HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download. hsc sociology 2nd paper mcq guide pdf download.

সমাজবিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩

HSC Sociology 2nd Paper
MCQ
Question and Answer pdf download

১ . পাহাড়পুরে আবিষ্কৃত বেশিরভাগ মুদ্রাই-
[ক] অষ্টম শতাব্দীর
[খ] পঞ্চদশ শতাব্দীর
[গ] ত্রয়োদশ শতাব্দীর
✅ ষোড়শ শতাব্দীর

২. নব্যপ্রস্তর যুগ বা নবোপলীয় যুগের সূচনা হয় কত খ্রিষ্ট পূর্বে?
[ক] ৪,০০০ অব্দে
[খ] ৬,০০০ অব্দে
[গ] ৫,০০০ অব্দে
✅ ৭,০০০ অব্দে

৩. নিচের কোনটি ময়নামতির প্রত্ন নিদর্শন?
[ক] সত্যপীর ভিটা
[খ] গোদিডিটা
✅ কোটিলামুয়া
[ঘ] গোবিন্দভিটা

৪. সিন্ধু সভ্যতার সড়কবাতি, রাস্তাঘাটের বৈশিষ্ট্য প্রমাণ করে, এখানে ছিল-
[ক] শক্তিশালী কেন্দ্রীয় শাসন
✅ পর্যাপ্ত নাগরিক সুবিধা
[গ] বিভিন্ন শ্রেণির অস্তিত্ব
[ঘ] আধুনিক স্থাপত্যের সমাহার

৫. বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে?
[ক] রাজশাহী
[খ] বগুড়া
✅ নরসিংদী
[ঘ] কুমিল্লা

৬. পাহাড়পুরের প্রধান ধ্বংসাবশেষ নিদর্শন কোনটি?
✅ গন্ধেশ্বরীর মন্দির
[খ] পরশুরামের প্রাসাদ
[গ] বৈরাগীর ভিটা
[ঘ] আনন্দ বিহার

৭. সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ?
[ক] নিয়ানডারথাল
[খ] হাইডেলবার্গ
[গ] পিকিং
✅ ক্রোম্যাগনন

৮. নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য হলো-
i. পর্যাপ্ত খাদ্য উৎপাদন ব্যবস্থা
ii. আগুনের বহুমুখী ব্যবহার
iii. বিনিময় প্রথার উদ্ভব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
শীতের ছুটিতে অপু তার বন্ধু-বান্ধবীর সাথে কুমিল্লার একটি পাহাড়ী অঞ্চলে বেড়াতে যায়। সেখানে খ্রিষ্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল।

৯. উদ্দীপকে অপুর বেড়াতে যাওয়া সভ্যতাটি পাঠ্যপুস্তকের কোন সভ্যতাকে ইঙ্গিত করে?
[ক] মহাস্থানগড়
[খ] পাহাড়পুর
[গ] উয়ারি-বটেশ্বর
✅ ময়নামতি

১০. উক্ত সভ্যতাটির ঐতিহাসিক গুরুত্ব হলো-
i. এ যুগের সমাজ ও সংস্কৃতি ছিল প্রধানত ধর্ম দ্বারা প্রভাবিত
ii. ধ্বংসাবশেষ-এ মন্দির ও বিহারই বেশি ছিল
iii. স্থানীয় নৃপতিরা মন্দির তৈরিতে অবদান রেখেছিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
মিতুল ও তার বন্ধুরা বান্দরবান বেড়াতে গিয়ে এমন একটি জনগোষ্ঠীর খোঁজ পায় যারা মাত্র কয়েক বছর আগে শিকারী জীবন পরিত্যাগ করে খাদ্য উৎপাদন করতে শিখেছে। এরপর দ্রুতই বদলে যায় তাদের জীবনধারা ও সংস্কৃতি। স্থায়ী বসবাস, উৎপাদিত পণ্যের আদান-প্রদান এবং অবসর সময়ের যথার্থ ব্যবহার করে তারা সমাজে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে।

১১. উদ্দীপকের জনগোষ্ঠীর জীবনধারার সাথে কোন প্রত্নতাত্ত্বিক যুগের সাদৃশ্য রয়েছে?
[ক] পুরাতন প্রস্তর
[খ] ব্রোঞ্জ
✅ নব্যপ্রস্তর
[ঘ] লৌহ

১২. উদ্দীপকে বর্ণিত সমাজে বৈপ্লবিক পরিবর্তনের মূল নিয়ামক কোনটি?
[ক] ব্যবসা-বাণিজ্যের প্রসার
[খ] যাযাবর জীবনের অবসান
✅ প্রচুর অবসর সময়
[ঘ] কৃষির সূচনা

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
তমা একটি প্রত্নতাত্ত্বিক স্থানে বেড়াতে গিয়ে দেখে মন্দিরের দেয়ালে প্রায় দুই হাজার চিত্রফলক সেঁটে আছে। ফলকে নিম্নোক্ত বিষয়গুলো দেখা যায়- যেমন: ধর্মীয় বিভিন্ন দেব-দেবীর চিত্র, কলসী কাঁখে গ্রাম্য বধু, সন্তান কোলে জননী, লাঙল কাঁধে কৃষক ইত্যাদি।

১৩. উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক স্থানের কথা বলা হয়েছে?
[ক] মহাস্থানগড়
✅ পাহাড়পুর
[গ] উয়ারি-বটেশ্বর
[ঘ] ময়নামতি

১৪. উদ্দীপকের ফলকগুলোর মাধ্যমে কীসের চিত্র ফুটে ওঠে?
i. গ্রামের মানুষের জীবনযাপন ব্যবস্থা
ii. বিভিন্ন পেশার অভিজ্ঞতা
iii. ধর্মীয় সম্প্রীতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
রিয়াজ সাহেব উপমহাদেশের একটি নগরে বেড়াতে গিয়ে দেখলেন সেখানকার রাস্তাগুলো বেশ প্রশস্ত, ভবনগুলো পোড়ানো শক্ত ইটের তৈরি। সেখানে পরিবেশসম্মত গোসলখানা ও পয়ঃপ্রণালি ব্যবস্থা এবং নির্দিষ্ট ব্যবধানে ল্যাম্প পোস্টের ব্যবস্থা আছে। সেখানে বড় বড় প্রাসাদের পাশাপাশি মাঝারি ও ছোট আকারের আবাসিক ভবনও বিদ্যমান আছে।

১৫. উদ্দীপকের রিয়াজ সাহেবের বর্ণিত শহরটি কোন সভ্যতার নিদর্শনকে ইঙ্গিত করে?
✅ সিন্ধু
[খ] মহাস্থানগড়
[গ] উয়ারি-বটেশ্বর
[ঘ] পাহাড়পুর

১৬. উদ্দীপকের শহরটির বড় প্রাসাদ ও ছোট ভবনগুলো প্রমাণ করে যে নগরটিতে-
i. পৌরসভার অস্তিত্ব ছিল ছিল
ii. প্রশাসন ব্যবস্থা ছিল
iii. সামাজিক স্তরবিন্যাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
যোগাযোগ ব্যবস্থার উন্নতির মূলে ঢাকার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যা পৃথিবীতে একটি নির্দিষ্ট যুগে উদ্ভাবিত হয়। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, ব্যবসা বাণিজ্যে প্রসারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

১৭. উদ্দীপকে চাকার আবির্ভাব কোন যুগকে নির্দেশ করে?
[ক] নব্য প্রস্তর
✅ লৌহ
[গ] তাম্র
[ঘ] প্রাচীন

১৮. উদ্দীপকের যুগটির বৈশিষ্ট্য হলো-
i. লেখার আবিষ্কার
ii. আগুনের ব্যবহার
iii. খাদ্য উৎপাদন অর্থনীতির উদ্ভব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯. মধ্যপ্রাচ্যে লৌহ যুগ প্রচলিত হয় কত খ্রিস্টপূর্ব অব্দে?
[ক] ১০০০
✅ ১৫০০
[গ] ৩০০০
[ঘ] ৫০০০

২০. আনন্দমুড়া কোথায় অবস্থিত?
[ক] মহাস্থানগড়
[খ] পাহাড়পুর
[গ] উয়ারি-বটেশ্বর
✅ ময়নামতি

২১. লৌহ যুগের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
[ক] কারিগরি ও ব্যবসায় বাণিজ্যের প্রসার
✅ নগর সভ্যতার উদ্ভব
[গ] কৃষির উদ্ভ
[ঘ] পরিবারের উৎপত্তি

২২. মানবসভ্যতার বিকাশে কৃষির মতো গুরুত্বপূর্ণ আরেকটি পদক্ষেপ কী ছিল?
[ক] বাড়িঘর নির্মাণ
[খ] যন্ত্র আবিষ্কার
[গ] আগুনের আবি
✅ পশুপালন

২৩. শালবন বিহার কী?
✅ বৌদ্ধ মন্দির
[খ] পোড়ামাটির ফলক
[গ] শাল বাগান
[ঘ] প্রস্তর মূর্তি

২৪. নবোপলীয় যুগকে 'বিপ্লব' বলেছেন কে?
[ক] ম্যাকাইভার
✅ গর্ডন চাইল্ড
[গ] টয়েনবি
[ঘ] রবার্টসন

২৫. যাযাবর জীবনের পরিসমাপ্তি ও স্থায়ী মানববসতি শুরু হয় কোন যুগে?
[ক] প্রাচীন প্রস্তর যুগ
[খ] তাম্র যুগ
✅ নব্য প্রস্তর যুগ
[ঘ] ব্রোঞ্জ যুগ

২৬. লিখিত ভাষার প্রথম উদ্ভব হয়েছিল কোন যুগে?
[ক] প্রাচীন প্রস্তর যুগে
[খ] তাম্র যুগে
✅ লৌহ যুগে
[ঘ] ব্রোঞ্জ যুগে

২৭. প্রত্নতত্ত্বের প্রধান উদ্দেশ্য কী?
[ক] জানা সত্য থেকে অজানা সত্যে গমন করা
✅ প্রাচীনকালের মানুষের ইতিবৃত্ত খুঁজে বের করা
[গ] নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা
[ঘ] মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া

২৮. পাহাড়পুর বিহারটি সর্বপ্রথম কার নজরে আসে?
[ক] বেসমাকোট
✅ বুকানন হ্যামিল্টন
[গ] আলেকজান্ডার ক্যানিংহাম
[ঘ] ইবনে বতুতা

২৯. বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নকে কী বলে?
[ক] জীবাশ্মতত্ত্ব
[খ] সমাজতত্ত্ব
✅ প্রত্নতত্ত্ব
[ঘ] গবেষণাতত্ত্ব

৩০. এশিয়া মাইনরে প্রথম লৌহের ব্যবহার শুরু করে -
[ক] আগরীয়রা
[খ] আরবীয়রা
✅ হিট্টাইটরা
✅ নিয়ানডারথালরা

৩১. মহাস্থানগড়ে কোন ধর্মের সংস্কৃতি ও সভ্যতার নিদর্শন লক্ষ্য করা যায়?
[ক] হিন্দু
✅ হিন্দু ও বৌদ্ধ
[গ] হিন্দু, বৌদ্ধ ও মুসলিম
[ঘ] বৌদ্ধ ও মুসলিম

৩২. ময়নামতিতে আবিষ্কৃত মুদ্রাগুলো কীসের তৈরি ছিল?
[ক] স্বর্ণ ও লোহা
✅ স্বর্ণ ও রৌপ্য
[গ] রৌপ্য ও তামা
[ঘ] তামা ও ব্রোঞ্জ

৩৩. চাকা আবিষ্কারের ফলে-
[ক] মানুষের শিক্ষা বেড়ে যায়
[খ] পরিবারের উৎপত্তি হয়
✅ পরিবহন বেড়ে যায়
[ঘ] বিনিময় প্রথার চালু হয়

৩৪. কোনটি ভারতীয় উপমহাদেশে অবস্থিত সবচেয়ে বড় বৌদ্ধ বিহার?
[ক] আনন্দ বিহার
✅ সোমপুর বিহার
[গ] শালবন বিহার
[ঘ] জৈন বিহার

৩৫. কোনটি আবিষ্কারের ফলে ব্রোঞ্জযুগের অবসান ঘটে?
[ক] তামা
✅ লোহা
[গ] সোনা
[ঘ] রোপা

৩৬. আনন্দ বিহার কোন দেশে অবস্থিত?
✅ বাংলাদেশ
[খ] নেপাল
[গ] ভারত
[ঘ] শ্রীলঙ্কা

৩৭. কোনটির মূল পঠিতব্য বিষয় প্রাচীন মানুষের ব্যবহৃত উদ্ধারকৃত জিনিসপত্র?
[ক] সমাজবিজ্ঞান
✅ প্রত্নতত্ত্ব
[গ] ইতিহাস
[ঘ] নৃবিজ্ঞান

৩৮. পাথরের বলস্নম কোন সময়কালকে নির্দেশ করে?
[ক] মধ্য পাথরের যুগ
✅ উচ্চ পাথরের যুগ
[গ] নতুন পাথরের যুগ
[ঘ] লৌহ যুগ

৩৯. সিন্ধু সমাজে কয় ধরনের বর্ণভিত্তিক শ্রেণি চোখে পড়ে?
[ক] দুই ধরনের
[খ] তিন ধরনের
✅ চার ধরনের
[ঘ] পাঁচ ধরনের

৪০. আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় কোন যুগকে?
[ক] তাম্র
[খ] প্রস্তর
✅ লৌহ
[ঘ] ব্রোঞ্জ

৪১. প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক নৃবিজ্ঞানীর মুখ্য উদ্দেশ্য কোনটি?
[ক] বিখ্যাত মানুষদের চিত্রাঙ্কন
✅ মানুষের বিচিত্র জীবনধারার চিত্রাঙ্কন
[গ] রাজনীতির বিবরণ দেওয়া
[ঘ] ধর্মীয় জীবনধারার ব্যাখ্যা দান

৪২. প্রত্নতত্ত্ববিদগণ প্রাচীন সমাজকে কত ভাগে ভাগ করেছেন?
[ক] দুই ভাগে
✅ তিন ভাগে
[গ] পাঁচ ভাগে
[ঘ] চার ভাগে

৪৩. মধ্য প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য কোনটি?
[ক] হেইডেলবার্গ মানব
[খ] জাভা মানব
✅ নিয়ানডারথাল
[ঘ] ক্রোমাগনন

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

৪৪. উয়ারি-বটেশ্বরে আবিষ্কৃত 'গর্ত-বসতি' কী কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা যায়?
[ক] দুর্যোগে আশ্রয় নিতে
✅ শস্য সংরক্ষণে
[গ] কোষাগার হিসেবে
[ঘ] অপরাধীদের বন্দী করতে

৪৫. জাভা মানব কোন যুগের বাসিন্দা ছিল?
✅ প্রাচীন প্রস্তর যুগ
[খ] তাম্র যুগ
[গ] নব্য প্রস্তর যুগ
[ঘ] ব্রোঞ্জ যুগ

৪৬. সামন্ত প্রভুরা কোন ক্ষেত্রে ব্রোঞ্জ নির্মিত অস্ত্র ব্যবহার করত?
[ক] কৃষিক্ষেত্রে
✅ যুদ্ধক্ষেত্রে
[গ] পশু শিকারে
[ঘ] নিরাপত্তার ক্ষেত্রে

৪৭. উয়ারি-বটেশ্বরের প্রাচীন নাম কী?
[ক] হরিকেল
[খ] কলিজা
[গ] সমতট
✅ সৌনাগড়া

৪৮. কোটিল্য মুড়া কোথায় অবস্থিত?
[ক] মহাস্থানগড়ে
[খ] পাহাড়পুরে
[গ] উয়ারি-বটেশ্বরে
✅ ময়নামতিতে

৪৯. তাম্রযুগের সময়কাল হচ্ছে-
[ক] ৪০০০-৩৫০০ খ্রিস্টাব্দ
✅ ৩৫০০-২৩০০ খ্রিস্টাব্দ
[গ] ৩৫০০-২০০০ খ্রিস্টাব্দ
[ঘ] ২৫০০-১৯০০ খ্রিস্টাব্দ

৫০. লিপির আবিষ্কার কোন সমাজের বৈশিষ্ট্য?
✅ লৌহযুগ
[খ] তাম্র যুগ
[গ] নব্য প্রস্তর যুগ
[ঘ] ব্রোঞ্জ যুগ

৫১. ইউরোপে কখন তামা ও ব্রোঞ্জের যুগ প্রচলিত হয়?
[ক] খ্রিস্টপূর্ব ৭০০০ অব্দে
[খ] খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে
[গ] খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে
✅ খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে

৫২. বৈরাগীর ভিটা কী?
✅ বড় মন্দিরের ধ্বংসাবশেষ
[খ] ছোট মন্দিরের ভগ্নাবশেষ
[গ] প্যাগোডর ভগ্নাবশেষ
[ঘ] গির্জার ভগ্নাবশেষ

৫৩. পুন্ড্রনগর কোথায় অবস্থিত?
✅ মহাস্থানগড়ে
[খ] পাহাড়পুরে
[গ] উয়ারি-বটেশ্বরে
[ঘ] ময়নামতিতে

৫৪. কখন থেকে ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক রূপ লাভ করে?
✅ লৌহযুগ
[খ] তাম্র যুগ
[গ] নব্য প্রস্তর যুগ
[ঘ] ব্রোঞ্জ যুগ

৫৫. বৃহৎ স্নানাগার প্রাচীন কোন নগরের কথা স্মরণ করিয়ে দেয়?
[ক] মহেঞ্জোদারো
[খ] ইরাম
[গ] ইনকা
✅ হরপ্পা

৫৬. পাথরের পর মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে?
[ক] পিতল
[খ] লৌহ
✅ তামা
[ঘ] ব্রোঞ্জ

৫৭. হিন্দিতে উয়ারি শব্দের অর্থ কি?
[ক] সভাস্থল
✅ পরিখাবেষ্টিত স্থান
[গ] প্রার্থনা স্কুল
[ঘ] দূর্গ

৫৮. নব্য প্রস্তর যুগ কোন ধরনের অর্থনীতির সূচনা করে?
[ক] খাদ্য বন্টন
[খ] খাদ্য প্রক্রিয়াজাতকরণ
✅ খাদ্য উৎপাদন
[ঘ] খাদ্য সংগ্রহ

৫৯. কৃষি অর্থনীতি কোন সভ্যতার জীবনী শক্তি ছিল?
✅ সিন্ধু সভ্যতা
[খ] হিব্রু সভ্যতা
[গ] পারস্য সভ্যতা
[ঘ] ফিনীশীয় সভ্যতা

৬০. কোন সময় থেকে ভারতবর্ষে লৌহের ব্যবহার শুরু হয়?
[ক] খ্রি: পূ: ৫০০ অব্দে
✅ খ্রি: পূ: ১০০০ অব্দে
[গ] খ্রি: পূ: ৭০০ অব্দে
[ঘ] খ্রি: পূ: ১৫০০ অব্দে

৬১. শালবন বিহারে বৌদ্ধদের ব্যবহৃত কক্ষগুলোতে কী রাখা হতো?
[ক] বৃক্ষের মূর্তি
[খ] বুদ্ধের মূর্তি
✅ দেব দেবীর মূর্তি
[ঘ] মানুষের কঙ্কাল

৬২.লক্ষীন্দরের মেধ কোন সম্প্রদায়ের কেন্দ্রীয় উপাসনালয় ছিল?
[ক] শিব
✅ বৌদ্ধ
[গ] হিন্দু
[ঘ] জৈন

৬৩. আধুনিক সভ্যতা হলো-
✅ লৌহ নির্মিত সভ্যতা
[খ] হিব্রু সভ্যতা
[গ] পারস্য সভ্যতা
[ঘ] ফিনীশীয় সভ্যতা

৬৪. ময়নামতি থেকে প্রাপ্ত উপাদান থেকে বোঝা যায়-
✅ এটা ছিল বৌদ্ধধর্মীয় স্থান
[খ] এটা ছিল শিল্পকলার স্থান
[গ] এটা ছিল বাণিজ্যিক নগরী
[ঘ] এটা ছিল পর্যটন নগরী

৬৫. মহাস্থানের নাম কোন নাম থেকে এসেছে ধারণা করা হয়?
[ক] মহাজ্ঞান
[খ] মহাপান
[গ] মহাধাম
✅ মহাস্নান

৬৬. সিন্ধু সভ্যতার সুবৃহৎ স্নানাগারের আয়তন কত ছিল?
[ক] ১৮০×১১৮ ফুট
[খ] ১০৮×১১৮ ফুট
✅ ১৮০×১০৮ ফুট
[ঘ] ১১৮×১৬০ ফুট

৬৭. সিন্ধু সভ্যতা কখন ধ্বংসপ্রাপ্ত হয়?
✅ খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দে
[খ] খ্রিস্টপূর্ব ২৬০০ অব্দে
[গ] খ্রিস্টপূর্ব ২৭০০ অব্দে
[ঘ] খ্রিষ্টপূর্ব ২৮০০ অব্দে

৬৮. সিন্ধু নগরের রাস্তার প্রশস্ততা কেমন ছিল?
✅ ৯ থেকে ৩৪ ফুট
[খ] ৯ থেকে ৩০ ফুট
[গ] ৮ থেকে ৩৪ ফুট
[ঘ] ৮ থেকে ৩০ ফুট

৬৯. সোমপুর বিহারের চতুর্দিকে কয়টি ছোট কক্ষ রয়েছে?
[ক] ১৬৭টি
[খ] ১৮৭টি
✅ ১৭৭টি
[ঘ] ১৫৭টি

৭০. মহাস্থানগড় কাদের রাজধানী ছিল?
✅ মৌর্য রাজবংশের
[খ] আর্য রাজবংশের
[গ] সেন রাজবংশের
[ঘ] মুঘল রাজবংশের

৭১. সিন্ধু সভ্যতার অধিবাসীরা চাষ করত-
[ক] পাট
[খ] আখ
✅ বার্লি
[ঘ] ধান

৭২. নব্য প্রস্তর যুগে মানুষ হাতিয়ার তৈরি করে কেন?
✅ শিকার করতে
[খ] কৃষিকাজ করতে
[গ] যুদ্ধ করতে
[ঘ] আত্মরক্ষা করতে

৭৩. বৈরাগীর ভিটা সম্পর্কে কোনটি প্রযোজ্য।
[ক] কুমিল্লায় অবস্থিত
✅ বগুড়ায় অবস্থিত
[গ] নরসিংদীতে অবস্থিত
[ঘ] নওগায় অবস্থিত

৭৪. জন মার্শালের মতে, কোন জনগোষ্ঠী সিন্ধু সভ্যতার পতনকারী?
[ক] নর্ডিক
[খ] এস্কিমো
✅ দ্রাবিড়
[ঘ] লপ

৭৫. কোন সভ্যতা শক্তিশালী আর্থিক বুনিয়াদের ওপর প্রতিষ্ঠিত ছিল?
✅ সিন্ধু সভ্যতা
[খ] হিব্রু সভ্যতা
[গ] পারস্য সভ্যতা
[ঘ] ফিনীশীয় সভ্যতা

৭৬. 'সোমপুর বিহার' কোথায় অবস্থিত?
[ক] মহাস্থানগড়
✅ পাহাড়পুর
[গ] উয়ারি-বটেশ্বর
[ঘ] ময়নামতি

৭৭. চারপত্র মুড়া কী?
[ক] একটি চিঠি
✅ একটি মন্দির
[গ] একটি দলিল
[ঘ] একটি বই

৭৮. নব্যপ্রস্তর যুগের সর্বাপেক্ষা বড় আবিষ্কার কী?
[ক] নৌকা
[খ] গাড়ি
✅ চাকা
[ঘ] ঘর

৭৯. পাহাড়পুরের পূর্ব নাম কোনটি?
[ক] পুন্ড্রনগর
✅ সোমপুর
[গ] সমতট
[ঘ] হরিকেল

৮০. শালবন বিহার কোন প্রত্নতাত্ত্বিক স্থানের নিদর্শন?
[ক] মহাস্থানগড়
[খ] পাহাড়পুর
[গ] উয়ারি-বটেশ্বর
✅ ময়নামতি

৮১. টলেমী বর্ণিত 'সৌনাগড়া' বলা হয় কোন প্রত্নতাত্ত্বিক স্থানটিকে?
[ক] মহাস্থানগড়
[খ] পাহাড়পুর
✅ উয়ারি-বটেশ্বর
[ঘ] ময়নামতি

৮২. প্রাথমিক পর্যায়ে মানুষ কেমন ছিল?
✅ শিকারি ও খাদ্যসংগ্রহকারী
[খ] হিংসুক
[গ] চালাক প্রকৃতির
[ঘ] সহজ-সরল

৮৩. বাংলাদেশে সর্বশেষ আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনটি?
[ক] মহাস্থানগড়
[খ] পাহাড়পুর
✅ উয়ারি-বটেশ্বর
[ঘ] ময়নামতি

৮৪. সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত ছোট-বড়-মাঝারী ধরনের ধ্বংসাবশেষ প্রমাণ করে যে, সে সভ্যতায়-
[ক] বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক চর্চা ছিল
✅ নগর পরিকল্পনা ব্যবস্থা উন্নত ছিল
[গ] সামাজিক শ্রেণিবিভাজন উপস্থিত ছিল
[ঘ] বাড়িঘর নির্মাণে বিভিন্ন প্রতিষ্ঠান ছিল

৮৫. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
✅ করতোয়া
[খ] ধানসিড়ি
[গ] শীতলক্ষ্যা
[ঘ] কপোতাক্ষ

৮৬. পুন্ড্রনগর কোন সভ্যতার প্রাচীন নগর?
✅ মহাস্থানগড়
[খ] পাহাড়পুর
[গ] উয়ারি-বটেশ্বর
[ঘ] ময়নামতি

৮৭. যে সময়ে পশু পালন অর্থনীতির উদ্ভব ঘটে সে সময়টি কোন যুগের?
✅ নব্যপ্রস্তর যুগের
[খ] রোজা যুগের
[গ] লৌহ যুগের
[ঘ] তাম্র যুগের

৮৮. মানব সভ্যতা বিকাশের প্রথম ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল কোন যুগে?
[ক] নব্যপ্রস্তর যুগের
[খ] রোজা যুগের
✅ লৌহ যুগের
[ঘ] তাম্র যুগের

৮৯. কোন যুগের মানুষেরা কৃষিকে জীবিকার উপায় হিসেবে বেছে নেয়?
✅ নব্য প্রস্তর যুগের
[খ] রোজা যুগের
[গ] লৌহ যুগের
[ঘ] তাম্র যুগের

৯০. কুমিল্লা থেকে ময়নামতির অবস্থান কত মাইল দূরে?
[ক] ৭ মাইল পূর্বে
[খ] ৫ মাইল পশ্চিমে
✅ ৮ মাইল পশ্চিমে
[ঘ] ৯ মাইল পূর্বে

৯১. গোবিন্দ ভিটা কী নামে পরিচিত?
[ক] শিব মন্দির
[খ] কৃষ্ণ মন্দির
✅ বিষ্ণু মন্দির
[ঘ] গোকুল মন্দির

৯২. সোমপুর বিহার আবিষ্কৃত হওয়ার সময় খলিল জন্মগ্রহণ করে। খলিল কত সালে জন্মগ্রহণ করে?
✅ ১৯১৯
[খ] ১৯৩২
[গ] ১৯৩৪
[ঘ] ১৯৩৬

৯৩. আগুন ব্যবহারের কারণে মানুষের কী অবস্থা হয়?
✅ মানুষের আমূল পরিবর্তন হয়
[খ] পোশাকের পরিবর্তন হয়
[গ] জীবনযাত্রার মান বৃদ্ধি পায়
[ঘ] জীবনযাত্রার মান নিম্ন হয়

৯৪. নব্যপ্রস্তর যুগে কাদের মধ্যে জমি বন্টন করা হতো?
[ক] জমিদার
[খ] পরিবার প্রধান
✅ ক্ল্যান সর্দার
[ঘ] রাজা

৯৫. উয়ারি গ্রামে আবিষ্কৃত গড়ের বাহুর দৈর্ঘ্য কত?
✅ ৬০০ মি.
[খ] ৬১০ মি.
[গ] ৬২০ মি.
[ঘ] ৬৩৩ মি.

৯৬. পুন্ড্রনগরে প্রাপ্ত পোড়ামাটির ফলকটি কোন যুগের?
✅ পাল যুগের
[খ] রোজা যুগের
[গ] লৌহ যুগের
[ঘ] তাম্র যুগের

৯৭. পাহাড়পুর বিহারে কত খ্রিষ্টাব্দের একটি তাম্রফলক পাওয়া যায়?
✅ ৪৪৭-৪৭১ খ্রি:
[খ] ৪৪১-৪৭১ খ্রি:
[গ] ৪৪৯-৪৭১ খ্রি:
[ঘ] ৪৪৭-৪৭৮ খ্রি:

৯৮. পশু পালনের সূত্রপাত ঘটে কোন অঞ্চলে?
[ক] ইরাকে
[খ] ভারতে
✅ মিসরে
[ঘ] চীনে

৯৯. খাদ্য সংগ্রহ অর্থনীতি আলোচনা করলে কোন যুগের চিত্র ভেসে ওঠে?
✅ প্রাচীন প্রস্তরযুগ
[খ] নতুন প্রস্তরযুগ
[গ] লৌহযুগ
[ঘ] তাম্রযুগ

১০০. প্রাচীন প্রস্তর যুগের শেষদিকে মানুষ কী করতে শুরু করে?
[ক] পাখি শিকার
✅ নদী ও সমুদ্রে মাছ ধরা
[গ] কৃষি কাজ করা
[ঘ] অস্ত্র তৈরি
Share:

0 Comments:

Post a Comment