HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৯

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download. hsc sociology 2nd paper mcq guide pdf download.

সমাজবিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৯

HSC Sociology 2nd Paper
MCQ
Question and Answer pdf download

১. বর্তমানে মাদকাসক্তি কিরূপ সমস্যা হিসেবে পরিগণিত?
[ক] জাতীয়
✅ আন্তর্জাতিক
[গ] আঞ্চলিক
[ঘ] স্থানীয়

২. Unemployment-এর বাংলা প্রতিশব্দ কী?
✅ বেকারত্ব
[খ] নিরক্ষরতা
[গ] বেকার সমস্যা
[ঘ] অজ্ঞতা

৩. জঙ্গিবাদী কর্মকান্ড
✅ সমাজের আইন ও রাষ্ট্রবিরোধী
[খ] ধর্মীয় আদর্শের সমর্থক
[গ] জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ
[ঘ] ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক

৪. বাংলাদেশে যৌতুক নিরোধ আইন কত সালে পাস হয়?
✅ ১৯৮০
[খ] ১৯৯৯
[গ] ১৯৭০
[ঘ] ১৯৮৮

৫. বেকার কে?
[ক] প্রাপ্তবয়স্ক, অশিক্ষিত, কর্মে ইচ্ছুক নয়
✅ প্রাপ্তবয়স্ক, অশিক্ষিত, কর্মে ইচ্ছুক
[গ] অপ্রাপ্তবয়স্ক, শিক্ষিত, কর্মে ইচ্ছুক
[ঘ] অপ্রাপ্তবয়স্ক, দক্ষ, কর্মে ইচ্ছুক

৬. জেন্ডার বৈষম্যের প্রভাবে সমাজে-
i. নারী নির্যাতন বৃদ্ধি পায়
ii. মানবাধিকার লঙ্ঘিত হয়
iii. সামাজিক উন্নয়ন ব্যাহত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
নদীভাঙনে সর্বস্ব হারিয়ে বৃদ্ধ রহিম মিয়া স্ত্রীকে নিয়ে শহরের বস্তিতে আশ্রয় নিয়েছেন। তাদের সন্তানেরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। রহিম মিয়া রিকশা চালিয়ে কোনোমতে নিজের ও স্ত্রীর ভরণপোষণের ব্যবস্থা করতে সক্ষম হলেও অসুস্থ স্ত্রীর ঔষধপত্র ও পথ্য কিনতে পারেন না।

৭. উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যাটি হলো-
[ক] নিরক্ষরতা
[খ] স্বাস্থ্যহীনতা
✅ বার্ধক্য
[ঘ] আবাসন

৮. উষ্ণ সমস্যা হতে উত্তরণের জন্য করণীয় হলো-
i. বেকার সমস্যার সমাধান
ii. বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা
iii. প্রবীণ জনগোষ্ঠীর জন্য ভাতা প্রবর্তন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:
দশম শ্রেণির ছাত্র রুমনের স্কুলে আসা-যাওয়ার পথে এক দোকানে মাদকদ্রব্য কেনাবেচা হয়। একদিন এক মাদক বিক্রেতা কৌশলে ডেকে নিয়ে তাকে মাদক গ্রহণে বাধ্য করে। মাদকাসক্ত রুমন বর্তমানে তার পরিবার ও সমাজের জন্য অভিশাপস্বরূপ।

৯. উদ্দীপকে রুমনের মাদকাসক্তির কারণ কোনটি?
[ক] পারিবারিক বিশৃঙ্খলা
✅ মাদকের সহজলভ্যতা
[গ] মূল্যবোধের অবক্ষয়
[ঘ] অসৎ সঙ্গ

১০. মাদকাসক্তির প্রভাবে রুমন-
i. শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে
ii. মানসিক ভারসাম্য হারাতে পারে
iii. অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
মামুন ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। উৎপাদিত পোশাকের চাহিদা কমে যাওয়ায় মালিক উৎপাদন ব্যয় কমাতে শ্রমিক ছাঁটাইয়ের উদ্যোগ নেয়। এতে মামুনসহ বিপুলসংখ্যক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।

১১. উদ্দীপকে মামুনের বেকারত্বকে বলা হয়-
[ক] প্রযুক্তিজনিত বেকারত্ব
✅ আকস্মিক বেকারত্ব
[গ] বাণিজ্য চক্রজনিত বেকারত্ব
[ঘ] মৌসুমি বেকারত্ব

১২. উদ্দীপকের অনুরূপ বেকারত্বের ফলে সমাজে -
i. আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে
ii. বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে
iii. উৎপাদিত পণ্যের দাম কমতে পারে।

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
সঞ্চিতার বিয়েতে তার বাবা-মা স্বর্ণালংকার ও গৃহস্থালি সামগ্রীসহ নানান উপহারসামগ্রী প্রদান করেন। এতে শ্বশুরবাড়িতে সঞ্চিতার কদর সাময়িকভাবে বৃদ্ধি পায় বটে। কিন্তু বিপুল খরচ নির্বাহ করতে গিয়ে তার পিতা ঋণগ্রস্ত হয়ে পড়েন।

১৩. সম্বিতার বিয়েতে প্রদত্ত উপহারসামগ্রীকে বলা হয়-
[ক] কনে পণ
[খ] উপঢৌকন
✅ যৌতুক
[ঘ] সম্মানী

১৪. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি একটি সামাজিক সমস্যা। কারণ এতে-
i. সমাজের কিছু মানুষ লাভবান হয়
ii. কনের পিতামাতা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়
iii. বিদ্যমান আইনের লঙ্ঘন হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫নং প্রশ্নের উত্তর দাও:
রহমান একটি সোয়েটার গার্মেন্টসে মেশিন অপারেটরের কাজ করে। ভবন ধসের কারণে রহমানসহ অন্যান্য শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে। ফলে তাদের জীবনযাপন খুব দুর্বিষহ হয়ে পড়ে।

১৫. রহমানদের কর্মহীনতা কোন ধরনের বেকারত্ব?
[ক] প্রচ্ছন্ন
✅ আকস্মিক
[গ] প্রযুক্তিজনিত
[ঘ] মৌসুমি

১৬. বায়ু দূষণ রোধে নিম্নের কোনটির প্রভাব নেই?
[ক] যানবাহনের ব্যবহার কমাতে হবে
[খ] ইটভাটার ব্যবহার কমাতে হবে
✅ কলকারখানার সংখ্যা বৃদ্ধি করতে হবে
[ঘ] বেশি বেশি গাছ লাগাতে হবে

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৯

১৭. বর্তমানে সারা বিশ্বের কত মানুষ নিরক্ষর?
[ক] প্রায় অর্ধাংশ
[খ] প্রায় এক-তৃতীয়াংশ
[গ] প্রায় এক-পঞ্চমাংশ
✅ প্রায় এক-চতুর্থাংশ

১৮. কাম্য জনসংখ্যা তত্ত্ব হলো-
✅ সম্পদের অনুপাতে জনসংখ্যা
[খ] আয়তনের অনুপাতে জনসংখ্যা
[গ] খাদ্য অনুপাতে জনসংখ্যা
[ঘ] জনসংখ্যার তুলনায় সম্পদ বেশি

১৯. মৌসুমি বেকারত্ব বলতে বোঝায়-
✅ ঋতু পরিবর্তনের ফলে বেকারত্ব
[খ] বন্যার কারণে বেকারত্ব
[গ] খড়ার কারণে বেকারত্ব
[ঘ] ঘূর্ণিঝড়ের কারণে বেকারত্ব

২০. নারী-পুরুষের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে কীভাবে?
[ক] প্রাকৃতিক পার্থক্যের কারণে
✅ সমাজ সৃষ্ট পার্থক্যের কারণে
[গ] দৈহিক পার্থক্যের কারণে
[ঘ] মানসিক পার্থক্যের কারণে

২১. জঙ্গিদের ভুল পথে পরিচালনার জন্য দায়ী কোনটি?
[ক] ধর্মীয় ফতোয়া
[খ] ধর্মীয় ঐতিহ্য
✅ ধর্মের অপব্যাখ্যা
[ঘ] ধর্মান্ধতা

২২. নারীর সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝায়?
[ক] যা রাষ্ট্র নারীকে প্রদান করে
✅ যা সমাজ নারীকে দিয়ে থাকে
[গ] আইনের মাধ্যমে সংরক্ষিত হয়
[ঘ] যা পরিবার নারীর জন্য নিশ্চিত করে

২৩. যৌন নিপীড়ন প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কোন শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে?
[ক] বাস্তবধর্মী
✅ নৈতিক
[গ] ধর্মীয়
[ঘ] কারিগর

২৪. পানি দূষণের প্রধান ও বৃহত্তর কারণ কোনটি?
✅ কল কারখানার বর্জ্য পদার্থ
[খ] গৃহস্থালি ও পয়ঃবর্জ্য পদার্থ
[গ] সামুদ্রিক নৌযানের তেল নিঃসরণ
[ঘ] কীটনাশক ও সার প্রয়োগ

২৫. বাংলাদেশে নারীর অবস্থা কীরূপ?
✅ নিম্ন সামাজিক মর্যাদা
[খ] উচ্চ সামাজিক মর্যাদা
[গ] কোনো মর্যাদা নেই
[ঘ] পুরুষের সমান মর্যাদা

২৬. পাত্রপক্ষ বিবাহের সময় যে উপহার দাবি করে তা কী হিসেবে স্বীকৃত?
[ক] দেনমোহর
[খ] উপহার
✅ যৌতুক
[ঘ] পণ

২৭. যৌতুক নিরোধ আইন ১৯৮০ অনুযায়ী যৌতুক গ্রহণের শাস্তি কত বছর?
✅ এক
[খ] দুই
[গ] চার
[ঘ] ছয়

২৮. 'An Essay on the Principle of Population' গ্রন্থটির রচয়িতা কে?
[ক] অগবার্ন
[খ] উইলোবি
✅ ম্যালথাস
[ঘ] পিবি হর্টন

২৯. জেন্ডার বৈষম্যের সর্বশেষ পরিণত কি?
[ক] নারীর একা থাকার ইচ্ছা
[খ] নারীর তালাক গ্রহণ
[গ] নারীর নির্ভরশীল হওয়ার ইচ্ছা
✅ নারীর আত্মহত্যা

৩০. জেন্ডার বৈষম্যের অন্যতম কারণ হলো-
✅ কুসংস্কার
[খ] দুর্বলতা
[গ] পর্দাপ্রথা
[ঘ] অসচেতনতা

৩১. মাটি দূষণের মাত্রাকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে কোনটি?
✅ বর্জ্য পদার্থ
[খ] রাসায়নিক সার
[গ] পলিথিন
[ঘ] লবণাক্ত পানি

৩২. বাংলাদেশে কয় ধরনের যৌতুক প্রচলিত আছে?
[ক] এক
✅ দুই
[গ] চার
[ঘ] ছয়

৩৩. মূল্যবোধের অবক্ষয় রোধ করতে কোনটি বেশি প্রয়োজন?
[ক] সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি
✅ শিক্ষিত যুবসমাজ
[গ] ধর্মীয় গোঁড়ামি দূর
[ঘ] প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীবাহিনী

৩৪. বর্তমানে বাংলাদেশের এক নম্বর সামাজিক সমস্যা কোনটি?
[ক] বেকারত্ব
[খ] নারী নির্যাতন
✅ জনসংখ্যা সমস্যা
[ঘ] নারী নির্যাতন

৩৫. আনিস ভালো ড্রাইভিং জানে। সে তার যোগ্যতা অনুযায়ী কোন কাজ পাচ্ছে না। তাকে কী বলা হবে?
✅ বেকার
[খ] অভাব
[গ] হতাশ
[ঘ] দরিদ্র

৩৬. দরিদ্র আনিস বিয়ের সময় যৌতুক দাবি করে। সে ব্যবসায় করতে চায়। আনিসের যৌতুক চাওয়ার কারণ কোনটি?
[ক] উচ্চাভিলাষ
[খ] প্ররোচনা
✅ অর্থনৈতিক দুরবস্থা
[ঘ] শখ

৩৭. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রাকৃতিক কারণ কোনটি?
[ক] বাল্যবিবাহ ও বহুবিবাহ
✅ উচ্চ প্রজনন ক্ষমতা
[গ] খাদ্যাভ্যাস
[ঘ] কৃষি জমির উর্বরতা

৩৮. বাংলাদেশে নারীরা জেন্ডার বৈষম্যের কারনে পিছিয়ে পড়ছে কোন ক্ষেত্রে?
[ক] বিবাহের ক্ষেত্রে
✅ অর্থনৈতিক ক্ষেত্রে
[গ] সাংস্কৃতিক ক্ষেত্রে
[ঘ] রাজনৈতিক ক্ষেত্রে

৩৯. বর্তমান বিশ্বে জঙ্গিবাদকে কী হিসেবে চিহ্নিত করা হয়েছে?
[ক] রাজনৈতিক সমস্যা
✅ সামাজিক সমস্যা
[গ] ধর্মীয় সমস্যা
[ঘ] সামরিক সমস্যা

৪০.পরিবেশ তার নিজস্বতা হারিয়ে ফেলেছে কেন?
✅ ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগের ফলে
[খ] গ্রিন হাউজ এফেক্টের কারণে
[গ] প্রাকৃতিক স্বাভাবিক নিয়মের কারণে
[ঘ] মানুষের নিষ্ঠুর ব্যবহারের জন্য

৪১. ‘ছোট পরিবার সুখি পরিবার' কোন সমস্যার শ্লোগান?
[ক] নিরক্ষরতা
[খ] মাদকাসক্তি
[গ] বেকারত্ব
✅ জনসংখ্যা

৪২. যৌন নিপীড়নের শিকার নারীরা সব সময় কেমন থাকে?
[ক] অসুখী থাকে
[খ] খিটখিটে মেজাজের হয়
✅ হীনমন্যতায় ভোগে
[ঘ] কঠোর হয়

৪৩. পানি দূষণের প্রধান কারণ-
✅ শিল্প বর্জ্য
[খ] নর্দমার আবর্জনা
[গ] কীটনাশক দ্রব্য
[ঘ] তেজস্ক্রিয় পদার্থ

৪৪. মৌসুমী বেকারত্ব হচ্ছে-
[ক] প্রাকৃতিক দুর্যোগের কারণে বেকারত্ব
✅ ঋতু পরিবর্তনের কারণে বেকারত্ব
[গ] বন্যার কারণে বেকারত্ব
[ঘ] খরার কারণে বেকারত্ব

৪৫. নারীর সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝায়?
[ক] যা রাষ্ট্র নারীকে প্রদান করে
✅ যা সমাজ নারীকে দিয়ে থাকে
[গ] আইনের মাধ্যমে সংরক্ষিত হয়
[ঘ] যা পরিবার নারীর জন্য নিশ্চিত করে

৪৬. জাতিসংঘের কোন সময়ের মানবাধিকার ঘোষণার সাক্ষরতাকে মৌলিক অধিকার হিসেবে ধরা হয়েছিল?
[ক] ১৯৪৬ সালের ১৮ ডিসেম্বর
✅ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর
[গ] ১৯৫২ সালের ৮ ডিসেম্বর
[ঘ] ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর

৪৭. যৌতুক প্রথা নিরসনের উপায় কী?
[ক] ধনসম্পদ বৃদ্ধি
[খ] রাজনৈতিক প্রসার
✅ শিক্ষা বিস্তার
[ঘ] পুলিশ শাসন

৪৮. আমাদের সমাজে যৌতুক-
✅ আত্মঘাতী রীতিতে পরিণত হয়েছে
[খ] অত্যাবশ্যকীয় রীতিতে পরিণত হয়েছে
[গ] স্বীকৃতি পেয়েছে
[ঘ] সামাজিক মর্যাদাকে ত্বরান্বিত করেছে

৪৯. জীবজগতের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
[ক] মাটি
[খ] গাছপালা
[গ] বাসস্থান
✅ বাতাস

৫০. জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশের যে অঞ্চলে খরা বাড়বে-
[ক] দক্ষিনাঞ্চল ও উত্তরাঞ্চল
✅ পশ্চিমাঞ্চল ও দক্ষিণঞ্চল
[গ] উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল
[ঘ] পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল

৫১. যে কোনো দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে-
[ক] শিক্ষিত জনগণ
✅ জনসংখ্যার আধিক্য
[গ] অনুন্নত যাতায়াত ব্যবস্থা
[ঘ] অসচেতনতা

৫২. বর্তমান সমাজে কাদের মধ্যে ভেদাভেদ অনেক?
[ক] ডাক্তার রোগীর
[খ] ছাত্র শিক্ষকের
✅ নারী পুরুষের
[ঘ] শিশু কিশোরের

৫৩. কোনটি আমাদের সমাজে কুপ্রথা?
[ক] দেনমোহর
[খ] উপহার
✅ যৌতুক
[ঘ] পণ

৫৪. পানি দূষণের ক্ষেত্রে এক আতঙ্কের নাম কি?
[ক] পয়ঃবর্জ্য পদার্থ
✅ আর্সেনিক
[গ] মৃত প্রাণী
[ঘ] কীট নাশক

৫৫. কোন বিষয়টি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে?
[ক] অর্থনৈতিক সমৃদ্ধি
[খ] পেশার বৈচিত্র
✅ শিক্ষা
[ঘ] রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ

৫৬. দক্ষ মানব সম্পদ তৈরি করে কোনটি হ্রাস করা সম্ভব?
[ক] জনশক্তি আমদানি
✅ বেকারত্ব
[গ] সন্ত্রাস
[ঘ] জনশক্তি রপ্তানি

৫৭. কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরু হয় কত সালে?
[ক] ১৯৭২
✅ ১৯৭৪
[গ] ১৯৭৫
[ঘ] ১৯৭৬

৫৮. জেন্ডার বৈষম্যের অন্যতম কারণ হলো-
✅ কুসংস্কার
[খ] দুর্বলতা
[গ] পর্দাপ্রথা
[ঘ] অসচেতনতা

৫৯. বাংলাদেশের সংবিধানে কোন ধরনের শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে?
[ক] প্রাথমিক
[খ] সার্বজনীন
✅ বাধ্যতামূলক
[ঘ] বৃত্তিমূলক

৬০. জনসংখ্যার যৌক্তিক বণ্টন প্রয়োজনীয় কেন?
[ক] উন্নয়ন অব্যাহত রাখতে
[খ] পরিবেশ ঠিক রাখার জন্য
✅ জনসংখ্যা সমস্যার সমাধানে
[ঘ] প্রশাসনিক প্রয়োজনে

৬১. কখন সামাজিক সমস্যা দেখা দেয়?
✅ আদর্শের সঙ্গে বাস্তবতার সংঘাত সৃষ্টি হলে
[খ] বিনিয়োগ বৃদ্ধি পেলে
[গ] রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করলে
[ঘ] শিক্ষার সম্প্রসারণ ঘটলে

৬২. কোনটি সমাজের স্বাভাবিক ধর্ম?
[ক] অপরিবর্তনীয়তা
✅ পরিবর্তনশীলতা
[গ] স্থিরতা
[ঘ] সামঞ্জস্যতা

৬৩. শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে বৃদ্ধি পায়-
[ক] বিবাহ বিচ্ছেদ
[খ] পারিবারিক ভাঙন
✅ স্থানান্তর
[ঘ] বিনোদনের সুবিধা

৬৪. শিল্প কারখানা Log off ঘোষণা করা হয় কেন?
[ক] প্রযুক্তির অভাবে
✅ শ্রমিকের অভাবে
[গ] কাঁচামালের অভাবে
[ঘ] যন্ত্রপাতির অভাবে

৬৫. ক্যাটারিনা, নারগিস, মহাসেন এগুলো কীসের নাম?
[ক] ভূমিকম্প
[খ] জলোচ্ছ্বাস
✅ ঘূর্ণিঝড়
[ঘ] বন্যা

৬৬. বার্ধক্য শব্দের ইংরেজি কী?
[ক] Old
✅ Againg
[গ] Child
[ঘ] Age

৬৭. 'বন্যেরা বনে সুন্দর, নারীরা গৃহকোণে এ ধারণা সমাজের কোন দিকটিকে তুলে ধরে?
[ক] কর্মজীবী নারীর সমস্যা
[খ] সামাজিক সমস্যা
[গ] যৌন নিপীড়ন
✅ জেন্ডার বৈষম্য

৬৮. বাংলাদেশে কোনটির হার সন্তোষজনক নয়?
[ক] নারীর
[খ] পুরুষের
[গ] উন্নয়নের
✅ স্বাক্ষরতার

৬৯. জীবনযাত্রার মান নিম্ন হওয়ার ফলে মানুষের কোন ধরনের অভাব দেখা দেয়?
[ক] রাজনৈতিক নিরাপত্তা
✅ অর্থনৈতিক নিরাপত্তা
[গ] সামাজিক নিরাপত্তা
[ঘ] নৈতিক নিরাপত্তা

৭০. ম্যালথাসের মতে জনসংখ্যা কী হারে বাড়ে?
✅ জ্যামিতিক হারে
[খ] সমানুপাতিক
[গ] গাণিতিক হারে
[ঘ] ব্যস্তনুপাতিক হারে

৭১. বর্তমানে দেশের বিভিন্ন নগরে কোনটি অতি দ্রুত গতিতে বেড়ে চলেছে?
[ক] শিল্প প্রতিষ্ঠান
[খ] পুঁজিবাদের বিকাশ
✅ জনসংখ্যা
[ঘ] বিশ্বায়ন

৭২. আখের ঋতু ব্যতীত অন্যান্য সময়ে চিনিকলের অনেক শ্রমিকই বেকার হয়ে পড়ে। এ বেকারত্ব নিচের কোনটিকে নির্দেশ করে?
✅ মৌসুমী বেকারত্ব
[খ] আকস্মিক বেকারত্ব
[গ] প্রচ্ছন্ন বেকারত্ব
[ঘ] প্রযুক্তিগত বেকারত্ব

৭৩. বর্তমানে বাংলাদেশে মাদকসেবীর সংখ্যা কত?
[ক] প্রায় ১০ লক্ষ
✅ প্রায় ২০ লক্ষ
[গ] প্রায় ১৫ লক্ষ
[ঘ] প্রায় ২৫ লক্ষ

৭৪. ইভটিজিং-এর বাংলা প্রতিশব্দ কী?
[ক] অবাধ যৌনাচার
[খ] যৌন নিবারণ
✅ যৌন নিপীড়ন
[ঘ] যৌন কামনা

৭৫. নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়েছে কখন?
[ক] ২০০০ সালে
[খ] ২০০১ সালে
[গ] ২০০২ সালে
✅ ২০০৩ সালে

৭৬. সমাজে অবহেলিত হিসেবে দেখা যায় কাদের?
[ক] পুরুষকে
✅ নারীকে
[গ] শিশুকে
[ঘ] কৃষককে

৭৭. সমাজ থেকে কাদের মূলোৎপাটন করা সময়ের দাবি?
[ক] আদর্শবাদের
✅ জঙ্গিবাদের
[গ] বর্ণবাদের
[ঘ] স্থিতিশীলতার

৭৮. Militant' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে?
✅ Militere
[খ] Militent
[গ] Militare
[ঘ] Militarent

৭৯. জঙ্গীবাদ সমাজকে কোন দিকে নিয়ে যায়?
[ক] সামনের দিকে
[খ] উন্নতির দিকে
[গ] শৃঙ্খলার দিকে
✅ পেছনের দিকে

৮০. নারী ও পুরুষের কোন সম্পর্ককে বোঝানোর জন্য জেন্ডার শব্দটি ব্যবহার করা হয়?
✅ সামাজিক সম্পর্ক
[খ] পারস্পরিক সম্পর্ক
[গ] শারীরিক সম্পর্ক
[ঘ] নির্ভরশীলতার সম্পর্ক

৮১. কামরাব গ্রামের মোস্তার মিয়া মর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং আর্থিকভাবে স্বচ্ছল। এতদসত্ত্বেও তিনি ছেলের বিয়ের সময় যৌতুক দাবি করেন। কোন কারণে মোস্তার মিয়া যৌতুক দাবি করেন?
[ক] শখ
[খ] অর্থনৈতিক দুরাবস্থ
✅ উচ্চাভিলাস
[ঘ] প্ররোচনা

৮২. যৌতুক প্রথা নিরসনের উপায় কী?
[ক] ধন সম্পদ
✅ শিক্ষা বিস্তার
[গ] পুরুষ শাসিত শাসন
[ঘ] পুলিশি শাসন

৮৩. বায়ু দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় কারা?
[ক] মহিলারা
[খ] বৃদ্ধরা
✅ শিশুরা
[ঘ] রোগীরা

৮৪. কোন সমস্যা দ্বারা কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে?
[ক] বেকারত্ব
✅ জলবায়ু পরিবর্তন
[গ] নিরক্ষরতা
[ঘ] মাকদাসক্তি

৮৫. বাংলাদেশে সিডর আঘাত হেনেছিল কত সালে?
[ক] ২০০০ সালে
[খ] ২০০১ সালে
[গ] ২০০২ সালে
✅ ২০০৭ সালে

৮৬. এদেশের শিশুদের একটি উল্লেখযোগ্য অংশ কত বছরের মধ্যে মারা যায়?
✅ পাঁচ বছরের
[খ] ছয় বছরের
[গ] সাত বছরের
[ঘ] আট বছরের

৮৭. 'The Sociology of Social Problems' গ্রন্থটির লেখক কে?
[ক] Frank Adam
✅ Horton and Leslie
[গ] Phelps
[ঘ] Adam

৮৮. প্রকৃতপক্ষে বাংলাদেশের সমাজে পিতামাতার কাছে পুত্র সন্তান কী হিসেবে বিবেচিত?
✅ সম্পদ
[খ] আর্শীবাদ
[গ] কল্যাণকামী
[ঘ] বোঝা

৮৯. কৃষি জমি কমে যাওয়ার ফলে কোনটি ব্যাহত হচ্ছে?
[ক] সার উৎপাদন
[খ] শাক সবজি উৎপাদন
✅ খাদ্য উৎপাদন
[ঘ] ভূমি উৎপাদন

৯০. মানব সমাজকে গতিশীল ও সচল রাখে কী?
[ক] সামাজিক সুবিধা
[খ] সামাজিক মূল্যবোধ
[গ] সামাজিক স্থিতিশীলতা
✅ সামাজিক সমস্যা

৯১. জেন্ডার বৈষম্যের প্রভাবে-
i. অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে
ii. সামাজিক গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে
iii. সামাজিক সমস্যা তৈরি হচ্ছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. বায়ু দূষণের প্রভাবে-
i. সামাজিক সমস্যা তেরি হয়
ii. শ্বাস-প্রশ্বাসে সমস্যা তৈরি হয়
iii. ফুসফুসের ক্যান্সার হতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৩. রহিমা একক অশিক্ষিত মহিলা। সে প্রতি বছরই একটি করে সন্তান জন্ম দিচ্ছে। তার এ কাজ প্রভাব ফেলছে-
i. জনসংখ্যাবৃদ্ধিতে
ii. দারিদ্র্য সৃষ্টিতে
iii. বেকারত্ব সৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৪. কুটির শিল্পের উন্নয়নের ফলাফল হিসেবে চিহ্নিত করা যায়-
i. ছদ্ম বেকারত্বের চাপ হ্রাস
ii. কৃষির উন্নয়ন
iii. বৈদেশিক মুদ্রা অর্জন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. বাংলাদেশে বার্ধক্য সমস্যা দিন দিন বেড়ে চলার যৌক্তিক কারণ হচ্ছে-
i. শিল্পায়ন
ii. ধর্মীয় মূল্যবোধের অভাব
iii. সামাজিক অস্থিতিশীলতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৬. বায়ু দূষণের প্রভাব বিশ্লেষণে পরিলক্ষিত হয়-
i. এসিড বৃষ্টি হওয়া
ii. মারাত্মক রোগের প্রকোপ বাড়া
iii. শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যবহৃত হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৭. জনসংখ্যা বৃদ্ধির ফলে-
i. মাটি দূষণ বাড়ে
ii. পানি দূষণ বাড়ে
iii. জলবায়ুতে প্রভাব পড়ে না

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৮. রহিমা একজন নিরক্ষর মহিলা। সে প্রতিবছরই একটি করে সন্তান জন্ম দিচ্ছে। তার এ কাজ প্রভাব ফেলছে-
i. জনসংখ্যা বৃদ্ধিতে
ii. দারিদ্র্য সৃষ্টিতে
iii. বেকারত্ব সৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অন্যতম প্রভাব হচ্ছে-
i. ধর্মীয় উদারতা
ii. বিশ্বায়ন
iii. এনজিও কর্মকা-

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০০. বাংলাদেশের জনসংখ্যা সমস্যার প্রতিকার করা সম্ভব-
i. জীবনযাত্রার মান উন্নয়ন করে
ii. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে
iii. জনসংখ্যার যৌক্তিক বণ্টন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment