HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Psychology 1st Paper mcq question and answer. HSC Psychology 1st Paper mcq Questions pdf download. HSC Monobiggan 1st paper mcql Proshno Uttor.

উচ্চ মাধ্যমিক
মনোবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৭

HSC Psychology
1st Paper
mcq Question and Answer pdf download

১. মেয়েদের বয়োসন্ধিকালের সীমা কত?
[ক] ১০-১১ বছর
[খ] ১২-১৩ বছর
✅ ১১-১৫ বছর
[ঘ] ১২-১৬ বছর

২. তারুণ্যের প্রথম পর্যায়ে যখন যৌন বৈশিষ্ট্যসমূহ স্পষ্ট হয়ে উঠে সে অবস্থাটিকে কী বলা হয়?
[ক] তরুণ
[খ] যৌবন
✅ বয়োসন্ধি
[ঘ] শৈশব

৩. বয়োসন্ধি হলো যৌন অঙ্গপ্রত্যঙ্গ পরিপক্কতা অর্জনের বয়স- কে বলেছেন?
[ক] Williams
[খ] Morgan
✅ A.W. Root
[ঘ] Schopler

৪. বয়োসন্ধিকালের স্বায়িত্ব কেমন?
[ক] দীর্ঘস্থায়ী
✅ স্বল্পস্থায়ী
[গ] নির্দিষ্ট
[ঘ] বেশি বা কম দুটোই হতে পারে

৫. ছেলেদের শৈশব পর্যায়ের কোন সময়টি বয়োসন্ধিকালের অন্তর্ভুক্ত?
[ক] ৮/৯ বছর
[খ] ৯/১০ বছর
[গ] ১০/১১ বছর
✅ ১১/১২ বছর

৬. মেয়েদের শৈশব পর্যায়ের কোন সময়টা বয়োসন্ধিকালের অন্তর্ভুক্ত?
[ক] ৭/৮ বছর
[খ] ৮/৯ বছর
[গ] ৯/১০ বছর
✅ ১০/১১ বছর

৭. ছেলেদের তারুণ্যের ক্ষেত্রে কোন সময়টি বয়োসন্ধিকালের অন্তর্ভুক্ত?
[ক] ১৩ বছর
✅ ১৫ বছর
[গ] ১৭ বছর
[ঘ] ১৮ বছর

৮. মেয়েদের তারুণ্যের ক্ষেত্রে কোন সময়টি বয়োসন্ধিকালের অন্তর্ভুক্ত?
[ক] ১১ বছর
[খ] ১৩ বছর
✅ ১৪ বছর
[ঘ] ১৫ বছর

৯. বয়োসন্ধির কোন পর্যায়ে নেতিবাচক মনোভাব ও আচরণ দেখা যায়?
✅ বয়োসন্ধির শুরুতে
[খ] বয়োসন্ধির মাঝামাঝি
[গ] বয়োসন্ধির শেষে
[ঘ] যৌন ক্ষমতা অর্জনের পর

১০. আমাদের দেশে মেয়েদের যৌন পরিপক্কতা অর্জনের গড় বয়স কত?
[ক] ১১ বছর
✅ ১২ বছর
[গ] ১৩ বছর
[ঘ] ১৪ বছর

১১. আমাদের দেশে ছেলেদের যৌন পরিপক্কতা অর্জনের গড় বয়স কত?
[ক] ১০ বছর
[খ] ১১ বছর
[গ] ১২ বছর
✅ ১৩ বছর

১২. বয়োসন্ধিকালের প্রধান বৈশিষ্ট্য কী?
✅ প্রজনন যন্ত্রের পূর্ণতা প্রাপ্তি
[খ] শারীরিক শক্তি বৃদ্ধি
[গ] মানসিক পরিপক্কতা অর্জন
[ঘ] কণ্ঠস্বরের পরিবর্তন

১৩. মেয়েদের ক্ষেত্রে যৌন পূর্ণতা প্রাপ্তি ধরা হয় কখন থেকে?
[ক] শৈশব থেকে
✅ প্রথম ঋতু আরম্ভ হওয়ার সময় থেকে
[গ] বয়োসন্ধির ১ম পর্যায় থেকে
[ঘ] তারুণ্য প্রাপ্তির পর থেকে

১৪. বয়োসন্ধিকালে মেয়েদের ক্ষেত্রে কোনটি হয়?
[ক] অন্তকোষ বৃদ্ধি শুরু হয়
[খ] বীর্যপাতের শুরু হয়
✅ ঋতু শুরু হয়
[ঘ] দাড়ি জন্মায়

১৫. গোনাডোট্রপিক হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
✅ পিটুইটারি গ্রন্থি
[খ] অগ্ন্যাশয় গ্রন্থি
[গ] যৌন গ্রন্থি
[ঘ] পিনিয়াল গ্রন্থি

১৬. বয়োসন্ধিকালে কোন হরমোনের প্রভাবে যৌন পরিবর্তন শুরু হয়?
[ক] কর্টিসোল
[খ] অক্সিটোসিন হরমোন
[গ] এন্টিডিউরেটিক হরমোন
✅ গোনাডোট্রপিক হরমোন

১৭. ডিম্ব জরায়ুতে যায় কোনটি দিয়ে?
[ক] ধমনী
[খ] শিরা
✅ ফেলোপিয়ান নালি
[ঘ] যৌননালি

১৮. গুপ্তলোমের আবির্ভাবের কতদিনের মধ্যে প্রথম বীর্যপাত দেখা যায়?
[ক] ছয় মাস
✅ এক বছর
[গ] দেড় বছর
[ঘ] দুই বছর

১৯. মেয়েদের ঋতু শুরু হয় কত বছর বয়স থেকে?
[ক] ৮/৯ বছর
[খ] ৯/১০ বছর
[গ] ১১/১২ বছর
✅ ১২/১৩ বছর

২০. কোন সময়ে ছেলে-মেয়েরা সবার সাথে মেলামেশা করতে চায় না?
[ক] শৈশবকালে
✅ বয়োসন্ধিকালে
[গ] তারুণ্যে
[ঘ] যৌবনে

২১. কোন সময়ে ছেলে-মেয়েদের মধ্যে উদ্বেগ, দুশ্চিন্তা ও অস্থিরতা বাসা বাঁধে?
[ক] শৈশবে
✅ বয়োসন্ধিকালে
[গ] তারুণ্যে
[ঘ] যৌবনে

২২. বয়োসন্ধিকালের বৈশিষ্ট্য কোনটি?
[ক] উলস্নাস
[খ] সবার সাথে মেলামেশা
✅ দুশ্চিন্তা
[ঘ] হাসিখুশি

২৩. ক্লিফোর্ড বিয়ার্স কী ছিলেন?
[ক] মনোবিজ্ঞানী
✅ সমাজকর্মী
[গ] উন্নয়নকর্মী
[ঘ] চিকিৎসক

২৪. ক্লিফোর্ড বিয়ার্স তার আত্মজীবনীতে কিসের বর্ণনা দেন?
[ক] জেনারেল হাসপাতালের
✅ মানসিক হাসপাতালের
[গ] স্কুলের
[ঘ] সাধারণ মানুষের

২৫. ক্লিফোর্ড বিয়ার্স কত সালে তার আত্মজীবনী প্রকাশ করেন?
[ক] ১৯০০ সালে
[খ] ১৯০৪ সালে
✅ ১৯০৮ সালে
[ঘ] ১৯১২ সালে

২৬. ক্লিফোর্ড বিয়ার্স কত বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন?
[ক] ১৩ বছর
[খ] ১৫ বছর
[গ] ২০ বছর
✅ ২৪ বছর

২৭. ক্লিফোর্ড বিয়ার্স তার আত্মজীবনীতে কোন দৃষ্টিকোণ থেকে হাসপা বর্ণনা দেন?
[ক] পারিবারিক দৃষ্টিকোণ থেকে
✅ রোগের দৃষ্টিকোণ থেকে
[গ] পরিবেশের দৃষ্টিকোণ থেকে
[ঘ] সামাজিক দৃষ্টিকোণ থেকে

২৮. ক্লিফোর্ড বিয়ার্সের মানসিক স্বাস্থ্য আন্দোলনের কয়টি প্রধান উদ্দেশ্য ছিল?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

২৯. WHO-এর পূর্ণরূপ কী?
[ক] World Heart Organization
[খ] World Health Office
✅ World Health Organization
[ঘ] World Health Officer

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৩০. কবি সাহিত্যিকদের ভাষায় বয়োসন্ধিকালকে কী বলা হয়?
[ক] উত্তরণকাল
[খ] মুক্তির কাল
✅ সংকটকাল
[ঘ] বাল্যকাল

৩১. কোন বয়সকে ঝড়-ঝঞ্চার বয়স বলা হয়?
[ক] শৈশবের বয়সকে
✅ বয়োসন্ধির বয়সকে
[গ] যৌবনের বয়সকে
[ঘ] বার্ধকের বয়সকে

৩২. কোন সময় আত্মসচেতনতার বয়স?
[ক] শৈশবের সময়
✅ বয়োসন্ধির সময়
[গ] যৌবনের সময়
[ঘ] বার্ধকের সময়

৩৩. জন্মের পর মায়ের ব্যক্তিত্ব ও তার দৃষ্টিভঙ্গি শিশুর উপর কেমন প্রভাব ফেলে?
[ক] সামান্য প্রভাব ফেলে
✅ বিরাট প্রভাব ফেলে
[গ] প্রভাব ফেলে না
[ঘ] মোটেও প্রভাব ফেলে না

৩৪. কোনটি শিশুর স্বাস্থ্য ও সুষম আবেগপূর্ণ আচরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ?
[ক] গরুর দুধ
[খ] ভাত
[গ] শাকসবজি
✅ মাতৃস্তন্য

৩৫. শিশুর ধারণা ও বিশ্বাস মা-বাবার কাছ থেকে আসে, কে বলেছেন?
[ক] William James
[খ] Willhelm Wundt
✅ Berelson
[ঘ] John B. Watson

৩৬. Bcrelson এবং Seiner কত সালে অভিমত ব্যক্ত করেন যে, শিশুর বারণা ও বিশ্বাস মা-বাবার কাছ থেকে আসে?
[ক] ১৯০৮
✅ ১৯৬৪
[গ] ১৯৩৮
[ঘ] ১৯৮৪

৩৭. শিশুরা তাদের মা-বাবাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন দান করে’- এ অভিমত ব্যক্ত করেন কে?
[ক] Berelson
[খ] Seiner
[গ] Skiner
✅ Bealer

৩৮.কোন সময়ে ছেলেমেয়েরা অনেকটা স্বাধীনচেতা হয়?
[ক] শৈশবকালে
✅ বয়োসন্ধিকালে
[গ] যৌবনকালে
[ঘ] বার্ধক্যে

৩৯. বৃত্তি নির্বাচন ছেলে মেয়েদের কী করে তোলে?
[ক] দুর্বল
[খ] পরাধীন
✅ স্বাধীন ও স্বাবলম্বী
[ঘ] বুদ্ধিমান

৪০.কোথা ছেলে-মেয়েরা নিজেদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে একটি ধারণা অর্জন করে থাকে?
[ক] প্রাথমিক বিদ্যালয় থেকে
[খ] সমাজ থেকে
✅ উচ্চ বিদ্যালয় থেকে
[ঘ] বিশ্ববিদ্যালয় থেকে

৪১. আমাদের দেশে ছেলে-মেয়েরা কোন শ্রেণি হতে বিভিন্ন বিভাগ খুজে নেয়?
[ক] ষষ্ঠ শ্রেণি
[খ] অষ্টম শ্রেণি
✅ নবম শ্রেণি
[ঘ] দ্বাদশ শ্রেণি

৪২. আমাদের দেশে নবম শ্রেণিতে কতটি শাখা আছে?
[ক] ১টি
[খ] ২টি
✅ ৩টি
[ঘ] ৪টি

৪৩. কোন বয়োস পর্যন্ত ছেলে-মেয়েরা নিজেদের দক্ষতার বাইরে জীবিকা পছন্দ করতে পারে?
✅ ১১/১২ বছর
[খ] ১৩/১৪ বছর
[গ] ১৫/১৬ বছর
[ঘ] ১৮/১৯ বছর

৪৪. কত বৎসরের পর ছেলে-মেয়েরা জীবনের প্রেক্ষাপটে বৃত্তি বা পেশা বাছাই করে নয়?
[ক] ১৩ বছর
[খ] ১৫ বছর
✅ ১৭ বছর
[ঘ] ২১ বছর

৪৫. বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে কার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ?
[ক] প্রতিবেশীর
✅ মা-বাবার
[গ] ভাই-বোনের
[ঘ] বন্ধু-বান্ধবের

৪৬. কোন কালের ছেলে-মেয়েরা মা-বাবার প্রতি অনুরক্ত থাকে বেশি?
[ক] শৈশবকলের
✅ বয়োসন্ধিকালের
[গ] যৌবনকালের
[ঘ] বার্ধকের

৪৭. বয়োসন্ধিকালে কারা সামাজিকীকরণের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে?
[ক] মা-বাবা
[খ] বড় ভাইরা
✅ সমবয়সী বন্ধুরা
[ঘ] শিক্ষকরা

৪৮. বয়োসন্ধিকালে একাধারে বন্ধু, আশ্রয় এবং উদ্বেগ মুক্তির সর্বোৎকৃষ্ট স্থান কোনটি?
[ক] ভাই-বোন
✅ বয়োসন্ধিকালের সঙ্গীরা
[গ] আত্মীয়স্বজন
[ঘ] পাড়াপ্রতিবেশী

৪৯. Hollingshed কতসালে বয়োসন্ধিকালে তিন প্রকারের দল দেখতে পান?
[ক] ১৯০৯
[খ] ১৯২৯
✅ ১৯৪৯
[ঘ] ১৯৬৯

৫০. বয়োসন্ধিকালের প্রথম দলটি কী?
✅ সবচেয়ে সস্তান্ত দল
[খ] ভালো ছেলে-মেয়েদের দল
[গ] অপরিচ্ছ দল
[ঘ] পরিচ্ছন্ন দল

৫১. বয়োসন্ধিকালর দ্বিতীয় দলটি কী?
[ক] সবচেয়ে সম্প্রান্ত দল
✅ ভালো ছেলেমেয়েদের দল
[গ] অপরিচ্ছন্ন দল
[ঘ] পরিচ্ছন্ন দল

৫২. বয়োসন্ধিকালের তৃতীয় দলটি কী?
[ক] সবচেয়ে সম্ভ্রান্ত দল
[খ] ভালো ছেলে-মেয়েদের দল
✅ অপরিচ্ছন্ন দল
[ঘ] বন্ধুদের দল

৫৩. সুখের জন্য কয় ধরনের স্বীকৃতির প্রয়োজন?
✅ দুই ধরনের
[খ] তিন ধরনের
[গ] চার ধরনের
[ঘ] পাঁচ ধরনের

HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

৫৪. নিজের জীবনে পরিতৃপ্ত হওয়া কোন ধরনের স্বীকৃতি?
[ক] সামাজিক স্বীকৃতি
[খ] পারিবারিক স্বীকৃতি
[গ] অর্থনৈতিক স্বীকৃতি
✅ আত্মস্বীকৃতি

৫৫. সুখের দ্বিতীয় উপাদান কী?
[ক] স্বীকৃতি
[খ] কৃতিত্ব অর্জন
✅ অন্যের স্নেহ-ভালোবাসা
[ঘ] মর্যাদা

৫৬. কোন সময়ে ছেলে-মেয়েদের সাথে মা-বাবার প্রায়ই মতোবিরোধ হয়?
[ক] শৈশবকালে
✅ বয়োসন্ধিকালে
[গ] যৌবনকালে
[ঘ] বার্ধক্যে

৫৭. কোন বয়সে ছেলে-মেয়েদের স্বাধীন চিন্তাধারা বিকাশ হয়?
[ক] শৈশবকালে
✅ বয়োসন্ধিকালে
[গ] যৌবনকালে
[ঘ] বার্ধক্যে

৫৮. মেয়েদের তুলনায় ছেলেদের স্বাবলম্বী হওয়ার পরিমাণ কেমন?
[ক] কম
[খ] খুবই কম
✅ বেশি
[ঘ] একই

৫৯. ছাত্র-ছাত্রীদের আত্মচেতনা জাগার সময় কোনটি?
✅ বয়োসন্ধিকাল
[খ] শৈশবকাল
[গ] যৌবনকাল
[ঘ] বার্ধক্য

৬০. জাগ্রত মনোভাবের বয়োস কোনটি?
[ক] শৈশবকাল
[খ] যৌবনকাল
✅ বয়োসন্ধিকাল
[ঘ] বার্ধক্য

৬১. দল গঠনের বয়োস কোনটি?
[ক] শৈশবকাল
✅ বয়োসন্ধিকাল
[গ] যৌবনকাল
[ঘ] বার্ধক্য

৬২. সমবয়সী দলের মর্যাদা কিসের উপর র্নিভরশীল?
[ক] অর্থনৈতিক অবস্থা
✅ সামাজিক শ্রেণিবিন্যাস
[গ] ক্ষমতার উপর
[ঘ] শিক্ষার উপর

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৬৩. নিম্নবিত্তের ছেলেরা কতটি পুরুয়োচিত বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েছে?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৬৪. নিম্নবিত্তের ছেলেরা দলচ্যুত হয় কেন?
✅ পড়াশুনায় ভালো বলে
[খ] পড়াশুনায় খারাপ বলে
[গ] দেখতে সুন্দর বলে
[ঘ] শক্তিমান বলে

৬৫. নিম্নবিত্তের মেয়েরা কোন ধরনের মেয়েদের পছন্দ করে?
[ক] শান্তশিষ্ট
✅ উচ্ছৃঙ্খল
[গ] সুন্দরী
[ঘ] কুৎসিত

৬৬. যেসব ছেলে নিম্নবিত্ত থেকে আসে তাদের বুদ্ধ্যংক কেমন হয়?
✅ কম
[খ] একেবারেই
[গ] বেশি
[ঘ] অন্যদের মতো

৬৭. নিম্নবিত্তের ছেলেরা কোন চরিত্রকে বেশি পছন্দ করে?
[ক] শান্ত
[খ] ভদ্র
✅ দুঃসাহসিক বিদ্রোহী
[ঘ] কম বিদ্রোহী

৬৮. কোন সময়ে ছেলে-মেয়েরা সাংস্কৃতিক কর্মকান্ডে মেতে উঠে?
[ক] শৈশবকালে
✅ বয়োসন্ধিকালে
[গ] যৌবনকালে
[ঘ] বার্ধক্যে

৬৯. নিমেণর কোনটি মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ?
✅ বেকারত্ব
[খ] ভালোবাসা
[গ] সমবয়সী দল
[ঘ] টিভি দেখা

৭০. কত সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৮৩৯
[খ] ১৮৪৯
✅ ১৯৪৯
[ঘ] ১৯৫৯

৭১. মানসিক স্বাস্থ্য আন্দোলনের সূচনা করেন কে?
[ক] এ. ডবিস্নউ রুট
[খ] জে. সি. কোলম্যান
✅ ক্লিফোর্ড বিয়ার্স
[ঘ] ব্যাংকস ও সঙ্গীরা

৭২. মানসিক স্বাস্থ্যের প্রধান লক্ষ্য কী?
[ক] সচেতনতা
[খ] জ্ঞান দান
✅ উন্নত জীবনযাপন
[ঘ] সুষ্ঠু অভ্যন্তরীণ ও বাহ্যিক সঙ্গতিবিধান

৭৩. বর্তমানের একটি বহুল প্রচলিত সামাজিক পদক্ষেপ কোনটি?
✅ মানসিক স্বাস্থ্য
[খ] শারীরিক স্বাস্থ্য
[গ] অর্থনৈতিক স্বাস্থ্য
[ঘ] সামাজিক স্বাস্থ্য

৭৪. মানসিক স্বাস্থ্যের যাত্রা শুরু হয়েছিল কোন উদ্দেশ্য নিয়ে?
[ক] মানুষকে সুস্থ্য করার
[খ] জ্ঞান দান করার
✅ মানুষের কল্যাণ কামনার
[ঘ] মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়

৭৫. মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত হলো-
i. নিজেকে অর্থহীন মনে করা
ii. নিজেকে সুখী মনে করা
iii. নিজেকে বিকশিত করার চেষ্টা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের ঝুঁকিসমূহ হলো-
i. বেকারত্ব
ii. সঙ্গদোষ
iii. মাদকাসক্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৭. বয়োসন্ধির বৈশিষ্ট্য-
i. বয়োসন্ধিকাল স্বল্পস্থায়ী
ii. বয়োসন্ধি শৈশবের শেষ এবং যৌবনের সূচনা নির্দেশক
iii. বয়োসন্ধিকাল বিরুপ মনোভাব পোষণের সময়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৭৮. বয়োন্ধিকালে যে পরিবর্তগুলো দেখা যায় সেগুলো হলো-
i. শারীরিক
ii. মানসিক
iii. আচরণগত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৯. বয়োসন্ধিকালের শারীরিক পরিবর্তন হলো-
i. দুঃসাহসিক কাজে
ii. দ্রুত লম্বা হয়ে ওঠা
iii. শরীরে দৃঢ়তা আসা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. বয়োসন্ধিকাল শুরু হতে তারতম্য ঘটার কারণ-
i. আবহাওয়া
ii. স্থান
iii. গৃহীত খাদ্যের মান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. অভিভাবকেরা বয়োসন্ধিতে থাকা সন্তানকে-
i. সাহস জোগাবেন
ii. বকাঝকা করবেন
iii. সহযোগিতা করবেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৮২. বয়োসন্ধিকাল সম্পর্কে সঠিক তথ্য-
i. মেয়েদের ক্ষেত্রে ১১ - ১৫ বছর বয়স
ii. ছেলেদের ক্ষেত্রে ১২ - ১৬ বছর বয়স
iii. ধীর গতিতে শারীরিক পরিবর্তন ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. বয়োপ্রাপ্তির পূর্বাবস্থান-এর যৌন বৈশিষ্ট্য হচ্ছে-
i. মুখে দাড়ি ওঠা
ii. মুখে গোঁফ ওঠা
iii. মেয়েদের ঋতুস্রাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. বয়োসন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তনের অন্তর্ভুক্ত-
i. অ-কোষ বৃদ্ধি
ii. কণ্ঠস্বরের পরিবর্তন
iii. দাড়ি জন্মানো

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৫. বয়োসন্ধিকালে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন-
i. শরীরবর্ধক হরমোন
ii. অক্সিটোসিন হরমোন
iii. গোনাডেট্রপিক হরমোন

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. বয়োসন্ধিকালে দেখা যায়-
i. আবেগের আধিক্য
ii. অতিরিক্ত লজ্জা
iii. আত্মপ্রত্যয়ের অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] iii
[গ] i ও ii
✅ i, ii ও iii

৮৭. মানসিক স্বাস্থ্য বিচার করতে হলে আমাদের দেখতে হবে-
i. তার কোনো মানসিক রোগ নেই
ii. মাদক দ্রব্যে আসক্ত নন
iii. সমাজবিরোধী ভাব নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii

নিচের নিচের তথ্যের আলোকে ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও:
আইমান ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আইমান এখন সংকোচ বোধ করে। সে অন্যদের সাথে মিশতে চায়। তার শরীর যেন দ্রুত পরিবর্তন হচ্ছে।

৮৮. উদ্দীপকে আইমানের সংকোচবোধের কারণ কী?
[ক] সে এমনিতেই লাজুক বলে
✅ বয়োসন্ধির কারণে
[গ] সে ভীতু বলে
[ঘ] অন্যরা ঠা করে বলে

৮৯. আইমানের বয়সকালের বৈশিষ্ট্য-
i. স্বল্পস্থায়ী
ii. শৈশবের কোষ এবং যৌবনের সূচনা নির্দেশ
iii. বিরূপ মনোভাব পোষণের সময়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii

নিচের নিচের তথ্যের আলোকে ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও:
আকাশ ষষ্ঠ শ্রেণিতে পড়ে। এসময় তার শারীরিক ও মানসিক বিভিন্ন পরিবর্তন হয়।

৯০. আকাশের জীবনে এখন কোন সময়?
[ক] শৈশবকাল
[খ] বাল্যকাল
✅ বয়োসন্ধিকাল
[ঘ] উপরের কোনোটিই নয়

৯১. এ সময় আকাশের কোন ধরনের শারীরিক পরিবর্তন হয়?
i. দুত লম্বা হয়ে ওঠা
ii. দ্রুত ওজন বৃদ্ধি
iii. শরীরে দৃঢ়তা আসা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii

নিচের নিচের তথ্যের আলোকে ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও:
টুটুলের শরীর দ্রুত পরিবর্তন হচ্ছে মুখে দাড়ি, গোঁফ হচ্ছে। কণ্ঠস্বর ভারি ভারি হয়েছে।

৯২. উদ্দীপকের টুটুলের শারীরিক লক্ষণগুলো বয়োসন্ধির কোন পর্যায়ের?
✅ বয়োপ্রাপ্তির পূর্বাবস্থান
[খ] বয়োপ্রাপ্তির মধ্যবর্তী পর্যায়
[গ] বয়োপ্রাপ্তির শেষ পর্যায়
[ঘ] বয়োপ্রাপ্তির নিরপেক্ষ পর্যায়

৯৩. টুটুলের বয়োসন্ধির বিভিন্ন পর্যায়-
i. বয়োপ্রাপ্তির পূর্বাবস্থান
ii. বয়োপ্রাপ্তির মধ্যবর্তী পর্যায়
iii. বয়োপ্রাপ্তির শেষ পর্যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii

নিচের নিচের তথ্যের আলোকে ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও:
তপুর বয়স ১২ বছর। তপুর মুখে দাড়ি-গোঁফ হয়েছে। সে সবার সাথে মিশতে লজ্জা পায়।

৯৪. উদ্দীপকে তপুর সময়কালকে কী বলে?
[ক] শৈশবকাল
[খ] যৌবনকাল
✅ বয়োসন্ধিকাল
[ঘ] বার্ধক্য

৯৫. তপুর অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে-
i. অ-কোষের বৃদ্ধি
ii. ঋতুস্রাব
iii. কণ্ঠস্বরের পরিবর্তন

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের নিচের তথ্যের আলোকে ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও:
নীপা চঞ্চল মেয়ে। নীপার মা নীপাকে বলল এখন থেকে ওড়না পড়ে চলবি না হলে মানুষ খারাপ বলবে।

৯৬. উদ্দীপকে নীপাকে ওড়না পড়তে বলার কারণ কী?
[ক] সামাজিক পরিবর্তন
✅ শারীরিক পরিবর্তন
[গ] মানসিক পরিবর্তন
[ঘ] পারিবারিক পরিবর্তন

৯৭. বয়োসন্ধিকালে নীপার শারীরিক লক্ষণসমূহ-
i. স্তন বৃদ্ধি পাওয়া
ii. ঋতু শুরু হওয়া
iii. দাড়ি জন্মানো

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের নিচের তথ্যের আলোকে ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও:
রনি ইদানিং অল্প কথাতেই রেগে যায়। একা একা থাকতে পছন্দ করে। বিভিন্ন খেলাধুলা ও কাজ করতে অনিচ্ছা প্রকাশ করে।

৯৮. রনির বয়সটাকে কী বলে?
[ক] শৈশবকাল
✅ বয়োসন্ধিকাল
[গ] যৌবনকাল
[ঘ] বার্ধক্য

৯৯. বয়োসন্ধিকালের বৈশিষ্ট্য-
i. সামঞ্জস্যপূর্ণ আচরণ
ii. একঘেয়েমি
iii. একাকী থাকার ইচ্ছা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii

১০০. বয়োসদ্ধিকালে সুখ অর্জনের কয়টি প্রয়োজনীয় শর্ত রয়েছে?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
Share:

0 Comments:

Post a Comment