HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Psychology 1st Paper mcq question and answer. HSC Psychology 1st Paper mcq Questions pdf download. HSC Monobiggan 1st paper mcql Proshno Uttor.

উচ্চ মাধ্যমিক
মনোবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬

HSC Psychology
1st Paper
mcq Question and Answer pdf download

১. উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌছা মাত্রই প্রাণিদেহে যে প্রাথমিক চেতনা সৃষ্টি হয় তাকে কী বলে?
[ক] অধ্যাস
[খ] মনোযোগ
✅ সংবেদন
[ঘ] প্রত্যক্ষণ

২. ‘সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে - সংজ্ঞাটি কার?
✅ ক্রাইডার
[খ] জন সি. রাচ
[গ] রডিজার
[ঘ] ম্যাকমোহন

৩. ‘সংবেদন বলতে সংবেদীয় প্রক্রিয়ার সৃষ্ট মৌলিক অভিজ্ঞতাসমূহকে বোঝায়, যেমন- দর্শন। সংজ্ঞাটি প্রদান করেন কে?
[ক] রডিজার
[খ] গোথাল্স
✅ জন সি. রাচ
[ঘ] মর্গান

৪. সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার সংবেদনস্থল কোথায় অবস্থিত?
[ক] জিহবায়
✅ মেরুরজ্জুতে
[গ] ত্বকে
[ঘ] চোখে

৫. চক্ষু কোন উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে?
✅ আলো
[খ] শব্দ
[গ] স্পর্শ
[ঘ] তাপমাত্রা

৬. ত্বক কোন উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে?
[ক] শব্দ
[খ] আলো
✅ স্পর্শ
[ঘ] তাপমাত্র

৭. পারিপার্শ্বিক উদ্দীপককে স্নায়বিক উদ্দীপনায় রূপান্তরিত করে কোনটি?
✅ সংবেদীয় গ্রাহক কোষ
[খ] মস্তিষ্ক
[গ] স্নায়ুররঞ্জু
[ঘ] ত্বক

৮. উদ্দীপক থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে উদ্দীপনা গ্রহণ এবং তা মস্তিষ্কে প্রেরণ পর্যন্ত কোন প্রক্রিয়ার কাজ?
✅ সংবেদন
[খ] প্রত্যক্ষণ
[গ] প্রেষণা
[ঘ] শিক্ষণ

৯. নিমেণ কোনটি প্রত্যক্ষণের বৈশিষ্ট্য?
[ক] প্রান্তীয় প্রক্রিয়া
[খ] উপস্থাপনমূলক প্রক্রিয়া
[গ] অসংগঠিত প্রক্রিয়া
✅ শিক্ষার্জিত

১০. প্রেষণা ও আশা-আকাঙক্ষার প্রভাব মুক্ত কোনটি?
[ক] আবেগ
[খ] অনুভূতি
✅ সংবেদন
[ঘ] প্রত্যক্ষণ

১১. মস্তিষ্কে প্রেরিত উদ্দীপন অতীত অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ ও ব্যাখ্যা করা কোন প্রক্রিয়ার কাজ?
[ক] সংবেদন
✅ প্রত্যক্ষণ
[গ] আবেগ
[ঘ] শিক্ষণ

১২. কোন প্রক্রিয়ায় সংযোজক স্নায়ু মুখ্য ভূমিকা পালন করে?
[ক] সংবেদন
✅ প্রত্যক্ষণ
[গ] প্রেষণা
[ঘ] আবেগ

১৩. কোন প্রক্রিয়াটি শিক্ষার্জিত?
[ক] আবেগ
[খ] প্রেষণা
✅ প্রত্যক্ষণ
[ঘ] সংবেদন

১৪. সংবেদনের তীব্রতা কিসের উপর নির্ভর করে?
[ক] উদ্দীপকের স্থায়িত্বের উপর
✅ উদ্দীপকের তীব্রতার উপর
[গ] উদ্দীপকের ব্যাপকতার উপর
[ঘ] সংবেদন সমতার উপর

১৫. কোন উদ্দীপক যতটুকু জায়গায় উত্তেজনা সৃষ্টি করে সে পরিমাণকে কী বলে?
[ক] তীব্রতা
[খ] স্থায়িত্ব
✅ ব্যাপকতা
[ঘ] সমতা

১৬. উদ্দীপকের যে নিম্নশক্তি ব্যক্তির মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে কী বলে?
[ক] ব্যাপকতা
[খ] নিম্নসীমা
✅ উচ্চসীমা
[ঘ] তীব্রতা

১৭. একই সাথে দুটি শব্দ শুনে আমরা তা পার্থক্য করতে পারি- এটাকে কী বলে?
✅ স্থানীয় প্রক্রিয়া
[খ] প্রান্তীয় প্রক্রিয়া
[গ] পার্থক্য সীমা
[ঘ] সরল প্রক্রিয়া

১৮. দুটি উদ্দীপকের মধ্যে ন্যূনতম ইন্দিগ্রাহ্য পার্থক্যকে কী বলে?
[ক] উচ্চসীমা
[খ] নিম্ন সীমা
✅ পার্থক্যসীমা
[ঘ] সংবেদন সমতা

১৯. দীর্ঘ উদ্দীপনার প্রতি সংবেদনশীলতার পর্যায়ক্রমিক ক্রমাবনতিকে কী বলে?
[ক] সংবেদনের ব্যাপকতা
✅ সংবেদন সমতা
[গ] সংবেদনের নিম্ন সীমা
[ঘ] পার্থক্য সীমা

২০. অন্ধকার অভিযোজন সম্পন্ন হতে কত মিনিট সময় লাগে?
[ক] ২০ মিনিট
[খ] ২৫ মিনিট
✅ ৩০ মিনিট
[ঘ] ৫০ মিনিট

২১. অন্ধকার অভিযোজন সম্পন্ন হতে প্রায় ৩০ মিনিট সময় লাগে -এ অভিমতটি কার?
✅ ওয়াইনী ওয়াইটেন
[খ] ম্যাকমোহন
[গ] এডাম্স
[ঘ] কোহ্লার

২২. অস্কার অভিযোন কয় ধাপের প্রক্রিয়া?
✅ দুই ধাপের
[খ] তিন ধাপের
[গ] চার ধাপের
[ঘ] পাঁচ ধাপের

২৩. সর্বোচ্চ সংবেদনশীলতা পৌঁছতে শংকুগুলvার কত সময় লাগে?
[ক] ৩ - ৪. মিনিট
✅ ৫ - ১০ মিনিট
[গ] ১০ - ১৫ মিনিট
[ঘ] ১৫ - ২০ মিনিট

২৪. পারিপার্শ্বিক অবস্থাদি সম্পর্কে মানুষ বা প্রাণী যে অর্থপূর্ণ ধারণা এবং অভিজ্ঞতা লাভ করে তাকে কী বলে?
[ক] সংবেদন
✅ প্রত্যক্ষণ
[গ] অলীক প্রত্যক্ষণ
[ঘ] কল্পনা

২৫. কাদের মতে, আচরণের সাথে উদ্দীপকের সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষণ?
[ক] সমগ্রতাবাদীদের মতে
[খ] মনোঃ সমীক্ষণবাদের মতে
✅ আচরণবাদের মতে
[ঘ] কাঠামোবাদের মতে

২৬. কোনো বস্তু বা ঘটনা সম্পর্কে প্রাথমিক চেতনা বা বোধকে কী বলে?
[ক] সংবেদন
✅ প্রত্যক্ষণ
[গ] আবেগ
[ঘ] স্মৃতি

২৭. সংবেদনের অর্থবোধ বা ব্যাখ্যাকে বলে?
[ক] সংবেদন
✅ প্রত্যক্ষণ
[গ] আবেগ
[ঘ] স্মৃতি

২৮. বাইরের পরিবেশ থেকে আমরা যে উদ্দীপনা লাভ করি তা কিভাবে মস্তিষ্কে পৌঁছায়?
[ক] গোছানোভাবে
✅ এলোমেলোভাবে
[গ] সংগঠিত
[ঘ] প্যাটার্ন আকারে

২৯. নিচের কোনটি প্রত্যক্ষণের বৈশিষ্ট্য?
✅ নির্বাচনমুখি
[খ] স্থানীয় প্রক্রিয়া
[গ] প্রান্তীয় প্রক্রিয়া
[ঘ] সংকেত হিসেবে কাজ করা

৩০. কোনটির কারণে আমরা কোন উদ্দীপককে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে একই রকম দেখতে পাই?
[ক] নির্বাচনমুখিতা
✅ অপরিবর্তনীয়তা
[গ] নমনীয়তা
[ঘ] সামগ্রিকতা

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৩১. প্রত্যক্ষণ সংগঠনের উপর প্রথম বিজ্ঞানভিত্তিক গবেষণা পরিচালনা করেন কারা?
[ক] কাঠামোবাদী মনোবিজ্ঞানীগণ
[খ] মনোঃ সমীকরণবাদীরা
[গ] আচরণবাদী মনোবিজ্ঞানীরা
✅ সমগ্রতাবাদী মনোবিজ্ঞানিগণ

৩২. সমগ্রতাবাদী মনোবিজ্ঞানী কে?
[ক] উইলহেম উন্ড
[খ] প্যাভলভ
✅ কোহলার
[ঘ] বি. এ স্কীনার

৩৩. প্রত্যক্ষণের সংগঠনের উপাদানসমূহকে কয়ভাগে ভাগ করা হয়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৩৪. সুষম বা সামঞ্জস্যপূর্ণ বস্তু সকলকে একত্রে প্রত্যক্ষণ করাকে কী বলে?
[ক] অলীক প্রত্যক্ষণ
✅ প্রতিসাম্য
[গ] সাদৃশ্য
[ঘ] নৈকট্য

৩৫. নিমেণর কোনটি উদ্দীপক উপাদান?
[ক] চাহিদা
[খ] প্রবণতা
✅ নৈকট্য
[ঘ] আবেগ

৩৬. নিমেণর কোনটি প্রত্যক্ষণের জৈবিক উপাদান?
[ক] নৈকট্য
✅ চাহিদা
[গ] প্রতিসাম্য
[ঘ] সাদৃশ্য

৩৭. প্রত্যক্ষণের ঝোঁক বা প্রবণতার উপর পরীক্ষা চালান কে?
[ক] গোথালস্
[খ] কেভান্হ
✅ শিপোলা
[ঘ] কোহলার

৩৮. শিপোলা তার পরীক্ষণপাত্রদেরকে কয়টি দলে ভাগ করেন?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৩৯. শিপোলা তার পরীক্ষণে কোন যন্ত্রটি ব্যবহার করেন?
[ক] অণুবীক্ষণ যন্ত্র
[খ] দূরবীক্ষণ যন্ত্র
[গ] সিসমোগ্রাফ
✅ টাচিস্টোস্কোপ

৪০. স্যানফোর্ড তার পরীক্ষণটি কত সালে পরিচালনা করেন?
[ক] ১৯২৭ সালে
✅ ১৯৩৭ সালে
[গ] ১৯৪৭ সালে
[ঘ] ১৯৫৭ সালে

৪১. স্যানফোডের্র পরীক্ষায় ক্ষুধার্ত পরীক্ষণপাত্র 'ME'- অসম্পূর্ণ শব্দটি কী হিসেবে সম্পূর্ণ করেছে?
[ক] MEAN
[খ] MEET
✅ MEAT
[ঘ] MET

৪২. মূল্যবোধ কীভাবে প্রত্যক্ষণকে প্রভাবিত করে তা কার পরীক্ষণে প্রমাণিত হয়েছে?
[ক] অলপোর্ট
✅ পোস্টম্যান
[গ] ভারনন
[ঘ] মুরে

৪৩. ‘‘প্রতীক হলো সেই জিনিস যা দেখা হয় এবং পটভূমি হলো সেই পশ্চাদভূমি যার সাথে এটি অবস্থান করে’’-সংজ্ঞাটি কার?
[ক] ম্যাকমোহন
✅ ওয়াইনী ওয়াইটেন
[গ] স্যানফোর্ড
[ঘ] শিপোলা

৪৪. নিমেণর কোনটি প্রতীকের বৈশিষ্ট্য?
[ক] আকার ও সীমারেখা নেই
[খ] দূরে দৃষ্ট হয়
✅ সংগঠিত
[ঘ] ক্ষেত্র ব্যাপক

৪৫. প্রতীক-পটভূমি সম্পর্ককে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৪৬. যে সকল চিত্রে প্রতীক ও পটভূমির অবস্থান অপরিবর্তিত থাকে তাকে কী বলে?
✅ অপরিবর্তনশীল প্রতীক পটভূমি
[খ] পরিবর্তনশীল প্রতীক পটভূমি
[গ] দ্ব্যর্থবোধক প্রতীক পটভূমি
[ঘ] সাধারণ প্রতীক পটভূমি

৪৭. যে প্রতীক-পটভূমি প্রত্যক্ষণে বিভিন্ন ধরনের অর্থ হতে পারে তাকে কী বলে?
[ক] অপরিবর্তনশীল প্রতীক পটভূমি
[খ] পরিবর্তনশীল প্রতীক পটভূমি
✅ দ্ব্যর্থবোধক প্রতীক পটভূমি
[ঘ] সাধারণ প্রতীক পটভূমি

৪৮. কোন বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নাম কী?
[ক] অলীক প্রত্যক্ষণ
✅ অধ্যাস
[গ] প্রতিসাম্য
[ঘ] নৈকট্য

৪৯. ‘‘আমাদের একটি বস্তুর প্রত্যক্ষণ যখন বস্তুটির সত্যিকার আকৃতিগত বৈশিষ্ট্যের সাথে মিলে না তখন অধ্যাস ঘটে।’’ কে বলেন?
✅ ক্লাইডার
[খ] মর্গান
[গ] কোরেন
[ঘ] কেভান্হ

৫০. জ্যামিতিক অধ্যাসের উদাহরণ কোনটি?
✅ মুলার-লায়ার অধ্যাস
[খ] ফাই ঘটনা
[গ] চাঁদকে আকাশের চেয়ে বড় দেখানো
[ঘ] অর্ধবালতি পরিষ্কার পানিতে লাঠিকে বাঁকা দেখা

৫১. স্থির বস্তুকে গতিশীল বলে প্রত্যক্ষণ করাকে কোন ধরনের অধ্যাস বলে?
[ক] জ্যামিতিক অধ্যাস
✅ গতি অধ্যাস
[গ] চন্দ্র অধ্যাস
[ঘ] প্রাকৃতিক অধ্যাস

৫২. দিগন্তের চাদকে মধ্য আকাশের চেয়ে বড় দেখায়। কোন অধ্যাসের ফলে এরকম দেখায়?
[ক] শারীরবৃত্তীয় অধ্যাস
[খ] প্রাকৃতিক অধ্যাস
✅ চান্দ্র অধ্যাস
[ঘ] গতি অধ্যাস

৫৩. অর্ধবালতি পরিষ্কার পানিতে একটি লাঠি স্থাপন করলে লাঠিটিকে বাঁকা দেখায়। এটি কোন অধ্যাস?
[ক] গতি অধ্যাস
[খ] চান্দ্র অধ্যাস
[গ] শারীরবৃত্তীয় অধ্যাস
✅ প্রাকৃতিক অধ্যাস

৫৪. শারীরিক ঘটনার কারণে অধ্যাসের সৃষ্টি হলে তাকে কোন ধরনের অধ্যাস বলে?
[ক] জ্যামিতিক অধ্যাস
[খ] চান্দ্র অধ্যাস
✅ শারীরবৃত্তীয় অধ্যাস
[ঘ] গতি অধ্যাস

৫৫. মানসিক রোগীদের ক্ষেত্রে ঘটে-
✅ অলীক প্রত্যক্ষণ
[খ] জ্যামিতিক অধ্যাস
[গ] চান্দ্র অধ্যায়
[ঘ] গতি অধ্যাস

৫৬. অবাস্তব উদ্দীপকের প্রত্যক্ষণকে কী বলে?
[ক] ভ্রান্ত প্রত্যক্ষণ
✅ অলীক প্রত্যক্ষণ
[গ] অধ্যাস
[ঘ] প্রতিসাম্য

৫৭. ‘কেউ শুনতে পেল ফেরেশতা তাকে ডাকছে, কিন্তু পাশে বসা অন্যরা শুনল না।’ একে কী বলে?
[ক] অধ্যাস
[খ] প্রতিসাম্য
✅ অলীক প্রত্যক্ষণ
[ঘ] ভ্রান্ত প্রত্যক্ষণ

৫৮. অলীক প্রত্যক্ষণের জন্য দায়ী কোনটি?
[ক] শিক্ষা
[খ] শারীরিক বিকৃতি
[গ] পরিবেশ
✅ মানসিক বিকৃতি

৫৯. নিমেণর কোনটি সঠিক?
[ক] অলীক প্রত্যক্ষণে বাস্তব ভিত্তি আছে
[খ] অধ্যাসে কল্পনা কাজ করে না
✅ অধ্যাস ও অলীক প্রত্যক্ষণ উভয়ই ভুল প্রত্যক্ষণ
[ঘ] অধ্যাস স্বল্পমেয়াদী ঘটনা

৬০. নিমেণর কোনটি অধ্যাসের বৈশিষ্ট্যঃ
[ক] অস্বাভাবিক ব্যক্তির বেলায় ঘটে
[খ] বাস্তব ভিত্তি নেই
[গ] স্বল্পমেয়াদি ঘটনা
✅ বস্তুকেন্দ্রিক

৬১. নিমেণর কোনটি অলীক প্রত্যক্ষণের বৈশিষ্ট্য?
[ক] স্বাভাবিক ব্যক্তির বেলায় ঘটে
[খ] বাস্তব ভিত্তি আছে
[গ] দীর্ঘমেয়াদি ঘটনা
✅ চিকিৎসার দ্বারা দূর করা যায়

৬২. প্রত্যক্ষণের পূর্ববর্তী ঘটনা কী?
[ক] শিক্ষণ
✅ মনোযোগ
[গ] স্মৃতি
[ঘ] আবেগ

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৬৩. মনোযোগ একটি পূর্ব অনুমিত প্রত্যক্ষণমূলক সমন্বয় সংজ্ঞাটি দিয়েছেন কে?
[ক] Pieron
[খ] Adam's
✅ Paseual
[ঘ] Cryder

৬৪. ‘মনোযোগ বলতে উপস্থাপিত বিষয় বস্তুর উপর দৃষ্টি কেন্দ্রিভূত করাকে বোঝায়’- কে বলেছেন?
[ক] মর্গান
[খ] ওয়াইডা
[গ] রডিজার
✅ ম্যাকমোহন

৬৫.মনোযোগ কিসের বাছাইকরণের ফলে ঘটে?
✅ প্রত্যক্ষণের
[খ] সংবেদনের
[গ] শিক্ষার
[ঘ] আবেগের

৬৬. নিমেণর কোনটি মনোযোগের বৈশিষ্ট্য?
[ক] তীব্র
[খ] অপরিবর্তনশীল
✅ নির্বাচনমূলক
[ঘ] ক্ষেত্র ব্যাপক

৬৭. কোন উদ্দীপকের প্রতি মনোযোগ নিবিষ্ট হলে কী ধরনের পরিবর্তন দেখা যায়?
[ক] সাঞ্চারণমূলক
✅ সঞ্চালনমূলক
[গ] গঠনমূলক
[ঘ] স্থায়ী

৬৮. মনোযোগ এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়ে থাকে সর্বোচ্চ কত সেকেন্ড সময়ে?
[ক] ১০ সেকেন্ড
[খ] ১৫ সেকেন্ড
✅ ২০ সেকেন্ড
[ঘ] ২৫ সেকেন্ড

৬৯. কোন কবি একই সঙ্গে চারটি বিষয়ে শ্রুতিলিখন দিতে পারতেন?
[ক] আসাদ চৌধুরী
✅ মধুসূদন দত্ত
[গ] আল মাহমুদ
[ঘ] জীবনানন্দ দাশ

৭০. পরিশত যুবকদের ক্ষেত্রে দোদুল্যমানতার গড় হার প্রতি মিনিটে কত?
[ক] ৭ - ১০
[খ] ১০ - ১৫
✅ ১৫ - ২০
[ঘ] ২০ - ২৫

HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

৭১. মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত কোনটি?
[ক] আকার
[খ] তীব্রতা
✅ আবেগ
[ঘ] গতিশীলতা

৭২. সাফারি পার্কে পিকনিকে গিয়ে হাসান অনেকগুলো বানরের সাথে একটি গরিলা দেখতে পেল। সে গরিলার ছবি তুলল।

উদ্দীপকে বর্ণিত হাসানের ক্ষেত্রে মনোযাগর কোন শর্তটি বিদ্যমান?
[ক] তীব্রতা
[খ] গতিশীলতা
[গ] পুনরাবৃত্তি
✅ আকার

৭৩. মনোযোগর শর্ত বা কারণসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৭৪. কোনটি মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত?
[ক] আগ্রহ
[খ] কামনা
✅ আকার
[ঘ] প্রেষণা


৭৫. একদল বানরের মাঝে একটি গরিলা থাকলে - তা সহজেই আমাদের আকর্ষণ করে এর কারণ কী?
[ক] তীব্রতা
✅ আকার
[গ] নতুনত্ব
[ঘ] বিচ্ছিন্নতা

৭৬. তীব্র গন্ধ, উজ্জ্বল আলো, উচ্চস্বর, প্রভৃতির দিকে সহজেই মনোযোগ ধাবিত হওয়ার কারণ কী?
✅ আকার
[খ] রঙিন বস্তু
[গ] তীব্রতা
[ঘ] বৈপরীত্য

৭৭. যাকে আমরা ভালোবাসি তার সদগুণের প্রতি আমাদের মনোযোগ ধাবিত হয়- কে বলেছেন?
[ক] রবিনসন
✅ নাইট
[গ] এন্ডারসন
[ঘ] পাওলি

৭৮. মনোযোগকে প্রভাবিত করে কোনটি?
[ক] স্মৃতি
[খ] জ্ঞান
✅ ক্লান্তি
[ঘ] পানি

৭৯. সংবেদনের বৈশিষ্ট্য-
i. প্রান্তীয় প্রক্রিয়া
ii. স্থানীয় প্রক্রিয়া
iii. ব্যাপকতা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. প্রত্যক্ষণের বৈশিষ্ট্য হলো-
i. প্রান্তীয় প্রক্রিয়া
ii. নমনীয়তা
iii. সামগ্রিকতা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. স্যানফোর্ডের গবেষণায় পরীক্ষপাত্র 'ME-অসম্পূর্ণ শব্দ যে হিসেবে সম্পূর্ণ করেছে-
i. MEAN
ii. MEAT
iii. MEAL

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. পটভূমির বৈশিষ্ট্য হচ্ছে-
i. প্রতীকের চেয়ে বড়
ii. কম আকর্ষণীয়
iii. ক্ষেত্র ব্যাপক

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮২. প্রতীক সম্পর্কে সঠিক তথ্য হচ্ছে-
i. নির্দিষ্ট আকার ও সীমারেখা আছে
ii. অসংগঠিত
iii. অধিক উজ্জ্বল ও আকর্ষণীয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. পটভূমি সম্পর্কে সঠিক তথ্য হচ্ছে-
i. দূরে দৃষ্ট হয়
ii. ক্ষেত্র ব্যাপক
iii. সংগঠিত

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. অলীক প্রত্যক্ষণের বৈশিষ্ট্য-
i. বাস্তব ভিত্তি নেই
ii. স্বল্পমেয়াদি ঘটনা
iii. চিকিৎসার দ্বারা দূর করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৫. অলীক প্রত্যক্ষণ সম্পর্কে সঠিক-
i. বাস্তব ভিত্তি নেই
ii. ব্যক্তিকেন্দ্রিক
iii. সর্বজনীন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. মনোযোগের বৈশিষ্ট্য-
i. নির্বাচনধর্মী
ii. পরিবর্তনশীল
iii. ক্ষেত্র ব্যাপক

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. মনোযোগের দোদুল্যমানতা নিয়ে গবেষণা করেন-
i. Anderson
ii. Holling worth
iii. Tussing

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. মনোযোগ আছে-
i. প্রান্ত
ii. পরিধি
iii. কেন্দ্র

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. আলো অভিযোজন-
i. সংবেদনশীলতা হ্রাস হয়ে উঠে
ii. হঠাৎ আলোর ক্ষেত্রে ধীরে ধীরে সব গোচরীভূত হয়
iii. সময় লাগে ৪০ মিনিট

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. মস্তিষ্কে উদ্দীপকের যা হয়-
i. বিশ্লেষণ
ii. সমন্বয় সাধন
iii. একীকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও:
কয়েকদিন আগে সীমার ঘনিষ্ঠ বান্ধবী রীমা মারা যায়। সীমা এখনও মাঝে মাঝে রীমার ডাক শুনতে পায়।

৯১. সীমার ক্ষেত্রে ঘটছে-
[ক] অধ্যাস
✅ অলীক প্রত্যক্ষণ
[গ] সংবেদন
[ঘ] প্রত্যক্ষণ

৯২. সীমার ক্ষেত্রে সংঘটিত ঘটনার বৈশিষ্ট্য হলো-
i. এক্ষেত্রে প্রকৃতপক্ষে কোনো উদ্দীপক থাকে না
ii. এটি সাধারণত অস্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে ঘটে
iii. তরুণদের ক্ষেত্রে ঘটে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও:
আরিফ পড়ার টেবিলে বসে বই পড়তেছিল। হঠাৎ সে পায়ে ব্যথা ও অনুভব করে। কারণ পায়ে মশা কামড় দিচ্ছিল।

৯৩. আরিফের ব্যথা অনুভব করার বিষয়টিকে কী বলে?
✅ সংবেদন
[খ] প্রত্যক্ষণ
[গ] মনোযোগ
[ঘ] প্রেষণা

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৯৪. ব্যথা অনুভব করার প্রক্রিয়াটির বৈশিষ্ট্য-
i. তীব্রতা নির্ভর করে মূলত উদ্দীপকের উপর
ii. সংকেত হিসেবে কাজ করে
iii. এটি একটি প্রান্তীয় প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও:
টিপু অর্ধ বালতি পরিষ্কার পানিতে একটি লাঠি স্থাপন করল। এরপর তাকিয়ে দেখে লাঠিটিকে বাঁকা দেখাচ্ছে।

৯৫. উদ্দীপকের ঘটনাটি কোন ধরনের অধ্যাসের উদাহরণ?
[ক] গতি অধ্যাস
[খ] চান্দ্র অধ্যাস
✅ প্রাকৃতিক অধ্যাস
[ঘ] জ্যামিতিক অধ্যাস

৯৬. অধ্যাস ও অলীক প্রত্যক্ষণের সাদৃশ্য-
i. উভয়ই এক ধরনের ভুল প্রত্যক্ষণ
ii. উভয়ই স্বাভাবিক ঘটনা থেকে ভিন্নতর
iii. উভয় ক্ষেত্রে নির্ভুল জ্ঞান লাভ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও:
রাত্রিবেলা হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে প্রথমে কিছুই দেখা যায় না। কিন্তু পরে ধীরে ধীরে সবই দেখা যায়।

৯৭. উদ্দীপকে উদ্দীপক ও প্রতিক্রিয়ার এ অভিযোজনকে কী বলে?
[ক] ব্যাপকতা
[খ] তীব্রতা
✅ সংবেদন সমতা
[ঘ] স্থানীয় প্রক্রিয়া

৯৮.উপরের বর্ণনা অনুযায়ী সংবেদনের বৈশিষ্ট্য-
i. প্রান্তীয় প্রক্রিয়া
ii. উপস্থাপনমূলক প্রক্রিয়া
iii. অসংগঠিত প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৯ ও ১০০ নং প্রশ্নের উত্তর দাও:
আবছা অন্ধকারে দেখতে পেল সাদা কাপড় পরিহিত এক মহিলা তাকে ইশারায় ডাকছে। অথচ বাস্তবে কোন মহিলার অস্তিত্ব নেই।

৯৯. উদ্দীপকের ঘটনাটিকে বলে?
[ক] অধ্যাস
✅ অলীক প্রত্যক্ষণ
[গ] বৈপরীত্য
[ঘ] প্রতিসাম্য

১০০. যেসব রোগের ক্ষেত্রে উক্ত প্রত্যক্ষণ দেখা হয়-
i. Schizophrenia
ii. Drug Addicted
iii. PTSD

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment