HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download. hsc sociology 2nd paper mcq guide pdf download.

সমাজবিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫

HSC Sociology 2nd Paper
MCQ
Question and Answer pdf download

১. 'অপারেশন সার্চ লাইট' হলো-
[ক] নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
✅ নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
[গ] পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
[ঘ] বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?
[ক] ১৯১৬ সাল
[খ] ১৯১৮ সাল
✅ ১৯২০ সাল
[ঘ] ১৯২৩ সাল

৩. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?
[ক] ১৬৭
[খ] ১৮৮
[গ] ২৭৮
✅ ২৯৮

৪. বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কোনটিকে?
[ক] একুশ দফা
[খ] এগার দফা
✅ ছয় দফা
[ঘ] সাতই মার্চের ভাষণ

৫. দ্বি জাতি তত্ত্বের মূলভাব হলো-
[ক] হিন্দু ও মুসলিমদের জন্য একটি রাষ্ট্র হবে
✅ হিন্দু ও মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হবে
[গ] সকল জাতির জন্য ভিন্ন ভিন্ন রাষ্ট্র হবে
[ঘ] সকল জাতির জন্য একটি রাষ্ট্র হবে

৬. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে কারা বিজয়ী হয়?
[ক] আওয়ামী লীগ
[খ] মুসলিম লীগ
[গ] কংগ্রেস
✅ যুক্তফ্রন্ট

৭. কত সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়?
[ক] ১৯১৬ সাল
[খ] ১৯১৮ সাল
✅ ১৯৬৯ সাল
[ঘ] ১৯২৩ সাল

৮. ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য কতটি আসন ছিল?
[ক] ১৬৭
[খ] ১৮৮
[গ] ২৭৮
✅ ১৬৯

৯. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বঙ্গবন্ধুর ভূমিকা-
i. ভাষা আন্দোলনে নেতৃত্ব দান
ii. বাঙালির বাঁচার দাবি ছয়-দফা কর্মসূচি ঘোষণা
iii. দ্বি-জাতিভিত্তিক আন্দোলনে নেতৃত্ব দান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
রুবায়েতের মামা মনি সাহেব একটি ঐতিহাসিক ভাষণের প্রত্যক্ষদর্শী। ৭০ এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মবিন সাহেব গর্ব করে বললেন, বাংলার অবিসংবাদিত নেতার প্রদত্ত সেই ভাষণকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ বলা হয় এটিকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণাপত্রও বলা হয়।

১০. উদ্দীপকে বাংলাদেশের ইতিহাসের কোন ভাষণের কথা বলা হয়েছে?
[ক] ১৯৪৮ সালে কার্জন হলে জিন্নাহ প্রদত্ত ভাষণ
✅ ১৯৭১ সালে বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণ
[গ] কাগমারীতে প্রদত্ত মওলানা ভাসানীর ভাষণ
[ঘ] ছয়দফা উত্থাপনকালে বাবলু প্রদত্ত ভাষণ

১১. উক্ত ভাষণকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণা বলা হয়, কারণ-
i. এতে পাকিস্তান রাষ্ট্রকে অস্বীকার করা হয়
ii. এটি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়
iii. এতে ঘরে ঘরে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে বলা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iiiঙ
[ঘ] i, ii ও iii

১২. কত সালে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়?
[ক] ১৯১৬ সাল
[খ] ১৯১৮ সাল
✅ ১৯৪৮ সাল
[ঘ] ১৯২৩ সাল

১৩. পাকিস্তানিরা পূর্ব বাংলার সংস্কৃতির ওপর আঘাত হেনেছিল কেন?
[ক] বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করতে
[খ] উর্দু ভাষাকে প্রাধান্য দিতে
✅ বাঙালিকে দমিয়ে রাখতে
[ঘ] বিশ্ব জনমতের চাপে পড়ে

১৪. চৈতির বাবা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালে একটি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। চৈতির বাবা কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন?
✅ ভাষা আন্দোলন
[খ] ৬ দফা আন্দোলন
[গ] শিক্ষা আন্দোলন
[ঘ] ৬৯-এর গণআন্দোলন

১৫. ১৯৭০ সালের কত তারিখে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়?
[ক] ৫ ডিসেম্বর
[খ] ২২ ডিসেম্বর
✅ ৭ ডিসেম্বর
[ঘ] ২৭ ডিসেম্বর

১৬. উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয় কবে?
✅ ১৯৪৭ সালের ডিসেম্বর
[খ] ১৯৪৮ সালের ডিসেম্বর
[গ] ১৯৪৮ সালের জানুয়ারি
[ঘ] ১৯৪৮ সালের ফেব্রুয়ারি

১৭. বর্তমান বিশ্বের কয়টি দেশে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে?
[ক] ১৬৭
[খ] ১৪৮
[গ] ২৭৮
✅ ১৮৮

১৮. পূর্বপাকিস্তানে বৈদেশিক সাহায্যের শতকরা হার কত ছিল?
[ক] ১০%
[খ] ১৫%
✅ ২০%
[ঘ] ২৫%

১৯. কোনটি পাকিস্তানী শাসনের ভিতকে দুর্বল করে দেয়?
[ক] ভাষা আন্দোলন
✅ ৬ দফা আন্দোলন
[গ] শিক্ষা আন্দোলন
[ঘ] ৬৯-এর গণআন্দোলন

২০. ছয় দফার মূল উদ্দেশ্য কী ছিল?
[ক] একটি প্রদেশ গঠন
[খ] একটি সার্বভৌম রাষ্ট্র গঠন
✅ একটি স্বাতন্ত্র্য স্বায়ত্তশাসিত অঞ্চল
[ঘ] একটি যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন

২১. ১৯৫৪ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কোন মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন?
[ক] অর্থমন্ত্রীর
[খ] পররাষ্ট্রমন্ত্রীর
[গ] শিক্ষামন্ত্রীর
✅ কৃষিমন্ত্রীর

২২. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উত্থাপন করেন?
[ক] ৫টি
[খ] ৬টি
✅ ৪টি
[ঘ] ৭টি

২৩. 'আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। এদেশের মানুষের অধিকার চাই'-উক্তিটি কার?
[ক] এ. কে. ফজলুল হক
[খ] মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৪. শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
[ক] ১৯১৬ সাল
[খ] ১৯১৮ সাল
✅ ১৯৬৯ সাল
[ঘ] ১৯২৩ সাল

২৫. তমদ্দুন মজলিশ কর্তৃক গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কে ছিলেন?
[ক] এ. কে. ফজলুল হক
[খ] মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
✅ অধ্যাপক আবুল কাশেম

২৬. ভাষা আন্দোলনের অন্যতম তাৎপর্য কোনটি?
✅ বাঙালি জাতীয়তাবাদের প্রেরণা
[খ] বাঙালির স্বাধীনতার অর্জন
[গ] বাঙালির অর্থনৈতিক মুক্তি
[ঘ] বাঙালির সামরিক মুক্তি

২৭. ভাষা আন্দোলনের প্রয়োজন হয় কেন?
[ক] পশ্চিম পাকিস্তানের জনগণের ভোটাধিকার আদায়ের জন্য
[খ] পূর্ব পাকিস্তানের জনগণের ভোটাধিকার আদায়ের জন্য
[গ] পশ্চিম পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য
✅ পূর্ব পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য

২৮. আইয়ুব খান কোন ধরনের গণতন্ত্রের কথা বলেন?
✅ মৌলিক
[খ] প্রজাতান্ত্রিক
গ গণতান্ত্রিক
[ঘ] পশ্চিমা গণতন্ত্র

২৯. বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নাম কী ছিল?
[ক] পাকিস্তান আওয়ামী লীগ
[খ] পূর্ব-বাংলা আধ
✅ আওয়ামী মুসলিম লীগ
[ঘ] পাক-বাংলা আওয়ামী লীগ

৩০. পাকিস্তানের সংবিধান হবে যুক্তরাষ্ট্রীয় এবং সরকার হবে পার্লামেন্টেরি- এ প্রস্তাবটি ছিল-
✅ ছয়দফা আন্দোলনের একটি দফা
[খ] লাহোর প্রস্তাবের অন্যতম দফা
[গ] পাকিস্তানের সংবিধানের একটি ধারা
[ঘ] ভাষা আন্দোলনের অন্যতম দাবি

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

৩১. বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন কত তারিখে?
[ক] ৩রা মার্চ
[খ] ৪ঠা মার্চ
✅ ৭ই মার্চ
[ঘ] ১১ই মার্চ

৩২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন-
[ক] এ. কে. ফজলুল হক
[খ] মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
✅ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান

৩৩. ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল কী?
[ক] আওয়ামী লীগ জয়লাভ করে
✅ যুক্তফ্রন্ট জয়লাভ করে
[গ] কংগ্রেস জয়ী হয়
[ঘ] মুসলিম লীগ জয়লাভ করে

৩৪. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে?
[ক] ৫০ হাজার
[খ] ৬৩ হাজার
[গ] ৬০ হাজার
✅ ৯৩ হাজার

৩৫. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
[ক] ১৬৭
[খ] ১৮৮
[গ] ২৭৮
✅ ২২৩

৩৬. 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' এর তৎপরতায় কখন প্রাদেশিক সরকারের কাছে বাংলাভাষা ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়?
✅ ১৯৪৮ সালের এপ্রিল মাসে
[খ] ১৯৪৮ সালের ডিসেম্বর মাসে
[গ] ১৯৪৯ সালের ফেব্রুয়ারি মাসে
[ঘ] ১৯৪৯ সালের এপ্রিল মাসে

৩৭. পূর্ব পাকিস্তানের কত শতাংশ মানুষ উর্দুতে কথা বলত?
✅ ০.০২%
[খ] ৫৪%
[গ] ৪৪%
[ঘ] ৯৮.৭%

৩৮. বরুণের দাদা বরুণকে বললেন যে, বাংলাদেশ সৃষ্টির পূর্বে একটি নির্বাচন হয়েছিল সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ। বরুণ কোন নির্বাচন সম্পর্কে জানতে পেল?
[ক] ১৯৬৭ এর নির্বাচন
[খ] ১৯৬৯ এর নির্বাচন
[গ] ১৯৬৮ এর নির্বাচন
✅ ১৯৭০ এর নির্বাচন

৩৯. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইস্যু কী ছিল?
[ক] এগারো দফা দাবি
✅ ছয় দফা দাবি
[গ] একুশ দফা দাবি
[ঘ] '৬৯ এর গণঅভ্যূত্থান

৪০. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে কার পতন হয়?
✅ আইয়ুব খানের
[খ] লিয়াকত আলী খানের
[গ] ইয়াহিয়া খানের
[ঘ] খাজা নাজিম উদ্দীন

৪১. ঐতিহাসিক ছয় দফা কর্মসূচির ৬নং দফায় কোন বাহিনী গঠনের কথা বলা হয়েছে?
[ক] সেনাবাহিনী
[খ] নৌবাহিনী
✅ মিলিশিয়া বাহিনী
[ঘ] বিমান বাহিনী

৪২. কার নির্দেশে অপারেশন সার্চলাইট শুরু হয়?
[ক] এ. কে. ফজলুল হক
[খ] আইয়ুব খান
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
✅ ইয়াহিয়া খান

৪৩. কোন আন্দোলনকে জোরদার করার জন্য 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠন করা হয়।
[ক] এগারো দফা দাবি
✅ ভাষা আন্দোলন
[গ] একুশ দফা দাবি
[ঘ] '৬৯ এর গণঅভ্যূত্থান

৪৪. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গের শোভাযাত্রায় কারা প্রথম সারিতে ছিল?
[ক] ছাত্র নেতৃবৃন্দ
[খ] রাজনৈতিক নেতৃবৃন্দ
[গ] ব্যবসায়ী শেণি
✅ মেয়েরা

৪৫. পাকিস্তান সৃষ্টির পর কোথায় রাজধানী নির্বাচন করা হয়?
[ক] লাহোর
✅ করাচি
[গ] ঢাকা
[ঘ] পাঞ্জাব

৪৬. কাকে আহবায়ক করে 'ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়েছিল?
[ক] গোলাম মাহবুব
[খ] অলি আহাদ
✅ আব্দুল মতিন
[ঘ] শামসুল হক

৪৭. পাকিস্তানের কোন সম্মেলনে উর্দুকে রাষ্ট্র ভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয়?
[ক] ভাষা সম্মেলনে
[খ] সংসদ অধিবেশনে
[গ] ইসলামী সম্মেলনে
✅ শিক্ষা সম্মেলনে

৪৮. ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্যের বহুমুখী কারণ কী?
✅ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং এর প্রত্যক্ষ
দল
[খ] আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পাওয়া
[গ] বাঙালি জাতির চরম ত্যাগ ও অসম সাহসিকতা প্রকাশ
[ঘ] সমস্ত জাতি দেশ গড়ায় অংশগ্রহণ করে

৪৯. ব্রিটিশ আমলে ভারতবর্ষের রাষ্ট্রভাষা কী ছিল?
[ক] হিন্দি
✅ ইংরেজি
[গ] উর্দু
[ঘ] সংস্কৃত

৫০. ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয়?
[ক] ১৯১৬ সাল
[খ] ১৯১৮ সাল
✅ ১৯৪০ সাল
[ঘ] ১৯২৩ সাল

৫১. পাকিস্তান সৃষ্টির পর পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বেশি বৈষম্য পরিলক্ষিত হয়-
✅ মিলিটারি সার্ভিসে
[খ] ফরেন সার্ভিসে
[গ] পুলিশ সার্ভিসে
[ঘ] সিভিল সার্ভিসে

৫২. কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দলকে 'বিচ্ছিন্নতাবাদী' বলে অভিহিত করেন?
[ক] এ. কে. ফজলুল হক
✅ আইয়ুব খান
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[ঘ] ইয়াহিয়া খান

৫৩. ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল কী ছিল?
[ক] মুসলিম লীগ জয়লাভ করে
[খ] যুক্তফ্রন্ট পরাজিত হয়
✅ যুক্তফ্রন্ট জয়লাভ করে
[ঘ] কংগ্রেস

৫৪. কোনটি ছিল বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতীক?
[ক] ১১ দফা
✅ ৬ দফা
[গ] ২১ দফা
[ঘ] ১৪ দফা

৫৫. পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
[ক] এ. কে. ফজলুল হক
✅ লিয়াকত আলী খান
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[ঘ] ইয়াহিয়া খান

৫৬. ৬ দফা ঘোষণা দেওয়ায় কাকে গ্রেফতার করা হয়?
[ক] এ. কে. ফজলুল হক
[খ] মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
✅ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান

৫৭. ভাষা আন্দোলনের সূচনা হয় কেন?
✅ পূর্ব বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে
[খ] পশ্চিম পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে
[গ] পূর্ব বাংলার জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে
[ঘ] পশ্চিম পাকিস্তানের জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে

৫৮. ১৯৪০ সালের লাহোর প্রস্তাব কোন আন্দোলনের ভিত্তি ছিল?
✅ ভাষা সম্মেলন
[খ] সংসদ অধিবেশন
[গ] ইসলামী সম্মেলন
[ঘ] শিক্ষা সম্মেলন

৫৯. ১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্ট ভারতবর্ষ বিভক্ত হয়ে কয়টি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে?
[ক] তিনটি
✅ দুটি
[গ] চারটি
[ঘ] ছয়টি

৬০. করাচিতে কখন শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়?
✅ ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে
[খ] ১৯৪৮ সালের ডিসেম্বর মাসে
[গ] ১৯৪৯ সালের ডিসেম্বর মাসে
[ঘ] ১৯৫০ সালের ডিসেম্বর মাসে

৬১. পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কাকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করেন?
✅ ধীরেন্দ্র নাথ দত্তকে
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে
[ঘ] সৈয়দ নজরুল ইসলামকে

৬২. পাকিস্তান গণপরিষদের কোন অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উপেক্ষিত হয়?
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
✅ চতুর্থ

৬৩. ১৯৪৮ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয় কেন?
✅ ধীরেন্দ্র নাথ দত্তকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করার কারণে
[খ] শেখ মুজিবুর রহমানকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করার কারণে
[গ] শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার কারণে
[ঘ] ধীরেন্দ্র নাথ দত্তকে গ্রেফতার করার কারণে

৬৪. মুহম্মদ আলী জিন্নাহ কখন ঢাকা সফরে আসেন?
[ক] ১৯৪৮ সালের ডিসেম্বর মাসে
[খ] ১৯৪৮ সালের অক্টোবর মাসে
[গ] ১৯৪৮ জুন মাসে
✅ ১৯৪৮ সালের মার্চ মাসে

৬৫. মুহম্মদ আলী জিন্নাহ তৎকালীন পাকিস্তানের কোন পদে অধিষ্ঠিত ছিলেন?
[ক] প্রধানমন্ত্রী
[খ] মুখ্যমন্ত্রী
✅ গভর্নর জেনারেল
[ঘ] বাণিজ্য মন্ত্রী

৬৬. 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'-এর তৎপরতায় কখন প্রাদেশিক সরকারের কাজে বাংলাভাষা ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়?
✅ ১৯৪৮ সালের এপ্রিল মাসে
[খ] ১৯৪৮ সালের ডিসেম্বর মাসে
[গ] ১৯৪৯ সালের ফেব্রুয়ারি মাসে
[ঘ] ১৯৪৯ সালের এপ্রিল মাসে

৬৭. উর্দুই পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে- বক্তব্যটি কে প্রদান করেন?
[ক] এ. কে. ফজলুল হক
✅ লিয়াকত আলী খান
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[ঘ] ইয়াহিয়া খান

৬৮. 'উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা'- ঘোষণাটি কে পুনরাবৃত্তি করেন?
[ক] এ. কে. ফজলুল হক
✅ খাজা নাজিম উদ্দীন
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[ঘ] ইয়াহিয়া খান

৬৯. কার ঘোষণার প্রেক্ষিতে ১৯৫২ সালের ৩০ জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়?
[ক] এ. কে. ফজলুল হকের
✅ খাজা নাজিম উদ্দীনের
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দীর
[ঘ] ইয়াহিয়া খানের

৭০. কখন ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল সহকারে ঢাকার তদানীন্তন প্রাদেশিক ভবনে গিয়ে বাংলাভাষার দাবি উত্থাপন করা হবে বলে ঠিক করা হয়?
[ক] ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি
[খ] ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি
[গ] ১৯৫১ সালের ২০ ফেব্রুয়ারি
✅ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি

৭১. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশের বর্বরোচিত আচরণের প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি ঢাকায় কোনটি পালিত হয়?
[ক] সভা
[খ] মিছিল
✅ ধর্মঘট
[ঘ] বিক্ষোভ

৭২. ১৯৫৬ সালে প্রণীত পাকিস্তান সংবিধানে কোন ভাষাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
✅ বাংলা
[খ] ফারসি
[গ] আরবি
[ঘ] উর্দু

৭৩. সজীবের বসবাসরত দেশের ছাত্র-তরুণরা মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার লক্ষ্যে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহিদ হয়। সজীবের বসবাসরত দেশের সাথে কোন দেশের মিল রয়েছে?
[ক] চীনের
✅ বাংলাদেশের
[গ] জাপানের
[ঘ] ভারতের

৭৪. ভাষা আন্দোলন বাংলাদেশের ছাত্রসমাজকে প্রচ্ছন্নভাবে কোন শক্তিতে রূপান্তরিত করে?
✅ রাজনৈতিক শক্তিতে
[খ] ধর্মীয় শক্তিতে শক্তিতে
[গ] সামাজিক শক্তিতে
[ঘ] অর্থনৈতিক

৭৫. কোন আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলার ছাত্র-ছাত্রীরা প্রথম প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ে?
✅ ভাষা সম্মেলন
[খ] সংসদ অধিবেশন
[গ] ইসলামী সম্মেলন
[ঘ] শিক্ষা সম্মেলন

৭৬. নিশির বাবা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালে একটি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। নিশির বাবা কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন?
✅ ভাষা সম্মেলন
[খ] সংসদ অধিবেশন
[গ] ইসলামী সম্মেলন
[ঘ] শিক্ষা সম্মেলন

৭৭. কোন আন্দোলন পূর্ব বাংলায় মধ্যবিত্ত শ্রেণির প্রভাবশালী ভূমিকার সূচনা করে?
✅ ভাষা সম্মেলন
[খ] সংসদ অধিবেশন
[গ] ইসলামী সম্মেলন
[ঘ] শিক্ষা সম্মেলন

৭৮. ভাষা আন্দোলনের ওপর রচিত প্রথম পুস্তিকা কোনটি?
[ক] রাষ্ট্রভাষা বাংলা চাই
[খ] একুশে ফেব্রুয়ারি
✅ পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু
[ঘ] মাতৃভাষা বাংলা

৭৯. বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে কোনটির ভূমিকা ইউরোপে সংঘটিত রেনেসাঁর মতো তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী?
✅ ভাষা আন্দোলন
[খ] ৬ দফা আন্দোলন
[গ] শিক্ষা আন্দোলন
[ঘ] ৬৯-এর গণআন্দোলন

৮০. কোন আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলার ছাত্র-ছাত্রীরা প্রথম প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ে?
✅ ভাষা আন্দোলন
[খ] ৬ দফা আন্দোলন
[গ] শিক্ষা আন্দোলন
[ঘ] ৬৯-এর গণআন্দোলন

৮১. 'জাতীয়তাবাদ হচ্ছে এক বিশেষ মানসিকতা সম্পন্ন জনগোষ্ঠী যে গোষ্ঠী সম্মিলিতভাবে নিজেদেরকে বিশ্বের অন্যান্য জনগণ থেকে পৃথক ভাবে'- উক্তিটি কার?
✅ হ্যারল্ড লাস্কির
[খ] ম্যাকাইভারের
[গ] টি এইচ গ্রিনের
[ঘ] হ্যামিলটনের

৮২. কার নেতৃত্বে ১৯৬৯ সালে আগরতলা মামলার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে ওঠে?
[ক] এ. কে. ফজলুল হক
✅ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[ঘ] বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান

৮৩. কখন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়?
✅ ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে
[খ] ১৯৪৮ সালের জানুয়ারি মাসে
[গ] ১৯৪৮ সালের মার্চ মাসে
[ঘ] ১৯৪৮ সালের ডিসেম্বর মাসে

৮৪. কত সালে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়?
[ক] ১৯১৬ সাল
[খ] ১৯১৮ সাল
✅ ১৯৪৮ সাল
[ঘ] ১৯২৩ সাল

৮৫. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল প্রেরণা হিসেবে কোন আন্দোলনকে গণ্য করা হয়?
✅ বায়ান্নর ভাষা আন্দোলন
[খ] বাষট্টির শিক্ষা আন্দোলন
[গ] উনসত্তরের গণঅভ্যুত্থান
[ঘ] ছেষট্টির ছয় দফা আন্দোলন

৮৬. আইয়ুব খান রবীন্দ্র জন্মশতবার্ষিকী অনুষ্ঠান পালনে বাধা দেন কত সালে?
[ক] ১৯১৬ সাল
[খ] ১৯১৮ সাল
✅ ১৯৬১ সাল
[ঘ] ১৯২৩ সাল

৮৭. ‘অপারেশন সার্চ লাইট' কখন শুরু হয়েছিল?
✅ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে
[খ] ১৯৭১ সালের ২৬ মার্চ রাতে
[গ] ১৯৭১ সালের ২৭ মার্চ রাতে
[ঘ] ১৯৭১ সালের ২৮ মার্চ রাতে

৮৮. ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিলেন-
✅ ৩৫ জন
[খ] ২৫ জন
[গ] ৪০ জন
[ঘ] ৪৫ জন

৮৯. ছয় দফা দাবি কোথায় পেশ করা হয়?
[ক] কলকাতায়
[খ] ঢাকায়
✅ লাহোরে
[ঘ] ইসলামাবাদে

৯০. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে-
i. ২১ ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে পালন করার
ii. ভাষার দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার
iii. স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. ৬ দফা দাবির অন্তর্ভুক্ত বিষয়সমূহ হলো-
i. রাষ্ট্রপতিশাসিত সরকার
ii. আধা সামরিক বাহিনী গঠন
iii. সংসদীয় পদ্ধতির সরকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. আইয়ুববিরোধী আন্দোলন জোরদার হয়েছিল-
i. আগরতলা মামলা করায়
ii. ছয় দফা কর্মসূচিকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়ায়
iii. মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠা করায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও:
ফয়সাল বাবার সাথে ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে গেলে তিনি বললেন, একজন নেতার জন্ম না হলে বাংলার মানুষ স্বাধীনতার জন্য এতটা অনুপ্রাণিত হত না এবং বাংলাদেশ নামক একটি দেশও আমরা পেতাম না।

৯৩. অনুচ্ছেদটি দ্বারা কোন নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে?
[ক] এ. কে. ফজলুল হক
[খ] মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
✅ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান

৯৪. অনুচ্ছেদ দ্বারা ইঙ্গিতকৃত নেতার অবদান হলো-
i ১৯৬৬-এর ছয় দফা আন্দোলনে নেতৃত্বদান
ii. ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ
iii. ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও:
তামান্নার দেশের সাধারণ নির্বাচনে একটি দল জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরও দেশটির নির্বাচনকালীন শাসকগণ ক্ষমতা হস্তান্তরে নানান অজুহাতের মাধ্যমে অস্বীকৃতি জানায়।

৯৫. উদ্দীপকের অনুরূপ একটি নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয়েছিল কোন দল?
✅ আওয়ামী লীগ
[খ] বিএনপি
[গ] মুসলিম লীগ
[ঘ] নেজামে ইসলাম

৯৬. এই ধরনের একটি নির্বাচনের পর-
i. ভুট্টো ঢাকার অধিবেশনে যোগদান করতে অস্বীকার করেন
ii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে ২ মার্চ ঢাকায় হরতাল পালিত হয়
iii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৭. 'উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা'- ১৯৫২ সালের জানুয়ারি মাসে কোন নেতা এ ঘোষণা দেন?
[ক] এ. কে. ফজলুল হক
[খ] মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
✅ খাজা নাজিম উদ্দিন

৯৮. বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে-
i. ভাষা আন্দোলন
ii. যুক্তফ্রন্ট নির্বাচন
iii. ৭০-এর নির্বাচনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. কোনটি বাংলার মুক্তির সনদ?
[ক] ফকির বিদ্রোহ
[খ] এগার দফা
✅ ছয় দফা
[ঘ] একুশ দফা

১০০. পাকিস্তান সৃষ্টির পর বৈষম্য পরিলক্ষিত হয়-
i. সামরিক বৈষম্য
ii. সাংস্কৃতিক বৈষম
iii. অর্থনৈতিক বৈষম্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment