HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download. hsc sociology 2nd paper mcq guide pdf download.

সমাজবিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪

HSC Sociology 2nd Paper
MCQ
Question and Answer pdf download

১. 'আস্থিক' ও 'লামদানী' নামে গোত্র দুটি যে নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত-
[ক] চাকমা
✅ গারো
[গ] রাখাইন
[ঘ] মণিপুরি

২. খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?
[ক] রাজা
[খ] হেডম্যান
[গ] কারবারি
✅ মন্ত্রী

৩. রাখাইন জনগোষ্ঠী নিম্নের কোন অঞ্চলে বসবাস করে?
[ক] দিনাজপুর
[খ] ময়মনসিংহ
[গ] মৌলভীবাজার
✅ পটুয়াখালী

৪. গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম-
[ক] বৈষ্ণব
[খ] সর্বপ্রাণবাদ
✅ সাংসারেক
[ঘ] জৈন

৫. চাকমা সমাজে কোন সংগঠনের প্রধানকে হেডম্যান বলা হয়?
[ক] পাড়া
[খ] আদাম
✅ মৌজা
[ঘ] সার্কেল

৬. নিচের কোন জনগোষ্ঠী অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর অন্তর্ভূক্ত?
[ক] চাকমা
[খ] কোচ
[গ] রাখাইন
✅ সাঁওতাল

৭. সাঁওতাল দেবতাকে বলা হয়-
[ক] গোজেন তাতুরা
✅ বোঙ্গা
[গ] আন্দাহুরা
[ঘ] তাতুরা

৮. চাটচী হলো গারো সমাজের-
ক ভাষার নাম
[খ] বৈবাহিক রীতির নাম
✅ সর্ববৃহৎ গোত্রের নাম
[ঘ] একটি অনুষ্ঠানের নাম

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
বাসু সরেন সব সময় মঙ্গলের জন্য সূর্যকে পূজা করেন। তার মতে, বিশ্বব্রহ্মান্ডর সৃষ্টিকর্তা হলো ঠাকুর জিও আর জাগতিক দেবতা মারংপুর।

৯. উদ্দীপকে বাসু সরেন কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
[ক] চাকমা
[খ] কোচ
[গ] রাখাইন
✅ সাঁওতাল

১০. উক্ত নৃগোষ্ঠী অমেত্ম্যষ্টিক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ আগুনে পুড়িয়ে, কারণ-
i. স্বর্গ-নরকের প্রতি বিশ্বাস
ii. আত্মার শান্তির জন্য
iii. সামাজিক রীতিনীতির জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১১ নং প্রশ্নের উত্তর দাও:
কমল পটুয়াখালীতে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যেয়ে জানতে পারে তাদের সমাজব্যবস্থা পূর্ণ গণতান্ত্রিক। পাড়ার নেতা বা মাতববর নির্বাচিত হন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যেখানে নারীদের কোনো ভূমিকা নেই।

১১. কমলের বন্ধু কোন এথনিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত?
[ক] চাকমা
[খ] কোচ
✅ রাখাইন
[ঘ] সাঁওতাল

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানের দিন দুজন বন্ধুর সাথে তার পরিচয়। যাদের গায়ের রং বাদামি ও চুলের গড়ন সোজা ও খাড়া।

১২. শাকিলের নতুন বন্ধুরা কোন নৃগোষ্ঠীর সদস্য?
[ক] ককেশয়েড
[খ] নিগ্রোয়েড
✅ মঙ্গোলয়েড
[ঘ] অস্ট্রালয়েড

১৩. উক্ত নৃগোষ্ঠীর লোকদের বৈশিষ্ট্য যে এথনিক সম্প্রদায়ে দেখা যায় তা হলো-
i. সাঁওতাল
ii. মণিপুরি
iii. গারো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪. সিলেট অঞ্চলে বসবাসরত একটি নৃগোষ্ঠীর নাম-
[ক] চাকমা
[খ] কোচ
[গ] রাখাইন
✅ মণিপুরী

১৫. চাকমাদের খাজনা আদায়ের দায়িত্ব কার ওপর অর্পিত?
[ক] রাজা
✅ হেডম্যান
[গ] কারবারি
[ঘ] মন্ত্রী

১৬. গারো সম্প্রদায়ের স্থানীয় ভাষার নাম কী?
✅ মান্দি
[খ] ভাইস
[গ] ওলাহা
[ঘ] পিকী

১৭. বাংলাদেশের রাখাইন সম্প্রদায়ের লোকেরা বসবাস করে-
✅ উপকূলীয় অঞ্চলে
[খ] পাহাড়ি অঞ্চলে
[গ] উত্তরাঞ্চলে
[ঘ] লংঘদু অঞ্চলে

১৮. চাকমা সমাজের মৌজার প্রধান কে?
[ক] রাজা
✅ হেডম্যান
[গ] কারবারি
[ঘ] মন্ত্রী

১৯. খাসিয়া নৃগোষ্ঠীর পরিবার ব্যবস্থা কীরূপ?
[ক] পিতৃতান্ত্রিক
[খ] যৌথ
[গ] নয়াবাস
✅ মাতৃতান্ত্রিক

২০. কোচ উপজাতিরা কোন ধর্মের অনুসারী?
✅ হিন্দু
[খ] খ্রিষ্টান
[গ] ইসলাম
[ঘ] ইহুদি

২১. চাকমা আদামের প্রধানকে কী বলে?
[ক] রাজা
[খ] হেডম্যান
✅ কারবারি
[ঘ] মন্ত্রী

২২. রাখাইনদের সান্দ্রে উৎসবটি কতদিন পর্যন্ত চলে?
✅ ৩ দিন
[খ] ৭ দিন
[গ] ১০ দিন
[ঘ] ১৫ দিন

২৩. কৌটিলা মুড়া পাহাড়ে কয়টি স্তূপ আবিষ্কৃত হয়েছে?
✅ ৩
[খ] ৭
[গ] ১০
[ঘ] ১৫

২৪. মাতৃতান্ত্রিক পরিবার কোন জনগোষ্ঠীর মধ্যে লক্ষ করা যায়-
[ক] চাকমা
[খ] কোচ
✅ গারো
[ঘ] মণিপুরী

২৫. মণিপুরি জনগোষ্ঠীর বেশিরভাগই বসবাস করে-
[ক] বৃহত্তর ঢাকা জেলায়
[খ] বৃহত্তর কুমিল্লা জেলায়
[গ] বৃহত্তর চট্টগ্রাম জেলায়
✅ বৃহত্তর সিলেট জেলায়

২৬. জুমচাষ নিষিদ্ধ করা হয় কোন সালে?
[ক] ১৯৪৩ সালে
✅ ১৯৫০ সালে
[গ] ১৯৪৭ সালে
[ঘ] ১৯৯২ সালে

২৭. বাংলাদেশে কোন নৃগোষ্ঠীর সংখ্যা বেশি?
✅ চাকমা
[খ] কোচ
[গ] গারো
[ঘ] মণিপুরী

২৮. 'নৃ' শব্দের অর্থ কী?
[ক] মাটি
✅ মানুষ
[গ] বানর
[ঘ] প্রাণী

২৯. গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম-
[ক] বৈষ্ণব
[খ] সর্বপ্রাণবাদ
[গ] নৈ
✅ সাংসারেক

৩০. মাঘী পূর্ণিমা মারমাদের কাছে কী নামে পরিচিত?
✅ তাবুংলার
[খ] সিনতেং
[গ] ফুলবিষু
[ঘ] চুমুংলে

৩১. পুত্র সন্তান লাভের আশায় কোচরা কোন মাসে উৎসব পালন করে?
✅ ফাল্গুন
[খ] বৈশাখ
[গ] মাঘ
[ঘ] ভাদ্র

৩২. চাকমা নৃগোষ্ঠী কোন ধর্মাবলম্বী?
[ক] হিন্দু
[খ] ইসলাম
✅ বৌদ্ধ
[ঘ] খ্রিস্টান

৩৩. ইংরেজি রেস (Race) শব্দের বাংলা পরিভাষা কোনটি?
✅ সংস্কৃতি
[খ] জাতি
[গ] নৃগোষ্ঠী
[ঘ] সভ্যতা

৩৪. বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে যে সব নরগোষ্ঠীর প্রভাব বেশি-
✅ মঙ্গোলীয় ও ভেড্ডিড
[খ] ককেশীয় ও ভেড্ডিড
[গ] মঙ্গোলীয় ও ককেশীয়
[ঘ] নিগ্রো ও মঙ্গোলীয়

৩৫. মাতৃতান্ত্রিক পরিবার লক্ষ করা যায়-
[ক] মারমা জনগোষ্ঠীর মধ্যে
[খ] চাকমা জনগোষ্ঠীর মধ্যে
[গ] রাখাইন জনগোষ্ঠীর মধ্যে
✅ গারো জনগোষ্ঠীর মধ্যে

৩৬. সাঁওতালদের গ্রামদেবতার নাম-
[ক] টাটারা
✅ মারাংবুরো
[গ] সালজং
[ঘ] মাইতে

৩৭. কোন নৃগোষ্ঠী মান্দিভাষায় কথা বলে?
[ক] মণিপুরি
[খ] সাঁওতাল
✅ গারো
[ঘ] খাসিয়া

৩৮. চাকমাদের আদি পিতা হিসাবে কোন রাজার নাম পাওয়া যায়?
[ক] রঘুনাথ
✅ বিজয়গিরি
[গ] মান্দুং
[ঘ] পানিনি

৩৯. কোন বিচারে চাকমারা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক?
[ক] তাত্ত্বিক
✅ নৃতাত্ত্বিক
[গ] সামাজিক
[ঘ] জাতিগত

৪০. কোন সমাজে পিতার সম্পত্তিতে কন্যার অধিকার নেই?
[ক] গারো সমাজে
✅ সাঁওতাল সমাজে
[গ] চাকমা সমাজে
[ঘ] খাসিয়া সমাজে

৪১.মণিপুরিদের নিজস্ব ভাষার নাম কী?
[ক] মনিপুরি
[খ] বিজু
✅ মৈথয়ী
[ঘ] মান্দি

৪২. চাকমারা এক কালে কোন নগরের বাসিন্দা ছিল?
[ক] চাকমা
✅ চম্পক
[গ] মনিপুরি
[ঘ] ক্যাং

৪৩. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি?
[ক] চাকমা
✅ মারমা
[গ] মনিপুরি
[ঘ] ক্যাং

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

৪৪. চাকমারা কোথা থেকে বিতাড়িত?
[ক] মিয়ানমার
✅ আরাকান
[গ] ত্রিপুরা
[ঘ] আসাম

৪৫. বাংলাদেশে সাঁওতালদের আগমনের কারণ কী?
[ক] স্বাধীনভাবে বসবাসের জন্য
[খ] চাষ করার জন্য
✅ ইংরেজ কর্তৃক পরাজিত ও বিতাড়িত হওয়ার জন্য
[ঘ] নতুন রাজ্য গড়ার জন্য

৪৬. বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত?
[ক] চাকমা
[খ] মারমা
[গ] মনিপুরি
✅ গারো

৪৭. ক্ষুদ্র জাতিসত্ত্বার অন্তর্ভুক্ত নয় কোনটি?
[ক] চাকমা
[খ] মারমা
[গ] মনিপুরি
✅ বাঙালি

৪৮. কোথায় চাকমাদের বসবাস সবচেয়ে বেশি?
[ক] খাগড়াছড়ি
[খ] বান্দরবান
✅ রাঙামাটি
[ঘ] কক্সবাজার

৪৯. গারোদের কয় ধরনের গোত্র রয়েছে?
[ক] পাঁচ ধরনের
[খ] ছয় ধরনের
✅ সাত ধরনের
[ঘ] আট ধরনের

৫০. গারোদের মৃতদেহ কখন সৎকার করা হয়?
[ক] সকালে
[খ] বিকালে
[গ] দুপুরে
✅ রাতে

৫১. কীভাবে মৌজা গঠিত হয়?
[ক] নির্দিষ্ট জনসমষ্টি নিয়ে
[খ] কয়েকটি পরিবার নিয়ে
✅ কয়েকটি আদাম নিয়ে
[ঘ] ৭টি আনাম নিয়ে

৫২. কোন নৃগোষ্ঠীর মধ্যে ইসলাম ধর্মের অনুসারী রয়েছে?
[ক] চাকমা
[খ] মারমা
[গ] মনিপুরি
✅ পাঙন

৫৩. মঙ্গোলয়েড নৃগোষ্ঠী প্রধানত কোন বর্ণের?
[ক] সাদা
✅ বাদামি
[গ] সাদা
[ঘ] লালচে

৫৪. সাঁওতাল সমাজের মূলভিত্তি কী?
[ক] গ্রাম পঞ্চায়েত
[খ] সমাজ ব্যবস্থা
✅ গোত্র
[ঘ] বৈষ্ণব ধর্ম

৫৫. চাকমা উপজাতি কোন জেলায় বাস করে?
✅ বান্দরবান
[খ] নেত্রকোনা
[গ] রাজশাহী
[ঘ] নাটোর

৫৬. গারোরা জুম চাষ ছেড়ে দিচ্ছে কেন?
[ক] পরিবেশ রক্ষা করতে
[খ] সরকারী নিষেধাজ্ঞার জন্য
[গ] লোকসানের জন্য
✅ শিক্ষিত হচ্ছে বলে

৫৭. মারমারা সাংগ্রাই উৎসব করে-
i. পুরাতন বর্ষকে বিদায় দিতে
ii. বর্ষবরণ উপলক্ষে
iii. দেবদেবীর পুজাতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. বর্ণ কিসের উপাদান?
[ক] সংস্কৃতি
[খ] নৃগোষ্ঠী
✅ জাতি
[ঘ] ধর্ম

৫৯. ককেশীয় নৃগোষ্ঠীর মাথার আকৃতি কেমন?
[ক] গোল
✅ লম্বা
[গ] চওড়া
[ঘ] সমতল

৬০. দৈহিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নৃগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২
[খ] ৪
✅ ৫
[ঘ] ৮

৬১. বর্তমান চাকমারা কোন ভাষায় কথা বলে?
[ক] বাংলা ভাষায়
[খ] আরাকানি ভাষায়
[গ] চাকমা ভাষায়
✅ বাংলা উপভাষায়

৬২. গারোদের নামকরণ করা হয়েছে কোনটির নামানুসারে?
✅ গারো পাহাড়
[খ] গারো দেবতা
[গ] গারো ধর্ম
[ঘ] গারো প্রদেশ

৬৩. নৃবিজ্ঞানের আলোচনার মূল বিষয়বস্তু হল-
[ক] সমাজ
[খ] দল
✅ মানুষ
[ঘ] গোষ্ঠী

৬৪. কোন নৃগোষ্ঠী মূলত ময়মনসিংহ, টাঙ্গাইল ও শেরপুর অঞ্চলে বাস করে?
[ক] মণিপুরি
[খ] সাঁওতাল
✅ গারো
[ঘ] খাসিয়া

৬৫. খাসিয়াদের নিজস্ব ভাষার নাম কী?
[ক] মান্দি
[খ] সংসারেক
✅ খাসি
[ঘ] কমলা

৬৬. রাখাইনদের অর্থনীতি কীসের উপর নির্ভরশীল?
[ক] শিল্প
[খ] ব্যবসা
[গ] দস্যুতা
✅ কৃষি

৬৭. ককেশয়েড নরগোষ্ঠী বেশি পরিলক্ষিত হয়-
✅ যুক্তরাজ্যে
[খ] ভারতে
[গ] বাংলাদেশে
[ঘ] জাপানে

৬৮. ইউনেস্কো উপজাতি বা ঞৎরনব শব্দটির পরিবর্তে কোন শব্দটি ব্যবহারের জন্য বিশ্ব সম্প্রদায়কে আহবান জানায়?
✅ এথনিক কমিউনিটি
[খ] মাইনরিটি গ্রুপ
[গ] সংখ্যালঘু সম্প্রদায়
[ঘ] কোনটিই নয়

৬৯. গারো সমাজে দো চালা লম্বা বাসগৃহ কে কী বলে?
✅ নকমান্দি
[খ] নক
[গ] নোকর
[ঘ] নাতাপসি

৭০. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকায় নিগ্রো নৃগোষ্ঠী হলো-
[ক] পাঙ্গন
[খ] বান্টু
[গ] বুশম্যান
✅ পিগমি

৭১. সমগ্র মানবজাতিকে কয়টি নৃগোষ্ঠীর আওতায় ফেলা হয়েছে?
[ক] ৮টি
[খ] ৭টি
✅ ৪টি
[ঘ] ৫টি

৭২. নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য মানুষ কীভাবে অর্জন করে?
[ক] ধর্মীয় সূত্রে
✅ উত্তরাধিকার সূত্রে
[গ] রাষ্ট্রীয় সূত্রে
[ঘ] অর্থনৈতিক সূত্রে

৭৩. ‘নৃগোষ্ঠী হচ্ছে মানব জাতির একটি প্রধান বিভাগ যার রয়েছে উত্তরাধিকার সূত্রে বর্তায় এমন নির্দিষ্ট দৈহিক বৈশিষ্ট্যাবলি-উক্তিটি কার?
✅ টেইলর
[খ] টি এইচ গ্রিন
[গ] ম্যাকাইভার
[ঘ] রবার্ট গ্রিন

৭৪. উমানের মুখ চওড়া, গোলাকৃতির এবং ভাসা ভাসা মুখ, নাক ক্ষুদ্র, মোটা এবং অনুন্নত। সে কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
[ক] ককেশীয়
✅ মঙ্গোলীয়
[গ] নিগ্রো
[ঘ] অস্ট্রোলয়েড

৭৫. ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বাংলাদেশের প্রধান কয়টি অঞ্চলে বাস করে?
[ক] ৮টি
[খ] ৭টি
✅ ৪টি
[ঘ] ৫টি

৭৬. রংপুর জেলায় যে রাজবংশী বা বাহে সম্প্রদায় বাস করে তারা নিজেদের কী বলে দাবি করে?
[ক] শূদ্র
[খ] দ্রাবিড়ীয়
[গ] মঙ্গোলীয়
✅ ক্ষত্রিয়

৭৭. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এথনিক সম্প্রদায় কোনটি?
[ক] মণিপুরি
[খ] সাঁওতাল
✅ চাকমা
[ঘ] খাসিয়া

৭৮. কাদের মাঝে নিজ বংশের সাত পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ?
[ক] মণিপুরি
[খ] সাঁওতাল
✅ চাকমা
[ঘ] খাসিয়া

৭৯. বাঙালিদের পরিচয়ের ক্ষেত্রে জনপ্রিয় বক্তব্য হলো-
✅ শংকর নরগোষ্ঠী
[খ] উন্নত নরগোষ্ঠী
[গ] শংকর আদিগোষ্ঠী
[ঘ] মিশ্র আদিগোষ্ঠী

৮০. চাকমা শব্দটি উৎপন্ন হয়েছে-
[ক] চাংকি থেকে
✅ চাংমা থেকে
[গ] ঢাকা থেকে
[ঘ] চাক থেকে

৮১. 'চাকমা জাতির ইতিহাস বিচার' গ্রন্থের রচয়িতা কে?
[ক] রাজা রামমোহন রায়
[খ] অশোক কুমার পাল
✅ অশোক কুমার দেওয়ান
[ঘ] অশোক ঘোষ

৮২. ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে কোন নৃগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক?
[ক] মণিপুরি
[খ] সাঁওতাল
✅ চাকমা
[ঘ] খাসিয়া

৮৩. চাকমাদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
[ক] বাইবেল
[খ] বেদ
[গ] গীত
✅ ত্রিপিটক

৮৪. হেডম্যানের কোন পুত্র পরবর্তীতে হেডম্যান হতে পারে?
[ক] মেঝ পুত্র
[খ] কনিষ্ঠ পুত্র
✅ যোগ্য পুত্র
[ঘ] প্রথম পুত্র

৮৫. গারো সমাজের সর্ববৃহৎ গোত্রের নাম কী?
[ক] মাংমা
[খ] মারাক
[গ] মীন
✅ চাটচী

৮৬. বিশ্বব্যাপী গারোদের সংখ্যা কত?
[ক] ৮৬,০০০-এর মতো
[খ] ৭,০০,০০০-এর মতো
✅ ৭,৫২,০০০-এর মতো
[ঘ] ২,০০,০০০ -এর মতো

৮৭. গারোদের ঐতিহ্যবাহী পেশা কী?
[ক] তাঁত শিল্প
[খ] মৎস্য চাষ
[গ] খনিজ সম্পদ উত্তোলন
✅ কৃষিকাজ

৮৮. গারোদের আদিবাস ছিল ভারতের কোন রাজ্যে?
[ক] ত্রিপুরা
✅ আসাম
[গ] মিজোরাম
[ঘ] পশ্চিমবঙ্গ

৮৯. বিয়ের পর গারো দম্পতি কার গৃহে বাস করে/
[ক] নিজেদের
✅ স্ত্রীর বাবার
[গ] স্ত্রীর মামার
[ঘ] স্বামীর বাবার

৯০. বিভিন্ন ধরনের মাদুর তৈরিতে দক্ষ কারা?
[ক] চাকমারা
[খ] গারোরা
✅ সাঁওতালরা
[ঘ] মারমারা

৯১. মুবিজ্ঞানীদের মতে সাঁওতালরা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
✅ অস্ট্রালয়েড
[খ] ককেশয়েড
[গ] মঙ্গোলয়েড
[ঘ] নিগ্রোয়েড

৯২. থমাস কোন জনগোষ্ঠীর অধিবাসী?
[ক] সাঁওতাল
✅ মনিপুরি
[গ] খাসিয়া
[ঘ] চাকমা

৯৩. মণিপুরি ও খাসিয়ারা বাস করে-
[ক] বৃহত্তর নোয়াখালী
[খ] বৃহত্তর রাজশাহী
[গ] বৃহত্তর ময়মনসিংহ
✅ বৃহত্তর সিলেট

৯৪.মৈতৈ মণিপুরিদের ভাষা কোন ভাষার অনুরূপ?
[ক] বাংলা
[খ] আসামীয়
✅ ব্রহ্মীয়
[ঘ] পালি

৯৫. বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎপাদিত পান খুব জনপ্রিয়?
[ক] মারমা
[খ] রাখাইন
[গ] মণিপুরি
✅ খাসিয়া

৯৬. খাসিয়া নৃগোষ্ঠীর পরিবার ব্যবস্থা কিরূপ?
[ক] পিতৃতান্ত্রিক
✅ মাতৃতান্ত্রিক
[গ] যৌথ
[ঘ] নয়াবাস

৯৭. মারমারা কোন ধর্মাবলম্বী?
[ক] হিন্দু
✅ বৌদ্ধ
[গ] খ্রিস্টান
[ঘ] ইসলাম

৯৮. রাখাইনদের সবচেয়ে বড় উৎসব কোনটি?
[ক] বসন্ত উৎসব
[খ] বিজ উৎসব
✅ সান্দ্রে উৎসব
[ঘ] কৈনা গৎ উৎসব

৯৯. মারমাদের প্রধান গোত্রগুলো হচ্ছে-
i. পালিৎসা
ii. রিগ্রিসা
iii. লিনগ্রাম

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০০. ক্ষুদ্র জাতিসত্ত্বার রয়েছে-
i. নিজস্ব সংস্কৃতি
ii. ভাব বিনিময়ের আলাদা মাধ্যম
iii. পৃথক দৈহিক বৈশিষ্ট্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide