HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১০

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download. hsc sociology 1st paper mcq guide pdf download.

সমাজবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১০

HSC Sociology 1st Paper
MCQ
Question and Answer pdf download

১. বিচ্যুত আচরণের বীজ নিহিত থাকে কোথায়?
[ক] সম্প্রদায়ের মধ্যে
[খ] সংঘের নীতিতে
✅ সমাজের ভিতর
[ঘ] পরিবারের ভিতর

২. লেবেলিং তত্ত্বের আলোকে বিচ্যুতিকে কয়ভাগে ভাগ করা হয়?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৩. বিচ্যুত আচরণ কী ধরনের বিষয়?
✅ আপেক্ষিক
[খ] বাহ্যিক
[গ] অভ্যন্তরীণ
[ঘ] স্বাভাবিক

৪. সামাজিক মূল্যবোধের পরিপন্থি কাজ বা আচরণকে কী বলে?
[ক] সামাজিক বিশৃঙ্খলা
[খ] সামাজিক অবক্ষয়
[গ] সামাজিক বিপর্যয়
✅ সামাজিক বিচ্যুতি

৫. বিচ্যুতিমূলক আচরণ কোনটির জন্ম দেয়?
[ক] প্রথা
✅ অপরাধ
[গ] লোকাচার
[ঘ] লোকরীতি

৬. 'বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোন গোষ্ঠী বা সমাজের আশা আকাঙ্ক্ষা বা আচরণ মানকে ভঙ্গ করে।'-বিচ্যুতির এ সংজ্ঞাটি কার?
[ক] Robertson
[খ] Popenoe
✅ R. T. Schaefer
[ঘ] J. M. Shepard

৭. কোনটির জন্য বিচ্যুতিমূলক আচরণ হুমকি স্বরূপ?
✅ সামাজিক সংহতি
[খ] সামাজিক নীতি
[গ] সামাজিক সংগঠন
[ঘ] সামাজিক লোকাচার

৮. কোনটিকে অপরাধের পূর্ববর্তী স্তর বলা যেতে পারে?
[ক] নারী নির্যাতনকে
✅ বিচ্যুতিমূলক আচরণকে
[গ] রাষ্ট্রদ্রোহিতাকে
[ঘ] হত্যা করাকে

৯. সমাজ ব্যক্তির কাছ থেকে যে ধরনের আচার-আচরণ প্রত্যাশা করে তাকে কোন ধরনের আচরণ বলে?
✅ কাঙি্ক্ষত আচরণ
[খ] অনাকাঙি্ক্ষত আচরণ
[গ] অশুভ আচরণ
[ঘ] বিচ্যুতিমূলক আচরণ

১০. বিচ্যুতিমূলক আচরণের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
[ক] প্রত্যাশিত ও স্বাভাবিক আচরণ
[খ] সমাজ কাঠামোর সাথে সম্পৃক্ত নয়
[গ] অপরাধের পরবর্তী স্তর
✅ সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে দমন করা যায়

১১. বিচ্যুতিমূলক আচরণ প্রত্যয়টি যেগুলোকে সমর্থন করে-
i. অস্বাভাবিক
ii. অপ্রত্যাশিত আচরণ
iii. নৈতিক মূল্যবোধ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
রনি বড়দের সম্মান করে না। সে দরিদ্রদের নানাভাবে উপহাস করে। ছোটদের প্রতিও সে সহনশীল নয়। অকারণেই তাদের বকাঝকা করে।

১২. রনির আচরণ কীরূপ আচরণের অন্তর্ভুক্ত?
[ক] কাঙি্ক্ষত আচরণ
[খ] অনাকাঙি্ক্ষত আচরণ
[গ] অশুভ আচরণ
✅ বিচ্যুত আচরণ

১৩. উক্ত আচরণের ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ হলো-
i. এটি আপেক্ষিক বিষয়
ii. এটি সামাজিকভাবে নিন্দনীয় বিষয়
iii. এটি সামাজিক কাঠামোর সাথে সম্পৃক্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪. বড়দের অসম্মান করা হলো-
[ক] অপরাধ
[খ] বিশৃঙ্খলা
✅ বিচ্যুতি
[ঘ] নৈরাজ্য

১৫. 'Deviance' শব্দের অর্থ কী?
✅ মূল্যবোধ বিরোধী কার্যক্রম
[খ] প্রবেশন
[গ] আচরণ
[ঘ] অপরাধ

১৬. মাদকাসক্তি, পতিতাবৃত্তি, জুয়া খেলা এ জাতীয় অপরাধের বিরুদ্ধে সাধারণত অন্যরা কোনো অভিযোগ আনেন না কেন?
[ক] 'অপরাধীদের ভয়ে
[খ] অভিযোগ করে ফল না পাওয়ায়
✅ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্তনা হওয়ায়
[ঘ] আইন দ্বারা নিষিদ্ধ নয় বলে

১৭. বিচ্যুতি হলো-
[ক] অন্যের অধিকার হরণ করা
[খ] প্রতিষ্ঠানের কর্তৃত্ব খর্ব করা
[গ] অন্যের সমালোচনা করা
✅ সমাজ স্বীকৃত নিয়ম-কানুন অমান্য করা

১৮. বিচ্যুতি হলো-
i. ঐতিহ্য পরিপন্থি আচরণ
ii. আইন বিরোধী আচরণ
iii. মূল্যবোধ পরিপন্থি আচরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯. 'Social Deviance' এর বাংলা প্রতিশব্দ কোনটি?
[ক] সামাজিক অপরাধ
✅ সামাজিক বিচ্যুতি
[গ] সামাজিক নৈরাজ্য
[ঘ] সামাজিক মূল্যবোধের অবক্ষয়

২০. সোহেল কলেজে বড় ভাইদের যথাযথ সম্মান প্রদর্শন করে না। তার আচরণ হলো-
[ক] অপরাধ
[খ] বিশৃঙ্খলা
✅ বিচ্যুতি
[ঘ] নৈরাজ্য

২১. ‘‘বিচ্যুত আচরণ হলো সেই আচরণ, যা সামাজিক আশা আকাঙ্ক্ষা সমর্থন করে না’’ - সংজ্ঞাটি কার?
[ক] Mills
✅ Ross
[গ] Gerth
[ঘ] Giddens

২২. বিচ্যুতিমূলক আচরণের যথার্থ বৈশিষ্ট্য হলো-
i. বিধি বহির্ভূত
ii. আইন দ্বারা নিষিদ্ধ
iii. সংহতির হন্তারক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৩নং প্রশ্নের উত্তর দাও:
করিম সাহেব বৃদ্ধ পিতামাতার একমাত্র সন্তান। অনেক যত্নে তাকে তার বাবা-মা বড় করেছেন। এখন তিনি নিজের স্ত্রী সন্তান নিয়ে এতই ব্যস্তযে বৃদ্ধ পিতা-মাতা কেমন আছেন সে খবরও রাখেন না। সমাজের মানুষ তার নিন্দা করে।

২৩. বৃদ্ধ পিতা মাতার প্রতি করিম সাহেবের মনোভাব সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের সাথে সংশিস্নষ্ট?
[ক] অপরাধ
[খ] বিশৃঙ্খলা
✅ বিচ্যুতি
[ঘ] নৈরাজ্য

২৪. বিচ্যুত আচরণের উপাদানগুলো কয় ভাগে বিভক্ত?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২৫. সমাজে প্রচলিত বিধিসম্মত প্রক্রিয়ার ভিতর কয়টি বিষয় নিহিত থাকে?
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] পাঁচ

২৬. সমাজবিজ্ঞানীদের মতে, বিচ্যুত আচরণের কতটি কারণ বিদ্যমান?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২৭. সমাজের কাঙি্ক্ষত বিষয়গুলো অর্জন করতে হলে কীভাবে অগ্রসর হতে হয়?
[ক] বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে
[খ] জটিল প্রক্রিয়ার মাধ্যমে
✅ বিধিসম্মত প্রক্রিয়ার মাধ্যমে
[ঘ] সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে

২৮. জৈবিক তাড়নার সাথে কোনটির সংঘাত সৃষ্টি হয়?
[ক] অর্থ
[খ] চাকরি
✅ শৃঙ্খলা
[ঘ] ব্যবসা

২৯. নিচের কোনটি বিচ্যুতিমূলক আচরণের জন্ম দেয়?
[ক] সামাজিক গতিশীলতা
[খ] সংঘের নীতি
[গ] সম্প্রদায়ের ধরন
✅ সামাজিক পরিবর্তন

৩০. সামন্ত সমাজে অর্জনের আকাঙ্ক্ষা ছিল কোনটির?
✅ ভূমি
[খ] টাকা
[গ] মূলধন
[ঘ] ব্যবসা

৩১.কোনটি আমাদের পরিবার প্রথার ওপর আঘাত হেনেছে?
[ক] বিদ্যুতায়ন
[খ] যোগাযোগ ব্যবস্থা
[গ] রীতিনীতি
✅ শিল্পায়ন

৩২. সামাজিক বিচ্যুতির প্রধান কারণ হলো
i. শিল্পবিপ্লব
ii. নগরায়ণ
iii. শহরায়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৩. কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়ায় জাভেদ চুরি করা শুরু করেছে। জাভেদের এ ধরনের আচরণের কারণ-
i. বেকারত্ব
ii. হতাশা
iii. মানসিক অসন্তোষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. সামাজিক বিচ্যুতির জন্যে দায়ী-
i. অনুকূল সামাজিক পরিবেশ
ii. সুষ্ঠু সামাজিকীকরণের অভাব
iii. শারীরিক বৈশিষ্ট্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫. সমাজবিজ্ঞানীরা বিচ্যুত আচরণের কারণকে বিশ্লেষণ করেন কয়ভাবে?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৩৬. বিচ্যুত আচরণ বিশ্লেষণে জৈবিক তত্ত্বের প্রথম প্রয়োগ করেন কে?
[ক] আর. কে. মার্টন
✅ সিজার লমব্রোসো
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] পারফিল্ড

৩৭. এনমিক তত্ত্বের প্রবক্তা কে?
[ক] আর. কে. মার্টন
[খ] সিজার লমব্রোসো
✅ এমিল ডুর্খেইম
[ঘ] পারফিল্ড

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১০

৩৮. 'The Suicide' গ্রন্থটির রচয়িতা কে?
[ক] আর. কে. মার্টন
[খ] সিজার লমব্রোসো
✅ ডুর্খেইম
[ঘ] পারফিল্ড

৩৯. ডুর্খেইম কয় ধরনের নৈরাজ্যের কথা বলেছেন?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৪০. Social Structure and Anomie' গ্রন্থের লেখক কে?
[ক] আর. কে. মার্টন
[খ] সিজার লমব্রোসো
✅ মার্টন
[ঘ] পারফিল্ড

৪১. মার্টন কোন সমস্যাকে সমাজকাঠামোর প্রেক্ষিতে বিশ্লেষণ করেছেন?
✅ সামাজিক সমস্যাকে
[খ] রাজনৈতিক সমস্যাকে
[গ] আন্তর্জাতিক সমস্যাকে
[ঘ] অর্থনৈতিক সমস্যাকে

৪২. কে ডুর্খেইমের নৈরাজ্য সংক্রান্ত ধারণাটির আরও বিস্তৃতি ঘটান?
[ক] আর. কে. মার্টন
[খ] সিজার লমব্রোসো
✅ মার্টন
[ঘ] পারফিল্ড

৪৩. ব্যক্তির ওপর সমাজের কোনো নিয়ন্ত্রণ না থাকলে কোনটি ঘটে?
✅ অস্বাভাবিক আচরণ
[খ] প্রত্যাশিত আচরণ
[গ] স্বাভাবিক আচরণ
[ঘ] কাঙি্ক্ষত আচরণ

৪৪. মার্টন কয় ধরনের নৈরাজ্যের কথা বলেছেন?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৪৫. সমাজে নৈরাজ্য সৃষ্টি হয় মূলত-
i. আইন-কানুন ভেঙে পড়ায়
ii. ব্যক্তির ওপর সমাজের নিয়ন্ত্রণ থাকায়
iii. বিশ্বাস ভেঙে পড়ায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম সামাজিক বিচ্যুতিমূলক আচরণের যে তত্ত্ব দেন সেটি কী নামে পরিচিত?
[ক] সামাজিক বিশৃঙ্খলামূলক তত্ত্ব
✅ সামাজিক নৈরাজ্যমূলক তত্ত্ব
[গ] বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব
[ঘ] আচরণ বিশ্লেষণমূলক তত্ত্ব

৪৭. অপরাধের সংজ্ঞা নির্ধারণে সামাজিক সম্মতির ওপর গুরত্ব দিয়েছেন কে?
[ক] আর. কে. মার্টন
[খ] সিজার লমব্রোসো
✅ এমিল ডুর্খেইম
[ঘ] পারফিল্ড

৪৮. 'আইন ভঙ্গমূলক কাজই অপরাধ' কে বলেছেন?
[ক] আর. কে. মার্টন
[খ] সিজার লমব্রোসো
✅ শেফার্ড
[ঘ] পারফিল্ড

৪৯. অপরাধের কয়টি স্তর থাকে?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৫০. সামাজিক মূল্যবোধ পরিপন্থি বা রাষ্ট্রীয় আইন পরিপন্থি কাজকে কী বলে?
[ক] অপরাধ
[খ] বিশৃঙ্খলা
✅ অপরাধ
[ঘ] নৈরাজ্য

৫১. রবার্টসনের মতে অপরাধমূলক কাজ বা আচরণকে কয়টি শর্তপূরণ করতে হয়?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
✅ পাঁচ

৫২. কোন ধরনের পরিবেশ ব্যক্তির অপরাধী হয়ে ওঠার জন্য দায়ী?
[ক] প্রাকৃতিক পরিবেশ
[খ] ভৌগোলিক পরিবেশ
✅ সামাজিক পরিবেশ
[ঘ] পারিবারিক পরিবেশ

৫৩. কে অপরাধের সংজ্ঞায় রাজনৈতিক কর্তৃপক্ষের কথা উল্লেখ করেছেন?
[ক] আর. কে. মার্টন
[খ] সিজার লমব্রোসো
✅ রবার্টসন
[ঘ] পারফিল্ড

৫৪. 'স্বাভাবিক অপরাধ' প্রত্যয়টির জন্ম দেন কে?
[ক] স্যামুয়েল কোয়েনিগ
[খ] ব্যাডক্লিফ ব্রাউন
✅ গারোফেলো
[ঘ] পল টপ্পন

৫৫. একটি সমাজে যেটি অপরাধ অন্য সমাজে সেটি অপরাধ নাও হতে পারে। কারণ অপরাধ-
i. সময়ভেদে একই রকম থাকে
ii. স্থানভেদে বিভিন্ন রকম হয়
iii. ব্যক্তি বা জাতিভেদে বিভিন্ন রকম হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. কোনো কাজ বা আচরণের মধ্যে যা পরিদৃষ্ট না হলে তাকে অপরাধ বলা যায় না-
i. আইন বিরোধী
ii. পরিবারের অসম্মতি
iii. মূল্যবোধ পরিপন্থি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৭ ও ৫৮নং প্রশ্নের উত্তর দাও:
একদল ব্যাংক ডাকাত পলাশ উপজেলার সোনালী ব্যাংক শাখায় ডাকাতি করতে যায়। ডাকাতি করতে গিয়ে তাদেরকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। কারণ নৈশপ্রহরী ঘুমাচ্ছিল।

৫৭. ডাকাত দলের কাজটিকে কী বলে আখ্যায়িত করা যাবে?
✅ অপরাধ
[খ] বিশৃঙ্খলা
[গ] বিচ্যুতি
[ঘ] নৈরাজ্য

৫৮. উদ্দীপকে অপরাধের সাথে সম্পর্কিত যে সকল বিষয় লক্ষ করা যায় তা হলো-
i. সংঘটিত অপরাধ
ii. আইন লঙ্ঘন
iii. কর্তব্যে অবহেলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৯. আইনবিরোধী কাজ হলো -
✅ অপরাধ
[খ] বিশৃঙ্খলা
[গ] বিচ্যুতি
[ঘ] নৈরাজ্য

৬০. বৈজ্ঞানিক অপরাধবিজ্ঞানের জনক কে?
[ক] লিমাট
[খ] এইচ. সাদারল্যান্ড
✅ সিজার লমব্রোসো
[ঘ] গ্যাব্রিয়েল টার্ডে

৬১. ‘সমাজে যা অনুমোদিত নয় তা করার নামই অপরাধ'-উক্তিটি কার?
✅ স্যামুয়েল কোয়েনিগ
[খ] রডক্লিফ ব্রাউন
[গ] গ্যারোফ্যালো
[ঘ] পল ডব্লিউ টপ্পন

৬২. বাংলাদেশের সংসদ ভবনে নবম জাতীয় অধিবেশনে ‘ইভটিজিং’ বিষয়ে একটি আইন পাস হয়। তাই ‘ইভটিজিং’ একটি-
✅ অপরাধ
[খ] বিশৃঙ্খলা
[গ] বিচ্যুতি
[ঘ] নৈরাজ্য

৬৩. ‘‘অপরাধ হচ্ছে এমন একটি কাজ যা আইনের মাধ্যমে কোনো একটি রাজনৈতিক কর্তৃপক্ষ নিষিদ্ধ ঘোষণা করে।’’-সংজ্ঞাটি কার?
✅ Robertson
[খ] Popenoe
[গ] R. T. Schaefer
[ঘ] J. M. Shepard

৬৪. অপরাধের মূল বৈশিষ্ট্য হলো-
i. মূল্যবোধ পরিপন্থি
ii. আইন নিষিদ্ধ
iii. রাষ্ট্র কর্তৃক অবৈধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৫. সমাজবিজ্ঞানীরা অপরাধকে কয় ভাগে ভাগ করেন?
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] পাঁচ

৬৬. আমেরিকান অপরাধবিজ্ঞানী ক্লিনার্ড ও কুইনি অপরাধকে কয় ভাগে ভাগ করেছেন?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
✅ ছয়

৬৭. সমাজসেবী আসাদ সাহেব সরকারের কর ফাঁকি দিয়ে থাকেন। এটি কোন ধরনের অপরাধ?
[ক] কিশোর
[খ] সংঘটিত
✅ ভদ্রবেশী
[ঘ] শিকার বিহীন

৬৮. কোন ধরনের অপরাধ সাধারণত বহু ব্যক্তির সমন্বয়ে সংঘটিত হয়?
[ক] কিশোর অপরাধ
[খ] ক্ষতিগ্রস্তবা শিকারবিহীন অপরাধ
[গ] ভদ্রবেশী অপরাধ
✅ সংগঠিত অপরাধ

৬৯. কোন গ্রন্থে গুরুতর অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে?
[ক] Social Problem
[খ] Criminology
✅ Principles of Criminology
[ঘ] Criminal Behaviours System: A Typology

৭০. 'Principles of Criminology' গ্রন্থটির রচয়িতা কে?
[ক] লিমাট
[খ] এইচ. সাদারল্যান্ড
✅ মাদারল্যান্ড
[ঘ] গ্যাব্রিয়েল টার্ডে

৭১. এডউইন এইচ. সাদারল্যান্ড কয় ধরনের অপরাধের কথা আলোচনা করেন?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] ছয়

৭২. আর্থ-সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিরা তাদের পেশাগত কাজের প্রক্রিয়ায় যেসব অপরাধমূলক কাজ করে তাকে কী বলে?
[ক] ক্ষতিগ্রস্তবা শিকারবিহীন অপরাধ
✅ ভদ্রবেশী অপরাধ
[গ] সংঘটিত অপরাধ
[ঘ] সম্পত্তি এবং ব্যক্তির বিরুদ্ধে অপরাধ

৭৩. কোন অপরাধ অনেকটা সন্তর্পণে ও নীরবে সংঘটিত হয়?
[ক] ক্ষতিগ্রস্তবা শিকারবিহীন অপরাধ
✅ ভদ্রবেশী অপরাধ
[গ] সংঘটিত অপরাধ
[ঘ] সম্পত্তি এবং ব্যক্তির বিরুদ্ধে অপরাধ

৭৪. কোন জাতীয় অপরাধ একই দেশের মধ্যে এমনকি আন্তর্জাতিক পর্যায়ে ক্রিয়াশীল থাকে?
[ক] ক্ষতিগ্রস্তবা শিকারবিহীন অপরাধ
[খ] ভদ্রবেশী অপরাধ
✅ সংগঠিত অপরাধ
[ঘ] সম্পত্তি এবং ব্যক্তির বিরুদ্ধে অপরাধ

৭৫. পঞ্চানন ঘোষাল অপরাধকে কয় ভাগে ভাগ করেন?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] ছয়

৭৬. মদ্যপান কোন ধরনের অপরাধ
[ক] ক্ষতিগ্রস্তবা শিকারবিহীন অপরাধ
[খ] ভদ্রবেশী অপরাধ
✅ জনশৃঙ্খলাজনিত অপরাধ
[ঘ] সম্পত্তি এবং ব্যক্তির বিরুদ্ধে অপরাধ

৭৭. মাত্রার ভিত্তিতে অপরাধের ধরন হচ্ছে-
i. লঘু অপরাধ
ii. গুরুতর অপরাধ
iii. অতি গুরুতর অপরাধ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৮. ভদ্রবেশী অপরাধের অন্তর্ভুক্ত-
i. আয়কর ফাঁকি
ii. তহবিল তসরূপ
iii. মাদকাসক্তি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৯ ও ৮০নং প্রশ্নের উত্তর দাও:
ইফতি সাহেব একজন ধনী ব্যবসায়ী। তার অর্থবিত্তের পরিমাণ দিন দিন বাড়ছে। তার অবশ্য অনেক বদভ্যাসও রয়েছে। যেমন-তিনি মদপান করেন ও জুয়া খেলেন । নিন্দুকেরা বলে আয়কর ফাঁকি দিয়ে কালো টাকা জমালে এ ধরনের বদভ্যাস গড়ে উঠবেই।

৭৯. ইফতি সাহেবের কালো টাকাকে কোন ধরনের অপরাধ বলে আখ্যায়িত করা যাবে?
[ক] ক্ষতিগ্রস্তবা শিকারবিহীন অপরাধ
✅ ভদ্রবেশী অপরাধ
[গ] ব্যক্তির অপরাধ
[ঘ] সম্পত্তি এবং ব্যক্তির বিরুদ্ধে অপরাধ

৮০. ইফতি সাহেবের যে কাজগুলো অপরাধ তা হলো-
i. জুয়া খেলা
ii. মাদকাসক্তি
iii. আয়কর ফাঁকি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. ভদ্রবেশী অপরাধের উদাহরণের ক্ষেত্রে বলা যায়-
i. তহবিল তসরূপ না করা
ii. ট্রেডমার্ক নকল করা
iii. আয়কর না দেয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৮২নং প্রশ্নের উত্তর দাও:
রাসেলের বয়স দশ বছর। বাবা-মার সাথে আগারগাও বস্তিতে বাস করে। অভাবের তাড়নায় সে পকেটমারাসহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।

৮২. রাসেলের এরূপ কর্মকা- কী ধরনের অপরাধ?
[ক] ভদ্রবেশী
[খ] সংগঠিত
✅ কিশোর অপরাধ
[ঘ] গতানুগতিক

নিচের উদ্দীপকটি পড়ে ৮০নং প্রশ্নের উত্তর দাও:
আকাশ দশম শ্রেণিতে পড়ে। তার বাবা-মা দুজনই চাকরিজীবী। অধিকাংশ সময় আকাশ একাকী বাসায় থাকে। একপর্যায়ে সে বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়ে এবং সন্ত্রাসী কর্মকান্ড জড়িয়ে পড়ে।

৮৩. আকাশ কোন ধরনের অপরাধ করে?
[ক] ভদ্রবেশী
[খ] সংগঠিত
✅ কিশোর অপরাধ
[ঘ] গতানুগতিক

৮৪. 'মাফিয়া চক্র' কোন ধরনের অপরাধের উদাহরণ?
[ক] ভদ্রবেশী
✅ সংগঠিত অপরাধ
[গ] কিশোর অপরাধ
[ঘ] গতানুগতিক

৮৫. কিশোর অপরাধের বয়সকাল কত?
✅ ৭-১৮
[খ] ৬-১৭
[গ] ৩-১৮
[ঘ] ৩-১৯

৮৬. কোনটি আকস্মিক অপরাধ?
[ক] গ্রাম্য ডাকাতি
[খ] বাধ্য হয়ে চুরি করা
✅ পথচারীকে গাড়ি চাপা দেয়া
[ঘ] অগ্নিসংযোগ

৮৭. স্কুল পড়ুয়া পলাশ পাড়ার দুষ্টু ছেলেদের সাথে মেলামেশার কারণে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড জড়িয়ে পড়ে। পলাশের এই অপরাধ কর্মকা- কোন ধরনের?
[ক] ভদ্রবেশী
[খ] সংগঠিত অপরাধ
✅ কিশোর অপরাধ
[ঘ] গতানুগতিক

৮৮. অপরাধের সাথে ওতপ্রোতভাবে নিচের কোনটি জড়িত?
[ক] বংশগতি
[খ] পরিবার
[গ] সংস্কৃতি
✅ ভৌগোলিক পরিবেশ

৮৯. মার্কস কোন জাতীয় অর্থনৈতিক শোষণের ফলশ্রুতি হিসেবে অপরাধের কথা বলেছেন?
✅ পুঁজিবাদী
[খ] বর্ণবাদী
[গ] সাম্যবাদী
[ঘ] সামন্তবাদী

৯০. কোন ধরনের পরিবেশ দ্বারা অপরাধমূলক আচরণ প্রভাবিত?
[ক] সামাজিক পরিবেশ
[খ] ধর্মীয় পরিবেশ
✅ পারিবারিক পরিবেশ
[ঘ] সাংস্কৃতিক পরিবেশ

৯১. অপরাধী পরিবারের শিশুরা অপরাধমূলক আচরণ রপ্ত করে কীভাবে?
✅ বয়স্ক অপরাধীদের অনুকরণ করে
[খ] বয়স্ক অপরাধীদের দ্বারা প্রভাবিত
[গ] বয়স্ক অপরাধীদের অপরাধের শিকার হয়ে
[ঘ] বয়স্ক অপরাধীদের কাছ থেকে শিক্ষা নিয়ে

৯২. আদালতের কাজ কী?
[ক] কয়েদির সংশোধন করা
[খ] অপরাধীকে মুক্তি দেওয়া
✅ অপরাধীর বিচার করা
[ঘ] অপরাধীকে জেলখানায় প্রেরণ করা

৯৩. দেশের যুবক শ্রেণির মধ্যে বর্তমানে কোন চিন্তাটি বেশি বৃদ্ধি পেয়েছে?
[ক] ধর্মীয় চিন্তা
[খ] সাংস্কৃতিক চিন্তা
[গ] রাজনৈতিক চিন্তা
✅ বৈষয়িক চিন্তা

৯৪. অপরাধের একটি গুরুত্বপূর্ণ কারণ কী?
✅ অর্থনৈতিক সংকট
[খ] ধর্মীয় সংকট
[গ] সামাজিক সংকট
[ঘ] সাংস্কৃতিক সংকট

৯৫. উন্নত দেশের সংস্কৃতি তৃতীয় বিশ্বের দেশগুলোতে অনুসৃত না হওয়ার কারণ কী?
[ক] সাংস্কৃতিক বিপর্যয়
✅ সাংস্কৃতিক ব্যবধান
[গ] সাংস্কৃতিক আগ্রাসন
[ঘ] সাংস্কৃতিক অবক্ষয়

৯৬. প্রকৃত অপরাধীরা শাস্তি এড়িয়ে যেতে সক্ষম হলে সাধারণ জনগণ আইনের প্রতি কী হারায়?
[ক] বিশ্বাস
✅ আস্থাশীলতা
[গ] সম্মান
[ঘ] ভালোবাসা

৯৭. বাংলাদেশে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ কী?
[ক] পুলিশ কর্তৃক প্রকৃত অপরাধী ধরতে না পারা
✅ প্রকৃত অপরাধীদের শাস্তি এড়িয়ে যেতে সক্ষম হওয়া
[গ] দ্রুত বিচারকার্য শেষ না হওয়া
[ঘ] প্রয়োজনীয় কঠোর আইন না থাকা

৯৮. অনেকেই অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে কেন?
[ক] শিক্ষার অভাবে
✅ অভাবের তাড়নায়
[গ] অন্যের অনুপ্রেরণায়
[ঘ] আইনশৃঙ্খলার অভাবে

৯৯. কোন শ্রেণির মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেশি?
[ক] উচ্চবিত্ত শ্রেণি
✅ নিম্ন শ্রেণি
[গ] মধ্যবিত্ত শেণি
[ঘ] নিম্ন মধ্যবিত্ত শ্রেণি

১০০. একটি শিশু পরিবার থেকেই সমাজ কর্তৃক কাঙি্ক্ষত আচরণ শেখে, কারণ-
i. সে পরিবারে জন্মগ্রহণ করে।
ii. পরিবার বলপূর্বক শিক্ষা দেয়
iii. পরিবারেই লালিত-পালিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment