HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC Islamic History and Culture 2nd Paper mcq guide pdf download.
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩
HSC Islamic History and Culture 2nd Paper
MCQ
Question and Answer pdf download
১. মুঘল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে?
✅ সম্রাট বাবর
[খ] সম্রাট হুমায়ুন
[গ] সম্রাট আকবর
[ঘ] সম্রাট জাহাঙ্গীর
২. বাবরের প্রকৃত নাম কী?
[ক] সিরাজউদ্দীন মুহাম্মদ
✅ জহির উদ্দীন মুহাম্মদ
[গ] আজম উদ্দীন মুহাম্মদ
[ঘ] সগীর উদ্দীন মাহমুদ
৩. বাবর কোন ভাষার শব্দ?
[ক] ফার্সি
[খ] উর্দু
[গ] পর্তুগিজ
✅ তুর্কি
৪. পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
[ক] ১৫২৯
[খ] ১৭২৯
✅ ১৫২৬
[ঘ] ১৭৭৬
৫. মেওয়াটের রাজধানীর নাম কী ছিল?
[ক] গাজিপুর
[খ] কালি
[গ] হাওড়া
✅ আলওয়ার
৬. ‘‘খানুয়ার যুদ্ধ প্রকৃতপক্ষে ভারতবর্ষের ইতিহাসেবএকটি চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ ছিল’’- এটি কার উক্তি?
[ক] আর.সি.মজুমদারের
✅ কে কে দত্তের
[গ] ঈশ্বরী টোপার
[ঘ] ঈশ্বরী প্রসাদের
৭.আইন-ই-আকবরীর রচয়িতা কে?
[ক] আকবর
[খ] টোডরমল
✅ আবুল ফজল
[ঘ] বীরবল
৮. কোন শাসক ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার করেন?
[ক] সেকেন্দার আলী
✅ বাবর
[গ] হুমায়ুন
[ঘ] আকবর
৯. খানুয়ারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় কে?
✅ রানা সংগ্রাম সিংহ
[খ] রানা প্রতাপ সিংহ
[গ] রানা জয় সিংহ
[ঘ] রানা উদয় সিংহ
১০. সম্রাট হুমায়ুনের সময় বাংলার সুলতান কে ছিলেন?
[ক] মুজাফফর খান
[খ] টোডরমল
[গ] শাহ সুজা
✅ নুসরাত শাহ
১১. চৌসার যুদ্ধ কেন সংঘটিত হয়?
[ক] জাহাঙ্গীর কুলীর বিদ্রোহ দমনে
✅ শের খানকে দমন করার জন্য
[গ] মাহমুদ লোদীকে পরাজিত করার জন্য
[গ] ইব্রাহিম লোদীকে পরাজিত করার জন্য
১২. ফরিদকে ‘শের খান' উপাধি প্রদান করেন কে?
[ক] ইব্রাহিম লোদী
[খ] দেলোয়ার খান
[গ] মাহমুদ খান
✅ বাহার খান
১৩. কেন্দ্রীয় শাসন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শেরশাহ কতজন মন্ত্রী নিযুক্ত করেছিলেন?
[ক] ৬ জন
[খ] ৮ জন
[গ] ১০ জন
✅ ৪ জন
১৪. গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
✅ শেরশাহ
[খ] আকবর
[গ] মুহম্মদ বিন তুঘলক
[ঘ] জাহাঙ্গীর
১৫. 'লা-ই-কুহনা মসজিদ' কে নির্মাণ করেন?
[খ] আকবর
✅ শেরশাহ
[গ] আওরঙ্গজেব
[ঘ] জাহাঙ্গীর
১৬. 'গ্রান্ড ট্রাঙ্ক রোড’ কতদূর পর্যন্ত বিসত্মৃত ছিল?
✅ সোনারগাঁও হতে সিন্ধু অববাহিকা পর্যন্ত
[খ] আগ্রা হতে বুরহানপুর পর্যন্ত
[গ] লাহোর হতে মুলতান পর্যন্ত
[ঘ] আগ্রা হতে দিল্লি পর্যন্ত
১৭. ফতেহপুর সিক্রিতে ইবাদাত খানা নির্মাণ করেন কে?
✅ আকবর
[খ] বাবুর
[গ] শাহজাহান
[ঘ] আওরঙ্গজেব
১৮. মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন?
[ক] সম্রাট বাবুর
[খ] সম্রাট হুমায়ূন
✅ সম্রাট আকবর
[ঘ] সম্রাট জাহাঙ্গীর
১৯. 'রাসনী আন্দোলনের সূত্রপাত-কোথায় ঘটে?
[ক] ইরাকে
[খ] ইরানে
[গ] সিরিয়ায়
✅ আফগানিস্তানে
২০. কেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল?
[ক] বৈরাম খানের ঔদ্ধত্যপূর্ণ আচরণে
✅ হিমুর জিঘাংসাপূর্ণ মনোভাবে
[গ] আবুল ফজলের প্ররোচনায়
[ঘ] ফৈজীর যুদ্ধংদেহী মনোভাবে
২১. রাজমহলের যুদ্ধ কেন সংঘটিত হয়?
✅ দাউদ খানের সন্ধি ভঙ্গ করায়
[খ] দাউদ খান উপঢৌকন প্রদান না করায়
[গ] দাউদ খান সৈন্য অপসারণ না করায়
[ঘ] দাউদ খান মুঘলদের রসদ সরবরাহ না করায়
২২. কাকে 'A child of many prayers' বলা হয়?
[ক] সম্রাট আকবরকে
[খ] সম্রাট হুমায়ূনকে
✅ সম্রাট জাহাঙ্গীরকে
[ঘ] সম্রাট বাবরকে
২৩. জাহাঙ্গীর শব্দের অর্থ কী?
✅ ভুবন বিজয়ী
[খ] পৃথিবীর ছায়া
[গ] পৃথিবীর আলো
[ঘ] পৃথিবীর অভিশাপ
HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download.
HSC Islamic History and Culture 2nd Paper mcq guide pdf download.
২৪. কার রাজত্বকালে মুঘল চিত্রকলার উন্মেষ ঘটে?
[ক] সম্রাট হুমায়ূন
[খ] সম্রাট আকবর
✅ সম্রাট জাহাঙ্গীর
[ঘ] সম্রাট শাহজাহান
২৫. ভারতীয় সাহিত্যের 'অগাস্টাস যুগ' বলা হয় আমলকে?
[ক] সম্রাট শাহজাহানের আমল
[খ] সম্রাট আকবরের আমল
✅ সম্রাট জাহাঙ্গীরের আমল
[গ] সম্রাট হুমায়ুনের আমল
২৬. কেন সম্রাট জাহাঙ্গীরকে 'A child of many prayers' বলা হতো?
[ক] অনেক সুন্দর ছিলেন বলে
[খ] জাদুবিদ্যা জানতেন বলে
[গ] যুদ্ধবিদ্যায় অভিজ্ঞ ছিলেন বলে
✅ অনেক সাধনার ফলে তার জন্ম হয়েছে বলে
২৭. কেন সম্রাট জাহাঙ্গীর 'Bell of Justice দেন?
[ক] নামাযের সময় জানতে
[খ] রাজকীয় ফরমান ঘোষণা করতে
✅ নিরীহ প্রজাদের অভিযোগ শুনতে
[ঘ] রাজস্ব আদায়ের খোঁজ খবর নিতে
২৮. তাজমহল কী?
[ক] স্মৃতিসৌধ
✅ সমাধি সৌধ
[গ] সমাধি সত্মম্ভ
[ঘ] মিনার
২৯. কোন সম্রাটকে The Prince of Builders আখ্যা দেওয়া হয়েছে?
[ক] সম্রাট হুমায়ূন
[খ] সম্রাট আকবর
[গ] সম্রাট জাহাঙ্গীর
✅ সম্রাট শাহজাহান
৩০. সম্রাট শাহজাহানের প্রাথমিক জীবনের অন্যতম যোগ্যতা ছিল-
✅ সাহসিকতা
[খ] মদ্যপায়িতা
[গ] বিলাসিতা
[ঘ] হেরেমপ্রিয়তা
৩১. লাল কেল্লা দুর্গ কে নির্মাণ করেন?
[ক] সম্রাট জাহাঙ্গীর
[খ] সম্রাট আকবর
[গ] সম্রাট শাহজাহান
✅ সম্রাট আওরঙ্গজের
৩২. কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলে আখ্যায়িত করা হয়?
✅ সম্রাট আওরঙ্গজেব
[খ] সম্রাট আকবর
[গ] সম্রাট জাহাঙ্গীর
[ঘ] সম্রাট শাহ আলম
৩৩. দুর্ধর্ষ মোঙ্গল নেতা কে ছিলেন?
[ক] জালাল উদ্দিন
[খ] খাওয়ারিজম
[গ] সুলতান মাহমুদ
✅ চেঙ্গিস খান
৩৪. শিবাজী কোন উপাধি গ্রহণ করেছিলেন?
[ক] গণপতি
✅ ছত্রপতি
[গ] কোটিপতি
[ঘ] দলপতি
৩৫. মুঘল আমলে প্রজাদের প্রধান উপজীবিকা কী ছিল?
✅ কৃষি
[খ] ব্যবসা
[গ] চাকরি
[ঘ] শিক্ষকতা
৩৬. কেন সম্রাট আকবর তার সাম্রাজ্যকে বিভিন্ন ভাগে ভাগ করেন?
✅ সুষ্ঠুভাবে পরিচালনায়
[খ] সম্মান বৃদ্ধিতে
[গ] উপঢৌকন প্রাপ্তিতে
[ঘ] উৎকোচ লাভের আশায়
৩৭. পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের অন্যতম কারণ কী?
[ক] ইব্রাহিম লোদীর সৈন্য স্বল্পতার জন্য
[খ] বাবরের বিশাল সৈন্য বাহিনীর জন্য
✅ বাবরের অসীম বীরত্বের জন্য
[ঘ] ইব্রাহিম লোদীর ভুল সিদ্ধামেত্মর জন্য
[ক] কপালি
✅ ভাগ্যবান
[গ] নিয়তি
[ঘ] খুশ নসিব
৩৯. শের খান কোন যুদ্ধে জয়ী হয়ে ‘শেরশাহ' উপাধি গ্রহণ করেন?
✅ চৌসার যুদ্ধে
[খ] কনৌজের যুদ্ধে
[গ] মান্দাসোর যুদ্ধে
[ঘ] রাজমহলের যুদ্ধে
৪০. মনসব শব্দের অর্থ কী?
✅ পদমর্যাদা
[খ] প্রদেশ
[গ] সরকার
[ঘ] সিংহাসন
HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download.
HSC Islamic History and Culture 2nd Paper mcq guide pdf download.
৪১. সম্রাট শাহজাহানের স্থাপত্যশিল্পের সর্বশ্রেষ্ঠ
কীর্তি কোনটি?
✅ তাজমহল
[খ] ময়ূর সিংহাসন
[গ] মতি মসজিদ
[ঘ] শীষমহল
৪২. শেরশাহ জমি জরিপব্যবস্থা করেছিলেন-
i. ন্যায় প্রতিষ্ঠায়
ii. অন্যায় নির্মূলে
iii. আনুগত্য প্রতিষ্ঠায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৩. সুলহ্-ই-কুল প্রবর্তনের উদ্দেশ্য ছিল-
i. হিন্দু সম্প্রদায়ের সন্তুষ্টি অর্জন করা
ii. হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে নাগরিক বৈষম্য দূর করা
iii. হিন্দুদের সামাজিক কুসংস্কার ও অনাচার দূর করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৪৪. সম্রাট জাহাঙ্গীরের কৃতিত্বপূর্ণ ছিল--
i. শিল্প সংস্কৃতির ধারণ
ii. নিপুণ সমরনেতা
iii. অন্যতম বিজেতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৫. সম্রাট শাজাহান বিখ্যাত হয়ে আছেন-
i. তাজমহলের কারণে
ii. পর্তুগিজদের দমনে
iii. ময়ূর সিংহাসন নির্মাণের জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৬. তাজমহল নির্মাণের উদ্দেশ্য ছিল -
i. প্রিয়তমা স্ত্রীর স্মৃতিকে অমর করে রাখা
ii. শাহ্তাহানের রাজত্বের আঁকজমক প্রকাশ করা
iii. মুঘল স্থাপত্যের উৎকর্ষ সাধন করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৪৭. সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ফলে-
i. রাজকোষে আর্থিক সংকট দেখা দেয়
ii. দাক্ষিণাত্যে সামরিক দুর্বলতা দেখা দেয়
iii. মুঘল সম্রাজ্যের পতন অনিবার্য হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৮. মুঘল সাম্রাজ্যের পতনে কাজ করেছে-
i. শিয়াদের বিরোধিতা
ii. সাম্রাজ্যের বিশৃঙ্খলা
iii. আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৯. সম্রাট বাবর তাঁর নামের সার্থকতা প্রমাণ করেন-
i. সিংহের ন্যায় তেজ দ্বারা
ii. বাঘের ন্যায় তেজ দ্বারা
iii. সাহসিকতা দ্বারা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫০. চৌসার যুদ্ধ সংঘটিত হয়েছিল--
i. শের খানের বিদ্রোহের জন্য
ii. হুমায়ুনের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য
iii. জামান মির্জার অবরোধের জন্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫১.শেরশাহের অন্যতম সংস্কার হচ্ছে-
i. ভূমি জরিপের ব্যবস্থা
ii. আশরাফি নামক স্বর্ণমুদ্রার প্রচলন
iii. Branding of Horse System চালু
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও:
মঙ্গল সেনাপতি চেংগিস খান তার সেনাবাহিনীকে পিরামিডের ন্যায় ক্রুম ধাপে বিন্যসত্ম করে পদ ও মর্যাদার বিভিন্ন ধাপ সৃষ্টি করেন। কেননা সামরিক বাহিনীতে শৃঙ্খলা ফিরে আনার জন্য এরূপ ব্যবস্থার প্রয়োজন ছিল।
৫২. উদ্দীপকে চেংগিস খানের সামরিক ব্যবস্থার সাথে কোন মুঘল সম্রাটের সামরিক ব্যবস্থার মিল আছে?
[ক] বাবুর
[খ] হুমায়ুন
✅ আকবর
[ঘ] শাহজাহান
৫৩. উদ্দীপকে বর্ণিত সামরিক ব্যবস্থা মুঘল আমলে কী নামে পরিচিত ছিল?
[ক] ইকতা
[খ] জায়গির
[গ] খালসা
✅ মনসবদারি
উদ্দীপকটি পড়ে ৫৪ ও ৫৫ নং প্রশ্নের উত্তর দাও:
বর্তমান সরকার এল.জি.এস.পি প্রোগ্রামের আওতায় গ্রাম উন্নয়নের জন্য প্রত্যেকটি ইউনিয়নের আওতাধীন গ্রামগুলোকে একটি আলাদা আলাদা প্রশাসনিক ইউনিটে বিভক্ত করেছেন। ফলে একদিকে গ্রামগুলোর উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমেও গতিশীলতা বৃদ্ধি পেয়েছে:
৫৪. উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা ভারতবর্ষের কোন শাসক গ্রহণ করেছিলেন?
[ক] ফিরোজ শাহ
✅ শেরশাহ
[গ] ইব্রাহিম খা
[ঘ] ইসলাম খা
৫৫. উক্ত শাসকের এরূপ ব্যবস্থা গ্রহণের-
i. সুষ্ঠ শাসন প্রণয়ন
ii. জনমঙ্গল সাধন
iii. আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও:
সিংহাসন আরোহণ করে ইব্রাহিম মাহমুদ তার সাম্রাজ্যে মুদ্রার অব্যবস্থাপনা দূর করার জন্য রৌপ্য ও স্বর্ণমুদ্রার প্রচলন করেন। এছাড়াও তিনি বিভিন্ন মানের মুদ্রা চালু করেন।
৫৬. উদ্দীপকের ইব্রাহিম মাহমুদের কর্মকান্ড-র সাথে মুঘল যুগের কোন শাসকের কর্মকান্ড-র সামঞ্জস্য আছে?
[ক] বাবর
[খ] হুমায়ূন
✅ শেরশাহ
[ঘ] আকবর
৫৭. বিভিন্ন মানের মুদ্রার মধ্যে ছিল-
i. আধুলি
ii. সিকি
iii. পাঁচ সিকি
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii
HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download.
HSC Islamic History and Culture 2nd Paper mcq guide pdf download.
অনুচ্ছেদটি পড়ে ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও জাতি গোষ্ঠীর লোক বসবাস করলেও বাংলা নববর্ষসহ বিভিন্ন লোকজ অনুষ্ঠানগুলো তারা একসাথে মিলেমিশে পালন করে। রাষ্ট্র ও সরকার প্রধান প্রত্যেক ধর্মের-ধর্মীয় অনুষ্ঠানগুলোতে একাত্মতা প্রকাশ করে থাকেন। এতে জাতীয় ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় হয়।
৫৮. উদ্দীপকে উল্লিখিত সম্প্রীতির এ সম্পর্কটি কোন মুঘল সম্রাটের সময়ে বেশি দেখা গিয়েছিল?
[ক] সম্রাট বাবুর
✅ সম্রাট আকবর
[গ] সম্রাট জাহাঙ্গীর
[ঘ] সম্রাট আওরঙ্গজেব
৫৯. উক্ত সম্রাটের কাজের মাধ্যমে
i. তার ক্ষমতা সুদৃঢ় হয়
ii. শাসন কাজে হিন্দুদের প্রাধান্য পায়
iii. ধর্মীয় স্বাধীনতা খর্ব হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও:
‘ক’ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম অন্য একটি ইউনিয়নের এক মেম্বারের মৃত্যু হলে তাঁর স্ত্রী ফিরোজাকে বিবাহ করেন। ফিরোজা অত্যন্ত সুন্দরী ও মহিয়সী হওয়ায় চেয়ারম্যান তাঁর ক্রীড়নকে পরিণত হন। ফিরোজাই ইউনিয়নের সকল কাজকর্ম পরোক্ষভাবে পরিচালনা করতে থাকেন।
৬০. ফিরোজার মিল রয়েছে ইতিহাসের কোন নারীর সাথে?
[ক] সুলতান রাজিয়ার
[খ] মমতাজ মহলের
[গ] জেবুন্নেসার
✅ নূরজাহানের
৬১. উত্ত নারী পারদর্শিনী ছিলেন-
i. অশ্বারোহণে
ii. অসি চালনায়
iii. রণকৌশলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬২. শাহবাজ খান কে ছিলেন?
✅ আকবরের সেনাপতি
[খ] বৈরাম খানের শিষ্য
[গ] বাবুরের সেনাপতি
[ঘ] মুঘল সম্রাট
0 Comments:
Post a Comment