HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 2nd paper mcq question and answer. HSC economic 2nd paper mcq question pdf download. hsc economics 2nd paper guide pdf.

উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬

HSC Economics 2nd Paper
MCQ
question and answer pdf download.

১. ইংরেজ Finance শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
[ক] Final
✅ Finis
[গ] Fine
[ঘ] Facility

২. Finis শব্দের অর্থ কী?
[ক] অর্থায়ন
[খ] সংগ্রহ করা
[গ] অর্থ
✅ অর্থ সংস্থান

৩. অর্থকে ব্যবসায়ের কী বলে অভিহিত করা হয়?
✅ জীবনীশক্তি
[খ] ব্যবস্থাপনা
[গ] জীবন
[ঘ] সাফল্য

৪. অর্থায়ন ধারণাটি কয়টি অর্থে ব্যবহৃত হয়?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৫. কোনটিকে অন্তর্বর্তীকালীন অর্থায়ন বলে?
✅ মধ্যমমেয়াদি অর্থায়নকে
[খ] স্বল্পমেয়াদি অর্থায়নকে
[গ] দীর্ঘমেয়াদি অর্থায়নকে
[ঘ] স্থায়ী অর্থায়নকে

৬. ব্যবসায় অর্থায়ন আলাদা বিষয় হিসেবে স্বীকৃতি পায় কোন সালে?
[ক] ১৮৬৭ সালে
✅ ১৮৯৭ সালে
[গ] ১৮৮৭ সালে
[ঘ] ১৯০৭ সালে

৭. ডা. পাল গান্ধীজি আশ্রম নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন যেখানে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়। এ প্রতিষ্ঠানে কী ধরনের অর্থায়ন হয়ে থাকে?
[ক] ব্যবসায় অর্থায়ন
[খ] বেসরকারি অর্থায়ন
[গ] ব্যক্তিগত অর্থায়ন
✅ অব্যবসায় অর্থায়ন

৮. মালিকানার ভিত্তিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা হয়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৯. স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি?
✅ ক্ষুদ্র ঋণদান সংস্থা
[খ] ব্যবসায়ের ঋণ
[গ] মহাজন
[ঘ] বাণিজ্যিক পত্র

১০. ব্যবসায় অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
✅ ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

১১. সময়ের প্রেক্ষিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
✅ ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

১২. স্বল্পমেয়াদি অর্থায়ন কত সময়ের জন্য হয়ে থাকে?
[ক] ৬ মাসের কম
✅ ১ বছরের কম
[গ] ৫ বছরের কম
[ঘ] ১.৫ বছর

১৩. দীর্ঘমেয়াদি অর্থায়ন কত সময়ের জন্য হয়ে থাকে?
[ক] ১-১০ বছর
[খ] ৫-১০ বছর
[গ] ১-২০ বছর
✅ ৭-২০ বছর

১৪. উৎপত্তির দিক থেকে অর্থায়ন বলতে বোঝায়-
i. অর্থের যোগান
ii. অর্থের নীতি
iii. অর্থের সংস্থান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. ব্যবসায় অর্থায়নকে ভাগ করা যায়-
i. ব্যক্তিগত ব্যবসায় অর্থায়ন
ii. সরকারি ব্যবসায় অর্থায়ন
iii. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অর্থায়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬. অর্থায়নকে প্রথমত ভাগ করা যায়-
i. সরকারি অর্থায়ন
ii. বেসরকারি অর্থায়ন
iii. ব্যক্তিগত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭. অব্যবসায় অর্থায়নের উদাহরণ হলো-
i. লাইব্রেরিতে অর্থায়ন
ii. এতিমখানায় অর্থায়ন
iii. মহিলা সমিতিতে অর্থায়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮. কোনটি বাংলাদেশের প্রধান ও সর্ববৃহৎ শেয়ারবাজার?
[ক] TTT
[খ] CSE
✅ DSE
[ঘ] RES

১৯. বেসরকারি অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
✅ ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

২০. বিনিয়োগ ব্যাংক কোন মেয়াদে নতুন ব্যবসায় প্রতিষ্ঠানকে অর্থায়ন করে থাকে?
[ক] স্বল্পমেয়াদি
[খ] দীর্ঘমেয়াদি
[গ] মধ্যম মেয়াদি
[ঘ] অতি দীর্ঘমেয়াদি

২১. নিচের কোনটি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস?
✅ বাণিজ্যিক ব্যাংক
[খ] বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন
[গ] সুদের কারবারি
[ঘ] মহাজন

২২. সরকারি অর্থায়নের উৎসগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

২৩. অর্থায়নের কোন উৎসের ঋঋণের সুদ সংক্রান্ত কোনো সরকারি নীতিমালা নেই?
[ক] ডিবেঞ্চারের
[খ] এনজিও'র
✅ মহাজন ও সুদের কারবারির
[ঘ] ইজারা প্রতিষ্ঠানের

২৪. সিকিউরিটি প্রধানত কত প্রকার?
✅ ২ প্রকার
[খ] ৩ প্রকার
[গ] ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

২৫. কোনটি সরকারি সিকিউরিটি?
[ক] বন্ড
[খ] শেয়ার
✅ ট্রেজারি বন্ড
[ঘ] বাণপত্র

২৬. কোনটি বেসরকারি সিকিউরিটি?
[ক] বন্ড
[খ] শেয়ার
✅ সাধারণ শেয়ার
[ঘ] বাণপত্র

২৭. কোন সিকিউরিটিতে বিনিয়োগ করলে তা লটারিতে পাওয়া যায়?
[ক] বন্ড
[খ] শেয়ার
✅ প্রাইমারি শেয়ার
[ঘ] বিনিময় বিল

২৮. অর্থায়নের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস কোনটি?
✅ সংরক্ষিত মুনাফা
[খ] মালিকের সুদ
[গ] শেয়ার
[ঘ] ঋণপত্র

২৯. কারবারের মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মাঝে বণ্টন না করে সংরক্ষণ করলে তাকে কী বলে?
✅ অবণ্টিত মুনাফা
[খ] সঞ্চিত তহবিল
[গ] বণ্টিত মুনাফা
[ঘ] বিনিয়োগ

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. দীর্ঘমেয়াদি অর্থায়নের উদ্দেশ্য কী?
[ক] কাঁচামাল ক্রয়
[খ] শ্রমিকের মজুরি
✅ স্থায়ী সম্পদ ক্রয়
[ঘ] বাড়ি ভাড়া প্রদান

৩১. হীরা তার বুটিক হাউজের অর্থায়নের জন্য একটি প্রতিষ্ঠান হতে ১৫ বছর মেয়াদি ঋণ গ্রহণ করলো। হীরার গৃহীত ঋণটি কোন মেয়াদের?
[ক] স্বল্পমেয়াদি
[খ] মধ্যমেয়াদি
✅ দীর্ঘমেয়াদি
[ঘ] অতী দীর্ঘমেয়াদি

৩২. মি. হাসান নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিনি দৈনন্দিন বায় পরিচালনার জন্য কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারেন?
✅ স্বল্পমেয়াদি
[খ] মধ্যমেয়াদি
[গ] দীর্ঘমেয়াদি
[ঘ] অতী দীর্ঘমেয়াদি

৩৩. গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কোন ধরনের ঋণের কোনো বিকল্প নেই?
[ক] কৃষি ব্যাংকের
[খ] মহাজনী ঋণের
[গ] সরকারি ঋণের
✅ ক্ষুদ্র ঋণের

৩৪. দীর্ঘমেয়াদি অর্থায়নের মেয়াদ কত বছর পর্যন্ত হয়?
[ক] ২-৩
[খ] ৫-৭
[গ] ৮-১৫
✅ ৭-২০

৩৫. ব্যক্তি পর্যায়ে সংগঠনের ভিত্তিতে ব্যবসায় হতে পারে-
i. একমালিকানা
ii. অংশীদারি
iii. যৌথ মূলধনী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৬. কোন শেয়ার ক্রয় করার জন্য আবেদন করতে হয় না?
✅ সেকেন্ডারি শেয়ার
[খ] প্রাইমারি শেয়ার
[গ] প্রাথমিক শেয়ার
[ঘ] রাইট শেয়ার

৩৭. জাহিদ শেয়ারবাজার থেকে ১০টি BSC কোম্পানির শেয়ার কিনল। জাহিদ কোন ধরনের শেয়ার ক্রয় করল?
[ক] সেকেন্ডারি শেয়ার
✅ প্রাইমারি শেয়ার
[গ] প্রাথমিক শেয়ার
[ঘ] রাইট শেয়ার

৩৮. মনোয়ার প্রাইমারি শেয়ার রুয়ে আগ্রহী। এজন্য তাকে সর্বপ্রথম কী করতে হবে?
[ক] ফরম সংগ্রহ করতে হবে
✅ আর্থিক বিবরণী সংগ্রহ করতে হবে।
[গ] নীতিমালা সংগ্রহ করতে হবে
[ঘ] নীতিমালা অনুসরণ করতে হবে

৩৯. কোন ধরনের শেয়ার ক্রয় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ?
✅ সেকেন্ডারি শেয়ার
[খ] প্রাইমারি শেয়ার
[গ] প্রাথমিক শেয়ার
[ঘ] রাইট শেয়ার

৪০. 'সততা লি.' বাজারে শেয়ার ক্রয়ের জন্য সরকারের অনুমতি সাপেক্ষে জনগণের নিকট আবেদন করে। তাদের প্রত্যাশার চেয়ে বেশি আবেদন জমা পড়ে। এমতাবস্থায় 'সততা লি.' শেয়ারের বণ্টন কীভাবে করবে?
[ক] সুপারিশের মাধ্যমে
[খ] বিজ্ঞপ্তির মাধ্যমে
✅ লটারির মাধ্যমে
[ঘ] টেন্ডারের মাধ্যমে

৪১. পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক কারা?
[ক] যারা মূলধন যোগাড় করে
[খ] যারা কার্য পরিচালনা করে
✅ যারা শেয়ার ক্রয় করে
[ঘ] যারা নীতিমালা প্রদান করে

৪২. বিনিয়োগকারীদের জন্য শেয়ার ক্রয় কোন ধরনের বিনিয়োগ?
✅ ঝুঁকিপূর্ণ
[খ] অলাভজনক
[গ] লাভজনক
[ঘ] অনাকাঙি্ক্ষত

৪৩. বাটা কোম্পানির শেয়ার বিক্রির প্রসপেক্টাপস দেখে রানি তা কেনার আবেদন করেছেন। রানি কোন শেয়ার কিনতে চাচ্ছেন?
[ক] সেকেন্ডারি শেয়ার
[খ] প্রাইমারি শেয়ার
✅ প্রাথমিক শেয়ার
[ঘ] রাইট শেয়ার

৪৪. ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কোন সালে?
[ক] ১৯৫৩
[খ] ১৯৫৬
[গ] ১৯৫৯
✅ ১৯৫৪

৪৫. নিজস্ব সঞ্চয়কে কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৪৬. কোনটি ব্যাংক ঋণের ভিত্তি?
[ক] জামানত
[খ] সুদ
[গ] চুক্তি
✅ আস্থা ও বিশ্বাস

৪৭. পদ্মা ব্যাংক লি. তাদের নতুন শাখা সম্প্রসারণের জন্য অর্থায়ন করতে চায়। এটি কী ধরনের অর্থায়ন?
[ক] ব্যক্তিগত অর্থায়ন
[খ] সরকারি অর্থায়ন
✅ বেসরকারি অর্থায়ন
[ঘ] আর্থিক অর্থায়ন

৪৮. জামানতবিহীন ঋণের উৎস কোনটি?
[ক] বন্ড
[খ] বিমা কোম্পানি
✅ এনজিও
[ঘ] ইজারা কোম্পানি

৪৯. কোনটি ছাড়া অধিকাংশ ক্ষেত্রে ব্যবসার অসিত্মত্ব কল্পনা করা কঠিন?
✅ নিজস্ব সঞ্চয়
[খ] ব্যবসায় ঋণ
[গ] ব্যাংক ঋণ
[ঘ] বেসরকারি ঋণ

৫০. বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠানে কোনটির ওপর সাফল্য অনেকাংশে নির্ভর করে?
✅ নিজস্ব সঞ্চয়
[খ] ব্যবসায় ঋণ
[গ] ব্যাংক ঋণ
[ঘ] বেসরকারি ঋণ

৫১. বাংলাদেশের কৃষকরা স্বল্প সময়ের জন্য কোথায় থেকে কৃষি খাণ পেয়ে থাকে?
[ক] বন্ড
[খ] বিমা কোম্পানি
✅ কৃষি ব্যাংক
[ঘ] ইজারা কোম্পানি

৫২.কোন ব্যাংক সরাসরি ঋণ প্রদান করে না?
[ক] গ্রামীণ ব্যাংক
[খ] কৃষি ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক
[ঘ] সোনালী ব্যাংক

৫৩. অর্থসংস্থানের গুরুত্বপূর্ণ ও প্রধান উৎস কোনটি?
[ক] গ্রামীণ ব্যাংক
[খ] কৃষি ব্যাংক
✅ বাণিজ্যিক ব্যাংক
[ঘ] সোনালী ব্যাংক

৫৪. বাহ্যিক অর্থসংস্থানের জনপ্রিয় উৎস কোনটি?
[ক] ব্যাংক জমাতিরিক্ত
[খ] ধার
✅ ব্যাংক ঋণ
[ঘ] বাকিতে ক্রয়

৫৫. দৈনন্দিন প্রয়োজন মিটনোর জন্য কোন ধরনের অর্থায়ন করা হয়?
✅ স্বল্পমেয়াদি
[খ] মধ্যমেয়াদি
[গ] দীর্ঘমেয়াদি
[ঘ] স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদী

৫৬. রহমান একটি মুদির দোকান দিতে চায়। এজন্য সে এমন একটি অর্থায়নের উৎস খুঁজছে যেখান থেকে কম ঝামেলায় অর্থ প্রাপ্তি হবে। রহমান কোন ধরনের উৎস থেকে অর্থায়ন পেতে পারে?
[ক] ব্যাংক ঋণ
[খ] এনজিও
✅ নিজস্ব অর্থায়ন
[ঘ] ব্যবসায় ঋণ

৫৭. নিজস্ব অর্থায়নের সুবিধা হলো-
i. দায় মুক্ততা
ii. নির্দিষ্ট পরিমাণ অর্থ
iii. কম ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৮. নিজস্ব সঞ্চয়কে ভাগ করা হয়-
i. ব্যক্তিগত সঞ্চয়
ii. অপ্রাতিষ্ঠানিক সায়
iii. প্রাতিষ্ঠানিক সায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. জাফর একাই একটি ফটোকপির দোকান খুলে ব্যবসা করতে চায়। এ ক্ষেত্রে জাফরের অর্থায়ন হতে পারে-
i. নিজস্ব সঞ্চয়
ii. ব্যাংক ঋণ
iii. আত্মীয়স্বজন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও:
জলিল সাহেব গাজীপুরে একটি বৃহৎ কারখানা স্থাপন করেছেন। তিনি অর্থ সংগ্রহ করেছেন অগ্রণী ব্যাংক লি. থেকে। এই অর্থ দিয়ে তিনি কারখানার যাবতীয় মেশিনপত্র ও কাঁচামাল ক্রয় করেছেন। গত জুন মাসে তিনি সঠিক পরিকল্পনার মাধ্যমে পণ্য উৎপাদন করেছেন।

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. জলিল সাহেবের কার্যক্রমে কোন ধারণার প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে?
[ক] নগরায়ণ
✅ বিনিয়োগ
[গ] শিল্পায়ন
[ঘ] অর্থায়ন

৬১. জলিল সাহেব যদি নিজের অর্থে কারখানাটি স্থাপন ও চালু করতেন তাহলে-
i. নিজ স্বার্থ রক্ষা হতো
ii. ঝামেলা কম হতো
iii. মন্দার সময় সুবিধা পেতেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬২. ব্র্যাক কবে প্রতিষ্ঠিত হয়?
✅ ১৯৭১ সালে
[খ] ১৯৭৩ সালে
[গ] ১৯৭২ সালে
[ঘ] ১৯৭৪ সালে

৬৩. বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ক্ষুদ্রঋণ দানকারী সংস্থা কোনটি?
✅ ব্র¨vক
[খ] প্রশিকা
[গ] আশা
[ঘ] টিএমএসএস

৬৪. আশা কোন সালে প্রতিষ্ঠিত হয়?
✅ ১৯৭৮ সালে
[খ] ১৯৭৩ সালে
[গ] ১৯৭২ সালে
[ঘ] ১৯৭৪ সালে

৬৫. আশা কোন সাল থেকে বিশেষাযিত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে?
✅ ১৯৯২ সালে
[খ] ১৯৯৩ সালে
[গ] ১৯৮২ সালে
[ঘ] ১৯৭৪ সালে

৬৬. কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি?
[ক] অর্থ বাজার
✅ পুঁজিবাজার
[গ] মুদ্রা বাজার
[ঘ] শেয়ার

৬৭. জামানতবিহীন ঋণের উৎস কোনটি?
[ক] বন্ড
✅ এনজিও
[গ] বিমা কোম্পানি
[ঘ] ইজারা কোম্পানি

৬৮. অর্থায়নের যে কয়টি উৎস রয়েছে তার মধ্যে কোনটি প্রধান?
[ক] লিজিং কোম্পানি
✅ শেয়ারবাজার
[গ] বিমা কোম্পানি
[ঘ] ইজারা কোম্পানি

৬৯. কোন প্রতিষ্ঠানটি সরকারি আইন দ্বারা নিয়ন্ত্রিত ও সুসংগঠিত?
[ক] লিজিং কোম্পানি
✅ শেয়ারবাজার
[গ] বিমা কোম্পানি
[ঘ] ইজারা কোম্পানি

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

৭০. কোনটির মাধ্যমে ব্যবসায় অর্থায়ন হলে ব্যবসা বিলুপ্ত না হওয়া পর্যন্ত পরিশোধের প্রয়োজন পড়ে না?
[ক] লিজিং কোম্পানি
✅ শেয়ার
[গ] বিমা কোম্পানি
[ঘ] ইজারা কোম্পানি

৭১. কোনটি শেয়ারের বিকল্প পদ্ধতি?
✅ ঋণপত্র
[খ] লিজিং
[গ] ব্যাংক ঋণ
[ঘ] পুঁজিবাজার

৭২. শেয়ার বাজারের সূত্রপাত হয় কোন দেশে?
✅ ব্রিটেনে
[খ] যুক্তরাষ্ট্রে
[গ] ইতালিতে
[ঘ] স্পেনে

৭৩. শেয়ারবাজার শব্দটি কোন দেশের অর্থনীতির প্রচলিত ধারণা?
✅ ব্রিটিশ অর্থনীতি
[খ] রাশিয়ান অর্থনীতি
[গ] আমেরিকান অর্থনীতি
[ঘ] বাংলাদেশের অর্থনীতি

৭৪. 'স্টক এক্সচেঞ্জ' শব্দটি কোন দেশের অর্থনীতির প্রচলিত ধারণা?
[ক] ব্রিটিশ অর্থনীতি
[খ] রাশিয়ান অর্থনীতি
✅ আমেরিকান অর্থনীতি
[ঘ] বাংলাদেশের অর্থনীতি

৭৫. কোম্পানির আইন অনুসারে কারা কোম্পানির প্রকৃত মালিক?
[ক] পরিচালকগণ
✅ শেয়ার হোল্ডারগণ
[গ] বন্ডের মালিকগণ
[ঘ] উদ্যোক্তাগণ

৭৬.কোন সালে ব্রিটেনে শেয়ারবাজারের গোড়াপত্তন হন?
✅ ১৮৬২ সালে
[খ] ১৯৭৩ সালে
[গ] ১৯৭২ সালে
[ঘ] ১৯৭৪ সালে

৭৭. বাংলাদেশে কোন সালে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠন করা হয়?
✅ ১৯৯৩ সালে
[খ] ১৯৬৩ সালে
[গ] ১৯৮২ সালে
[ঘ] ১৯৭৪ সালে

৭৮. প্রাথমিক ইস্যুর পরে মাধ্যমিক পর্যায়ে শেয়ারের হস্তান্তর ঘটে কোথায়?
[ক] শেয়ার ব্যাংকে
[খ] বাংলাদেশ বিনিয়োগ সংস্থায়
[গ] ইস্যু হাউজে
✅ স্টক এক্সচেঞ্জে

৭৯. কোন বাজারে অর্থায়নের উৎস হিসেবে শেয়ার ও বন্ডের ভূমিকাই মুখ্য?
[ক] অর্থ বাজার
[খ] মূলধন বাজার
[গ] মুদ্রা বাজার
✅ পুঁজিবাজার

৮০. X, Y, Z. তিন বন্ধু তাদের ব্যবসায়ের অর্থায়নের জন্য বাজারে শেয়ার ছাড়ল। তাদের শেয়ার কোন বাজারে লেনদেন হবে?
✅ প্রাইমারি বাজারে
[খ] সেকেন্ডারি বাজারে
[গ] স্টক এক্সচেঞ্জে
[ঘ] মূলধন বাজারে

৮১.BO একাউন্ট কী কাজে ব্যবহার করা হয়?
[ক] ব্যাংকে টাকা জমানো
✅ কোম্পানির শেয়ার কেনা
[গ] কোম্পানিতে আবেদন করা
[ঘ] উপবৃত্তির টাকা গ্রহণ

৮২. বিও একাউন্ট কোথায় গিয়ে খুলতে হয়?
[ক] শেয়ারবাজারে
[খ] ব্যাংকে
[গ] স্টক এক্সচেঞ্জে
✅ ব্রোকার হাউজে

৮৩. পুঁজিবাজার থেকে যে অর্থায়ন ঘটে তাতে-
i. শেয়ারের ভূমিকাই মুখ্য
ii. রঙের ভূমিকাই মুখ্য
iii. স্টক এক্সচেঞ্জের ভূমিকাই মুখ্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের মূল দায়িত্ব হলো-
i. শেয়ার ক্রয়-বিক্রয় করা
ii. বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ
iii. পুঁজিবাজারের উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. পুঁজিবাজারের হাতিয়ার হলো-
i. শেয়ার সার্টিফিকেট
ii. কর্পোরেট বন্ড
iii. ট্রেজারি নোট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৮৬ ও ৮৭ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব হাবিবের অনেক দিনের স্বপ্ন ছিল শেয়ার ক্রয়-বিক্রয় করে অধিক লাভবান হবেন। বাজারে শেয়ারের দাম বাড়ছে আর বাড়ছে। তাই তিনি নিজের সব অর্থ বিনিয়োগ করলেন। কিন্তু পরবর্তীতে শেয়ারবাজারের সমস্যার কারণে নিঃস্ব হয়ে গেলেন।

৮৬. শেয়ার ক্রয় বিক্রয়কারী নাম কী?
[ক] শেয়ার ব্যাংক
[খ] বাংলাদেশ বিনিয়োগ সংস্থা
[গ] ইস্যু হাউজ
✅ স্টক এক্সচেঞ্জ

৮৭. জনাব হাবিবের অর্থ, অর্থায়নের কোন উৎসের অন্তর্গত?
✅ নিজস্ব সঞ্চয়
[খ] নিজস্ব বিনিয়োগ
[গ] NGO-এর অর্থায়ন
[ঘ] ব্যাংকের অর্থায়

৮৮. কোনটি IPO-এর পূর্ণরূপ?
[ক] Instant Public Offer
[খ] Internal Public Offer
[গ] Insurance Public Offer
✅ Initial Public Offering

৮৯. কোনটি শেয়ারবাজারের প্রাণকেন্দ্র?
[ক] প্রাথমিক বাজার
✅ মাধ্যমিক বাজার
[গ] OTC মার্কেট
[ঘ] স্পট মার্কেট

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কখন একটি শেয়ার মাধ্যমিক শেয়ারে রূপান্তরিত হয়?
[ক] বোনাস শেয়ার বিক্রি করলে
[খ] রাইট শেয়ার বিক্রি করলে
✅ প্রাথমিক শেয়ার বিক্রি করলে
[ঘ] শেয়ার লটারিতে পেলে

৯১. কোন মূল্যে প্রাইমারি শেয়ার ক্রয়-বিক্রয় হয়?
[ক] চলতি মূল্যে
[খ] বাজার মূল্যে
[গ] চাহিদা ও যোগান মূল্যে
✅ লিখিত মূল্যে

৯২. শেয়ারকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
✅ দুই ভাগে
[খ] চার ভাগে
[গ] তিন ভাগে
[ঘ] পাঁচ ভাগে

৯৩. কোন ধরনের শেয়ারের মালিকগণ একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে?
✅ অগ্রাধিকার শেয়ার
[খ] বোনাস শেয়ার
[গ] প্রাথমিক শেয়ার
[ঘ] রাইট শেয়ার

৯৪. কোন শেয়ারের ঝুঁকি অনেক কম থাকে?
✅ প্রেফারেন্স শেয়ারে
[খ] সাধারণ শেয়ারে
[গ] প্রাথমিক শেয়ারে
[ঘ] রাইট শেয়ারে

৯৫. একটি কোম্পানি পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে কোন শেয়ার ইস্যু করে?
[ক] অগ্রাধিকার শেয়ার
[খ] বোনাস শেয়ার
[গ] প্রাথমিক শেয়ার
✅ রাইট শেয়ার

৯৬. কোন শেয়ার কোম্পানির নিকট থেকে প্রাপ্ত হওয়ার পর একবার মাত্র হাত বদল হয়?
[ক] অগ্রাধিকার শেয়ার
[খ] বোনাস শেয়ার
✅ প্রাথমিক শেয়ার
[ঘ] রাইট শেয়ার

৯৭. কোন শেয়ারের মালিকরা রাইট শেয়ার ক্রয়ের সুবিধা ভোগ করে?
✅ সেকেন্ডারি শেয়ার
[খ] বোনাস শেয়ার
[গ] প্রাথমিক শেয়ার
[ঘ] রাইট শেয়ার

৯৮. কোম্পানির বর্তমান শেয়ার হোল্ডারগণ কোন শেয়ার বিনামূল্যে পেয়ে থাকে?
[ক] সেকেন্ডারি শেয়ার
✅ বোনাস শেয়ার
[গ] প্রাথমিক শেয়ার
[ঘ] রাইট শেয়ার

৯৯. কোন শেয়ার ক্রয় করার জন্য কোম্পানির নির্দিষ্ট ফরমে আবেদন করতে হয়?
[ক] সেকেন্ডারি শেয়ার
✅ প্রাইমারি শেয়ার
[গ] প্রাথমিক শেয়ার
[ঘ] রাইট শেয়ার

১০০.কোন ধরনের শেয়ারের উপর দেরিতে লভ্যাংশ পরিশোধিত হয়?
[ক] বোনাস শেয়ার
✅ বিলম্বিত শেয়ার
[গ] প্রাথমিক শেয়ার
[ঘ] রাইট শেয়ার
Share:

0 Comments:

Post a Comment