HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download. hsc sociology 1st paper mcq guide pdf download.

সমাজবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫

HSC Sociology 1st Paper
MCQ
Question and Answer pdf download

১. প্রতিষ্ঠান কী?
[ক] সমাজের নিজস্ব মূল্যবোধ
✅ ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপ
[গ] পরিবারের নিয়মনীতি
[ঘ] সামাজিকীকরণের প্রক্রিয়া

২. প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে কেন?
[ক] সমাজ গঠনের জন্য
[খ] রাষ্ট্রের প্রয়োজনে
✅ সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে
[ঘ] সম্প্রদায়ের প্রয়োজনে

৩. সমাজের চালিকা শক্তি কোনটি?
✅ সামাজিক মূল্যবোধ
[খ] সামাজিক পরিবর্তন
[গ] সামাজিক প্রতিষ্ঠান
[ঘ] সামাজিক সংহতি

৪.'প্রতিষ্ঠান হলো মানুষের অভ্যাসগত কর্মপন্থা যা সমাজের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, প্রতিষ্ঠিত ও বিন্যস্ত'-উক্তিটি কে করেছেন?
[ক] বার্নস
[খ] ম্যাকাইভার
✅ এলউড
[ঘ] জিসবার্ট

৫. মানবসমাজের সাংগঠনিক উপাদান হিসেবে কোনটি প্রযোজ্য?
✅ প্রতিষ্ঠান
[খ] সম্প্রদায়
[গ] সংঘ
[ঘ] সমিতি

৬. ‘‘মানবসমাজের যা কিছু মহৎ ও কল্যাণ, তার সবই সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে একযুগ থেকে অন্য যুগে বর্তায়'- উক্তিটি কার?
[ক] বোগারডাসের
[খ] অগবার্নের
✅ গিডিংসের
[ঘ] নিমকক্ষের

৭. মানুষের পরিবর্তনশীল, পরিবর্ধিত ও পুনর্গঠিত অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত বুদ্ধিভিত্তিক কর্মকুশলতাকে কী বলে?
[ক] দক্ষতা
[খ] নিপুণতা
[গ] জ্ঞান
✅ শিক্ষা

৮. শিক্ষা ব্যক্তির কোন শক্তির বিকাশ সাধন করে?
[ক] মূল্যবোধ
[খ] নৈতিকতা
[গ] মননশীলতা
✅ সুপ্ত শক্তি

৯. সমাজবিজ্ঞানের মতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান কাজ কী?
[ক] শিক্ষিত লোক তৈরি করা
[খ] সুনাগরিক তৈরি করা
[গ] জ্ঞানী লোক তৈরি করা
✅ শেখার উপযুক্ত পরিবেশ তৈরি করা

১০. কোন ধরনের প্রতিষ্ঠান মানুষের মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারে?
[ক] রাজনৈতিক প্রতিষ্ঠান
[খ] ধর্মীয় প্রতিষ্ঠান
[গ] অর্থনৈতিক প্রতিষ্ঠান
✅ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

১১. সমাজে জনগণের নৈতিকতা শিক্ষার পাশাপাশি নৈতিকতা সংরক্ষণের জন্য কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখে?
[ক] রাজনৈতিক প্রতিষ্ঠান
[খ] ধর্মীয় প্রতিষ্ঠান
[গ] অর্থনৈতিক প্রতিষ্ঠান
✅ সামাজিক প্রতিষ্ঠান

১২. ‘যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত সেটাই প্রতিষ্ঠান’-উক্তিটি কার?
[ক] ম্যাকাইভারের
[খ] জিসবার্টের
[গ] স্পেন্সারের
✅ বার্নসের

১৩. সকল সামাজিক প্রতিষ্ঠানের মূল কাজ কোনটি?
[ক] আইন তৈরি
✅ সামাজিক নিয়ন্ত্রণ
[গ] দুর্নীতি প্রতিরোধ
[ঘ] শিক্ষার প্রসার

১৪. বিবাহের মাধ্যমে নারী-পুরুষ কোন জীবনে প্রবেশ করে?
✅ পারিবারিক জীবনে
[খ] সামাজিক জীবনে
[গ] রাজনৈতিক জীবনে
[ঘ] আধুনিক জীবনে

১৫. সমাজবিজ্ঞানী বোগারড়াস সামাজিক প্রতিষ্ঠানকে কী হিসেবে চিহ্নিত করেছেন?
[ক] কতগুলো সংগঠন
✅ কতগুলো রীতি
[গ] সংগঠনের সুসংঘবদ্ধ রূপ
[ঘ] কতগুলো গোষ্ঠী

১৬. সামাজিক প্রতিষ্ঠানসমূহের গুরুত্ব বা তাৎপর্য নিহিত থাকে কীসের মধ্যে?
✅ যুগোপযোগিতার মধ্যে
[খ] পরিচালনা পদ্ধতির মধ্যে
[গ] রীতি-নীতির মধ্যে
[ঘ] পারস্পরিক সহযোগিতার মধ্যে

১৭. সমাজ গঠনের মূলে রয়েছে কোনটি?
[ক] রাজনৈতিক প্রতিষ্ঠান
[খ] ধর্মীয় প্রতিষ্ঠান
[গ] অর্থনৈতিক প্রতিষ্ঠান
✅ সামাজিক প্রতিষ্ঠান

১৮. মানুষ কীভাবে সন্তান জন্মদানের অধিকার লাভ করে?
✅ বিবাহের মাধ্যে
[খ] চুক্তির মাধ্যমে
[গ] বন্ধুত্বের মাধ্যমে
[ঘ] নারী-পুরুষ একত্রে বসবাসের মাধ্যমে

১৯. সামাজিক প্রতিষ্ঠান সমাজের মধ্যে কী সৃষ্টি করে?
✅ সৌজন্যবোধ
[খ] আন্তরিকতা
[গ] প্রতিযোগিতা
[ঘ] বৈষম্য

২০. কীসের মাধ্যমে মানুষের আবেগ, অনুভূতি বাস্তবায়িত হয়?
[ক] মূল্যবোধের মাধ্যমে
✅ প্রতিষ্ঠানের মাধ্যমে
[গ] সংস্কৃতির মাধ্যমে
[ঘ] আইনের মাধ্যমে

২১. কে প্রতিষ্ঠান বলতে কর্মপদ্ধতিকে বুঝিয়েছেন?
✅ ম্যাকাইভার
[খ] জিসবার্ট
[গ] স্পেন্সার
[ঘ] বার্নস

২২. সামাজিক প্রতিষ্ঠানসমুদ্রের সাথে সমাজ ব্যক্তিবর্গের কী জড়িত রয়েছে?
✅ আবেগ-অনুভূতি
[খ] সংস্কৃতি
[গ] মূল্যবোধ
[ঘ] দায়িত্ব-কর্তব্য

২৩. সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে-
i. রাষ্ট্র
ii. সামাজিক আইন
iii. পরিবার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. সামাজিক প্রতিষ্ঠানসমূহের মধ্য দিয়ে প্রকাশ পায়-
i. সমাজের বৈচিত্র্য
ii. সরলতা
iii. জটিলতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. সামাজিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. সমাজের শৃঙ্খলা রক্ষায়
ii. সমাজের ভারসাম্য রক্ষায়
iii. সমাজের মানুষকে ধর্মীয় বিধান শেখাতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬. বিভিন্ন সামাজিক সংগঠনের কেন্দ্র কোনটি?
[ক] সংঘ
[খ] রাষ্ট্র
✅ পরিবার
[ঘ] প্রতিষ্ঠান

২৭. কোনটি সামাজিক অনুশাসনের অধীন?
[ক] সংঘ
[খ] রাষ্ট্র
✅ পরিবার
[ঘ] প্রতিষ্ঠান

২৮.প্রতিষ্ঠানের কর্মপ্রণালি কীভাবে গঠিত হয়?
[ক] মতামতের দ্বারা
[খ] প্রথার দ্বারা
[গ] মূলনীতির দ্বারা
✅ আইন দ্বারা

২৯. মানুষের পার্থিব প্রয়োজন মিটানোর তাগিদে যে সমস্তপ্রথা সমাজের মোটামুটি স্থায়ীরূপ ধারণ করেছে তাকে কী বলে?
[ক] রাজনৈতিক প্রতিষ্ঠান
[খ] ধর্মীয় প্রতিষ্ঠান
[গ] অর্থনৈতিক প্রতিষ্ঠান
✅ সামাজিক প্রতিষ্ঠান

৩০. কোন প্রতিষ্ঠান ছাড়া সভ্য ও স্বাভাবিক মানুষের কথা চিন্তা করা যায় না?
[ক] রাজনৈতিক প্রতিষ্ঠান
[খ] ধর্মীয় প্রতিষ্ঠান
[গ] অর্থনৈতিক প্রতিষ্ঠান
✅ সামাজিক প্রতিষ্ঠান

৩১. 'মানবসমাজের ক্রমবিকাশের ধারায় দূর অতীতে গোষ্ঠীগত বিবাহ লক্ষ করা গেছে'- উক্তিটি কার?
[ক] বোগারডাসের
[খ] অগবার্নের
✅ মর্গানের
[ঘ] নিমকক্ষের

৩২. 'বিবাহ হচ্ছে মহিলা ও পুরুষের মোটামুটি স্থায়ী এমন একটি সম্পর্ক যা কেবল সন্তান জন্মদান পর্যন্তই স্থায়ী হয় না বরং এরপরও কিছুদিন অন্তত স্থায়ী হয়।' - সংজ্ঞাটি কে দিয়েছেন?
✅ এডওয়ার্ড ওয়েস্টারমার্ক
[খ] জিসবার্ট
[গ] স্পেন্সার
[ঘ] বার্নস

৩৩. জ্ঞাতিসম্পর্কের বলয় বৃদ্ধি হয় কীভাবে?
[ক] পরিবারের মাধ্যে
✅ বিবাহের মাধ্যমে
[গ] সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে
[ঘ] রাজনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে

৩৪. নিচের কোনটি সামাজিক ও ধর্মীয় চুক্তি?
[ক] আনুষ্ঠানিকতা
[খ] জ্ঞাতি
✅ বিবাহ
[ঘ] জ্ঞাতি

৩৫. বিবাহের পদ্ধতি সম্পন্ন করা হয় কীভাবে?
[ক] সামাজিক ও দলীয়ভাবে
[খ] সামাজিক ও ব্যক্তিগতভাবে
✅ সামাজিক ও ধর্মীয়ভাবে
[ঘ] সামাজিক ও আত্মীয়স্বজনকে নিয়ে

৩৬. বিবাহের মাধ্যমে মানুষের কোন ধরনের সম্পর্ক নির্ধারিত হয়?
[ক] অর্থনৈতিক সম্পর্ক
[খ] রাজনৈতিক সম্পর্ক
[গ] ব্যবসায়িক সম্পর্ক
✅ সামাজিক সম্পর্ক

৩৭. বিবাহ সংশিস্নষ্ট নারী-পুরুষের মধ্যে কীরূপ সম্পর্ক প্রতিষ্ঠা করে?
[ক] অর্থনৈতিক সম্পর্ক
[খ] রাজনৈতিক সম্পর্ক
[গ] ব্যবসায়িক সম্পর্ক
✅ স্থায়ী সম্পর্ক

৩৮. বিবাহ হচ্ছে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে এমন এক যুগল বন্ধন যা-
i. সমাজ দ্বারা সমর্থিত
ii. ধর্ম দ্বারা সমর্থিত
iii. আইন দ্বারা সমর্থিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৯. বিবাহের মাধ্যমে স্বামী-স্ত্রী অর্জন করে-
i. একত্রে বসবাসের অধিকার
ii. পরিবার গঠনের অধিকার
iii. সন্তান জন্মদানের অধিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও:
রুনা ও সজীব বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছিল। সজীব বলল, সামাজিক প্রতিষ্ঠানের একটি সর্বজনীন সংগঠন যা সামাজিক অনুমোদন ও স্বীকৃতিপ্রাপ্ত নারী পুরুষের মধ্যকার একটি চুক্তির সম্পর্ক।

৪০. অনুচ্ছেদে সজীব কোন সামাজিক প্রতিষ্ঠানের কথা বলেছে?
[ক] জ্ঞাতিসম্পর্ক
✅ বিবাহ
[গ] সংঘ
[ঘ] পরিবার

৪১. উক্ত প্রতিষ্ঠানটির আবেগীয় কার্যাবলি হলো-
i. স্নেহ-ভালোবাসার সুযোগ সৃষ্টি করে
ii. ভুল বোঝাবুঝির পরিবেশ সৃষ্টি করে
iii. পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪২. 'বিবাহ চিরন্তন সত্য।' এর বৈশিষ্ট্য কোনটি?
[ক] সম্পর্ক বিচ্ছেদ
[খ] আর্থিক সুবিধা লাভ
✅ সামাজিক চুক্তিবদ্ধতা
[ঘ] মূল্যবোধ নির্ণয়

৪৩. কোনটি সামাজিক চুক্তি?
[ক] আনুষ্ঠানিকতা
[খ] জ্ঞাতি
✅ বিবাহ
[ঘ] জ্ঞাতি

৪৪. রক্ত সম্পর্কীয় সূত্র ব্যতীত নারী-পুরুষের মোটামুটি স্থায়ী সম্পর্ক কোনটি?
[ক] আনুষ্ঠানিকতা
[খ] জ্ঞাতি
✅ বিবাহ
[ঘ] জ্ঞাতি

৪৫. ‘বিবাহ হচ্ছে এমন এক দুঃসাহসিক বন্ধুত্ব যার আইনগত রেজিস্ট্রেশন এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন রয়েছে।'- উক্তিটি কার?
[ক] Edward Westermark
✅ E.R. Groves
[গ] Maclver
[ঘ] Gisbert

৪৬. বাংলাদেশের বাল্যবিবাহ আইনে মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স কত বছর?
✅ ১৮
[খ] ১৭
[গ] ২১
[ঘ] ৩৩

৪৭. বহুবিবাহ কয় ভাগে বিভক্ত?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

৪৮. প্রতিলোম বিবাহ কী?
[ক] উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিবাহ
[খ] মামাতো ও ফুফাতো ভাইবোনের মধ্যে বিবাহ
✅ উঁচু বর্ণের পাত্রীর সাথে নিচু বর্ণের পাত্রের বিবাহ
[ঘ] শ্যালিকা বিবাহ

৪৯. পাত্র-পাত্রীর ইচ্ছার ভিত্তিতে বিবাহ কত প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৫০. পাত্র-পাত্রীর স্বাধীন ইচ্ছার কোন বিবাহ সংঘটিত হয়?
✅ রোমান্টিক বিবাহ
[খ] স্থিরকৃত বিবাহ
[গ] অনুলোম বিবাহ
[ঘ] প্রতিলোম বিবাহ

৫১. পাত্র-পাত্রী নির্বাচন প্রক্রিয়ার ভিত্তিতে বিবাহ কত প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৫২. পাত্র-পাত্রীর পরিচিতির ভিত্তিতে বিবাহ কত প্রকার?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৫৩. কোনো ব্যক্তির নিজস্ব গোষ্ঠী বা গোত্রের বাইরে বিবাহকে কোন ধরনের বিবাহ বলে?
[ক] অন্তর্বিবাহ
✅ বহির্বিবাহ
[গ] এক বিবাহ
[ঘ] বহু বিবাহ

৫৪. কোনটির অর্থ নিজের সমাজ বা গোত্রের ভিতরে বিবাহ?
[ক] Exogamy
[খ] Polygamy
✅ Endogamy
[ঘ] Monogamy

৫৫. কোন বিবাহ বহির্বিবাহ রীতির সম্পূর্ণ বিপরীত?
✅ অন্তর্বিবাহ
[খ] বহির্বিবাহ
[গ] এক বিবাহ
[ঘ] বহু বিবাহ

৫৬. উপমহাদেশের মুসলিম সমাজে এখনো কোন ধরনের বিবাহপ্রথা চালু রয়েছে?
[ক] অন্তর্বিবাহ
✅ বহু স্ত্রী বিবাহ
[গ] এক বিবাহ
[ঘ] বহু বিবাহ

৫৭. Hypergamy-এর অর্থ কী?
✅ অনুলোম বিবাহ
[খ] প্রতিলোম বিবাহ
[গ] অন্তর্বিবাহ
[ঘ] বহির্বিবাহ

৫৮. কোন বিবাহ পদ্ধতিটি বর্তমানে বিলুপ্ত হয়েছে?
[ক] Exogamy
[খ] Polygamy
✅ Polyandry
[ঘ] Monogamy

৫৯. প্রাচীনকালে ব্যাবিলনবাসী ও হিব্রুদের মধ্যে কোন বিবাহরীতি প্রচলিত ছিল?
[ক] Exogamy
[খ] Polygamy
✅ Polyandry
[ঘ] Monogamy

৬০. তিববত ও শ্রীলঙ্কায় বহুস্বামী বিবাহরীতি থেকে কোন বিবাহরীতির উদ্ভব হয়?
[ক] Polygamy
[খ] Polyandry
✅ Group Marriage
[ঘ] Monogany

৬১. কাজিন বিবাহ প্রধানত কত প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৬২. Exogamy' শব্দের অর্থ কী?
[ক] নিজ সমাজ বা গোত্রের ভিতর বিবাহ করা
✅ নিজ সমাজ বা গোত্রের বাইরে বিবাহ করা
[গ] নিজ দেশ বা ভিন্ন দেশে বিবাহ করা
[ঘ] নিজ ধর্ম বা ধর্মের বাইরে বিয়ে করা

৬৩. মুসলমান সমাজে যে ধরনের বিবাহ দেখা যায়-
i. সমান্তরাল কাজিন বিবাহ
ii. বিষম কাজিন বিবাহ
iii. বহু স্বামী বিবাহ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. বহু স্ত্রী বিবাহ লক্ষ করা যায়-
i. বাংলাদেশে
ii. উপমহাদেশের মুসলিম সমাজে
iii. ভ্যাটিকানে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৫. পাত্র-পাত্রীর পরিচিতির ভিত্তিতে বিবাহ হচ্ছে-
i. লেভিরেট বিবাহ
ii. সরোরেট বিবাহ
iii. বিষম কাজিন বিবাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৬ ও ৬৭নং প্রশ্নের উত্তর দাও:
শরিফুল ও ফাতেমা পড়াশোনা শেষ করে তাদের স্বাধীন ইচ্ছায় পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

৬৬. অনুচ্ছেদে কোন ধরনের বিবাহরীতির প্রতিফলন ঘটেছে?
[ক] বিষম কাজিন বিবাহ
✅ রোমান্টিক বিবাহ
[গ] সমান্তরাল কাজিন বিবাহ
[ঘ] সরোরেট বিবাহ

৬৭. উক্ত বিবাহের ক্ষেত্রে বলা যায়-
i. ভালোবাসার বিবাহ বলে পরিচিত
ii. আধুনিক সমাজে জনপ্রিয়তা লাভ করছে
iii. শুধু হিন্দু সমাজে দেখা যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৮. মামাতো ও ফুপাতো ভাইবোনের বিবাহের ধরন কোনটি?
[ক] লেভিরেট
[খ] সরোরেট
[গ] প্যারালাল কাজিন
✅ ক্রস কাজিন

৬৯. মৃত স্ত্রীর বোনকে বিবাহ করার রীতিকে কী বলে?
✅ লেভিরেট
[খ] সরোরেট
[গ] প্যারালাল কাজিন
[ঘ] ক্রস কাজিন

৭০. জামাল তার চাচাতো বোনকে বিবাহ করলো। জামালের বিবাহটি কোন ধরনের?
[ক] লেভিরেট
[খ] সরোরেট
✅ প্যারালাল কাজিন
[ঘ] ক্রস কাজিন

৭১. অনুলোম বিবাহ হলো-
✅ উঁচু বংশের পাত্রের সাথে নিচু বংশের পাত্রীর বিবাহ
[খ] নিচু বংশের পাত্রের সাথে উঁচু বংশের পাত্রীর বিবাহ
[গ] কোনো বিপত্নীক পুরুষের সাথে কোনো স্ত্রী লোকের বিবাহ
[ঘ] কোনো বিধবা মহিলার সাথে কোনো পুরুষের বিবাহ

৭২. মানব সম্পর্কের বলয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে কোন ধরনের বিবাহ?
[ক] অন্তর্বিবাহ
✅ বহির্বিবাহ
[গ] এক বিবাহ
[ঘ] বহু বিবাহ

৭৩. "Polyandry" শব্দের অর্থ নিচের কোনটি?
✅ বহু স্বামী
[খ] বহির্বিবাহ
[গ] এক বিবাহ
[ঘ] বহু বিবাহ

৭৪. একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে যে বিয়ে হয় তাকে কোন ধরনের বিবাহ বলে?
[ক] বহু স্বামী
[খ] বহির্বিবাহ
✅ একক বিবাহ
[ঘ] বহু বিবাহ

৭৫. নিজ গোত্রের মধ্যে বিবাহ এবং নির্ধারিত পেশা দেখা যায় কোন ব্যবস্থায়?
✅ জাতিবর্ণ প্রথায়
[খ] দাস প্রথায়
[গ] ধর্মীয় প্রথায়
[ঘ] সামন্ত প্রথায়

৭৬. অন্তর্গোষ্ঠী বিবাহ রীতি কোন ধর্মীয় সমাজের মধ্যে লক্ষ করা যায়?
✅ হিন্দু
[খ] বৌদ্ধ
[গ] মুসলমান
[ঘ] খ্রিষ্টান

উদ্দীপকটি পড়ে ৭৭ ও ৭৮নং প্রশ্নের উত্তর দাও-
মিজান সাহেব তার ছোট বোন সীমাকে খুব ভালোবাসেন । তাদের এ সম্পর্ক আরও বৃদ্ধি করতে তিনি তার মেয়েকে ছোট বোনের ছেলের সাথে বিয়ে দিলেন।

৭৭. এ ধরনের বিবাহকে বলা হয়-
[ক] লেভিরেট
[খ] সরোরেট
[গ] প্যারালাল কাজিন
✅ ক্রস কাজিন

৭৮. সমাজে এ ধরনের বিবাহের কারণ হলো-
i. সন্তানদের নিজেদের মধ্যে রাখা
ii. সম্পত্তি নিজেদের মধ্যে রাখা
iii. জ্ঞাতিসম্পর্ক টিকিয়ে রাখা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৯. বিবাহের মাধ্যমে জানা-অজানা অনেকের সঙ্গেই কোন ধরনের সম্পর্ক গড়ে ওঠে?
[ক] অর্থনৈতিক সম্পর্ক
[খ] রাজনৈতিক সম্প
✅ সামাজিক সম্পর্ক
[ঘ] ধর্মীয় সম্পর্ক

৮০. 'আমি বিশ্বাস করি যে, দুটি নর-নারীর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় সম্পর্ক যদি থাকে তা হলো বিবাহ'-উক্তিটি কার?
[ক] লিসবার্টের
[খ] কার্ল মার্কসের
[গ] ম্যাকাইভারের
✅ বার্ট্রান্ড রাসেলের

৮১. বিবাহের মাধ্যমে জন্ম নেয়া সন্তান কীসের উত্তরাধিকার হয়?
✅ সম্পদের
[খ] নেতৃত্বের
[গ] সামাজিক মর্যাদার
[ঘ] বংশ মর্যাদার

৮২. বিবাহের প্রধান লক্ষ্য কী বলে তুমি মনে কর?
[ক] জৈবিক চাহিদা মেটানো
[খ] পরিবার গড়া
[গ] সমাজবদ্ধ হওয়া
✅ আত্মিক বন্ধন সৃষ্টি

৮৩. বিবাহ যৌন জীবনে কীরূপ প্রভাব ফেলে?
[ক] নিয়ন্ত্রণহীন করে
✅ শৃঙ্খলা আনে
[গ] উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি করে
[ঘ] পাপ কাজে উৎসাহ দেয়

৮৪. পতিতাবৃত্তি, ইভটিজিং, পরকীয়া ইত্যাদি অনাচার প্রতিরোধে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
[ক] আনুষ্ঠানিকতা
[খ] জ্ঞাতি
✅ বিবাহ
[ঘ] জ্ঞাতি

৮৫. বিবাহ হচ্ছে একমাত্র মাধ্যম যা একজন পুরুষ ও একজন মহিলাকে দাম্পত্য জীবনের-
i. সামাজিক স্বীকৃতি দেয়
ii. ধর্মীয় স্বীকৃতি দেয়
iii. আইনগত স্বীকৃতি দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৬. বিবাহ কখনো বা সুযোগ সৃষ্টি করে-
i. রাজনৈতিক কার্যাবলির
ii. নতুন নতুন কর্মক্ষেত্রের
iii. নতুন অর্থনৈতিক কার্যাবলির

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৭. 'Marriage and the Family' গ্রন্থের রচয়িতা কে?
✅ এম.এফ নিমকফ
[খ] বার্ট্রান্ড রাসেল
[গ] ম্যাকাইভার
[ঘ] জিসবার্ট

৯৮. সমাজের সদস্যদের শারীরিক ও মানসিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
[ক] সংঘ
[খ] রাষ্ট্র
✅ পরিবার
[ঘ] প্রতিষ্ঠান

৯৯. শিশুর সামাজিকীকরণের সূত্রপাত ঘটে কোথায়?
✅ পরিবারে
[খ] বিদ্যালয়ে
[গ] সংঘে
[ঘ] সম্প্রদায়ে

৯০. বিবাহের ফলে-
i. পরিবার গঠিত হয়
ii. যৌন জীবন সুনিয়ন্ত্রিত হয়
iii. নারী-পুরুষ অসম বন্ধনে আবদ্ধ হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. ‘‘আধুনিক সমাজে বিবাহ সাধারণত পরিবার গঠনের পূর্বশর্ত’’- এ বাক্যটিতে কী ফুটে উঠেছে?
✅ বিবাহের গুরুত্ব
[খ] বিবাহের বৈশিষ্ট্য
[গ] বিবাহের প্রকৃতি
[ঘ] বিবাহের ধরন

৯২. Family শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
✅ ল্যাটিন শব্দ Familia থেকে
[খ] গ্রিক শব্দ Familias থেকে
[গ] ল্যাটিন শব্দ Familiar থেকে
[ঘ] রোমান শব্দ Familia থেকে

৯৩. ল্যাটিন শব্দ Familia-এর অর্থ কী?
[ক] নিরাপত্তা
[খ] আবাসস্থল
✅ সেবক
[ঘ] পরিচর্যা

৯৪. কোনটি অকৃত্রিম ও মৌলিক সামাজিক সংস্থা?
[ক] গোষ্ঠী
[খ] রাষ্ট্র
✅ পরিবার
[ঘ] সম্প্রদায়

৯৫. ‘পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্থায়ী এমন একটি সংঘ যেখানে সন্তানাদিসহ বা সন্তানবিহীনভাবে স্বামী-স্ত্রী একত্রে বাস করে।' উক্তিটি কারা দিয়েছেন?
[ক] পোপেনো ও সরোকিন
✅ অগবার্ন ও নিমকফ
[গ] ফক্স ও রবার্টসন
[ঘ] এডওয়ার্ড ওয়েস্টারমার্ক ও সরোকিন

৯৬. সামাজিক কার্যক্রমের অধিকাংশই কীসের মাধ্যমে পরিচালিত হয়?
[ক] ব্যক্তিকে কেন্দ্র করে
✅ পরিবারকে কেন্দ্র করে
[গ] রাষ্ট্রকে কেন্দ্র করে
[ঘ] সংঘকে কেন্দ্র করে

৯৭. ‘পরিবার হলো ব্যক্তিদের বৈবাহিক রক্ত সম্পর্ক বা দত্তক সম্পর্কের ভিত্তিতে গঠিত এক দল'-উক্তিটি কার?
✅ বার্জেস ও লকের
[খ] ম্যাকাইভার ও পেজের
[গ] জিসবার্টের
[ঘ] অগবার্নের

৯৮. সভ্যতার ঊষালগ্নে মানুষ নানাবিধ প্রয়োজনের তাগিদে কোন জীবনের সূত্রপাত করে?
✅ পারিবারিক জীবনের
[খ] সামাজিক জীবনের
[গ] রাজনৈতিক জীবনের
[ঘ] অর্থনৈতিক জীবনের

৯৯. শিশুর প্রাথমিক শিক্ষা লাভ কোথায় হয়?
[ক] সংঘে
[খ] বিদ্যালয়ে
[গ] খেলার মাঠে
✅ পরিবারে

১০০. পরিবারের সঙ্গে ব্যক্তির সম্পর্ক কীরূপ?
[ক] কৃত্রিম
✅ অকৃত্রিম
[গ] অসহযোগিমূলক
[ঘ] বিচ্ছিন্ন
Share:

0 Comments:

Post a Comment