HSC সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

HSC Social Work 2nd Paper MCQ question and answer. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সমাজকর্ম
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৮

HSC Social Work
2nd Paper
MCQ
Question and Answer pdf download

১. বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য কতিপয় সদস্যদের সমন্বয়ে গঠিত একটি কার্যপ্রণালিকে কী বলে?
[ক] জাতি
✅ সংগঠন
[গ] সমাজ
[ঘ] রাষ্ট্র

২. একাধিক জাতির সমন্বয়ে গঠিত সংগঠনকে কী বলে?
[ক] স্থানীয় সংগঠন
[খ] জাতীয় সংগঠন
[গ] আঞ্চলিক সংগঠন
✅ আন্তর্জাতিক সংগঠন

৩.গঠন কাঠামো ও কর্মপরিধি অনুযায়ী আন্তর্জাতিক সংগঠন কয় প্রকার?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৪. বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার অনুপ্রবেশ ঘটেছিল কেন?
[ক] জাতিসংঘের ইচ্ছা বাস্তবায়নে
[খ] রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে
✅ যুদ্ধবিধস্ত বাংলাদেশের পুনর্গঠনে
[ঘ] সামাজিক ব্যবস্থার কৌশল হিসেবে

৫. কোনটি আন্তর্জাতিক জনকল্যাণমুখী সংগঠন?
✅ UNICEF
[খ] IMF
[গ] World Bank
[ঘ] SAARC

৬. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে?
[ক] ১৯৪০
✅ ১৯৪৫
[গ] ১৯৫০
[ঘ] ১৯৫৫

৭. ECOSOC কী?
[ক] ওয়ার্ল্ড ব্যাংক এর অঙ্গসংগঠন
✅ ইউএনও এর অঙ্গসংগঠন
[গ] ওয়ার্ল্ড ভিশন এর অঙ্গসংগঠন
[ঘ] ইন্টারন্যাশনাল রেডক্রস এর অঙ্গসংগঠন

৮. SAVE THE CHILDREN কত সালে গঠিত হয়?
[ক] ১৬১৯ সালে
[খ] ১৭১৯ সালে
[গ] ১৮১৯ সালে
✅ ১৯১৯ সালে

৯. Save the Children Fund কে গঠন করেন?
[ক] Jean Henri Dunant
✅ Englantyne Jeeb
[গ] Lindsay Allan Cheyne
[ঘ] Dr. Bob Pierce

১০. সেভ দ্য চিলড্রেন বিশ্বের কয়টি দেশে কাজ করছে?
[ক] ১১০
[খ] ১২১
✅ ১২০
[ঘ] ১১৯

১১. বাংলাদেশে সেভ দ্য চিলড্রেন কোন সাল থেকে কার্যক্রম পরিচালনা করে?
[ক] ১৯৪৭
✅ ১৯৭০
[গ] ১৯৭২
[ঘ] ১৯৯০

১২. বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত সংগঠনসমূহ যে ধরনের হয়ে থাকে-
i. জাতীয়
ii. আঞ্চলিক
iii. আন্তর্জাতিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩. আন্তর্জাতিক জনকল্যাণমুখী সংগঠন হলো-
i. International Labour Organization
ii. World Vision
iii. International Redcross

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪. Save the Children কাজ করে-
i. ঝুঁকিপূর্ণ শিশু, পরিবারকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে
ii. যুব সমাজকে আর্তমানবতার সেবায় উদ্বুদ্ধ করতে
iii. শিশুদেরকে দারিদ্রে্যর কবল থেকে রক্ষা করতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

১৫. শিশুকল্যাণ বা শিশু বিশ্বের প্রতিনিধিত্বকারী অধিকার রক্ষায় কোনটি একটি স্বাধীন প্রতিষ্ঠান?
[ক] CARE
✅ Save the Children
[গ] World Vision
[ঘ] World Bank

১৬. কোন ক্ষেত্রে সেভ দ্য চিলড্রেনের কার্যক্রম বেশি বিস্তৃত?
✅ ঝুঁকিপূর্ণ ও নিরাপত্তা বিঘি্নত শিশুদের কল্যাণ
[খ] স্বাস্থ্য ও পুষ্টি
[গ] এইচআইভি/এইডস
[ঘ] ক্ষুধা ও জীবিকা

১৭. উন্নয়নশীল বিশ্বে কী পরিমাণ Front Line Health worker প্রয়োজন?
[ক] দশ লক্ষাধিক
[খ] বারো লক্ষাধিক
✅ চৌদ্দ লক্ষাধিক
[ঘ] পনেরো লক্ষাধিক

১৮. সেভ দ্য চিলড্রেন কোন কর্মসূচির আওতায় শিশুদের স্বাস্থ্যসেবা ও পুষ্টিসেবা দিয়ে থাকে?
[ক] শিশুদের নিরাপত্তা
✅ স্বাস্থ্য ও পুষ্টি
[গ] এইচআইভি/এইডস
[ঘ] ক্ষুধা ও জীবিকা

১৯. সেভ দ্য চিলড্রেন কোন কর্মসূচির আওতায় শিশু মৃত্যুহার রোধে কাজ করে?
[ক] শিশুর নিরাপত্তা
✅ শিশুর বেঁচে থাকা
[গ] স্বাস্থ্য ও পুষ্টি
[ঘ] ক্ষুধা ও জীবিকা

২০. সেভ দ্য চিলড্রেন কোন কর্মসূচির আওতায় অনেক ক্ষেত্রে পরিবারকে আর্থিক সাহায্য দিয়ে থাকে?
[ক] শিশুর নিরাপত্তা
[খ] শিশুর বেঁচে থাকা
[গ] স্বাস্থ্য ও পুষ্টি
✅ ক্ষুধা ও জীবিকা

২১. শিক্ষা কর্মসূচির আওতায় সেভ দ্য চিলড্রেন ২০১২ সালে কী পরিমাণ শিশুকে সেবা প্রদান করে?
[ক] ৫ মিলিয়ন
[খ] ৭ মিলিয়ন
✅ ৯ মিলিয়ন
[ঘ] ১১ মিলিয়ন

২২. সেভ দ্য চিলড্রেন কাজ করে থাকে-
i. দরিদ্র ও প্রান্তিক শিশু ও পরিবারের জন্য
ii. প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ শিশু ও পরিবারের জন্য
iii. ধনী-দরিদ্র সকল শ্রেণির শিশু ও পরিবারের জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩. Protecting Children in Emergency বলতে সেসব শিশুর নিরাপত্তা প্রদানকে বোঝায় যারা-
i. পরিবার থেকে পৃথক
ii. শারীরিকভাবে বিকলাঙ্গ
iii. যৌন হয়রানির শিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. শিশুর নিরাপত্তা রক্ষার সবচেয়ে ভালো পন্থা হলো-
i. শিশুকে তার পরিবার থেকে পৃথক রাখা
ii. শিশুকে তার পরিবারের নিকট রাখা
iii. শিশুকে যত্ন প্রদানকারীর নিকট রাখা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. শিক্ষা কর্মসূচির আওতায় সেভ দ্য চিলড্রেন সেবা প্রদান করে আসছে-
i. শ্রেণিকক্ষে শিক্ষার জন্য
ii. গৃহশিক্ষকের উন্নয়নের জন্য
iii. প্রযুক্তিগত শিক্ষার জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:
'ক' প্রতিষ্ঠানটি শিশু অধিকার রক্ষায় নিয়োজিত বিশ্বের প্রতিনিধিত্বকারী একটি স্বাধীন প্রতিষ্ঠান। ২০১২ সালে প্রতিষ্ঠানটি বিশ্বের ১২০টি দেশে ১২৪ মিলিয়ন শিশুদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য প্রদান করেছে। প্রতিষ্ঠানটি ১৯৩২ সালে আমেরিকায় প্রতিষ্ঠিত হয়েছিল।

২৬. 'ক' প্রতিষ্ঠানটির সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ?
✅ সেভ দ্য চিলড্রেন
[খ] ইউনিসেফ
[গ] ওয়ার্ল্ড ভিশন
[ঘ] ইউসেপ

২৭. শিশুদের কল্যাণে উক্ত প্রতিষ্ঠানটির কার্যক্রমগুলো হলো-
i. দরিদ্র ও অসহায় শিশুদের আর্থিক সহায়তা দিয়ে থাকে
ii. অবহেলা, শোষণ এবং সহিংসতা থেকে শিশুদের নিরাপদে রাখে
iii. স্বাস্থ্যসেবা প্রদান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৮. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অনেক বাংলাদেশি কোন দেশে আশ্রয় গ্রহণ করে?
[ক] নেপালে
[খ] ভুটানে
✅ ভারতে
[ঘ] মিয়ানমারে

২৯. ওয়ার্ল্ড ভিশনের প্রতিষ্ঠাতা কে?
✅ ড. বব পিয়ার্স
[খ] ইগলেনটাইন জেব
[গ] হেনরি ডুনান্ট
[ঘ] লিন্ডসে এ্যালান

৩০. ওয়ার্ল্ড ভিশন কত সালে বাংলাদেশে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে?
[ক] ১৯৭১ সালে
✅ ১৯৭২ সালে
[গ] ১৯৭৩ সালে
[ঘ] ১৯৭৪ সালে

৩১. ওয়ার্ল্ড ভিশনের যাত্রা শুরু হয়-
✅ ১৯৫০ সালে
[খ] ১৯৭০ সালে
[গ] ১৯৭১ সালে
[ঘ] ১৯৭২ সালে

৩২. বর্তমানে বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশন কতটি Area Development Programme (ADP) পরিচালনা করছে?
✅ ৩৬টি
[খ] ৪৬টি
[গ] ৫৬টি
[ঘ] ৬৬টি

৩৩. ওয়ার্ল্ড ভিশন এর অন্যতম উদ্দেশ্য কী?
[ক] জনগণকে শিক্ষিত করে তোলা
[খ] জনগণকে নিয়মিত সহযোগিতা করা
✅ জনগণকে স্বাবলম্বী করে তোলা
[ঘ] জনগণকে ধনী করে তোলা

৩৪. ৪-৬ বছর বয়সী শিশুর জন্য ওয়ার্ল্ড ভিশন কী কর্মসূচি চালু করেছে?
[ক] শৈশব শিক্ষা
✅ প্রাক-শৈশব শিক্ষা
[গ] শিশু স্বাস্থ্যসেবা
[ঘ] শিশুকে হ্যাবলুন

৩৫. ওয়ার্ল্ড ভিশন-এর স্বাস্থ্য কর্মসূচির আওতায় কোন ব্যবস্থা হিসেবে টিকাদানের ব্যবস্থা করা হয়?
✅ প্রতিরোধমূলক ব্যবস্থা
[খ] প্রতিষেধকমূলক ব্যবস্থা
[গ] প্রতিকারমূলক ব্যবস্থা
[ঘ] নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা

HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

৩৬. মানবতার মহান আদর্শের ওপর ভিত্তি করে কোন প্রতিষ্ঠানটি তার কার্যক্রম পরিচালনা করছে?
[ক] ন্যাটো
[খ] বিশ্বব্যাংক
[গ] জাতিসংঘ
✅ ওয়ার্ল্ড ভিশন

৩৭. শিক্ষাক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে যেসব কর্মসূচি পালন করে থাকে-
i. শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা
ii. শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সহায়তা
iii. শিক্ষিত বেকারদের ভাতা প্রদান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৮. ওয়ার্ল্ড ভিশন-এর স্বাস্থ্য কর্মসূচির আওতায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে-
i. নিয়মিত শরীর চর্চা করানো হয়
ii. বিভিন্ন রোগের টিকা প্রদান করা হয়
iii. স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৯. লিঙ্গ সমতা আনয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন নারীদের জন্য-
i. বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে
ii. আইনি সহায়তা দান করে
iii. স্বাবলম্বী হতে ঋণদান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০. ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধির জন্য-
i. বিদেশে প্রেরণ করে থাকে
ii. নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে
iii. প্রশিক্ষণ শেষে ঋণ দিয়ে থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড়ো এবং ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও:
নাজমুল হাসান একজন বিশিষ্ট সমাজকর্মী। তিনি একটি আন্তর্জাতিক সংস্থার সাথে জড়িত, যেটি ১৯৫০ সালে Dr. Bob Pierce প্রতিষ্ঠা করেন। শুরুতে কোরিয়ায় এর কার্যক্রম শুরু হলেও বর্তমান বিশ্বের শতাধিক দেশে এর কার্যক্রম চলছে।

৪১. উদ্দীপকে উলিস্নখিত নাজমুল হাসান কোন সংস্থার সাথে জড়িত?
[ক] ইউসেপ
[খ] সেভ দ্য চিলড্রেন
[গ] ইউনিসেফ
✅ ওয়ার্ল্ড ভিশন

৪২. সংস্থাটির উদ্দেশ্য সম্পর্কে বলা যায়-
i. মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে তোলে
ii. দরিদ্র শিশুদের উপার্জনক্ষম করে তোলে
iii. মানুষের মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৪৩. আর্তমানবতার সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিচের কোনটি অন্যতম?
[ক] জাতিসংঘ
✅ রেডক্রিসেন্ট সোসাইটি
[গ] বিশ্বব্যাংক
[ঘ] ন্যাটো

৪৪. রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
[ক] এগলেন্টাইন জেব
✅ স্যার হেনরি ডুনান্ট
[গ] পাইয়ার্স
[ঘ] স্টিভ জবস

৪৫. মানবতা, নিরপেক্ষতা, স্বাধীনতা প্রভৃতি কোন সংগঠনের নীতি হিসেবে পরিচিত?
✅ রেডক্রিসেন্ট সোসাইটির
[খ] জাতিসংঘের,
[গ] ইউনিসেফের
[ঘ] ইউএনডিপির

৪৬. 'A Memory of Solferino' নামক গ্রন্থের রচয়িতা কে?
✅ Jean Henri Dunant
[খ] Englantyne Jebb
[গ] Dr. Bob Pierce
[ঘ] Dr. Cabbot

৪৭. ''A Memory of Solferino" গ্রন্থটি কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের প্রেক্ষাপট হিসেবে বিবেচিত?
[ক] সেভ দ্য চিলড্রেন
[খ] ওয়ার্ল্ড ভিশন
✅ রেডক্রস
[ঘ] ইউনিসেফ

৪৮. মানবতা, নিরপেক্ষতা, স্বাধীনতা প্রভৃতি কোন সংগঠনের রীতি হিসেবে পরিচিত?
[ক] জাতিসংঘের
[খ] ইউনিসেফের
গ ইউএনডিপির
✅ রেডক্রিসেন্ট সোসাইটির

৪৯. বাংলাদেশ জাতীয় রেডক্রস সমিতি গঠিত হয় কত তারিখে?
✅ ৪ জানুয়ারি ১৯৭২
[খ] ৪ জানুয়ারি ১৯৭৩
[গ] ৫ জানুয়ারি ১৯৭২
[ঘ] ৫ জানুয়ারি ১৯৭৩

৫০. রেডক্রিসেন্ট কয়টি নীতি অনুসরণ করে?
[ক] ৩টি
[খ] ৪টি
[গ] ৫টি
✅ ৭টি

৫১. মুসলিম বিশ্বে রেডক্রস সোসাইটি কী নামে পরিচিত?
[ক] রেডমুন সমিতি
[খ] রেডসান সোসাইটি
✅ রেডক্রিসেন্ট সোসাইটি
[ঘ] মুসলিম ওয়েলফেয়ার এসোসিয়েশন

৫২. রেডক্রিসেন্ট যুবক ও কিশোরদের মধ্যে কোনটি জাগিয়ে তোলার জন্য যুব রেডক্রিসেন্ট কার্যক্রম চালু করে?
[ক] দেশাত্ববোধ
✅ মানবতাবোধ
[গ] ধর্মীয় চেতনা
[ঘ] রাজনৈতিক সচেতনতা

৫৩. রেডক্রিসেন্ট সোসাইটির উদ্দেশ্য হলো -
i. প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ পুনর্বাসনমূলক কার্যক্রম পরিচালনা করা
ii. খ্রিষ্টান ধর্ম প্রচারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করা
iii. সকল জাতির মধ্যে শান্তি স্থাপন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৪. আন্তর্জাতিক রেডক্রিসেন্ট রেডক্রিসেন্ট সোসাইটি স্বাস্থ্য কার্যক্রমের আওতায় যে সকল কর্মসূচি পরিচালনা করে থাকে-
i. চিকিৎসা ভাতা প্রদান
ii. প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা
iii. রক্তদান কর্মসচি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. ঘূর্ণিঝড় মোকাবিলায় রেডক্রিসেন্ট সোসাইটি যেসকল কার্যক্রম পরিচালনা করে থাকে-
i. ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রচার করে
ii. জনগণকে নিরাপদ স্থানে স্থানান্তর করে
iii. ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তাদান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৬. জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল-এর অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
✅ শিশুদের স্বাস্থ্যের উন্নতি বিধান
[খ] সামাজিক আইন প্রণয়ন করা
[গ] পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা
[ঘ] মা ও শিশু স্বাস্থ্য রক্ষা

HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

৫৭. ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৪৫
✅ ১৯৪৬
[গ] ১৯৪৭
[ঘ] ১৯৪৮

HSC সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

৫৮. কোন ধরনের দেশগুলোতে ইউনিসেফের কাজ বিশেষভাবে উলেস্নখ করার মতো?
[ক] উন্নত
[খ] অনুন্নত
✅ উন্নয়নশীল
[ঘ] পাশ্চাত্য

৫৯. UNICEF- এর পূর্ণরূপ কী?
[ক] United Nations International Childrens Emergency Fund
✅ United Nation's Childrens Emergency Fund
[গ] United Nation's Children's Education Emergency Fund
[ঘ] United Nations Childrens Development Fund

৬০. বাংলাদেশ সরকার জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষর করেন-
[ক] ১৯৭৬ সালে
[খ] ১৯৮৫ সালে
✅ ১৯৯০ সালে
[ঘ] ১৯৯৯ সালে

৬১. কোন সংস্থার সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত?
[ক] Red Cross
✅ UNICEF
[গ] UCEP
[ঘ] BRAC

৬২. ইউনিসেফ বিশ্বের কতটি দেশের শিশুকল্যাণে কাজ করে যাচ্ছে?
[ক] ১৫৫ টি
[খ] ১৫৭ টি
[গ] ১৫৯ টি
✅ ১৯১ টি

৬৩. ইউনিসেফের কার্যক্রমের মধ্যে অন্যতম কোনটি?
[ক] বয়স্ক শিক্ষা প্রদান
✅ লিঙ্গ বৈষম্য নিরসন
[গ] আর্থ-সামাজিক উন্নয়ন
[ঘ] অর্থনৈতিক সক্ষমতা অর্জন

৬৪. ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কত ভাগ নারীর বিবাহ ১৮ বছরের পূর্বে হয়?
[ক] ৪৫%
[খ] ৪৯%
[গ] ৫৭%
✅ ৬৬%

৬৫. মিনা চরিত্রটি বাবা-মা ও সমাজের সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে কোন ক্ষেত্রে সহায়ত করছে?
✅ ছেলেমেয়েদের বৈষম্য দূরীকরণে
[খ] গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরিচর্যায়
[গ] মেয়েদের শিক্ষার সুযোগ দিতে
[ঘ] শিশুদের অধিকার রক্ষায়

৬৬. জনপ্রিয় কার্টুন ছবি ‘‘মিনা’’ প্রচারে অবদান রাখে-
[ক] UNDP
[খ] WHO
[গ] ILO
✅ UNICEF

৬৭. ইউনিসেফ নোবেল পুরস্কার পায় কত সালে?
[ক] ১৯৬৪
✅ ১৯৬৫
[গ] ১৯৬৬
[ঘ] ১৯৬৩

৬৮. State of the world's Children এর প্রকাশক হলো-
[ক] ইউসেপ
✅ ইউনিসেফ
[গ] ইউএনডিপি
[ঘ] ইউএনএফপিএ

৬৯.ইউনিসেফের মূল লক্ষ্যদল কারা?
[ক] উন্নত বিশ্বের শিশুরা
✅ অনুন্নত ও স্বল্পোন্নত দেশের শিশুরা
[গ] এশিয়া মহাদেশের দরিদ্র দেশগুলোর শিশুরা
[ঘ] আফ্রিকা মহাদেশের অবহেলিত শিশুরা

৭০. ইউনিসেফ বাংলাদেশের শিশুদের কল্যাণে যেসব বিষয়ে কাজ করে থাকে-
i. শিক্ষা ও চিকিৎসা
ii. স্বাস্থ্য ও পুষ্টি
iii. কর্মসংস্থান সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭১. ইউনিসেফ শিক্ষা কর্মসূচির আওতায় -
i. নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে থাকে
ii. বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে
iii. দরিদ্র ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭২. ইউনিসেফের শান্তিতে নোবেল পুরস্কার লাভের যুক্তিযুক্ত কারণ হলো -
i. শিশুকল্যাণমূলক কার্যকম পরিচালনা
ii. নারীকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা
iii. বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
[খ] ii ও iii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

৭৩. ইউনিসেফ গুরুত্ব প্রদান করে-
i. নারীর ক্ষমতায়নে
ii. জন্মনিবন্ধনে
iii. দুর্যোগ মোকাবিলায়

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৭৪. জাতিসংঘের পোস্ট ডেভেলপমেন্ট এজেন্ডা-২০১৫' এর অন্যতম প্রধান সংস্থা কোনটি?
[ক] ইউনিসেফ
✅ ইউএনডিপি
[গ] রেড ক্রিসেন্ট সোসাইটি
[ঘ] ওয়ার্ল্ড ভিশন

৭৫. ইউএনডিপি বাংলাদেশের ‘সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণে কীভাবে সহায়তা করছে?
[ক] ভিজিএফ প্রকল্পের মাধ্যমে
[খ] রাজনৈতিক স্থিতিশিলতা আনয়নের মাধ্যমে
✅ সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের মাধ্যমে
[ঘ] কাবিখা প্রকল্পের মাধ্যমে

৭৬. কোন সংগঠনটি কোনো ব্যক্তির উন্নয়নে কাজ করা থেকে বিরত থাকে?
✅ ইউএনডিপি
[খ] ইউনিসেফ
[গ] রেডক্রিসেন্ট সোসাইটি
[ঘ] ওয়ার্ল্ড ভিশন

৭৭. কোনটি উন্নয়নমূলক সংস্থা বা সংগঠন?
✅ ইউএনডিপি
[খ] আইএমএফ
[গ] ডব্লিউএইচও
[ঘ] ওয়ার্ল্ড ব্যাংক

৭৮. ইউএনডিপি কত সাল থেকে বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনা করছে?
✅ ১৯৭২ সাল
[খ] ১৯৭৩ সাল
[গ] ১৯৭৪ সাল
[ঘ] ১৯৭৫ সাল

৭৯. UNDP-এর লক্ষ্য হচ্ছে-
✅ উন্নয়নশীল বিশ্ব
[খ] নিরক্ষরমুক্ত বিশ্ব
[গ] রোগমুক্ত বিশ্ব
[ঘ] দারিদ্র্যমুক্ত বিশ্ব

৮০. UNDP-এর মতে উন্নয়নের ক্ষেত্রে সমস্যা বা চ্যালেঞ্জসমূহ হচ্ছে-
i. গণতান্ত্রিক সরকার ব্যবস্থার উন্নয়ন
ii. দারিদ্র্য বিমোচন
iii. মানবসম্পদ উন্নয়ন

নিচের কোনটি সঠিক
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. জাতিসংঘের যেসব অঙ্গসংগঠন নারীর ক্ষমতায়ন বা উন্নয়নে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য কাজ করে-
i. ইউএনএইচসিআর
ii. ইউনিসেফ
iii. ইউএনডিপি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার উপায় হলো-
i. জবাবদিহিমূলক ও স্বচ্ছ প্রশাসনব্যবস্থা
ii. সকল স্তরে মহিলাদের জন্য সংরক্ষিত আসন
iii. নির্বাচন প্রক্রিয়ায় মহিলা ও দরিদ্রদের অংশগ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. বাংলাদেশে ইউএনডিপি কার্যক্রম পরিচালনা করছে -
i. গণতন্ত্র ও শাসনব্যবস্থার উন্নয়নে
ii. সংকট প্রতিরোধ ও মোকাবিলায়
iii. দারিদ্র্য হ্রাসকরণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮৪ ও ৮৫ নং প্রশ্নের উত্তর দাও:
জাতিসংঘের একটি অন্যতম অঙ্গসংগঠন বিশ্বের উন্নয়নশীল দেশে কাজ করে থাকে। সংস্থাটি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে টঘঙ সদস্য রাষ্ট্রসমূহে গউএ লক্ষ্যমাত্রা ২০১৫ অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ। সংস্থাটি ১৯৬৬ সালে যাত্রা শুরু করে।

৮৪. উদ্দীপকে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনের কথা বলা হয়েছে?
[ক] ইউনিসেফ
✅ ইউএনডিপি
[গ] ফাও
[ঘ] ইউনেস্কো

৮৫. উক্ত অঙ্গ সংগঠনের কার্যক্রমের গুরুত্ব হলো-
i. উন্নত দেশের সংকট মোকাবিলায় সহায়তা করে
ii. টেকসই মানব উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে
iii. সদস্য রাষ্ট্রসমূহের গণতন্ত্র শক্তিশালী করতে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. UNDP-এর সাথে কোন সংস্থাটি পুলিশ সংস্কার কার্যক্রমে যৌথভাবে কাজ করছে?
[ক] EU
✅ DFID
[গ] DANIDA
[ঘ] UNCDF

৮৭. উপজেলা শাসন পরিচালনা প্রকল্পে UNDP এবং দাতা সংস্থার বরাদ্দকৃত টাকার পরিমাণ কত?
[ক] ১৭.৩১ মিলিয়ন মার্কিন ডলার
[খ] ১৮.৩১ মিলিয়ন মার্কিন ডলার
✅ ১৯.৩১ মিলিয়ন মার্কিন ডলার
[ঘ] ২০.৩১ মিলিয়ন মার্কিন ডলার

৮৮. UNDP কর্তৃক গৃহীত বিচারব্যবস্থা সুদৃঢ়করণ প্রকল্পটি কখন শেষ হয়?
✅ ২০১৪ সালের ডিসেম্বর মাসে
[খ] ২০১৫ সালের ডিসেম্বর মাসে
[গ] ২০১৬ সালের ডিসেম্বর মাসে
[ঘ] ২০১৭ সালের ডিসেম্বর মাসে

৮৯. ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল এবং কার্যকরী করার জন্য UNDP কোন প্রকল্প গ্রহণ করেছে?
[ক] Upzila Governance Project
[খ] Judicial strengthening (just) Project
✅ Union Parishad Governance Project
[ঘ] Urban Partnership for Poverty Reduction

৯০. গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণে টঘউচ কোন প্রোটোকলের আওতায় বাংলাদেশকে সহায়তা দিচ্ছে?
✅ মন্ট্রিল
[খ] ভিয়েনা
[গ] জেনেভা
[ঘ] সাংহাই

৯১. ইউএনডিপি যে সব লক্ষ্যে কাজ করে-
i. সদস্য রাষ্ট্রসমূহের দারিদ্র্য হ্রাস করতে
ii. উন্নয়নে নারীর অংশগ্রহণ বাড়াতে
iii. এইডস এর চিকিৎসা সহায়তা দিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৯২. UNDP কোন খাতে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে-
i. অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
ii. উন্নয়ন অবকাঠামো নির্মাণ
iii. সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

উদ্দীপকটি পড়ো এবং ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও:
জাতিসংঘের অঙ্গসংগঠন 'ক' গউএ ২০১৫ অর্জনে বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে। সংস্থাটি ১৯৭২ সালের ৩১ জুলাই হতে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

৯৩. উদ্দীপকে উলিস্নখিত জাতিসংঘের 'ক' অঙ্গসংগঠনটি নিচের কোনটিকে নির্দেশ করছে?
[ক] ইউনিসেফ
[খ] ইউনেস্কো
[গ] ফাও
✅ ইউএনডিপি

৯৪. বাংলাদেশে সংস্থাটির কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে বলা যায় -
i মাতৃসদন ও শিশুকল্যাণ কেন্দ্র স্থাপন
ii. গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে সহায়তা প্রদান
iii. দারিদ্র্য হ্রাসকরণে নানামুখী প্রকল্প বাস্তবায়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide