HSC Social Work 2nd Paper MCQ question and answer. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সমাজকর্ম
দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫
HSC Social Work
2nd Paper
MCQ
Question and Answer pdf download
১. সমাজের দুর্বল, অসহায় ও অনগ্রসর জনগোষ্ঠীকে কেন্দ্র করে কোন আইন প্রণীত হয়?
ক সরকারি আইন
✅ সামাজিক আইন
[গ] আন্তর্জাতিক আইন
[ঘ] বেসরকারি আইন
২. আমাদের স্বাভাবিক গতিধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য কোন আইন তৈরি করা হয়?
[ক] রাজনৈতিক আইন
[খ] দুর্নীতি দমন আইন
✅ সমাজকল্যাণমূলক আইন
[ঘ] অর্থনৈতিক আইন
৩.কোন আইন সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করে থাকে?
[ক] সরকারি আইন
✅ সামাজিক আইন
[গ] বেসরকারি আইন
[ঘ] আন্তর্জাতিক আইন
৪. Legislation এর অর্থ হলো-
✅ প্রণীত আইনসমূহ
[খ] আইন
[গ] রাষ্ট্রীয় বিধান
[ঘ] আইন প্রণেতা
৫. সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য কোনটি?
[ক] অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা
✅ সামাজিক সকল কুপ্রথা দূর করা
[গ] রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা
[ঘ] ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা করা
৬. সামাজিক আইনের মূলভিত্তি কোনটি?
[ক] জনমত
[খ] নীতিগত সিদ্ধান্ত
[গ] আইন প্রণয়ন
✅ সমস্যা চিহ্নিতকরণ
৭. কোন আইন সমাজের প্রতিটি মানুষকে তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে?
[ক] সরকারি আইন
[খ] আন্তর্জাতিক আইন
[গ] বেসরকারি আইন
✅ সামাজিক আইন
৮. সমাজের বিভিন্ন অনাচার ও কুসংস্কার দূর করার চেষ্টা করা হয় কীভাবে?
✅ আইনের মাধ্যমে
[খ] সামাজিক প্রথার মাধ্যমে
[গ] সামাজিক মূল্যবোধের মাধ্যমে
[ঘ] রাজনীতির মাধ্যমে
৯. মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের হাতিয়ার কোনটি?
✅ সামাজিক আইন
[খ] সমাজকর্ম
[গ] সামাজিক উন্নয়ন
[ঘ] সামাজিক নিরাপত্তা
১০. কোন আইনটি কুসংস্কার দূরীকরণের সাথে সংশ্লিষ্ট?
[ক] শ্রমিক ক্ষতিপূরণ আইন, ১৯২৩
✅ সতীদাহ প্রথা আইন, ১৮২৯
[গ] বঙ্গীয় মাতৃকল্যাণ আইন, ১৯৪১
[ঘ] বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯
১১. শ্রমিক ক্ষতিপূরণ আইন কত সালে প্রণীত হয়?
✅ ১৯২৩
[খ] ১৯২৯
[গ] ১৯৪১
[ঘ] ১৯৬১
১২. সতীদাহ প্রথা বিলোপ আইন প্রণীত হয় কত সালে?
[ক] ১৮২০ সালে
✅ ১৮২৯ সালে
[গ] ১৮৩৯ সালে
[ঘ] ১৮৫০ সালে
১৩. সামাজিক আইন কোন ধরনের সুযোগ-সুবিধা সকলের মাঝে সুষমভাবে বণ্টন করে?
✅ সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] ধর্মীয়
১৪. নাগরিকের কল্যাণে রাষ্ট্র নানা ধরনের আইন প্রণয়ন করে-
i. নাগরিকের অধিকারে পরিবর্তন আনতে
ii. নাগরিকের দায়িত্বে পরিবর্তন আনতে
iii. নাগরিকের কর্তব্যে পরিবর্তন আনতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
১৫. সামাজিক আইন কার্যকর ভূমিকা পালন করে-
i. মতামত প্রকাশের স্বাধীনতা রক্ষার্থে
ii. মৌলিক প্রয়োজন পূরণের অপর্যাপ্ততার ক্ষেত্রে
iii. সামাজিক কুপ্রথা দূর করার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.
১৬. সমাজের কুসংস্কার দূরীকরণে প্রণীত আইনসমূহ হচ্ছে-
i. শ্রমিক ক্ষতিপূরণ আইন
ii. সতীদাহ প্রথা বিলোপ আইন
iii. হিন্দু বিধবা বিবাহ আইন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৭. সামাজিক আইনের উদ্দেশ্য হলো-
i. মানুষের সামাজিক আচরণ নিয়ন্ত্রণ
ii. সম্পদ ও সুযোগ সুবিধার সুষম বণ্টন
iii. সামাজিক নিরাপত্তার ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
১৮. বিশ্বের প্রতিটি দেশ আইন প্রণয়ন করে থাকে
i. নিজ দেশের নীতি অনুসারে
ii. অন্যান্য দেশের আইন অনুসারে
iii. নিজ দেশের সংবিধানের আলোকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
১৯. সামাজিক উন্নয়ন ও প্রগতির পথে যা প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি করে তাকে কী বলে?
[ক] সামাজিক আইন
✅ সামাজিক সমস্যা
[গ] সামাজিক প্রগতিহীনতা
[ঘ] সামাজিক নিরাপত্তাহীনতা
২০. যৌতুক প্রথা বিলোপ সাধন বা হ্রাসকল্পে কোন আইনটি প্রণীত হয়েছে?
[ক] বাল্যবিবাহ আইন, ১৯২৯
✅ যৌতুক নিরোধ আইন, ১৯৮০
[গ] মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১
[ঘ] নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ, ১৯৮৩
২১. কোন আইনটি বাংলাদেশের নারীদের স্বার্থ রক্ষায় এক ধরনের নিরাপত্তা কবজ ছিল?
[ক] বাল্যবিবাহ আইন, ১৯২৯
✅ মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১
[গ] যৌতুক নিরোধ আইন ১৯৮০
[ঘ] নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ- ১৯৮৩
২২. ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন কার্যকর হয় কত তারিখে?
[ক] ১০ জুলাই
[খ] ১৪ জুলাই
[গ] ১৬ জুলাই
✅ ১৫ জুলাই
২৩. মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় কত সালে?
[ক] ১৯২৯
[খ] ১৯৫৬
✅ ১৯৬১
[ঘ] ১৯৮০
২৪. কোন আইনটি নিরাপত্তা সেফগার্ড হিসেবে পরিচিত?
[ক] শ্রমিক ক্ষতিপূরণ আইন
✅ মুসলিম পারিবারিক আইন
[গ] শিশু আইন
[ঘ] নারী ও শিশু নির্যাতন দমন আইন
২৫. কোন আইনে মুসলিম বিবাহ রেজিস্ট্রি করার বিধান রয়েছে?
[ক] পারিবারিক আদালত অধ্যাদেশ
✅ মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ
[গ] বাল্যবিবাহ আইন
[ঘ] নারী নির্যাতন অধ্যাদেশ
২৬. বিবাহ, তালাক, দেনমোহর ও উত্তরাধিকার ইত্যাদি বিষয়ের সাথে কোন আইনের সামঞ্জস্য রয়েছে?
✅ ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন
[খ] ১৯৭৪ সালের শিশু আইন
[গ] ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন
[ঘ] ১৯৮৩ সালের নারী নির্যাতন আইন
[ক] বাল্যবিবাহ আইন, ১৯২৯
✅ মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১
[গ] যৌতুক নিরোধ আইন, ১৯৮০
[ঘ] নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ, ১৯৮৩
২৮. তালাকের জন্য লিখিত নোটিশ পাঠানোর ধারা ভঙ্গ করলে স্বামীর কত টাকা জরিমানা হতে পারে?
[ক] তিন হাজার টাকা
✅ পাঁচ হাজার টাকা
[গ] আট হাজার টাকা
[ঘ] দশ হাজার টাকা
২৯. মুসলিম পারিবারিক আইনে একজন মুসলিম ছেলের নিম্নতম বিবাহ বছর কত নির্ধারণ করা ছিল?
✅ ১৮ বছর
[খ] ২০ বছর
[গ] ১৯ বছর
[ঘ] ২১ বছর
৩০. মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কোনো পরিবারে দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে দাদার সম্পত্তি থেকে কাদের বঞ্চিত করা যাবে না?
[ক] সন্তানদের
[খ] কন্যাদের
✅ নাতি-নাতনিদের
[ঘ] পুত্রবধূদের
৩১. মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব হলো-
i. সমাজের উন্নয়ন ব্যাহত হয়
ii. মাদকাসক্ত ব্যক্তি সমাজের উপকারে আসে না
iii. অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৩২. মুসলিম পারিবারিক আইন অনুসারে দ্বিতীয় বিয়ের অনুমতি প্রদানের পূর্বে বিবেচ্য বিষয় হলো-
i. দাম্পত্য সম্পর্ক রক্ষায় ব্যর্থতা
ii. প্রথম স্ত্রীর বন্ধ্যাত্ব
iii. অপেক্ষাকৃত স্থায়ী মানসিক ও শারীরিক অসুস্থতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৩৩. উপমহাদেশের শিশু কল্যাণমূলক আইনের মধ্যে সবেচেয়ে উলেস্নখযোগ্য আইন কোনটি?
[ক] ১৮৯৭ সালের রিফরমেটরি স্কুল আইন
✅ ১৯৭৪ সালের শিশু আইন
[গ] শিশুদের নিয়োগ আইন, ১৯৩৮
[ঘ] ১৯২২ সালের বঙ্গীয় শিশু আইন
৩৪. কিশোর আদালতের আইনগত ভিত্তি হলো-
✅ শিশু আইন ১৯৭৪
[খ] নারী নির্যাতন আইন ১৯৮৩
[গ] পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫
[ঘ] যৌতুক নিরোধ অধ্যাদেশ ১৯৮০
৩৫. কোন আইন দ্বারা শিশু অপরাধের জন্য পৃথক আদালত গঠনের ব্যবস্থা করা হয়েছে?
[ক] প্রবেশন অব অফেন্ডার্স অধ্যাদেশ
✅ শিশু আইন ১৯৭৪
[গ] নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ
[ঘ] পারিবারিক আদালত অর্ডিন্যান্স
৩৬. ‘কোনো শিশুকে বিভিন্ন কৌশল প্রয়োগ করে ভিক্ষাবৃত্তিতে নিয়োগ করা যাবে না' এটি কোন আইনের ধারা?
✅ শিশু আইন, ১৯৭৪
[খ] ১৯২২ সালের বঙ্গীয় শিশু আইন
[গ] ১৮৯৭ সালের রিফরমেটরি স্কুল আইন
[ঘ] শিশু (শ্রম বন্ধক) আইন, ১৯৩৩
৩৭. ১৯৭৪ সালের শিশু আইনে কয়টি ধারা আছে?
[ক] ৬০
[খ] ৬৮
[গ] ৭০
✅ ৭৮
HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.
৩৮. শিশু আইন ১৯৭৪ কত সালে সারাদেশে বলবৎ করা হয়?
[ক] ১৯৭৬
[খ] ১৯৭৭
[গ] ১৯৭৮
✅ ১৯৮০
৩৯. ১৯৭৪ সালের শিশু আইন কার্যকর করার ফলে কোন আইন রহিত করা হয়?
[ক] মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ্যাক্ট
[খ] নারী নির্যাতন অ্যাক্ট
✅ রিফরমেটরি স্কুল অ্যাক্ট
[ঘ] রিফরমেটরি কলেজ অ্যাক্ট
৪০. বিশ্বের বিভিন্ন শিশুদের হেফাজত, রক্ষণাবেক্ষণ ও সংশোধনের জন্য আইন রয়েছে। বাংলাদেশে এ সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষেত্রে নিচের কোন সালটি সমর্থনযোগ্য?
[ক] ১৯৭১ সাল
[খ] ১৯৭২ সাল
[গ] ১৯৭৩ সাল
✅ ১৯৭৪ সাল
৪১. কোন আইন দ্বারা শিশু অপরাধের জন্য পৃথক পৃথক আদালত গঠনের ব্যবস্থা করা হয়েছে?
[ক] প্রবেশন অব অফেন্ডার্স অধ্যাদেশ
✅ শিশু আইন ১৯৭৪
[গ] পারিবারিক আদালত অর্ডিন্যান্স
[ঘ] নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ
৪২. হিন্দু বিবাহ নিবন্ধন আইন ২০১২ এর কয়টি ধারা আছে?
[ক] ১১টি
[খ] ১৩টি
✅ ১৫টি
[ঘ] ১৭টি
৪৩. ১৯৭৪ সালের শিশু আইন কার্যকর হলে রহিত হয়-
i. ১৯২২ সালের বঙ্গীয় শিশু আইন
ii. ১৮৯৭ সালের রিফরমেটরি স্কুল আইন
iii. শিশু (শ্রম বন্ধক) আইন, ১৯৩৩
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৪৪. বাংলাদেশ শিশু আইন-১৯৭৪ এর তাৎপর্য হলো-
i. শিশুদের হেফাজতকারী
ii. কিশোর অপরাধীদের সংশোধনকারী
iii. কিশোর অপরাধীদের শাস্তি প্রদানকারী
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৫. ১৯৭৪ সালের শিশু আইনের সাথে সম্পর্কিত-
i. ১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সর্বত্র বলবৎ হয়
ii. মোট ১০টি ভাগ আছে
iii. মোট ধারার সংখ্যা ৭৮
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও:
রহিমন কর্মস্থলে যাওয়ার সময় ছুটিতে থাকা স্বামী রহমানের নিকট তার একমাত্র সাত বছরের সন্তান রিপনকে রেখে যান। রহমান তার বাসার একটি কক্ষে বসে ফেনসিডিল পান করেন। সন্তানটি এ সময়ে ক্ষুধার কারণে চিৎকার করলে রহমান তাকেও এ মাদক খাইয়ে দেন। এতে রিপন অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় রহিমন স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
৪৬. ১৯৭৪ সালের শিশু আইন অনুযায়ী উপরের
ঘটনায় রহমানের অপরাধ হলো-
i. রিপনের দায়িত্বে থাকা অবস্থায় নেশা করা
ii. রিপনকে বিপদজনক মাদক পান করানো
iii. নিজ কক্ষে বসে মাদক সেবন
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৭. উক্ত ঘটনায় রহমানের নিচের কোন শাস্তি হতে পারে?
[ক] একশত টাকা জরিমানা এবং ছয় মাসের কারাদ-
[খ] পাঁচশত টাকা অর্থদ- এবং ছয় মাসের কারাদ-
✅ এক বছরের কারাদ- বা পাঁচশত টাকা অর্থদ- বা উভয় দ-
[ঘ] দুই বছরের কারাদ- বা পাঁচশত টাকা অর্থদ- বা উভয় দ-
৪৮. কোন আইনে বহু বিবাহের ক্ষেত্রে আইনগত প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে?
ক যৌতুক নিরোধ আইন, ১৯৮০
✅ মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১
[গ] নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ-১৯৮৩
[ঘ] পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫
৪৯. বাংলাদেশে যৌতুক আইন ১৯৮০ অনুযায়ী প্রতিটি অপরাধ হলো-
[ক] জামিনযোগ্য
✅ শাস্তিযোগ্য
[গ] আপোষ অযোগ্য
[ঘ] জামিন অযোগ্য
৫০. কোনো ব্যক্তি যৌতুক প্রদান বা গ্রহণ করলে অথবা গ্রহণে সহায়তা করলে সর্বনিম্ন কত বছর কারাদ- হবে?
✅ এক বছর
[খ] দুই বছর
[গ] তিন বছর
[ঘ] চার বছর
৫১. যৌতুককে সামাজিক ব্যাধি বলার কারণ হলো-
i. সমাজে অরাজকতা সৃষ্টি করে
ii. নারী উন্নয়নের প্রতিবন্ধক বলে
iii. নারীকে সমাজে হেয় প্রতিপন্ন করে বলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৫২. যৌতুক নিরোধ আইন ১৯৮০ অনুযায়ী কোনো ব্যক্তি যৌতুক প্রদান বা গ্রহণ করলে তার শাস্তি হবে-
i. সর্বোচ্চ চার বছর মেয়াদি কারাদ-
ii. সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি কারাদ-
iii. অর্থ জরিমানা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও রর
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ো এবং ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও:
ঝর্ণার বিয়ের সময় তার বাবা পাত্রপক্ষকে দুই লক্ষ টাকা দেন। কিছুদিন পর পাত্রপক্ষ আরো টাকার জন্য ঝর্ণাকে চাপ দেয়। ঝর্ণার বাবা টাকা দিতে অস্বীকার করলে তারা ঝর্ণার ওপর শারীরিক নির্যাতন শুরু করে।
৫৩. অনুচ্ছেদে উল্লিখিত ঘটনার বিচার কোন আইনের আওতায় করা সম্ভব?
[ক] ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন
✅ যৌতুক নিরোধ আইন-১৯৮০
[গ] নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ- ১৯৮৩
[ঘ] নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩
৫৪. উক্ত আইনের প্রেক্ষিতে ঝর্ণার স্বামীর শাস্তি হবে-
i. সর্বোচ্চ দশ বছর মেয়াদি কারাদ-
ii. সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি কারাদ-
iii. অর্থ জরিমানা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৫৫. স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সমাজকাঠামোর পরিবর্তনের সাথে কী পরিবর্তন হয়?
[ক] চাহিদার
✅ মূল্যবোধের
[গ] চিন্তা-চেতনার
[ঘ] ধর্মীয় অনুভূতির
৫৬. নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ কত সালে প্রথম প্রণীত হয়?
[ক] ১৯৬৩
[খ] ১৯৭৩
✅ ১৯৮৩
[ঘ] ১৯৯৩
HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.
৫৭. নারী নির্যাতন (নির্বতক শাস্তি) অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী যদি কেউ কোনো নারীকে ধর্ষণ করে বা ধর্ষণের প্রচেষ্টায় মৃত্যু ঘটায় অথবা ধর্ষণের পর হত্যা করে তাহলে শাস্তি হবে-
i. মৃত্যুদ-
ii. যাবজ্জীবন কারাদ-
iii. জরিমানাযোগ্য দ-
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৫৮. নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী অপরাধীদের সমান শাস্তি ভোগ করবে-
i. অপরাধীকে সহায়তাকারী
ii. অপরাধীকে প্ররোচনাকারী
iii. অপরাধীর আত্মীয়-স্বজন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দাও:
নাহিদা নবম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। কিন্তু বাবা দারিদ্রে্যর কারণে তার লেখাপড়ার ব্যয়ভার বহন করতে পারে না। সংসারের অভাব দূর করার জন্য সে গার্মেন্টসে চাকরি নেওয়ার জন্য শহরে আসে। সেখানে এক ব্যক্তি চাকরি দেওয়ার নাম করে তাকে নারী পাচারকারীর কাছে বিক্রি করে দেয়। নারী পাচারকারীরা তাকে জোর করে পতিতাবৃত্তিতে নিয়োগ করে। পরবর্তীতে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে।
৫৯. অনুচ্ছেদে উল্লিখিত নারী পাচারকারীদের কোন আইনের আওতায় শাস্তি দেওয়া যাবে?
[ক] ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন
✅ নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ-১৯৮৩
[গ] যৌতুক নিরোধ আইন-১৯৮০
[ঘ] পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫
৬০. বাংলাদেশের নারীদের জীবনে উক্ত আইনের তাৎপর্য হলো-
i. নারীর নিরাপত্তা বিঘি্নত হয়
ii. নারী নির্যাতন বন্ধে সহায়ক
iii. নির্যাতিত নারীদের সুবিচার নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৬১. মাদকদ্রব্য বিরোধী জাতীয় কমিটি গঠন করা হয় কত সালে?
[ক] ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর
✅ ১৯৮৬ সালের ২২ ডিসেম্বর
[গ] ১৯৮৭ সালের ১০ নভেম্বর
[ঘ] ১৯৮৮ সালের ১২ নভেম্বর
৬২. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়
[ক] ১৯৮৩
[খ] ১৯৮৯
✅ ১৯৯০
[ঘ] ১৯৯৯
৬৩. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ কখন প্রণীত হয়?
[ক] ১৯৮৩
[খ] ১৯৮৫
✅ ১৯৮৯
[ঘ] ১৯৯০
৬৪. ১৯৮৯ সালের কত তারিখে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠা করা হয়?
✅ ২০ জানুয়ারি
[খ] ২১ জানুয়ারি
[গ] ২২ জানুয়ারি
[ঘ] ২৩ জানুয়ারি
৬৫. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশে মাদকদ্রব্যকে কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়?
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
৬৬. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ অনুযায়ী মাদকদ্রব্যকে কয় শ্রেণিতে বিভক্ত করা হয়েছে?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৬৭. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮৯ এর শাস্তির ক্ষেত্রে কোনটি অধিক গ্রহণযোগ্য?
[ক] একমাস সশ্রম কারাদ-
[খ] এক বছর কারাদ-
[গ] দশ হাজার টাকা অর্থদ-
✅ মৃত্যুদ-
৬৮. ধলপুর গ্রামে মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধলপুর গ্রামের সমস্যা সমাধানের লক্ষ্যে নিচের কোন আইনটির প্রয়োগ প্রয়োজন?
[ক] মুসলিম পারিবারিক আইন
[খ] নারী নির্যাতন রোধ আইন
✅ ১৯৮৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ
[ঘ] জননিরাপত্তা আইন
৬৯. কোনো ব্যক্তির নিকট যদি ১০ গ্রামের বেশি প্যাথিড্রিন পাওয়া যায় তাহলে তার কী শাস্তি হবে?
[ক] ১০ বছর কারাদ-
[খ] ১২ বছর কারাদ-
[গ] ১৩ বছর কারাদ-
✅ মৃত্যুদ-
৭০. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৮৯ প্রণীত হওয়ার পর রহিত হয় -
i. Opium Act 1857
ii. Opium Act 1878
iii. Excise Act-1909
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৭১. ১৯৮৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশের যথোপযুক্ত উদ্দেশ্য হলো-
i. মাদকের উৎপাদন, সরবরাহ ও ব্যবহার নিয়ন্ত্রণ করা
ii. মাদকাসক্তদের সহযোগিতা করা
iii. মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭২. অনূর্ধ্ব ১০ লিটার এ্যালকোহল কারো নিকট থাকলে তার শাস্তি হবে-
i. অন্যূন ৬ মাস কারাদ-
ii. অনূর্ধ্ব ৩ বছর কারাদ-
iii. অনূর্ধ্ব ১০ বছর কারাদ-
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৭৩. নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইনে অপরাধের বিচার ও তদন্ত সম্পর্কিত কয়টি নতুন ধারা সংযোজিত হয়েছে?
[ক] ৫টি
✅ ৬টি
[গ] ৭টি
[ঘ] ৮টি
৭৪. নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০৩ কখন সংশোধিত করা হয়?
✅ ১৩ জুলাই ২০০৩
[খ] ১৫ আগস্ট ২০০৪
[গ] ২০ সেপ্টেম্বর ২০০৫
[ঘ] ৩০ নভেম্বর ২০০৭
৭৫. নারী ও শিশু নির্যাতনরোধ আইন ২০০৩ অনুযায়ী কত দিনের মধ্যে বিচার কাজ শুরু করতে হবে?
✅ ১৫ দিনের মধ্যে
[খ] ২০ দিনের মধ্যে
[গ] ২৫ দিনের মধ্যে
[ঘ] ৩০ দিনের মধ্যে
৭৬. নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩ এর ক্ষেত্রে সংশোধনীসমূহ হলো-
i. যৌন নিপীড়নের ক্ষেত্রে অভিযুক্তদের শাস্তি হবে ন্যূনতম ৩ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর
ii. শিশুর বয়সসীমা ১৪ থেকে ১৬ বছর করা হয়
iii. যৌতুকের নতুন সংজ্ঞায়ন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৭ ও ৭৮ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের কতিপয় অপরাধ কঠোরভাবে দমনের লক্ষ্যে ২০০০ সালে একটি আইন প্রণয়ন করা হয়। উক্ত আইনটি প্রণয়নের পূর্বে ১৯৯৫ সালে আরেকটি আইন রচিত হয়। আলোচ্য আইনে কতকগুলো অপরাধের শাস্তি সম্পর্কে উলেস্নখ করা হয়েছে। এক্ষেত্রে উলেস্নখযোগ্য হলো দহনকারী পদার্থ দ্বারা সংঘটিত অপরাধের শাস্তি, নারী পাচার ইত্যাদির শাস্তি।
৭৭. অনুচ্ছেদে বর্ণিত আইনটি নিচের কোন আইনের অনুরূপ?
✅ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০
[খ] নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন-২০০৩
[গ] নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইন-
১৯৯৫
[ঘ] নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ- ১৯৮৩
৭৮. অনুচ্ছেদের আইনে বর্ণিত শাস্তিসমূহের যথাযথ প্রয়োগের ফলে-
i. এসিড নিক্ষেপের হার কমে যাবে
ii. নারীদের জীবনের অনিশ্চয়তা হ্রাস পাবে
iii. নারীরা দুর্নীতিতে জড়িয়ে পড়বে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৭৯. হিন্দু বিবাহ নিবন্ধন আইন ২০১২ কবে মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভ করে?
[ক] ১০ আগস্ট ২০১২
✅ ২৪ সেপ্টেম্বর ২০১২
[গ] ৩০ নভেম্বর ২০১২
[ঘ] ১৮ ডিসেম্বর ২০১২
৮০. হিন্দু বিবাহ রেজিস্ট্রি আইন প্রণীত হয় কত সালে?
[ক] ২০০৫ সালে
[খ] ২০০৬ সালে
[গ] ২০০৮ সালে
✅ ২০১২ সালে
HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.
৮১. যদি কোনো হিন্দু বিবাহ নিবন্ধক তার দায়িত্ব পালনে অসমর্থ হয় তাহলে সরকার লিখিত আদেশ দ্বারা তার নিয়োগ অনধিক কয় বছর স্থগিত বা বাতিল করতে পারবে?
[ক] এক বছর
✅ দুই বছর
[গ] তিন বছর
[ঘ] চার বছর
৮২. হিন্দু বিবাহ রেজিস্ট্রি আইন-২০১২ অনুযায়ী সরকার সময় সময় বিধি দ্বারা নির্ধারণ করবে-
i. হিন্দু বিবাহ নিবন্ধন ফিস
ii. নিবন্ধন বহি পরিদর্শন ফিস
iii. প্রতিলিপি সংগ্রহের ফিস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৮৩. আইনের যথার্থতা কীসের ওপর নির্ভর করে?
[ক] আইন প্রণয়নের ওপর
✅ সুষ্ঠু প্রয়োগের ওপর
[গ] আইনের কঠোরতার ওপর
[ঘ] আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর
৮৪. সামাজিক আইন প্রয়োগে সবচেয়ে বড় বাধা কোনটি?
[ক] অশিক্ষা
[খ] নিরক্ষরতা
[গ] কুসংস্কার
✅ সচেতনতার অভাব
৮৫. সমাজকর্মীগণ কীসের মাধ্যমে বাস্তব তথ্য সংগ্রহ করে আইন প্রণয়নে কর্তৃপক্ষকে সাহায্য করে থাকেন?
✅ গবেষণার মাধ্যমে
[খ] চাপ প্রয়োগের মাধ্যমে
[গ] প্রশাসনের মাধ্যমে
[ঘ] প্রশিক্ষণ কোর্স পরিচালনার মাধ্যমে
৮৬. সামাজিক আইনের বিষয়ে সমাজকর্মীর ভূমিকার ক্ষেত্রে বলা যায়-
i. আইন প্রণয়নের জন্য ক্ষেত্র চিহ্নিত করা
ii. আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা
iii. আইন সম্পর্কে প্রচার প্রচারণা চালানো
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
0 Comments:
Post a Comment