HSC সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

HSC Social Work 2nd Paper MCQ question and answer. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সমাজকর্ম
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬

HSC Social Work
2nd Paper
MCQ
Question and Answer pdf download

১. সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গৃহীত ও পরিচালিত কার্যক্রমকে কী বলে?
[ক] বেসরকারি সমাজসেবা
[খ] ব্যক্তিগত সমাজসেবা
✅ সরকারি সমাজসেবা
[ঘ] অপ্রাতিষ্ঠানিক সমাজসেবা

২. বাংলাদেশে সমাজকল্যাণ পরিদপ্তর কখন প্রতিষ্ঠা করা হয়?
[ক] ১৯৫৩ সালে
[খ] ১৯৫৪ সালে
[গ] ১৯৫৬ সালে
✅ ১৯৬১ সালে

৩. বাংলাদেশে কয়টি সরকারি এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি সমাজসেবা কর্মসূচির সূত্রপাত হয়?
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি

৪. এদেশে সরকারি সমাজসেবা কর্মসূচির সূত্রপাত হয় কখন?
✅ ১৯৪০ সালে
[খ] ১৯৬০ সালে
[গ] ১৯৫০ সালে
[ঘ] ১৯৭০ সালে

৫. ঢাকার কোথায় Urban Community Development Project গ্রহণ করা হয়?
[ক] টিকাটুলি
✅ কায়েতটুলি
[গ] মালিবাগ
[ঘ] গণকটুলি

৬. কত সালে গ্রামীণ পর্যায়ে সম্প্রসারিত সমাজকল্যাণমূলক কর্মসূচি চালু করা হয়?
[ক] ১৯৭০ সালে
✅ ১৯৭৪ সালে
[গ] ১৯৭৮ সালে
[ঘ] ১৯৮২ সালে

৭. সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে?
[ক] ১৯৭৪ সালে
[খ] ১৯৭৮ সালে
✅ ১৯৮৪ সালে
[ঘ] ১৯৮৮ সালে

৮. সমাজকল্যাণ অধিদপ্তর ২০১৫ সালের মধ্যে কত ভাগ অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের সামাজিক নিরাপত্তা প্রদানের কার্যক্রম গ্রহণ করেছে?
[ক] ৪৫ শতাংশ
✅ ৫০ শতাংশ
[গ] ৫৫ শতাংশ
[ঘ] ৬০ শতাংশ

৯. বর্তমানে ৬৪টি জেলা শহরের কতটি ইউনিটে শহর সমাজসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে?
[ক] ৪০টি
[খ] ৬০টি
✅ ৮০টি
[ঘ] ১০০টি

১০. কোন কার্যক্রমের মাধ্যমে এদেশে সর্বপ্রথম সমাজসেবামূলক কর্মসূচি চালু হয়?
[ক] বেবিহোম
✅ শহর সমাজসেবা
[গ] চিকিৎসা সমাজকর্ম
[ঘ] এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে

১১. ‘‘ঢাকা প্রজেক্ট’’ চালু করে কারা?
[ক] ওআইসির বিশেষজ্ঞ দল
[খ] ইউ এন ডিপির বিশেষজ্ঞ দল
[গ] বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল
✅ জাতিসংঘের বিশেষজ্ঞ দল

১২. RSS কর্মসূচিতে যে সমস্ত পরিবারে বার্ষিক গড় আয় ৫০০০ টাকা হতে ৬০,০০০ টাকার মধ্যে তারা হলেন-
[ক] ক-শ্রেণিভুক্ত
✅ খ-শ্রেণিভুক্ত
[গ] গ-শ্রেণিভুক্ত
[ঘ] ঘ-শ্রেণিভুক্ত

১৩. জাতিসংঘের সহযোগিতার ভিত্তিতে ঢাকায় কত সালে সমাজকর্ম বিষয়ে তিনমাসের প্রশিক্ষণ কোর্স চালু হয়?
[ক] ১৯৫২ সালে
✅ ১৯৫৩ সালে
[গ] ১৯৫৪ সালে
[ঘ] ১৯৫৫ সালে

১৪. দুস্থ শিশুদের সরকারি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র কয়টি?
[ক] ৫টি
[খ] ৪টি
✅ ৩টি
[ঘ] ২টি

১৫. সমষ্টি উন্নয়ন ভিত্তিক কার্যক্রম হলো-
[ক] মাতৃকেন্দ্র
✅ সরকারি শিশু সদন
[গ] বেবীহোম
[ঘ] দিবাযত্ন

HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

১৬. সরকারিভাবে মহিলাদের আর্থ-সামাজিক প্রশিক্ষণ কার্যক্রমের জন্য কয়টি ইউনিট চালু রয়েছে?
✅ ২টি
[খ] ৪টি
[গ] ৬টি
[ঘ] ৮টি

১৭. সরকারের সামাজিক অবক্ষয় প্রতিরোধ কার্যক্রমের আওতায় পরিচালিত সেফ হোম কয়টি?
✅ ৬টি
[খ] ৫টি
[গ] ৪টি
[ঘ] ৩টি

১৮. সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধীদের কয়টি বিদ্যালয় রয়েছে?
[ক] ৩টি
[খ] ৪টি
✅ ৫টি
[ঘ] ৬টি

১৯. সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ব্রেইল প্রেসটি কোথায় অবস্থিত?
✅ টঙ্গী, গাজীপুর
[খ] কোনাবাড়ী, গাজীপুর
[গ] শফিপুর, গাজীপুর
[ঘ] কালিয়াকৈর, গাজীপুর

২০. সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কয়টি জাতীয় বিশেষ শিক্ষা কার্যক্রম রয়েছে?
✅ ১টি
[খ] ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি

২১. শিশু উন্নয়ন কার্যক্রমের আওতায় পরিচালিত কর্মসূচি পিকার (Protection of Child at risk) কতটি?
[ক] ৬টি
[খ] ১২টি
✅ ১৮টি
[ঘ] ২৪টি

২২. রাজশাহীতে কয়টি শিশু বিকাশ কেন্দ্র রয়েছে?
✅ ১টি
[খ] ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি

HSC সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

২৩. ঘূর্ণায়মান তহবিল থেকে সুদমুক্ত ঋণদান করা হয় -
i. ভূমিহীন কৃষককে
ii. বৃদ্ধদেরকে
iii. দুস্থ মহিলাদেরকে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. সরকারের সামাজিক সংহতি ও উন্নয়ন কার্যক্রমের আওতায় ঢাকায় পরিচালিত হচ্ছে-
i. মানসিক প্রতিবন্ধী প্রতিষ্ঠান
ii. দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র
iii. মহিলাদের আর্থ-সামাজিক প্রশিক্ষণ কার্যক্রম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. সমাজসেবা অধিদপ্তর কার্যক্রম পরিচালনা করছে-
i. সামাজিক নিরাপত্তা প্রদানে
ii. আর্থ-সামাজিক উন্নয়নে
iii. বিভিন্ন সংগঠন তৈরিতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৬. কিশোর-কিশোরীর অপরাধ সংশোধনে প্রবেশন ও আফটার কেয়ার চালু রয়েছে-
i. সকল উপজেলা পর্যায়ে
ii. সকল জেলা শহরে
iii. সকল ইউনিয়ন পর্যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশে ১৯৮৯ সালে একটি মন্ত্রণালয়ন প্রতিষ্ঠিত হয়। উক্ত মন্ত্রণালয়ের একটি সংস্থা হচ্ছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। মন্ত্রণালয়টির কতগুলো লক্ষ্য রয়েছে। তার মধ্যে অন্যতম হলো মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ ইত্যাদি।

২৭. উদ্দীপকে বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে?
[ক] শিক্ষা মন্ত্রণালয়
[খ] ধর্ম মন্ত্রণালয়
✅ সমাজকল্যাণ মন্ত্রণালয়
[ঘ] পররাষ্ট্র মন্ত্রণালয়

২৮. উক্ত মন্ত্রণালয়ের উল্লিখিত লক্ষ্যসমূহ বাস্তবায়নের মাধ্যমে সম্ভব হবে -
i. দক্ষ জনশক্তি তৈরি
ii. জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন
iii. সকলের মৌলিক চাহিদা পূরণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯. বাংলাদেশে কত সালে সর্বপ্রথম সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়?
[ক] ১৯৫৩ সালে
✅ ১৯৫৫ সালে
[গ] ১৯৫৭ সালে
[ঘ] ১৯৫৯ সালে

৩০. কত সালে USS কর্মসূচি চালু হয়?
[ক] ১৯৭২ সালে
[খ] ১৯৭৩ সালে
✅ ১৯৭৪ সালে
[ঘ] ১৯৭৫ সালে

৩১. UCDP-এর পূর্ণরূপ কী?
✅ Urban Community Development Project
[খ] Urban Christianity Development Project
[গ] Urban Community Development Programme
[ঘ] Urban Community District Project

৩২. গ্রামীণ সমাজসেবা গৃহীত হয় কত সালে?
[ক] ১৯৭১ সালে
[খ] ১৯৭৩ সালে
✅ ১৯৭৪ সালে
[ঘ] ১৯৭৬ সালে

৩৩. কোনটি গ্রামীণ সমাজসেবার বৈশিষ্ট্য?
[ক] পরিবারকে উন্নয়নের একক ধরা
✅ গ্রামকে উন্নয়নের একক ধরা
[গ] দলকে উন্নয়নের একক ধরা
[ঘ] সমষ্টিকে উন্নয়নের একক ধরা

HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

৩৪. ১৯৭৪ সালে তৎকালীন কতটি থানার মাধ্যমে পলস্নী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়?
[ক] ২৩টি
✅ ২৫টি
[গ] ২৯টি
[ঘ] ৩৩টি

৩৫. গ্রামীণ সমাজসেবা কর্মসূচি হচ্ছে-
[ক] একমুখী উন্নয়ন প্রক্রিয়া
[খ] দ্বিমুখী উন্নয়ন প্রক্রিয়া
[গ] ত্রিমুখী উন্নয়ন প্রক্রিয়া
✅ বহুমুখী উন্নয়ন প্রক্রিয়া

৩৬. পল্লি সমাজসেবা কার্যক্রমের দ্বিতীয় পর্বে এ কার্যক্রম কতটি উপজেলায় সম্প্রসারণ করা হয়?
✅ ১০৩টি
[খ] ১০৫টি
[গ] ১০৭টি
[ঘ] ১০৯টি

৩৭. পল্লি সমাজসেবা কার্যক্রমের চতুর্থ পর্ব কয়টি উপজেলায় সম্প্রসারণ করা হয়?
[ক] ৫১টি
[খ] ৬১টি
[গ] ৭১টি
✅ ৮১টি

৩৮. 'Social Services in Bangladesh' নামক পুস্তকটি কোন অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়?
✅ সমাজসেবা অধিদপ্তর
[খ] মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর
[গ] প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর
[ঘ] সমাজকল্যাণ অধিদপ্তর

৩৯. গ্রামীণ সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়ার কেন্দ্রীয় দায়িত্ব কে পালন করেন?
[ক] একজন উপপরিচালক
✅ একজন অতিরিক্ত পরিচালক
[গ] একজন সমাজসেবা কর্মকর্তা
[ঘ] একজন সুপারভাইজার

৪০. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের প্রশাসনিক কাঠামো কাকে কেন্দ্র করে গড়ে ওঠে?
[ক] সুপারভাইজারকে
✅ উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে
[গ] গ্রাম সমাজকর্মীকে
[ঘ] ইউনিয়ন সমাজকর্মীকে

৪১. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমে সুপারভাইজারের অধীনে কয়জন ইউনিয়ন সমাজকর্মী থাকে?
[ক] দুইজন
✅ তিনজন
[গ] চারজন
[ঘ] পাঁচজন

৪২. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমে কোন পদ্ধতি প্রয়োজন হয়?
[ক] গোষ্ঠী উন্নয়ন পদ্ধতি
[খ] ব্যক্তি উন্নয়ন পদ্ধতি
✅ সমষ্টি উন্নয়ন পদ্ধতি
[ঘ] দল উন্নয়ন পদ্ধতি

৪৩. গ্রামীণ সমাজসেবা কোন ধরনের উন্নয়ন প্রক্রিয়া?
✅ বহুমুখী
[খ] বৈচিত্র্যপূর্ণ
[গ] একমুখী
[ঘ] সহযোগিতামূলক

৪৪. সমষ্টির উন্নয়নে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে-
i. জনগণের নিজস্ব সম্পদ দ্বারা
ii. সরকারের আর্থিক সহায়তায়
iii সরকারের কারিগরি সহায়তায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের উদ্দেশ্যসমূহের অন্তর্ভুক্ত হলো-
i. গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন
ii. গ্রামীণ জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো
iii. সেবাদানের পাশাপাশি মুনাফা অর্জন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. গ্রামীণ সমাজসেবার অন্যতম বৈশিষ্ট্য হলো-
i. গ্রামীণ উন্নয়নের একক ধারা
ii. অবহেলিতদের অগ্রাধিকার দান
iii. শহরমুখী প্রবণতা রোধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও:
রূপসা গ্রামে জনগণ নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বহুমুখী কর্মসূচি গ্রহণ করে। গ্রামের জনগণের নিজস্ব সম্পদ এবং সরকারি আর্থিক ও কারিগরি সহায়তায় কর্মসূচিগুলো বাস্তবায়িত হয়ে থাকে।

৪৭. উদ্দীপকে বাংলাদেশ সরকারের কোন কার্যক্রমের চিত্র ফুটে উঠেছে?
[ক] দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি
✅ গ্রামীণ সমাজসেবা
[গ] শহর সমাজসেবা
[ঘ] কিশোর উন্নয়ন কার্যক্রম

৪৮. উক্ত কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো-
i. গ্রামীণ সুবিধাবঞ্চিত লোকদের ভাগ্য উন্নয়ন
ii. গ্রামীণ জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো
iii. গ্রামীণ জনগণকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

৪৯. গ্রামীণ জনগণের নিজস্ব সম্পদ এবং সরকারি আর্থিক ও কারিগরি সহায়তায় জীবনযাত্রার মান উন্নয়নের প্রচেষ্টা চালায় কোনটি?
[ক] শহর সমাজসেবা
✅ গ্রামীণ সমাজসেবা
[গ] হাসপাতাল সমাজসেবা
[ঘ] স্কুল সমাজসেবা

৫০. সমাজসেবা কর্মসূচির মূল লক্ষ্য কোনটি?
✅ গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন করা
[খ] গ্রামীণ জনগোষ্ঠীকে পরিবার পরিকল্পনা বিষয়ক জ্ঞান দান
[গ] গ্রামীণ জনগোষ্ঠীকে পুষ্টিবিষয়ক জ্ঞান দান
[ঘ] গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্য বিষয়ক জ্ঞান দান

৫১. সমাজসেবা কর্মকর্তা তার কার্যক্রমে কোন কৌশল প্রয়োগ করে থাকেন?
[ক] সরবরাহ কৌশল
[খ] উদ্বুদ্ধকরণ কৌশল
✅ হস্তক্ষেপ কৌশল
[ঘ] প্রভাবিতকরণ কৌশল

৫২. গ্রামীণ সমাজসেবা কর্মসূচির মাধ্যমে যেসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়ে থাকে-
i. পরিবার পরিকল্পনা
ii. পুষ্টি ও স্বাস্থ্য
iii. প্রাতিষ্ঠানিক শিক্ষা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৩. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে পুনর্গঠনের চেষ্টা করা হয়-
i. আত্মসাহায্যের জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি
ii. দায়িত্বশীল নেতৃত্ব
iii. সামাজিক বন্ধন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৪. কত সালে ঢাকার কায়েতটুলিতে পরীক্ষামূলকভাবে শহর সমাজ উন্নয়ন প্রকল্প চালু করা হয়?
✅ ১৯৫৪ সালে
[খ] ১৯৫৫ সালে
[গ] ১৯৫৬ সালে
[ঘ] ১৯৫৭ সালে

৫৫. বাংলাদেশে কত সালে শহর সমষ্টি উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়?
[ক] ১৯৫০ সালে
✅ ১৯৫৫ সালে
[গ] ১৯৬০ সালে
[ঘ] ১৯৬৫ সালে

৫৬. শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরীক্ষামূলকভাবে কোথায় প্রথম চালু করা হয়?
✅ ঢাকার কায়েতটুলিতে
[খ] গাজীপুরে
[গ] ঢাকার মোহাম্মদপুরে
[ঘ] টঙ্গীতে

৫৭. বাংলাদেশে আধুনিক সমাজকল্যাণের বাস্তব প্রয়োগের সূচনা হয় কীসের মাধ্যমে?
[ক] গ্রামীণ সমাজসেবার মাধ্যমে
✅ শহর সমাজসেবার মাধ্যমে
[গ] চিকিৎসা সমাজকর্মের মাধ্যমে
[ঘ] জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে

৫৮. শহর এলাকার দরিদ্র জনগণের সকল কার্যক্রমের মধ্যে কোনটি মুখ্য?
[ক] সামাজিক কার্যক্রম
[খ] সাংস্কৃতিক কার্যক্রম
✅ অর্থনৈতিক কার্যক্রম
[ঘ] রাজনৈতিক কার্যক্রম

৫৯. শহর সমাজসেবা কার্যক্রমের অন্তর্ভুক্ত মাঠকর্মীদের কী বলা হয়?
[ক] ব্যবস্থাপনা সমাজকর্মী
[খ] প্রশাসনিক সমাজকর্মী
✅ শহর সমাজকর্মী
[ঘ] উন্নয়ন সমাজকর্মী

৬০. জাতীয় পর্যায়ে শহর সমাজসেবা কার্যক্রম পরিচালনা করেন কে?
[ক] উপ-পরিচালক
✅ সিনিয়র উপ-পরিচালক
[গ] পরিচালক
[ঘ] সহকারী পরিচালক

৬১. শহর সমাজসেবা কার্যক্রম পরিচালনা করা হয়-
i. শিক্ষা ও ঋণ প্রদানে সহায়তা করার জন্য
ii. মূল্যবোধ সৃষ্টির জন্য
iii. স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সমস্যা সমাধানের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৬২. শহর সমাজসেবা কার্যক্রমের আওতায় দুস্থ ও দরিদ্র লোকদের প্রশিক্ষণ দেওয়া হয়-
i. বাঁশ ও বেতের কাজের
ii. সাইকেল ও রিকশা মেরামতের
iii. কম্পিউটার ডিপেস্নামার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. শহর সমাজসেবা কর্মসূচির শিক্ষামূলক কার্যক্রম হলো-
i. বয়স্ক শিক্ষা
ii. ধর্মীয় ও সামাজিক শিক্ষা
iii. মাধ্যমিক স্তরের শিক্ষা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. কত সালে গাজীপুর জেলার টঙ্গীতে কিশোর সংশোধনী প্রতিষ্ঠান স্থাপন করা হয়?
✅ ১৯৭৮ সালে
[খ] ১৯৭৯ সালে
[গ] ১৯৮১ সালে
[ঘ] ১৯৮০ সালে

৬৫. সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত তিনটি কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রের অনুমোদিত আসন সংখ্যা কতটি?
[ক] ৩০০টি
[খ] ৪০০টি
✅ ৫০০টি
[ঘ] ৬০০টি

৬৬. চতুর্থ কিশোর উন্নয়ন কেন্দ্রটি কোন জেলায় প্রতিষ্ঠিত হচ্ছে?
[ক] ময়মনসিংহ
✅ জয়পুরহাট
[গ] চট্টগ্রাম
[ঘ] কুমিলস্না

৬৭. কিশোর-কিশোরীর অপরাধের বিচারকাল সম্পন্ন হওয়া পর্যন্ত তাদের কোথায় আটক রাখা হয়?
[ক] কিশোর আদালতে
✅ রিমান্ড হোমে
[গ] সংশোধনী কেন্দ্রে
[ঘ] বাড়িতে

৬৮. সর্বপ্রথম কিশোর আদালত স্থাপিত হয়-
[ক] সিডনিতে
[খ] ইংল্যান্ডে
✅ শিকাগোতে
[ঘ] নিউইয়র্কে

৬৯. কিশোর আদালতে কয় ধরনের অপরাধীর বিচার করা হয়?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৭০. বর্তমানে দেশে কয়টি কিশোর উন্নয়ন কেন্দ্র রয়েছে?
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬

৭১. সমাজসেবা অধিদপ্তর কোন আইনের আলোকে কিশোর উন্নয়ন কেন্দ্র পরিচালনা করে?
✅ শিশু আইন ১৯৭৪
[খ] নারী ও শিশু অপরাধ আইন ১৯৭৩
[গ] পেনাল কোড ১৯৭৪
[ঘ] ফৌজদারি আইন ১৯৭৫

৭২. কিশোর উন্নয়ন প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য পর্যালোচনা করলে কোনটি পাওয়া যায়?
[ক] ভীতি প্রদর্শন
[খ] শাস্তিই সংশোধনের পথ
✅ শাস্তি নয় সংশোধন
[ঘ] দীর্ঘমেয়াদী শাস্তিই সংশোধন

৭৩. কোথায় কিশোরী উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়?
ক লালবাগে
[খ] কিশোরগঞ্জে
[গ] টঙ্গীতে
✅ কোনাবাড়িতে

৭৪. পুলিশ রহিম সাহেবের ১২ বছর বয়সী ছেলেকে বিশেষ প্রতিষ্ঠানে পাঠানোর পরামর্শ দেন। কারণু
i. অপরাধপ্রবণ শিশুদের সংশোধনের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত
ii. কঠোর শাস্তি এবং নিয়মানুবর্তিতার বিধান আছে
iii. আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে কিশোরদের সংশোধনের ব্যবস্থা আছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. কিশোর আদালতের বৈশিষ্ট্য হলো-
i. এতে কোনো শুনানি হয় না
ii. বিচার প্রক্রিয়া হয় ঘরোয়া পরিবেশে
iii. বাদী-বিবাদী ও আইনজীবী থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. কিশোর উন্নয়ন কেন্দ্রের আইনগত ভিত্তি হলো-
i. শিশু আইন ১৯৭৪
ii. জাতীয় শিশু নীতি
iii. শিশু বিধি-১৯৭৬

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উলেস্নখযোগ্য অংশ কোন মন্ত্রণালয় বাস্তবায়ন করে থাকে?
[ক] সমাজকল্যাণ মন্ত্রণালয়
✅ দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
[গ] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
[ঘ] নারী ও শিশু মন্ত্রণালয়

৭৮. বাংলাদেশে কত সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়?
[ক] ১৯৬৫ সালে
✅ ১৯৭০ সালে
[গ] ১৯৭৫ সালে
[ঘ] ১৯৮০ সালে

৭৯. নবজীবন কর্মসূচির আওতায় কতটি সাইক্লোন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে?
[ক] ২৫টি
[খ] ২৮টি
✅ ৩০টি
[ঘ] ৩২টি

৮০. জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভাপতি হলেন-
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] দুর্যোগ পুর্নবাসনমন্ত্রী
[ঘ] উক্ত মন্ত্রণালয়ের সচিব

৮১. দুর্যোগ ব্যবস্থাপনার Focal Point হলো-
✅ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো
[খ] দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণবিভাগ
[গ] দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়
[ঘ] দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

৮২. দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় রয়েছে-
i. সামাজিক নিরাপত্তা কর্মসূচি
ii. মানবিক সহায়তা কর্মসূচি
iii. ঝুঁকি হ্রাস প্রকল্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৩. দুর্যোগ ব্যবস্থাপনা হলো-
i. দুর্যোগের আগে প্রতিরোধমূলক কার্যক্রম
ii. দুর্যোগের সময় প্রতিরোধমূলক কার্যক্রম
iii. দুর্যোগের পরবর্তী সময়ে উন্নয়নমূলক কার্যক্রম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৪. সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালনা করে-
i. Bridge and Culverts
ii. Risk Reduction Programme
ii. Vulnerable Group Feeding

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৮৫. প্রাকৃতিক বা মানবসৃষ্ট কোনো আপদের কারণে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কাকে কী বলে?
✅ ঝুঁকি
[খ] আপদ
[গ] দুর্যোগ
[ঘ] বিপদ

৮৬. বাংলাদেশে প্রতিবছর প্রচুর অর্থ ব্যয় করতে হয় কেন?
[ক] সামাজিক বিশৃঙ্খলা দূর করার জন্য
[খ] রাজনৈতিক অস্থিরতা দূর করার জন্য
✅ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য
[ঘ] দরিদ্রতা দূর করার জন্য

৮৭. কোনটি মানবসৃষ্ট আপদ?
✅ সড়ক দুর্ঘটনা
[খ] পারমাণবিক দুর্ঘটনা
[গ] ঘূর্ণিঝড়
[ঘ] জলোচ্ছ্বাস

৮৮. বর্জ্য পদার্থ, গোবর ও উদ্ভিদের পচন থেকে পরিবেশে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়?
[ক] কার্বন ডাই-অক্সাইড
✅ মিথেন
[গ] ক্লোরোফ্লোরো কার্বন
[ঘ] নাইট্রাস অক্সাইড

৮৯. ঝুঁকি হ্রাস করার ক্ষেত্রে সমাজকর্মের কোন পদ্ধতি বেশ কার্যকর হতে পারে?
✅ সামাজিক গবেষণা
[খ] ব্যক্তি সমাজকর্ম
[গ] দল সমাজকর্ম
[ঘ] সমষ্টি সমাজকর্ম

৯০. প্রচন্ড কালবৈশাখী ঝড়ে ভাওরখোলা গ্রামটি লন্ডভন্ড হয়ে গেলেও প্রশাসন নির্বিকার। এক্ষেত্রে নিচের কোন প্রক্রিয়াটির ব্যত্যয় ঘটেছে?
✅ সাড়াদান
[খ] পূর্বপ্রস্তুতি
[গ] পর্যবেক্ষণ
[ঘ] পরিকল্পনা প্রণয়ন

৯১. দুর্যোগ ব্যবস্থাপনার নীল নক্শা হিসেবে বিবেচিত নিচের কোনটি?
✅ COD
[খ] DOS
[গ] FDS
[ঘ] SOD

HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

৯২. প্রাকৃতিক দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি হ্রাস করা যায়-
i. বনায়নের মাধ্যমে
ii. পরিকল্পিতভাবে বন্যা নিরোধ বাঁধ তৈরি করে
iii. কর্মসংস্থান বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৯৩. দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি হিসেবে যা অধিক উপযোগী-
i. সামাজিক নিরাপত্তা কর্মসূচি
ii. মানবিক সহায়তা কর্মসূচি
iii. ঝুঁকি হ্রাস কর্মসূচি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৯৪. দুর্যোগ ব্যবস্থাপনা হলো-
i. দুর্যোগ পূর্ববর্তী পূর্বাভাস
ii. দুর্যোগের ঝুঁকি হ্রাস
iii. দুর্যোগ পরবর্তী জরুরি সাড়াদান

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৯৫. বাংলাদেশ দুর্যোগপূর্ণ এলাকায় অবস্থিত। বর্তমানে দুর্যোগের আগাম বার্তা প্রচারের মাধ্যমে গণমাধ্যম যে ধরনের ভূমিকা পালন করে-
i. সার্বিক দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থাপনা কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন
ii. দুর্যোগকে খুব সহজে মোকাবিলা
iii. দুর্যোগ ঝুঁকি হ্রাস

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii ও iii
[গ] i ও ii
✅ i, iii

৯৬. মানবাধিকার শব্দটি বিশেস্নষণ করলে কয়টি গুরুতবপূর্ণ ও তাৎপর্যপূর্ণ শব্দ পাওয়া যায়?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৯৭. সর্বজনীন মানবাধিকারে কতটি নাগরিক ও রাজনৈতিক অধিকার রয়েছে?
[ক] ১৭টি
[খ] ১৮টি
✅ ১৯টি
[ঘ] ২০টি

৯৮. বাংলাদেশের সংবিধানের কত ভাগে মানবাধিকারগুলো সুরক্ষার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে?
[ক] দ্বিতীয় ভাগে
✅ তৃতীয় ভাগে
[গ] চতুর্থ ভাগে
[ঘ] পঞ্চম ভাগে

৯৯. জাতীয় মানবাধিকার কমিশন কোন আদর্শের ওপর প্রতিষ্ঠিত হয়েছে?
[ক] মদিনা সনদের আদর্শের উপর
✅ সর্বজনীন মানবাধিকার-এর উপর
[গ] জেনেভা কনভেনশনের আদর্শের উপর
[ঘ] বাংলাদেশের সংবিধানের আদর্শের উপর

১০০. কোন কাজটি জাতীয় মানবাধিকার কমিশনের এখতিয়ার বহির্ভূত?
[ক] জেলখানার উন্নয়নে সুপারিশ
✅ বিচারিক ক্ষমতার প্রয়োগ
[গ] বিভিন্ন দিবস উদযাপন
[ঘ] আইন প্রণয়নে সুপারিশ
Share:

0 Comments:

Post a Comment