HSC Social Work 2nd Paper MCQ question and answer. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সমাজকর্ম
দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪
HSC Social Work
2nd Paper
MCQ
Question and Answer pdf download
১. সমাজ কর্তৃক সৃষ্ট কোন ধরনের সমস্যা নিরূপণে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কাজ করে থাকে?
[ক] ব্যক্তিগত সমস্যা
[খ] দলীয় সমস্যা
✅ সামাজিক সমস্যা
[ঘ] রাষ্ট্রীয় সমস্যা
২. মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ ও কল্যাণে কোন সংস্থা কাজ করে?
✅ সামাজিক প্রতিষ্ঠান
[খ] সাহায্যাথী
[গ] রাজনৈতিক দল
[ঘ] মানবাধিকার কমিশন
৩. 'Social Institution' গ্রন্থের রচয়িতা কে?
✅ বার্নস
[খ] ম্যাকাইভার
[গ] অগবার্ন
[ঘ] নিমকফ
৪. Fundamental of Sociology' গ্রন্থের রচয়িতা কে?
[ক] আর. এম ম্যাকাইভার
[খ] পেজ
[গ] জাটুড উইলসন
✅ জিসবার্ট
৫. প্রতিষ্ঠান নামক চাকার ওপর ভিত্তি করে কী পরিচালিত হয়?
[ক] ব্যক্তি
[খ] পরিবার
✅ সমাজ
[ঘ] রাষ্ট্র
৬. The Psychology of Human Society' গ্রন্থের রচয়িতা কে?
[ক] Maclver
[খ] August Comte
[গ] H E. Barner
✅ Ellwood
৭. 'মানুষ যখন সংঘ গড়ে তোলে তখন তার পরিচালনায় নিয়ম পদ্ধতি বা কার্যপ্রণালি সৃষ্টি করে'- উক্তিটি কোন গ্রন্থে রয়েছে?
[ক] Social Institution
[খ] Fundamental of Society
✅ Society
[ঘ] The Psychology of Human Society
৮. নিচের কোনটি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য?
[ক] সর্বজনীনতা
[খ] পরিচালনা বোর্ড
✅ আনুষ্ঠানিক সংগঠন
[ঘ] মানবিক সেবা প্রদান
৯. নিচের কোনটি প্রতিষ্ঠানের উদাহরণ?
[ক] বিশ্ববিদ্যালয়
[খ] ব্যাংক
[গ] বিবাহ
✅ পরিবার
১০. সামাজিক সংস্থা কোনটি?
[ক] বিবাহ
[খ] পরিবার
[গ] মসজিদ-মন্দির
✅ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র
১১. মানবসমাজের বিভিন্ন সামাজিক প্রয়োজন পূরণে কাজ করে থাকে কোনটি?
[ক] সামাজিক পরিকল্পনা
[খ] সামাজিক আইন
[গ] সামাজিক প্রথা
✅ সামাজিক প্রতিষ্ঠান
১২. 'প্রতিষ্ঠান হলো কোনো মৌলিক ব্যবস্থা যা নিয়মকানুনকে কেন্দ্র করে গড়ে ওঠে'- উক্তিটি কার?
[ক] গ্রিন উডের
[খ] ম্যাকাইভারের
[গ] পেজের
✅ ম্যাক ও ইয়ং-এর
১৩. সমাজস্থ মানুষের মধ্যকার জ্ঞাতি সম্পর্ক রক্ষায় নিচের কোনটি অধিক কার্যকর?
[ক] সামাজিক মিথস্ক্রিয়া
[খ] সামাজিক সম্প্রীতি
[গ] সামাজিক প্রতিষ্ঠান
✅ সামাজিক সংস্থা
১৪. মানুষের সহজাত প্রবৃত্তি কোনটি?
[ক] পরনির্ভরতা
[খ] স্বনির্ভরতা
[গ] সহযোগিতা
✅ সংঘবদ্ধতা
১৫. সমাজে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বসবাস করার জন্য কীসের প্রয়োজন রয়েছে?
[ক] সামাজিক সংস্থার
[খ] অর্থনৈতিক প্রতিষ্ঠানের
✅ সামাজিক প্রতিষ্ঠানের
[ঘ] রাজনৈতিক প্রতিষ্ঠানের
১৬. সমাজ ও মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সাথে কোনটির পরিবর্তন হয়
[ক] ধর্মীয় বিধিবিধানের
✅ সামাজিক প্রতিষ্ঠানের
[গ] মানুষের মৌলিক চাহিদার
[ঘ] অর্থনৈতিক চাহিদার
১৭. মানুষ বিভিন্ন নিয়ম-কানুন তৈরি করেছে-
i. সুশৃঙ্খলভাবে জীবনযাপনের জন্য
ii. সহজ ও সুন্দর জীবনযাপনের জন্য
iii. স্বচ্ছল জীবনযাপনের জন্য
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৮. সংস্থা সম্পর্কে বলা যায়-
i. বিদেশি অনুদানের মাধ্যমে পরিচালিত হয়
ii. বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় কাজ করে
iii. সংশ্লিষ্ট দেশের আইনের মাধ্যমে গঠিত হয়
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৯. সামাজিক সমস্যা নিরূপণে কাজ করে থাকে বিভিন্ন-
i. সামাজিক প্রতিষ্ঠান
ii. সামাজিক সংস্থা
iii. সামাজিক ফোরাম
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.
নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
রাজন ছোটবেলা থেকে চলাফেরা প্রভৃতি তার খেলার সাথীদের কাছ আচার-ব্যবহার, কথাবার্তা, পিতামাতা বা পরিবার থেকে, থেকে এবং তার স্কুল থেকে শিখেছে। এভাবে রাজন শিশু থেকে একজন ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয়েছে।
২০. রাজনের ব্যক্তিত্বপূর্ণ মানুষে পরিণত হওয়ার প্রক্রিয়াটিকে কী বলে?
✅ সামাজিকীকরণ
[খ] হস্তক্ষেপ কৌশল
[গ] উন্নয়ন প্রক্রিয়া
[ঘ] বিকাশ প্রক্রিয়া
২১. রাজনের মতো প্রতিটি মানুষের ক্ষেত্রে উক্ত প্রক্রিয়া ভূমিকা পালন করে
i. অর্থনৈতিক শিক্ষাদানে
ii. সামাজিক শিক্ষাদানে
iii. নৈতিক শিক্ষাদানে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২২. 'The History of Human Marriage' গ্রন্থটির রচয়িতা কে?
✅ ওয়েস্টার মার্ক
[খ] ল্যান্ডবার্গ
[গ] রস
[ঘ] পিবি হর্টন
২৩. সমাজবিজ্ঞানী Ross (im) বিবাহকে কয়টি ধারণার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন?
✅ তিনটি
[খ] চারটি
[গ] পাঁচটি
[ঘ] ছয়টি
২৪. সমাজব্যবস্থায় একে অন্যের সাথে সুসম্পর্কের পিছনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
✅ বিবাহ
[খ] পরিবার
[গ] ধর্ম
[ঘ] শিক্ষাপ্রতিষ্ঠান
২৫. 'বিবাহ হলো সন্তান উৎপাদন ও প্রতিপালনের একটি চুক্তিমাত্র’-উক্তিটি কার?
✅ ম্যালিনোস্কির
[খ] ম্যাকাইভারের
[গ] ওয়েস্টার মার্কের
[ঘ] পি বি হর্টনের
২৬. Society: An Introductory Analysis গ্রন্থটির রচয়িতা কে?
[ক] অগবার্ন
✅ ম্যাকাইভার ও পেজ
[গ] ডেভিড পোপেনো
[ঘ] এলিয়ট ও মেরিল
২৭. সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকক্ষ পরিবারের দ্বারা সম্পাদিত কার্যাবলিকে কয় ভাগে বিভক্ত করেছেন?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
২৮. প্রাচীনকালে কোনটি বিভিন্ন অর্থনৈতিক কর্মকা--র প্রাণকেন্দ্র ছিল?
[ক] বিভিন্ন কলকারখানা পরিবার
✅ পরিবার
[গ] বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান
[ঘ] শিক্ষা প্রতিষ্ঠান
২৯. কীসের মাধ্যমে মানুষ সমাজে প্রচলিত সংস্কৃতির ধারার সাথে পরিচিত হয়?
✅ পরিবার
[খ] শিক্ষা প্রতিষ্ঠান
[গ] গণমাধ্যম
[ঘ] সাংস্কৃতিক প্রতিষ্ঠান
৩০. কোনটি আকারের ভিত্তিতে গঠিত পরিবার?
[ক] পিতৃসূত্রীয় পরিবার
✅ একক পরিবার
[গ] মাতৃবাস পরিবার
[ঘ] মাতৃপ্রধান পরিবার
৩১. পরিবার গঠনের মূল ভিত্তি কী?
[ক] স্বামী-স্ত্রীর সম্পর্ক
✅ বিবাহ
[গ] সামাজিক প্রতিষ্ঠান
[ঘ] সামাজিক এজেন্সি
৩২. Sex and Repression in Savage Society' গ্রন্থের রচয়িতা কে?
[ক] ই. আর. গ্রোস
[খ] অমর্ত্য সেন
✅ ম্যালিনোস্কি
[ঘ] রবার্ট লুই
৩৩. দিলীপ বড়ুয়া বৌদ্ধধর্মের অনুসারী। বিবাহ করার সময় দিলীপ বড়ুয়া কাদের নিয়ম অনুসরণ করবেন?
[ক] মুসলমানদের
[খ] হিন্দুদের
[গ] খ্রিস্টানদের
✅ বৌদ্ধদের
৩৪. বিবাহের অন্যতম ভূমিকা কোনটি?
[ক] সামাজিক বিশৃঙ্খলা রোধ করে
[খ] সামাজিক ঐক্য বাড়ায়
✅ সামাজিক অনাচার প্রতিরোধ করে
[ঘ] সামাজিক ঐক্য কমায়
৩৫. যৌতুক প্রথার বিরুদ্ধে মূল পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
✅ পরিবার
[খ] গোত্র
[গ] সরকার
[ঘ] আইনসভা
৩৬. পরিবার কীভাবে মানসিক উৎকর্ষতার বিকাশস্বরূপআবিভিন্ন কার্য পরিচালনা করে থাকে?
[ক] ব্যক্তিগত কার্যাবলির মাধ্যমে
[খ] দলীয় কার্যাবলির মাধ্যমে
[গ] সামাজিক কার্যাবলির মাধ্যমে
✅ মনস্তাত্ত্বিক কার্যাবলির মাধ্যমে
৩৭. পরিবারের মাধ্যমে কীসের আইনানুগ ব্যবস্থা সম্পর্কে জানা যায়?
✅ বাল্যবিবাহের
[খ] লেডিরেট বিবাহের
[গ] সরোরেট বিবাহের
[ঘ] ক্রসকাজিন বিবাহের
৩৮. নারী ও পুরুষের মধ্যে আইনগত ও সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় কীভাবে?
✅ বিবাহের মাধ্যমে
[খ] মিথস্ক্রিয়ার মাধ্যমে
[গ] আদালতের মাধ্যমে
[ঘ] আইনের মাধ্যমে
৩৯. বিবাহের ক্ষেত্রে বলা যায় -
i. পরিবার গঠনের একমাত্র বৈধ উপায়
ii. মানুষের নৈতিক অধঃপতনের অন্যতম কারণ
iii. ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্পর্ক গড়ে তোলে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৪০ পরিবারের নিয়ন্ত্রণমূলক ভূমিকা সদস্যদেরকে বিরত রাখে-
i. সামাজিক অনাচার থেকে
ii. সামাজিক অপরাধমূলক কাজ থেকে
iii. আদর্শ ও মূল্যবোধ থেকে
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.
৪১. পরিবারকে প্রাথমিক দল বলা হয়, কারণ পরিবারের সদস্যদের মধ্যে-
i. পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অনানুষ্ঠানিক
ii. শিশু জন্মগতভাবে কোনো না কোনো পরিবারের সদস্য
iii. নির্ভরশীল ও শিক্ষা সম্পর্ক বিদ্যমান
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪২. পরিবারের কাজ হচ্ছে-
i. সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা
ii. সন্তানের অস্তিত্ব রক্ষায় সদাজাগ্রত থাকা
ররর. বংশের ধারা অব্যাহত রাখা
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪৩ ও ৪৪ নং প্রশ্নের দাও:
উত্তর ঊর্মি তার চার বছরের শিশুকে অবসরে বর্ণমালা চিনতে শেখায়। বাড়িতে অতিথি এলে তাদেরকে সালাম দিতে শেখায়। বড়দের সাথে ভালো ব্যবহার করতে বলে।
৪৩.অনুচ্ছেদে পরিবারের কোন ধরনের কার্যাবলির চিত্র ফুটে উঠেছে?
[ক] রাজনৈতিক
✅ শিক্ষামূলক
[গ] অর্থনৈতিক
[ঘ] মনস্তাত্ত্বিক
৪৪. পরিবারের উক্ত কার্যাবলি সম্পর্কে বলা যায়-
i. পরিবারই মানুষের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করে
ii. একমাত্র পরিবারই শিশুকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে থাকে
iii. পিতামাতার পরিপূর্ণ তত্ত্বাবধানে শিশু শিক্ষাজগতে পদার্পণ করে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৪৫. সমাজের জন্য ক্ষতিকর, অবাঞ্ছিত, অনাকাঙি্ক্ষত বাধাকে কী বলা হয়?
[ক] রাজনৈতিক সমস্যা
[খ] অর্থনৈতিক সমস্যা
[গ] ক্ষতিকর অবস্থা
✅ সামাজিক সমস্যা
৪৬. সমাজের অবৈধ বিবাহ প্রতিরোধে সমাজকর্মী কোন পদ্ধতি অবলম্বন করতে পারেন?
[ক] ব্যক্তি সমাজকর্ম
✅ সামাজিক কার্যক্রম
[গ] সমষ্টি সমাজকর্ম
[ঘ] সামাজিক গবেষণা
৪৭. পরিবারের সদস্যদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করার জন্য সমাজকর্মী কোন শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করতে পারেন?
[ক] সামাজিক শিক্ষা
✅ পারিবারিক শিক্ষা
[গ] নৈতিক শিক্ষা
[ঘ] ধর্মীয় শিক্ষা
[ক] আলোচনার মাধ্যমে
[খ] প্রশিক্ষণের মাধ্যমে
[গ] অর্থ প্রদানের মাধ্যমে
✅ চিত্তবিনোদনের মাধ্যমে
৪৯. CIA প্রদত্ত সন্ত্রাসবাদের উপাদান হলো-
i. পূর্ব পরিকল্পিত কার্যক্রম
ii. টার্গেট বেসামরিক জনগণ
iii. বিশেষ জাতিগোষ্ঠী দ্বারা পরিচালিত
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৫০. নারী নির্যাতন হলো-
i. নারীর ওপর দৈহিক নির্যাতন
ii. পরনির্ভরশীল করে তোলা
iii. নারীর ওপর মানসিক নির্যাতন
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৫১. সংস্কৃত ‘ধৃ’ শব্দের অর্থ কী?
[ক] মেনে চলা
✅ ধারণ করা
[গ] দেখা
[ঘ] বিশ্বাস করা
৫২. Primitive Culture গ্রন্থটির রচয়িতা কে?
✅ ই বি টেইলর
[খ] ডুর্খেইম
[গ] ওয়েস্টার মার্ক
[ঘ] লর্ড ব্যাগলান
৫৩. The Elementary Forms of Religious life গ্রন্থটির রচয়িতা কে?
✅ ডুর্খেইম
[খ] ই বি টেইলর
[গ] টমাস মুলার
[ঘ] লর্ড ব্যাগলানের
৫৪. 'ধর্ম হলো পবিত্র বস্তু সম্পর্কিত কতকগুলো বিশ্বাস ও প্রথার সমষ্টি'- উক্তিটি কার?
[ক] ইবি টেইলরের
✅ এ মিল ডুর্খেইমের
[গ] টমাস মুলারের
[ঘ] লর্ড ব্যাগলানের
৫৫. মৌল ও সার্বজনীন সামাজিক প্রতিষ্ঠান হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
[ক] বিবাহ
[খ] পরিবার
✅ ধর্ম
[ঘ] গণমাধ্যম
৫৬. কীভাবে সামাজিক শিষ্টাচারের শিক্ষা পাওয়া যায়?
[ক] আইনের মাধ্যমে
✅ ধর্মের মাধ্যমে
[গ] সমাজের মাধ্যমে
[ঘ] রাষ্ট্রের মাধ্যমে
৫৭. কে ধর্মীয় নিয়মানুসারে পরিবার প্রথা পরিচালনায় সবাইকে উদ্বুদ্ধ করতে পারে?
[ক] ইমাম
[খ] মুয়াজ্জিন
✅ সমাজকর্মী
[ঘ] আইনজীবী
৫৮. আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে নিচের কোন মন্ত্রণালয় সরাসরি জড়িত?
[ক] পররাষ্ট্র মন্ত্রণালয়
[খ] শিক্ষা মন্ত্রণালয়
✅ স্বরাষ্ট্র মন্ত্রণালয়
[ঘ] আইন মন্ত্রণালয়
৫৯. সামাজিক সমস্যা হলো-
i. সমাজের প্রচলিত রীতিনীতি বিরুদ্ধ কার্যকলাপ
ii. ধর্মীয় মূলবোধ বিরোধী কার্যকলাপ
iii. আইন বিরুদ্ধ কার্যকলাপ
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৬০. ধর্মকে বিশ্বাসগত ব্যাপার বলার যৌক্তিক কারণ-
i. স্রষ্টাকে দেখা যায় না
ii. এটি চাক্ষুষ্মান বিষয়
iii. এটি নৈর্ব্যক্তিক বিষয়
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬১. একজন সমাজকর্মী ধর্মীয় মূল্যবোধ গঠনে প্রয়োগ করতে পারেন-
i. সমাজকর্মের জ্ঞান
ii. সমাজকর্মের দক্ষতা
iii. নিজস্ব ধর্মীয় অনুভূতি
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও:
নীপা ও দীপা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও তাদের কার্যাবলি নিয়ে আলোচনা করছিল। দীপা বলল, সমাজকাঠামোর একটি অবিচ্ছেদ্য প্রতিষ্ঠান আছে যা অতিপ্রাকৃত শক্তির প্রতি বিশ্বাস ও তার সন্তুষ্টির লক্ষ্যে বিভিন্ন আচার-অনুষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠে।
৬২. উদ্দীপকে দীপা কোন সামাজিক প্রতিষ্ঠানকে ইঙ্গিত করছে?
[ক] পরিবার
[খ] বিবাহ
✅ ধর্ম
[ঘ] জনসমষ্টি
৬৩. উক্ত প্রতিষ্ঠানটি মানুষের মধ্যে-
i. সহানুভূতি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে
ii. অপরাধ ও পাপাচার থেকে বিরত থাকার শিক্ষাদান করে
iii. দুঃখ ও হতাশার সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.
৬৪. Mass Communication Theory গ্রন্থটির রচিয়তা কে?
[ক] DS Metha
[খ] R P Molo
✅ Maclver
[ঘ] D Mcquail
৬৫. Denis Mequail রচিত গ্রন্থের নাম কী?
✅ Mass Communication Theory
[খ] Primitive Culture
[গ] Man Communication
[ঘ] Sociology
৬৬. The Function of the Executive, Cambridge Mass গ্রন্থটির রচয়িতা কে?
✅ Chester D Bernard
[খ] John Millit
[গ] D Mcquail
[ঘ] DS Metha
৬৭. জনমত গঠনের শক্তিশালী বাহন কী?
[ক] সমাবেশ
[খ] হরতাল
[গ] ধর্মঘট
✅ গণমাধ্যন
৬৮. সমাজকর্মী গণমাধ্যমের ভূমিকার প্রভাব বিষয়ে গবেষণা পরিচালনা করবেন কেন?
[ক] সামাজিক সমস্যা প্রতিরোধের জন্য
✅ লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর সমস্যা ও উন্নয়নের জন্য
[গ] নারীর প্রতি সহিংসতা রোধের জন্য
[ঘ] নারী ও শিশু পাচার রোধের জন্য
৬৯. আধুনিক সমাজে গণমাধ্যম কয় ধরনের?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৭০. সংবাদ ও অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে কোন বিষয়টি ক্ষেত্রবিশেষে সংবাদকর্মীদের বিবেচনায় নিতে হবে?
[ক] গোষ্ঠী স্বার্থ
✅ মানবতা
[গ] ব্যক্তি স্বার্থ
[ঘ] অনিরপেক্ষতা
৭১. উপমহাদেশের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?
✅ সমাচার দর্পণ
[খ] আজাদ
[গ] সওগাত
[ঘ] তহযিব-উল আখলাক
৭২. Chester D Bernard উল্লিখিত গণমাধ্যমগুলো হলো-
i. প্রত্যক্ষ গণমাধ্যম
ii. প্রত্যক্ষ বার্তাগ্রাহী গণমাধ্যম
iii. পরোক্ষ গণমাধ্যম
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৭৩. গণমাধ্যমের বৈশিষ্ট্য হলো-
i. সংবাদ বা তথ্য একক সংগঠন হতে উৎসারিত
ii. তথ্যাদির একমুখী প্রচার
iii. ফলাবর্তন সরাসরি পাওয়া যায় না
নিচের কোনটি সঠিক
[ক] iii
[খ] ii এবং iii
✅ i, রর এবং iii
[ঘ] i এবং iii
৭৪. চলচ্চিত্র তৈরি করা হয়-
i. সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে
ii. পারিবারিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে
iii. রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তর দাও:
বর্তমান বিশ্বে সংবাদ আদান-প্রদানে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ সংবাদ এবং রুচিসম্মত অনুষ্ঠান প্রচার করা। এক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োগকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
৭৫. অনুচ্ছেদে কাদের ভূমিকার কথা ফুটে উঠেছে?
[ক] গণমাধ্যমের কর্মকর্তাগণের
✅ সমাজকর্মীর
[গ] সাধারণ জনগণের
[ঘ] সমাজকর্মের শিক্ষকগণের
৭৬. গণমাধ্যমের ভূমিকা উন্নয়নে অনুচ্ছেদে উল্লিখিত প্রয়োগকারীদের ভূমিকা হলো-
i. লেখকদের লেখনির ধারা করতে পারে
ii. মূল্যবোধ পরিপন্থি সংবাদ প্রচারে উৎসাহ দিতে পারে
iii. চলচ্চিত্রের মাধ্যমে দেশের মানুষের মূল্যবোধ জাগ্রত করতে পারে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৭৭. কোন ধরনের সংস্থা দেশে বিদ্যমান আইনসমূহ নাগরিকদের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে থাকে?
[ক] সংবাদ প্রচারকারী সংস্থা
✅ আইন প্রয়োগকারী সংস্থা
[গ] আন্তর্জাতিক সংস্থা
[ঘ] আর্থিক সহায়তাদানকারী সংস্থা
৭৮. কোন সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের অপরাধ শনাক্তকরণে সদস্য রাষ্ট্রসমূহকে সাহায্য করে থাকে?
[ক] এফবিআই
[খ] স্কটল্যান্ড ইয়ার্ড
✅ ইন্টারপোল
[ঘ] হাইওয়ে পেট্রোল
৭৯. বিভিন্ন সমস্যা সমাধানের মাত্রা কীসের ওপর নির্ভর করে?
[ক] আইন প্রণয়নের ওপর
✅ আইনের যথাযথ প্রয়োগের ওপর
[গ] আইন সম্পর্কে সচেতনতার ওপর
[ঘ] অভিজ্ঞ বিচারকের ওপর
৮০. কীভাবে দেশের সকল ঘটনা ও দেশের সার্বিক পরিস্থিতি প্রচারিত হয়?
[ক] সমাবেশের মাধ্যমে
[খ] সমাজকর্মীর মাধ্যমে
[গ] জনপ্রতিনিধির মাধ্যমে
✅ পত্রিকার মাধ্যমে
৮১. কীভাবে সহজে কম সময়ের মধ্যে দেশের এবং দেশের বাইরের সকল তথ্য সংগ্রহ করা যায়?
[ক] টেলিভিশনের মাধ্যমে
✅ ইন্টারনেটের মাধ্যমে
[গ] ফ্যাক্সের মাধ্যমে
[ঘ] রেডিওর মাধ্যমে
৮২. যে সংস্থা দেশে প্রচলিত আইন অনুযায়ী জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে তাকে কী বলে?
[ক] স্বেচ্ছাসেবী সংস্থা
✅ আইন প্রয়োগকারী সংস্থা
[গ] সরকারি সংস্থা
[ঘ] আন্তর্জাতিক সংস্থা
৮৩. চোরাচালান প্রতিরোধে কোন সংস্থাটি আইন প্রয়োগ করে থাকে?
✅ বাংলাদেশ বর্ডার গার্ড
[খ] বাংলাদেশ পুলিশ
[গ] রাপিড এ্যাকশন ব্যাটালিয়ান
[ঘ] আর্মড পুলিশ ব্যাটালিয়ন
৮৪. নিচের কোনটি সৃষ্টির অন্যতম কারণ মুক্তচিন্তা- চেতনার অভাব?
[ক] অপুষ্টি
[খ] বাল্যবিবাহ
[গ] যৌতুক
✅ জঙ্গিবাদ
৮৫. আইন প্রয়োগকারী সংস্থার কার্যাবলিতে সহায়তা দানে নিচের কোন ব্যক্তির ভূমিকা অপরিসীম?
✅ সমাজকর্মীর
[খ] পুলিশের
[গ] সেনাবাহিনীর
[ঘ] আইনমন্ত্রীর
৮৬. মারুফ সাহেব সামাজিক আইন প্রণয়ন ও প্রয়োগ প্রক্রিয়ার প্রতিটি স্তরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মারুফ সাহেবের কার্যক্রম নিচের কোন ব্যক্তির কার্যক্রমকে নির্দেশ করে?
[ক] রাজনীতিবিদের
✅ সমাজকর্মীর
[গ] আইনজীবীর
[ঘ] সাংবাদিকের
৮৭. বাংলাদেশ কোস্টগার্ড এর সদরদপ্তর কোথায়?
[ক] ঢাকায়
[খ] চট্টগ্রামে
[গ] বরিশালে
✅ খুলনায়
৮৮. আইন প্রয়োগকারী সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ-
i. জনসাধারণের জান-মালের নিরাপত্তায়
ii. আইনের অনুমোদন ও বাস্তবায়নে
iii. অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠায়
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.
৮৯. সামাজিক সমস্যা সমাধানে আইন প্রয়োগকারী সংস্থা যে ভূমিকা রাখতে পারে-
i. জনস্বার্থ বিরোধী আচরণ নিয়ন্ত্রণ
ii. শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা
iii. দুর্যোগে ক্ষতিগ্রস্থদের উদ্ধার কার্যক্রম
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯০. প্রাচীনকালের চীনা জেলা প্রশাসকদের কাজ ছিল-
i. সাধারণ জনগণের নিরাপত্তা প্রদান
ii. অভিযুক্ত অপরাধমূলক কার্যক্রমের শুনানি
iii. অপরাধের ধরন অনুযায়ী শাস্তি প্রদান
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৯১. আইন প্রয়োগকারী সংস্থা অনন্য ভূমিকা পালন করে-
i. নারী অধিকার রক্ষার জন্য
ii. শিশু শিক্ষার জন্য
iii. শিশু অধিকার নিশ্চিত করার জন্য
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment