HSC Islamic History and Culture 1st Paper mcq question and answer. HSC Islamic History and Culture 1st Paper mcq guide pdf download.
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৭
HSC Islamic History and Culture 1st Paper
MCQ
Question and Answer pdf download
১. কার সমর্থকগণ শিয়া নামে পরিচিত?
[ক] হযরত ওসমান (রা)-এর
[খ] হযরত আবু বকর (রা) -এর
[গ] হযরত উমর (রা) এর
✅ হযরত আলী (রা) এর
২. 'ক্রুসেড' কী?
✅ ধর্মযুদ্ধ
[খ] ধর্মীয় স্থান
[গ] ধর্মীয় চিহ্ন
[ঘ] ধর্মগুরু
৩. হযরত আলী ও বিবি ফাতেমার বংশধরগণ ইতিহাসে কী নামে পরিচিত?
[ক] আলী বংশীয়
✅ ফাতেমীয়
[গ] আববাসীয়
[ঘ] কুরাইশ
৪. ৯০৯ খ্রিস্টাব্দে খাতেমি খিলাফত স্থাপিত হয়েছিল কোথায়?
✅ আফ্রিকায়
[খ] মক্কায়
[গ] মদিনায়
[ঘ] ইফরিকিয়াতে
৫. ফাতেমিগণ কোন মহাদেশ খিলাফত প্রতিষ্ঠা করেন?
[ক] এশিয়া
[খ] ইউরোপ
✅ আফ্রিকা
[ঘ] ওশেনিয়া
৬. কার গোপন সংবাদের ভিত্তিতে আববাসি খলিফা আববাস ও কামিলকে গ্রেফতার করেন?
[ক] জিয়াদাত উল্লাহ
[খ] মুয়াল্লিমের
✅ মুফতাদীর
[ঘ] আব্দুল্লাহর
৭. ওবায়দুল্লাহ আল মাহদী কোথায় রাজধানী স্থাপন করেন?
[ক] সিজিলমাসায়
[খ] ইফরিকিয়ায়
[গ] আগলাবীতে
✅ রাক্কাদায়
৮. ওবায়দুল্লাহ আল-মাহদী কী প্রতিষ্ঠা করেন?
[ক] উমাইয়া খিলাফত
✅ শিয়া ফাতেমীয় খিলাফত
[গ] আববাসীয় খিলাফত
[ঘ] স্পেনে উমাইয়া খিলাফত
৯. কার রাজত্বকালে আবু ইয়াজিদের নেতৃত্বে ব্যাপক খারেজি বিদ্রোহ হয়?
[ক] আল মনসুরের
✅ আল কাঈমের
[গ] আল মুইজের
[ঘ] আল মাহদীর
১০. আল-মুইজ কত বছর রাজত্ব করেন?
[ক] ২২
✅ ২৩
[গ] ২৪
[ঘ] ২৫
১১. শফিক মুসলমানদের স্পেন বিজয়ের ইতিহাস পড়ে কোন সময়কে স্বর্ণযযুগের প্রথম পদক্ষেপ হিসেবে অভিহিত করবে?
✅ আল মনসুরের সময়
[খ] ইউসুফের শাসন
[গ] মুসা বিন নুসাইয়ের শাসন
[ঘ] আব্দুর রহমান আদ দাখিলের শাসনামল
১২. আসলাম হানাফি মাযহাবের অনুসারী। তার অনুসরণ করা মাযহাবটি প্রতিষ্ঠিত হয়েছিল কার সময়ে?
[ক] আব্দুল আববাসের
✅ আল-মনসুরের
[গ] হারুনের
[ঘ] আল আমিনের
১৩. আল মুইজের শ্রেষ্ঠ বিজয় কোনটি?
[ক] মরক্কো
[খ] সিসিলি
✅ মিশর
[ঘ] কায়রো
১৪. আল মুইজ কার নেতৃত্বে সিসিলি দ্বীপ দখল করেন?
✅ আহমদ ইবনে হাসানের
[খ] আল জওহরের
[গ] হাসান বিন আলীর
[ঘ] আবু তামিম মাদের
১৫. আল মনসুর কী নামে এক সুদৃশ্য নগরী নির্মাণ করেন?
✅ আল মনসুরী
[খ] আল মনসুরা
[গ] তাহিরী মুইজের
[ঘ] আল মাহদীর
১৬. আল কাহিরার বর্তমান নাম কী?
[ক] মিসর
[খ] কান্দাহার
✅ কায়রো
[ঘ] কুশিয়ারা
১৭. কোন ফাতেমির শাসককে পাশ্চাত্যের মামুন বলা?
✅ আল মুইজ
[খ] আল-আজিজ
[গ] আল-কাইম
[ঘ] আল-মনসুর
১৮. ফাতেমি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক এবং বংশের প্রতিষ্ঠাতা হিসেবে কে পরিচিত?
[ক] আল কাঈম
✅ আল মুইজ
[গ] আল মনসুর
[ঘ] আল মাহদী
HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download.
HSC Islamic History and Culture 1st Paper mcq guide pdf download.
✅ মিশরকে সমৃদ্ধ নগরীতে পরিণত করা
[খ] সিরিয়াকে সমৃদ্ধ নগরীতে পরিণত করা
[গ] স্পেনকে সমৃদ্ধ নগরীতে পরিণত করা
[ঘ] আফ্রিকাকে সমৃদ্ধ নগরীতে পরিণত করা
২০. এস লেনপুল-এর মতে, আল মুইজের জীবনে মূল লক্ষ্য কী ছিল?
[ক] আফ্রিকা জয় করা
✅ মিসর জয় করা
[গ] কাবুল বিজয় করা
[ঘ] স্পেন জয় করা
২১. কোন খলিফার শাসনামল ফাতেমীয় রাজবংশের 'সোনালী যুগ' ছিল?
[ক] আল-মনসুর
[খ] আল হাকিম
✅ আল মুইজ
[ঘ] আল হাকাম
২২. ‘‘তিনি নিঃসন্দেহে পাশ্চাত্যের মানুষ ছিলেন এবং তার শাসনকালে উত্তর আফ্রিকা সভ্যতা ও সমৃদ্ধির উচ্চশিখরে আরোহণ করে’’- এখানে আমীর আলী কোন শাসকের কথা বলেন?
[ক] আবু আব্দুল্লাহর
[খ] আল মাহদীর
[গ] আল আজিজের
✅ আল মুইজের
২৩.আল-হাকিম কত বছর বয়সে খলিফা হন?
[ক] ১২ বছর বয়সে
✅ ১১ বছর বয়সে
[গ] ১০ বছর বয়সে
[ঘ] ৯ বছর বয়সে
২৪. দুরূল হিকমা কে প্রতিষ্ঠা করেন?
[ক] আল-মাহদী
[খ] আল-আজিজ
[গ] আল মুইজ
✅ আল-হাকিম
২৫. দারাজি সম্প্রদায় কোথায় এখনও বিদ্যমান আছে?
✅ লেবাননে
[খ] সিরিয়ায়
[গ] ইসরাইলে
[ঘ] মিসরে
২৬. সম্রাট বাবর মাত্র ১১ বছর বয়সে ফারগনার সিংহাসনে উপবিষ্ট হয়েছিলেন। সম্রাট বাবরের সাথে ফাতেমি কোন শাসকের সাদৃশ্য রয়েছে?
[ক] আল মাহদি
[খ] আল কাইম
[গ] আল আজিজ
✅ আল হাকিম
২৭. দারুল হিকমা কী?
✅ শিক্ষা ভবন
[খ] বিজ্ঞান ভবন
[গ] প্রশাসনিক ভবন
[ঘ] খলিফার অফিস
২৮. বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
[ক] অক্সফোর্ড
[খ] রিয়াদ
✅ আল-আজহার
[ঘ] হার্ভার্ড
২৯. সাঈদ বিন বাতরিক পেশায় কী ছিলেন?
✅ চিকিৎসক
[খ] কবি
[গ] দার্শনিক
[ঘ] শিক্ষক
৩০. আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়?
[ক] বাগদাদ
[খ] কুফা
✅ কায়রো
[ঘ] ফুসতাত
৩১. ‘ফসর-উল-বাহার' কী?
✅ প্রাসাদ
[খ] চিত্রকর্ম
[গ] সাহিত্য
[ঘ] শিলালিপি
৩২. জিরিয়াব কে ছিলেন?
[ক] প্রধানমন্ত্রী
[খ] আইনশাস্ত্রবিদ
✅ সঙ্গীতজ্ঞ
[ঘ] বিদ্রোহী নেতা
৩৩. ‘সাবিয়া’ বলতে বোঝায় -
[ক] ছয়জন ইমামে বিশ্বাসী
✅ সাতজন ইমামে বিশ্বাসী
[গ] দশজন ইমামে বিশ্বাসী
[ঘ] বারোজন ইমামে বিশ্বাসী
৩৪. ইসমাঈলীয়দের সাবিয়া বলার কারণ কী?
✅ সপ্তম ইমামে বিশ্বাস
[খ] দশম ইমামে বিশ্বাস
[গ] দ্বাদশ ইমামে বিশ্বাস
[ঘ] পঞ্চম ইমামে বিশ্বাস
৩৫. আল আযহার মসজিদ নির্মাণ করেন-
[ক] উবায়দুল্লাহ আল মাহদী
✅ আল আজিজ
[গ] জওহর আল সিকিল্পী
[ঘ] আল হাকিম
HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download.
HSC Islamic History and Culture 1st Paper mcq guide pdf download.
৩৬. আল হাকিমের মৃত্যুর পর সাম্রাজ্যের প্রকৃত ক্ষমতা ছিল কাদের হাতে?
✅ আমির ওমরাহদের
[খ] জনগণের
[গ] খলিফার
[ঘ] সেনাবাহিনীর
৩৭. খলিফা আজিজ তুর্কিদের নিয়ে রক্ষীবাহিনী গঠন করেন। এর যথার্থ কারণ হলো-
✅ বার্বারদের প্রতি অনাস্থা
[খ] তুর্কিদের পৃষ্ঠপোষকতা দান
[গ] বার্বারদের অসমেত্মাষ বৃদ্ধি
[ঘ] তুর্কিদের প্রতি অনাস্থা
৩৮. ইবনে হায়সাম কে ছিলেন?
[ক] কবি
[খ] চিকিৎসক
[গ] বিজ্ঞানী
✅ দার্শনিক
৩৯. ফাতেমি শাসকগণের শেষ দিকে উজির মন্ত্রিগণ ষড়যন্ত্র করেন। এর যথার্থ কারণ হলো-
i. খলিফাগণের আরামপ্রিয়তা
ii. খলিফাদের অযোগ্যতা
iii. সামরিক বাহীনির বিশৃঙ্খলা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৪০ ৪১নং প্রশ্নের উত্তর দাও:
আরিফ ও সাইদ-এর মাঝে একটি সম্প্রদায় নিয়ে কথা হচ্ছিল:
আরিফ : এই সম্প্রদায়টি ইসলামি সাম্রাজ্যের প্রতিষ্ঠিত খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে।
সাইদ : কারবালার ঘটনা তাদের মাঝে প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তুলে।
৪০. আরিফ ও সাইদ কোন সম্প্রদায় নিয়ে আলোচনা করছিল?
✅ শিয়া
[খ] সুন্নি
[গ] জাফরিয়া
[ঘ] গুপ্ত ঘাতক
৪১. অনুচ্ছেদে উল্লিখিত সম্প্রদায় বিদ্রোহ করে-
i. অটোমান খিলাফতের সময়
ii. উমাইয়া খিলাফতের সময়
iii. আববাসী খিলাফতের সময়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment