HSC সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

HSC Social Work 1st Paper MCQ question and answer. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সমাজকর্ম
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৮

HSC Social Work
1st Paper
MCQ
Question and Answer pdf download

১. এদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কত সালে জাতিসংঘের কাছে পরামর্শ ও সাহায্যের আবেদন জানানো হয়?
[ক] ১৯৪৫
[খ] ১৯৪৭
[গ] ১৯৪৯
✅ ১৯৫১

২. জাতিসংঘের বিশেষজ্ঞ দলের সুপারিশ ও সহায়তায় কত সালে তৎকালীন পাকিস্তানে সর্বপ্রথম পেশাদার সমাজকর্মের ওপর একটি প্রশিক্ষণ কোর্স প্রবর্তিত হয়?
[ক] ১৯৯৫
[খ] ১৯৫২
✅ ১৯৫৩
[ঘ] ১৯৭০

৩. পেশা হিসেবে সমাজকর্ম কীরূপ?
✅ নবীন
[খ] প্রবীণ
[গ] পুরাতন
[ঘ] আদিম

৪. জাতিসংঘ কর্তৃক ১৯৫২ সালে বাংলাদেশে প্রেরিত কার্যকরী সাহায্য কর্মসূচি কয় সদস্যবিশিষ্ট ছিল?
[ক] চার
✅ ছয়
[গ] আট
[ঘ] দশ

৫. বাংলাদেশে কীভাবে সমাজকর্ম শিক্ষা বিকাশ লাভ করে?
[ক] পাকিস্তান সরকার কর্তৃক ১৯৫১ সালে জাতিসংঘের কাছে পরামর্শ ও সাহায্য আবেদনের মাধ্যমে
[খ] ১৯৫২ সালে জাতিসংঘ কর্তৃক প্রেরিত কার্যকরী সাহায্য কর্মসূচির মাধ্যমে
✅ ১৯৫৩ সালে ঢাকায় তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে
[ঘ] ১৯৫৫ সালে বর্ধমান হাউসে নয় মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে

৬. সমাজকর্মের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রবর্তনের গুরুত্বপূর্ণ দায়িত্ব কার ওপর ন্যস্ত থাকে
[ক] ড. জেমস ডাম্পসন
[খ] মিস্টার শাউটি
[গ] মিস অ্যানামা
✅ ড. জে মুর

৭. কোন শিক্ষাবর্ষ হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম কলেজ প্রতিষ্ঠা হয়?
[ক] ১৯৬১-১৯৬২ শিক্ষাবর্ষ
[খ] ১৯৬২-১৯৬৩ শিক্ষাবর্ষ
✅ ১৯৬৪ু১৯৬৫ শিক্ষাবর্ষ
[ঘ] ১৯৬৫ু১৯৬৬ শিক্ষাবর্ষ

৮. বাংলাদেশের সর্বপ্রথম সমাজকর্ম জ্ঞান বিকাশের পর্যায়/প্রশিক্ষণ/ পেশাদার সমাজকর্মের ভিত রচিত হয় কবে?
[ক] ১৯৪৭ সালে
[খ] ১৯৫২ সালে
✅ ১৯৫৩ সালে
[ঘ] ১৯৫৫ সালে

৯. মিস্টার শাউটি ও মিস অ্যানামা কর্তৃক সমাজকর্ম প্রশিক্ষণ কোর্স আয়োজন কোথায় করা হয়?
[ক] মালবরো হাউসে
✅ বর্ধমান হাউসে
[গ] ঢাকা বিশ্ববিদ্যালয়ে
[ঘ] গণপরিষদে

১০. সমাজকর্মের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয় কত সালে?
[ক] ১৯৩৮
✅ ১৯২৮
[গ] ১৯৫৮
[ঘ] ১৯৪৮

১১. বর্ধমান হাউসের বর্তমান নাম কী?
[ক] গণপরিষদ
[খ] শিশু একাডেমি
✅ বাংলা একাডেমি
[ঘ] সমাজকল্যাণ কলেজ ও গবেষণা কেন্দ

১২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সমাজকর্ম শিক্ষার সূত্রপাত হয় কোন সেশনে?
[ক] ১৯৫৩-৫৪
✅ ১৯৫৮-৫৯
[গ] ১৯৬৪-৬৫
[ঘ] ১৯৬৯-৭০

১৩. ১৯৫৫ সালের ঢাকায় কোথায় সমাজকর্ম কোর্স চালু হয়েছিল?
✅ ঢাকা বিশ্ববিদ্যালয়ে
[খ] ঢাকা কলেজে
[গ] বর্ধমান হাউসে
[ঘ] কার্জন হলে

১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ১৯৭৩ সালে 'সমাজকল্যাণ কলেজ ও গবেষণাকেন্দ্রের নাম পরিবর্তন করে কী রাখা হয়?
✅ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট
[খ] সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউট
[গ] সমাজকল্যাণ ও গবেষণাকেন্দ্র
[ঘ] সমাজকর্ম ও গবেষণাকেন্দ্র

১৫. নিচের কোনটিকে সমাজকর্মের অন্যতম একটি পাঠ্যক্রম হিসেবে বিবেচনা করা হয়?
[ক] রীতি-নীতি অনুশীলন
[খ] মূল্যবোধ অনুশীলন
✅ মাঠকর্ম অনুশীলন
[ঘ] সমাজকর্ম গবেষণা

১৬. অনার্স পাঠক্রম (সমাজকর্মে) শেষে পরবর্তী ২ মাস বাধ্যতামূলক ব্যবহারিক প্রশিক্ষণের যৌক্তিক কারণ কোনটি?
✅ অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করার ক্ষমতা অর্জন
[খ] অবসরের ছুটি কাটানো
[গ] চাকরির নিশ্চয়তার জন্য
[ঘ] ভালো বেতন পাওয়ার জন্য

১৭. পেশাদার সমাজকর্মী তৈরির জন্য এ দেশে তিন মাসমেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু হয় কবে?
[ক] ১৯৫২
✅ ১৯৫৩
[গ] ১৯৫৪
[ঘ] ১৯৫৫

১৮. জাতীয় সমাজসেবা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে কেন?
✅ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে
[খ] সামাজিক সমস্যা সমাধানের জন্য
[গ] আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে
[ঘ] সমাজকর্ম পেশাকে আধুনিক করতে

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

১৯. রায়না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম শিক্ষা অর্জন করে বারডেম, ঢাকা মেডিকেল প্রভৃতি হাসপাতালে সমাজকর্মের জ্ঞানের প্রয়োগ ঘটাচ্ছে। রায়নার দ্বিতীয় পর্যায়ের কাজটিকে কী বলা হয়?
[ক] চিকিৎসা সমাজকর্ম
✅ মাঠকর্ম অনুশীলন
[গ] সমাজকর্ম গবেষণা
[ঘ] সমাজসেবামূলক কাজ

২০. পঞ্চাশের দশক থেকে বাংলাদেশে সমাজকর্মের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর কারণ-
i. পরিকল্পিত সামাজিক পরিবর্তন আনয়ন
ii. সামাজিক সমস্যার সমাধান
iii. উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১. দেশ বিভাগের পূর্বে এদেশের অধিকাংশ মানুষ অনেক দূরে ছিল-
i. শিল্পের ছোঁয়া থেকে
ii. ডিজিটালের ছোঁয়া থেকে
iii. আধুনিকতার ছোঁয়া থেকে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২২. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'সমাজকর্ম কলেজ' প্রতিষ্ঠার পর এখানে সমাজকর্মে চালু করা হয়-
i. মাস্টার্স কোর্স
ii. স্নাতক কোর্স
iii. ডিগ্রি কোর্স

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৩. বাংলাদেশে ছাত্রছাত্রীদের সমাজকর্মের মাঠকর্ম শিক্ষা অর্জনের জন্যে যে সংস্থাগুলোতে অনুশীলন গ্রহণের সুযোগ তৈরি করা হয়-
i. সরকারি সংস্থা
রর. বেসরকারি সংস্থা
iii. আন্তর্জাতিক সংস্থা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

২৪. 'National Institute of Social Development' সংস্থাটি শ্রীলংকা সরকারের কোন মন্ত্রণালয়ের অধীন?
[ক] জনসেবা মন্ত্রণালয়
[খ] সমাজকল্যাণ মন্ত্রণালয়
[গ] পুনর্গঠন মন্ত্রণালয়
✅ সমাজসেবা মন্ত্রণালয়

২৫. ২০০৪ সালের সুনামি বিপর্যয় পরবর্তী সময়ে কয়টি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধীনে সমাজকর্ম বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়?
[ক] দুইটি
[খ] তিনটি
✅ চারটি
[ঘ] পাঁচটি

২৬. বাংলাদেশে সমাজকল্যাণ কর্মসূচি বাস্তবায়নের জন্যে তৎকালীন পাকিস্তান সরকার নিচের কোনটি প্রতিষ্ঠা করে?
[ক] জাতীয় সমাজকল্যাণ পরিষদ
[খ] সমাজসেবা অধিদপ্তর
✅ সমাজকল্যাণ পরিদপ্তর
[ঘ] জাতীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়

২৭. বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা গ্রহণ করতে কোন সংস্থা সহায়তা প্রদান করে?
✅ জাতিসংঘ
[খ] বিশ্ব স্বাস্থ্য সংস্থা
[গ] রেডক্রিসেন্ট
[ঘ] আন্তর্জাতিক শ্রমসংস্থা

২৮. BARD-এর প্রতিষ্ঠাতা কে?
[ক] ড. মোঃ ইউনূস
[খ] ড. ফজলে হাসান আবেদ
[গ] ড. আর. সি মজুমদার
✅ ড. আখতার হামিদ খান

২৯. বাংলাদেশে পেশাদার সমাজকর্মের প্রয়োগ কোন কর্মসূচির মাধ্যমে শুরু হয়?
[ক] হাসপাতাল সমাজকর্ম
✅ শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প
[গ] গ্রামীণ সমাজসেবা
[ঘ] সমাজকর্ম প্রশিক্ষণ

৩০. ১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটির সুপারিশে সমাজকল্যাণ দপ্তর এর নামকরণ পুনরায় কী করা হয়?
[ক] সমাজকল্যাণ পরিদপ্তর
[খ] সমাজকল্যাণ অধিদপ্তর
✅ সমাজসেবা অধিদপ্তর
[ঘ] সমাজকল্যাণ দপ্তর

৩১. বাংলাদেশ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে নিয়মিত যে অর্ধ-বার্ষিক পত্রিকা প্রকাশিত হয় তার নাম কী?
[ক] নিউজ সোশ্যাল ডেভেলপমেন্ট
[খ] নিউজ অব সোশ্যাল ডিগ্রি
[গ] জার্নাল অব সোশ্যাল অর্গানাইজেশন
✅ জার্নাল অব সোশ্যাল ডেভেলপমেন্ট

৩২. পরিকল্পিত পরিবার গঠনের সুফল ও জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন শাস্ত্রের জ্ঞান প্রয়োগ করা যেতে পারে?
[ক] সমাজবিজ্ঞান
[খ] জনবিজ্ঞান
✅ সমাজকর্ম
[ঘ] রাষ্ট্রবিজ্ঞান

৩৩. 'ঢাকা প্রজেক্ট' নামে পরীক্ষামূলক শহর সমাজ উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয় কত সালে?
[ক] ১৯৪৭ সালে
✅ ১৯৫৪ সালে
[গ] ১৯৫৮ সালে
[ঘ] ১৯৬০ সালে

৩৪. ১৯৫৫-৫৬ অর্থবছরে 'ঢাকা প্রজেক্ট' নামক শহর উন্নয়নমূলক কার্যক্রমের সাফল্যের ভিত্তিতে যে কার্যক্রম গ্রহণ করা হয়-
i. কায়েতটুলিতে শহর সমাজ উন্নয়ন প্রকল্প গ্রহণ
ii. ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা সমাজকর্ম চালু
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজকল্যাণ কলেজ ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
মইন সাহেব স্বেচ্ছাসেবামূলক একটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা। তিনি সমমনা কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে 'সমাজকর্ম পরিষদ' গঠন করেন।

৩৫. সমাজকর্মীদের স্বার্থ সংরক্ষণে কী দরকার?
✅ পেশাদার সমাজকর্ম সংগঠন
[খ] কাজের পরিধি বৃদ্ধি
[গ] সমাজকর্ম পেশার মান বৃদ্ধি
[ঘ] সমাজকর্ম শিক্ষার মান বৃদ্ধি

৩৬. মইন সাহেবের সংগঠনটির মাধ্যমে-
i. সমাজ কর্মীদের পেশাগত মান বাড়বে
ii. কর্মীদের স্বার্থ সংরক্ষণ হবে
iii. কর্মীদের পেশা হিসেবে মর্যাদা পাবে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৩৭. বাংলাদেশে প্রশাসনিক জটিলতা কোন ধরনের অর্থনীতি নির্ভর?
[ক] সমাজতান্ত্রিক
[খ] ধনতান্ত্রিক
[গ] ইসলামিক
✅ মিশ্র

৩৮. বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার সাথে কোন বিষয়টি বিশেষভাবে জড়িত?
✅ সমাজকর্ম পেশার স্বীকৃতি
[খ] সমাজকর্ম পেশার অবমূল্যায়ন
[গ] সমাজকল্যাণ কার্যক্রম পরিচালনা
[ঘ] সমাজকর্ম পেশার জনপ্রিয়তা

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

৩৯. বাংলাদেশে সমাজকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা সৃষ্টির কারণ কী?
[ক] দক্ষ সমাজকর্মী না থাকা
[খ] অর্থের সুষম প্রবাহ না থাকা
✅ আমলাতান্ত্রিক জটিলতা
[ঘ] সামাজিক অস্থিরতা

৪০. বাংলাদেশে সমাজকর্ম পেশার বিকাশ ব্যাহত হচ্ছে কেন?
✅ পেশাগত সংগঠন না থাকার কারণে
[খ] উপযুক্ত শিক্ষাব্যবস্থার অভাবে
[গ] শিক্ষার্থীর অভাবে
[ঘ] সরকারি অনুদানের অভাবে

৪১. পেশাদার সমাজকর্মীদের কাজকর্ম সমাজের মানুষের সামনে তুলে ধরা সম্ভব হয় না কেন?
[ক] পেশাগত মূল্যবোধের কারণে
[খ] পেশাগত ঝুঁকির কারণে
✅ পেশার স্বীকৃতি না থাকার কারণে
[ঘ] পেশাগত নীতির কারণে

HSC সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

৪২. বেসরকারি সমাজকল্যাণমূলক সংস্থা কীভাবে সমাজকর্ম পেশা বিকাশে বাধা সৃষ্টি করছে?
✅ ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে কাজ করে
[খ] পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ না করে।
[গ] পেশাগত মূল্যবোধ অনুশীলন না করে
[ঘ] দায়িত্বহীনভাবে কাজ করে

৪৩. সমাজকর্মকে একটি জনপ্রিয় পেশা হিসেবে তৈরির মাধ্যম কোনটি?
[ক] স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি
✅ সমাজকর্মের প্রয়োগ উপযোগিতা তুলে ধরা
[গ] মূল্যবোধের সঠিক অনুশীলন করা
[ঘ] সমাজকর্মী তৈরি করা

৪৪. কত সাল থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমাজকর্ম পাঠের অনুমতি দেওয়া হয়?
[ক] ১৯৬২
✅ ১৯৬৪
[গ] ১৯৬৩
[ঘ] ১৯৬০

৪৫. বাংলাদেশে সমাজকর্ম পেশা হিসেবে মর্যাদা পেতে কোন বৈশিষ্ট্যটির ঘাটতি রয়েছে?
[ক] সমাজকর্ম শিক্ষার প্রসারের অভাব
[খ] সমাজকর্মীদের দক্ষতা ও যোগ্যতার অভাব
[গ] সমাজকর্মের জনকল্যাণমুখীর অভাব
✅ সমাজকর্মে পেশার সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি নেই

৪৬. সমাজকর্ম শিক্ষার ওপর মানুষের নেতিবাচক মনোভাবের কারণ কী?
✅ অর্জিত জ্ঞান প্রয়োগের সুযোগ না থাকা
[খ] সামাজিক সম্মান প্রাপ্তির সুযোগ না থাকা
[গ] অর্থ উপার্জনের সুযোগ না থাকা
[ঘ] অধিক শ্রমের পেশা হওয়া

৪৭. সমাজকর্ম পেশায় সমাজকর্মীদের মূল্যায়ন করার সুযোগ পাচ্ছে না-
i. পেশাগত অপ্রতুলতার অভাব
ii. পেশাগত সংগঠনের অভাব
iii. আর্থ-সামাজিকতার পরিবেশের অভাব

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮. সমাজের মানুষ সমাজকর্মীদের মূল্যায়ন না করার কারণ-
i. পেশাগত সংগঠনের অভাব
ii. রাজনৈতিক স্থিতিশীলতার অভাব
iii. পেশাগত অপ্রতুলতার অভাব

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. পেশাগত সংগঠনের প্রয়োজনীয়তা হলো-
i. পেশার মানোন্নয়নের জন্য
ii. কর্মীদের স্বার্থ সংরক্ষণের জন্য
iii. পেশার নৈতিক মানদ- নির্ধারণের জন্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০. সাহায্যকারী পেশা বলতে বোঝায়-
i. সমস্যা সমাধানে উপায় উদ্ভাবন করা
ii. সমস্যা সমাধানে সাহায্যাথীকে সক্ষম করে তোলা
iii. সাহায্যাথীকে সমস্যা বিশেস্নষণে কেŠশলগত সহায়তা করা

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ i, ii ও iii

৫১. সমাজকর্মে ডিগ্রিধারী অনেক ব্যক্তিই এ পেশার প্রতি বিমুখ হয়ে পড়েছে এবং দায়িত্বে অবহেলা করছেন। কারণ-
i. পেশাদার সমাজকর্মের অনুশীলনের অভাব
ii. ব্যক্তিকে যথাযথ মূল্যায়নের অভাব
iii. সরকার ও প্রশাসনের উদাসীনতা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৫২. উন্নয়নশীল দেশসমূহে সমাজকর্ম শিক্ষার বিকাশ ঘটে-
i. চাহিদা ও প্রয়োজনের প্রেক্ষিতে
ii. শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির কারণে
iii. সমাজকর্ম শিক্ষায় প্রয়োগ ক্ষেত্র থাকায়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৩. উন্নয়নশীল দেশে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগে বৈচিত্র্য পরিলক্ষিত হয়-
i. সামাজিক সমস্যার ভিন্নতার প্রেক্ষিতে
ii. রাজনৈতিক সমস্যার ভিন্নতার প্রেক্ষিতে
iii. অর্থনৈতিক সমস্যার ভিন্নতার প্রেক্ষিতে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫৪ ও ৫৫ নং প্রশ্নের উত্তর দাও:
বর্তমান বাংলাদেশে সামাজিক সমস্যার পরিমাণ দিন দিন বৃদ্ধি পেলেও পেশাগত সংগঠন আর উপযুক্ত প্রশিক্ষণের অভাবে এসব সমস্যা কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এসব বিষয় সম্পর্ক সঠিক ধারণা না থাকাও এর অন্যতম কারণ।

৫৪. উদ্দীপকে কোন বিষয়টির অপ্রতুলতার কথা বলা হয়েছে?
✅ সমাজকর্ম
[খ] সমাজবিজ্ঞান
[গ] পৌরনীতি ও সুশাসন
[ঘ] অর্থনীতি

৫৫. তৃতীয় বিশ্বে এ বিষয়টি বিকাশে সমস্যা হলো-
i. রাষ্ট্রীয় নীতিমালার অভাব
ii. জনগণের অজ্ঞতা
iii. প্রয়োগক্ষেত্রের অপ্রতুলতা

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

৫৬. ইংল্যান্ডের দান সংস্থা (COS)-এর দর্শনের ওপর ভিত্তি করে 'Fabian Society and Settlement Movement' নিচের কোনটি প্রতিষ্ঠা করে?
[ক] School of Culture
[খ] School of Civilization
[গ] School of Social Work
✅ School of Economics

৫৭. যুক্তরাজ্যে COS (Charity Organization Socieity) কবে গঠিত হয়?
✅ ১৮৬৯ সালে
[খ] ১৮৭৭ সালে
[গ] ১৮৯৭ সালে
[ঘ] ১৯৭১ সালে

৫৮. সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে?
[ক] যুক্তরাষ্ট্রে
✅ যুক্তরাজ্যে
[গ] কানাডায়
[ঘ] অস্ট্রেলিয়ায়

৫৯. ইংল্যান্ডের 'Fabian Society and Settlement Movement' কর্তৃক প্রতিষ্ঠিত School of Economics কী ধরনের প্রতিষ্ঠান?
[ক] অর্থ সম্পর্কিত
✅ দারিদ্র্য সম্পর্কিত
[গ] সমাজ সম্পর্কিত
[ঘ] সমাজকর্মী সম্পর্কিত

৬০. ১৯০৪ সালে কোথায় School of Social Science প্রতিষ্ঠিত হয়?
[ক] রোমে
[খ] প্যারিসে
✅ লিভারপুলে
[ঘ] শিকাগোতে

৬১. Delhi School of Social Work কবে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯২৫
[খ] ১৯৩৬
✅ ১৯৪৭
[ঘ] ১৯৫০

৬২. 'School of Social Science কত সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়?
[ক] ১৯০৪ সালে
[খ] ১৯১৩ সালে
[গ] ১৯১৫ সালে
✅ ১৯১৮ সালে

৬৩. কাদের প্রশিক্ষণের জন্য Institute of Almoner's প্রতিষ্ঠিত হয়েছিল?
[ক] হাসপাতাল সমাজকর্মীদের
✅ চিকিৎসা সমাজকর্মীদের
[গ] উন্নয়ন সমাজকর্মীদের
[ঘ] সাধারণ সমাজকর্মীদের

৬৪. চিকিৎসা সমাজকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্যে ইংল্যান্ডে 'Institute of Almoners' কোর্স কোন সময়ে চালু হয়?
[ক] ১৯১০-২০ সালের মধ্যে
✅ ১৯২০-৩০ সালের মধ্যে
[গ] ১৯৩০-৪০ সালের মধ্যে
[ঘ] ১৯৪০-৫০ সালের মধ্যে

৬৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তায় নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
[ক] দান সংগঠন সমিতি
[খ] লন্ডন স্কুল অব ইকোনোমিক্স
✅ বিভারিজ রিপোর্ট
[ঘ] ইনস্টিটিউট অব অ্যালমোনার্স

৬৬. ইংল্যান্ডে সমাজকর্ম প্রশিক্ষণ কাউন্সিল চালু হয় কোন সময়?
[ক] ১৯৫৯
[খ] ১৯৬০
[গ] ১৯৬১
✅ ১৯৬২

৬৭. ১৯৭০ সালে ইংল্যান্ডে স্থানীয় সমাজসেবা আইন অনুযায়ী নিচের কোনটি স্বাস্থ্য ও শিশুকল্যাণ বিভাগকে সমন্বিত করে?
[ক] Saimon Committee
✅ Seebohn Committee
[গ] Health Committee
[ঘ] Health and Children Welfare Committee

৬৮. ইংল্যান্ডে Institute of Almoners প্রশিক্ষণ কোর্স চালু করা হয় কেন?
✅ সমাজকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য
[খ] শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য
[গ] পেশার মান উন্নয়নের জন্য
[ঘ] সাহায্য দানের মধ্যে সমন্বয় সাধনের জন্য

৬৯. অর্থনীতিবিদ ও ড. মোহাম্মদ ইউনূস প্রবর্তিত 'ক্ষুদ্রঋণ মডেল' গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে অবদান রেখেছে। এটি নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
✅ বিভারিজ রিপোর্ট
[খ] মার্শাল তত্ত্ব
[গ] বেঙ্গল প্যাক্ট
[ঘ] সাইমন কমিশন

৭০. ১৯২০-৩০ সালের মধ্যে চিকিৎসা সমাজকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্যে ইংল্যান্ডে যেসব প্রশিক্ষণ কোর্স চালু হয় পরবর্তীতে সেসব কোর্সগুলোতে যে বিষয়ের ওপর প্রশিক্ষণ কোর্স চালু করা হয়-
ii. শিশুকল্যাণ সেবা
i. প্রবেশন সেবা
iii. পারিবারিক কেস ওয়ার্ক

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭১. ১৯৭০ সালের স্থানীয় সমাজসেবা আইন অনুসারে যে কাঠামো তৈরি করা হয়-
i. সমাজকর্মের শিক্ষা কাঠামো
ii. পেশাগত প্রশিক্ষণ কাঠামো
iii. অর্থনৈতিক কাঠামো

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭২. ইংল্যান্ডে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত সমষ্টিকেন্দ্রিক ধরনের সেবাকে আরও অর্থপূর্ণ করার লক্ষ্যে যে আইন প্রণীত হয়-
i. মানসিক স্বাস্থ্য আইন
ii. শিশু আইন
iii. স্বাস্থ্য ও সমষ্টিসেবা আইন

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৩. 'International Congress of Charities, Correction and Philanthropy সম্মেলন আমেরিকার কোথায় অনুষ্ঠিত হয়?
[ক] ক্যালিফোর্নিয়ায়
[খ] নিউইয়র্কে
✅ শিকাগোতে
[ঘ] পেনসেলভিনিয়ায়

৭৪. সমাজকর্মের পেশাগত শিক্ষাপ্রতিষ্ঠান কোন দেশের ভূমিকা সবচেয়ে উলেস্নখযোগ্য?
✅ আমেরিকা
[খ] ফ্রান্স
[গ] জাপান
[ঘ] চীন

৭৫. সর্বপ্রথম কে সমাজকর্মের পেশাগত শিক্ষার প্রস্তাব করেন?
✅ ম্যারি রিচমন্ড
[খ] এ্যানা এল. ডয়েস
[গ] থমাস চালমার্স
[ঘ] আর. এ. স্কিমোর

৭৬. ম্যারি রিচমন্ড কত সালে সমাজসেবার ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দানের জন্যে Training School for Applied Philanthropy' স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন?
✅ ১৮৯৭ সালে
[খ] ১৮৯৮ সালে
[গ] ১৮৯৯ সালে
[ঘ] ১৯০১ সালে

৭৭. ১৯০৪ সালে আমেরিকায় প্রতিষ্ঠিত 'New York School of Philanthropy' এর পরিবর্তিত রূপ নিচের কোনটি?
✅ New York School of Social Work
[খ] New York School of Social Welfare
[গ] Columbia School of Social Work
[ঘ] School of Social Work

৭৮. সমাজকর্ম শিক্ষা সর্ব প্রথম আমেরিকার কোন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করে?
[ক] শিকাগো বিশ্ববিদ্যালয়
[খ] সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়
[গ] বোস্টন বিশ্ববিদ্যালয়
✅ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

৭৯. ১৯৮৯ সাল পর্যন্ত আমেরিকার 'Professional School of Social Work' এর সংখ্যা কতটিতে উপনীত হয়?
[ক] ৬৮টিতে
[খ] ৭৮টিতে
✅ ৮৮টিতে
[ঘ] ৯৮টিতে

৮০. আমেরিকায় নিরাপত্তা আইন পাস হয় কখন?
✅ ১৯৩৫ সালে
[খ] ১৯৩৬ সালে
[গ] ১৯৩৭ সালে
[ঘ] ১৯৩৮ সালে

৮১. 'কাউন্সিল অন স্যোশাল ওয়ার্ক এডুকেশন' (CSWE) আমেরিকায় কবে গঠিত হয়?
[ক] ১৯২১
✅ ১৯৫২
[গ] ১৯৫৪
[ঘ] ১৯৫৫

৮২. আমেরিকায় সমস্ত স্কুলের সমন্বয়ে কত সালে 'American Association of Training Schools for Professional Social Work' গঠিত হয়?
✅ ১৯১৯ সালে
[খ] ১৯২১ সালে
[গ] ১৯২০ সালে
[ঘ] ১৯২২ সালে

৮৩. AASSW এর উদ্যোগে কত সালে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমাজকর্ম শিক্ষা চালু করা হয়?
[ক] ১৯২৭ সালে
[খ] ১৯৩২ সালে
✅ ১৯৩৫ সালে
[ঘ] ১৯৩৭ সালে

৮৪. ১৯৪৬ সালে আমেরিকায় সমাজকর্ম শিক্ষার ক্ষেত্রে যে বিচ্যুতি দেখা দেয় তা দূর করার জন্যে নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করা হয়?
[ক] National Council on Social Work
[খ] Social Work for National Council
✅ National Council on Social Work Education
[ঘ] National Council on Social Welfare Education

৮৫. সমাজকর্মের ইতিহাসে আমেরিকার নাম উজ্জ্বল হয়ে আছে কেন?
[ক] সমাজকর্মের উৎপত্তির জন্য
✅ পেশাদার সমাজকর্মের বিকাশের জন্য
[গ] প্রথম দরিদ্র আইন প্রণয়ন করায়
[ঘ] প্রথম COS গঠন করায়

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

৮৬. ১৯২৭ সালে যুক্তরাষ্ট্রে AASSW প্রতিষ্ঠিত হয়-
i. সমাজকর্ম শিক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য
ii. সমাজকর্ম শিক্ষার মান উন্নয়নের জন্য
iii. সমাজকর্মের শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. আমেরিকায় Training School for Applied Philanthrophy স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়-
i. সমাজসেবার ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দানের
ii. সমাজকর্ম শিক্ষার মান উন্নয়নের জন্য
iii. সমাজকর্মে পেশাগত দৃষ্টিভঙ্গি সৃষ্টির জন্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. 'Council on Social Work Education'-কে সমাজকর্মের শিক্ষা বিস্তারে সহায়তা করে-
i. আমেরিকার শিক্ষা দপ্তর
ii. আমেরিকার সাংস্কৃতিক পরিষদ
iii. The Council - on Post - Secondary Accreditation

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. অস্ট্রেলিয়ার সমাজকর্মমূলক প্রতিষ্ঠান অঅডঝ- এর অন্তর্গত কমিটি ছিল-
i. সমাজকর্মীর দক্ষতা বৃদ্ধির জন্য
ii. কল্যাণমূলক শিক্ষার জন্যে
iii. জাতীয় নিরাপত্তার জন্যে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. 'Post- Secondary Education Organization Ges 'Canadian Association of School of Social Work'-এর যৌথ উদ্যোগে চালু হয়-
i. BSW (Bachelor in Social Work)
ii. MSW (Masters in Social Work)
iii. DSW (Doctorate in Social Work)

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও:
আমেরিকায় ৭টি পেশাগত সংগঠনের সমন্বয়ে একটি সমিতি গঠিত হয়েছে। সমিতিটি সমাজকর্ম পেশার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। উক্ত সমিতির প্রাথমিক লক্ষ্যের মধ্যে রয়েছে সংগঠনগুলোর কর্মীদের পেশাগত মানোন্নয়ন, বাস্তব উপযোগী নীতি প্রণয়ন ইত্যাদি।

৯১. উক্ত সমিতিটির সাথে নিচের কোনটির মিল রয়েছে?
✅ এনএএসডব্লিউ
[খ] জাতীয় মহিলা সমিতি
[গ] সিএসডব্লিউ
[ঘ] দান সংগঠন সমিতি

৯২. উক্ত সমিতিটির প্রাথমিক লক্ষ্য সংগঠনগুলোকেু
i. বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণে সহায়তা করা
ii. অধিকতর কার্যকরী করা
iii. সংগঠনগুলোর ভীত দুর্বল করবে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৯৩. অস্ট্রেলিয়ায় প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মের ওপর প্রশিক্ষণ কোর্স প্রবর্তন করা হয়?
[ক] University of Melbourne
[খ] Australian National University
✅ Sydney University
[ঘ] University of Queensland

৯৪. ১৯৪০ সাল নাগাদ অস্ট্রেলিয়ায় কতজন দক্ষ সমাজকর্মী তৈরি হয়?
[ক] ১১০ জন
[খ] ১১৫ জন
✅ ১২০ জন
[ঘ] ১২৫ জন

৯৫. Martin Report অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে সাব-গ্রাজুয়েট কোর্সসমূহ বাদ দেওয়ার পরামর্শ দেয় কোন সময়ে?
[ক] ১৯৬২-৬৪ সালে
[খ] ১৯৬৩-৬৫ সালে
[গ] ১৯৬৪-৬৬ সালে
✅ ১৯৬৪-৬৫ সালে

৯৬. ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ান সরকার কয়টি স্নাতকোত্তর সমাজকর্ম পুরস্কার প্রদান করে?
[ক] ১৫টি
✅ ৩০টি
[গ] ৪৫টি
[ঘ] ৬০টি

৯৭. AASW-এর পূর্ণরূপ কী?
[ক] Asian Association of Social Work
✅ Australian Association of Social Workers
[গ] Asia Alliance of Service of Welfate
[ঘ] Agro Asian Social Welfare

৯৮. কোন সময়ে অস্ট্রেলিয়ার সমাজকর্ম শিক্ষকরা Australian Association for Social Work Education'-এ অংশগ্রহণ করতে পারত?
[ক] ১৯৫০-এর দশকে
[খ] ১৯৬০-এর দশকে
[গ] ১৯৭০-এর দশকে
✅ ১৯৮০-এর দশকে

৯৯. অস্ট্রেলিয়ার সমাজকর্মমূলক প্রতিষ্ঠান AASWWE-এর কয়টি কমিটি ছিল?
[ক] একটি
✅ দুইটি
[গ] তিনটি
[ঘ] চারটি

১০০. শ্রীলংকায় সমাজকর্মের ওপর ২ বছরভিত্তিক ডিপ্লোমা কোর্স চালু হয় কত সালে?
[ক] ১৯৬৭ সালে
[খ] ১৯৭২ সালে
✅ ১৯৭৮ সালে
[ঘ] ১৯৮৭ সালে
Share:

0 Comments:

Post a Comment