এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download. hsc sociology 1st paper mcq guide pdf download.
সমাজবিজ্ঞান
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪
HSC Sociology 1st Paper
MCQ
Question and Answer pdf download
১. ‘‘মানুষের ধর্মই এই যে, সে অনেকের সাথে একত্রে বাস করতে চায়’’-উক্তিটি কার?
[ক] এ. কে. নাজমুল করিমের
✅ রবীন্দ্রনাথ ঠাকুরের
[গ] এরিস্টটলের
[ঘ] রুশোর
২. ম্যাকাইভারের মতানুযায়ী সমাজের বৈশিষ্ট্য কয়টি?
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] পাঁচ
৩. ইংরেজি Society শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?
✅ Socius
[খ] Socus
[গ] Civitas
[ঘ] Socous
৪. কোন প্রত্যয়টি মানুষকে সামাজিক জীব হিসেবে মর্যাদা দান করে?
[ক] সম্প্রদায়
✅ সমাজ
[গ] সংস্কৃতি
[ঘ] সভ্যতা
৫. সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টি ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থেই ব্যবহৃত হয়?
[ক] সম্প্রদায়
✅ সমাজ
[গ] সংস্কৃতি
[ঘ] সভ্যতা
৬.'সমাজ অর্থ সহযোগিতা' -উক্তিটি কার?
[ক] অগাস্ট কোঁৎ
[খ] ডুর্খেইম
[গ] গিডিংস
✅ ম্যাকাইভার
৭. ‘সমাজ মানুষের বহুবিধ সামাজিক সম্পর্কের এক সামগ্রিক পদ্ধতি'-উক্তিটি কার?
[ক] অগাস্ট কোঁৎ এর
[খ] ডুর্খেইম এর
[গ] গিডিংসের
✅ ম্যাকাইভারের
৮. সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সমাজের সংজ্ঞায় কোন বিষয়টির ওপর গুরুত্বারোপ করেছেন?
[ক] সমমনা
[খ] সমস্বার্থ
[গ] একই ভাষাভাষী
✅ সামাজিক সম্পর্ক
৯. ‘যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ'-সংজ্ঞাটি কার?
[ক] Spencer
[খ] Robertson
✅ Maclver& Page
[ঘ] R. T. Schaefer
১০. সমাজের সদস্যরা তাদের প্রয়োজন মেটানোর জন্যে কোনটি গড়ে তোলে?
[ক] সংঘ
[খ] গোষ্ঠী
[গ] রাজনৈতিক দল
✅ প্রতিষ্ঠান
১১. ‘যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ'-সংজ্ঞাটি কোন গ্রন্থ থেকে নেওয়া?
✅ Society
[খ] Sociology
[গ] Social Institution
[ঘ] Human Society
১২. সমাজে কীসের প্রাধান্য বেশি?
✅ সহযোগিতার
[খ] সহমর্মিতার
[গ] সমঝোতার
[ঘ] সংঘাতের
১৩. হীরা ও তাহমিনা একসাথে একটি প্রতিষ্ঠানে কাজ করে। তারা একে অপরকে জানে ও উভয়ের মধ্যে ভাবের আদান-প্রদান হয়। এক্ষেত্রে তাদের মধ্যে কোন বিষয়টি গড়ে উঠবে?
[ক] সমমনা
[খ] সমস্বার্থ
[গ] একই ভাষাভাষী
✅ সামাজিক সম্পর্ক
১৪. সমাজ সৃষ্টির মূল উপাদান কী?
✅ মানুষ
[খ] রক্তের সম্পর্ক
[গ] সহমর্মিতা
[ঘ] পারস্পরিক সম্পর্ক
১৫. নিজেদের প্রয়োজন পূরণে সমাজের সদস্যরা কোনটি গড়ে তোলে?
[ক] সংঘ
[খ] গোষ্ঠী
[গ] রাজনৈতিক দল
✅ প্রতিষ্ঠান
১৬. সৈয়দপুর গ্রামের মানুষদের নিয়ে একটি সমাজ গড়ে উঠেছে। এ সমাজের ক্ষেত্রে কোনটি বলা যাবে?
[ক] ব্যক্তিকেন্দ্রিক সমাজ
[খ] প্রতিষ্ঠানকেন্দ্রিক সমাজ
[গ] কৃষিভিত্তিক সমাজ
✅ স্থায়ী সমাজ
১৭. নির্ভরশীলতা → সংঘবদ্ধতা মিথস্ক্রিয়া → সামাজিক সম্পর্ক ছকটি কীসের সাথে সম্পর্কিত?
[ক] রাষ্ট্রের গঠনপ্রকৃতি
✅ সমাজের গঠনপ্রকৃতি
[গ] প্রতিষ্ঠানের গঠনপ্রকৃতি
[ঘ] সংঘের গঠনপ্রকৃতি
১৮. 'Fundamentals of Sociology' গ্রন্থটির রচয়িতা কে?
[ক] অগাস্ট কোঁৎ
[খ] ডুর্খেইম
[গ] গিডিংস
✅ গিসবার্ট
১৯. সমাজের সদস্যরা পরস্পর-
i. নির্ভরশীল
ii. সম্পর্কসূত্রে আবদ্ধ
iii. স্বাধীন ও মুক্ত
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০. সমাজের অভ্যন্তরে বিদ্যমান -
i. অস্থিতিশীলতা
ii. দ্বন্দ্ব
iii. সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২১. কোন দৃষ্টিকোণ থেকে মানুষ যা তাই সংস্কৃতি?
[ক] রাজনৈতিক দৃষ্টিকোণ
✅ সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ
[গ] অর্থনৈতিক দৃষ্টিকোণ
[ঘ] ধর্মীয় দৃষ্টিকোণ
২২. ম্যাকাইভারের মতে, সমাজ বলতে বোঝায় পারস্পরিক-
i. সংঘাত
ii. নির্ভরশীলতা
iii. সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩. সমাজের রূপ ফুটে ওঠে তার-
i. গড়নের মধ্যে
ii. কাঠামোর মধ্যে
iii. অবকাঠামোর মধ্যে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
আকন সাহেব রসুলপুর গ্রামের বাসিন্দা। তার গ্রামে প্রায় আড়াই হাজার লোকের বাস। তার এলাকায় দুই-এক ঘর হিন্দু পরিবার ছাড়া বাকি অধিবাসীরা একই ভাষাভাষী ও ধর্মাবলম্বী। উক্ত গ্রামের বাসিন্দাদের মধ্যে সামাজিক সম্পর্ক রয়েছে।
২৪. অনুচ্ছেদের গ্রামবাসীদের পারস্পরিক সম্পর্ককে কী বলা যায়?
[ক] সংঘ
[খ] প্রতিষ্ঠান
✅ সমাজ
[ঘ] গোষ্ঠী
২৫. অনুচ্ছেদের গ্রামটি হচ্ছে একটি গ্রামীণ সমাজের উদাহরণ। কারণ-
i. বাসিন্দারা একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে
ii. বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সৌহার্দবোধ রয়েছে
iii. বাসিন্দাদের মধ্যে কিছু ভিন্ন ধর্মের লোক রয়েছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৬. সমাজ যে ধরনের সংগঠন-
[ক] সেবামূলক
✅ মানবীয়
[গ] আর্থিক
[ঘ] রাজনৈতিক
২৭. যখন একাধিক ব্যাক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কী বলে?
[ক] সংঘ
[খ] প্রতিষ্ঠান
✅ সমাজ
[ঘ] গোষ্ঠী
২৮. সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-
[ক] সংঘ
[খ] প্রতিষ্ঠান
✅ সমাজ
[ঘ] গোষ্ঠী
২৯.কার মতে, প্রত্যেকটি সমাজ হলো এক একটি জীব দেহের মতো?
[ক] অগাস্ট কোঁৎ
[খ] ডুর্খেইম
[গ] গিডিংস
✅ হার্বার্ট স্পেন্সার
৩০. সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি?
[ক] সংঘ
[খ] প্রতিষ্ঠান
✅ পরিবার
[ঘ] গোষ্ঠী
৩১. মানুষ কার চাহিদা অনুসারে জীবন গঠনের চেষ্টা করে?
[ক] সংঘ
[খ] প্রতিষ্ঠানের
✅ সমাজের
[ঘ] গোষ্ঠী
৩২. ম্যাকাইভার ও পেজ কর্তৃক রচিত গ্রন্থ কোনটি?
✅ Society
[খ] Sociology
[গ] Social Institution
[ঘ] Human Society
৩৩. সমাজ সর্বদা কীরূপ?
[ক] অপরিবর্তনীয়
[খ] স্থিতিশীল
✅ পরিবর্তনশীল
[ঘ] স্থবির
৩৪. সমাজের সাথে মানুষের সম্পর্ক কেমন?
[ক] সুদৃঢ়
[খ] সহমর্মী
[গ] নৈর্ব্যক্তিক
✅ নিবিড়
৩৫. সাধারণ যে বৈশিষ্ট্য থাকলে যেকোনো জনসমষ্টিকে সমাজ বলা যায়-
i. বহুলোক সংঘবদ্ধ হলে
ii. সংঘবদ্ধতার পিছনে উদ্দেশ্য থাকলে
iii. প্রতিযোগিতা থাকলে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৬. ‘যান্ত্রিকতা ও শিল্পকলার বদৌলতে জীবনযাত্রার মান উন্নয়নের জন্যে যে সমস্তবস্তু বিদ্যমান তাই বস্তুগত সংস্কৃতি' - সংজ্ঞাটি কার?
[ক] ম্যাকাইভারের
[খ] জিসবার্টের
✅ অগবার্নের
[ঘ] ডুর্খেইমের
৩৭. সমাজের মৌল কাঠামোর অন্তর্ভুক্ত-
i. উৎপাদন সম্পর্ক
ii. উৎপাদন পদ্ধতি
iii. উৎপাদন শক্তি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
উদ্দীপকটি পড়ে উত্তর দাও ৩৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও:
সমাজবিজ্ঞানে একটি অতি পরিচিত প্রত্যয় রয়েছে। প্রত্যয়টি বৈচিত্র্যময় ও সর্বদা পরিবর্তনশীল। এটি পারস্পরিক সম্পর্কের সমগ্রতাকে নির্দেশ করে।
৩৮. উদ্দীপকে কীসের ইঙ্গিত দেওয়া হয়েছে?
[ক] সংঘ
[খ] প্রতিষ্ঠান
✅ সমাজ
[ঘ] গোষ্ঠী
৩৯. উদ্দীপকে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছেম
i. সমরূপতা
ii. সর্বব্যপকতা
iii. সর্বজনীন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪০. রাশিয়ান সমাজবিজ্ঞানী কোভালেভস্কির মতানুযায়ী সবচেয়ে আদিম সমাজের ধরন কীরূপ ছিল?
[ক] পিতৃপ্রধান
[খ] সামন্ততান্ত্রিক
[গ] যাযাবর
✅ মাতৃপ্রধান
৪১. ইতালিয়ান চিন্তাবিদ ভিকো ঐতিহাসিক বিবর্তনের দৃষ্টিকোণ থেকে সমাজকে কয় ভাগে ভাগ করেছেন?
✅ তিন
[খ] চার
[গ] ছয়
[ঘ] সাত
৪২.সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে?
[ক] স্পেন্সার
✅ হবস্
[গ] টয়েনবি
[ঘ] ওয়েবার
৪৩. বিবর্তন অর্থ কী?
[ক] কাঙি্ক্ষত পরিবর্তন
✅ ক্রমান্বয়ে পরিবর্তন
[গ] দ্রুত পরিবর্তন
[ঘ] পরিকল্পিত পরিবর্তন
৪৪. ক্রমবিবর্তনের ধারার এবং অত্যন্ত স্বাভাবিকভাবে কীসের উৎপত্তি ঘটেছে?
[ক] সংঘের
[খ] রাষ্ট্রের
✅ সমাজের
[ঘ] সম্প্রদায়ের
৪৫. সমাজ তিনটি স্তর ভেদ করে পূর্ণাঙ্গ রূপ নিয়েছে- এ মতবাদটি কার?
✅ অগাস্ট কোঁৎ -এর
[খ] ডুর্খেইমের
[গ] গিডিংসের
[ঘ] ম্যাকাইভারের
৪৬. অগাস্ট কেঁৎ সমাজের তিনটি স্তরের কথা কোন গ্রন্থে উল্লেখ করেছেন?
[ক] A System de Politique Positive
✅ Course de Philosophy
[গ] Opuscules de Philosophic Social
[ঘ] Course de Philosophic Positive
৪৭. মানুষের জন্মগত প্রকৃতি কী?
✅ সমাজপ্রবণতা
[খ] বুদ্ধিমত্তা
[গ] অনুকরণপ্রিয়তা
[ঘ] কৌতূহল
৪৮. সমাজ বিবর্তনের ধারাকে কয়ভাবে ভাগ করা হয়েছে?
✅ ৪
[খ] ৫
[গ] ৬
[ঘ] ৭
৪৯. আদিম সমাজে সম্পত্তির কী ধরনের মালিকানা স্বীকৃতি ছিল?
[ক] কোনো মালিকানা ছিল না
✅ সামাজিক মালিকানা
[গ] ব্যক্তিমালিকানা
[ঘ] গোষ্ঠী মালিকানা
✅ আদিম সমাজে
[খ] কৃষি সমাজে
[গ] পশুপালন সমাজে
[ঘ] শিল্প সমাজে
৫১. কোন সমাজে প্রথম ব্যক্তিমালিকানা দেখা যায়?
[ক] আদিম সমাজে
[খ] কৃষি সমাজে
✅ পশুপালন সমাজে
[ঘ] শিল্প সমাজে
৫২. কৃষি আবিষ্কারের ফলে মানুষ কীভাবে বসবাস করতে শুরু করে?
[ক] যাযাবরের মতো
[খ] সমাজবদ্ধভাবে
✅ স্থায়ীভাবে
[ঘ] এককভাবে
৫৩. নব্যপ্রস্তর যুগে মানুষ সর্বপ্রথম কোথায় কৃষি আবাদ শুরু করে?
✅ এশিয়া মাইনরে
[খ] জাপানে
[গ] ইরানে
[ঘ] সৌদি আরবে
৫৪. কখন ব্যবসা-বাণিজ্য আন্তর্জাতিক রূপ লাভ করে?
✅ ব্রোঞ্জ যুগে
[খ] লৌহ যুগে
[গ] প্রাচীন প্রস্তর যুগে
[ঘ] নব্যপ্রস্তর যুগে
৫৫. কোন সমাজ কালক্রমে সামন্ত সমাজে রূপান্তরিত হয়েছে?
[ক] আদিম সমাজ
[খ] কৃষি সমাজ
✅ পিতৃপ্রধান সমাজ
[ঘ] মাতৃপ্রধান সমাজ
৫৬. সামন্ত সমাজের পর কোন সমাজের সৃষ্টি হয়েছে?
[ক] আদিম সমাজ
[খ] কৃষি সমাজ
✅ গণতান্ত্রিক সমাজ
[ঘ] মাতৃপ্রধান সমাজ
৫৭. গণতান্ত্রিক সমাজের মূলমন্ত্র কী?
[ক] ধর্ম ও অধিকার
[খ] আইন ও স্বাধীনতা
✅ সাম্য ও স্বাধীনতা
[ঘ] সাম্য ও ধর্ম
৫৮. অগাস্ট কোঁৎ-এর মতে, ধর্মীয় যুগের পর সমাজ কোন যুগে ছিল?
✅ দার্শনিক যুগে
[খ] প্রকৃতির যুগে
[গ] আধুনিক যুগে
[ঘ] পাথরের যুগে
৫১. অগাস্ট কোঁৎ-এর মতে, সর্বশেষ সমাজ কোন যুগে ছিল?
✅ দার্শনিক যুগে
[খ] প্রকৃতির যুগে
[গ] আধুনিক যুগে
[ঘ] পাথরের যুগে
৬০. ইতিহাসের ধারায় বাস্তবধর্মী ব্যাখ্যা দেয়া হয়েছে কোন ক্ষেত্রে?
✅ রৈখিক ধারায়
[খ] চক্রাকার ধারায়
[গ] গোলাকর ধারায়
[ঘ] চতুর্ভূজ ধারায়
৬১. প্রাচীনকালে মানুষ কেমন ছিল?
[ক] সহজ-সরল
✅ আক্রমণাত্মক
[গ] এক রৈখিক
[ঘ] ধর্মভীরু
৬২. হার্বার্ট স্পেন্সার সমাজের বিবর্তনকে কার বিবর্তনের সূত্রের অবলম্বনে ব্যাখ্যা করেন?
✅ চার্লস ডারউইনের
[খ] ডুর্খেইমের
[গ] গিডিংসের
[ঘ] ম্যাকাইভারের
৬৩. ‘‘সমাজ ক্রমান্বয়ে অসামঞ্জস্য থেকে সামঞ্জস্যতায় এবং জটিলতা থেকে শৃঙ্খলতায় চলে এসেছে’’ - কার উক্তি?
✅ স্পেন্সারের
[খ] ডুর্খেইমের
[গ] গিডিংসের
[ঘ] ম্যাকাইভারের
৬৪. প্রাচীনকালে সমাজে কী বিরাজ করত?
[ক] সুশৃঙ্খলা
✅ বিশৃঙ্খলা
[গ] সুসংঘবদ্ধতা
[ঘ] ধর্মীয় অনুশাসন
৬৫. স্পেন্সার সমাজের বিবর্তন বলতে কোনটিকে নির্দেশ করেছেন?
[ক] সমাজের অধঃগতি
✅ সমাজের উন্নতি
[গ] সমাজের স্থিতিশীলতা
[ঘ] সমাজের সমন্বয়
৬৬. সমাজ বিবর্তনের রৈখিক ধারার অনুসারী হলেন-
i. অগাস্ট কোঁৎ
ii. হার্বাট স্পেন্সার
iii. কার্ল মার্কস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬৭. 'দুজন ব্যক্তির চেতন ও অচেতন ব্যবহারের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট ও পরিবর্তিত যা কিছু তার সমগ্রতাই সংস্কৃতি'-উক্তিটি কার?
[ক] ম্যাকাইভারের
[খ] জিসবার্টের
✅ পি. এ. সরোকিনের
[ঘ] ডুর্খেইমের
৬৮. মার্কস-এর মতে, সমাজব্যবস্থার ধাপ হলো-
i. প্রাচীন যুগ
ii. সামন্ত যুগ
iii. আধুনিক যুগ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৯ ও ৭০নং প্রশ্নের উত্তর দাও:
সমাজবিজ্ঞান পাঠ করতে গিয়ে মার্জিয়ার এমন একজন সমাজবিজ্ঞানীর কথা মনে পড়ে, যিনি সমাজ পরিবর্তনকে কতকগুলো স্তরের রূপান্তরের সাথে তুলনা করেছেন। তার মতে, সমাজ প্রথমে ছিল ধর্মীয় যুগে। তারপর দার্শনিক যুগে এবং সর্বশেষে প্রকৃতির যুগে এসে পৌঁছেছে।
৬৯. মার্জিয়ার কোন সমাজবিজ্ঞানীর কথা মনে পড়েছিল?
✅ অগাস্ট কোঁৎ
[খ] ডুর্খেইমে
[গ] গিডিংস
[ঘ] ম্যাকাইভার
৭০. উক্ত সমাজবিজ্ঞানী সমাজ বিবর্তনের ক্ষেত্রে দেখিয়েছেন, মানুষ-
i. প্রথমে ছিল আক্রমণাত্মক
ii. পরে আক্রমণকে প্রতিহত করতে শেখে
iii. সর্বশেষ বেঁচে থাকার তাগিদে পরিশ্রম করতে শেখে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭১. লিখন পদ্ধতির আবিষ্কার হয় কোন যুগে?
✅ ব্রোঞ্জ যুগে
[খ] লৌহ যুগে
[গ] প্রাচীন প্রস্তর যুগে
[ঘ] নব্যপ্রস্তর যুগে
৭২. প্রত্নতাত্ত্বিকগণ মানব সমাজ ও সভ্যতার বিকাশকে কয়টি ভাগে ভাগ করেছেন?
✅ ৩
[খ] ৫
[গ] ৬
[ঘ] ৭
৭৩. আদিমকাল থেকে কোনটির মাধ্যমে সমাজ নিয়ন্ত্রিত হতো?
[ক] পরিবার
[খ] লোকাচার
✅ ধর্ম
[ঘ] কৌম
৭৪. হার্বার্ট স্পেন্সার বসতির ভিত্তিতে সমাজকে কয় ভাগে ভাগ করেন?
✅ ৩
[খ] ৫
[গ] ৬
[ঘ] ৭
৭৫. প্রকৃত প্রস্তাবে পৃথিবীর অধিকাংশ মানুষ এখনো কোন সমাজের অন্তর্ভুক্ত?
[ক] আদিম সমাজ
✅ কৃষি সমাজ
[গ] গণতান্ত্রিক সমাজ
[ঘ] মাতৃপ্রধান সমাজ
৭৬. সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম কয় ধরনের সমাজের কথা বলেছেন?
✅ ৪
[খ] ৫
[গ] ৬
[ঘ] ৭
৭৭. মানব সমাজে কৃষি কাজের সূচনা হয় কখন?
[ক] দাস সমাজের পরে
[খ] আদিম সমাজে
✅ পশুপালন যুগের পরে
[ঘ] সামন্ত সমাজের পরে
৭৮. "The Rules of Sociological Method" গ্রন্থটি কার?
[ক] চার্লস ডারউইনের
✅ ডুর্খেইমের
[গ] গিডিংসের
[ঘ] ম্যাকাইভারের
৭৯. মার্কসের মতে, শ্রেণিবিভক্ত সমাজের প্রথম ধাপ কোনটি?
[ক] আদিম সমাজ
✅ দাস সমাজ
[গ] গণতান্ত্রিক সমাজ
[ঘ] মাতৃপ্রধান সমাজ
৮০. মার্কসের মতে কোন সমাজটি ছিল শ্রেণিহীন?
✅ আদিম সমাজ
[খ] কৃষি সমাজ
[গ] গণতান্ত্রিক সমাজ
[ঘ] মাতৃপ্রধান সমাজ
৮১. কোন সমাজ ভূমিনির্ভর ছিল?
[ক] আদিম সমাজ
✅ সামন্ত সমাজ
[গ] গণতান্ত্রিক সমাজ
[ঘ] মাতৃপ্রধান সমাজ
৮২. সামন্ত সমাজে জমির মালিক ছিল কে?
[ক] দাসরা
[খ] ব্যবসায়ীরা
✅ ভূস্বামীরা
[ঘ] রাজারা
৮৩. ‘‘ভূমিদাসরা ভূস্বামী প্রদত্ত জমিতে চাষবাস করত’’- উক্তিটি কোন সমাজের ক্ষেত্রে প্রযোজ্য?
[ক] আদিম সমাজ
✅ সামন্ত সমাজ
[গ] গণতান্ত্রিক সমাজ
[ঘ] মাতৃপ্রধান সমাজ
৮৪. কার্ল মার্কস কয় ধরনের সমাজের কথা বলেছেন?
✅ ৪
[খ] ৫
[গ] ৬
[ঘ] ৭
৮৫. শিল্প সমাজে-
i. ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান ছিল
ii. নেতিবাচক কাজের ওপর নিয়ন্ত্রণ ছিল না
iii. সহযোগিতামূলক অবস্থা বিদ্যমান ছিল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৬. বসতির ভিত্তিতে স্পেন্সার সমাজকে ভাগ করেন -
i. যাযাবর সমাজে
ii. সামন্ত সমাজে
iii. স্থায়ী বসতি সমাজে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৭. কখন ফ্রান্সিস বেকন Culture শব্দটি ব্যবহার করেন?
[ক] অষ্টাদশ শতকে
[খ] বিংশ শতকে
✅ ঊনবিংশ শতকে
[ঘ] একবিংশ শতকে
৮৮. যুদ্ধভিত্তিক সমাজে বিশ্বাস বিদ্যমান ছিল-
i. দেশপ্রেমে
ii. সাহসিকতায়
iii. স্বাধীনতায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:
সমাজ বিকাশের প্রারম্ভিক পর্যায়ের সমাজ ছিল যুদ্ধভিত্তিক সমাজ। প্রারম্ভিক পর্যায়ে মানুষের যুদ্ধ প্রকৃতির বিরুদ্ধে থাকলেও পরবর্তীতে তা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে রূপ নেয়।
৮৯. অনুচ্ছেদে বর্ণিত যুদ্ধ নিচের কোন সমাজকে নির্দেশ করে?
[ক] আদিম সমাজ
✅ যুদ্ধভিত্তিক সমাজ
[গ] গণতান্ত্রিক সমাজ
[ঘ] মাতৃপ্রধান সমাজ
৯০. উক্ত সমাজের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য কোনটি?
[ক] গণতন্ত্র প্রতিষ্ঠা করে
✅ শিল্পভিত্তিক সমাজের সূচনা করে
[গ] জঙ্গিবাদের অবসান ঘটায়
[ঘ] কৃষিভিত্তিক সমাজের সূচনা করে
৯১. সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায়?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৯২. কোন সমাজে ক্ষমতার উৎস জনগণ?
[ক] আদিম সমাজ
[খ] যুদ্ধভিত্তিক সমাজে
✅ গণতান্ত্রিক সমাজে
[ঘ] মাতৃপ্রধান সমাজে
৯৩. সাম্যবাদ প্রতিষ্ঠা করা কোন সমাজের মুখ্য উদ্দেশ্য?
[ক] আদিম সমাজ
✅ সমাজতান্ত্রিক সমাজ
[গ] গণতান্ত্রিক সমাজ
[ঘ] মাতৃপ্রধান সমাজ
৯৪. আধুনিক শিল্প সমাজ কোনটি নির্ভর?
[ক] সংগ্রহ কৌশল নির্ভর
[খ] কৃষি উৎপাদন কৌশল নির্ভর
✅ যন্ত্রচালিত উৎপাদন কৌশল নির্ভর
[ঘ] শ্রমভিত্তিক উৎপাদন কৌশল নির্ভর
৯৫. মার্কসের মতে, এশীয় সমাজ ব্যবস্থায় কোনটি অনুপস্থিত?
[ক] ধর্মীয় বিশ্বাস
[খ] ব্যক্তি মালিকানা
[গ] পরিবার ব্যবস্থা
✅ উৎপাদন ব্যবস্থা
৯৬. যান্ত্রিক সংহতি কোন সমাজে দেখা যায়?
[ক] আদিম সমাজ
[খ] যুদ্ধভিত্তিক সমাজে
✅ গণতান্ত্রিক সমাজে
[ঘ] মাতৃপ্রধান সমাজে
৯৭. কোথায় পুঁজিবাদের বিকাশ ঘটে?
[ক] প্রাচ্যে
[খ] ভারতবর্ষে
[গ] আমেরিকা
✅ ইউরোপে
৯৮. 'মনা' তে বিশ্বাস কোন সমাজে বিদ্যমান?
✅ পলিনেশীয়
[খ] এশীয়
[গ] মেলেনেশীয়
[ঘ] মাইক্রোনেশীয়
৯৯. সংস্কৃতি কী?
[ক] মানুষের আচরণ
[খ] শিল্পকলা চর্চা
✅ সার্বিক জীবনপ্রণালি
[ঘ] অবকাঠামোগত উন্নয়ন
১০০. ট্যালকট পারসন্সের মতে সংস্কৃতির রূপ বা মাত্রা কয়টি?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ
0 Comments:
Post a Comment