HSC সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

HSC Social Work 1st Paper MCQ question and answer. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সমাজকর্ম
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪

HSC Social Work
1st Paper
MCQ
Question and Answer pdf download

১. প্রাক-শিল্প যুগের অর্থকেন্দ্রিক সমস্যার সাথে বর্তমানে কোনটি যুক্ত হয়েছে?
✅ মানসিক সমস্যা
[খ] অর্থনৈতিক সমস্যা
[গ] রাজনৈতিক সমস্যা
[ঘ] পেশা নির্বাচনের সমস্য

২. আধুনিক সমাজকল্যাণ বিকাশের পটভূমি হলো-
✅ সামাজিক সমস্যার গতি পরিবর্তন
[খ] সমাজকল্যাণ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি
[গ] প্রযুক্তির ব্যবহার
[ঘ] সনাতন সমাজকর্মের দুর্বলতা

৩. কীভাবে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সৃষ্টি হয়েছে?
[ক] প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে বসবাসের ফলে
[খ] বন্য জন্তুর আক্রমণের ভয় থেকে বাঁচার তাগিদে
✅ সংঘবদ্ধ জীবনযাপনের ফলে
[ঘ] ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে

৪. কার সংজ্ঞায় মানুষের অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশের সুস্পষ্ট উলেস্নখ রয়েছে?
[ক] Grace Coyle
[খ] James Midgley
[গ] Gertrude wilson
✅ Walter A. Friedlander

৫. ফ্রিডল্যান্ডার কত সালে সমাজকল্যাণের সংজ্ঞা প্রদান করেন?
✅ ১৯৬৩ সালে
[খ] ১৯৬২ সালে
[গ] ১৯৬১ সালে
[ঘ] ১৯৬০ সালে

৬. ‘নিয়ত পরিবর্তনশীল মানব সংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে আদিম প্রকৃতির সামঞ্জস্য বিধান না হবার ফলেই সামাজিক সমস্যার সৃষ্টি হয়'- সংজ্ঞাটি কে দিয়েছেন?
[ক] রোনাল্ড সি ফেডারিকো
✅ অগবার্ন
[গ] ওয়েন ভেসি
[ঘ] চার্লস জাস্ট

৭. আধুনিক সমাজকল্যাণের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য কোনটি?
✅ মৌল মানবিক চাহিদা পূরণ
[খ] কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি
[গ] গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি
[ঘ] আত্মনিয়ন্ত্রণের অধিকার দান

৮. মানুষের অন্তর্নিহিত সত্তা ও সুপ্ত প্রতিভা বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে কোনটি?
[ক] সমাজ ব্যবস্থা
✅ সমাজ কল্যাণ
[গ] সমাজ পরিক্রমা
[ঘ] সামাজিক কার্যক্রম

৯. জনাব আরিফ প্রতিষ্ঠিত 'আলোময় গ্রাম' নামক সংগঠনটি সমাজের সকল শ্রেণির কল্যাণ সাধন করার জন্য কর্মসূচি প্রণয়ন করেছে। এ প্রতিষ্ঠানটির ধরনগত দিক কোনটি?
✅ সেবামূলক
[খ] ধর্মীয়
[গ] সাংস্কৃতিক
[ঘ] স্বেচ্ছাপ্রণোদিত

১০. পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনার মাধ্যমে সমাজে বাঞ্চিত পরিবর্তন আনয়নে মানুষকে সচেতন করে তোলে কোনটি?
[ক] সনাতন সমাজকল্যাণ
✅ আধুনিক সমাজকল্যাণ
[গ] স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ
[ঘ] অপেশাদার সমাজকল্যাণ

১১. আধুনিক সমাজকর্ম অপরাধ ও কিশোর অপরাধ নিরসনে কোন ব্যবস্থাকে অধিক গুরুত্ব দান করে থাকে?
✅ সংশোধনমূলক
[খ] প্রতিরোধমূলক
[গ] প্রতিরক্ষামূলক
[ঘ] শাস্তির মাধ্যমে

১২. প্রাক শিল্পযুগে মানুষ আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করত—
i. মানবিকতাবোধে উদ্বুদ্ধ হয়ে
ii. প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে
iii. ধর্মীয় অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩. James Midgley-এর মতানুযায়ী সমাজকল্যাণ প্রত্যয়টিকে সংজ্ঞায়িত করতে প্রয়োজন হবে—
i. বর্ণাত্মক বিশেস্নষণ
ii. বাস্তব পরিমাপযোগ্যতা
iii. গুণাত্বক বিশেস্নষণ

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪. সমাজকল্যাণকে System হিসেবে উলেস্নখ করা হয়েছে কারণ-
i. এটি সুসংগঠিতভাবে সেবা প্রদান করে
ii. বৈজ্ঞানিক পদ্ধতিতে সেবা দান করে
iii. প্রাতিষ্ঠানিকভাবে সেবা প্রদান করে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. আধুনিক সমাজকল্যাণ প্রগতিশীল তথা বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে-
i. কুসংস্কার দূর করে
ii. ধর্মীয় গোঁড়ামি পরিহার করে
iii. অদৃষ্টবাদিতা পরিহার করে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
সমাজকল্যাণের প্রথম ক্লাসে সমাজকল্যাণের সংজ্ঞা সম্পর্কে আলোচনাবকরছিলেন মান্নান স্যার। আলোচনাকালে তিনি একজন মনীষীর নাম উলেস্নখ করেন। যার সংজ্ঞায় আধুনিক সমাজকল্যাণের প্রকৃতি ও বৈশিষ্ট্যসমূহ প্ৰত্যক্ষভাবে উলেস্নখ করা হয়েছে।

১৬. উদ্দীপকে মান্নান স্যার কোন মনীষীর সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেন?
✅ ফ্রিডল্যান্ডার
[খ] জেমস মিজলে
[গ] ওয়েন ভেসি
[ঘ] চার্লস জাস্ট্র

১৭. উদ্দীপকে যে মনীষী সম্পর্কে বলা হয়েছে তার সংজ্ঞায় সমাজকল্যাণের উদ্দেশ্য হওয়া উচিত ব্যক্তি ও দলের-
i. সমেত্মাষজনক জীবন নিশ্চিত করা
ii. উন্নত স্বাস্থ্যমান অর্জনে সহায়তা করা
iii. সার্বিক কল্যাণের পথ উন্নততর করা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

১৮. শর্তহীনভাবে স্বার্থ ত্যাগ করে অপরের কল্যাণে কোনো কিছু দান করার রীতিকে কী বলে?
✅ দানশীলতা
[খ] সদকা
[গ] বায়তুল মাল
[ঘ] সমাজসেবা

১৯. সমাজকল্যাণের সনাতন দৃষ্টিভঙ্গি কী?
[ক] প্রযুক্তিগত সহায়তা ও চিকিৎসাসেবা
[খ] স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় মানবতার সেবা
✅ অন্নহীনে অন্নদান ও আর্তের সেবা
[ঘ] মানবাধিকার ও বিশ্ব শান্তি

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

২০. সনাতন সমাজকল্যাণ ব্যবস্থার মূল চালিকাশক্তি কোনটি?
[ক] ধর্ম ও নৈতিক শিক্ষা
✅ ধর্ম ও মানবতাবোধ
[গ] পরোপকারিতা ও সহযোগিতা
[ঘ] শান্তি ও জনকল্যাণমুখিতা

২১. অন্নহীনে অন্ন দান, আর্তের সেবা করা, দানশীলতা এগুলো কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] আধুনিক সমাজকর্ম
✅ সনাতন সমাজকর্ম
[গ] ধর্মীয় মূল্যবোধ
[ঘ] সাংগঠনিক কার্যাবলি

২২. সমাজকল্যাণের সনাতন দৃষ্টিভঙ্গি কী?
[ক] প্রযুক্তিগত সহায়তা ও চিকিৎসা সেবা
[খ] স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় মানবতার সেবা
✅ অন্নহীনদের অন্নদান ও আর্তের সেবা
[ঘ] মানবাধিকার ও বিশ্বশান্তি

২৩. সমাজের পশ্চাৎপদ, দুস্থ ও অসহায় শ্রেণির কল্যাণে সাহায্য করা কোনটির মূল লক্ষ্য?
✅ দানশীলতার
[খ] বায়তুল মালের
[গ] সরাইখানার
[ঘ] ধর্মগোলার

২৪. দানশীলতা নির্ভরশীল—
i. ব্যক্তির ইচ্ছার ওপর
ii. ব্যক্তির সামর্থ্যের ওপর
iii. ব্যক্তির মূল্যবোধের ওপর

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. বাধ্যতামূলক সদকার উৎস কয়টি?
[ক] একটি
✅ দুইটি
[গ] তিনটি
[ঘ] চারটি

২৬. 'উত্তম ও মিষ্টি কথা বলা সদকা' সহীহ বুখারী হাদিসের কত নং এ বর্ণিত আছে?
[ক] ২৯৮৬
[খ] ২৯৮৭
[গ] ২৯৮৮
✅ ২৯৮৯

২৭. ঐচ্ছিক সদকা প্রদানের ফলে—
i. মানুষের লঘু পাপ মোচন হয়
ii. অধিক সম্পত্তির অধিকারী হওয়া যায়
iii. পাপ মোচন হওয়ার আশায় মুসলমানরা সদকা প্রদানে উৎসাহী হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:
মজিদ সাহেব একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। যাত্রাপথে মসজিদ কিংবা হাসপাতাল নির্মাণে সাহায্য চাওয়া হয়। তিনি অকাতরে সামর্থ্য অনুযায়ী দান করেন।

২৮. উদ্দীপকে ইঙ্গিতকৃত দান প্রথাটির নাম কী?
[ক] বায়তুল মাল
✅ সদকা
[গ] ওয়াক্ফ
[ঘ] যাকাত

২৯. উক্ত প্রথা-
i. ব্যক্তির ওপর নির্ভরশীল
ii. স্বেচ্ছাপ্রণোদিত ইবাদত
iii. ধনী-দরিদ্র উভয় কর্তৃক পালিত হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৩০. 'বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের প্রধান সৎকর্মত উক্তিটি কার?
✅ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[খ] রাজা রামমোহন রায়
[গ] স্বামী বিবেকানন্দ
[ঘ] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৩১.নিপা রানি পাল নামের একজন হিন্দু বিধবার পুনরায় বিয়ে দেওয়া সম্ভব হয় কোন মনীষীর জন্য?
[ক] রাজা রামমোহন রায়
[খ] মহাত্মা গান্ধী
[গ] নারায়ণ চন্দ্র
✅ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩২. ৬০টি গরু থাকলে কয়টি বাছুর যাকাত হিসেবে দিতে হবে?
[ক] একটি
✅ দুটি
[গ] তিনটি
[ঘ] চারটি

৩৩.প্রাকৃতিক সেচের মাধ্যমে ফসল ফললে তার কত ভাগ যাকাত দান ফরজ?
[ক] ১/৫
✅ ১/১০
[গ] ১/১৫
[ঘ] ১/২০

৩৪. যাকাত প্রদানে অস্বীকারকারীকে কে 'মুরতাদ' বলে গণ্য করেছেন?
[ক] ইমাম আবু হানিফা (র.)
✅ হযরত আবু বকর সিদ্দিক (রা.)
[গ] হযরত উমর (রা.)
[ঘ] মহানবি (স.)

৩৫. যাকাত ধনীদের ওপর ফরজ কেন?
[ক] সামাজিক বাধ্যবাধকতার জন্য
✅ সম্পদে গরিবদের অধিকার আছে বলে
[গ] সম্পদ পবিত্র করার জন্য
[ঘ] সম্পদের সুষম বণ্টনের জন্য

৩৬. কুরআনের আয়াতে যাকাত প্রাপকদেরবে কয় শ্রেণিতে ভাগ করা হয়েছে?
ক পাঁচ
[খ] ছয়
[গ] সাত
✅ আট

৩৭. কোন খলিফার শাসনামলে আরব রাষ্ট্রে যাকাত গ্রহণ করার মতো কোনো দরিদ্র ব্যক্তি ছিল না?
✅ ওমর বিন আব্দুল আজিজ
[খ] হারুন-অর-রশিদ
[গ] হাজ্জাজ বিন ইউসুফ
[ঘ] ওমর ফারুক

৩৮. সম্পদের প্রয়োজন মূলত কীসের জন্য?
[ক] ভোগ বিলাসের জন্য ও
[খ] ব্যবসা করার জন্য
✅ চাহিদা পূরণের জন্য ও
[ঘ] শিক্ষার জন্য

৩৯. হযরত মুহাম্মদ (স.)-এর ঘোষণায় যাকাতের মাধ্যমে বজায় থাকে-
i. সমাজিক প্রগতি
ii. সামাজিক সমন্বয়
iii. সামাজিক সংহতি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন পত্রিকায় বাল্যবিবাহের দোষ প্রবন্ধটি প্রকাশ করেন?
[ক] হিতকারী
✅ সর্বশুভকারী
[গ] সমাচার দর্পণ
[ঘ] মিহির

৪১. সমাজকল্যাণে যাকাতের গুরুত্ব হলো—
i. দরিদ্র শ্রেণির কল্যাণে সম্পদশালীদের সচেতন করে তোলে
ii. সামাজিক ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার উত্তম পন্থা
iii. অসংখ্য দরিদ্র শ্রেণিকে আর্থিক দিক দিয়ে প্রতিষ্ঠিত করে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

নিচের উদ্দীপকটি পড় এবং ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও:
মাহমুদার প্রায় দশ ভরি স্বর্ণ রয়েছে। তার স্বামী তাকে বলল এ স্বর্ণের ওপর গরিবদের হক রয়েছে। তাই স্বর্ণের দাম হিসাব করে টাকা দান করতে হবে। মাহমুদা রাজি না হলে তার স্বামী এর গুরুত্ব সম্পর্কে বলেন ।

৪২. উদ্দীপকে কোন ঐতিহ্যগত প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
[ক] বায়তুল মাল
✅ যাকাত
[গ] ওয়াকফ
[ঘ] সদকা

৪৩. সমাজকল্যাণে উক্ত বিষয়ের গুরুত্ব সম্পর্কে বলা যায়—
i. ব্যক্তির আত্মোন্নয়ন ক্ষমতার বিকাশ ঘটায়
ii. নৈতিক উন্নয়ন সাধন করে
iii. সামাজিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৪৪. কোন নীতির ওপর ভিত্তি করে ধর্মগোলার উদ্ভব?
[ক] সুদহীন ঋণদানের মাধ্যমে কৃষকের মুক্তি
[খ] দুর্গত মানুষকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা
✅ স্থানীয় ভিত্তিতে স্থানীয় সমস্যার মোকাবিলা
[ঘ] জাতীয় ভিত্তিতে স্থানীয় সমস্যার মোকাবিলা

৪৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাদ্য সমস্যা ও দুর্ভিক্ষ মোকাবিলায় কোন প্রতিষ্ঠান গঠন করা হয়?
[ক] লঙ্গরখানা
[খ] সরাইখানা
✅ ধর্মগোলা
[ঘ] এতিমখানা

৪৬. কে গ্রান্ড ট্রাঙ্ক রোডের পাশে সরকারি ব্যবস্থাপনায় হিন্দু-মুসলমানদের জন্যে পৃথক সরাইখানার ব্যবস্থা করেছিলেন?
[ক] ফিরোজ শাহ
[খ] সম্রাট অশোক
✅ শের শাহ
[ঘ] সিরাজ শাহ

HSC সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

৪৭. ধর্মগোলা প্রতিষ্ঠা করা হয়েছিল—
i. স্থানীয় পর্যায়ে দুর্ভিক্ষ মোকাবিলার লক্ষ্যে
ii. কৃষকদের মধ্যে শস্য বিতরণ
iii. স্থানীয় পর্যায়ে খাদ্যাভাব মোকাবিলার লক্ষ্যে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮. দেবোত্তর সম্পত্তি দান করতে দেখা যায়—
i. সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের
ii. সাবেক হিন্দু জমিদারদের
iii. হিন্দু মানবহিতৈষী ব্যক্তিবর্গকে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. বায়তুল মালের প্রধান উদ্দেশ্য কী?
[ক] সকলের মৌল চাহিদা নিশ্চিতকরণ
[খ] রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখা
[গ] রাষ্ট্রের আয়-ব্যয় নির্বাহ করা
✅ রাষ্ট্রের কল্যাণমূলক কাজ করা

৫০. কার আমলে প্রথম রাষ্ট্রের ধনসম্পদে আপামর জনগণের হিস্যা স্বীকার করে নেওয়া হয়?
[ক] হযরত আবু বকর (রা)
[খ] হযরত আলী (রা)
[গ] হযরত ওসমান (রা)
✅ হযরত ওমর (রা)

৫১. বায়তুল মালে জমাকৃত সম্পদের খাতসমূহের অন্তর্ভুক্ত —
i. উত্তরাধিকারবিহীন ধনসম্পত্তি
ii. অমুসলিম নাগরিকদের কাছ থেকে আদায়কৃত জিজিয়া কর
iii. মানবহিতৈষী ব্যক্তিবর্গের স্বেচ্ছায় দানকৃত ধনসম্পদ

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. কোনো মুসলমানের সম্পত্তি আংশিক বা সম্পূর্ণভাবে ধর্মীয় ও জনহিতকর কাজে স্থায়ীভাবে দান করাকে ইসলামি পরিভাষায় কী বলে?
[ক] সদকা
✅ ওয়াকফ
[গ] যাকাত
[ঘ] ধর্মগোলা

৫৩. ওয়াকফের শাব্দিক অর্থ কী?
[ক] ঘর
[খ] আগার
[গ] মাল
✅ আটক

৫৪. কার মতে 'ওয়াকফ' শব্দের অর্থ কোনো নির্দিষ্ট বস্তুতে ওয়াকিফ?
[ক] ইমাম আবু ইউসুফের
[খ] ইমাম মুহাম্মদের
✅ ইমাম আবু হানিফা-এর (র)
[ঘ] ইমাম তিরমিযির

৫৫. খান বাহাদুর ওয়াক্ফ এস্টেট কোথায় অবস্থিত?
[ক] ঢাকায়
[খ] চট্টগ্রামে
✅ সিলেটে
[ঘ] খুলনায়

৫৬. ১৯৪৩ সালে তৎকালীন সরকার কয়টি এতিমখানা স্থাপন করেন?
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ১৫টি

৫৭. ওয়াকফের শর্ত হলো—
i. ওয়াকফেরকারীকে সাবালক হতে হবে
ii. ওয়াকফের উদ্দেশ্য নির্দিষ্ট হতে হবে
iii. ওয়াকফেরকারীকে সুস্থ মনের অধিকারী হতে হবে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. সমাজকল্যাণে ওয়াকফের গুরুত্ব হলো—
i. বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলে
ii. সমাজের দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণ সাধন করে
iii. কেবলমাত্র ধনীদের কল্যাণ সাধন করে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দাও:
ফিরোজ আহমেদ গত ৩০ বছর যাবৎ একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার প্রতিষ্ঠানটি পরিত্যক্ত, এতিম ও দুস্থ পরিবারের শিশু ও কিশোরদের আশ্রয় ও ভরণ-পোষণের ব্যবস্থা করে থাকে। এটি সনাতন সমাজকল্যাণ প্রতিষ্ঠানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ।

৫৯. উদ্দীপকে ফিরোজ সাহেব কোন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন?
✅ এতিমখানা
[খ] ডে-কেয়ার সেন্টার
[গ] প্রাথমিক বিদ্যালয়
[ঘ] কিশোর অপরাধ সংশোধন কেন্দ্র

৬০. উক্ত প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য হলো—
i. শিশু-কিশোরদের অন্তর্নিহিত ক্ষমতা বিকাশের জন্যে শিক্ষা ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা
ii. মেয়ে নিবাসীদের বিয়ে দিয়ে সাংসারিক জীবনে পুনর্বাসনে ব্যবস্থা করা
iii. একঘেয়েমি দূর করার জন্যে বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা করা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৬১. সমাজসেবার মূল লক্ষ্য কী?
[ক] মানুষকে সচেতন করা
[খ] মানুষকে অর্থনৈতিক সম্পদে পরিপূর্ণ
✅ মানুষকে সহায়তা করা
[ঘ] মানুষকে আচার-আচরণ শিক্ষা দেওয়া

৬২. আধুনিক পরিবর্তনশীল সমাজজীবনে সমাজকর্ম ও সমাজসেবার উদ্ভব হয়েছে কীসের ওপর ভিত্তি করে?
[ক] মানুষের আনন্দ সুখের প্রেক্ষিতে
[খ] মানুষের আর্থ-সামাজিক চাহিদার প্রেক্ষিতে
✅ মানুষের নানাবিধ ও বিচিত্র সমস্যার প্রেক্ষিতে
[ঘ] মানুষের শান্তি-শৃঙ্খলার প্রেক্ষিতে

৬৩. প্রাক-শিল্পযুগে সমাজসেবার চালিকাশক্তি ছিল—
✅ ধর্মীয় অনুশাসন
[খ] বিভিন্ন ট্যাবু
[গ] ভ্রাতৃত্ববোধ
[ঘ] সেনা শাসন

৬৪. সমাজকল্যাণ ও সমাজসেবার মধ্যে সাদৃশ্য হলো উভয়টি —
i. মানবকল্যাণ ও মানবসম্পদ উন্নয়নে ব্যাপৃত
ii. সরকারি ও বেসরকারি পর্যায়ে সংগঠিত কার্যক্রম
iii. শুধুমাত্র প্রশিক্ষণ ও প্রতিষ্ঠানের অবকাঠামো
উন্নয়নে কর্মসূচি

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৫. সমাজকর্ম ও সমাজসেবার মূল লক্ষ্য হলো—
i. পশ্চাৎপদ ও দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন
ii. মানুষকে স্বাবলম্বী করা
iii. কল্যাণরাষ্ট্রের ভিত তৈরি করা

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. সমাজকর্মের আধুনিকতার বীজ রোপিত রয়েছে কোন কর্মসূচির মাধ্যমে?
[ক] সমাজসেবা
✅ সামাজিক নিরাপত্তা
[গ] সদক
[ঘ] দানশীলতা

৬৭. কোন কারণে সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রবর্তন করা হয়?
✅ আকস্মিকভাবে উৎপন্ন বিপদের মোকাবিলায়
[খ] সামাজিক উন্নয়নের অভিপ্রায়ে
[গ] রাজনৈতিক স্থিতিশীলতা আনতে
[ঘ] মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে

৬৮. কোনটি ব্যক্তি ও তার পরিবারের জন্য একটি অর্থনৈতিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে স্বীকৃত?
✅ সামাজিক নিরাপত্তা
[খ] সামাজিক অনুষ্ঠান
[গ] ধর্মীয় অনুষ্ঠান
[ঘ] সামাজিক রীতিনীতি

৬৯. স্বামীর মৃত্যুর কত বছর পর বেগম রোকেয়া ভাগলপুরে 'সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল' প্রতিষ্ঠা করেন?
✅ ৫ বছর
[খ] ১০ বছর
[গ] ১৫ বছর
[ঘ] ২০ বছর

৭০. কোন সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় সেবাগ্রহীতার আইনগত কোন অধিকার নেই?
[ক] অবসর ভাতা
[খ] জীবন বিমা
✅ সামাজিক সাহায্য
[ঘ] কল্যাণ তহবিল

৭১. সামাজিক নিরাপত্তা কর্মসূচির সৃষ্টি হয় কোন আইন দ্বারা?
[ক] ১৮৩৪ সালের দরিদ্র আইন
[খ] ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশন
✅ ১৯৪২ সালের বিভারিজ রিপোর্ট
[ঘ] ১৯৮৫ সালের আইন দ্বারা

৭২. উদ্দেশ্য ও লক্ষ্যের ভিত্তিতে যেসব বিষয়ের মিল রয়েছে—
i. সমাজকর্ম
ii. সামাজিক নিরাপত্তা
iii. রাষ্ট্রবিজ্ঞান

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

৭৩. সামাজিক পরিবর্তনের ফলে—
✅ সামাজিক আইন, রীতিনীতি, মূল্যবোধের পরিবর্তন হয়।
[খ] মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হয়
[গ] সমাজে ধনী দরিদ্রের বৈষম্য বৃদ্ধি পায়
[ঘ] সামাজিক সমস্যা তৈরি হয়

৭৪. শহরায়ন পরিকল্পিত পরিবর্তন কেন?
✅ জীবনমান উন্নয়নের জন্য
[খ] ইচ্ছাকৃতভাবে পরিবর্তন ঘটায় বলে
[গ] বাঞ্ছিত পরিবর্তন আনয়ন করে বলে
[ঘ] অবাঞ্ছিত পরিবর্তন আনয়ন করে বলে

৭৫. সামাজিক পরিবর্তনকে আবশ্যকীয় বিষয় হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এটি ছাড়া -
i. কল্যাণ প্রত্যাশা করা যায় না।
ii. সমাজ ব্যবস্থার অপরিহার্য অংশের পরিবর্তে সম্ভব নয়
iii. সামাজিক অগ্রগতি সম্ভব নয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. সামাজিক উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে জনসমষ্টির জীবনমান উন্নয়নে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
[ক] সমাজবিজ্ঞান
✅ সমাজকর্ম
[গ] রাষ্ট্রবিজ্ঞান
[ঘ] নৃবিজ্ঞান

৭৭. সামাজিক উন্নয়ন বলতে বোঝায়-
[ক] অপ্রত্যাশিত নেতিবাচক পরিবর্তন
✅ বাঞ্ছিত ইতিবাচক পরিবর্তন
[গ] অপরিকল্পিত প্রাকৃতিক ও পরিবর্তন
[ঘ] সমাজের এক স্তর হতে অন্য স্তরে রূপান্তর

৭৮. সমাজকর্মী আবুল হোসেন কিছু কৌশল অবলম্বন ও প্রয়োগ করে সমাজের বাঞ্ছিত পরিবর্তন আনয়নে বেশ তৎপর। উদ্দীপকে বর্ণিত আবুল হাসেন কীভাবে সামাজিক কল্যাণ সুনিশ্চিত করতে সক্ষম হবেন।
✅ সম্পদ ও সামর্থ্যের সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে
[খ] সম্পদ ও সামর্থ্যের সমন্বয় সাধনের মাধ্যমে
[গ] সম্পদ ও সামর্থ্যের বিকাশ সাধনের মাধ্যমে
[ঘ] সম্পদ ও সামর্থ্য পরিমাপের মাধ্যমে

৭৯. সমাজকর্মের মূল লক্ষ্য হচ্ছে—
i. সমাজের পরিবর্তন সাধন
ii. সরকার কাঠামোর পরিবর্তন সাধন
iii. কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. রেহানা তার স্বামীর নির্যাতনে দিশেহারা। রেহানা কী করবে কিছুই বুঝতে পারছিল না। এমন সময় 'ক' নামক একজন ব্যক্তি তাকে তার সমস্যা সমাধানের ক্ষেত্রে পরামর্শ দেন এবং শেষ পর্যন্ত তার সমস্যা সমাধান করে দেন। 'ক'-এর পরিচয় হচ্ছে?
✅ সমাজকর্মী
[খ] আইনজীবী
[গ] প্রকৌশলী
[ঘ] শিক্ষক

৮১. কতকগুলো আদর্শ মূল্যবোধ ও রীতিনীতির সমষ্টি মানুষের শৃঙ্খলাবদ্ধ আচরণকে পরিচালিত করলে তাকে কী বলে?
[ক] সামাজিক পরিবর্তন
[খ] সামাজিক উন্নয়ন
[গ] সমাজ সেবা
✅ সামাজিক নিয়ন্ত্রণ

৮২. সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো—
i.সমাজের শৃঙ্খলা রক্ষা করা
ii. সমাজের সংহতি বজায় রাখা
iii. পরিবর্তনশীল সমাজের ভারসাম্য রক্ষা করা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৩. সমাজব্যবস্থায় বিভিন্ন প্রথা, প্রতিষ্ঠান, রীতিনীতি, আইন, সামাজিক মূল্যবোধ ও আদর্শ যা সমাজের জন্য ক্ষতিকর বিবেচিত সেগুলো অপসারণের জন্য জনগণের সুসংগঠিত ও সমন্বিত প্রচেষ্টাকে কী বলে?
[ক] সামাজিক নিয়ন্ত্রণ
[খ] সামাজিক পরিবর্তন
✅ সামাজিক আন্দোলন
[ঘ] সামাজিক রীতিনীতি

৮৪. 'সামাজিক আন্দোলন হলো অনেক মানুষের অংশগ্রহণের মাধ্যমে জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণে আইন, সরকারের নীতি বা সামাজিক আদর্শ পরিবর্তনের একটি সমন্বিত প্রচেষ্টা'ত সংজ্ঞাটির উৎস কী?
[ক] সমাজবিজ্ঞান অভিধান
✅ সমাজকর্ম অভিধান
[গ] সমাজকল্যাণ অভিধান
[ঘ] রাষ্ট্রবিজ্ঞান অভিধা

৮৫. সমাজ সংস্কার করা হয় কেন?
[ক] উন্নত সমাজ গঠনের জন্য
✅ সমাজের দোষত্রুটি অপসারণের জন্য
[গ] সামাজিক আন্দোলনের জন্য
[ঘ] সমাজ সেবার জন্য

৮৬. 'The Dictionary of Sociology' গ্রন্থটিকে সম্পাদনা করেন?
✅ হেনরি ফেয়ারচাইন্ড
[খ] আর এম ম্যাকাইভার
[গ] ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
[ঘ] জন লক

৮৭. সমাজ সংস্কার আন্দোলন গড়ে তোলার উপায় নিচের কোনটি?
✅ সচেতনতা সৃষ্টি → জনমত গঠন → প্রশাসনিক কাঠামো গঠন
[খ] জনমত সৃষ্টি → সংগঠন → সচেতনতা সৃষ্টি
[গ] প্রশাসনিক কাঠামো গঠন → জনমত → সচেতনতা সৃষ্টি
[ঘ] সামাজিক আন্দোলন → জনমত সৃষ্টি → সংগঠন

৮৮.কোনটি সৃষ্টিতে সমাজ সংস্কার ও সামাজিক আন্দোলন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে?
[ক] অর্থনৈতিক পরিবেশ
✅ সামাজিক পরিবেশ
[গ] রাজনৈতিক পরিবেশ
[ঘ] সাংস্কৃতিক পরিবেশ

৮৯. সমাজ সংস্কারের মাধ্যমে সমাজব্যবস্থাকে
i. কল্যাণকর অবস্থায় নেওয়া যায়
ii. মঙ্গলজনক অবস্থায় নেওয়া যায়
iii. উন্নতির পথে নেওয়া যায়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯০. সংস্কার অর্থ হচ্ছে—
i. সংশোধন
ii. পরিবর্তন
iii. স্থিতিশীল

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯১. কোন ধর্ম মতে, স্বামীর সাথে একই চিতায় স্ত্রীর মৃত্যু হলে স্বামী-স্ত্রী উভয়েই স্বর্গবাসী হবে এবং পতির পিতৃ-মাতৃ উভয় কুলের তিন পুরুষ পাপমুক্ত হবে?
[ক] ইসলাম ধর্ম
✅ হিন্দু ধর্ম
[গ] জৈন ধর্ম
[ঘ] খ্রিষ্ট ধর্ম

৯২. কে সতীদাহ প্রথা রদ করার জন্য হিন্দু সমাজকে সচেতন ও সংঘবদ্ধ করেছিল?
[ক] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✅ রাজা রামমোহন রায়
[গ] লর্ড বেন্টিংক
[ঘ] লর্ড ডালহৌসি

৯৩. সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ গ্রন্থটি কার লেখা?
✅ রাজা রামমোহন রায়
[খ] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[গ] বেগম রোকেয়া
[ঘ] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৯৪. প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ' গ্রন্থটি কত সালে রচিত হয়?
✅ ১৮১৮ সালে
[খ] ১৮১৯ সালে
[গ] ১৮২০ সালে
[ঘ] ১৮২১ সালে

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

৯৫. মুহসিন ট্রাস্ট গঠন করা হয়
[ক] সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য
[খ] ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য
✅ গরিব ও মেধাবী ছাত্রদের শিক্ষালাভে সহায়তার জন্য
[ঘ] রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য

৯৬. তুহফাত-উল-মুহাহিদীন গ্রন্থের রচয়িতা-
i. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ii. রবীন্দ্রনাথ ঠাকুর
iii. রাজা রামমোহন রায়

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii

৯৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা রেনেসার প্রতীকী পুরুষ হিসেবে বিবেচনা করা হয় কেন?
[ক] সতীদাহ প্রথা রদ করার জন্য
[খ] মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করার জন্য
✅ হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলনের জন্য,
[ঘ] উপমহাদেশের রাজনৈতিক সংস্কারে ভূমিকা রাখার জন্য

৯৮. 'বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ্বিবিষয়ক প্রস্তাব'—গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
[ক] ১৮৫৪
✅ ১৮৫৫
[গ] ১৮৫৬
[ঘ] ১৮৫৭

৯৯. 'বাল্যবিবাহের দোষ' প্রবন্ধটি প্রকাশ করেন কে?
[ক] রবীন্দ্রনাথ ঠাকুর
[খ] কাজী নজরুল ইসলাম
[গ] রাজা রামমোহন রায়
✅ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১০০. বিধবা বিবাহ আইন পাস হয় কোন সালে?
[ক] ১৮২৯
[খ] ১৮৩৩
✅ ১৮৫৬
[ঘ] ১৮৭০
Share:

0 Comments:

Post a Comment