HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Psychology 1st Paper mcq question and answer. HSC Psychology 1st Paper mcq Questions pdf download. HSC Monobiggan 1st paper mcql Proshno Uttor.

উচ্চ মাধ্যমিক
মনোবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-২

HSC Psychology
1st Paper
mcq Question and Answer pdf download

১. মনোবিজ্ঞানের সংজ্ঞায় আচরণ শব্দটি ব্যবহার করেন কে?
[ক] আব্রাহাম মাসলো
✅ বি. ওয়াটসন
[গ] কার্ল রোজার্স
[ঘ] লী থর্নডাইক

২. কোলোগ দম্পতি কত সালে আচরণ নিয়ে পরীক্ষণ চালান?
✅ ১৯৩৩ সালে
[খ] ১৯৩৫ সালে
[গ] ১৯৪৩ সালে
[ঘ] ১৯৫৩ সালে

৩.কেলোগ দম্পতি কিসের উপর গবেষণা চালান?
[ক] কুকুর
[খ] বিড়াল
✅ শিম্পাঞ্জী
[ঘ] ইঁদুর

৪. শিশু জন্মের পর কিসের মাধ্যমে তার প্রতিক্রিয়া প্রকাশ করে?
[ক] হাসির মাধ্যমে
[খ] নড়াচড়ার মাধ্যমে
✅ কান্নার মাধ্যমে
[ঘ] প্রস্রাব করার মাধ্যমে

৫. সকল মানুষই কার বংশধর?
[ক] হযরত মুসা (আঃ)
[খ] হযরত ইব্রাহিম (আঃ)
[গ] হযরত মুহাম্মদ (সাঃ)
✅ হযরত আদম ও হাওয়া (আঃ)

৬. একজন মানুষের সাথে আরেকজনের মিল-অমিলের পরিমাণ কেমন?
✅ বেশি
[খ] কম
[গ] সামান্য
[ঘ] নেই

৭. মানুষের পার্থক্যের মূলে কিসের প্রভাব বর্তমান?
[ক] দর্শনের
✅ বংশগতির
[গ] খাদ্যের
[ঘ] সমাজের

৮. পরিপক্কতা নির্ভর করে কিসের উপর?
[ক] পরিবেশের উপর
[গ] পরিবেশের উপর
✅ বংশগতির উপর
[ঘ] মানসিক বিকাশের উপর

৯. ফেরেল মানব কী?
[ক] পাহাড়ে আশ্রিত মানুষ
✅ বন্য প্রাণী আশ্রিত মানুষ
[গ] গুহায় বাস করা মানুষ
[ঘ] গ্রামে বাস করা মানুষ

১০. মি. সিং এবং মিসেস সিং কতসালে কমলা ও অমলাকে উদ্ধার করেন?
✅ ১৯৩০ সালে
[খ] ১৯৩২ সালে
[গ] ১৯৪০ সালে
[ঘ] ১৯৪৭ সালে

১১. মি. সিং কমলা ও অমলাকে কোথা থেকে উদ্ধার করেন?
[ক] গুজরাট থেকে
✅ মেদিনীপুর থেকে
[গ] আফ্রিকার জঙ্গল থেকে
[ঘ] চিলাহাটি থেকে

১২. কমলা ও অমলাকে লালন-পালন করে কোন প্রাণী?
[ক] ভালস্নুক
[খ] শৃগাল
[গ] চিতা
✅ নেকড়ে

১৩. কত বছর বয়সে কমলা মারা যায়?
[ক] ১৩ বছর
✅ ১৭ বছর
[গ] ১৯ বছর
[ঘ] ২১ বছর

১৪. মৃত্যুর সময় কমলা কয়টি শব্দ উচ্চারণ করতে শিখেছিল?
[ক] ৪৫টি
✅ ৫২টি
[গ] ৫৫টি
[ঘ] ৬০টি

১৫. কিংসলি ডেভিস ছিলেন একজন-
[ক] ইতিহাসবিদ
✅ সমাজবিদ
[গ] মনোবিদ
[ঘ] দার্শনিক

১৬. ‘অ্যানা’-এর মায়ের কেমন সন্তান?
[ক] জমজ সন্তান
✅ অবৈধ সন্তান
[গ] বৈধ সন্তান
[ঘ] পালিত সন্তান

১৭. অ্যানার মা কার কাছে থাকতেন?
[ক] মায়ের কাছে
[খ] ভাইয়ের কাছে
✅ বিপত্নীক পিতার কাছে
[ঘ] লেনের কাছে

১৮. ইসাবেল কত বছর বিচ্ছিন্ন কক্ষে আবদ্ধ ছিল?
✅ সাড়ে ছ'বছর
[খ] সাড়ে সাত বছর
[গ] আট বছর
[ঘ] নয় বছর

১৯. প্রশিক্ষণের দু'বছরের মাথায় ইসাবেলার বুদ্ধ্যাঙ্ক বেড়ে যায় কতগুণ?
[ক] দুই গুণ
✅ তিনগুণ
[গ] চার গুণ
[ঘ] পাঁচগুণ

২০. ইসাবেলা কত বছর বয়সে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়?
[ক] ৯ বছর
[খ] ১২ বছর
✅ ১৪ বছর
[ঘ] ১৫ বছর

২১. সাদা বা কালো, লম্বা বা খাটো ইত্যাদি কিসের প্রভাবে সৃষ্টি হয়?
[ক] পরিবেশের কারণে
[খ] খাদ্যের কারণে
[গ] রক্তের কারণে
✅ বংশগতির কারণে

২২. শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে সৃষ্টি হয়-
[ক] ক্রোমোজোম
✅ ভ্রুণ
[গ] জীন
[ঘ] DNA

২৩. জীবকোষের প্রাণপঙ্ককে কী বলা হয়?
[ক] ভ্রুণ
[খ] বংশগতির বাহক
✅ জীবনের মূল সত্তা
[ঘ] ক্রোমোজোম

২৪. DAN এর পূর্ণরূপ কী?
[ক] Dichloro Nucleie Acid
[খ] Dry Nucleie Acid
[গ] Decxyribu Nutral Acid
✅ Decxyribu Nucleic Acid

২৫. DAN এর আকৃতি কেমন?
[ক] ডিম্বাকার
[খ] ত্রিকোণাকার
✅ প্যাঁচানো সিঁড়ির মতো
[ঘ] সমান্তরাল

২৬. DAN- তে কতটি রাসায়নিক শৃঙ্খল আছে?
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

২৭. ছেলে শিশুর লিঙ্গ নির্ধারণের ক্রোমvাজোমের বিন্যাস কীরূপ হয়?
[ক] XX
✅ XY
[গ] XYY
[ঘ] YY

২৮. পরিপক্ব ডিম্বাণুতে কতটি সমরূপী ক্রোমোজোম থাকে?
✅ ২২টি
[খ] ২৩টি
[গ] ৪৪টি
[ঘ] ৪৬টি

২৯. সমরূপী ক্রোমোজোমকে কী বলে?
[ক] যৌন ক্রোমোজোম
✅ অটোজোম
[গ] বাহক
[ঘ] বংশগতির ধারক

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৩০. শিশুর লিঙ্গ নির্ধারণ করে কোনটি?
[ক] X ক্রোমোজোম
[খ] Y ক্রোমোজোম
✅ X ও Y ক্রোমোজোম
[ঘ] DAN

৩১. X ক্রোমোজোম বহনকারী ডিম্বাণু যদি Y ক্রোমোজোম বহনকারী -শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে শিশুটি কী হবে?
[ক] মেয়ে হবে
[খ] ছেলে হবে
[গ] ছেলে ও মেয়ে দুটোই হতে পারে
✅ যমজ সন্তান হবে

৩২. জাইগোট দুই বা ততোধিক অংশে বিভক্ত হলে কী ধরনের সন্তান জন্ম হয়?
[ক] স্বাভাবিক
✅ অভিন্ন যমজ
[গ] যুক্তদেহী সমজ
[ঘ] প্রতিবন্ধী

৩৩. জাইগোটের বিভাজন অসম্পূর্ণ থাকলে যে যমজ সন্তান ভূমিষ্ঠ হয় তাদের কী বলে?
[ক] দ্বিডিম্বজ
[খ] অভিন্ন যমজ
✅ যুক্তদেহী যমজ
[ঘ] ভাতৃপ্রতিম

৩৪. ব্যক্তির পরিবেশকে কয়ভাগে ভাগ করা যায়?
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

৩৫. মাতৃগর্ভে কত সপ্তাহ থাকার পর শিশু ভূমিষ্ঠ হয় জান?
[ক] ৩২ সপ্তাহ
[খ] ৩৬ সপ্তাহ
✅ ৪০ সপ্তাহ
[ঘ] ৪২ সপ্তাহ

৩৬. গর্ভকালীন সময়ে কিসের উপর শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নির্ভর করে?
✅ মায়ের শারীরিক ও মানসিক সুস্থতার উপর
[খ] পরিবেশের উপর
[গ] মায়ের বয়সের উপর
[ঘ] মায়ের রক্তে Rh-এর মাত্রার উপর

৩৭. নিচের কোনটি শিশুর জন্ম-পূর্ব পরিবেশের উপাদান?
[ক] প্রাকৃতিক পরিবেশ
[খ] মায়ের পুষ্টি
[গ] সামাজিক পরিবেশ
✅ সামাজিক সংগঠন

৩৮. নিচের কোন রোগটি গর্ভস্থ শিশুর উপর প্রভাব বিস্তার করে?
[ক] উচ্চ রক্তচাপ
[খ] সর্দি-কাশি
✅ সিফিলিস
[ঘ] বদহজম

৩৯. নিচের কোন রোগটি গর্ভস্থ শিশুর উপর প্রভাব বিস্তার করে না?
[ক] যক্ষ্মা
✅ ক্রেটিনিজম
[গ] ডায়াবেটিস
[ঘ] গনোরিয়া

৪০. অল্প বয়সে সন্তান ধারণের ফলে নিচের কোন রোগটি হয় না?
✅ যক্ষ্মা
[খ] ক্রেটিনিজম
[গ] ডাউন’স উপসর্গ
[ঘ] হাইড্রোসেফালাস

৪১. শিশুর নিকট আদর্শ প্রতীক হিসেবে বিবেচিত হয় কে?
✅ শিক্ষক
[খ] বোন
[গ] মাপ
[ঘ] প্রতিবেশী

৪২. নিচের কোনটি সংস্কৃতি বিষয়ক সংগঠন?
[ক] রেডক্রিসেন্ট
✅ উদিচী
[গ] সন্ধানী
[ঘ] বাঁধন

৪৩. জন্ম পরবর্তী পরিবেশের ব্যাপ্তি কোন পর্যন্ত?
[ক] জন্ম হতে শৈশব পর্যন্ত
[খ] জন্ম হতে যৌবন পর্যন্ত
[গ] জন্ম হতে বার্ধক্য পর্যন্ত
✅ জন্ম হতে মৃত্যু পর্যন্ত

৪৪. জন্ম পরবর্তী পরিবেশকে কতভাগে ভাগ করা যায়?
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

৪৫. প্রাকৃতিক পরিবেশের উদাহরণ কোনটি?
[ক] সন্ধানী
[খ] ইসলামিক ফাউন্ডেশন
✅ গাছ-পালা
[ঘ] শিক্ষা প্রতিষ্ঠান

৪৬. বিভিন্ন অঞ্চলের লোকদের মধ্যে দৈহিক গড়ন ও চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতার সূত্রে কিসের প্রভাব রয়েছে?
✅ সামাজিক পরিবেশের
[খ] প্রাকৃতিক পরিবেশের
[গ] শিক্ষা-প্রতিষ্ঠানের
[ঘ] সামাজিক সংগঠনের

৪৭. সামাজিক পরিবেশের মূল উপাদান কোনটি?
[ক] আবহাওয়া
[খ] আলো-বাতাস
✅ পরিবার
[ঘ] পাহাড়-পর্বত

৪৮. শিশুর জন্য উপকারী কোনটি?
[ক] বাবা-মার অনাদর
[খ] অবহেলা
[গ] কঠোর অনুশাসন
✅ পিতামাতার মধুর সম্পর্ক

৪৯. শিশুর ব্যক্তিত্ব বিকাশে অন্তরায় কোনটি?
[ক] মায়ের আদর
[খ] ভাই-বোনদের মমত্ববোধ
✅ কঠোর অনুশাসন
[ঘ] পিতামাতার মধুর সম্পর্ক

৫০.জীবকোষের প্রাণকেন্দ্রকে কী বলা হয়?
[ক] জাইগোট
[খ] জীবনের মূল সত্তা
[গ] জিন
✅ বংশগতির বাহক

৫১. প্রতিটি জননকোষে কত জোড়া ক্রোমোজোম থাকে?
[ক] ২১ জোড়া
[খ] ২২ জোড়া
✅ ২৩ জোড়া
[ঘ] ২৪ জোড়া

৫২. ক্রোমোজোমের মধ্যে সুক্ষ্মাতিসুক্ষ রাসায়নিক পদার্থ আছে, তার নাম কী?
[ক] ক্রোমোজোম
✅ জিন
[গ] অটোজোম
[ঘ] ভ্রুণ

৫৩. প্রাণকেন্দ্রের মধ্যে সুতার ন্যায় অতিসুক্ষ্ম পদার্থকে কী বলে?
✅ ক্রোমোজোম
[খ] সেন্ট্রোসোম
[গ] জিন
[ঘ] জাইগোট

৫৪. জীবকোষে সর্বপ্রথম ক্রোমোজোমের অস্তিত্ব প্রমাণ করেন কে?
[ক] ফ্রিম্যান
✅ গ্রেগর মেন্ডেল
[গ] হল জিঙ্গার
[ঘ] উইলিয়াম হার্ভে

৫৫. জিনগুলো কেমনভাবে অবস্থান করে?
✅ জোড়ায় জোড়ায়
[খ] একটি করে
[গ] তিনটি করে
[ঘ] দলগতভাবে

৫৬. জিনগুলোকে কতভাগে ভাগ করা যায়?
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

৫৭. প্রশিক্ষণের দু'বছরের মধ্যে ইসাবেলার বুদ্ধ্যাঙ্ক কত গুণ বেড়ে যায়?
[ক] ২ গুণ
✅ ৩ গুণ
[গ] ৪ গুণ
[ঘ] ৫ গুণ

৫৮. ইসাবেল কত বছর বয়সে স্বাভাবিক শিশুর মতো আচরণ করতে থাকে?
[ক] ৮ বছর
[খ] ৯ বছর
✅ ১৪ বছর
[ঘ] ১৭ বছর

৫৯. বয়োসন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে কোন হরমোন ক্ষরিত হয়?
[ক] থাইরক্সিন
[খ] এড্রিনালিন
✅ এড্রোজেন
[ঘ] এস্ট্রোজেন

৬০. শিশু তার প্রথম আবেগ প্রকাশ করে কিসের মাধ্যমে?
[ক] হাসির মাধ্যমে
✅ কান্নার মাধ্যমে
[গ] নড়াচড়ার মাধ্যমে
[ঘ] পায়খানা করার মাধ্যমে

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৬১. শিশুরা কত মাস বয়স থেকেই আনন্দের অভিব্যক্তি প্রকাশ করতে সক্ষম হয়?
[ক] ২ মাস
✅ ৩ মাস
[গ] ৪ মাস
[ঘ] ৬ মাস

৬২. কত বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে গণ্য করা হয়?
[ক] ১০ বছর
[খ] ১১ বছর
✅ ১২ বছর
[ঘ] ১৩ বছর

৬৩. শৈশবকাল কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৬৪. দু’বছর থেকে ছ'বছর পর্যন্ত সময়কে কী বলে?
[ক] প্রাক-শৈশবকাল
✅ শৈশবকাল
[গ] বয়োসন্ধিকাল
[ঘ] তারুণ্য

৬৫. কোন পর্যায়ে শিশুদের মধ্যে কৌতূহল প্রবণতা খুব বেশি পরিলক্ষিত হয়?
[ক] প্রাক-শৈশবকালে
✅ শৈশবকালে
[গ] যৌবনে
[ঘ] বয়োসন্ধিকালে

৬৬. Puberty বা বয়োসন্ধিকাল হিসেবে চিহ্নিত করা হয় কোন সময়কে?
[ক] ৬ - ১১ বছরকে
[খ] ৮ - ৯ বছরকে
✅ ১১ - ১৩ বছরকে
[ঘ] ১৩ - ১৮ বছরকে

৬৭. দিনা রাস্তায় পড়ে থাকা কলার খোসাটি ডাস্টবিনে ফেলল- এটি কোন ধরনের বিকাশ?
[ক] শারীরিক বিকাশ
✅ নৈতিক বিকাশ
[গ] সামাজিক বিকাশ
[ঘ] আবেগীয় বিকাশ

৬৮. কোন বয়সে ভুল কাজের জন্য মানুষের মনে অনুশোচনা হয় না?
[ক] বার্ধকে
[খ] পূর্ণ বয়সে
[গ] যৌবনে
✅ শিশু বয়সে

৬৯. কাকে দুর্নীতিপরায়ণ হিসেবে চিহ্নিত করা অর্থহীন?
✅ শিশুকে
[খ] তরুণকে
[গ] যুবককে
[ঘ] পূর্ণ বয়স্ক মানুষকে

৭০. শিশুরা কাকে সর্বশক্তিমান মনে করে?
[ক] ভাইকে
[খ] বন্ধুকে
✅ পরিবারের প্রধানকে
[ঘ] শিক্ষককে

৭১. প্রথা-পূর্ব নৈতিকতার কথা বলেন কে?
[ক] পিয়াজে
✅ কোলবার্গ
[গ] নিউম্যান
[ঘ] ফ্রিম্যান

৭২. কত বছরের শিশু মিথ্যা বলাকে অন্যায় মনে করে?
[ক] ৪ বছরের
✅ ৫ বছরের
[গ] ৬ বছরের
[ঘ] ৭ বছরের

৭৩. শৈশবের শেষ পর্যায় হচ্ছে নৈতিকতা বিকাশের দ্বিতীয় স্তর কার মতে?
[ক] পিয়াজের মতে
[খ] নিউম্যানের মতে
[গ] টুরিয়েল এর মতে
✅ কোলবার্গের মতে

৭৪. মেয়েদের যৌন হরমোনের নাম কী?
[ক] এন্ড্রোজেন
[খ] কর্টিসোল
[গ] থাইরক্সিন
✅ ইস্ট্রোজেন

৭৫. মা শিশুকে কিভাবে প্রতিক্রিয়াশীল করে তোলে?
[ক] দুধ পানের মাধ্যমে
✅ ˆদহিক চাহিদা পূরণের মধ্য দিয়ে
[গ] আচরণ শিখানোর মধ্য দিয়ে
[ঘ] খাবার খাওয়ার মধ্য দিয়ে

৭৬. কারা সবচেয়ে বেশি স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়?
✅ শিশুরা
[খ] তরুণরা
[গ] যুবকরা
[ঘ] বয়স্করা

৭৭. শিশু মনোবিজ্ঞানীরা কোন কালকে ‘দলগত বয়স’ নামে অভিহিত করেছেন?
[ক] প্রাক-শৈশবকালকে
[খ] শৈশবকালকে
✅ বাল্যকালকে
[ঘ] বয়োসন্ধিকালকে

৭৮. একটি দেশের উন্নয়নের অপরিহার্য উপাদান কোনটি?
[ক] পরিবেশ
✅ গণতন্ত্র ও সুশাসন
[গ] খেলাধুলা
[ঘ] বিনোদন

৭৯. প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান অন্তরায় কোনটি?
[ক] দারিদ্র
[খ] সন্ত্রাস
✅ দুর্নীতি
[ঘ] অশিক্ষা

৮০. দুর্নীতি দমন আইন কত সালে গৃহীত হয়?
[ক] ২০০১
[খ] ২০০২
✅ ২০০৩
[ঘ] ২০০৪

৮১. জাতিসংঘ সাধারণ পরিষদ কত সালে ঘুষ ও দুর্নীতি বিরোধী জাতি ঘোষণা করে?
✅ ১৯৯৬
[খ] ১৯৯৭
[গ] ২০০১
[ঘ] ২০০৫

৮২. দুর্নীতি বিরোধী সনদে কতটি দেশ স্বাক্ষর করে?
[ক] ১৪০ টি
✅ ১৫০ টি
[গ] ১৭৫ টি
[ঘ] ১৯৯ টি

৮৩. বাংলাদেশ সরকার কত তারিখে জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদে স্বাক্ষর করে?
[ক] ২৭ জানুয়ারি
✅ ২৭ ফেব্রুয়ারি
[গ] ২৭ মার্চ
[ঘ] ৩১ অক্টোবর

৮৪. নৃত্য হচ্ছে
i. ঐচ্ছিক আচরণ
ii. বাহ্যিক আচরণ
iii. খন্ডিত আচরণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫.ফেরেল মানব-
i. বন্য পরিবেশে লালিত-পালিত হয়
ii. বাঘ, ভালস্নুক শৃগাল ইত্যাদি প্রাণীর আশ্রয়ে বড় হয়
iii. ‘কমলা’ ফেরেল মানব

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৬. জন্মপূর্ব পরিবেশের উপাদান-
i. মায়ের পুষ্টি
ii. আলো-বাতাস
iii. মায়ের বয়স

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

৮৭. গর্ভস্থ শিশুর উপর প্রভাবে ফেলে-
i. সর্দি কাশি
ii. সিফিলিস
iii. ডায়াবেটিস

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. পুষ্টির অভাবে
i. শিশুর দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়
ii. মস্তিষ্কের বিকাশ যথোপযুক্তভাবে সম্পন্ন হয় না
ii. শিশু শক্তিমান হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. জন্ম পরবর্তী পরিবেশের উপাদান-
i. আবহাওয়া
ii. আলো-বাতাস
iii. মায়ের পুষ্টি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. সমাজসেবামূলক সংগঠন
i. রেডক্রিসেন্ট
ii. সন্ধানী
iii. উদিচী

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

৯১. ইভ টিজিং-এর কৌশল-
i. শিস বাজানো
ii. ভালো আচরণ করা
iii. অশস্নীল অঙ্গভঙ্গি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. ইভ টিজিং বলতে বোঝায়-
i. অনাকাঙিক্ষত যৌন আবেদনমূলক আচরণ
ii. যৌন হয়রানি
iii. পর্নোগ্রাফী দেখানো

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৯৩. ইভ টিজিং-এর কারণ-
i. নৈতিক মূল্যবোধের অবক্ষয়
ii. অসৎ সঙ্গ
iii. মাদকদ্রব্যের প্রতি আসক্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৪. ইভ টিজিং প্রতিরোধে প্রয়োজন-
i. সুশিক্ষা
ii. সচেতনতা
iii. আইনের প্রয়োগ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i, ii ও iii
[ঘ] iii

নিচের তথ্যের আলvাকে ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও:
গ্রামের স্বাস্থ্য আপা মহিলাদের প্রতি সপ্তাহে স্বাস্থ্য সম্পর্কে বলেন। এদিন তিনি গর্ভবতী মায়েদের শিশুর জন্মপূর্ব পরিবেশ সম্পর্কে বলেন।

৯৫. স্বাস্থ্য আপা কতদিন পর শিশু ভূমিষ্ঠ হওয়ার কথা বলেছিলেন?
[ক] ২৭০ দিন
✅ ২৮০ দিন
[গ] ২৯০ দিন
[ঘ] ৩০০ দিন

৯৬. স্বাস্থ্য আপা শিশুর জন্মপূর্ব পরিবেশের যেসব উপাদানের কথা বলেন-
i. মায়ের পুষ্টি
ii. মায়ের বয়স
iii. মায়ের কর্মপরিবেশ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও:
তপুর বয়স ১২ বছর। ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। মুখে দাড়িগোফ হয়েছে। ফলে এখন কী করবে বুঝে উঠতে পারে না।

৯৭. তপুর বয়সটাকে কী বলা হয়?
[ক] প্রাক-শৈশবকাল
[খ] বাল্যকাল
✅ বয়োসন্ধিকাল
[ঘ] যৌবনকাল

৯৮. তপুর বয়সকালীন সময়ের বৈশিষ্ট্য
i. গোনাডোট্রিপিক হরমোন-এর সক্রিয়তা বেড়ে যায়
ii. ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়
iii. আবেগের আধিক্য দেখা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. বংশগতির ধারক হলো-
✅ জিন
[খ] ক্রোমোজোম
[গ] শুক্রাণ
[ঘ] ডিম্বাণু

১০০. X ও Y ক্রোমোজোমকে কী বলা হয়?
[ক] যৌন কোষ
[খ] দেহ কোষ
[গ] অটোজোম
✅ যৌন ক্রোমোজোম
Share:

0 Comments:

Post a Comment