HSC সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

HSC Social Work 1st Paper MCQ question and answer. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সমাজকর্ম
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬

HSC Social Work
1st Paper
MCQ
Question and Answer pdf download

১. সমাজকর্মকে কী বলা হয়?
[ক] অনুকল্পের বিজ্ঞান
[খ] অনুশাসনের বিজ্ঞান
✅ অনুশীলনের বিজ্ঞান
[ঘ] তাত্ত্বিক বিজ্ঞান

২.‘পদ্ধতি হচ্ছে সচেতন প্রক্রিয়া সুনির্দিষ্ট লক্ষ্যার্জনের একটি সুপরিকল্পিত উপায়'- উক্তিটি কার?
[ক] ড. আব্দুল হাকিম
[খ] এইচ বি ট্রেকার
✅ ড. আলি আকবর
[ঘ] ম্যারি রিচমন্ড

৩. The Social System গ্রন্থটি কার লেখা?
✅ টি.পারসন
[খ] ফ্রিডল্যান্ডার
[গ] নিমকফ
[ঘ] অগবার্ন

৪. যে সকল পন্থা অবলম্বন করে সমাজকর্মের জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে পেশার অনুশীলন করা হয় সেগুলোকে কী বলে?
[ক] সমাজকর্মের উৎস
✅ সমাজকর্মের পদ্ধতি
[গ] সমাজকর্মের প্রকৃতি
[ঘ] সমাজকর্মের পরিধি

৫. সমাজকর্মকে সাহায্যকারী পদ্ধতি বলা হয় কেন?
[ক] তাত্ত্বিক জ্ঞান বাস্তবে প্রয়োগ করে বলে
✅ ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করে বলে
[গ] নতুন নতুন জ্ঞানের ক্ষেত্র তৈরি হয় বলে
[ঘ] সমস্যার স্বরূপ নির্ণয় করে বলে

৬. সমাজকার্যের মৌলিক ও সহায়ক পদ্ধতি কয়টি?
[ক] তিনটি
[খ] পাঁচটি
[গ] চারটি
✅ ছয়টি

৭. সমাজকর্ম একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি কী প্ৰমাণ করে?
[ক] সমাজকর্মের সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে
[খ] সমাজকর্মের প্রয়োগক্ষেত্র রয়েছে
✅ তাত্ত্বিক জ্ঞান রয়েছে
[ঘ] সমাজকর্মের বৈজ্ঞানিক জ্ঞান রয়েছে

৮. রতন একটি বিষয় নিয়ে অনার্স করছে, যাতে গবেষণা, জরিপ প্রভৃতির ওপর জোর দেওয়া হয়। উক্ত বিষয় নিচের কোনটিকে নির্দেশ করছে?
✅ সমাজকর্ম
[খ] মনোবিজ্ঞান
[গ] অর্থনীতি
[ঘ] রাষ্ট্রবিজ্ঞান

৯. দল সমাজকর্ম দলীয় সদস্যদের সাহায্য করে-
i. ব্যক্তিগত সমস্যা সমাধানে
ii. দলীয় সমস্যা সমাধানে
iii. সমষ্টিগত সমস্যা সমাধানে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০. সমষ্টি উন্নয়নে সমষ্টির জনগণের সার্বিক কল্যাণ ও উন্নয়নে সহায়তা করা হয়-
i. জনগণের সম্পদ ও প্রচেষ্টা দ্বারা
ii. সরকারের সম্পদ ও প্রচেষ্টার মাধ্যমে
iii. বিশেষ গোষ্ঠীর সম্পদ ও প্রচেষ্টা ব্যবহার করে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১. 'ব্যক্তি কর্ম' (Case work) ধারণাটি কত সালে প্রথম ব্যবহৃত হয়?
[ক] ১৯১০
✅ ১৯১১
[গ] ১৯২০
[ঘ] ১৯২১

১২. ১৯৫৭ সালে ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দিয়েছেন কে?
[ক] স্কিডমোর
[খ] সুইদান বাওয়ার্স
[গ] গ্যালাওয়ে
✅ হেলেন হ্যারিস পার্লম্যান

১৩. কোন সময়ে ব্যক্তি সমাজকর্ম নির্দিষ্ট জ্ঞানভা-ারে সমৃদ্ধ হয়ে বিকাশ লাভ করে?
[ক] ১৯১০ থেকে ১৯২০ সালের মধ্যে
✅ ১৯২০ থেকে ১৯৩০ সালের মধ্যে
[গ] ১৯৩০ থেকে ১৯৪০ সালের মধ্যে
[ঘ] ১৯৪০ থেকে ১৯৫০ সালের মধ্যে

১৪. ম্যারি রিচমন্ডের ভাষায় তিনি ব্যক্তি সমাজকর্মকে সমাজকর্মের প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠার জন্য জীবনের কত বছর ব্যয় করেন?
[ক] ২০ বছর
✅ ২৫ বছর
[গ] ৩০ বছর
[ঘ] ৩৫ বছর

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

১৫. এইচএইচ পার্লম্যান যে গ্রন্থটি লিখেছেন তার নাম কী?
[ক] The Nursery of Human Nature
[খ] Social Work Year Book
[গ] World Community Social Case Work
✅ A Problem Solving Process

১৬. মক্কেলকে পুনর্বাসনে সহায়তা করে কোনটি?
[ক] সামাজিক প্রশাসন
[খ] সামাজিক গবেষণা
[গ] সামাজিক কার্যক্রম
✅ ব্যক্তি সমাজকর্ম

১৭. ব্যক্তি সমাজকর্মের নির্দেশিকা প্রস্তাবের রচয়িতা কে?
[ক] অধ্যক্ষ কেয়ার্নস
✅ ড. আব্দুল হাকিম সরকার
[গ] মার্শাল
[ঘ] আব্দুল হালিম

১৮. সমাজকর্ম অনুশীলনের মৌলিক একক কোনটি?
✅ ব্যক্তি
[খ] পরিবার
[গ] সমাজ
[ঘ] রাষ্ট্র

১৯. ব্যক্তি সমাজকর্মে একজন ব্যক্তির মক্কেল হওয়ার পূর্বশর্ত কী?
[ক] পেশাদার প্রতিনিধি হওয়া
[খ] চরম সাহসী হওয়া
[গ] প্রতিবন্ধী হওয়া
✅ সমস্যাগ্রস্ত হওয়া

২০. ব্যক্তি ও সমস্যা ব্যক্তি সমাজকর্মের কোন ধরনের উপাদান?
[ক] নিজস্ব প্রধান উপাদান
[খ] অভ্যন্তরীণ উপাদান
[গ] মনস্তাত্ত্বিক উপাদান
✅ বাহ্যিক উপাদান

২১. মক্কেলের সমস্যা সমাধান থেকে শুরু করে এজেন্সি পরিচালনা, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে কার তাৎপর্যপূর্ণ অবদান আছে?
[ক] মক্কেলের
[খ] সরকারি প্রতিনিধির
✅ পেশাদার প্রতিনিধির
[ঘ] বেসরকারি প্রতিনিধির

২২. ব্যক্তি সমাজকর্মে মক্কেলের সমস্যার সমাধান করা হয় কী অনুসারে?
[ক] সমস্যার ধরন
[খ] সামাজিক রীতি অনুসারে
[গ] ব্যক্তি অনুসারে
✅ প্রক্রিয়া অনুসারে

২৩. ব্যক্তি সমাজকর্ম একটি সাহায্য প্রক্রিয়া যার সমস্যাগ্রস্ত ব্যক্তি -
i. সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন
ii. সমস্যা মোকাবিলা করে
ররর. পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪. মিনতী রায় মনস্তাত্ত্বিক সমস্যায় আক্রান্ত। তার ক্ষেত্রে পরিলক্ষিত হয়-
i. ব্যক্তিত্বের বিপর্যয়
ii. ব্যক্তির অভ্যন্তরীণ দ্বন্দ্ব
iii. অর্থনৈতিক বিপর্যয়

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলের শিক্ষার্থীরা স্কুলে আসে না। সেখানে গ্রামের মানুষ গরু বেঁধে রাখে। আবার, ঢাকা শহরের একটি গার্লস স্কুলের সামনে ইভটিজাররা প্রায়ই মেয়েদের উত্যক্ত করে।

২৫. উদ্দীপকে উল্লিখিত গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে সমাজকার্যের কোন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে?
✅ ব্যক্তি সমাজকার্য
[খ] দল সমাজকার্য
[গ] সমষ্টি উন্নয়ন
[ঘ] সমষ্টি সংগঠন

২৬. উদ্দীপকে উল্লিখিত উভয় স্কুলের সমস্যা সমাধানে প্রথমেই-
i. আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেয়া যেতে পারে
ii. শিক্ষার্থীদের বাবা মাকে সচেতন করা যেতে পারে
iii. সমাজে গণ্যমান্য লোকদের সচেতন করা যেতে পারে

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭. মক্কেলের সাথে প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে তার সম্পর্কে সম্পূর্ণভাবে না জানা পর্যন্ত কোন নীতি প্রয়োগ করা হয়?
[ক] ভিন্নধর্মী নীতি
✅ সাধারণ নীতি
[গ] গৌণ নীতি
[ঘ] গ্রহণ নীতি

২৮. সমস্যার প্রকৃতি, পরিস্থিতি ও প্রয়োজন মোতাবেক সমস্যা নির্ণয়কে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
✅ ৩টি
[খ] ৪টি
[গ] ৫টি
[ঘ] ৬টি

২৯. ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া হলো সমস্যা সমাধানের একটি প্রক্রিয়া যেখানে সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকভাবে পদ্ধতির উক্তিটি কার?
✅ H H Perlman
[খ] Marry Richmond
[গ] WA Fridlander
[ঘ] H B Tracker

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

৩০. গোপনীয়তা রক্ষা, ব্যক্তি মর্যাদার স্বীকৃতি যোগ্যতার মূল্যায়ন, ব্যক্তি স্বাধীনতা প্রদান এগুলো কোন পদ্ধতির নীতি?
✅ ব্যক্তি সমাজকর্মের
[খ] দল সমাজকর্মের
[গ] সমষ্টি উন্নয়নের
[ঘ] সামাজিক কার্যক্রমের

৩১. তথ্য সংগ্রহে কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উৎস?
[ক] দল
[খ] সমষ্টি
[গ] সমাজ
✅ ব্যক্তি

৩২.ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের প্রথম স্তর কোনটি?
[ক] সমস্যা নির্ণয়
✅ অনুধ্যান
[গ] সমাধান
[ঘ] সমাপ্তি

৩৩. ব্যক্তি সমাজকর্মের আত্মনিয়ন্ত্রণ নীতির মূল কথা হলো-
[ক] সমাজকর্মীর নিজের হস্তক্ষেপের ওপর গুরুত্ব প্রদান
✅ মক্কেলের স্বাধীন পছন্দ ও সিদ্ধান্ত গ্রহণের স্বীকৃতি
[গ] সমস্যা সমাধানের পরিবেশ উন্নয়ন ও নিয়ন্ত্রণ
[ঘ] সমাজকর্মের নীতি ও কৌশল প্রয়োগ নীতির নিয়ন্ত্রণ

৩৪. ব্যক্তির অন্তর্নিহিত ক্ষমতা বিকাশের লক্ষ্যে তার আচরণের পরিবর্তনে সাহায্য নেওয়া হয়ে থাকে কোন পদ্ধতিতে?
[ক] বৈষয়িক সাহায্যদান পদ্ধতি
✅ সংশোধনমূলক পদ্ধতি
[গ] প্রতিরোধমূলক পদ্ধতি
[ঘ] প্রতিকারমূলক পদ্ধতি

৩৫. কোন স্তরের মাধ্যমে সমস্যা সমাধানের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে?
[ক] সমস্যা নির্ণয়
[খ] অনুধ্যান
[গ] মূল্যায়ন
✅ সমাপ্তি

৩৬. সমাজকর্ম সমস্যা সমাধানে নৃতাত্ত্বিক পদ্ধতি গ্রহণ করে কেন?
✅ মানুষের আচরণ বিশেস্নষণের জন্য
[খ] মানুষের দৈনন্দিন কার্যকলাপ বিশেস্নষণ
[গ] শহরায়নজনিত সমস্যা সমাধানে
[ঘ] সমস্যা সমাধানে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহে

৩৭. সামগ্রিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝ?
✅ সমস্যার ধরন বিশেস্নষণ করে সেবাদান
[খ] ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সেবাদান
[গ] সমাজস্থ বিভিন্ন দলকে নিরীক্ষণ পূর্বক সেবাদান
[ঘ] কোনোটিই নয়।

৩৮. ব্যক্তি সমাজকর্মের কোন নীতিতে প্রত্যেক ব্যক্তির সমস্যাকে আলাদাভাবে মূল্যায়ন করে?
[ক] যোগাযোগ নীতি
[খ] গ্রহণ নীতি
[গ] সাধারণ নীতি
✅ ব্যক্তি স্বাতন্ত্রীকরণ

৩৯. সমস্যা নির্ণয় করার জন্যে যে মুখ্য পদক্ষেপ গ্রহণ করতে হয় তার মধ্যে রয়েছে-
i. সমস্যার পরিমাপ
ii. উৎপত্তি ও পরিমিত অবস্থার মধ্যকার সম্পর্ক
iii. সমস্যা নির্ণয়ের শ্রেণিবিভাগ

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪০. জুয়েল সাহেব একজন সমাজকর্মী। ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপনে জুয়েল সাহেবের লক্ষ্য হলো-
i. মক্কেলের সমস্যা সমাধানে সহায়তা করা
ii. সমস্যা সংক্রান্ত সকল তথ্য সংগ্রহ
iii. মক্কেলের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৪১. 'এই সম্পর্ক সমগ্র ব্যক্তি সমাজকর্ম মাধ্যমেও হতে পারে যার দক্ষতা অন্তর্বর্তীকালীন অবস্থা, অনুধ্যান, সমস্যা নির্ণয় ও সমাধানের ক্ষেত্রে প্রভাব রাখে।' উক্তিটি কার?
[ক] Henry S Mass
✅ Biestek
[গ] Gordon Hamilton
[ঘ] Earl Eubank

৪২. 'র¨vপো হলো সমাজকর্ম সাক্ষাৎকারের সাদৃশ্য, সামঞ্জস্য ও সহমর্মিতাপূর্ণ অবস্থা যা সাহায্যার্থী ও সমাজকর্মীর মধ্যে পারস্পরিক উপলব্ধি ও কার্যকর সম্পর্ক স্থাপন করে।'- উক্তিটি কার?
[ক] এনসাইক্লোপেডিয়া
[খ] গর্ডন হ্যামিলটন
✅ সমাজকর্ম অভিধান
[ঘ] হেরি এস মাস

৪৩. ব্যক্তি সমাজকর্মের সফলতা কীসের ওপর নির্ভর করে?
✅ পেশাগত সম্পর্কের
[খ] পারিবারিক বন্ধনের
[গ] সামাজিক মর্যাদার
[ঘ] বংশীয় মর্যাদার

৪৪. পারস্পরিক গ্রহণের মাধ্যমে ব্যক্তি সমাজকর্মে মক্কেল ও সমাজকর্মীর মাঝে কীসের সূচনা হয়?
[ক] দ্বনে্দ্বর
[খ] আন্তরিকতার
✅ পেশাগত সম্পর্কের
[ঘ] মনোমালিন্যের

৪৫. অপরাধ ও কিশোর অপরাধ সংশোধনে - বাংলাদেশের কয়টি জেলায় সংশোধনমূলক কর্মসূচি চালু আছে?
[ক] ১২টি
[খ] ১৭টি
✅ ২৩টি
[ঘ] ২৭টি

৪৬. বাংলাদেশের পলস্নী উনণয়ন কর্মসূচির সফলতা বহুলাংশে নির্ভর করে কোনটির ওপর?
[ক] কেন্দ্রীয় নেতৃত্বের ওপর
[খ] স্থানীয় ধনী ব্যক্তিদের ওপর
✅ স্থানীয় নেতৃত্বের ওপর
[ঘ] স্থানীয় বিচার ব্যবস্থার ওপর

৪৭. কোন পদ্ধতির মাধ্যমে মাদকাসক্তি, নৈতিক মূল্যবোধ ও অবক্ষয়জনিত সমস্যা দূর করা যায়?
[ক] সামাজিক দল
[খ] সামাজিক নীতি
[গ] সমষ্টি সমাজকর্ম
✅ ব্যক্তি সমাজকর্ম

৪৮. বাংলাদেশের ব্যক্তি সমাজকর্মের ওপর ভিত্তি করে যে পুনর্বাসন কর্মসূচির চালু আছে তার নাম কী?
[ক] পঙ্গু কল্যাণ কর্মসূচি
[খ] প্রতিবন্ধী কর্মসূচি
✅ প্রতিবন্ধী কল্যাণ কর্মসূচি
[ঘ] অন্ধ উন্নয়ন কর্মসূচি

৪৯. র¨vপো স্থাপন প্রক্রিয়ার মধ্যে সমাজকর্মী ও সাহায্যাথী উভয়ের যেসব বিষয় বিশেষভাবে অন্তর্ভুক্ত তার মধ্যে রয়েছে-
i. মনোভাব
ii. প্রত্যাশা
iii. প্রেষণা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০. পল্লি উনণয়নে ব্যক্তি সমাজকর্ম ভূমিকা পালন করে-
i. সঠিক নেতা নির্বাচনে
ii. নেতাদের মাঝে নেতৃত্বের বিকাশের মাধ্যমে
iii. স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের মাঝে সংযোগ স্থাপন করে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫১. বয়স্কাউট, গার্লস গাইড, ওয়াই এম সি এ, সেটেলম্যান্ট হাউস, ওয়াই ডাব্লিউ সি এ- এগুলো কী?
✅ দল কর্মসংস্থা
[খ] সমাজ কর্মসংস্থা
[গ] বিশেষায়িত প্রতিষ্ঠান
[ঘ] মানবাধিকার সংস্থা

৫২. 'দল হচ্ছে এমন একটা সামাজিক কাঠামো যেখানে ব্যক্তিত্বের বিকাশ সাধিত হয়।' কার উক্তি?
[ক] উইলসন এবং রাইল্যান্ড
[খ] ম্যাকাইভার ও পেজ
✅ বোগার্ডাস
[ঘ] ডেভিড পপেনো

৫৩. দলের কোন বৈশিষ্ট্যের মাধ্যমে সদস্যদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি করে দলে গতিশীলতা সৃষ্টি করে?
[ক] দলীয় বন্ধ
[খ] দলীয় কাঠামো
✅ পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া
[ঘ] সাধারণ উদ্দেশ্য ও লক্ষ্য

৫৪. 'প্রাথমিক দল বলতে আমরা বুঝি এমন এক মুখোমুখি দল যেখানে আমরা পরস্পর নিবিড়ভাবে আবদ্ধ থাকি।' কার উক্তি?
✅ সি এইচ কুলি
[খ] জি ডি এইচ কোল
[গ] বোগার্ডাস
[ঘ] ম্যাকাইভ

৫৫. প্রাথমিক দলকে The nursery of human nature' বলে অভিহিত করেছেন কে?
[ক] ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
[খ] এইচ এইচ পার্লম্যান
✅ সিএইচ কুলি
[ঘ] ম্যারি রিচমন্ড

৫৬. প্রাথমিক ও গৌণ দলের মধ্যবর্তী দলকে কী বলে?
[ক] দীর্ঘস্থায়ী দল
[খ] ক্ষণস্থায়ী দল
[গ] প্রাতিষ্ঠানিক দল
✅ অন্তর্বর্তী দল

৫৭. সামাজিক দলের বৈশিষ্ট্যের মাঝে রয়েছে-
i. সাধারণ লক্ষ্য ও উদ্দেশ্য
ii. পারস্পরিক সম্পর্ক
iii. নির্দিষ্ট দলীয় কাঠামো

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

৫৮. সামাজিক দলের বৈশিষ্ট্য হিসেবে দলীয় আদর্শ ও মূল্যবোধের কাজ হলো-
i. দলকে আলাদা সত্তা দান করা
ii. দলের সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ করা
iii. দলের উদ্দেশ্য সম্পর্কে সদস্যদের সচেতন করা

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. প্রাথমিক দলের প্রধান বৈশিষ্ট্য হলো-
i. ব্যক্তিগত জীবনযাপনের সাথে সংশ্লিষ্ট
ii. অধিকার ও কর্তব্য নির্ধারিত ও সীমিত
iii. সামাজিক সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬০. গঠনমুলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তিকে সামাজিক ভূমিকা পালনে সহায়তা করে কোন পদ্ধতি?
[ক] ব্যক্তি সমাজকর্ম
✅ দল সমাজকর্ম
[গ] সমষ্টি সংগঠন উন্নয়ন
[ঘ] সামাজিক প্রশাসন

৬১. দলীয় সদস্যদের পারস্পরিক মিথস্ক্রিয়াকে উদ্দেশ্যমূলকভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত করাকে কী বলে?
[ক] দল ও ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া
✅ দল সমাজকর্ম প্রক্রিয়া
[গ] ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া
[ঘ] সমষ্টি সমাজকর্ম প্রক্রিয়া

৬২. সমাজকর্মী ও দল উভয়ে পরস্পরকে কীভাবে গ্রহণ করবে তার ওপর কোনটি নির্ভরশীল?
[ক] ব্যক্তি সম্পর্ক
[খ] কর্মী সম্পর্ক
[গ] ব্যক্তি-দল সম্পর্ক
✅ কর্মী-দল সম্পর্ক

৬৩. জনাব শিহাব এমন একটি সংগঠন গড়ে তোলেন, যার নীতি ও কাঠামো পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তন করা সম্ভব। এটি দলের কোন নীতিকে ধারন করেছে?
✅ নমনীয় কার্যসংস্থান নীতি
[খ] মূল্যায়ন নীতি
[গ] দলের আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি
[ঘ] সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ নীতি

৬৪. অনেক মতামত বা প্রস্তাব গ্রহণ করে সমস্যা সমাধানে সদস্যদের চিন্তা-চেতনার অনুশীলনকে প্রশস্ত করা দলীয় সমস্যা সমাধান প্রক্রিয়ার কোন ধাপের মূল লক্ষ্য?
[ক] সমস্যা সুনির্দিষ্টকরণ
[খ] সমস্যা বিশেস্নষণ
✅ সম্ভাব্য সমাধান নির্ধারণ
[ঘ] সর্বোত্তম সমাধান নির্বাচন

HSC সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

৬৫. 'যখন দল সমাজকর্মী দলীর সদস্যদের ব্যক্তিগত ও দলীয় উন্নয়নে, দলীয় মিথস্ক্রিয়াকে সচেতনভাবে পরিচালিত করে তখন দল সমাজকর্ম প্ৰক্wৰয়া কার্যকর হয়’। দল সমাজকর্ম প্রক্রিয়ার এ সংজ্ঞাটি কে প্রদান করেন?
[ক] ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার
[খ] আর্ল ইউব্যাংক
✅ এইচ বি ট্রেকার
[ঘ] রবার্ট ডি ভিন্টার

৬৬. দল সমাজকর্ম প্রক্রিয়ায় কোনটির মাধ্যমে দলীয় সদস্যদের কার্যকর ও গঠনমূলক মিথস্ক্রিয়ায় ক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়?
✅ উন্নয়নমূলক প্রক্রিয়ার মাধ্যমে
[খ] আপোষমূলক প্রক্রিয়ার মাধ্যমে
[গ] প্রতিশোধমূলক প্রক্রিয়ার মাধ্যমে
[ঘ] প্রতিকারমূলক প্রক্রিয়ার মাধ্যমে

৬৭. দল সমাজকর্ম প্রক্রিয়ায় দলীয় সমাজকর্মীর সাহায্যার্থীকে সেবাদানের ক্ষেত্রে তৃতীয় পদক্ষেপ বা ধাপ হবে কোনটি?
[ক] অনুসন্ধান
[খ] সমস্যা নির্ণয়
✅ সমাধান
[ঘ] মূল্যায়ন

৬৮. দলীয় কর্মকা-- কার ভূমিকা সবচেয়ে বেশি?
[ক] সাহায্যাথীর
[খ] সমষ্টি সমাজকর্মীর
[গ] ব্যক্তি সমাজকর্মীর
✅ দল সমাজকর্মীর

৬৯. দল সমাজকর্ম সমাধান বলতে বোঝায়-
i. দলের সুপরিকল্পিত গঠন ও বিকাশ
ii. পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ
iii. দলীয় কর্মসূচি নিরূপণ ও বাস্তবায়ন

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭০. দল সমাজকর্মে দলের আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতিতে সমাজকর্মীর ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-
i. নিজের মতামত দলের ওপর চাপাবেন না
ii. নিজের মতামত দলকে মানতে বাধ্য করবেন
iii. সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণে দলকে সহায়তা করবেন

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭১. দল সমাজকর্মী দলের সকলের মতামত ও পছন্দকে গুরুত্ব দিয়ে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করে কীসের ভূমিকায় অবতীর্ণ হয়?
[ক] পেশাদার সমাজকর্মীর
[খ] উন্নয়নকর্মীর
✅ পর্যবেক্ষণকারীর
[ঘ] সংগঠকের

৭২. দলের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পদ খুঁজে বের করে তার সর্বোত্তম ব্যবহারের নিশ্চয়তা দান করে দলকে সহায়তা করা কার অন্যতম কাজ?
[ক] দলীয় সদস্যদের
✅ দল সমাজকর্মীর
[গ] সমাজবিজ্ঞানীর
[ঘ] মনোবিজ্ঞানীর

৭৩. বাংলাদেশে কৃষিক্ষেত্রে কীভাবে দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কৃষকদের উন্নয়নের সাথে কৃষিক্ষেত্রে উন্নয়ন সাধন করা যায়?
✅ পরিকল্পিত দল গঠন করে
[খ] লাগসই পদ্ধতি প্রয়োগ করে
[গ] কুসংস্কার দূরীভূত করে
[ঘ] শিক্ষার হার বৃদ্ধি করে

৭৪. সমাজকর্মী নিলা মহিলাদের নিয়ে দল গঠনের মাধ্যমে সামাজিক শিক্ষা ও প্রশিক্ষণ দান করে উৎপাদনমুখী জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এটি দল সমাজকর্মের কোন ধরনের কাজ?
[ক] মহিলাবিষয়ক
[খ] গঠনমূলক
✅ নারী কল্যাণমূলক
[ঘ] পুনর্বাসনমূলক

৭৫. দল সমাজকর্মী যেভাবে দলীয় আন্তঃক্রিয়া করে থাকেন-
i. সদস্যদের মাঝে সহযোগিতার মনোভাব তৈরি করে
ii. দলের সদস্যদের মধ্যে Fellow-feeling সৃষ্টি করে
iii. দলের মাঝে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. মানব সম্পদ উন্নয়নে দল সমাজকর্মের প্রয়োগ হতে পারে-
i. পরিকল্পিত উপায়ে দল গঠনের মাধ্যমে
ii. সদস্যদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদান
iii. ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৭৭ ও ৭৮ নং প্রশ্নের উত্তর দাও:
ফরহাদ একটি দলের সদস্য। কিন্তু সে দলের সদস্যদের সাথে মানিয়ে চলতে পারছে না। এক্ষেত্রে জনাব 'ক' তাকে সাহায্য করেন। এছাড়া জনাব 'ক' দলের ' সদস্যদের যোগ্যতা ও আগ্রহের ওপর ভিত্তি করে সদস্যদের দায়িত্ব ও ভূমিকা নির্ধারণ করে দেন।

৭৭. জনাব 'ক' এর সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
[ক] শিক্ষক
[খ] চিকিৎসক
[গ] আইনজীবী
✅ দল সমাজকর্মী

৭৮. জনাব 'ক' এর ভূমিকা -
i. দলীয় লক্ষ্য অর্জনে সহায়ক হবে
ii. দলের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখবে
iii. দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৭৯. 'জনসমষ্টি বলতে সেই জনগোষ্ঠীকে বোঝায় যার সদস্যগণ দৈনন্দিন কার্যাবলি পরিচালনার ভিত্তি হিসেবে একই ভৌগোলিক এলাকার অংশীদার।' সংজ্ঞাটি কে দিয়েছেন?
[ক] আর এম ম্যাকাইভার
✅ টি পারসন
[গ] এইচ বি ট্রেকার
[ঘ] জি কনোপকা

৮০. সমষ্টির সমস্যা মোকাবিলা, চাহিদা পূরণ ও উন্নয়নের জন্যে সমাজকর্ম যে বিজ্ঞানভিত্তিক প্রচেষ্টা চালায় তাকে কী বলে?
[ক] ব্যক্তি সমাজকর্ম
[খ] দল সমাজকর্ম
✅ সমষ্টি সমাজকর্ম
[ঘ] সমাজকর্ম প্রশাসন

৮১. 'জনসমষ্টি সংগঠন' হচ্ছে এমন একটি সমাজকর্ম প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ভৌগোলিক এলাকায় সমাজকল্যাণ প্রয়োজন ও সম্পদের মাঝে ফলপ্রসূ সামঞ্জস্য বিধান করা হয়।' কে বলেছেন?
[ক] আর এম ম্যাকাইভার
[খ] আর্থার ডানহাম
✅ ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
[ঘ] মারি জি রস

৮২. অপেক্ষাকৃত উন্নত ও সুসংগঠিত সমষ্টিতে প্রয়োগ করা হয় কোনটি?
✅ সমষ্টি সংগঠন
[খ] সমষ্টি উন্নয়ন
[গ] ব্যক্তি সমাজকর্ম
[ঘ] দল সমাজকর্ম

৮৩. 'Community Organization; Theory and Practice' গ্রন্থটি কার?
✅ M G Ross
[খ] Biestek
[গ] Gordon Hamilton
[ঘ] Henry S Mass

৮৪. কোন সমষ্টির উন্নয়ন নিঃসন্দেহে সামগ্রিকভাবে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত?
✅ স্থানীয়
[খ] দলীয়
[গ] জাতীয়
[ঘ] আন্তর্জাতিক

৮৫. কোনটির মাধ্যমে উন্নত ও সুখী সমাজ গঠন করা সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য?
✅ সুসংগঠিত সেবার মাধ্যমে
[খ] কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে
[গ] আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে
[ঘ] অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে

৮৬. সমষ্টি সমাজকর্মের অংশগ্রহণ নীতি হল-
✅ সমষ্টির উন্নয়ন কর্মসূচিতে জনতার অংশগ্রহণ
[খ] সমষ্টির উন্নয়ন বাধাগ্রস্ত করতে জনতার অংশগ্রহণ
[গ] সমষ্টির উন্ন ঘরে বসে থাকা
[ঘ] সমষ্টির প্রয়োজনের প্রতি গুরুত্ব না দেয়া

৮৭. কোন সমষ্টির উন্নয়ন নিঃসন্দেহে সামগ্রিকভাবে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত?
✅ স্থানীয়
[খ] দলীয়
[গ] জাতীয়
[ঘ] আন্তর্জাতিক

৮৮. সমষ্টি সমাজকর্মের বিশেষ কাজ হলো-
i. সমষ্টির প্রয়োজন ও সমস্যা চিহ্নিতকরণ
ii. সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা
iii. কার্যক্রমভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৯. আর্থ-সামাজিক অগ্রগতি ও উন্নয়নের জন্যে
বর্তমানকালে সমষ্টি উন্নয়ন ব্যাপকভাবে ব্যবহৃত হয়-
i. অনুন্নত দেশসমূহে
ii. উন্নয়নশীল দেশসমূহে
iii. উন্নত দেশের অনুন্নত এলাকায়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. সাহায্যনির্ভর সেবাদান কার্যক্রম পরিচালনা করে কোনটি?
✅ গৌণ প্রতিষ্ঠান
[খ] সরকারি প্রতিষ্ঠান
[গ] মুখ্য প্রতিষ্ঠান
[ঘ] বেসরকারি প্রতিষ্ঠান

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

৯১. সমষ্টির সামাজিক, অর্থনৈতিক উন্নতি ও অগ্রগতির জন্য স্থানীয় জনগণ ও সরকারের যৌথ প্রচেষ্টায় নাম কী?
[ক] সমষ্টি সংগঠন
[খ] সমষ্টি সমাজকর্ম
✅ সমষ্টি উন্নয়ন
[ঘ] দল সমাজকর্ম

৯২. কোন নীতির মাধ্যমে সকল সমষ্টি ও সমষ্টির সকল জনগণের মূল্য ও মর্যাদার স্বীকৃতি দান করা হয়?
[ক] সমষ্টির স্বাতন্ত্রীকরণ নীতি
[খ] আত্মনিয়ন্ত্রণাধিকার নীতি
[গ] যোগাযোগ নীতি
✅ মর্যাদার স্বীকৃতি দান নীতি

৯৩. দিলারা জামান সমষ্টির জনগণের বিভিন্ন কর্মসূচিতে পারস্পরিক সহযোগিতার বৃদ্ধি করতে কাজ করছেন। তিনি কোন নীতি মনোভাব অনুসরণ করেছেন-
[ক] সকলের অংশগ্রহণ নীতি
✅ সামাজিক ঐক্য সহযোগিতার নীতি
[গ] সমান সুযোগের নীতি
[ঘ] সমন্বয় সাধন নীতি

৯৪. সমাজকর্মী বিভিন্ন সংস্থা হতে নিয়োগ প্রাপ্ত হয়ে কাজ করে থাকে-
i. সমষ্টির সামগ্রিক উন্নয়নে
ii. সদস্যদের সাথে সম্পর্ক স্থাপনে
iii. পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়নে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৫. সমষ্টি সংগঠন হলো সুপরিকল্পিত সংগঠন সুচিন্তিতভাবে-
i. কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় জনগণের চাহিদা চিহ্নিতকরণ প্রক্রিয়া
ii. সমষ্টি সম্পদের মাঝে সুসামঞ্জস্য বিধানের প্ৰক্wৰয়া
iii. কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার অর্থনৈতিক উন্নতি বিধানের প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৬. সকলের অংশগ্রহণ নীতির প্রয়োগ করা হয়-
i. উন্নয়ন ও সেবামূলক তৎপরতার ক্ষেত্রে
ii. সমাজকল্যাণমূলক কার্যক্রমে সমষ্টির জনগণের অংশগ্রহণ নিশ্চিত করলে
iii. সমাজের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. Case Histories in Community Organizatioহ গ্রন্থটি কার?
✅ M G Ross
[খ] WA Friedlander
[গ] H H Perlman
[ঘ] Marry Richmond

৯৮. অনুন্নত ও স্থবির সমাজের পরিকল্পিত পরিবর্তন আনয়নের প্রক্রিয়া হলো-
[ক] দল সমাজকর্ম
[খ] সমষ্টি সংগঠন
✅ সমষ্টি উন্নয়ন
[ঘ] সামাজিক কার্যক্রম

৯৯. কোনো সমাজবদ্ধ বিষয়ের প্রণালিবদ্ধ অনুসন্ধানকে কী বলে?
[ক] ব্যক্তি সমাজকর্ম
[খ] দল সমাজকর্ম
[গ] সামাজিক গবেষণা
✅ সমষ্টি উন্নয়ন

১০০. যে সমষ্টির জনগণ তাদের সমস্যা সম্পর্কে জ্ঞাত কিন্তু সমস্যার সংশ্লিষ্ট কারণ ও সমাধান সম্পর্কে অজ্ঞ সেখানে কোন প্রক্রিয়া প্রয়োগ করা হয়?
[ক] একক প্রক্রিয়া
[খ] বহুমুখী প্রক্রিয়া
[গ] উদ্ভাবনমূলক প্রক্রিয়া
✅ পরিকল্পনামূলক প্রক্রিয়া
Share:

0 Comments:

Post a Comment