন্থটি খ্রিষ্ট্রীয় কোন শতকে রচিত হয়?
[ক] দ্বিতীয় শতকে
✅ প্রথম শতকে
[গ] তৃতীয় শতকে
[ঘ] চতুর্থ শতকে

২৯. প্রাচীন বাংলায় ধনসম্পদের উৎস ছিল কয়টি?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৫টি
[ঘ] ৬টি

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. কোন শতক পর্যন্ত কড়ির প্রচলন দেখা যায়?
[ক] ত্রয়োদশ
[খ] চতুর্দশ
[গ] অষ্টাদশ
✅ ঊনবিংশ

৩১.ক্ষেত্রকর দ্বারা কোন বিশেষ একটি শ্রেণিকে বোঝানো হতো?
[ক] তাঁতিকে
✅ কৃষককে
[গ] কুমোরকে
[ঘ] কামারকে

৩২. কার বিবরণে প্রাচীন বাংলার শস্য সম্ভারের পরিচয় পাওয়া যায়?
✅ হিউয়েন সাঙ
[খ] ইবনে বতুতা
[গ] বণিক সুলেয়মান
[ঘ] মাহুয়ান

৩৩. কোনটি প্রাচীন বাংলার ধনদৌলতের প্রথম এবং প্রধান উৎস ছিল?
✅ কৃষি
[খ] শিল্প
[গ] ব্যবসা বাণিজ্য
[ঘ] রপ্তানি

৩৪. শায়েস্তা খাঁ কে ছিলেন?
[ক] মোগল সম্রাট
[খ] বিখ্যাত পর্যটক
✅ মোগল সুবেদার
[ঘ] মোগল সেনাপতি

৩৫. প্রাচীন বাংলার বজ্রভূমিতে কীসের খনি ছিল?
[ক] সোনার
✅ হীরার
[গ] রুপার
[ঘ] লোহার

৩৬. বাঙালি বণিকেরা সামুদ্রিক লবণের বিনিময়ে কী নিয়ে আসতেন?
[ক] সোনা
✅ পাথুরে লবণ
[গ] শঙ্খ
[ঘ] হীরা

৩৭. প্রাচীন বাংলার সবচেয়ে মূল্যবান রপ্তানি পণ্য কী ছিল?
✅ মসলিন
[খ] কার্পাস
[গ] দুকূল
[ঘ] চিনি

৩৮. বিখ্যাত পর্যটক ইতালির মার্কো পোলো কোন সময় প্রাচীন বাংলা ভ্রমণ করেন?
[ক] দ্বিতীয় শতকে
✅ ত্রয়োদশ শতকে
[গ] তৃতীয় শতকে
[ঘ] পনের শতকে

৩৯. কে বাংলাকে 'আজ্যসার গৌড়' বলেছিলেন?
✅ বিদ্যাপতি
[খ] ইবনে বতুতা
[গ] হিউয়েন সাঙ
[ঘ] কৌটিল্য

৪০. কোন পরিব্রাজক সপ্তম শতাব্দীতে হর্ষবর্ধনের রাজত্বকালে বাংলা ভ্রমণ করেন?
[ক] বিদ্যাপতি
[খ] ইবনে বতুতা
✅ হিউয়েন সাঙ
[ঘ] কৌটিল্য

৪১. কৌটিল্য তার অর্থশাস্ত্রে বাংলার কয় জায়গায় হীরার খনির কথা উল্লেখ করেছেন?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] ছয়

৪২. মার্কো পোলো ত্রয়োদশ শতকে বাংলাদেশ থেকে রপ্তানি হতো এমন একটি প্রধান দ্রব্যের কথা উল্লেখ করেছেন। দ্রব্যটি কী?
[ক] চাল
✅ চিনি
[গ] মসলিন
[ঘ] গম

৪৩. বাঙালি বণিকেরা সুপারির বদলে বিদেশ থেকে কী আনত?
[ক] পান
✅ মাণিক্য
[গ] নারিকেল
[ঘ] শঙ্খ

৪৪. খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে দ্বিতীয় শতকের মধ্যে বাংলাদেশে কোন ধরনের মুদ্রার প্রচলন ছিল?
[ক] কড়ি
[খ] জাকা
✅ গ-ক
[ঘ] দ্রক্ষ্ম

৪৫. কোন শতকের পর থেকেই স্বর্ণমুদ্রা উধাও হয়ে যায়?
✅ সপ্তম
[খ] দশম
[গ] নবম
[ঘ] ঊনবিংশ

৪৬. কোন আমলে রূপার মুদ্রাও উধাও হয়ে যায়?
[ক] মোগল আমলে
[খ] কুষান আমলে
[গ] পাল আমলে
✅ সেন আমলে

৪৭. তপু পাঠাগারে বই পড়তে পড়তে একটি যুগ সম্পর্কে ধারণা পেল, যে যুগে বাজারব্যবস্থা গড়ে না উঠলেও গ্রিক, পারস্য ও আরবে পণ্য রপ্তানি হতো। তপু কোন যুগ সম্পর্কে ধারণা পেল?
[ক] মুসলিম যুগ
[খ] পাকিস্তান যুগ
[গ] ইংরেজ যুগ
✅ আদি ও হিন্দু যুগ

৪৮. ব্রিটিশ যুগে বাংলার অর্থনীতি দুর্বল করে দেয়-
i. ছিয়াত্তরের মন্বন্তর
ii. চিরস্থায়ী বন্দোবস্ত
iii. দ্বৈত শাসন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯. ব্রিটিশ আমলে ইংরেজদের অবদান ছিল-
i. যোগাযোগ ব্যবস্থায়
ii. পাট ও চা-এর উৎপাদনে
iii. বন্দর ও খনি উন্নয়নে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০. ১৯৪৭ সালের পর কারা পূর্ব পাকিস্তানের শাসনভার নিয়ন্ত্রণ করে?
[ক] ব্রিটিশরা
[খ] ভারতীয়রা
✅ পাকিস্তানিরা
[ঘ] ইংরেজরা

৫১. ১৯৬৪-৬৫ অর্থবছরে পূর্ব পাকিস্তানে মোট উৎপাদনের শতকরা কত ভাগ কৃষি থেকে আসে?
[ক] ২৮ ভাগ
[খ] ৩৮ ভাগ
[গ] ৪০ ভাগ
✅ ৫৮ ভাগ

৫২. ১৯৪৭ সালের পর কারা পূর্ব পাকিস্তানের শাসনভার নিয়ন্ত্রণ করে?
✅ পাকিস্তানিরা
[খ] ইউরোপীয়রা
[গ] অস্ট্রেলীয়রা
[ঘ] ওলন্দাজরা

৫৩. ১৯৬৯-৭০ অর্থবছরে পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় কত ছিল?
[ক] ২৫০ টাকা
✅ ৩৩৯ টাকা
[গ] ৩০০ টাকা
[ঘ] ৫০০ টাকা

৫৪. ১৯৪৯-৫০ অর্থবছরে এঘচ এর প্রবৃদ্ধির হার পূর্ব বাংলায় কত ছিল?
✅ ১.৭%
[খ] ৪.৫%
[গ] ২.৪%
[ঘ] ৪.২%

৫৫. ১৯৬৪-৬৫ অর্থবছরে পশ্চিম পাকিস্তানের GNI কত টাকা ছিল?
[ক] ১৯০০ টাকা
[খ] ১৯৯৯ টাকা
[গ] ২১০০ টাকা
✅ ২৩৭৯ টাকা

৫৬. স্বাধীনতার পর কোন সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল?
[ক] ১৯০০ টাকা
[খ] ১৯৯৯ টাকা
[গ] ১৯০০ টাকা
✅ ১৯৭৪ টাকা

৫৭. কোন সাল থেকে রাষ্ট্রায়ত্ত খাতের শিল্প ব্যক্তিখাতে যাওয়া শুরু হয়?
[ক] ১৯০০ টাকা
[খ] ১৯৯৯ টাকা
[গ] ১৯০০ টাকা
✅ ১৯৭৮ টাকা

৫৮. বাংলার ইতিহাসে স্বর্ণযুগ কোনটি?
✅ মুসলিম যুগ
[খ] পাকিস্তান যুগ
[গ] ইংরেজ যুগ
[ঘ] আদি ও হিন্দু যুগ

৫৯. কোন সনে বাংলায় প্রথম মুদ্রা প্রচলন শুরু হয়?
[ক] ১২০০ সনে
[খ] ১২৫০ সনে
✅ ১৩০১ সনে
[ঘ] ১৪০৪ সনে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. কোন যুগে নৌ-শিল্প বেশ উন্নত হয়েছিল?
✅ মুসলিম যুগ
[খ] পাকিস্তান যুগ
[গ] ইংরেজ যুগ
[ঘ] আদি ও হিন্দু যুগ

৬১. চট্টগ্রাম বন্দরের উন্নয়ন কোন যুগে হয়েছিল?
✅ মুসলিম যুগ
[খ] পাকিস্তান যুগ
[গ] ইংরেজ যুগ
[ঘ] আদি ও হিন্দু যুগ

৬২. ১৩০১ খ্রিস্টাব্দে কার শাসনামলে সোনারগাঁয় প্রথম মুদ্রা প্রচলিত হয়?
[ক] গিয়াসউদ্দিন আযম শাহের
[খ] উদ্দিন মোবারক শাহের
✅ শামছুদ্দিন ফিরোজ শাহের
[ঘ] পিয়াসউদ্দিন রাজাপুর শাদের

৬৩. কোন সাল থেকে বিনিময় প্রথা রহিত হয়?
[ক] ১৯৫০ সনে
[খ] ১২০১ সনে
✅ ১৩০১ সনে
[ঘ] ১৪৪৪ সনে

৬৪. কোন যুগে আধুনিক মুদ্রা ব্যবস্থার প্রবর্তন হয়?
✅ মুসলিম যুগ
[খ] পাকিস্তান যুগ
[গ] ইংরেজ যুগ
[ঘ] আদি ও হিন্দু যুগ

৬৫. কোন যুগে মহাজনী ব্যবসার বিকাশ ঘটে?
✅ মুসলিম যুগ
[খ] পাকিস্তান যুগ
[গ] ইংরেজ যুগ
[ঘ] আদি ও হিন্দু যুগ

৬৬. 'কৃষকরাই পরিশ্রম করে বাংলাকে 'স্বর্গরাজ্য' বানিয়েছিলো' কে উল্লেখ করেছে
[ক] বণিক সুলেমান
[খ] ইবনে বতুতা
[গ] হিউয়েন সা
✅ মা হুয়ান

৬৭. মুসলিম আমলের কোন সুলতান সৌদি আরবে খাদ্য ও স্বর্ণ মুদ্রা প্রেরণ করেছিলেন?
✅ গিয়াসউদ্দিন আযম শাহ
[খ] উদ্দিন মোবারক শাহ
[গ] শামছুদ্দিন ফিরোজ শাহ
[ঘ] পিয়াসউদ্দিন রাজাপুর শাহ

৬৮. কোন পরিব্রাজকের বিবরণ থেকে মধ্যযুগের অর্থনৈতিক ইতিহাস সম্বন্ধে তথ্য পাই।
[ক] বণিক সুলেমান
[খ] ইবনে বতুতা
[গ] হিউয়েন সা
✅ মা হুয়ান

৬৯. বাংলায় কত ধরনের মসলিন কাপড় উৎপাদিত হতো?
[ক] ৪ ধরনের
[খ] ৬ ধরনের
[গ] ১০ ধরনের
✅ ১২ ধরনের

৭০. বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতা কার শাসনামলে বাংলা সফর করেন ?
[ক] গিয়াসউদ্দিন আযম শাহ
✅ ফখরুউদ্দিন মোবারক শাহ
[গ] শামছুদ্দিন ফিরোজ শাহ
[ঘ] পিয়াসউদ্দিন রাজাপুর শাহ

৭১. কার শাসনামলে বাংলায় দাস-দাসী কেনা-বেচা হতো?
[ক] গিয়াসউদ্দিন আযম শাহ
✅ ফখরুউদ্দিন মোবারক শাহ
[গ] শামছুদ্দিন ফিরোজ শাহ
[ঘ] পিয়াসউদ্দিন রাজাপুর শাহ

৭২. ইবনে বতুতা বাংলা ভ্রমণের সময় কত স্বর্ণমুদ্রা দিয়ে একজন দাসী কিনেছিলেন?
✅ ১ স্বর্ণমুদ্রা
[খ] ১২ স্বর্ণমুদ্রা
[গ] ১০ স্বর্ণমুদ্রা
[ঘ] ১৬ স্বর্ণমুদ্রা

৭৩. কোন আমলে সোনারগাঁও ও চট্টগ্রাম বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ লাভ করেছিল?
✅ মোঘল
[খ] সেন
[গ] পাকিস্তান
[ঘ] ইংরেজ

৭৪. কোন আমলে বাংলায় ব্যাংকব্যবস্থা বেসরকারি পর্যায়ে চালু হয়?
✅ মোঘল
[খ] সেন
[গ] পাকিস্তান
[ঘ] ইংরেজ

৭৫. মোঘল আমলে বাংলায় কয় ধরনের হুন্ডি ব্যবসা প্রচলিত ছিল?
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

৭৬. মিতা তার বান্ধবী ফারিহাকে বললো, মানুষ এক সময় পণ্যের পরিবর্তে পণ্য বিনিময় করতো, কিন্তু পরবর্তীতে একটি যুগে এসে এটি রহিত হয়। মিতা তার বান্ধবীকে কোন যুগের কথা বলেছে?
[ক] ইংরেজ
✅ মুসলিম
[গ] ফরাসি
[ঘ] পাকিস্তান

৭৭. বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলা সফর করে লক্ষ করেছেনত
i. বাংলার অর্থনৈতিক সচ্ছলতা
ii. খাদ্যদ্রব্যের দাম খুব সস্তা
iii. জীবনযাত্রার ব্যয় অত্যন্ত কম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৮. মোঘল আমলে বাংলার প্রধান বাণিজ্য কেন্দ্র ছিলত
i. গৌড়নগরী
ii. চট্টগ্রাম
iii. সোনারগাঁও

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও:
হীরা গ্রন্থাগারে বই পড়ে একটি যুগ সম্পর্কে জানতে পারলো, যে যুগকে প্রাচীন বাংলায় 'স্বর্ণযুগ' বলে অভিহিত করা হতো। সে আরও জানতে পারলো, সেই যুগে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ ছিল এবং তখন আধুনিক মুদ্রা ব্যবস্থারও প্রবর্তন হয়।

৭৯. অনুচ্ছেদে 'স্বর্ণযুগ' বলতে কোন যুগকে বোঝানো হয়েছে?
[ক] আদি ও হিন্দু যুগ
✅ মুসলিম যুগ
[গ] ব্রিটিশ যুগ
[ঘ] পাকিস্তান যুগ

৮০. উক্ত যুগের বৈশিষ্ট্য হলোত
i. দ্রব্যমূল্য সস্তা ছিল
ii. বিনিময় প্রথা রহিত হয়
iii. দাস-দাসী বেচাকেনা হতো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. কোন দিন বাংলার স্বাধীনতার সূর্য প্রায় দুশ' বছরের জন্য অস্তমিত হয়?
[ক] ১৭৪৭ সালের ২৩ জুন
[খ] ১৭৪৭ সালের ২৩ জুন
✅ ১৭৫৭ সালের ২৩ জুন
[ঘ] ১৭৮৫ সালের ২৩ জুন

৮২. বাংলার মাটিতে বিদেশি বণিকদের মধ্যে পর্তুগিজদের পরে কারা আসে?
[ক] ইংরেজরা
[খ] ইউরোপীয়রা
[গ] অস্ট্রেলীয়রা
✅ ওলন্দাজরা

৮৩. কোন সালে ইংরেজরা বাংলার মাটিতে প্রথম কারখানা স্থাপন করে?
[ক] ১৬১৫ সালে
[খ] ১৬৩৮ সালে
[গ] ১৬৩২ সালে
✅ ১৬৫১ সালে

৮৪. কারা এদেশের সমৃদ্ধ অর্থনীতি দেখে বাণিজ্য রেখে, দেশ দখলের নেশায় মেতে উঠে?
✅ ইংরেজরা
[খ] ইউরোপীয়রা
[গ] অস্ট্রেলীয়রা
[ঘ] ওলন্দাজরা

৮৫. ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে বাংলাদেশ কত বছর মুসলিম শাসনের অধীনে ছিল?
[ক] তিনশ বছর
[খ] সাড়ে চারশ বছর
✅ সাড়ে পাঁচশ বছর
[ঘ] ছয়শ বছর

৮৬. শিল্প বিপ্লবের ফলে কোনটিতে প্রভাব পড়ে?
✅ উৎপাদন ব্যবস্থায়
[খ] শাসন ব্যবস্থায়
[গ] নীল চাষে
[ঘ] সন্ন্যাসী-ফকির বিদ্রোহে

৮৭. শিল্প বিপ্লবের প্রথম দিকে কোন শিল্পটি প্রসারিত হয়?
[ক] চিনি শিল্প
[খ] পাট শিল্প
✅ বস্ত্র শিল্প
[ঘ] চা শিল্প

৮৮. ইংরেজরা কৃষকদের নীল চাষে বাধ্য করার জন্য কী করতো?
[ক] উৎসাহ উদ্দীপনা দিত
[খ] অতিরিক্ত পারিশ্রমিক দিত
[গ] নীল চাষের বিনিময়ে খাদ্য দিত
✅ অত্যাচার করতো

৮৯. মীর জাফর কত কোটি টাকা ইংরেজদের রাজস্ব হিসেবে প্রদান করে?
[ক] ১ কোটি
[খ] ১.২৫ কোটি
[গ] ১.৫৫ কোটি
✅ ১.৭৫ কোটি

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর কোন শাসন ব্যবস্থার ফল?
✅ দ্বৈত শাসন
[খ] সূর্যাস্ত আইন
[গ] দেশ বিভাগ
[ঘ] চিরস্থায়ী বন্দোবস্ত

৯১. ছিয়াত্তরের মন্বন্তরের ফলে বাংলায় কত শতাংশ মানুষের মৃত্যু হয়েছিল?
[ক] দুই-তৃতীয়াংশ
✅ এক-তৃতীয়াংশ
[গ] এক-চতুর্থাংশ
[ঘ] এক-পঞ্চমাংশ

৯২. ছিয়াত্তরের মন্বন্তরের ফলে বাংলার কত ভাগ জমি অনাবাদি হয়?
[ক] প্রায় ২০ ভাগ
[খ] প্রায় ২৫ ভাগ
✅ প্রায় ৩৩ ভাগ
[ঘ] প্রায় ৪২ ভাগ

৯৩. কোন সালের দুর্ভিক্ষের ফলে এদেশের কয়েকটি অংশে জীবিত মানুষ, মৃত মানুষকে ভক্ষণ করে?
[ক] ১৭৮৯
[খ] ১৭৭৭
✅ ১৭৭০
[ঘ] ১৭৭৬

৯৪. ছিয়াত্তরের মন্বন্তরের সময় ইংরেজ কোম্পানি কত কোটি টাকা রাজস্ব আদায় করে?
[ক] ১.৬৩ কোটি
[খ] ১.২৩ কোটি
✅ ১.৪৩ কোটি
[ঘ] ১.৫৩ কোটি

৯৫. এদেশের কৃষিতে 'চিরস্থায়ী বন্দোবস্ত' প্রথা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?
[ক] লর্ড মাউন্ট ব্যাটেন
✅ লর্ড কর্নওয়ালিস
[গ] লর্ড ক্লাইভ
[ঘ] লর্ড গিলবার্ট

৯৬. কোন সালে বাংলার অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্ত সূচিত হয়?
[ক] ১৬১৫ সালে
[খ] ১৬৩৮ সালে
[গ] ১৬৩২ সালে
✅ ১৭৯৩ সালে

৯৭. কোন শতকে ব্রিটেনে শিল্প বিপ্লব সংঘটিত হয়?
[ক] ষোড়শ শতকে
[খ] সপ্তদশ শতকে
[গ] ঊনবিংশ শতকে
✅ অষ্টাদশ শতকে

৯৮. কোন প্রথার ফলে বাংলায় সূর্যাস্ত আইন চালু হয়?
[ক] দ্বৈত শাসন প্রথা
✅ চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা
[গ] জমিদারি প্রথা
[ঘ] সামন্ত প্রথা

৯৯. কোন শতাব্দীতে ইংরেজরা এদেশের চাষিদের দিয়ে নীল চাষ শুরু করে?
[ক] অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে
[খ] অষ্টাদশ শতাব্দীতে
✅ ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে
[ঘ] বিংশ শতাব্দীতে

১০০.নীলচাষ সম্পর্কে সঠিক তথ্য হলোত
i. একসময় বাংলা সারা পৃথিবীর নীলের চাহিদা মিটিয়েছে
ii. নীল চাষ করে কৃষকরা প্রচুর অর্থ পেত
iii. বাংলার নীল চাষিকে অবর্ণনীয় অত্যাচার সইতে হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Post a Comment (0)
Previous Post Next Post