এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download. hsc sociology 1st paper mcq guide pdf download.
সমাজবিজ্ঞান
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬
HSC Sociology 1st Paper
MCQ
Question and Answer pdf download
১. মানুষের জৈব-মানসিক সত্তা প্রভাবিত হয় কী দ্বারা?
✅ ভৌগোলিক পরিবেশ
[খ] সামাজিকীকরণ
[গ] বংশগতি
[ঘ] সামাজিক গোষ্ঠী
২. মানবজীবনের অপরিহার্য শর্ত কোনটি?
[ক] উচ্চ সামাজিক মর্যাদা
✅ উপযুক্ত ভৌগোলিক পরিবেশ
[গ] সামাজিক স্তরবিন্যাস
[ঘ] সামাজিক গতিশীলতা
৩. Civilization and Climate গ্রন্থের রচয়িতা কে?
[ক] প্যাসকুয়াল গিসবার্ট
[খ] ম্যাকাইভার
✅ হানটিংটন
[ঘ] পিয়ারসন
৪. সমাজজীবনের কোনটি ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত?
[ক] সামাজিক কর্মকা-
[খ] রাজনৈতিক কর্মকা-
[গ] ধর্মীয় কর্মকা-
✅ অর্থনৈতিক কর্মকা-
৫. সমাজজীবনকে মৌলভাবে প্রভাবিত করে এমন সব উপাদানের মধ্যে সমাজবিজ্ঞানীরা কয়টি উপাদানকে বিশেষ গুরুত্বসহকারে সনাক্ত করেছেন?
[ক] দুইটি
[খ] তিনটি
✅ চারটি
[ঘ] পাঁচটি
৬. অত্যধিক শীতল অঞ্চলে মানুষ কোনটি গড়ে তুলতে পারে না?
[ক] জনবসতি
[খ] ঘরবাড়ি
✅ সভ্যতা
[ঘ] শিল্প কারখানা
৭. কোন অঞ্চলের মানুষ সাধারণত কর্মশক্তিতে বলীয়ান ও উদ্যমশীল হয়?
[ক] উষ্ণ অঞ্চলের
✅ নাতিশীতোষ্ণ অঞ্চলের
[গ] পাহাড়ি অঞ্চলের
[ঘ] নিম্নাঞ্চলের
৮. সমাজজীবনকে কোন পরিবেশের অন্যতম ফসল বলা হয়ে থাকে?
[ক] সংস্কৃতি
✅ ভৌগোলিক
[গ] রাজনৈতিক
[ঘ] সামাজিক
৯. ‘প্রকৃতি মানুষের জন্য যা কিছু নিয়োজিত রেখেছে তার সমন্বয়ে ভৌগোলিক পরিবেশ গঠিত'-উক্তিটি কার?
[ক] প্যাসকুয়াল গিসবার্টের
✅ ম্যাকাইভারের
[গ] হানটিংটনের
[ঘ] পিয়ারসনের
১০. বনাঞ্চল, পশুপক্ষী প্রভৃতি সমাজজীবনকে মৌলভাবে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের অন্তর্ভুক্ত?
[ক] জৈবিক উপাদান
✅ ভৌগোলিক উপাদান
[গ] সামাজিক উপাদান
[ঘ] সাংস্কৃতিক উপাদান
১১. মানব সভ্যতার অগ্রগতির মূলে কীসের প্রভাব রয়েছে?
[ক] সামাজিক পরিবেশ
[খ] রাজনৈতিক পরিবেশ
✅ ভৌগোলিক পরিবেশ
[ঘ] সাংস্কৃতিক পরিবেশ
১২. কোনটি ভৌগোলিক উপাদানের উদাহরণ?
[ক] শিক্ষা
✅ ঋতু
[গ] সংস্কৃতি
[ঘ] গোষ্ঠী
১৩. কৃষিকাজের জন্য কেমন জলবায়ু উপযোগী?
[ক] উষ্ণ জলবায়ু
[খ] শীতল জলবায়ু
✅ নাতিশীতোষ্ণ জলবায়ু
[ঘ] মৌসুমী জলবায়ু
১৪. চুনাপাথর পাওয়া সাপেক্ষে কোথায় সিমেন্ট শিল্পের বিকাশ ঘটেছে?
[ক] মৌলভীবাজারে
[খ] কুষ্টিয়ায়
[গ] শ্রীমঙ্গলে
✅ ছাতকে
১৫. বাংলাদেশের সিলেট অঞ্চলে অধিক পরিমাণ চায়ের চাষ হওয়ার প্রধান কারণ কোনটি?
[ক] গ্রীষ্মপ্রধান অঞ্চল হওয়া
[খ] শীতপ্রধান অঞ্চল হওয়া
✅ প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়া
[ঘ] পাহাড়িয়া অঞ্চল হওয়া
১৬. কোন অঞ্চলে তাঁত শিল্প গড়ে উঠেছে?
[ক] রংপুর অঞ্চলে
[খ] পদ্মার উপকূলে দোহার অঞ্চলে
[গ] সিলেট অঞ্চলে
✅ শীতলক্ষ্যার উপকূলে ডেমরা অঞ্চলে
১৭. বাংলাদেশের ঘরের জানালাগুলোতে সানসেড লাগানো হয় কেন?
✅ বর্ষার বৃষ্টি থেকে রক্ষা করার জন্য
[খ] চোর-ডাকাত থেকে বাঁচার জন্য
[গ] রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য
[ঘ] ঝড়ো বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য
১৮. কোন এলাকায় ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছে?
[ক] পাহাড়ি এলাকায়
✅ হাওর এলাকায়
[গ] সমুদ্রতীরবর্তী এলাকায়
[ঘ] চর এলাকায়
১৯. সাধারণত কোন অঞ্চলের মানুষ কৃষ্ণবর্ণের হয়ে থাকে?
[ক] মরু অঞ্চলের
✅ গ্রীষ্মপ্রধান অঞ্চলের
[গ] শীতপ্রধান অঞ্চলের
[ঘ] নাতিশীতোষ্ণ অঞ্চলের
২০. সাধারণত কোন অঞ্চলের মানুষ শ্বেত বর্ণের হয়ে থাকে?
[ক] মরু অঞ্চলের
[খ] গ্রীষ্মপ্রধান অঞ্চলের
✅ শীতপ্রধান অঞ্চলের
[ঘ] নাতিশীতোষ্ণ অঞ্চলের
২১. কার গবেষণায় লক্ষণীয় যে, একটি নির্দিষ্ট তাপমাত্রার মানসিক দক্ষতা ও বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি দেখা যায়?
✅ হানটিংটন
[খ] আলফ্রেড নোবেল
[গ] স্টিফেন হকিংস
[ঘ] সি ভি রমন
২২. কখন মানুষ বেশি পরিশ্রম করেও পরিশ্রান্ত হয় না, ক্ষুধা কম অনুভব করে এবং দিনেও ঘুম কম আসে?
[ক] গ্রীষ্মকালে
✅ শীতকালে
[গ] বর্ষাকালে
[ঘ] বসন্তকালে
২৩. গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষের কম বয়সে যৌবন প্রাপ্তি ঘটে কেন?
✅ খাবারের কারণে
[খ] জলবায়ুর কারণে
[গ] ভৌগোলিক কারণে
[ঘ] পরিবেশের কারণে
২৪. কোন অঞ্চলের মানুষ কঠোর পরিশ্রমী হয়ে থাকে?
[ক] সমতল অঞ্চলে
[খ] মরু অঞ্চলে
✅ পাহাড়ি অঞ্চলে
[ঘ] সমুদ্রতীরবর্তী অঞ্চলে
২৫. সাধারণত কোন অঞ্চলের জমির সীমানা নির্ধারণ নিয়ে গোলমাল ও মামলা-মোকদ্দমা হয়ে থাকে?
[ক] সমতল অঞ্চলে
[খ] মরু অঞ্চলে
✅ চর অঞ্চলে
[ঘ] সমুদ্রতীরবর্তী অঞ্চলে
২৬. মন্টেস্কুর মতে উষ্ণ জলবায়ু কীরূপ শাসনের অনুকূলে?
[ক] রাজতান্ত্রিক
[খ] গণতান্ত্রিক
[গ] সমাজতান্ত্রিক
✅ স্বৈরতান্ত্রিক
২৭. কার মতে, বাতাসে আর্দ্রতার পরিমাণ মানুষের স্বাস্থ্য শক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান?
✅ হান্টিংটন
[খ] গবিন
[গ] ম্যাকাইভার
[ঘ] কার্ল পিয়ারসন
২৮. বাংলাদেশের রাজশাহীতে প্রচুর রেশম জন্মে। যেজন্যে সেখানে রেশম শিল্প গড়ে উঠেছে। রাজশাহীতে কোনটির প্রভাবে রেশম শিল্প গড়ে উঠেছে?
✅ ভৌগোলিক উপাদানের
[খ] দক্ষ শ্রমিকের
[গ] জলবায়ুর
[ঘ] অর্থনৈতিক উপাদানের
২৯. সমাজবিজ্ঞানীরা মানবক্রিয়াকে কয় ভাগে ভাগ করেন?
✅ ৬
[খ] ৫
[গ] ৭
[ঘ] ৩
৩০. মন্টেস্কুর মতে, এশীয় সমাজে কীরূপ সরকারি নীতি বেশি দেখা যায়?
[ক] গণতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] রাজতান্ত্রিক
✅ স্বৈরাচারী
৩১. ভৌগোলিক অবস্থার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এমন মানবক্রিয়া হচ্ছে-
i. উদ্ভিদের চাষ
ii. খনিজ পদার্থের শোষণ
iii. রাস্তাঘাটের বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২. মানুষের জীবনে পোশাকের ভূমিকা অনস্বীকার্য -
i. শরীরকে শীত ও তাপ থেকে রক্ষায়
ii. লজ্জা নিবারণে
iii. সৌন্দর্য বৃদ্ধিকরণে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৩. প্রত্যেকটা প্রযুক্তিই কীসের ফল?
[ক] অর্থনৈতিক অগ্রগতির
[খ] সামাজিক অগ্রগতির
✅ সাংস্কৃতিক অগ্রগতির
[ঘ] রাজনৈতিক অগ্রগতির
৩৪. ভৌগোলিক পরিবেশের বিচ্ছিন্নতাকে নির্দেশ করে-
i. সমভূমি
ii. নিচু ভূমি
iii. পাহাড়ি অঞ্চল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও:
চীনের চাংচিয়াং নদীকে কেন্দ্র করে প্রায় ৫ হাজার বছর পূর্বে গড়ে উঠেছিল সানসিংতুন নগর সভ্যতা। নদীভাঙন, বন্যা প্রভৃতি কারণে প্রায় ৩ হাজার বছর পূর্বে এ সভ্যতাকে কিনশা এলাকায় স্থানান্তরিত করা হয় এবং সানসিংতুন হয়ে পড়ে জনশূন্য।
৩৫. সানসিংতুন সভ্যতা গড়ে উঠতে সমাজজীবনের কোন উপাদানটি মুখ্য ভূমিকা পালন করেছিল?
[ক] সংস্কৃতি
✅ ভৌগোলিক
[গ] রাজনৈতিক
[ঘ] সামাজিক
৩৬. উন্তু সভ্যতা গড়ে ওঠার দিক থেকে সাদৃশ্য রয়েছে-
i. মেসোপটেমীয় সভ্যতার
ii. সিন্ধু সভ্যতার
iii. মিশরীয় সভ্যতার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭. সুন্দরবন এলাকায় জলদস্যুদের আস্তানা বেশি হওয়ার কারণ-
[ক] বিদ্যমান সামাজিক পরিবেশ
[খ] বংশানুক্রমে ঐ এলাকার লোকজন জলদস্যু
✅ বিদ্যমান ভৌগোলিক পরিবেশ
[ঘ] অর্থনৈতিক সংকট
৩৮. কোন অঞ্চল মানবসভ্যতা বিকাশে বেশি উপযোগী?
[ক] মরু অঞ্চল
[খ] গ্রীষ্মপ্রধান অঞ্চল
[গ] শীতপ্রধান অঞ্চল
✅ নাতিশীতোষ্ণ অঞ্চল
৩৯. ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার ওপর বিশেষ প্রভাব রাখে?
[ক] ঋতু
[খ] বৃষ্টি
✅ তাপমাত্রা
[ঘ] বনাঞ্চল
৪০. ভৌগোলিক অবস্থানগত কারণে গড়ে উঠেছে-
i. রেশম শিল্প
ii. চা শিল্প
iii. কুটির শিল্প
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪১ ও ৪২নং প্রশ্নের উত্তর দাও:
নাজমুল যমুনা নদীর তীরে বসবাস করে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের আবাসিক ছাত্র। প্রতি বৎসর সে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম হয়।
৪১. নাজমুলের চারিত্রিক বৈশিষ্ট্যে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়?
✅ ভৌগোলিক উপাদানের
[খ] দক্ষ শ্রমিকের
[গ] জলবায়ুর
[ঘ] অর্থনৈতিক উপাদানের
৪২. উক্ত উপাদানটি প্রভাব বিস্তার করে-
i. সভ্যতা বিকাশের ক্ষেত্রে
ii. পেশা নির্ধারণের ক্ষেত্রে
iii. বুদ্ধিবৃত্তি বিকাশের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও:
দৈনিক পত্রিকার আজকের কয়েকটি শিরোনাম:
১. ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা শতাধিক
২. সুন্দরবনে বাঘের থাবায় কাঠুরিয়ার মৃত্য
৪৩. উদ্দীপকের ১ ও ২ নং শিরোনাম সমাজজীবনের কোন উপাদানের প্রভাবকে নির্দেশ করে?
✅ ভৌগোলিক উপাদান
[খ] দক্ষ শ্রমিকের
[গ] জলবায়ুর
[ঘ] অর্থনৈতিক উপাদান
৪৪. উদ্দীপকের বিষয় দুটির ওপর প্রভাব বিস্তারকারী উপাদান সমাজজীবনের আর যে সকল ক্ষেত্রে প্রভাব বিস্তার করে তা হলো-
i. গৃহ নির্মাণের উপর
ii. বণ্টনের উপর
iii. যাতায়াত ব্যবস্থার উপর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও:
বিশ্ব অলিম্পিকে A দেশের দৌড়বিদ মি. 'ক' বিগত বছরের মতো এবারও ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জয়ের ধারা অব্যাহত রেখেছে। আশির দশকে তার দাদাও স্বর্ণ জয় করেছিল। এবার তার পাশাপাশি তার সহযোগীও সাফল্যের ধারা রক্ষা করেছে। গবেষণা ফলাফলে দেখা যায় যে, তাদের সাফল্যের পিছনে খাদ্যাভ্যাস, জলবায়ু, দক্ষতা ও অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
✅ ভৌগোলিক উপাদানের
[খ] দক্ষ শ্রমিকের
[গ] জলবায়ুর
[ঘ] অর্থনৈতিক উপাদানের
৪৬. উদ্দীপকে গবেষণা ফলাফল যে উপাদানের প্রভাবকে নির্দেশ করেছে তা হলো-
i. ভৌগোলিক
ii. জৈবিক
iii. সাংস্কৃতিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৭. প্রকৃতিকে কাজে লাগাতে গিয়ে মানুষ প্রথমে কীসের উদ্ভাবন করেছে?
✅ হাতিয়ার
[খ] চাকা
[গ] বাষ্প ইঞ্জিন
[ঘ] নৌকা
৪৮. চর এলাকায় অপরাধ বেশি হওয়ার কারণ কী?
[ক] বংশ সূত্রে এরা অপরাধী
[খ] বিদ্যমান সামাজিক পরিবেশ
✅ বিদ্যমান ভৌগোলিক পরিবেশ
[ঘ] দারিদ্রে্যর কারণ
৪৯. কোন ধরনের জলবায়ু স্বৈরাচারী শাসনের অনুকূলে?
[ক] সমভাবাপন্ন জলবায়ু
[খ] শীতল জলবায়ু
✅ উষ্ণ জলবায়ু
[ঘ] আর্দ্র জলবায়ু
৫০. নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ কোন কাপড় বেশী ব্যবহার করে?
[ক] পশমি কাপড়
[খ] মোটা কাপড়
✅ হালকা সুতি কাপড়
[ঘ] লিনেন কাপড়
৫১. সমাজজীবনের কোন উপাদানের ওপর ঘরবাড়ির বৈশিষ্ট্য নির্ভর করে?
✅ ভৌগোলিক উপাদানের
[খ] দক্ষ শ্রমিকের
[গ] জলবায়ুর
[ঘ] অর্থনৈতিক উপাদানের
৫২. ঘরবাড়ির বৈশিষ্ট্য প্রধানত কোন পরিবেশের ওপর নির্ভরশী?
✅ ভৌগোলিক
[খ] দক্ষ শ্রমিকের
[গ] জলবায়ুর
[ঘ] অর্থনৈতিক
৫৩. কোন নদীর অববাহিকায় মিসরীয় সভ্যতা গড়ে ওঠেছিল?
[ক] টাইগ্রিস
✅ নীল
[গ] সিন্ধু
[ঘ] হোয়াংহো
৫৪. রাস্তাঘাট, পুল-কালভার্ট ইত্যাদি কোন প্রযুক্তির ফসল?
[ক] কৃষি প্রযুক্তি
[খ] স্বাস্থ্য প্রযুক্তি
[গ] শিল্প প্রযুক্তি
✅ নির্মাণ প্রযুক্তি
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৫ ও ৫৬নং প্রশ্নের উত্তর দাও:
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তীর ঘেঁসে অবস্থিত। এখানে রাখাইন ও মগ উপজাতি বাস করে। দক্ষিণাঞ্চলের জেলেরা সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে।
৫৫. কুয়াকাটার অধিবাসীদের জীবনযাত্রায় কোন উপাদানটির প্রাধান্য লক্ষ্য করা যায়?
✅ প্রাকৃতিক
[খ] পারিবারিক
[গ] গ্রামীণ
[ঘ] সাংস্কৃতিক
৫৬. সমাজজীবনে উষ্ণ উপাদানটি প্রভাবিত করছে-
i. অর্থনীতি
ii. আবাসস্থল
iii. খাদ্যাভ্যাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫৭ ও ৫৮নং প্রশ্নের উত্তর দাও:
দরিদ্র কৃষক করিমের ঘর গোলপাতা দিয়ে তৈরি। কেননা তাদের এলাকায় গোলপাতার আধিক্য রয়েছে।
৫৭. করিমের সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি?
✅ ভৌগোলিক উপাদান
[খ] দক্ষ শ্রমিকের
[গ] জলবায়ুর
[ঘ] অর্থনৈতিক উপাদান
৫৮. উক্ত উপাদানটি প্রভাব রাখে-
i. দৈহিক আকৃতির ওপর
ii. পোশাক-পরিচ্ছদের ওপর
iii. পেশার ওপর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৯. ‘‘বংশগতির মধ্যে জীবনের সব সুপ্ত শক্তি নিহিত থাকে’’-উক্তিটি কার?
✅ ম্যাকাইভারের
[খ] গ্যালটনের
[গ] কার্ল পিয়ারসনের
[ঘ] ম্যাকডুগালের
৬০. বংশগতি প্রভাবিত হয় না নিচের কোনটি দ্বারা?
[ক] রক্ত সম্পর্ক
[খ] প্রজনন
[গ] জ্ঞাতিসম্পর্ক
✅ পরিবেশ
৬১. কোনটি মানবাচরণকে প্রভাবিত করে?
[ক] ভৌগোলিক উপাদান
✅ বংশগতি
[গ] সাংস্কৃতিক উপাদান
[ঘ] সামাজিক উপাদান
৬২. নৃগোষ্ঠীগত বৈশিষ্ট্য কোন সূত্রে বিস্তার হয়?
✅ জন্মসূত্রে
[খ] সামাজিক সূত্রে
[গ] ভৌগোলিক সূত্রে
[ঘ] সাংস্কৃতিক সূত্রে
৬৩. কে বর্ণবাদী নৃবিজ্ঞানী ছিলেন?
[ক] সিরোকিন
[খ] লমব্রোসো
✅ গবিন
[ঘ] ফেরি
৬৪. 'উৎকৃষ্ট নৃগোষ্ঠী যদি ধর্মীয় গোঁড়ামিপনায়, বিলাসব্যসনে বা দুর্নীতিতে ডুবে থাকে তথাপি তাদের অগ্রযাত্রা ব্যাহত হয় না'-কথাটি কে বলেছেন?
[ক] সিরোকিন
[খ] লমব্রোসো
✅ গবিন
[ঘ] ফেরি
৬৫. 'উৎকৃষ্ট নৃগোষ্ঠীর মানুষ সভ্যতার অগ্রগতিতে বেশি অবদান রেখে চলেছে, অথচ নিকৃষ্টদের তেমন কোনো ভূমিকা নেই' এটি কার মত?
[ক] সিরোকিন
[খ] লমব্রোসো
✅ গবিন
[ঘ] ফেরি
৬৬. ‘শারীরিক গঠন ও যৌন ক্ষমতা, রং, স্বাস্থ্য, শক্তি, সংবেদনশীলতা, শ্রবণ ক্ষমতা, বুদ্ধিমত্তা, পারদর্শিতা ইত্যাদি ক্ষেত্রে মানুষ মূলত অসম’ - উক্তিটি কে করেছেন?
[ক] সিরোকিন
[খ] লমব্রোসো
✅ গাল্টন
[ঘ] ফেরি
৬৭. নিম্ন শ্রেণির লোকদের ছেলেমেয়েদের বুদ্ধিমত্তার চেয়ে উচ্চ শ্রেণির সন্তানদের বুদ্ধিমত্তা অনেক বেশি- কথাটি কে বলেছেন?
✅ সিরোকিন
[খ] লমব্রোসো
[গ] গাল্টন
[ঘ] ফেরি
৬৮. জন্মগতভাবে নির্বোধ ব্যক্তিকে কী করে তোলা সম্ভব নয়?
ক চালাক
[খ] মহ
✅ শিক্ষিত
[ঘ] ভদ্র
৬৯. উচ্চশ্রেণির মানুষের মধ্যে মৃত্যুর হার কম কেন?
✅ তারা ভালো স্বাস্থ্যের অধিকারী থাকে বলে
[খ] তারা সভ্যতার অগ্রগতিতে অবদান রাখে বলে
[গ] তারা ভালো খাবার খায় বলে
[ঘ] তারা ব্যায়াম করে বলে
৭০. 'Contemporary Sociological Theories'- গ্রন্থটির রচয়িতা কে?
✅ সিরোকিন
[খ] লমব্রোসো
[গ] গাল্টন
[ঘ] ফেরি
৭১. জীবের বংশগতির ধারক ও বাহক কোনটি?
✅ DNA
[খ] RNA
[গ] ক্রোমোসোম
[ঘ] রক্ত
৭২. লাইসেংকোইজম-এর উদ্ভব হয় কোথায়?
[ক] জাপানে
[খ] চীনে
[গ] জার্মানে
✅ সোভিয়েত ইউনিয়নে
৭৩. ক্রোমোসোম, জীন, বংশ পরম্পরায় যে চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকে কী বলা হয়?
[ক] গোষ্ঠী উপাদান
[খ] প্রাকৃতিক উপাদান
✅ লাইসেংকোইজম
[ঘ] জৈবিক উপাদান
৭৪. কোন সমাজে সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে রক্তসম্পর্ক, বংশগত মর্যাদা এবং জৈবিক প্রক্রিয়াকে গুরুত্ব দেয়া হতো?
✅ আদিম সমাজে
[খ] শিল্প সমাজে
[গ] সামন্ত সমাজে
[ঘ] দাস সমাজে
৭৫. 'মধ্যমমানের ব্যক্তিকে যতই অনুকূল ও উপযুক্ত পরিবেশ দেওয়া হোক না কেন, সে তার প্রতিভার উন্নতি ঘটাতে ব্যর্থ হবে'- উত্তিটি কার?
[ক] সিরোকিন
[খ] লমব্রোসো
✅ গাল্টন
[ঘ] ফেরি
৭৬. মানবজীবনে বংশগতির প্রভাব পরিলক্ষিত হয়-
i. জন্মগত সাদৃশ্যে
ii. ব্যক্তিত্বের গঠনে
iii. প্রতিভা ও দক্ষতায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদ পড় এবং ৭৭ ও ৭৮নং প্রশ্নের উত্তর দাও:
প্রতি অলিম্পিকেই দেখা যায় পূর্ব আফ্রিকার দেশগুলোর দৌড়বিদরা দূরপাল্লার দৌড়ে ভালো ফল করছে। দূরপাল্লার দৌড়ে এ অঞ্চলের বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন এ অঞ্চলের মানুষদের রক্তে লোহিত লোকদের সাফল্যের অন্তরালে রয়েছে তাদের শারীরিক গঠন কণিকার পরিমাণ বেশি থাকে, ফলে তারা বেশি দম নিয়ে লম্বা দূরত্বের দৌড়ে বেশি সফল হয়।
৭৭. অনুচ্ছেদের পূর্ব আফ্রিকার দৌড়বিদদের এ বৈশিষ্ট্য কোন উৎস থেকে তারা পেয়েছেন?
✅ বংশগতি
[খ] ভৌগোলিক প্রভাব
[গ] সংস্কৃতি
[ঘ] সমাজজীবন
৭৮. উল্লিখিত বিষয়টির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i. শারীরিক এ বৈশিষ্ট্য উত্তরাধিকার ভিত্তিতে প্রাপ্ত
ii. শারীরিক গঠনের দিক থেকে মানুষ মূলত অসম
iii. এ বৈশিষ্ট্য নৃগোষ্ঠীগত
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৯. 'দৈহিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য উত্তরাধিকারসূত্রেই বর্তিয়ে থাকে' - উক্তিটি কার?
[ক] সিরোকিন
[খ] লমব্রোসো
✅ পিয়ারসন
[ঘ] ফেরি
৮০. মানুষের নানাবিধ রোগ নির্মূলসহ রোগ নিয়ন্ত্রণের কোন প্রযুক্তি কার্যকর ভূমিকা রেখে চলেছে?
[ক] কৃষি প্রযুক্তি
✅ স্বাস্থ্য প্রযুক্তি
[গ] শিল্প প্রযুক্তি
[ঘ] নির্মাণ প্রযুক্তি
৮১. শিশুর ব্যক্তিত্ব বিকাশের পথে কোনটি নকশা?
✅ বংশগতি
[খ] সংস্কৃতি
[গ] পিতা-মাতা
[ঘ] বন্ধু
৮২. সমাজজীবনকে মৌলভাবে প্রভাবিত করে এমন সব উপাদানের মধ্যে কোন উপাদানটি জৈবিক?
[ক] ভৌগোলিক উপাদান
[খ] সামাজিক উপাদান
[গ] সাংস্কৃতিক উপাদান
✅ বংশগতি উপাদান
৮৩. 'একই সমাজের মানুষের মধ্যে দৈহিক ও মানসিক পার্থক্য বিদ্যমান'- কথাটি কে বলেছেন?
[ক] লমব্রোসো
[খ] সরোকিন
✅ কার্ল পিয়ারসন
[ঘ] ফ্রয়েড
৮৪. জীবদেহে বংশগতির প্রভাব লক্ষ করা যায়-
i. চলাফেরার ধরনে
ii. রক্তের গ্রুপে
iii. চাকরি লাভে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৫. বংশগত সূত্রে পিতামাতা থেকে সন্তানদের মধ্যে উত্তরাধিকার সূত্রে বর্তায়-
i. শরীরের রং ও গড়ন
ii. জ্ঞান ও পারদর্শিতা
iii. রোগ প্রতিরোধ ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
অনুচ্ছেদটি পড় এবং ৮৬নং প্রশ্নের উত্তর দাও:
মেহেদীর চেহারা, কথা বলার ঢং, হাঁটার ভঙ্গি অবিকল তার বাবার মতো। বাবার মতোই সে বুদ্ধিমান ও পরিশ্রমী।
৮৬. উদ্দীপকের মেহেদীর ওপর কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়?
[ক] ভৌগোলিক
✅ জৈবিক
[গ] সাংস্কৃতিক
[ঘ] সামাজিক
৮৭. কার্ল মার্কস সাংস্কৃতিক উপাদানের কথা উল্লেখ করেছেন কোন ক্ষেত্রে?
[ক] দাস ও দাস মালিকের সম্পর্কের ক্ষেত্রে
[খ] সামাজিক পরিবর্তন বিশ্লেষণে
✅ শ্রমিক ও মালিকের সম্পর্কের ক্ষেত্রে
[ঘ] বিচ্ছিন্নতাবোধ বিশ্লেষণে
৮৮. কোনটি জৈবিকভাবে নয় বরং সামাজিক উত্তরাধিকার হিসেবে পরবর্তী প্রজন্মে বর্তায়?
✅ সংস্কৃতি
[খ] প্রথা
[গ] আইন
[ঘ] ধর্ম
৮৯. সমাজ ও সভ্যতার বিকাশ ত্বরান্বিত হওয়ার মূল কারণ কী?
[ক] শিক্ষার মান বৃদ্ধি পাওয়া
✅ উৎপাদন কৌশলে পরিবর্তন আসা
[গ] বৈজ্ঞানিক আবিষ্কার
[ঘ] তথ্য-প্রযুক্তির ব্যবহার
৯০. পশ্চিমা সমাজবিজ্ঞানীরা সংস্কৃতির উপাদান বলতে কোনটিকে বুঝিয়েছেন?
[ক] রাজনীতিকে
✅ অর্থনীতিকে
[গ] প্রাকৃতিক পরিবেশকে
[ঘ] সামাজিক পরিবেশকে
৯১. মালিক-শ্রমিক সম্পর্কের ক্ষেত্রকে সংস্কৃতির উপাদান হিসেবে উল্লেখ করেছেন কে?
✅ কার্ল মার্কস
[খ] ম্যাক্স ওয়েবার
[গ] গিডিংস
[ঘ] জিসবার্ট
৯২. কোন কাজের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা সৃষ্টি হয়?
[ক] অর্থনৈতিক কাজ
[খ] রাজনৈতিক কাজ
✅ সাংস্কৃতিক কাজ
[ঘ] কৃষি কাজ
৯৩. 'সংস্কৃতি হচ্ছে সমাজ থেকে অর্জিত এবং সামাজিকভাবে উত্তরসূরীদের মধ্যে বর্তায় এমন আচরণসমূহের সামগ্রিক রূপ' -সংজ্ঞাটি কে দিয়েছেন?
✅ আর টি শেফার
[খ] কার্ল পিয়ারসন
[গ] সরোকিন
[ঘ] রবার্টসন
৯৪. কোনটি মূলত অর্জিত আচরণ?
✅ সংস্কৃতি
[খ] প্রথা
[গ] আইন
[ঘ] ধর্ম
৯৫. মানুষ কখন শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলা প্রভৃতির কথা ভাবতে পারে?
✅ অবকাশ পেলে
[খ] সাফল্য পেলে
[গ] অর্থনৈতিক সমৃদ্ধি এলে
[ঘ] কারও দ্বারা প্রভাবিত হলে
৯৬. উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে কোন সময়?
✅ শিল্প বিপ্লবের প্রাক্কালে
[খ] শিল্প বিপ্লবের পরবর্তীকালে
[গ] ফরাসি বিপ্লবের প্রাক্কালে
[ঘ] ফরাসি বিপ্লবের পরবর্তীকালে
৯৭. বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার কোন ক্ষেত্রে মৌলিক পরিবর্তনের সূচনা করে?
[ক] শিক্ষাব্যবস্থায়
✅ উৎপাদন ব্যবস্থায়
[গ] সমাজব্যবস্থায়
[ঘ] রাজনৈতিক ব্যবস্থায়
৯৮. উৎপাদন কৌশলের বৈপ্লবিক পরিবর্তন কোন সমাজের গোড়াপত্তন করে?
[ক] কৃষিনির্ভর সমাজ
[খ] দাসনির্ভর সমাজ
✅ শিল্পনির্ভর সমাজ
[ঘ] সমাজতান্ত্রিক সমাজ
৯৯. কৃষি উৎপাদন কৌশল নির্ভর সমাজ বলা হয় কোন সমাজকে?
[ক] আদিম সমাজকে
✅ সামন্ত সমাজকে
[গ] পুঁজিবাদী সমাজকে
[ঘ] আধুনিক সমাজকে
১০০. আধুনিক শিল্প সমাজ কোনটি নির্ভর?
[ক] সংগ্রহ কৌশলনির্ভর
[খ] কৃষি উৎপাদন কৌশলনির্ভর
✅ যন্ত্রচালিত উৎপাদন কৌশলনির্ভর
[ঘ] শ্রমভিত্তিক উৎপাদন কৌশলনির্ভর
0 Comments:
Post a Comment