HSC সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

HSC Social Work 2nd Paper MCQ question and answer. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সমাজকর্ম
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Social Work
2nd Paper
MCQ
Question and Answer pdf download

১. সমাজবদ্ধভাবে বসবাস শুরু করলে মানুষের কোন চাহিদার উদ্ভব ঘটে?
✅ নিরাপত্তা
[খ] খাদ্য
[গ] যৌন চাহিদা
[ঘ] ঘুম

২. মানুষের কোন চাহিদাকে সামাজিক চাহিদাও বলা হয়?
✅ মৌলিক চাহিদাকে
[খ] মানবিক চাহিদাকে
[গ] জৈবিক চাহিদাকে
[ঘ] ঘুমের চাহিদাকে

৩. Common Human Needs গ্রন্থটি কে রচনা করেন?
[ক] Walter A Friedlander
✅ Charlotte Towle
[গ] Lawrence K Frank
[ঘ] Robert L Barker

৪. মৌলিক চাহিদার তুলনায় মানবিক চাহিদার পরিমাণ কেমন হয়ে থাকে?
✅ বেশি
[খ] কম
[গ] সমান
[ঘ] অনেক

৫. মৌলিক মানবিক চাহিদাগুলোর সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
[ক] পূরণ না হলে জনগোষ্ঠী বিলুপ্ত হবে
[খ] একটির সাথে অন্যটির সম্পর্ক নেই
[গ] মানবজাতির অসহায়ত্ব প্রকাশ করে
✅ পরস্পর নির্ভরশীল

৬. চাহিদা কোন ধরনের প্রত্যয়?
✅ আপেক্ষিক
[খ] মূর্ত
[গ] বিমূর্ত
[ঘ] কাঙি্ক্ষত

৭. সামাজিক জীব হিসেবে বেঁচে থাকার জন্য মানুষকে কী পূরণ করতে হয়?
[ক] খাদ্যাভাব
[খ] বাসস্থানের অভাব
✅ বহুমুখী চাহিদা
[ঘ] শিক্ষা

৮. 'চাহিদা হলো সেসব দৈহিক, মানসিক, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন যেগুলো মানুষের বেঁচে থাকা, কল্যাণ এবং বিকাশ ও পরিতৃপ্তির অপরিহার্য-উক্তিটি কার?
[ক] রবার্ট এল বার্কার
[খ] ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার
[গ] এম জি থ্যাকারি
✅ গর্ডন মার্শাল

৯. চাহিদা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Essential
[খ] Necessary
✅ Need
[ঘ] Obedient

১০. সমাজবিজ্ঞানী টোলে কয়টি মৌলিক মানবিক চাহিদার কথা উলেস্নখ করেছেন?
[ক] চারটি
[খ] পাঁচটি
✅ ছয়টি
[ঘ] সাতটি

১১. মৌলিক চাহিদা সম্পর্কিত-
i. দেহের বৃদ্ধির সাথে
ii. দেহের বিকাশের সাথে
iii. সামাজিক বিকাশের সাথে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২. মৌলিক চাহিদা পূরণ করতে না পারলে ব্যাহত হবে-
i. মানসিক বিকাশ
ii. ব্যক্তিত্ব গঠন
iii. শারীরিক বৃদ্ধি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
কলিম উদ্দিনের দশ বছরের মেয়ে রাহেলা সারাদিন বাবার সাথে অন্যের জমিতে কাজ করে। হাড়ভাঙা খাটুনির পরও প্রায় দিনই তারা পেটপুরে খেতে পারে না। এর ফলে রাহেলার শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বেঁধেছে।

১৩. অনুচ্ছেদে রাহেলার যে চাহিদাটি পূরণ হচ্ছে না তাকে কী বলা হয়?
✅ মৌলিক চাহিদা
[খ] মানবিক চাহিদা
[গ] শারীরিক চাহিদা
[ঘ] সামাজিক চাহিদা

১৪. উক্ত চাহিদার ওপর নির্ভরশীল-
i. দেহের বৃদ্ধি ও বিকাশ
ii. দেহের ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা
iii. ব্যক্তিত্ব গঠন ও মানসিক বিকাশ

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. সুষম খাদ্যে কয়টি উপাদান থাকা উচিত?
[ক] ৩টি
[খ] ৫টি
[গ] ৪টি
✅ ৬টি

১৬. সভ্যতার প্রতীক কোনটি?
✅ বস্তু
[খ] বাসস্থান
[গ] চিকিৎসা
[ঘ] খাদ্য

HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

১৭. সামগ্রিকভাবে মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কীসের প্রয়োজন?
[ক] চিকিৎসা
✅ বস্ত্র
[গ] শিক্ষা
[ঘ] চিত্তবিনোদন

১৮. পরিবার ব্যবস্থা গড়ে ওঠার একমাত্র অবলম্বন কোনটি?
[ক] শহর
[খ] গ্রাম
✅ বাসস্থান
[ঘ] নিরাপত্তা

১৯. শিক্ষা অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও'- উক্তিটি কার?
✅ হযরত মুহাম্মদ (স)-এর
[খ] হযরত আবু বকর (রা)-এর
[গ] হযরত আলী (রা)-এর
[ঘ] হযরত ওমর (রা)-এর

২০. কীসের মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে?
[ক] চিকিৎসা
✅ শিক্ষা
[গ] চিত্তবিনোদন
[ঘ] নিরাপত্তা

২১. সুস্থ বিনোদন শিশুর মনে কী ধরনের প্রভাব ফেলে?
✅ ইতিবাচক
[খ] নেতিবাচক
[গ] ক্ষতিকর
[ঘ] সৃষ্টিধর্মী

২২. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে?
[ক] ১১ নং অনুচ্ছেদে
✅ ১৫ নং অনুচ্ছেদে
[গ] ২৩ নং অনুচ্ছেদে
[ঘ] ২৯ নং অনুচ্ছেদে

২৩. আমাদের সংবিধানের কত নং অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে?
[ক] ৮নং
✅ ১০নং
[গ] ১২নং
[ঘ] ১৪নং

২৪. বাংলাদেশের কয়টি চাহিদা মৌল মানবিক চাহিদা হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত?
[ক] তিনটি
[খ] চারটি
[গ] পাঁচটি
✅ সাতটি

২৫. কোনটি পূরণের চেষ্টা মানুষের জীবনব্যাপী?
[ক] সাধারণ চাহিদা
[খ] সামাজিক চাহিদা
[গ] রাজনৈতিক চাহিদা
✅ মৌলিক চাহিদা

২৬. সামাজিক চাহিদার জন্ম হয় কেন?
[ক] গবেষণার ফলে
✅ শিক্ষণের ফলে
[গ] চাহিদার ফলে
[ঘ] নৈতিকতার ফলে

২৭. কীভাবে নাগরিকদের মৌলিক চাহিদার স্বীকৃতি দেওয়া হয়েছে?
[ক] আইনের মাধ্যমে
[খ] গবেষণার মাধ্যমে
[গ] শিক্ষার মাধ্যমে
✅ সংবিধানের মাধ্যমে

২৮. পুষ্টিহীনতা যথার্থ কারণ কোনটি?
[ক] পরিচ্ছন্ন খাদ্যের অভাব
[খ] ভিটামিন জাতীয় খাদ্যের অভাব
[গ] সাধারণ খাদ্যের অভাব
✅ সুষম খাদ্যের অভাব

২৯. মানুষের জৈবিক ও সামাজিক চাহিদা মেটানোর ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
[ক] অন্ন
✅ বস্ত্র
[গ] শিক্ষা
[ঘ] বাসস্থান

৩০. প্রাণী-পাখি ও পতঙ্গের অন্যতম একটি চাহিদা হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
[ক] খাদ্য
[খ] পানি
[গ] চিকিৎসা
✅ নিরাপদ আশ্রয়

৩১. মানুষের চিন্তাশক্তি ও মনের প্রসার ঘটানোর ক্ষেত্রে কোনটি বেশি উপযোগী?
[ক] গবেষণা
✅ শিক্ষা
[গ] চিত্তবিনোদন
[ঘ] ভ্রমণ

৩২. বিভিন্ন কলাকৌশল আয়ত্ত করে মানুষ জীবন সংগ্রামের জন্য উপযোগী হয় কীভাবে?
✅ শিক্ষার মাধ্যমে
[খ] প্রশিক্ষণের মাধ্যমে
[গ] গবেষণার মাধ্যমে
[ঘ] টিভি দেখার মাধ্যমে

৩৩. সামাজিক মানুষের অন্যতম মৌলিক চাহিদা কোনটি?
✅ সামাজিক নিরাপত্তা
[খ] রাজনৈতিক নিরাপত্তা
[গ] অর্থনৈতিক নিরাপত্তা
[ঘ] সাংস্কৃতিক নিরাপত্তা

৩৪. স্বাধীনতা ও নিরাপত্তা মানুষের মৌল চাহিদা হিসেবে বিবেচিত। এর কারণ হলো-
[ক] জীবিকা নির্বাহের মাধ্যম বলে
[খ] চিন্তার মাধ্যম বলে
✅ সহজাত গুণাবলি বিকাশের মাধ্যম
[ঘ] নেতৃত্বের পূর্বশর্ত বলে

৩৫. ব্যক্তি স্বাধীনতা কোন চাহিদার অন্তর্ভুক্ত?
[ক] মৌলিক চাহিদা
[খ] অর্থনৈতিক চাহিদা
[গ] সাংস্কৃতিক চাহিদা
✅ মানবিক চাহিদা

৩৬. নাগরিকদের সামাজিক নিরাপত্তা বিধানে রাষ্ট্র কীভাবে সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে?
[ক] গবেষণার মাধ্যমে
[খ] জনমতের মাধ্যমে
[গ] ভোটের মাধ্যমে
✅ আইনের মাধ্যমে

৩৭. জনগণের মৌলিক মানবিক চাহিদা পূরণ নির্ভর করে কীসের ওপর?
[ক] দেশের সামাজিক অবস্থার ওপর
✅ দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর
[গ] দেশের অভ্যন্তরীণ অবস্থার ওপর
[ঘ] দেশের ভৌগোলিক অবস্থার ওপর

HSC সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৩৮. বাংলাদেশে কীসের প্রভাবে বৃহত্তর জনগোষ্ঠী ন্যূনতম খাদ্যগ্রহণে সক্ষম হচ্ছে না?
✅ খাদ্য ঘাটতির
[খ] বাজেট ঘাটতির
[গ] অর্থের
[ঘ] সম্পদের

৩৯. খাদ্য হচ্ছে সেই সকল বস্তু বা দ্রব্য যা-
i. রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে
ii. শরীরের বৃদ্ধিসাধন করে
iii. শরীরকে দুর্বল করে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৪০. বস্ত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে বলা যায়-
i. এটি মানুষের লজ্জা নিবারণ করে
ii. বিভিন্ন রোগ থেকে রক্ষা করে
iii. বিভিন্ন প্রাকৃতিক আঘাত থেকে রক্ষা করে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৪১. মানুষ আবাসস্থলে বসবাস করে-
i. গোপনীয়তা প্রকাশ করার জন্য
ii. সুষ্ঠু জীবনযাপনের জন্য
iii. সামাজিক নিরাপত্তার জন্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৪২. শিক্ষা সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো-
i. শিক্ষা মানুষের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে
ii. শিক্ষার মাধ্যমে মানুষ মানবিক মূল্যবোধ অর্জন করে
iii. শিক্ষা মানুষকে দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৪৩. কোনো দেশের মৌলিক মানবিক চাহিদার বিষয়বস্তু নির্ভর করে কীসের ওপর?
[ক] সামাজিক অবস্থার ওপর
[খ] অর্থনৈতিক অবস্থার ওপর
✅ আর্থ-সামাজিক অবস্থার ওপর
[ঘ] রাজনৈতিক অবস্থার ওপর

HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

৪৪. মানুষ খাদ্যের চাহিদা পূরণে ব্যর্থ হলে খাদ্য জোগারের চেষ্টা করে কীভাবে?
[ক] আন্দোলনের মাধ্যমে
[খ] বিপ্লবের মাধ্যমে
✅ অপরাধের মাধ্যমে
[ঘ] সহিংসতার মাধ্যমে

৪৫. বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। এর যথার্থ কারণ-
✅ কৃষিভূমি হ্রাস
[খ] জনসংখ্যা বৃদ্ধি
[গ] কৃষকের সংখ্যা হ্রাস
[ঘ] শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি

৪৬. সামাজিকতা রক্ষা ও সভ্য জীবনযাপনের সাথে নিচের কোন চাহিদাটি সম্পৃক্ত?
[ক] খাদ্য
[খ] চিত্তবিনোদন
[গ] স্বাস্থ্য
✅ বস্ত্র

৪৭. বর্তমানে বাংলাদেশে বেসরকারি খাতে কয়টি কটন স্পিনিং মিল রয়েছে?
[ক] ৩৫২টি
[খ] ৩৬২টি
✅ ৪০৭টি
[ঘ] ৩৯৮টি

৪৮. আমাদের দেশে বর্তমানে কটন স্পিনিং মিলের সংখ্যা কত?
[ক] ৪১৫টি
✅ ৪২৯টি
[গ] ৪১৭টি
[ঘ] ৪১৮টি

৪৯. বাংলাদেশে বস্ত্রের চাহিদা কীভাবে পূরণ করা হয়?
[ক] তুলা আমদানি করে
✅ পুরাতন কাপড় আমদানি করে
[গ] নতুন কাপড় আমদানি করে
[ঘ] টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করে

৫০. আমাদের দেশের লোকজনের বস্ত্রের চাহিদা মেটানো অসম্ভব হয়ে পড়ে-
i. কম উৎপাদনের জন্য
ii. অর্থের অভাবে
iii. সহজপ্রাপ্যতার অভাবে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৫১. মৌলিক মানবিক প্রয়োজন হিসেবে মানবজীবনে বস্ত্রের প্রয়োজন কারণ-
i. ধর্মীয় বিধিবিধান রক্ষা করা
ii. প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা করা
iii. সামাজিক জীব হিসেবে সামাজিকতা রক্ষা করা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৫২. বস্তু সমস্যা স্থায়িত্ব লাভ করে-
i. বস্ত্র শিল্পে সৃষ্ট অনিয়মের কারণে
ii. অদক্ষ ব্যবস্থাপনার ফলে
iii. উৎপাদন হ্রাসের প্রভাবে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৩. পরিবার ব্যবস্থা গড়ে ওঠার একমাত্র অবলম্বন কোনটি?
[ক] শহর
[খ] গ্রাম
✅ বাসস্থান
[ঘ] নিরাপত্তা

৫৪. মানুষের জন্য আবশ্যক কোনটি?
[ক] চিত্তবিনোদন
[খ] শিক্ষা
[গ] নিরাপত্তা
✅ বাসস্থান

৫৫. বর্তমানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে?
[ক] ১০০৫ জন
[খ] ১০১০ জন
✅ ১০১৫ জন
[ঘ] ১০২০ জন

৫৬. পরিকল্পনা কমিশনের তথ্যমতে, ঢাকা শহরে কত ভাগ লোক বস্তিতে বাস করে?
[ক] ২২%
[খ] ২৪%
[গ] ২৩%
✅ ২৫%

৫৭. বাসস্থানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
i. স্থায়ীভাবে বসবাসের জন্য
ii. নিরাপদ আশ্রয়ের জন্য
iii. সমাজ ও সভ্যতাকে স্থায়ী রূপদানের

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৮. স্বাস্থ্যহীনতার শিকার হওয়ার সম্ভাবনা থাকে
i. স্থায়ী ও নির্দিষ্ট স্বাস্থ্যসম্মত বাসস্থানের অভাবে
ii. পুষ্টিকর খাদ্যের অভাবে
iii. উন্নত বস্ত্র পরিধান করলে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. বাংলাদেশে কত শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণি থেকে একাদশ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল পাঠ্যপুস্তকে আমূল পরিবর্তন আনা হয়েছে?
[ক] ২০১০
[খ] ২০১১
[গ] ২০১২
✅ ২০১৩

৬০. কোনটি মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে?
[ক] চিকিৎসা
✅ শিক্ষা
[গ] চিত্তবিনোদন
[ঘ] নিরাপত্তা

৬১. বাংলাদেশে বর্তমান সাক্ষরতার হার কত?
[ক] ৫৬.৮ শতাংশ
✅ ৬২.৩ শতাংশ
[গ] ৫৮.৬ শতাংশ
[ঘ] ৬০.২ শতাংশ

৬২. বাংলাদেশের অধিকাংশ মানুষের শিক্ষার প্রতি নজর দিতে না পারার যথার্থ কারণ কোনটি?
[ক] বস্ত্র চাহিদার অপূরণ
[খ] বাসস্থান চাহিদার অপূরণ
[গ] স্বাস্থ্যহীনতা
✅ খাদ্য চাহিদার অপূরণ

৬৩. বাংলাদেশে কত সাল থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু হয়েছে?
✅ ২০০৯ সাল
[খ] ২০১০ সালে
[গ] ২০১১ সাল
[ঘ] ২০১২ সালে

৬৪. বাংলাদেশে সর্বশেষ কত সালে নতুন শিক্ষানীতি প্রণীত হয়?
[ক] ২০০৯ সালে
✅ ২০১০ সাল
[গ] ২০১১ সালে
[ঘ] ২০১২ সাল

৬৫. মৌলিক মানবিক চাহিদা হিসেবে শিক্ষাকে যেভাবে বিশেষায়িত করা যায় তা হলো-
i. আর্থ-সামাজিক উন্নয়নের প্রধান নিয়ামক
ii. মানবসভ্যতা বিকাশের প্রধান উপকরণ
iii. বেঁচে থাকার একমাত্র অবলম্বন

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. শিক্ষার্থীর মেধা বিকাশের জন্য
i. পাঠ্যপুস্তকের আমূল পরিবর্তন আনা হয়েছে
ii. শিক্ষাক্রমে নতুন বিষয় যুক্ত হয়েছে
iii. মুখস্থ নির্ভরতা বর্জন করে সৃজনশীলতাকে প্রাধান্য দেয়া হয়েছে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৬৭ ও ৬৮ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব 'ক' একজন সাদা মনের মানুষ। তিনি স্ব-উদ্যোগে বাসায় একটি পাঠাগার গড়ে তুলেছেন। এলাকার যে কেউ তার পাঠাগার থেকে বই নিয়ে পড়তে পারেন। সারাজীবনের আয় দিয়ে তিনি এ পাঠাগারটি প্রতিষ্ঠা করেছেন।

৬৭. উদ্দীপকে জনাব ‘ক’ এর উদ্যোগটি কোন মৌল মানবিক চাহিদার সাথে সম্পর্কিত?
[ক] চিত্তবিনোদন
[খ] সামাজিক নিরাপত্তা
✅ শিক্ষা
[ঘ] স্বাস্থ্য

৬৮. জনাব 'ক' এর উদ্যোগটির ফলে-
i. জনগণের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ হয়
ii. জনগণের মানসিক প্রশান্তির সুযোগ হয়
iii. সকল মৌল মানবিক চাহিদা পূরণের সুযোগ

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. বাংলাদেশের হাসপাতালে শয্যাপ্রতি জনসংখ্যা কত?
[ক] ১৮৩০ জন
[খ] ১৮৪০ জন
[গ] ১৮৫০ জন
✅ ১৬৯৮ জন

৭০. এদেশে প্রতি কতজন লোকের জন্য একজন রেজিস্টার্ড ডাক্তার রয়েছে?
[ক] ১৮২০ জন
[খ] ২২৩০ জন
[গ] ২৫৪০ জন
✅ ২১২৯ জন

৭১. বাংলাদেশে প্রতি হাজারে ১ বছরের নিচে শিশু মৃত্যুর হার কতজন?
[ক] ২০ জন
[খ] ৩০ জন
✅ ৩৫ জন
[ঘ] ৪০ জন

৭২. এই বাংলাদেশে সরকারি পর্যায়ে কয়টি মেডিকেল কলেজ রয়েছে?
[ক] ১৬টি
[খ] ১৭টি
[গ] ১৮টি
✅ ২২টি

৭৩. কোন উদ্দেশ্যে জাতীয় স্বাস্থ্যনীতি অনুমোদন দেওয়া হয়েছে?
✅ জনগণের স্বাস্থ্য চাহিদা পূরণে
[খ] প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্প্রসারণে
[গ] পুষ্টি কার্যক্রম বিস্তারে
[ঘ] কমিউনিটি স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে

৭৪. বাংলাদেশে কত সালে ডিস-অ্যান্টেনা চালু হয়?
[ক] ১৯৯১ সালে
[খ] ১৯৯২ সালে
✅ ১৯৯৩ সালে
[ঘ] ১৯৯৪ সালে

৭৫. বাংলাদেশে বর্তমানে কয়টি সরকারি সম্প্রচারমূলক মাধ্যম রয়েছে?
✅ ৩টি
[খ] ৪টি
[গ] ৫টি
[ঘ] ৬টি

৭৬. স্বাস্থ্যহীনতার ফলে-
i. জনগণের গুণগত মান বৃদ্ধি পায় না
ii. কর্মদক্ষতা হ্রাস পায়
iii. বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৭. সৃজনশীল কাজ ও গঠনমূলক চিন্তার খোরাক জোগায়-
i. নির্মল আনন্দ
ii. চিত্তবিনোদন
iii. পুষ্টিকর খাবার

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দাও:
জাফর সাহেব একজন কর্মব্যস্ত মানুষ। সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকেন। রাতে যখন বাসায় ফিরেন তখন তিনি একেবারে ক্লান্ত ও অবসন্ন থাকেন। স্ত্রী সন্তানদের সাথে কথা বলার মত সময়ও তিনি পান না।

৭৮. জাফর সাহেবের জীবনে কোন চাহিদার অভাব দেখা দিচ্ছে?
[ক] নিরাপত্তা
[খ] শিক্ষা
[গ] ব্যবস্থান
✅ চিত্তবিনোদন

৭৯. উক্ত চাহিদা পূরণ না হলে জাফর সাহেবের-
i. কর্মোদ্দীপনা কমে যাবে
ii. জীবনে একঘেয়েমীভাব চলে আসবে
iii. মানবিক মূল্যবোধ লোপ পাবে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. পুষ্টিহীনতা দেখা দেয় কেন?
✅ পরিমিত খাদ্যের অভাবে
[খ] শর্করা জাতীয় খাদ্যের অভাবে
[গ] দামি খাদ্যের অভাবে
[ঘ] সময়মতো খাবার না খেলে

৮১. বাংলাদেশে কী পরিমাণ লোক এখনও নিরক্ষর?
[ক] ৩৪%
✅ ৪২%
[গ] ৪৮%
[ঘ] ৫০%

৮২. বস্তির সংখ্যা বৃদ্ধি পায়-
[ক] শহরায়নের ফলে
[খ] আর্থিক কারণে
✅ বাসস্থানের অভাবে
[ঘ] বিশ্বায়নের প্রভাবে

৮৩. বাংলাদেশে অনেক মানুষ পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়-
i. দারিদ্রে্যর কারণে
ii. খাদ্যের গুণাগুণ সম্পর্কে ধারণা না থাকার কারণে
iii. পুষ্টিকর খাদ্যের অভাবে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. বস্তি সৃষ্টির অন্যতম কারণ হলো-
i. দ্রুত শিল্পায়ন ও নগরায়ণ
ii. নদী ভাঙন
iii. প্রাকৃতিক দুর্যোগ

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৮৫. বিশ্বে Least Development Countries এর.
সংখ্যা কত?
[ক] ৩৫টি
[খ] ৪০টি
✅ ৫০টি
[ঘ] ৫৫টি

৮৬. বাংলাদেশে শতকরা কী পরিমাণ লোক ৫৯ বছরের ঊর্ধ্বে?
[ক] ৪.১%
[খ] ৫.২%
✅ ৬.১%
[ঘ] ৭.২%

HSC Social Work 2nd Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 2nd Paper mcq guide pdf download.

৮৭. আমাদের দেশের মৌলিক মানবিক চাহিদা পূরণ কীসের ওপর নির্ভরশীল?
✅ কৃষির
[খ] ব্যবসার
[গ] শিক্ষকতার
[ঘ] চাকরির

৮৮. শিল্পের প্রসারের জন্য কী করা প্রয়োজন?
[ক] তাঁত শিল্পের উন্নয়ন
✅ কৃষির উন্নয়ন
[গ] যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
[ঘ] যানবাহনের সংখ্যা বৃদ্ধি

৮৯. উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হয় না কীসের অভাবে?
✅ সরকার স্থিতিশীল না হলে
[খ] সুষ্ঠু অবকাঠামোর অভাবে
[গ] সুশাসনের অভাবে
[ঘ] মৌল চাহিদা পূরণ না হলে।

৯০. মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রতিবন্ধ হিসেবে কাজ করে কোনটি?
✅ নির্ভরশীল জনসংখ্যা
[খ] বেকারত্ব
[গ] শিল্পকারখানার অভাব
[ঘ] অতি দরিদ্র্য

৯১. বেকার সমস্যার ক্ষেত্রে বলা যায় -
i. বেকাররা সহজেই মৌলিক চাহিদা পূরণ করতে পারে
ii. কর্মক্ষম লোকের তুলনায় কর্মসংস্থান কম
iii. বেকাররা অন্যের ওপর নির্ভরশীল

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. আর্থ-সামাজিক উন্নয়নের পূর্বশর্ত-
i. রাজনৈতিক স্থিতিশীলতা
ii. সুশাসন
iii. কার্যকর উন্নয়ন পরিকল্পনা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৩. নিচের কোনটি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উদাহরণ?
[ক] পেনশন
[খ] দলীয় বিমা
✅ প্রবীণ ভাতা
[ঘ] কল্যাণ তহবিল

৯৪. একজন সাধারণ দরিদ্র বয়স্ক মানুষের জন্য নিচের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোন উদাহরণটি প্রযোজ্য?
[ক] পেনশন
✅ প্রবীণভাতা
[গ] দলীয় বিমা
[ঘ] কল্যাণ তহবিল

৯৫. মৌল মানবিক চাহিদা পূরণের অপরিহার্য পূর্বশর্ত কী?
[ক] মাথাপিছু আয় বৃদ্ধি
✅ প্রবৃদ্ধির হার বৃদ্ধি
[গ] জাতীয় আয় বৃদ্ধি
[ঘ] অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি

৯৬. সরকার গৃহীত VGF, GR, VGD প্রভৃতি কার্যক্রম জনসাধারণের কোন চাহিদাটি পূরণে ভূমিকা রাখছে?
✅ খাদ্য
[খ] শিক্ষা
[গ] বস্তু
[ঘ] বাসস্থান

৯৭. বাংলাদেশে মোট কতটি সরকারি হাসপাতালে মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা চালু করা হয়েছে?
[ক] ৪২০টি
[খ] ৪৪০টি
[গ] ৪৫০টি
✅ ৪৮২টি

৯৮. প্রথম বস্ত্রনীতির মূল উদ্দেশ্য ছিল কোনটি?
[ক] দেশিয় শিল্প বৃদ্ধি
[খ] দরিদ্রদের বস্তুপ্রাপ্তি নিশ্চিতকরণ
✅ বস্ত্রে স্বয়ং সম্পূর্ণতা অর্জন
[ঘ] ধর্মীয় উৎসবে বস্ত্র বিতরণ

৯৯. জাতীয় ওষুধ নীতি প্রণীত হয় কত সালে?
[ক] ২০০১
[খ] ২০০৩
[গ] ২০০৪
✅ ২০০৫

১০০. বাংলাদেশ সরকার ঘোষিত ২০২১ ভিশনের অন্যতম লক্ষ্য হলো-
i. ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠন করা
ii. বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা
iii. মানসম্মত পুষ্টি নিশ্চিত করা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment