HSC সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

HSC Social Work 2nd Paper MCQ question and answer. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সমাজকর্ম
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩

HSC Social Work
2nd Paper
MCQ
Question and Answer pdf download

১. কোনটি সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়?
[ক] আচরণগত সমস্যা
[খ] অধিবিদ্যাগত সমস্যা
[গ] রাসায়নিক বিক্রিয়াগত সমস্যা
✅ সামাজিক সমস্যা

২. আমাদের সমাজব্যবস্থা পরিচালিত হয় কীভাবে?
[ক] লিখিত নিয়ম-কানুন দ্বারা
✅ অলিখিত নিয়ম-কানুন দ্বারা
[গ] মানুষের ইচ্ছামাফিক
[ঘ] রাষ্ট্রকর্তৃক নির্ধারিত নিয়মে

৩. ‘সামাজিক সম্পর্কের অস্বাভাবিকতাই হচ্ছে সামাজিক সমস্যা'-উক্তিটি কার?
[ক] ডেভিড ড্রেসলারের
[খ] আর এল বার্কারের
✅ এইচ এ ফেলপসের
[ঘ] ডব্লিউ এ ফ্রিডল্যান্ডারের

৪. সামাজিক সমস্যাগুলো কীসের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে?
[ক] ব্যক্তির
[খ] পরিবারের
✅ সমাজের
[ঘ] রাষ্ট্রের

৫. The Study of Social Problems গ্রন্থটি কার?
[ক] রব এবং সেল্জনিক
✅ আর্ল রেবিন্টন এবং মার্টিন এস.ওয়েনবার্গ
[গ] অগবার্ন ও নিমকফ
[ঘ] ল্যান্ডবার্গ ও ফ্রাঙ্ক

৬. সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রেই সমস্যা মূলত-
i. প্রত্যক্ষ প্রভাব রাখে
ii. অলৌকিক প্রভাব রাখে
iii. পরোক্ষ প্রভাব ফেলে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭. সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হলো-
i. সমাজের অধিকাংশ মানুষের জন্য ক্ষতিকর
ii. সমাজ থেকে সৃষ্ট
iii. সমস্যা সমাধানযোগ্য নয়

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮. বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে বেশি গাঁজার চাষ হয়?
[ক] কুমিলস্নার পাহাড়ি এলাকায়
[খ] সিলেটের পাহাড়ি এলাকায়
✅ চট্টগ্রামের পাহাড়ি এলাকায়
[ঘ] বাগেরহাটের উপকূলীয় এলাকায়

৯. 'Social problem disrupt social norms.'- উক্তিটি কার?
[ক] Maclver I Page
✅ John Wayne I Peril
[গ] PB Horton I JR Lesely
[ঘ] Ginsbarg

১০. সকল সামাজিক সমস্যার পরিসর কীরূপ?
[ক] গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ
[খ] দলের মধ্যে সীমাবদ্ধ
✅ সার্বজনীন
[ঘ] নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ

১১. একটি সমাজের জন্য অনাকাঙি্ক্ষত বিষয়-
i. বিশৃঙ্খলা
ii. উন্নতি
iii. অশান্তি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২. সামাজিক সমস্যা-
i. মূল্যবোধ পরিপন্থি
ii. আদর্শ পরিপন্থি
iii. উন্নয়নের পরিপন্থি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

১৩. সমাজবিজ্ঞানী Ogburn I Nimcoff সামাজিক সমস্যার কারণ উলেস্নখ করেছেন কোন গ্রন্থে?
[ক] Sociology
[খ] An Outlines of Sociology
[গ] An Introduction of Sociology
✅ A Hand Book of Sociology

১৪. সামাজিক পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যার প্রভাব কোথায় বেশি পরিলক্ষিত হয়?
[ক] সমাজে
[খ] সংঘে
✅ পরিবারে
[ঘ] ধর্মীয় প্রতিষ্ঠানে

১৫. বাংলাদেশের প্রেক্ষাপটে কী কারণে শাসক ও শোষিত শ্রেণির মধ্যে নানা ধরনের সমস্যা উদ্ভূত হয়?
✅ সম্পদের অসম বণ্টন
[খ] সম্পদের সুষ্ঠু ব্যবহারের অভাব
[গ] আর্থিক সংকট
[ঘ] শোষিতের ওপর শাসকের অত্যাচার

১৬. কীসের মাধ্যমে একটি সমাজ তথা দেশের
সামগ্রিক বিষয় প্রস্ফুটিত হয়?
[ক] বিবর্তন
✅ সংস্কৃতি
[গ] সভ্যতা
[ঘ] রাজনীতি

HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

১৭. 'ক' এলাকায় হঠাৎ হিন্দু-মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে। এরূপ সমস্যা নিচের কোনটির ফল?
✅ মূল্যবোধগত দ্বন্দ্ব
[খ] সাংস্কৃতিক অসমতা
[গ] ধর্মীয় রীতিনীতির পার্থক্য
[ঘ] কুসংস্কার

১৮. সমাজবিজ্ঞানী CM Case সামাজিক সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করেছেন-
i. বিরূপ প্রতিকূল অবস্থাকে
ii. অসংগঠিত ত্রুটিপূর্ণ সামাজিক অবস্থাকে
iii. বিভিন্ন দলের মধ্যে সাংস্কৃতিক দ্বন্দ্বকে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

১৯. প্রতিটি সমাজে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন মূল্যবোধ থাকে, কেননা-
i. বিভিন্ন দলের অস্তিত্ব বিদ্যমান
ii. বিভিন্ন গোষ্ঠীর অস্তিত্ব
iii. বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্ব

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০. 'পারমাণবিক যুদ্ধ ব্যতীত বিশ্ববাসীর সম্মুখে অন্যতম যে সমস্যা তা হলো জনসংখ্যাস্ফীতি কার উক্তি?
[ক] রবার্ট ম্যালথাস
[খ] ম্যাকাইভার
[গ] এ্যাডাম স্মিথ
✅ ম্যাকনামারা

২১. কোনো দেশে জনগণের জীবনযাত্রা ও সেবার মান সর্বোচ্চ করতে কোনটি দরকার?
[ক] নির্দিষ্ট জনসংখ্যা
[খ] জনসংখ্যার সুষম বণ্টন
[গ] অসম জনসংখ্যা
✅ কাম্য জনসংখ্যা

২২. THE POPULATION BOMB 'গ্রন্থটির লেখক কে?
[ক] অধ্যাপক অগর্বান
[খ] গিলিক এ- গিলিক
✅ পল এনরিখ
[ঘ] রগনার নার্কস

২৩. কাম্য জনসংখ্যা বলতে কী বোঝায়?
[ক] খাদ্য অনুপাতের জনসংখ্যা
[খ] আয়তন অনুপাতে জনসংখ্যা
[গ] জনসংখ্যা অনুপাতে সম্পদ বেশি
✅ সম্পদ অনুপাতে জনসংখ্যা

২৪. কাম্য জনসংখ্যা + অতিরিক্ত জনসংখ্যা = ?
[ক] সুষম জনসংখ্যা
[খ] অসম জনসংখ্যা
✅ জনসংখ্যা সমস্যা
[ঘ] জনসম্পদ

২৫. An Essay on the principle of population গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
[ক] ১৭৯০ সালে
[খ] ১৭৯৫ সালে
[গ] ১৭৯৭ সালে
✅ ১৭৯৮ সালে

২৬. জনসংখ্যা বৃদ্ধিকে খাদ্য উৎপাদনের সাথে তুলনা করেছেন কে?
[ক] এ্যাডাম স্মিথ
[খ] ম্যাকনামারা
✅ ম্যালথাস
[ঘ] কিংসলে ডেভিস

২৭. ২০১৫ সালের অর্থনৈতিক সমীক্ষায় জনমিতিক তথ্যানুযায়ী বাংলাদেশের স্থূল মৃত্যুহার কত?
[ক] ৪.৫ জন
✅ ৫.৫ জন
[গ] ৬.২ জন
[ঘ] ৬.৫ জন

২৮. বাংলাদেশে বর্তমানে মহিলা (১৫-৪৯) প্রতি উর্বরতার হার কত?
[ক] ১.৩৬
[খ] ২.০৩
[গ] ১.৪৮
✅ ২.১২

২৯. নির্ভরশীল জনসংখ্যাকে কীসের ভিত্তিতে নির্ধারিত করা হয়?
[ক] কর্মদক্ষতা
[খ] আর্থিক সচ্ছলতা
[গ] শারীরিক শক্তি
✅ বয়স

৩০. ১৯৫১ থেকে বর্তমান পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি কমে আসার কারণ-
i. বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ব্যবস্থার বিকাশ
ii. স্বাস্থ্য সচেতনতা
iii. যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৩১. জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা হলো-
i. শিল্পদূষণ
ii. বেকারত্ব
iii. অপরাধ প্রবণতা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৩২. সারা বিশ্বে উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কেননা-
i. অতিরিক্ত জ্বালানি ব্যবহৃত হচ্ছে
ii. বন উজাড় হচ্ছে
iii. পারমাণবিক চুল্লির ব্যবহার বাড়ছে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৩৩. কোনো চলমান ধারার একটি পর্যায় যদি স্বল্প মাথাপিছু আয় হলে এর পরবর্তী পর্যায় কী হবে?
✅ জীবনযাত্রার নিম্নমান
[খ] কুসংস্কারাচ্ছন্নতা
[গ] বেকারত্ব
[ঘ] অশিক্ষা

৩৪. যেকোনো সমস্যার সমাধান করতে হলে কীসের প্রয়োজন হয়?
[ক] তাত্ত্বিক জ্ঞান
[খ] প্রায়োগিক জ্ঞান
✅ গবেষণা
[ঘ] সচেতনতা

৩৫. সমাজকর্মীরা বিলম্বে বিবাহের জন্য কীভাবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারে?
[ক] চিকিৎসা সেবা প্রদান করে
[খ] পরিবার পরিকল্পনা সেবা দিয়ে
[গ] নিজেরা সচেতন হয়ে
✅ প্রচারণার মাধ্যমে

৩৬. Front line Female Workers কাদের বলা হয়?
[ক] সমাজকর্মীদের
[খ] নীতি নির্ধারকদের
✅ পরিবার কল্যাণ সহকারীদের
[ঘ] রাজনীতিবিদদের

৩৭. একজন সমাজকর্মী জনসংখ্যা সমস্যা সমাধানে'গবেষণাকার্য পরিচালনা করতে পারে-
i. এর কারণ খুঁজে বের করার জন্য
ii. সমাজে এর প্রভাব খুঁজে বের করার জন্য
iii. সমাধানের দিক খুঁজে বের করার জন্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৮. জনসংখ্যা সমস্যা মোকাবিলায় একজন সমাজকর্মী ভূমিকা রাখতে পারে-
i. বিলম্বে বিবাহে ব্যাপক প্রচারণার মাধ্যমে
ii. বাস্তব তথ্যের জন্য গবেষণাকার্য পরিচালনার মাধ্যমে
iii. শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও:
মাহিনের বসবাসরত দেশটি বিশ্বের অনুন্নত ও দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে জনগণের মৌল মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বহুমুখী সমস্যা বিরাজমান। তন্মধ্যে অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিতিশীলতা।

৩৯. উদ্দীপকে বর্ণিত মাহিনের বসবাসরত দেশের সাথে নিচের কোন দেশের সাদৃশ্য রয়েছে?
✅ বাংলাদেশের
[খ] নেপালের
[গ] শ্রীলংকার
[ঘ] মিয়ানমারের

৪০. মাহিনের দেশে বিরাজমান উক্ত প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণের ক্ষেত্রে বলা যায়-
i. পরিকল্পিত পরিবার গঠনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে
ii. রাজনৈতিক ক্ষেত্রে সুষ্ঠু গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করতে হবে
iii. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৪১. সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী বেকারত্বের হার কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে কোন বিষয়টি?
[ক] বৈশ্বিক উষ্ণায়ন
✅ অর্থনৈতিক মন্দা
[গ] বন উজাড়
[ঘ] কুসংস্কার

৪২. অর্থনৈতিক দুর্দশার কারণে উদ্ভূত সামাজিক সমস্যা কোনটি?
[ক] আত্মহত্যা
✅ বেকারত্ব
[গ] মাদকাসক্তি
[ঘ] অপরাধপ্রবণতা

৪৩. বাংলাদেশে বিরাজমান বেকার সমস্যার কারণ হিসেবে যা বলা যায় তা হলো-
[ক] আবাদি ভূমির পরিমাণ হ্রাস
[খ] শিল্প-কারখানার অপর্যাপ্ততা
✅ বাস্তবসম্মত শ্রম ও কর্মসংস্থান নীতির অভাব
[ঘ] উপরের সবগুলোই সঠিক

৪৪. বেকার সমস্যার পেছনে অর্থনৈতিক কারণের পাশাপাশি অন্য কোন কারণ কাজ করে?
[ক] রাজনৈতিক কারণ
[খ] সাংস্কৃতিক কারণ
✅ কর্মসংস্থানের সীমাবদ্ধতা
[ঘ] ব্যক্তিস্বাধীনতা

৪৫. কোনো দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় কীসের মাধ্যমে?
[ক] দলীয় হস্তক্ষেপ
[খ] রাজনৈতিক অস্থিতিশীলতা
✅ শক্তিশালী অর্থনৈতিক কাঠামো
[ঘ] ব্যক্তি উদ্যোগ

৪৬. একটি দেশের শিল্প বিকাশ কিংবা উন্নয়নমুখী কর্মসূচি গৃহীত হয় কীসের ভিত্ততে?
[ক] শ্রমিকের দক্ষতা
[খ] সরকারের স্থায়িত্ব
[গ] দেশের মোট উৎপাদনের
✅ দেশের প্রবৃদ্ধি

৪৭. ইকোনমিস্ট কোন দেশের সাময়িকী?
[ক] যুক্তরাষ্ট্র
✅ যুক্তরাজ্য
[গ] ইতালি
[ঘ] জার্মান

৪৮. বিশ্ব ব্যাংকের মতে, প্রকৃতপক্ষে বাংলাদেশে বেকারত্বের হার কত?
✅ ১৪.২%
[খ] ১৩.৩%
[গ] ১৫.৫%
[ঘ] ১৬.৫%

৪৯. ILO-এর মতে, বেকারত্ব বাড়ছে এমন ২০টি দেশের তালিকায় বাংলাদেশের স্থান কততম?
[ক] ৫ম
[খ] ৭ম
[গ] ১০ম
✅ ১২তম

৫০. কোনটির দুর্বলতার কারণে বেকারত্ব বৃদ্ধি পায়?
✅ শিক্ষাব্যবস্থা
[খ] রাজনৈতিক ব্যবস্থা
[গ] যাতায়াত ব্যবস্থা
[ঘ] ধর্মীয় নীতি

৫১. বেকারত্বের বৈশিষ্ট্য হলো-
i. ব্যক্তির মধ্যে যোগ্যতা ও সামর্থ্যের উপস্থিতি
ii. এটি অর্থনৈতিক ও সামাজিক সমস্যা
iii. এটি সামাজিক উন্নয়ন পরিমাপের মানদ-

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৫২. কোনো ব্যক্তির বেকারত্ব যেসব সমস্যা সৃষ্টি করে, সেগুলো হলো-
i. ব্যক্তি জীবনে অসংগতি সৃষ্টি করে
ii পারিবারিক জীবনে বিশৃঙ্খলা বয়ে আনে
iii. সামাজিক জীবনে সমস্যা সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ i, ii ও iii
[ঘ] ii ও iii

৫৩. এদেশের জন্মলগ্ন থেকে অস্থিতিশীল রাজনীতি ব্যাঘাত সৃষ্টি করে-
i. শিক্ষার বিকাশে
ii. সুষ্ঠু বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে
iii. সুষ্ঠু শিল্পনীতি বাস্তবায়নে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৫৪ ও ৫৫ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
সমাজ থেকে সামাজিক সমস্যা দূরীকরণের লক্ষ্যে সমাজকর্মী নওশীন এলাকার কিছু যুবকের মৎস্য চাষের প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং স্থানীয় একটি এনজিও থেকে তাদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দেয়।

৫৪. সমাজকর্মী নওশীনের গৃহীত পদক্ষেপের ফলে সমাজে কোন বিষয়টি হ্রাস পাবে?
[ক] নিরক্ষরতা
✅ বেকারত্ব
[গ] মূল্যবোধ
[ঘ] যৌতুক প্রথা

৫৫. উক্ত সমস্যা দূরীকরণে সমাজকর্মী নওশীন আরও যেসব পদক্ষেপ নিতে পারে-
i. ধর্মীয় গোঁড়ামি ও মূল্যবোধ পরিবর্তন
ii. মানুষকে শিক্ষাগ্রহণে উৎসাহিত করা
iii. মানুষের মাঝে অর্থ সাহায্য বিতরণ

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. পুষ্টি কী?
[ক] খাদ্য
[খ] খাদ্যের উপাদান
✅ জৈবিক প্রক্রিয়া
[ঘ] খাদ্যের ফল

৫৭. খাদ্যের পুষ্টিমান মূলত কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৫৮. বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় কত সালে?
[ক] ১৯৯৮ সালে
✅ ২০০০ সালে
[গ] ২০০২ সালে
[ঘ] ২০০৪ সালে

৫৯. পুষ্টিকর খাবার গ্রহণের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা কোনটি?
[ক] নিম্ন দৃষ্টিভঙ্গি
✅ মূল্যবোধগত দ্বন্দ্ব
[গ] অজ্ঞতা
[ঘ] দ্বিধাগ্রস্ততা

৬০. গলগ--র জন্য দায়ী কী?
[ক] ভিটামিনের অভাব
✅ আয়োডিনের অভাব
[গ] প্রোটিনের অভাব
[ঘ] ক্যালসিয়ামের অভাব

৬১. একটি শিশুর জন্মের সময়কার আদর্শ ওজন কত?
[ক] ১৫০০ গ্রাম
✅ ২৫০০ গ্রাম
[গ] ৩৫০০ গ্রাম
[ঘ] ২৭০০ গ্রাম

৬২. বাংলাদেশের অপুষ্টির ক্ষেত্রে সাধারণত বয়স অনুপাতে কয় শ্রেণির শিশুর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়?
✅ ৪ শ্রেণির
[খ] ৫ শ্রেণির
[গ] ৬ শ্রেণির
[ঘ] ৭ শ্রেণির

৬৩. বাংলাদেশের গ্রামীণ এলাকায় প্রসূতি এবং শিশু মৃত্যুর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
[ক] শারীরিক অত্যাচার
[খ] মানসিক নির্যাতন
✅ পুষ্টিহীনতা
[ঘ] অনুপযুক্ত পরিবেশ

HSC সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

৬৪. পুষ্টিহীনতার অন্যতম কারণ কোনটি?
✅ দারিদ্র্য
[খ] দামী খাবারের অভাব
[গ] বেকারত্ব
[ঘ] সামাজিক নিরাপত্তার অভাব

৬৫. পুষ্টিহীনতা দেখা দেওয়ার যথাযথ কারণ কোনটি?
[ক] পরিচ্ছন্ন খাদ্যের অভাব
[খ] জাতীয় খাদ্যের অভাব
[গ] সাধারণ খাদ্যের অভাব
✅ সুষম খাদ্যের অভাব

৬৬. পুষ্টিহীনতা দূর করার জন্য সমাজকর্মীদের কোন ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন?
[ক] ব্যক্তিগত
[খ] পারিবারিক
[গ] গোষ্ঠীগত
✅ সমন্বিত

৬৭. অপুষ্টিজনিত সমস্যা দূর করতে সমাজকর্মীরা কোন ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে?
[ক] ব্যক্তিগত
[খ] গোষ্ঠীগত
[গ] পারিবারিক
✅ সমষ্টিগত

৬৮. অপুষ্টিজনিত অবস্থায়-
i. ব্যক্তির কাজ করার সামর্থ্য বেড়ে যায়
ii. গাঠনিক সম্পূর্ণতার অভাব হয়
iii. দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহের মাঝে গরমিল হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. অপুষ্টির প্রভাবে-
i. দেহের শক্তি ও কর্মক্ষমতা হ্রাস পায়।
ii. রিকেট, স্কার্ভি, বেরিবেরি ও কোয়াশিয়রকর রোগ হয়
iii. উৎপাদন ব্যাহত হয়

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭০. অপুষ্টি দূরীকরণে একজন সমাজকর্মীর ভূমিকা-
i. জনগণকে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা
ii. অপুষ্টির কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা
iii. জনগণের পুনর্বাসনের ব্যবস্থা করা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭১ ও ৭২ নং প্রশ্নের উত্তর দাও:
সোহা শাক-সবজি খেতে পছন্দ করে না। ভাত, রুটি, আলুভাজা, ডাল প্রায় প্রতিদিন খায়। এমনকি ফল খেতেও পছন্দ করে না। এ কারণে সোহা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

৭১. সোহা কোন ধরনের অপুষ্টির শিকার?
[ক] প্যাথলজিক্যাল অপুষ্টি
[খ] জৈব রাসায়নিক অপুষ্টি
✅ খাদ্য উপাদানের অভাবজনিত অপুষ্টি
[ঘ] তাপ শক্তির অভাবজনিত অপুষ্টি

৭২. সোহাকে সুস্থ করে তুলতে প্রয়োজন-
i. সুষম খাদ্য
ii. খাদ্যাভ্যাস পরিবর্তন
iii. অধিক ফল খাওয়া

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

৭৩.পাত্র-পাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় কন্যাপক্ষ বরপক্ষকে ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে যে উপঢৌকন দিয়ে থাকে তাকে কী বলে?
[ক] উপহার
✅ যৌতুক
[গ] কাবিন
[ঘ] দেনমোহর

৭৪. হিন্দু সমাজব্যবস্থায় কোন সময়ের পর পিতার সম্পত্তিতে কন্যার আর অধিকার নেই?
[ক] প্রাপ্ত বয়স্ক হওয়ার পর
[খ] আত্মনির্ভর হওয়ার পর
✅ বিয়ের পর
[ঘ] সন্তান হওয়ার পর

৭৫. অনেক সময় উচ্চবিত্ত পরিবার অনেক ধনসম্পত্তি থাকা সত্ত্বেও অনেক উপঢৌকন দাবি করে কী কারণে?
[ক] প্রথা রক্ষার্থে
[খ] ধনসম্পদ বৃদ্ধি করতে
✅ লোভের বশবর্তী হয়ে
[ঘ] সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে

৭৬. গ্রাম্য এলাকায় নারী নির্যাতনমূলক ঘটনার জন্য নিচের কোনটি বেশি দায়ী?
[ক] বাল্যবিবাহ
[খ] মাদকাসক্তি
✅ যৌতুক প্রথা
[ঘ] পুরুষের মানসিকতা

৭৭. যৌতুকের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোনটি?
[ক] সমাজ
✅ পরিবার
[গ] রাষ্ট্র
[ঘ] গোষ্ঠী

৭৮. বাংলাদেশের সমাজব্যবস্থায় যৌতুক প্রথা প্রতিনিয়ত ঘটতে দেখা যায়-
i. অর্থনৈতিক দৈন্যতার কারণে
ii. অজ্ঞতার কারণে
iii. প্রচলিত মূল্যবোধের কারণে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৭৯. যৌতুক প্রথা দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা হলো-
i. প্রচার অভিযান করা
ii. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আইনগত সহায়তা দান
iii. যৌতুক নেওয়া থেকে নিজেকে দূরে রাখা

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৮০. সমাজে যৌতুক প্রথা নিরোধ করা সম্ভব-
i. যৌতুক নিরোধ আইন প্রয়োগ করে
ii. যৌতুক প্রথার সমালোচনা করে
iii. যৌতুক নিরোধ আইনের প্রচারণার মাধ্যমে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৮১. প্রাপ্তবয়স্ক হওয়ায় পূর্বে যদি কোনো ছেলেমেয়ের বিয়ে সম্পন্ন হয় তাহলে সেটি কোন ধরনের বিবাহের আওতায় পড়ে?
[ক] স্বাভাবিক বিবাহ
✅ বাল্যবিবাহ
[গ] বহুবিবাহ
[ঘ] বহির্বিবাহ

৮২. বাল্য বিবাহের প্রধান কারণ কোনটি?
[ক] প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়
[খ] দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
✅ মেয়েদের অর্থনেতিক নির্ভরশীলতা
[ঘ] রাজনৈতিক অস্থিতিশীলতা

৮৩. বিবাহের প্রথম এবং প্রধান শর্ত কী?
[ক] পাত্রের পছন্দ
[খ] পাত্রীর পছন্দ
✅ পাত্র-পাত্রীর বয়স
[ঘ] পরিবারিক সম্পত্তি

৮৪. বাল্য বিবাহ আইন প্রণীত হয় কত সালে?
[ক] ১৯২৪ সালে
[খ] ১৯২৭ সালে
✅ ১৯২৯ সালে
[ঘ] ১৯৪১ সালে

৮৫. বর্তমানে বছরে সারা বিশ্বে কী পরিমাণ বাল্যবিবাহ হয়ে থাকে?
[ক] ১০.১ মিলিয়ন
[খ] ১২.৭ মিলিয়ন
[গ] ১৩.৩ মিলিয়ন
✅ ১৪.২ মিলিয়ন

৮৬. শিশু নীতি ২০১০ অনুযায়ী ১৮ বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে কত শতাংশ মহিলা ছিল?
[ক] ৪৩%
[খ] ৪৪%
[গ] ৪৫%
✅ ৪৮%

৮৭. বাংলাদেশের কোন এলাকায় বাল্যবিবাহের প্রবণতা বেশি লক্ষ করা যায়?
✅ গ্রাম অঞ্চলে
[খ] শহর অঞ্চলে
[গ] রাজধানীতে
[ঘ] মফস্বলে

৮৮. বাল্য বিবাহ বিষয়ে দেশের প্রচলিত আইন অনুযায়ী যে সকল শাস্তির বিধান রয়েছে সে সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন কৈ?
[ক] পুলিশ
✅ সমাজকর্মী
[গ] আইনজীবী
[ঘ] সাংবাদিক

৮৯. GNB Bangladesh Alliance গঠনের উদ্যোক্তা কোন সংস্থা?
✅ ব্র্যাক
[খ] বার্ড
[গ] প্রশিকা
[ঘ] কেয়ার

৯০. বিবাহ নামক প্রতিষ্ঠানটি সমাজে প্রচলিত-
i. পরিবার গঠনে
ii. বংশরক্ষায়
iii. জনসংখ্যা বৃদ্ধিকল্পে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৯১. আমাদের দেশে বাল্য বিবাহ এখনও বেশ সক্রিয় হওয়ার কারণ হলো-
i. আর্থ-সামাজিক প্রেক্ষাপট
ii. কুসংস্কার
iii. সঠিক শিক্ষা প্রাপ্তি

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. মাদকাসক্তি নামক সামাজিক সমস্যাটির উৎপত্তি হয় কোথায়?
✅ পাশ্চাত্যে
[খ] প্রাচ্যে
[গ] মধ্যপ্রাচ্যে
[ঘ] ভারতীয় উপমহাদেশে

৯৩. সাধারণভাবে মাদকাসক্তি বলতে কী বোঝায়?
[ক] ওষুধের প্রতি আসক্তি
[খ] কোনো একটি বিশেষ দ্রব্যের প্রতি আসক্তি
✅ মাদকদ্রব্যের প্রতি আসক্তি
[ঘ] ঘুমের ওষুধের প্রতি আসক্তি

৯৪. বাংলাদেশে মাদকদ্রব্যের সহজলভ্যতার কারণ কোনটি?
[ক] জনগণের মধ্যে মাদক সম্পর্কে ইতিবাচক ধারণা
✅ বাংলাদেশ মাদক পাচারের জোনে অবস্থিত
[গ] বাংলাদেশে মাদকদ্রব্য অনেক বেশি উৎপাদিত হয় বলে
[ঘ] প্রতিবেশী দেশ থেকে মাদকদ্রব্য আমদানি করার জন্য

৯৫. বাংলাদেশের সমাজব্যবস্থায় পাশ্চাত্যের অপসংস্কৃতি ও রীতিনীতি অনুপ্রবেশ করছে কোন কারণে?
✅ আকাশ সংস্কৃতির কারণে
[খ] জনগণের নিকট পছন্দনীয় হওয়ার কারণে
[গ] পাশ্চাত্য দেশগুলোর চাপে
[ঘ] বৈশ্বিক নীতি অনুযায়ী

৯৬. 'হে ইমানদারগণ! নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে যেও না।' এ আয়াতটি পবিত্র কোরআনের কোন সুরার অন্তর্গত?
[ক] সুরা আল ইমরান
✅ সুরা নিসা
[গ] সুরা মায়েদা
[ঘ] সুরা ফীল

৯৭. মাদকদ্রব্যের প্রসার বেশি হওয়ার কারণ কোনটি?
✅ প্রশাসনিক দুর্বলতা
[খ] রাজনৈতিক শিথিলতা
[গ] অবাধে আমদানি-রপ্তানি
[ঘ] অবাধে ক্রয়-বিক্রয়

৯৮. আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কবে?
[ক] ১৩ জুন
[খ] ১৪ জুন
[গ] ১৫ জুন
✅ ১৬ জুন

৯৯. আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস ঘোষিত হয় কোন বছরে?
[ক] ১৯৮৮
[খ] ১৯৯০
✅ ১৯৮৯
[ঘ] ১৯৮৭

১০০. মাদকদ্রব্য চোরাচালানের কোন পথ বাংলাদেশের মাঝ দিয়ে গিয়েছে?
ক গোল্ডেন ক্রিসেন্ট
[খ] গোল্ডেন ওয়েজ
✅ গোল্ডেন ট্রায়াঙ্গল
[ঘ] সিলভার ওয়েজ
Share:

0 Comments:

Post a Comment