HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC Islamic History and Culture 2nd Paper mcq guide pdf download.
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫
HSC Islamic History and Culture 2nd Paper
MCQ
Question and Answer pdf download
১. পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী ছিল?
[ক] জুলফিকার আলী ভুট্টো
✅ লিয়াকত আলী খান
[গ] ইয়াহিয়া খান
[ঘ] আইয়ুব খান
২. পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা কত ভাগের মাতৃভাষা ছিল উর্দু?
[ক] ২.২৭
[খ] ৫.২৭
✅ ৩.২৭
[ঘ] ৪.২৭
৩. তমদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন ছিল?
✅ সাংস্কৃতিক
[খ] রাজনৈতিক
[গ] ধর্মীয়
[ঘ] অর্থনৈতিক
৪. 'তমদ্দুন মজলিশ' গঠনের নেতৃত্ব দিয়েছিলেন কে?
[ক] ড. মুহম্মদ শহীদুল্লাহ
✅ আবুল কাশেম
[গ] আবুল মনসুর
[ঘ] আবুল মকসুদ
৫. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
✅ করাচি
[খ] রাওয়ালপিন্ডি
[গ] সিন্ধু
[ঘ] লাহোর
৬. 'আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।' কে বলেছিলেন?
[ক] কাজী মোতাহের হোসেন
✅ ড. মুহম্মদ শহীদুল্লাহ
[গ] কাজী নজরুল ইসলাম
[ঘ] কবি ফররুখ আহমদ
৭. ভাষা আন্দোলনের ফলে কী গড়ে ওঠে?
✅ বাঙালি জাতীয়তাবাদী চেতনা
[খ] পাকিস্তানি জাতীয়তাবাদী চেতনা
[গ] মুসলিম জাতীয়তাবাদী চেতনা
[ঘ] উর্দু ভাষাগত স্বাতন্ত্র্য চেতনা
৮. ভাষা আন্দোলনের সর্বোচ্চ অর্জন কোনটি?
[ক] যুক্তফ্রন্টের বিজয়
✅ রাষ্ট্রভাষার স্বীকৃতি
[গ] আইয়ুব খানের পতন
[ঘ] বাংলাদেশের স্বাধীনতা অর্জন
৯. 'উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা'- ঘোষণাটি কার?
[ক] আইয়ুব খানের
✅ মোহাম্মদ আলী জিন্নাহর
[গ] জেনারেল ইয়াহিয়া খানের
[ঘ] খাজা নাজিমউদ্দিনের
১০. সালাম, বরকত, রফিক, জববার নিচের কোন আন্দোলনে দেশের জন্য জীবন উৎসর্গ করেন?
[ক] ছয়দফা আন্দোলন
[খ] ৬২ সালের আন্দোলন
[গ] ভাষা আন্দোলন
✅ ৬৯ সালের গণঅভ্যুত্থানে
১১. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এ গানটির বর্তমান সুরকার কে?
[ক] আলাউদ্দিন আল আজাদ
[খ] আব্দুল লতিফ
✅ আলতাফ মাহমুদ
[ঘ] গাফ্ফার চৌধুরী
১২. একুশের প্রথম সাহিত্য সংকলন ছিল কোনটি?
[ক] রাষ্ট্রভাষা বাংলা চাই
✅ একুশে ফেব্রুয়ারি
[গ] ভাষা আন্দোলন
[ঘ] কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি
১৩. ভাষা আন্দোলন-পরবর্তী সময়ে ভাষা ও সংস্কৃতির উন্নয়নে গঠিত হয় কোনটি?
✅ বাংলা একাডেমী
[খ] মুক্তিযুদ্ধ জাদুঘর
[গ] শিল্পকলা একাডেমী
[ঘ] আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
১৪. কত সালে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে?
[ক] ১৯৫৩
[খ] ১৯৫৪
[গ] ১৯৫৫
✅ ১৯৫৬
১৫. পাকিস্তানি শাসকেরা পূর্ব পাকিস্তানে কোন শাসন প্রতিষ্ঠা করেন?
[ক] গণতান্ত্রিক
✅ ঔপনিবেশিক
[গ] রাজতান্ত্রিক
[ঘ] প্রজাতান্ত্রিক
১৬. কৃষক-শ্রমিক পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৫৪
✅ ১৯৫৩
[গ] ১৯৫৫
[ঘ] ১৯৫৬
১৭. কৃষক-শ্রমিক পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
✅ এ কে ফজলুল হক
[খ] হাজী দানেশ
[গ] মাওলানা আতহার আলী
[ঘ] সোহরাওয়ার্দী
১৮. আওয়ামী মুসলিম লীগ সংগঠনের সভাপতি কে ছিলেন?
✅ মাওলানা ভাসানী
[খ] হোসেন শহীদ সোহরাওয়াদী
[গ] শামসুল হক
[ঘ] খাজা নাজিম উদ্দিন
১৯. ১৯৫৪ খ্রিস্টাব্দের নির্বাচনে জয়লাভ করে-
✅ যুক্তফ্রন্ট
[খ] মুসলিম লীগ
[গ] জামাত-ই-ইসলাম
[ঘ] ন্যাপ (মোজাফফর)
২০. বাংলা একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয়?
✅ ১৯৫৫
[খ] ১৯৫৬
[গ] ১৯৫৭
[ঘ] ১৯৫৮
২১. যুক্তফ্রন্টের কোন দলটি এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন ছিল?
[ক] আওয়ামী মুসলিম লীগ
[খ] নেজামে ইসলামি পার্টি
✅ কৃষক শ্রমিক পার্টি
[ঘ] গণতন্ত্রী দল
HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download.
HSC Islamic History and Culture 2nd Paper mcq guide pdf download.
২২. 'সমাজতন্ত্রই মুক্তির একমাত্র পথ - কোন দল ঘোষণা করে?
[ক] মস্কোপন্থি ন্যাপ (ওয়ালী)
✅ চীনপন্থি ন্যাপ (ভাসানী)
[গ] আওয়ামী লীগ
[ঘ] মুসলিম লীগ
২৩. আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৫০
✅ ১৯৪৯
[গ] ১৯৪৮
[ঘ] ১৯৪৭
২৪. ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ কী?
[ক] ভোট জালিয়াতি
[খ] কম সংখ্যক ভোটারের উপস্থিতি
[গ] যুক্তফ্রন্টের নানা ধরনের অপপ্রচার
✅ জনসংযোগের অভাব
২৫. পাকিস্তানের উভয় অংশের মধ্যে একমাত্র মিল ছিল -
[ক] ভাষা
[খ] পোশাক
✅ ধর্ম
[ঘ] সংস্কৃতি
২৬. আজাদ এমন একজন পাক শাসকের কথা বলেন যিনি জাতীয় বাজেটের শতকরা ৬০ ভাগ সামরিক খাতে ব্যয় করেছেন। কোন শাসকের সাথে এটির সাদৃশ্য রয়েছে?
[ক] মোনায়েম খান
[খ] লিয়াকত আলী খান
[গ] মাহমুদ খান
✅ আইয়ুব খান
২৭. ছয়দফা কর্মসূচি কে ঘোষণা করেন?
✅ শেখ মুজিবুর রহমান
[খ] মওলানা ভাসানী
[গ] সার্জেন্ট জহুরুল হক
[ঘ] কে. ফজলুল হক
২৮. ছয়দফার সাথে কোন বিখ্যাত নেতার নাম জড়িত?
[ক] হোসেন শহীদ সোহরাওয়াদী
[খ] মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
[গ] শেরে বাংলা একে ফজলুল হক
✅ বঙ্গবন্ধু মুজিবুর রহমান
২৯. ৬ দফা দাবি কোথায় উত্থাপন করা হয়?
[ক] ইসলামাবাদে
[খ] করাচিতে
[গ] রাওয়ালপিন্ডিতে
✅ লাহোরে
৩০. ছয়দফা কর্মসূচিকে শেখ মুজিবুর রহমান কী বলে অভিহিত করেন?
[ক] পশ্চিম পাকিস্তানের 'বাঁচার দাবি'
✅ পূর্ব পাকিস্তানের 'বাঁচার দাবি'
[গ] পশ্চিম পাকিস্তানের যুক্ত হওয়ার দাবি
[ঘ] পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার দাবি
৩১. ঐতিহাসিক আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন?
✅ শেখ মুজিবুর রহমান
[খ] মোহাম্মদ খুরশীদ
[গ] এল.এস. নূর মোহাম্মদ
[ঘ] সার্জেন্ট জহুরুল হক
৩২. আগরতলা মামলার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় কোথায়?
✅ ঢাকা ক্যান্টনমেন্ট
[খ] কুর্মিটোলা ক্যান্টনমেন্ট
[গ] চট্টগ্রাম ক্যান্টনমেন্ট
[ঘ] কুমিল্লা ক্যান্টনমেন্ট
৩৩. 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’-এর আহবায়ক কে ছিলেন?
[ক] গাজীউল হক
✅ আবদুল মতিন
[গ] শামসুল হক
[ঘ] মহিউদ্দিন আহমদ
৩৪. আইয়ুব খানের পতনের কারণ হিসেবে কোনটি অধিক উপযোগী?
[ক] '৬২-এর শিক্ষা আন্দোলন
[খ] ৬৬-এর ছয়দফা আন্দোলন
[গ] '৭০-এর নির্বাচনের পরাজয়
✅ ৬৯-এর গণঅভ্যুত্থান
৩৫. কার বিরুদ্ধে জনগণ গণঅভ্যুত্থানের ডাক দেয়?
✅ আইয়ুব খান
[খ] খাজা নাজিমউদ্দিন
[গ] মোহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] লিয়াকত আলী খান
৩৬. ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি?
✅ তমদ্দুন মজলিশ
[খ] রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
[গ] ছাত্র সংগ্রাম পরিষদ
[ঘ] অধিকার আন্দোলন
৩৭. ছয়দফাকে বাঙ্গালির মুক্তির সনদ বলার কারণ কী?
✅ ছয়দফা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেরণা
[খ] ছয়দফা পাকিস্তানি শাসকদের শায়েস্তা করার ভিত্তি
[গ] মানসিক অধিকারের ভিত্তি
[ঘ] পাকিস্তানের সামরিক বাহিনীর অধিকার খর্বের হাতিয়ার
৩৮. মৌলিক গণতন্ত্রের উদ্ভাবক কে?
✅ আইয়ুব খান
[খ] টিক্কা খান
[গ] জিয়াউল হক
[ঘ] ফজলুল হক
৩৯. কোন প্রেসিডেন্টের আমলে আগরতলা মামলা দায়ের করা হয়?
[ক] ইস্কান্দার মির্জা
✅ আইয়ুব খান
[গ] মোনায়েম খান
[ঘ] ফাহাদ খান
৪০. ভাষা আন্দোলনের ফলে রাজনৈতিক দল হিসেবে প্রাধান্য সৃষ্টি হয় -
i. আওয়ামী লীগের
ii. গণতন্ত্রী দলের
iii. যুবলীগের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪১. ১৯৫২ সালের ২১ ফেব্রম্নয়ারি ছিল -
i. বৃহস্পতিবার
ii. ৮ই ফাল্গুন
iii. ১৩৫৮ বঙ্গাব্দ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪২. ভাষার প্রশ্নে সংগ্রাম পরিষদের দাবি
i. পূর্ববাংলার অফিস-আদালতের ভাষা হবে বাংলা
ii. বাংলা ভাষার দাবির প্রশ্নে গণভোটের ব্যবস্থা করতে হবে
iii. বাংলা ও উর্দু দুটিই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
i. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা
ii. পাটশিল্পের জাতীয়করণ
iii. শহিদ মিনার নির্মাণ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৪. ছয়দফায় প্রদেশগুলোতে নিজস্ব মিলিশিয়া গঠনের কথা বলার কারণ -
i. আঞ্চলিক সংহতি রক্ষা
ii. জাতীয় নিরাপত্তা রক্ষ
iii. স্বাধীনতা রক্ষা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download.
HSC Islamic History and Culture 2nd Paper mcq guide pdf download.
৪৫. ঐতিহাসিক ছয়দফার বিষয়বস্তু ছিল -
i. স্বায়ত্তশাসন
ii. দেশরক্ষা ও পররাষ্ট্রনীতি কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে
iii. সেনাবাহিনী প্রদেশের হাতে থাকবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৬. হয় দফায় মুদ্রা সম্পর্কে বলা হয় -
i. দুই অঞ্চলের একই মুদ্রা থাকবে
ii. দুই অঞ্চলের আলাদা মুদ্রা থাকবে
iii. সহজে বিনিময়যোগ্য মুদ্রা থাকবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৪৭. হয়দফা দাবি কর্মসূচির অন্যতম পটভূমিকা হচ্ছে -
i. বৈষম্যমূলক নীতি
ii. পাক-ভারত যুদ্ধ পরবর্তী
iii. পাক শাসকের ষড়যন্ত্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৮. 'DAC'-এর পূর্ণরূপ হলো-
i. ডেমোক্রেটিক অ্যাকটিভ কমিটি
ii. ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি
iii. ডেমোক্রেটিক অ্যাকশন কাউন্সিল
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
৪৯. পূর্ব বাংলার জনমনে মুসলিম লীগ বিরোধী মনোভাব চরম আকার ধারণ করে -
i. বৈষম্যমূলক নীতির কারণে
ii. ষড়যন্ত্রের রাজনীতির কারণে
iii. অগণতান্ত্রিক মনোভাবের কারণে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫০. পূর্ব বাংলার প্রতি মুসলিম লীগের মনোভাব ছিল-
i. অগণতান্ত্রিক
ii. ষড়যন্ত্রমূলক
iii. গণতান্ত্রিক
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫১. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফার মধ্যে অন্যতম ছিল-
i. পূর্ব বাংলার স্বায়ত্তশাসন
ii. প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার
iii. সংসদীয় গণতন্ত্র প্রবর্তন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও:
পাকিস্তানি শাসকগণ বুঝতে পেরেছিলেন যে, বাঙালিদের শাসন করত হলে প্রথমে ভাষাকে আঘাত করতে হবে। তাই তারা বাংলা ভাষার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। কিন্তু বাঙালিরা তা হতে দেয়নি।
৫২. উদ্দীপকে উল্লিখিত আন্দোলন কোন ঘটনাকে নির্দেশ করে?
[ক] অসহযোগ আন্দোলন
[খ] স্বাধিকার আন্দোলন
✅ ভাষা আন্দোলন
[ঘ] গণআন্দোলন
৫৩.উক্ত আন্দোলনের ফলে -
[ক] উর্দু ভাষা স্বীকৃতি পায়
[খ] ইংরেজি ভাষা স্বীকৃতি পায়
✅ বাংলা ভাষা স্বীকৃতি পায়
[ঘ] ফার্সি ভাষা স্বীকৃতি পায়
উদ্দীপকটি পড়ে ৫৪ ও ৫৫ নং প্রশ্নের উত্তর দাও:
রাকিব তার বন্ধু হাসানের সাথে পাকিস্তান আমলের প্রথম দিকের একটি নির্বাচন নিয়ে কতকগুলো বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে একটি বিশেষ জোট গঠন করে এবং জয়লাভ করে। দলটির নির্বাচনি কর্মসূচি ২১ দফায় বিন্যসত্ম হয়।
৫৪. উদ্দীপকে উল্লেখিত নির্বাচনি জোট নিচের কোনটিকে নির্দেশ করে?
✅ ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন
[খ] ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন
[গ] ১৯৭০ সালের সাধারণ নির্বাচন
[ঘ] মহাজোটের নির্বাচন
৫৫. উদ্দীপকে উল্লেখিত নির্বাচনি ঐক্যজোটের অন্তর্ভুক্ত দলের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য-
i. আওয়ামী লীগ
ii. কৃষক লীগ
iii. গণতন্ত্রী দল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও:
মারুফ ও ফারুক দুই বন্ধু। তারা একই দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বাস করে। মারুফ পূর্বাঞ্চলে বাস করত। সেখানে লোকজন ছিল নির্যাতিত ও অবহেলিত। ফারুক পশ্চিমাঞ্চলে বাস করত। পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চলকে নিয়ন্ত্রণ করত। পূর্বাঞ্চলের অর্থে পশ্চিমাঞ্চল অর্থনৈতিকভাবে লাভবান হয়। পূর্বাঞ্চলের পণ্য পশ্চিমাঞ্চলে চলে যেত। পূর্বাঞ্চলের অধিবাসীরা পণ্যের ন্যায্য মূল্যও পেত না। ভোগও করতে পারত না।
৫৬. মারুফের অঞ্চলটি 'পূর্ব পাকিস্তানের মতো কোন বৈষম্যের শিকার?
[ক] রাজনৈতিক
✅ অর্থনৈতিক
[গ] সামাজিক
[ঘ] ধর্মীয়
৫৭. মারুফের মতো পূর্ব পাকিস্তানের নাগরিকরা দিন দিন-
i. অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছিল
ii.দরিদ্রতায় নিমজ্জিত হচ্ছিল
iii. উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫৮-৫৯ নং প্রশ্নের উত্তর দাও:
মাসুম তার দাদার কাছ থেকে একটি ঐতিহাসিক কর্মসূচির কথা শুনছিলেন। মাসুম জানতে পারে যে, উক্ত কর্মসূচিতে প্রাদেশিক স্বায়ত্তশাসন, কেন্দ্রীয় ও প্রদেশের ক্ষমতা ভাগাভাগি, প্রাদেশিক রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা ও প্যারামিলিটারি বাহিনী গঠনের কথা বলা হয়েছে।
৫৮. উদ্দীপকটি তোমার পঠিত কোন ঐতিহাসিক কর্মসূচির প্রতি ইঙ্গিত বহন করে?
[ক] ১১ দফা
✅ ৬ দফা
[গ] ৮ দফা
[ঘ] ২১ দফা
৫৯. উক্ত কর্মসূচিতে ঘোষণা করা হয়েছিল-
i. প্রশাসনিক বৈষম্য
ii. সামরিক বৈষম্য
iii. রাজনৈতিক বৈষম্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬০. উক্ত কর্মসূচিকে বলা হয়-
i. মুক্তির সনদ
ii. বাঁচার দাবি
iii. অভিবাসনের দাবি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment