HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download. hsc sociology 2nd paper mcq guide pdf download.

সমাজবিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Sociology 2nd Paper
MCQ
Question and Answer pdf download

১. 'আকবরনামা' গ্রন্থের লেখক কে?
[ক] সম্রাট আকবর
✅ আবুল ফজল
[গ] রাজা রামমোহন রায়
[ঘ] আল-বেরুনী

২. বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
[ক] অজিত কুমার সেন
✅ এ কে নাজমুল করিম
[গ] রাধাকমল মুখার্জী
[ঘ] লেভি স্ট্রস

৩. ‘সমাজবিজ্ঞান সমীক্ষণ' বইটির রচয়িতা কে?
✅ ড. এ কে নাজমুল করিম
[খ] অধ্যাপক আফসার উদ্দিন
[গ] অধ্যাপক ফজলুর রশিদ হক
[ঘ] ড. রংগলাল সেন

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৫৮ সালে
✅ ১৯৫৭ সালে
[গ] ১৯৫৯ সালে
[ঘ] ১৯৬০ সালে

৫. বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার উপযুক্ত কারণ হলো-
i. বাংলাদেশের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য
ii. বাংলাদেশের পরিবার, বিবাহ ও সামাজিক সমস্যা সম্পর্কে জানার জন্য
iii. বাংলাদেশের অতীত ইতিহাস সম্পর্কে জানার জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজনীয়, কেননা সমাজবিজ্ঞান-
i. কোনো সমস্যার কারণ বিশ্লেষণ করে
ii. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক
iii. অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭. 'আইন-ই-আকবরী' গ্রন্থটি কোন ভারতীয় সমাজবিজ্ঞানীর রচনা?
[ক] সম্রাট আকবর
✅ আবুল ফজল
[গ] রাজা রামমোহন রায়
[ঘ] আল-বেরুনী

৮. কখন থেকে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকান্ডর ধারাবাহিক ইতিহাস পাওয়া যায়?
[ক] নবম শতকের প্রথমদিকে
✅ অষ্টম শতকের মাঝামাঝি
[গ] সপ্তম শতকের শেষদিকে
[ঘ] ষষ্ঠ শতকের মাঝামাঝি

৯. 'অর্থশাস্ত্র' গ্রন্থটি কার?
[ক] সম্রাট আকবর
✅ কৌটিল্য
[গ] রাজা রামমোহন রায়
[ঘ] আল-বেরুনী

১০. বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের 'স্বর্গস্বরূপ' বলে মন্তব্য করেন কে?
✅ ক্লদ লেডি স্ট্রস
[খ] ড. অনুপম সেন
[গ] এ কে নাজমুল করিম
[ঘ] ড. পেরি বেসেইনী

১১. ভারতীয় উপমহাদেশের সমাজ চিন্তার ইতিহাস কত বছরের পুরানো?
[ক] প্রায় এক হাজার বছর
✅ প্রায় দুই হাজার বছর
[গ] প্রায় তিন হাজার বছর
[ঘ] প্রায় চার হাজার বছর

১২. বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে?
✅ UNESCO
[খ] ILO
[গ] UNICEF
[ঘ] WHO

১৩. গুপ্ত যুগের রচনা কোনটি?
✅ কামসূত্র
[খ] অর্থশাস্ত্র
[গ] বেদ-সহিংতা
[ঘ] বেতাল পঞ্চবিংশতি

১৪. দেশের সামাজিক উন্নয়নে কোনটি বেশি প্রয়োজন?
✅ সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়
[খ] সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধি
[গ] বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়
[ঘ] পল্লী জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন

১৫. বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠার সাথে সরাসরি কোন নামটি জড়িত?
✅ ক্লদ লেডি স্ট্রস
[খ] ড. অনুপম সেন
[গ] এ কে নাজমুল করিম
[ঘ] ড. পেরি বেসেইনী

১৬. সামাজিক বিজ্ঞান সম্পর্কিত সুসংবদ্ধ চিন্তাভাবনা কাদের দ্বারা সূচিত হয়?
[ক] সক্রেটিস ও প্লেটো
✅ প্লেটো ও এরিস্টটল
[গ] প্লেটো ও ম্যাকাইভার
[ঘ] এরিস্টটল ও ম্যাকাইভার

১৭. 'Analysis of moral conscious' গ্রন্থটি কে লিখেছেন?
[ক] অজিত কুমার সেন
[খ] অধ্যাপক গানার
✅ জি এইচ ল্যাংগলী
[ঘ] রঙ্গলাল সেন

১৮. অধ্যাপক এ. কে. নাজমুল করিমের প্রথম ও বিখ্যাত গ্রন্থ কোনটি?
[ক] Positiue Philosophy
[খ] Social Philosophy
[গ] The Dynamics of Bangladesh Society
✅ Changing Society in India Pakistan and Bangladesh

১৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হওয়ার পূর্বে সমাজবিজ্ঞান কোন বিষয়ের অন্তর্ভুক্ত ছিল?
[ক] অর্থনীতি
[খ] ইতিহাস
✅ রাষ্ট্রবিজ্ঞান
[ঘ] সমাজকল্যাণ

২০. কত সালে অধ্যাপক নাজমুল করিম সমাজবিজ্ঞান বিভাগের দায়িত্ব গ্রহণ করেন?
✅ ১৯৫৮ সালে
[খ] ১৯৫৭ সালে
[গ] ১৯৫৯ সালে
[ঘ] ১৯৬০ সালে

২১. সমাজে মানুষের সামগ্রিক জীবন প্রণালি নিয়ে আলোচনা করে কোন বিষয়টি?
[ক] নৃবিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান
[গ] রাষ্ট্রবিজ্ঞান
[ঘ] জনবিজ্ঞান

২২. মানুষের চিন্তা জগতে আলোড়ন সৃষ্টির ক্ষেত্রে অধিক উপযোগী কোনটি?
[ক] ফরাসি বিপ্লব
[খ] শিল্প বিপ্লব
✅ ফরাসি ও শিল্পবিপ্লব
[ঘ] রূশ বিপ্লব

২৩. 'The Division of Labour' গ্রন্থটির রচয়িতা কে?
✅ Durkhelim
[খ] Marx
[গ] Comte
[ঘ] Weber

২৪. সুনীল যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে সেখানে ১৯৯২ সালে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। সুনীল কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে?
[ক] খুলনা বিশ্ববিদ্যালয়
[খ] ঢাকা বিশ্ববিদ্যালয়
✅ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
[ঘ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

২৫. সামাজিক বিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
✅ মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান
[খ] সমস্যার সমাধানকেন্দ্রিক বিজ্ঞান
[গ] বাস্তবতার বিজ্ঞান
[ঘ] প্রাকৃতিক বিজ্ঞান

২৬. 'Society' গ্রন্থের কে?
✅ ম্যাকাইভার ও পেজ
[খ] গিলিন ও গেলিন
[গ] ডেভিড পপোনো
[ঘ] এরিস্টটল

২৭. 'মানুষ স্বভাবতই সামাজিক জীব' - কে বলেছেন?
[ক] প্লেটো
✅ এরিস্টটল
[গ] সক্রেটিস
[ঘ] ম্যাক্স ওয়েবার

২৮. বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার অগ্রপথিক কে?
[ক] ক্লদ লেডি স্ট্রস
[খ] ড. অনুপম সেন
✅ এ কে নাজমুল করিম
[ঘ] ড. পেরি বেসেইনী

২৯. সমাজবিজ্ঞানকে 'মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান' বলার যৌক্তিকতা কী?
[ক] সমস্যার প্রকৃতি নির্ধারণে নিরপেক্ষতার প্রয়োজন হয় বলে
[খ] উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে বস্তুনিষ্ঠতার বিকল্প নেই বলে
✅ অন্যান্য বিষয়ের তুলনায় প্রায়োগিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায়
[ঘ] মানুষের মূল্যবোধ ও মানবতাবোধ নিয়ে কাজ করায়

৩০. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত সালে সমাজতত্ত্ব নামক আলাদা একটি বিভাগ চালু হয়?
✅ ১৯৭০ সালে
[খ] ১৯৫৭ সালে
[গ] ১৯৫৯ সালে
[ঘ] ১৯৬০ সালে

৩১. খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ডিসিপিস্ননের প্রথম প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন?
✅ সেলিনা আহমেদ
[খ] ড. অনুপম সেন
[গ] এ কে নাজমুল করিম
[ঘ] হাসিবুল হাসান

৩২. ১৯৫৭ সালের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের অন্তর্ভুক্ত কোর্স হিসেবে সমাজবিজ্ঞান বিষয় পড়ানো হতো?
✅ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
[খ] অর্থনীতি বিভাগ
[গ] ইতিহাস বিভাগ
[ঘ] ভূগোল বিভাগ

৩৩. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠ শুরু হয়?
. ১৯৭০ সালে
✅ ১৯৫৭ সালে
[গ] ১৯৫৯ সালে
[ঘ] ১৯৬০ সালে

৩৪. অগাস্ট কোঁৎ কোন দেশের সমাজবিজ্ঞানী ছিলেন?
[ক] যুক্তরাষ্ট্র
✅ ফ্রান্স
[গ] ভারত
[ঘ] ইতালি

৩৫. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
✅ ফজলুর রশিদ খান
[খ] ড. অনুপম সেন
[গ] এ কে নাজমুল করিম
[ঘ] হাসিবুল হাসান

৩৬. ব্যাপক অর্থে সমাজের যথার্থ বৈশিষ্ট্য কোনটি?
[ক] কিছুসংখ্যক মানুষের সংঘবদ্ধতা
[খ] সহযোগিতা ও দ্বনে্দ্বর বহিস্থরূপ
✅ মানুষের সকল ধরনের সম্পর্ক
[ঘ] পরিবার ও গোষ্ঠীকেন্দ্রিক আচরণ

৩৭. Positive Philosophy গ্রন্থটির কোন খন্ডে Sociology শব্দটির উৎপত্তি হয়?
[ক] ৩য় খন্ডে
[খ] ৪র্থ খন্ডে
[গ] ৫ম খন্ডে
✅ ৬ষ্ঠ খন্ডে

৩৮.ডব্লিউ ডব্লিউ হান্টারের লিখিত গ্রন্থের নাম কী?
[ক] Positive Philosophy
[খ] Sociology
✅ Imperial Gazetteer
[ঘ] Bengal History

৩৯. ব্যক্তিত্ব গঠন ও বিকাশে যুগান্তকারী ব্যাখ্যা দিয়েছেন কে?
✅ সিগমন্ড ফ্রয়েড
[খ] ডারউইন
[গ] লর্ড উইলিয়াম
[ঘ] অগাস্ট কোঁৎ

৪০. কোন যুগে মানব জ্ঞান ছিল প্রধানত কল্পনাশ্রয়ী?
[ক] প্রাচীন ও আধুনিক যুগে
✅ প্রাচীন ও মধ্যযুগে
[গ] মধ্য ও আধুনিক যুগে
[ঘ] মধ্যযুগে

৪১. বাংলাদেশে সমাজবিজ্ঞান বিভাগ কত সালে একটি স্বতন্ত্র বিভাগের মর্যাদা পায়।
[ক] ১৯৭০ সালে
✅ ১৯৫৭ সালে
[গ] ১৯৫৯ সালে
[ঘ] ১৯৬০ সালে

৪২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
✅ ড. পেরি বেসাইনী
[খ] ড. অনুপম সেন
[গ] এ কে নাজমুল করিম
[ঘ] হাসিবুল হাসান

৪৩. সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হলো-
i. ব্যক্তি, গোষ্ঠী এবং বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক
ii. সমাজের শ্রেণিবিন্যাস, শ্রেণিগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক
iii. সমাজের কল্যাণ ও কৃষি উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৪. সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন-
i. সামাজিক সমস্যা দূর করতে
ii. সমাজ সংস্কার করতে
iii. সামাজিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে জ্ঞানলাভ করতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে বাঙালি বুদ্ধিজীবীরা অনুপ্রাণীত হন-
i. অগাস্ট কোঁতের ধ্যান-ধারণা দ্বারা
ii. বেহামের ধ্যান-ধারণা দ্বারা
iii. লেভি-স্ট্রসের ধ্যান-ধারণা দ্বারা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে একজন মানুষ সমাজের-
i. আত্মসচেতন মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়
ii. শ্রেণি সচেতন সদস্য হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়
iii. উচ্ছ্বল জীবনযাপনের প্রতি আকৃষ্ট হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৭. যা মানুষকে তার আদিম প্রকৃতি ও সমাজব্যবস্থা থেকে উত্তরণ করেছে-
[ক] পৌরনীতি
✅ সমাজবিজ্ঞান
[গ] অর্থনীতি
[ঘ] ইতিহাস

৪৮. বর্তমানে সমাজবিজ্ঞান বিষয় চালু আছে-
i. জাতীয় বিশ্ববিদ্যালয়ে
ii. প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে
iii. পাবলিক বিশ্ববিদ্যালয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯. বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয় অনস্বীকার্য; কেননা এটি-
i. আর্থ-সামাজিক পরিবর্তন সম্পর্কে জানতে সাহায্য করে
ii. আর্থ-সামাজিক নীতি নির্ধারণ এবং তার বাস্তবায়নের জন্য উপযুক্ত দিক নির্দেশনা প্রদান করে
iii. ব্যবহারিক বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করা যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫০. সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু হলো-
i. সমাজকাঠামো
ii. পারস্পরিক সম্পর্ক
ii. রাজনৈতিক কার্যাবলি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও:
'ক' যে বিষয় নিয়ে পড়াশুনা করে সেটা মানুষের দল ব্যবস্থা, আচরণ ইত্যাদি নিয়ে আলোচনা করে। বিষয়টি শিল্প সমাজের সাথে সম্পৃক্ত।

৫১. 'ক' এর পঠিত বিষয় কোনটি?
[ক] নৃবিজ্ঞান
[খ] অর্থনীতি
[গ] প্রত্নতত্ত্ব
✅ সমাজবিজ্ঞান

৫২. উক্ত বিষয়ের জ্ঞান কোন ক্ষেত্রে বেশি কাজে লাগতে পারে?
[ক] প্রযুক্তিগত উন্নয়নে
[খ] নদী ভাঙন
[গ] অবকাঠামো উন্নয়নে
✅ বস্তি সমস্যা সমাধানে

নিচের উদ্দীপকটি পড়ে ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও:
ইউনেস্কো বিশেষজ্ঞ মিশনের প্রতিনিধি হলেন 'ক', যার আন্তরিক সহযোগিতা ছাড়া বাংলাদেশে সমাজবিজ্ঞানে পাঠের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন অলিক কল্পনা ছিল।

৫৩. উদ্দিপকে 'ক' দ্বারা কাকে বোঝানো হয়েছে?
[ক] সম্রাট আকবর
✅ লেভি স্ট্রস
[গ] রাজা রামমোহন রায়
[ঘ] আল-বেরুনী

৫৪. যে বিষয়গুলো শিক্ষার ব্যবস্থা করার জন্য তিনি বাংলাদেশে এসেছিলেন-
i. সমাজবিজ্ঞান
ii. সমাজ মনোবিজ্ঞান
iii. নৃবিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৫. 'Changing Society in India and Pakistan: A Study in Social Change and Social Stratification' গ্রন্থটি কে রচনা করেন?
[ক] সম্রাট আকবর
✅ নাজমুল করিম
[গ] রাজা রামমোহন রায়
[ঘ] আল-বেরুনী

৫৬. প্রাচীন ভারতীয় উপমহাদেশের দার্শনিকরা কোন বিষয়ে অধিক গুরুত্বারোপ করেছিলেন?
[ক] অর্থনৈতিক বিষয়
[খ] সামাজিক বিষয়
[গ] রাজনৈতিক বিষয়
✅ ধর্মীয় বিষয়

৫৭. ফ্রান্সে প্রাতিষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞানের চর্চা শুরু হয় কত সালে?
[ক] ১৯৭০ সালে
✅ ১৮৩৯ সালে
[গ] ১৯৫৯ সালে
[ঘ] ১৯৬০ সালে

৫৮. সুনীল যে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, সেখানে ১৯৯২ সালে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। সুনীল কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন?
[ক] খুলনা বিশ্ববিদ্যালয়
[খ] ঢাকা বিশ্ববিদ্যালয়
✅ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
[ঘ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৫৯. বাংলাদেশে সর্বপ্রথম সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
[ক] ১৯৭০ সালে
✅ ১৯৫৭ সালে
[গ] ১৯৫৯ সালে
[ঘ] ১৯৬০ সালে

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৬০. কোন ফরাসি সামাজিক বিজ্ঞানীর সহায়তায় বাংলাদেশে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করা সম্ভব হয়?
[ক] সম্রাট আকবর
✅ ক্লদ লেভি স্ট্রস
[গ] আল-বেরুনী
[ঘ] আল-বেরুনী

৬১. সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান' বলার যৌক্তিকতা কী?
✅ সমস্যার প্রকৃতি নির্ধারণে নিরপেক্ষতার প্রয়োজন হওয়ায়
[খ] উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে বস্তুনিষ্ঠতার বিকল্প নেই বলে
[গ] অন্যান্য বিষয়ের তুলনায় প্রায়োগিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায়
[ঘ] মানুষের মূল্যবোধ ও মানবতাবোধ নিয়ে কাজ করায়

৬২. বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকদের অবদান অগ্রগণ্য?
[ক] খুলনা বিশ্ববিদ্যালয়ের
✅ ঢাকা বিশ্ববিদ্যালয়ের
[গ] শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
[ঘ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের

৬৩. 'আইন-ই আকবরি' গ্রন্থটির লেখক কে?
[ক] সম্রাট আকবর
✅ আবুল ফজল
[গ] নূর মোহাম্মদ
[ঘ] আল-বেরুনী

৬৪. ক্লদ লেভি স্ট্রস বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের 'স্বর্গস্বরূপ' বলেছেন কেন?
✅ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজাতির আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে
[খ] ময়মনসিংহের গারোদের জীবনধারা দেখে
[গ] রাজশাহীর সাঁওতালদের জীবনধারা দেখে
[ঘ] সিলেটের মণিপুরিদের জীবনধারা দেখে

৬৫. সমাজবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু হলো-
i. সমাজ কাঠামো
ii. অনুষ্ঠান-প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক
iii. অর্থনৈতিক কার্যাবলি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. সমাজবিজ্ঞান সম্পর্কে কট্টর সমালোচকদের মতামত হলো-
i. বিজ্ঞানের আবিষ্কৃত সত্যের ওপর প্রতিষ্ঠিত নয়
ii. বাস্তব জীবনের অবস্থা নিয়ে আলোচনা করে না
iii. সমস্যা সমাধানের পথ দেখায় না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৭. বাংলাদেশে সমাজবিজ্ঞান শাস্ত্রের যথাযথ বিকাশের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা নিরসনের জন্য প্রয়োজন-
i. সমাজবিজ্ঞান বিষয়ক মৌলিক গ্রন্থ রচনা বা অনুবাদ করা
ii. শিক্ষাপ্রতিষ্ঠানে যুগোপযোগী পাঠ্যসূচি প্রণয়ন করা
iii. পাশ্চাত্যের প্রতিপাদ্যের ভিত্তিতে গবেষণা কাজ সম্পন্ন করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৬৮ ও ৬৯ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব কামরুল হাসান বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টি পড়ান, তা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর যৌথ সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

৬৮. অনুচ্ছেদে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
[ক] সমাজকল্যাণ
✅ সমাজবিজ্ঞান
[গ] অর্থনীতি
[ঘ] রাষ্ট্রবিজ্ঞান

৬৯. উক্ত বিষয় সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো-
i. বাংলাদেশে বিষয়টির প্রথম অধ্যক্ষ ছিলেন ড. পেরী বেসাইনী
ii. ক্লদ লেভি স্ট্রস বাংলাদেশে বিষয়টির প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করেন
iii. ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিষয়টির পাঠ শুরু হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৭০ ও ৭১ নং প্রশ্নের উত্তর দাও:
জামিল সাহেব সুদীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে এসে সমাজের রীতিনীতিগুলো ভালোভাবে জানার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে তার অধ্যাপক বন্ধু হাসানুজ্জামান সাহেবের সাথে কথা বললে তিনি তাকে একটি বিষয় পাঠ করার পরামর্শ দেন।

৭০. জামিল সাহেবের বন্ধু কোন বিষয় পাঠের পরামর্শ দেন?
[ক] সমাজকল্যাণ
✅ সমাজবিজ্ঞান
[গ] অর্থনীতি
[ঘ] রাষ্ট্রবিজ্ঞান

৭১. উক্ত বিষয়ের জ্ঞান জামিল সাহেবকে-
i. অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়তা করবে
ii. সমাজের শ্রেণিবিন্যাস বুঝতে সাহায্য করবে
iii. সমাজ কাঠামো সম্পর্কে জ্ঞান দান করবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭২. 'আইন-ই-আকবরী' কার লেখা?
[ক] সম্রাট আকবর
✅ আবুল ফজল
[গ] নূর মোহাম্মদ
[ঘ] আল-বেরুনী

৭৩. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৭০ সালে
✅ ১৮৫৭ সালে
[গ] ১৯৫৯ সালে
[ঘ] ১৯৬০ সালে

৭৪. ১৯৫০ সালে প্রখ্যাত ফরাসি প্রফেসর লেভি স্ট্রস বাংলাদেশে আসেন -
i. কূটনৈতিক উদ্দেশ্যে
ii. ভ্রমণের উদ্দেশ্যে
iii. সমাজবিজ্ঞান পঠন-পাঠনের সম্ভাব্যতা যাচাই-এর উদ্দেশ্যে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব 'এ' ছিলেন মূলত রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। তিনি ঢাকা কলেজে কর্মরত ছিলেন। বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে তার অবদানের কারণে তাকে বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয়।

৭৫. উদ্দীপকে বাংলাদেশের কোন সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে?
[ক] রংগলাল সেন
[খ] অজিত কুমার সেন
✅ এ কে নাজমুল করিম
[ঘ] মোবারক হোসেন

৭৬. উক্ত সমাজবিজ্ঞানীর বইগুলো হলো-
i. সমাজবিজ্ঞান সমীক্ষণ
ii. সমাজবিজ্ঞান
iii. Changing Society In India and Pakistan

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. প্রাচ্যের সামাজিক বিজ্ঞানের অগ্রদূত বলা যায় কাকে?
[ক] বাৎসায়ন
✅ কৌটিল্য
[গ] পতঞ্জলি
[ঘ] চন্দ্রগামী

৭৮. প্লেটো ও এরিস্টটলের সৃষ্টিকর্মে কোন বৈশিষ্ট্যটি লক্ষণীয়?
[ক] কল্পনাশ্রয়ী অবরোহ পদ্ধতি
✅ মানুষ সম্পর্কিত অতীন্দ্রিয় ধ্যানধারণা
[গ] অধিকতর সামাজিক বাস্তববাদ
[ঘ] আদর্শ সামাজিক ব্যবস্থার রূপায়ণ

৭৯. অগাস্ট কোঁৎ তার প্রধান গ্রন্থে মানব জ্ঞানকে ভাগ করেন-
i. ধর্মকেন্দ্রিক স্তরে
ii. অতীন্দ্রিয় স্তরে
iii. দৃষ্টিবাদ স্তরে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের মতানুযায়ী সমাজবিজ্ঞান পাঠের-
i. সামাজিক মূল্য রয়েছে
ii. রাজনৈতিক মূল্য রয়েছে
iii. ব্যক্তিগত মূল্য রয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও:
তাহমিনা খানম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একজন ছাত্রী সম্প্রতি লেখাপড়া শেষ করে তিনি একটি বেসরকারি এনজিওতে কর্মরত রয়েছেন। দুস্থ মানুষকে সহায়তা প্রদানের পাশাপাশি তিনি তার অধীত বিষয়ের জ্ঞানকে আরও নানা ক্ষেত্রে কাজে লাগান।

৮১. তাহমিনা খানমের অধ্যয়নরত বিভাগটি উক্ত বিশ্ববিদ্যালয়ে খোলা হয় কত সালে?
[ক] ১৯৭০ সালে
✅ ১৯৫৭ সালে
[গ] ১৯৫৯ সালে
[ঘ] ১৯৬০ সালে

৮২. তাহমিনা খানম তার অধীনে বিষয়ের জ্ঞানকে আরও যেসব ক্ষেত্রে কাজে লাগাতে পারেন তা হলো-
i. শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতি
ii. সামাজিক অগ্রগতি
ii. সামাজিক কাঠামো নির্ণয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. কোনটি সমাজবিজ্ঞান বিকাশের ভিত্তি রচনা করেছিল?
✅ মানুষের প্রকৃতিকে জানার প্রচেষ্টা
[খ] মানুষের সমাজ জনার প্রচেষ্টা
[গ] মানুষের ইতিহাস জানার প্রচেষ্টা
[ঘ] মানুষের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা

৮৪. 'The Prince' কার রচিত গ্রন্থ?
✅ ম্যাকিয়াভেলির
[খ] এরিস্টটলের
[গ] প্লেটোর
[ঘ] জন লকের

৮৫. অগাস্ট কোঁৎকে সমাজবিজ্ঞানের জনক বলার কারণ হলো-
[ক] সমাজবিজ্ঞানের ক্ষেত্রে অবদানের জন্য
✅ সমাজবিজ্ঞানের ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক অনুপ্রেরণার জন্য
[গ] সমাজবিজ্ঞানকে শ্রেষ্ঠত্ব দানের জন্য
[ঘ] সমাজবিজ্ঞানকে স্বতন্ত্র বিজ্ঞানপ্রমাণ করার জন্য

৮৬. কখন মুসলমানরা ভারতবর্ষের শাসন ক্ষমতায় আসে?
[ক] মৌর্য যুগের পর
[খ] তের শতকের পর
✅ গুপ্ত যুগের পর
[ঘ] চৌদ্দ শতকের পর

৮৭. আল-বেরুনি কেন ভারতবর্ষে আসেন?
[ক] ধর্মচর্চার জন্য
[খ] দর্শনচর্চার জন্য
[গ] বিজ্ঞানচর্চার জন্য
✅ জ্ঞান-বিজ্ঞান ও দর্শনচর্চার জন্য

৮৮. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়?
[ক] ১৯৭০ সালে
✅ ১৯১৭ সালে
[গ] ১৯৫৯ সালে
[ঘ] ১৯৬০ সালে

৮৯. প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত কোন বিশ্ববিদ্যালয়?
[ক] খুলনা বিশ্ববিদ্যালয়
✅ ঢাকা বিশ্ববিদ্যালয়
[গ] শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
[ঘ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৯০. বাংলাদেশে সমাজবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত কে?
✅ অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিম
[খ] রেজাউল করিম
[গ] অজিত কুমার সেন
[ঘ] রাধাকমল মুখার্জী

৯১. 'The Dynamics of Bangladesh Society' গ্রন্থটি কে রচনা করেন?
✅ অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিম
[খ] রেজাউল করিম
[গ] অজিত কুমার সেন
[ঘ] রাধাকমল মুখার্জী

৯২. কৌটিল্য রচিত গ্রন্থ হলো-
i. অর্থশাস্ত্র
ii. সমাজ সমীক্ষণ
iii. কামসূত্র

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৩ ও ৯৪নং প্রশ্নের উত্তর দাও:
ঢাকার ওয়ারিতে বসবাস করেন শেফালি বেগম। তিনি বহুদিন আমেরিকায় ছিলেন। সম্প্রতি দেশে ফিরে সামাজিক রীতিনীতি সম্পর্কে জানার চেষ্টা করছেন।

৯৩. শেফালি বেগম সামাজিক রীতিনীতি জানার জন্য কোন বিষয়ের সহায়তা নিতে পারেন?
[ক] পৌরনীতি
✅ সমাজবিজ্ঞান
[গ] অর্থনীতি
[ঘ] ইতিহাস

৯৪. শেফালি বেগম সামাজিক রীতিনীতি জানতে পারলে-
i. অন্যের অভ্যাস বুঝতে পারবেন
ii. অন্যের সাথে ভালোভাবে মিশতে পারবেন
iii. অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারবেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৫ ও ৯৬নং প্রশ্নের উত্তর দাও:
ভারতের একটি রাজ্যে বাংলাদেশি ছাত্র পড়ালেখা করে। ওই রাজ্যের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়ে সমাজ, সামাজিকীকরণ, সামাজিক সমস্যা, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি বিষয়ের ওপর স্বতন্ত্র একটি বিভাগ চালু করা হয়।

৯৫. বাংলাদেশে এ ধরনের একটি বিভাগ কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়?
[ক] ১৯৭০ সালে
✅ ১৯৫৭ সালে
[গ] ১৯৫৯ সালে
[ঘ] ১৯৬০ সালে

৯৬. উক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরনের একটা স্বতন্ত্র বিভাগের বিকাশে কাজ করেছেন-
i. ড. এ. কে. নাজমুল করিম
ii. অধ্যাপক পিয়েরি বেসাইনি
iii. ড. মোহাম্মদ ইউনূস

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে?
✅ ইউনেস্কো
[খ] ইউসেফ
গ আই.এল.ও
[ঘ] বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৯৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
✅ ড. পেরি বেসাইনি
[খ] রেজাউল করিম
[গ] অজিত কুমার সেন
[ঘ] রাধাকমল মুখার্জী

৯৯. ড. অনুপম সেন কোন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের অধ্যাপক?
[ক] খুলনা বিশ্ববিদ্যালয়
[খ] ঢাকা বিশ্ববিদ্যালয়
[গ] শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
✅ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১০০. 'Society' গ্রন্থের লেখক কে?
✅ ম্যাকাইভার ও পেজ
[খ] গিলিন ও গেলিন
[গ] ডেভিড পোপেনো
[ঘ] এরিস্টটল
Share:

0 Comments:

Post a Comment